Author: admin

  • লক্ষ্মীপুরে সেনাবাহিনীর হাতে ভুয়া সিআইডি আটক।

    লক্ষ্মীপুরে সেনাবাহিনীর হাতে ভুয়া সিআইডি আটক।

    লক্ষ্মীপুরে সিআইডি সদস্য পরিচয় দেওয়া মো. সোহেল নামের এক প্রতারককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়।

    অভিযুক্ত সোহেলের গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাপুর উত্তর ঝাটিবুনিয়া গ্রামে। তার মারধরের শিকার ব্যক্তির নাম শাখায়েত হোসেন। তিনি লক্ষ্মীপুর বাজারের তৌহিদিয়া স্টোরের মালিক।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল মদপান করে বিভিন্ন সময় উত্তর তেমুহনী এলাকায় শাখায়েত হোসেন নামের ওই ব্যবসায়ীকে মারধর করেন।

    এটি দেখে বণিক সমিতির এক সদস্য বাংলাদেশ সেবাহিনীকে বিষয়টি অবগত করেন। পরে সেনাবাহিনী উত্তর তেমুহনী মজিব চত্বর ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যায়।

    সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর প্রেসক্লাব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সিআইডির ভুয়া আইডি কার্ডধারী সোহেলকে সন্ত্রাসী কর্মকাণ্ড করার সময় একটি চাইনিজ চাকুসহ আটক করা হয়। তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আবদুল মুন্নাফ বলেন, সোহেল নিজেকে সাধারণ মানুষের কাছে সিআইডি সদস্য পরিচয় দেয় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে

  • রামপাল থানা পুলিশের অভিযানে পাইপগান ও গুলি সহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

    রামপাল থানা পুলিশের অভিযানে পাইপগান ও গুলি সহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে দুইটি পাইপগান ও ছয় রাউন্ড গুলিসহ চার সন্ত্রাসীকে আটক করেছে।
    বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হয়েছে। আটক ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস।
    আটককৃতরা হলেন-খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার মতলেব শেখের ছেলে হুমায়ুন কবির হুমা (৩৬), রমজান ঢালীর ছেলে ইসতিয়াক শাহারিয়ার(২৩), কাজী নুরুল ইসলামের ছেলে কাজী রায়হান (২১), ওবায়দুর রহমানের ছেলে মোঃ আসিফ মোল্লা(২০) ও আলমগীর হোসেনের ছেলে মোঃ ইমন হাওলাদার(২১)।
    থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়,গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ফয়লা বাজার এলাকা থেকে ফয়লাহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর আনসার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল তাদের সন্দেহজনকভাবে আটক করে। তাদের সাথে থাকা দুটি মোটরসাইকেল ফাঁড়িতে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অস্ত্র ও গুলির কথা স্বীকার করে। এরপর তাদের সাথে নিয়ে থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ভাগা বাজার সংলগ্ন জনৈক সাইফুলের ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় ভাড়া বাড়িতে থাকা টিনের ট্রাঙ্কের ভেতর থেকে কালো রংয়ের ব্যাগে থাকা দেশীয় তৈরী দুইটি টি পাইপগান খোলা অবস্থায় পাওয়া যায়। এছাড়াও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
    ওসি সোমেন দাস আরো জানান, আসামিরা ভাগা এলাকার সাইফুলের ভাড়া বাড়িতে ঘর ভাড়া নিয়ে গত দেড়মাস অবস্থান করছিল। গতকাল অভিযান চালিয়ে দুটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, পাঁচটি স্মার্ট মোবাইল ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • কমলা গাছে অজানা পোকার আক্রমণে দিশেহারা মৌলভীবাজারের কমলা চাষীরা।

    কমলা গাছে অজানা পোকার আক্রমণে দিশেহারা মৌলভীবাজারের কমলা চাষীরা।

    কমলা গাছে অজানা পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন মৌলভীবাজারের কমলা চাষিরা। পোকার আক্রমণে মারা যাচ্ছে পুরাতন কমলার গাছ। পাশাপাশি নতুন চারা বড় হওয়ার আগেই আক্রান্ত হচ্ছে নতুন চারা গুলো।
    মৌলভীবাজারের জুড়ী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন অঞ্চলে ৯৬.৫ হেক্টর জমিতে প্রায় ৯৫টি কমলা বাগান রয়েছে। এরমধ্যে গোয়ালবাড়ি ইউনিয়নে আছে ৬২ হেক্টর। এ অঞ্চলের অধিকাংশ কমলা খাঁসি ও নাগপুরি জাতের আবাদ হচ্ছে।
    জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লালছড়া গ্রামের কমলা চাষি মোর্শেদ মিয়া বলেন, আমার বাগানে প্রায় ১৫০০ কমলা গাছ ছিল। গত তিন বছরে ৪০০ গাছ মারা গেছে। আরও ২০০ গাছ মারা যাওয়ার পথে।
    তিনি বলেন, প্রথমে এক ধরনের সাদা পোকা মাটির নিচে কমলার শিকড় থেকে পানি চুষে ফেলে। পরে উইপোকা শিকড় খেয়ে ফেলে। প্রথম বছর গাছের পাতা হালকা হলুদ, দ্বিতীয় বছর পুরোপুরি হলুদ এবং এরপর পাতা ঝরা শুরু হয়। তৃতীয় বছর গাছটি মারা যায়।
    মোর্শেদ আরও বলেন, পোকার আক্রমণের শুরুতে কমলার আকার স্বাভাবিক থাকলেও দ্বিতীয় বছর আকার ছোট এবং পরের বছর আরও ছোট হয়ে যায়।
    উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল আলম খান বলেন, কমলা চাষিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সম্প্রতি বাগান পরিদর্শন করে বেশ কিছু সমস্যা নির্ণয় করা হয়েছে। বাগানগুলো পাহাড়ি এলাকায় হওয়ায় পোকা-মাকড়ের আক্রমণ বেশি। আমরা চাষিদের কিছু কীটনাশক সরবরাহ করেছি। এর মধ্যে কিছু কাজ করেছে, কিছু করে নাই। কৃষি গবেষণা ইনস্টিটিউটে আমরা পত্র লিখেছি। একটি উচ্চপর্যায়ের দল এসে পরিদর্শন করার কথা রয়েছে। কারণ এখানে অপরিচিত কিছু মথ আছে যেগুলো শনাক্ত করা যাচ্ছে না বলে তিনি জানান।
    উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, সম্প্রতি কৃষি অফিসারসহ আমরা কমলা বাগান পরিদর্শন করেছি। সমস্যাগুলো বিশ্লেষণসহ সুপারিশ আকারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিব, যাতে করে কমলা চাষ সমৃদ্ধ হয় ও চাষিরা উপকৃত হন। আমরা সে পদক্ষেপ নিচ্ছি বলে জানান তিনি।
  • রামপালে জেলা প্রশাসক উপজেলা প্রশাসন,শিক্ষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    রামপালে জেলা প্রশাসক উপজেলা প্রশাসন,শিক্ষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে নবাগত জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সাথে উপজেলা প্রশাসন, শিক্ষক ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার( ৯ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    এরপর বিকাল বিকাল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি শিক্ষকদের সকল সমস্যার কথা শোনেন। এছাড়াও তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
    প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাদক বর্তমানে এক ভয়ানক সমস্যা। যে কোন মূল্যে তিনি মাদককে নিয়ন্ত্রণ করার আহ্বান জানান। তিনি সকলকে কাজের পাশাপাশি প্রত্যেকের ছেলে-মেয়েদের সাথে সময় দেয়ার আহ্বান জানান। বাল্যবিবাহ নিয়ন্ত্রের উপর ও গুরুত্বারোপ করেন। সরকারি কর্মকর্তাদের তিনি জনগণের প্রতি অধিক দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেন।
    সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, রামপাল কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল-কুদ্দুস, সমাজসেবা অফিসার শাহিনুর রহমান, উপাধক্ষ্য নাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন, তাপস কুমার।
    এসময় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
  • বাঘায় বজ্রপাতে গাছ কাটা শ্রমিকের মৃত্যু।

    বাঘায় বজ্রপাতে গাছ কাটা শ্রমিকের মৃত্যু।

    বাঘায় বজ্রপাতে গাছ কাটা শ্রমিকের মৃত্যু

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর বাঘায় বজ্রপাতে মুক্তার হোসেন (৩৭) নামের এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার পদ্মার চরে মধ্যে আম বাগানে গাছ কাটছিল। এ সময় বৃষ্টি ও বজ্রপাতে মুক্তার গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মাকসুদুল হক সিয়াম তাকে মৃত ঘোষনা করে।
    মুক্তার হোসেন উপজেলার খায়েরহাট গ্রামের ইনছার আলী সরদারের ছেলে।
  • উল্লাপাড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রে’র মৃত্যু।

    উল্লাপাড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রে’র মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে সুজন মাহমুদ(১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

    বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের কালিয়া‌কৈড় গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।নিহত সুজন ওই গ্রামের মোহাম্মদ নবীনূরের ছেলে।

    জানা যায়,বুধবার সকালে সুজন মাহমু ধান বিক্রির জন্য দহকুলা হাটে আসে। দুপুরে হাটের কাজকর্ম শেষে করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়িতে ফিরে আসছিল।ওই গ্রামের শাহিন মন্ডলের বাড়ির উঠানে পৌঁছা মাত্র বজ্রপাতের ঘটনা ঘটে। এ ঘটনায় সুজনের মৃত্যু হয়। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান,কালিয়া‌কৈড় গ্রামে সুজন মাহমুদ না‌মের এক ক‌লেজছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। কোন ক্লেইম পাওয়া যায়নি। পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

  • মৌলভীবাজারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াত ইসলামীর মতবিনিময়।

    মৌলভীবাজারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াত ইসলামীর মতবিনিময়।

    আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ ইং, বেলা সাড়ে ১২টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
    মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার আমীর মোঃ এমাদুল ইসলাম সভাপতিত্বে ও উপজেলার সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল।
    এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার কোষাধ্যক্ষ ডা. মুক্তালাল বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালিমপুর ইউনিয়ন সভাপতি কাজী রুহুল আমিন, ছাত্রশিবির মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি আব্দুস সামাদ, ছাত্রশিবির বড়লেখা উপজেলা শহর সভাপতি হুমায়ুন কবির সাজু, পূজা উদযাপন পরিষদ বর্ণি ইউনিয়ন সভাপতি শৈলেশ চন্দ্র দাস, তালিমপুর ইউনিয়ন সভাপতি গীতেষ চন্দ্র দাস বিষু, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন সভাপতি ডা. সুকুমার দেবনাথ, দাসেরবাজার ইউনিয়নের সাধারণ সম্পাদক রুপন চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদ বড়লেখা পৌর শাখার সাধারণ সম্পাদক উজ্জল ঘোষ, দৈনিক ইত্তেফাকের বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাস, পূজা উদযাপন পরিষদ বড়লেখা সদর ইউনিয়ন সভাপতি নিবলু দত্ত, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন সভাপতি বিজয় দেব, সুজানগর ইউনিয়নের সাধারণ সম্পাদক অজিত বিশ্বাস, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন সভাপতি সন্দিপ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
  • ছেলে মেয়েদের মাদক ও মোবাইল আসক্তি থেকে রক্ষার উপায় খেলাধুলা বিএনপি নেতা-শামীম।

    ছেলে মেয়েদের মাদক ও মোবাইল আসক্তি থেকে রক্ষার উপায় খেলাধুলা বিএনপি নেতা-শামীম।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে। মাদকাসক্তিকে একটি সামাজিক বিপর্যয় বা অবক্ষয়ও বলা যেতে পারে। বাংলাদেশের যুবসমাজ যেখানে শিক্ষা ও জ্ঞান আহরণে উদ্যমী হওয়ার কথা, সেখানে তারা জড়িয়ে পড়ছে মাদকদ্রব্য সেবনের মতো ভয়ংকর অপরাধে। এই ভয়াবহ বিপর্যয় ঠেকাতে এবং দেশ ও দশের সামগ্রিক মঙ্গল কামনার্থে তরুণ শিক্ষার্থীদের স্বশিক্ষিত হতে হবে যেন তারা নিজেরাই নিজেদের মাদকবিমুখ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।
    মঙ্গলবার(৮ অক্টোবর) বিকেলে রামপাল উপজেলার ‘আদাঘাট তরুণ সংঘ’ কর্তৃক আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
    তিনি আরো বলেন, যুব সমাজকে মাদক ও অবক্ষয় এবং মোবাইল গেম থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, কিছু হতেও পারে না। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, সামাজিক যোগাযোগে মাধ্যমের আসক্তি থেকে দুরে রাখতে সকলকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। যাতে নতুন প্রজন্ম বিপথে যাওয়ার পরিবর্তে খেলাধুলায় সময় কাটাতে পারে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে চাঙ্গা রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম।
    উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, খুলনা মহানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য সচিব তরিকুল ইসলাম, বিএনপি নেতা মোঃ শাহাদাত হোসেন,  সরদার লিয়াকত হোসেন, ফকির তহিদুল ইসলাম, সৈয়দ কুদরত ইলাহী, ছাত্রদলের সাবেক সদস্য সচিব রবিউল ইসলাম রবি প্রমুখ।
    এর আগে তিনি বিপুল সংখ্যক নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার গিলাতলা সার্বজনীন দূর্গা মন্দির ও সন্ন্যাসী সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি প্রতি মন্দির নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদানও প্রদান করেন।
  • রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন নয়,জনগণের কাজ করতে চাই-জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

    রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন নয়,জনগণের কাজ করতে চাই-জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

    কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন নয়, জনগণের হয়ে কাজ করতে চান ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
    মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় বক্তব্য প্রদানের সময় তিনি এই মন্তব্য করেন।
    তিনি জানান, যেহেতু জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আমার বেতন হয়, চাকরিজীবনের শেষ দিন পর্যন্ত তাদের হয়ে কাজ করতে চাই। ছাত্রজনতার অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, এ নতুন বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।
    মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক আর বলেন, অতীতকে ভুলে গিয়ে নতুন করে ঠাকুরগাঁও জেলাকে ঢেলে সাজানো হবে। জেলাটির যানজট সমস্যা, বাজার সিন্ডিকেট, মুখ থুবড়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে আগের অবস্থায় ফেরানো, মাদক নির্মুল সহ সব ধরনের সরকারি সেবা নিশ্চিত করতে চায় জেলা প্রশাসন। এজন্য সর্বস্তরের মানুষকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
    এ সময় স্কুল-কলেজ চলাকালীন সময়ে কঠিন বাণিজ্য বন্ধ করার জন্য প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ দেন জেলা প্রশাসক।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ এর সভাপতিতে এতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী থানার ওসি জাকারিয়া মন্ডল, উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আরাফাত হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ, আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, কালমেঘ রমজান আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহহিল বাকী, সাংবাদিক হারুন ওর রশিদ প্রমুখ এতে বক্তব্য দেন।
    এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
    একদিন বিকালে জেলা প্রশাসক ইশরাত ফারজানা চারুল ইউনিয়নের লাহিড়ী বাজারের একটি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেন।
  • মেধা তালিকায় স্থান পেয়ে ওমরাহ পুরস্কার পেলেন বরুণা মাদরাসার ৫ শিক্ষার্থী।

    মেধা তালিকায় স্থান পেয়ে ওমরাহ পুরস্কার পেলেন বরুণা মাদরাসার ৫ শিক্ষার্থী।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার শ্রীমঙ্গলের জামেয়া বরুণা মাদরাসার ছাত্র হাফেজ শিহাব উদ্দীন গত বছর মিশকাত জামাতে বেফাক বোর্ডে পরীক্ষা দিয়ে ১৮ তম সিরিয়াল অর্জন করে। হাফেজ শিহাব কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামের মাওলানা আব্দুস সামাদের ছেলে। নাহবেমীর ক্লাসে ১২ তম সিরিয়াল অর্জন করে রাজনগরের আতাউর রহমান। আব্দুল্লাহ আল আরশাদ সিলেট ফরিদাবাদের মুহতামিম মাওলানা ফখরুজ্জামান এর ছেলে হাইআতুল উলিয়ায় ৩৩ তম সিরিয়াল অর্জন করে।
    বরুণা মাদরাসার নায়বে সদরে মুহতামিম শায়খ নুরে আলম হামিদী ও প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম হামিদী বছরের শুরুতেই ঘোষণা করেন কেন্দ্রীয় বেফাক পরীক্ষায় যারা সিরিয়াল অর্জন করবে তাদেরকে ওমরাহ পালনের পুরস্কার প্রদান করা হবে।
    আজ মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ ইং, বরুণা মাদরাসার সহকারী শিক্ষা সচিব মাও.আব্দুর রহমান শরীফপুরীর তত্বাবধানে ওমরাহ পালনের উদ্দেশ্যে রওয়ান করেন মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থী হাফেজ শিহাবুদ্দীন, মাহদী হাসান খান, আব্দুল্লাহ আল আরশাদ, রশিদ আহমদ ও আতাউর রহমান।
    প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী হাফি. বলেন মাদরাসার উন্নতি লক্ষ্যে আমাদের যা করার আমরা তা করতে বদ্ধপরিকর। আগামীতে যদি বেফাক ও হাইআতুল উলিয়া বোর্ডে মেধা তালিকায় ১০ এর বিতরে ছাত্ররা জায়গা করে নেয় তাহলে ওমরাহ সফর বরাদ্দ থাকবে। ইনশাআল্লাহ
    এদিকে বরুণা মাদরাসার শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান হুজাইফা বলেন এ পুরুষ্কার দেওয়ায় এবছর ছাত্রদের পড়ায় আরো মনযোগ বাড়িয়ে তুলেছে। আগামীতে আরো কিছু ছাত্র ওমরাহ সফরে জায়গা করে নিতে পারে।
    বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুছলেহ উদ্দীন চৌধুরী বলেন আমার জীবনে সবচেয়ে বড় সফলতা আমার নিজ হাতে তৈরী করা ছাত্র আজ ওমরাহ সফরে যাচ্ছে।
    শিক্ষার্থীদের এমন ফলাফলে অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বরুণা মাদরাসার নায়বে সদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী এবং প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী, ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ হাদী আলম হামিদী এ ছাড়াও দোয়া ও শুভকামনা ব্যক্ত করেন বরুণা মাদরাসার অন্যান্য শিক্ষকগণ।
    এমন ফলাফল পেয়ে আনন্দিত হয়ে শিক্ষার্থীরা মহান রবের প্রশংসা করে বরুণা মাদরাসার শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং মা-বাবার দোয়াতেই তা অর্জন সম্ভব হয়েছে বলে তারা মন্তব্য করেন।