Author: admin

  • উল্লাপাড়ায় বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু।

    উল্লাপাড়ায় বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় মোঃ নজরুল ইসলাম(৩৩) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহত চালক শাহজাদপুর উপজেলার কাউয়ুমপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সাত্তার সরকারের ছেলে।

    বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপজেলার বালসাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

    জানা যায়,সকালে শ্যামলী পরিবহন হিনো কোচটি যাত্রী নিয়ে পাবনা থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয়ে বালসাবাড়ি বাসষ্টান্ড এলাকায় পৌছালে পিছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের মোটরসাইকেলকে চাপা দেয়। বাস চাপায় চালক নজরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। তার পিছনে থাকা দুই আরোহী ছিটকে পরে গুরুতর আহত হয়। নিহত চালক নিজ বাড়ি কাইয়ুম পুর থেকে উল্লাপাড়ার দিকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা ঘটেছে।এ ঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

    হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মন্ডল এ ঘটনার তথ্য নিশ্চিত করে জানান ঢাকাগামী শ্যামলী পরিবহন উপজেলার বাকসাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পৌছালো পিছন থেকে ইজিবাইককে চাপা দিলে চালক ঘটনাস্থলে মারা যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকান ঘরের ভিতরে ঢুকে পরে।এতে কয়েকটি দোকান ঘর দুমরে মুচড়ে যায়। আহত ৩ যাত্রীকে ফায়ার সার্ভিস ও স্থায়নীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

  • নওগাঁ জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

    নওগাঁ জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

    নওগাঁ জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

    মাহবুব আলম,নওগাঁ জেলা প্রতিনিধি:রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আলমগীর রহমান মহোদয় জেলা পুলিশ নওগাঁ’র আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত বিশেষ কল্যান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত প্রধান অতিথি মহোদয় উপস্থিত অফিসার ফোর্সের বিভিন্ন সমস্যার বিষয়ে মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের নির্দেশ দেন । তিনি উপস্থিত সকলকে পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন । বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কুতুব উদ্দিন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) । এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • যারা জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল, তারাই আজ জনগণের ভয়ে পালিয়ে গেছে।

    যারা জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল, তারাই আজ জনগণের ভয়ে পালিয়ে গেছে।

    আওয়ামী লীগ গণতন্ত্রকে লগি বৈঠা দিয়ে হত্যা করে ক্ষমতায় এসেছিল। পনের বছর তারা জোড় করে ক্ষমতায় দখল করেছিল। তারা জানতো সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করলে সবার আগে লগি বৈঠার বিচার হবে। শাপলা চত্বরের আলেম, পিলখানায় আর্মি অফিসার ও মোদিবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় আলেমদের হত্যার বিচার হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।
    মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে জেলার রুকনরা তাদের গোপন ভোটে নতুন আমির নির্বাচন করবেন।
    তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিয়মে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দলের স্বার্থ নয়, দেশের মানুষের স্বার্থ আর শহীদদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিবে। জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার হচ্ছে, জুলাই-আগস্টের বিপ্লবের চেতনাকে নস্যাৎ করার জন্য একদল মানুষ ওঠে পড়ে লেগেছে। আমরা তা হতে দেবো না।
    তিনি আরও বলেন, আমাদেরে শীর্ষ নেতাদের মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী রেখেছিল আওয়ামী লীগ। জামায়াতের ৫০০ নেতাকর্মীকে হত্যা করেছে তারা। বিএনপিসহ অন্যান্য দলের লাখ লাখ নেতাকর্মীদের বিনা অপরাধে জেলে আটকে রেখেছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ৬টি বছর জেলে রেখেছিল। ৬৭৭ জন মানুষকে গুম করেছে স্বৈরাচার আওয়ামী লীগ।
    জামায়াতের এই নেতা বলেন, যারা জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল, তারাই আজ জনগণের ভয়ে পালিয়ে গেছে। দেশ ও জনগণের ভাগ্যোন্নয়নের জন্য রাজনীতি করলে তাদের এভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হতো না। তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। মানুষকে মানুষ মনে করতেন না। প্রতিটি অপকর্মের ফল তাদের পেতে হবে। জামায়াতে ইসলামী কোনো প্রতিশোধ নেবে না, তবে জুলুমের শিকার প্রতিটি মানুষকে ন্যায়বিচার দেবে।
    ১৪ বছর আওয়ামী সরকারের জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার জামায়াতে ইসলামী জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে রুকন সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
    ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির  মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আলমগীরের সঞ্চালনায় রুকন সম্মেলনে বক্তব্য দেন, দিনাজপুর জেলার আমীর আনোয়ারুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মেদ ও মাওলানা ফজলে রাব্বি মোর্তজাবী।
  • শ্রীমঙ্গলে নারী সহ দুই ব্যাক্তির মরদেহ উদ্বার।

    শ্রীমঙ্গলে নারী সহ দুই ব্যাক্তির মরদেহ উদ্বার।

    মৌলভীবাজার প্রতিনিধি :মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা অধীনে কালিঘাট চা বাগান ও ডলুছড়া পাহাড়ি এলাকায় পৃথক দু’স্থান থেকে অজ্ঞাতনামা নারীসহ দুজনের মৃতদেহ উদ্বার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার কালিঘাট চা বাগান এবং দুপুরে ডলুছড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    সকালে উপজেলার কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের (৩০) নামে একজনের মরদেহ উদ্বার করে পুলিশ। তার গলায় ধারোলো ছুরির দাগ রয়েছে।নিহত আবুল খায়ের উপজেলার মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে। সে পেশায় টমটম চালক।
    অপরদিকে, দুপুরে উপজেলার ডলুছড়া পাহাড়ি এলাকা থেকে ৩৫ বছর বয়সের এক নারীর মরদের উদ্বার করেছে পুলিশ। তার পরিচয় এখনও শনাক্ত হয়নি।
    শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান,সকালে কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের (৩০) নামে একজনের মরদেহ উদ্বার করা হয়েছে এবং তার গলায় ধারোলো ছুরির দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে কোনো বিরোধ থেকে তাকে হত্যা করা হয়েছে,এবং দুই মরদেহকে ময়নাতদন্তের জন্য  মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
  • উল্লাপাড়ায় প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণের কার্যক্রম উদ্বোধন।

    উল্লাপাড়ায় প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণের কার্যক্রম উদ্বোধন।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ মঙ্গলবার আসন্ন রবি মৌসুমে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে কৃষি প্রণোদনা হিসাবে বিনামূল্যে সার বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত প্রধান অতিথি হিসাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

    কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, এ বছর চাষীদের মধ্যে এক বিঘা করে জমি আবাদের জন্য ইউনিয়ন ভেদে ১ কেজি সরিষা, গম, ভুট্টা, অড়হর, মসুর, খেসারী, বাদাম ও শীতকালীন পেঁয়াজ বীজ প্রদান করা হয়েছে। প্রত্যেক চাষীকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারও বিনামূল্যে দেওয়া হয়েছে। আগামী ২ দিনে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌর সভার মোট ১৫ হাজার ৪৩০ জন চাষীকে এসব সার বীজ প্রদান করা হবে। বিনামূল্যের এসব সামগ্রী কৃষি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কৃষি কর্মকর্তা।

  • ঠাকুরগাঁও বুড়ির বাঁধে মাছ ধরা উৎসব।

    ঠাকুরগাঁও বুড়ির বাঁধে মাছ ধরা উৎসব।

    জাল, পলো এবং ছোট ছোট ছিপ নিয়ে উৎসবের আমেজে মাছ ধরতে এসেছে শত শত মানুষ। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধের পানি ছেড়ে দেয়ায় এ উৎসবে মেতেছেন সবাই।
    বুড়ির বাঁধে মানুষ দূর-দূরান্ত থেকে এসে উৎসবে মাতেন। প্রশাসন এ বিষয়টিকে ইতিবাচক হিসেবেই নিয়ে থাকে।
    বর্ষা মৌসুমে পানি ধরে রাখার পর প্রতিবছর শীতের শুরুতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাঁধের গেট খুলে দিলে এভাবে মাছ ধরা চলে।
    এ জলকপাটে আটকে থাকা পানিতে প্রতিবছর জেলা মৎস্য অধিদপ্তর বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে থাকে। আর বছর ঘুরে পানি ছেড়ে দিলে দূর দূরান্ত থেকে মাছ ধরতে ছুটে আসেন জেলেসহ স্থানীয়রা।
    উম্মুক্তভাবে মাছ শিকারের পর পাশের সড়কে তা বিক্রি করে। দেশীয় প্রজাতির ছোট বড় নানা জাতের মাছ কিনতে ও বিক্রি করতে পেরে খুশি স্থানীয়রা। আর মাছ উৎসবকে ঘিরে বাঁধের আশপাশ এলাকায় প্রসরা সাজিয়ে বসেছে দোকানিরা।
    মাছ ধরতে ও কিনতে আসা মানুষেরা জানান, প্রতিবছর প্রচুর মাছ পাওয়া গেলেও এবার মাছ কম। তাই মাছের দামও বেশি। তবুও দেশি প্রজাতির রুই, কাতলা, টেংনা, পুঠিসহ নানা জাতের মাছ পাওয়া যাচ্ছে। তবে শত শত মানুষের উপস্থিতিতে এ এক উৎসবে পরিনত হয়েছে।
    ১৯৮২ সালে শুকনো মৌসুমে এই এলাকার জমি চাষাবাদের জন্য ঠাকুরগাঁও সদর উপজেলার আচকা ও চিলারং ইউনিয়নের মাঝামাঝি এলাকায় শুক নদীর উপড় বাঁধটি নির্মাণ করা হয়। প্রতিবছর বর্ষা মৌসুমে পানি আটকে রাখা হয় ওই এলাকার উঁচু জমি চাষাবাদ করার জন্য। আর সেই আটকে রাখা পানিতে ছেড়ে দেয়া হয় প্রতি বছরের এমন সময়ে।
    এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, প্রতিবছর এ সময়ে গেটটি খুলে দেয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। মানুষ দূর-দূরান্ত থেকে এসে উৎসবে মাতেন। প্রশাসন এ বিষয়টিকে ইতিবাচক হিসেবেই নিয়ে থাকে। কোনো রকম যেন বিশৃঙ্খলা না হয় সেজন্য নজরদারি রাখা হয়।
  • গোদাগাড়ীতে অবৈধ বৈদ্যুতিক তারে পৃষ্ট হয়ে কৃষকের মৃত্য।

    গোদাগাড়ীতে অবৈধ বৈদ্যুতিক তারে পৃষ্ট হয়ে কৃষকের মৃত্য।

    রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ইয়ামিন(১৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ইয়ামিন নিজ জমিতে পানি দিতে যাওয়ার পথে ঘটনাটি ঘটে। পিরিজপুর এলাকার মৌলবী আলিমুদ্দীন ড্রাগন বাগানে জি আই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয় বাগান সেফটির জন্য। রাতে সংযোগ দেন এবং দিনের বেলা সংযোগটি টেনে রাখেন। বিদ্যুৎ বিভাগের অনুমতি ছাড়া সংযোগটি দেওয়া হয়েছিল বলে স্থানীয় সুত্রে জানা যায়।

    ১৪ অক্টোবর ( সোমবার) আনুমানিক সকাল ৮:৪০ মিনিটে বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনাটি ঘটে। নিহত ইয়ামিন গোদাগাড়ী উপজেলার বোগদামারী এলাকার মোঃ আবুল কালামের ছেলে।

    স্থানীয় সুত্রে জানা যায়, ইয়ামিন ভোরবেলা আলিমুদ্দীনের ড্রাগন বাগানের পাশ দিয়ে তার টমেটোর জমিতে পানি দেওয়ার জন্য যাচ্ছিলেন।এদিকে আলিমুদ্দীনের পেতে রাখা ফাঁদ তিনি খেয়াল করেননি। অবৈধ সংযোগে শরীরের স্পর্শ ঘটলেই ইয়ামিনকে ধরে ফেলে এবং ইয়ামিনের শরীরের একাংশ ঝলসে তার মৃত্যু হয়। এলাকাবাসী প্রেমতুলি পুলিশ তদন্তকেন্দ্রে ফোন দিলে ইয়ামিনের লাশ উদ্ধার করে নিয়ে যায়। পরে ইয়ামিনের পরিবার না দাবিপত্র দিয়ে লাশ বাড়ি নিয়ে যায়।

    প্রেমতুলি পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত এসআই সামিউল ইসলাম জানান,  ইয়ামিনের পরিবার নাদাবি পত্র দিয়ে লাশ নিয়ে গেছেন।

    এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী পল্লী বিদ্যুৎ রাজশাহী বিভাগের জিএম রমেন্দ্র জানান, আলিমুদ্দীন জিআই তার দিয়ে বিদ্যুৎ ব্যবহার করতে পারেন না।এটা অবৈধভাবে হয়ত তিনি ব্যবহার করেছেন।আমি বিষয়টি লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।

  • আদালত প্রাঙ্গনে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে সাবেক এমপি সুজনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ।

    আদালত প্রাঙ্গনে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে সাবেক এমপি সুজনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ।

    হত্যা মামলার আসামি ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
    সোমবার (১৪ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে তোলা হলে এ রায় দেন বিচারক রমেশ কুমার দাগা।
    এ দিকে আদালতে তোলার সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা জয়বাংলা স্লোগান তুলে কোর্ট চত্বরে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করলে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। পরে আওয়ামী লীগের এক সমর্থককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে তারা।
    অন্যদিকে শুনানি শেষে মাজাহারুল ইসলাম সুজনকে আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে তার শাস্তির দাবি করে একাধিক ডিম নিক্ষেপ করে উত্তেজিত জনতা।পরে দ্রুত প্রিজন ভ্যানটি ছেড়ে যায়।
    তবে বিশৃঙ্খখলা এড়াতে আগে থেকেই আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন
    ছিল।
    প্রত্যক্ষদর্শী কবির বকুল বলেন, ‘ঠাকুরগাঁও আদালত চত্বরে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে যখন প্রিজন ভ্যানে করে আদালতে তোলার জন্য আনা হয়, তখন প্রস্তুতি নিয়ে থাকা একদল মানুষ তার মুক্তির দাবি তুলে স্লোগান দেয়। এ সময় আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলারও চেষ্টা করে তারা। ‘পরে উপস্থিত লোকজন তাদের ধাওয়া দিয়ে আদালত থেকে বের করে দেয় এবং সাবেক এমপিকে যখন আদালত থেকে বের করে কারাগারে নেয়া হয়, তখন উত্তেজিত জনগণ তাকে বেশ কয়েকটা ডিম নিক্ষেপ করেন।’
    আসামি পক্ষের আইনজীবী সোহরাব হোসেন জানান, হত্যা মামলার আসামি হিসেবে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনকে তোলা হয় আদালতে। সোমবার রিমান্ডের শুনানি ছিল। আদালত রিমান্ড ও জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
  • মিয়া খালে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ,নিহত-১।

    মিয়া খালে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ,নিহত-১।

    নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফখরুল মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।
    সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ইং, এ ঘটনায় সুমনা (২৩) নামে এক নারীকে আটক করা হয়েছে।
    হতাহতের বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান এতথ্য নিশ্চিত করে বলে, গতকাল রবিবার বিকেলে সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এ হত্যার ঘটনা ঘটে। নিহত ফখরুল মিয়া আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামের আব্দুল বাছিত মিয়ার ছেলে। হতাহতের ঘটনার পর রবিবার রাতে থানায় মামলার দায়ের করা হয়।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ফখরুল মিয়া খালে মাছ ধরতে যান। এ সময় একই এলাকার গোলাপ মিয়ার সঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের লোক জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন ফখরুল মিয়ার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত ফখরুল মিয়াকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
  • রাণীশংকৈল কুলিক নদীতে বস্ত্রহীন নারীর মরদেহ উদ্ধার।

    রাণীশংকৈল কুলিক নদীতে বস্ত্রহীন নারীর মরদেহ উদ্ধার।

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নদী থেকে বস্ত্রহীন অবস্থায় রেজিয়া (৬০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দেখা দিয়েছে রহস্য; চলছে নানা জল্পনা-কল্পনা।

    সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বাচোঁর ইউনিয়নের কুলিক নদীর বাকশা সুন্দরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

    নিহত রেজিয়া একই উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই সাতঘরিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী।

    পুলিশ জানায়, সকালে স্থানীয়রা কুলিক নদীতে ওই মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বস্ত্রহীন থাকায় মরদেহ নিয়ে নানাবিধ রহস্যও দেখা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    স্থানীয়রা বলছেন, বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। তাকে মেরে ফেলে দিয়েছে নাকি আত্মহত্যা করেছে। এমন ঘটনা কোনভাবেই কাম্য নয়। আর আত্মহত্যা করলেও শরীরে কাপড় পরিধানের কথা। কিন্তু কোনো কাপড় ছিল না। এখানে খুব বড় কোনো রহস্য লুকিয়ে আছে।

    নিহত রেজিয়ার ছেলে রফিকুল ইসলাম জানায়,  তার মা দীর্ঘ দিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তিনি  বাড়ি হতে রোববার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। মা বাড়িতে না ফেরাই তাকে আমরা অনেক জায়গায় খোজাখুজি করেছি কিন্তু পাইনি। সোমবার (১৪ অক্টোবর) সকালে কুলিক নদীতে ভাসমান অবস্থায় তার মায়ের মরদেহ স্থানীয় এক কৃষক নদীর পাড়ে ধান কাটতে গিয়ে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নদী থেকে মরদেহ টি উদ্ধার করে।

    এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, পারিবারিক কোন অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর লাশ দাফনের অনুমতির জন্য আবেদন দেওয়া হয়েছে।অনুমতি পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে

    এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তবে পুলিশ ওই নারীর বস্ত্রহীনতার বিষয়টি খতিয়ে দেখছে।