Author: admin
-
মৌলভীবাজারে এইচপিভি ভাইরাস “সারভারিক্স” টিকার উদ্বোধন।
নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশের সাথে মৌলভীবাজারে জরায়ু ক্যান্সার প্রতিরোধক ‘এইচপিভি ভাইরাসের ‘সারভারিক্স টিকার উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ইং, জেলা সিভিল সার্জন কার্যলয়ের আয়োজনে শহরের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ টিকার উদ্বোধন করা হয়।এ সময় সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক এসকে মিনাল সিয়াম’র সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা নাসরিন চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্নালী দাশ, আলী আমজাদ বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মইনুল ইসলাম, পৌরসভা নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ রবিউস সানী, ডাঃ মুত্তাকিম, সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদ প্রমূখ।এ বছর মৌলভীবাজার জেলায় ১ লাখ ৩ হাজার ৪৯০ জন ১০ থেকে ১৪ বছরের কিশোরী মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধী টিকা দেয়া হবে বলে জানান তারা। -
রাজনগরে পিক-আপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ ফারুক মিয়ার মৃত্যু।
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অজ্ঞাত পিকআপ ভ্যানের ছাপায় ফারুক মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বুধবার ২৩ অক্টোবর ২০২৪ইং, সকাল সাড়ে ছয়টার সময় পশ্চিমবাগ জাকির মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।নিহত ফারুক মিয়া সিলেটের ঘাসিটোলা এলাকার বাসিন্দা সে দীর্ঘদিন যাবত পশ্চিমবাগ এলাকার কাইয়ুম মিয়ার বাড়িতে বসবাস করেন।স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে ফারুক মিয়াকাজে যেতে বের হন, এ সময় অজ্ঞাত একটি পিকআপ ভ্যান পশ্চিমভাগ এলাকায় তাকে চাপা দিয়ে রাস্তার পাশে ফেলে যায়। পরের স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ওসি তদন্ত এমদাদুল হক বলেন, সে দীর্ঘদিন যাবত পশ্চিমভাগ এলাকায় কাইয়ুম মিয়ার বাড়িতে বসবাস করত এবং বেতের কাজ করতেন, আজ সকালে কাজে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। -
ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলামের রিমান্ড-জামিন নামঞ্জুর।
চাঁদাবাজি, ভুমিদখল, হত্যা চেস্টা মামলার আসামী ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সাত বারের এমপি দবিরুল ইসলামের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালতের বিচারক।বুধবার (২৩ অক্টোবর) সকালে জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে তোলা হলে এ রায় দেন বিচারক রাজীব কুমার রায়।মামলার অভিযোগ থেকে জানা গেছে, ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী উপজেলায় বেশ কয়েকজনের কাছে প্রায় ৭১ একর জমি ক্রয় করে হাবিবুল ইসলাম বাবলু নামে এক ব্যবসায়ী। পরে ওই জমিতে পতিষ্ঠানের কাজ করতে গেলে সাবেক এমপির নেতৃত্বে তার লোকজন বাঁধা দেয়। এক পর্যায়ে ৫০ একরের বেশি জমি দখল করে নেয় আসামিরা। পরবর্তিতে জমি উদ্ধারে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয় ওই ব্যবসায়ীর কাছে। টাকা না দিলে প্রাণ নাশের হুমকিও দেয় সাবেক এমপি দবিরুলসহ তার লোকজন।এ অবস্থায় উপায় না পেয়ে সাবেক এমপি দবিরুল ইসলাম, তার ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনসহ ২৮ জনের নাম উল্লেখ্যসহ আরে ২০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন হাবিবুল ইসলাম বাবলু। পরে আদালতের নির্দেশে বালিয়াডাঙ্গী থানায় গত ১১ সেপ্টেম্বর মামলাটি রুজু করা হয়।এ মামলায় বুধবার সকালে জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে তোলা হলে রিমান্ড ও জামিন বাতিল করে জেল গেটে জিঙ্গাসাবাদের নির্দেশ দেন বিচারক।মামলার বাদি হাবিবুল ইসলাম বাবলু জানান, রিমান্ড নিলেই সব স্বীকার করতেন। যেহেতু রিমান্ড মঞজুর হয়নি। তাই ন্যায় বিচারের জন্য প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়া হবে।এসময় আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন জানান, হত্যা মামলার আসামি হিসেবে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলামকে তোলা হয় আদালতে। আজ রিমান্ডের শুনানি ছিল। রিমান্ড ও জামিন না মঞ্জুর করে কারাগারের প্রেরণের নির্দেশ দেনগত ২ অক্টোবর দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতের বিচারিক রহিমা খাতুনের মুখোমুখি করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন দবিরুল ইসলাম। তিনি ১৯৮৬ ও ১৯৯১ সালের সংসদ নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। সিপিবি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে একই আসনে লড়ে জয়ী হন তিনি। -
বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসাধীন ১ জনসহ দুই লাইনম্যানের মৃত্য, দায়িত্বে অবহেলায় বরখাস্ত-২।
বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসাধীন ১ জনসহ দুই লাইনম্যানের মৃত্য, দায়িত্বে অবহেলায় বরখাস্ত-২ছবি ক্যাপশন : নিহত লাইনম্যান মোস্তাফিজুর রহমান ও রেজুয়ানুল হক।নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হওয়ার ৯দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সিন্দুরখান সাব-জোনাল অফিসের লাইনম্যান গ্রেড-১ মোঃ মোস্তাফিজুর রহমান (২৯) মারা গেছেন। এর আগে এই ঘটনায় ঐদিন সিন্দুরখান সাব-জোনাল অফিসের লাইন্যামন গ্রেড-২ রেজুয়ানুল হক (২২) মারা গেছেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির (মৌপবিস) দুই লাইনম্যানের মৃত্যুর ঘটনায় সিন্দুরখান সাব-জোনাল অফিসের এজিএম আশরাফ হায়দার ও সিন্দুরখান সাব-জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল মতিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এসব তথ্য নিশ্চিত করেছেন গতকাল মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ইং, মৌপবিসের জেনারেল ম্যানেজার এ.বি.এম মিজানুর রহমান।জানা যায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার ৯দিন পর মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার সময় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মোস্তাফিজের দুইটি শিশু সন্তান (১ ছেলে-১ মেয়ে) রয়েছে।নিহত মোস্তাফিজুর রহমানের বাড়ি নেত্রকোনা জেলা সদরের বাগড়া গ্রামে। তার পিতার নাম মোঃ আব্দুল কাদির ও মাতার নাম রেজিয়া খাতুন।এর আগে গত ১২ অক্টোবর উপজেলার সিন্দুরখান ইউনিয়নের বেলতলী এলাকায় খুঁটিতে ক্রস আর্ম পরিবর্তন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সিন্দুরখান সাব-জোনাল অফিসের লাইন্যামন গ্রেড-২ রেজুয়ানুল হক (২২)।নিহত রেজুয়ান সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর গ্রামের মোঃ তাজুল ইসলামের ছেলে।মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, পবিস সিন্দুরখান সাব-জোনাল অফিসে কর্মরত রেজুয়ানুল হক ও মোস্তাফিজুর রহমান গত শনিবার ১২ অক্টোবর ২০২৪ইং, দুপুর দেড়টার সময় সিন্দুরখান ইউনিয়নের বেলতলী এলাকায় তিন ফেজ সেকশন কেটে ক্রস আর্ম পাল্টাতে গিয়েছিলেন। অসাবধানতাবশত তিন ফেজের এক ফেজ জাম্পার করা ছিল। এ অবস্থায় বিদ্যুতায়িত হয়ে রেজুয়ানুল হক ও মোস্তাফিজুর রহমানের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। স্থানীয় লোকজন ও পবিস সিন্দুরখান সাব-জোনাল অফিসের লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রেজুয়ানুল হককে মৃত ঘোষণা করেন। ও মোস্তাফিজের অবস্থা আশঙ্কাজনক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে তাৎক্ষণিক এম্বুলেন্সযোগে তাকে ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হয়।মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এ.বি.এম মিজানুর রহমান বলেন, মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির সিন্দুরখান সাব-জোনাল অফিসে কর্মরত লাইনম্যান মোস্তাফিজুর রহমানের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সমিতির তত্ত্বাবধানে গত ১২ তারিখে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার চিকিৎসায় কোনো ত্রুটি করিনি। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার ৯দিন পর আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার সময় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।এ দিকে এ ঘটনায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে দায়িত্বে অবহেলার কারণে সমিতির সিন্দুরখান সাব-জোনাল অফিসের এজিএম আশরাফ হায়দার ও সিন্দুরখান সাব-জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল মতিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে পবিস সূত্রে জানা যায়। চূড়ান্ত তদন্তের রিপোর্ট পেয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এ.বি.এম মিজানুর রহমান। -
মাদক মামলা দিয়ে টাকা নিতেন ইন্সপেক্টর ফরহাদ আকন্দ সাংবাদিককে টাকা অফার।
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ফরহাদ আকন্দের বিরুদ্ধে উঠেছে অভিযোগের পাহাড়। লাভবান হওয়া ছাড়া কোনো অভিযান পরিচালনা করেন না তিনি। অফিসের তিন সদস্যকে নিয়ে গড়ে তুলেছেন বলয়।তাদের মাধ্যমে নগদ ও অনলাইন পেমেন্টে হাতিয়ে নেন লাখ টাকা। মাদক দিয়ে মামলায় ফাঁসানো, টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়া, টাকা নিয়েও মামলা দেওয়া, এজাহার থেকে নাম কেটে দেওয়াসহ প্রতি মাসে ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নেওয়ার অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে।জানা গেছে, গত তিন বছর ধরে একই কর্মস্থলে রয়েছেন ফরহাদ। এর আগে সহকারী পরিচালক পদে কর্মরত থাকলেও তার বদলির পর নিয়মিত দায়িত্ব পাননি কোনো কর্মকর্তা। পাশের জেলা নীলফামারীর কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দিলেও নিয়মিত অফিসে আসেন না তিনি। এ সুযোগ কাজে লাগিয়ে নিজস্ব বলয় গড়ে অনিয়মের কারখানা তৈরি করেছেন তিনি।তেমনি এক ভুক্তভোগী ঠাকুরগাঁও পৌরশহরের মিলন নগরের বাসিন্দা রঞ্জু। ১১ সেপ্টেম্বর দুপুরে বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। আচমকা তার বাড়িতে অভিযান পরিচালনা করে আকন্দ টিম। ঘটনা না বোঝার আগে কিছুক্ষণের মধ্যে তাকে সেখান থেকে আটক করে আনা হয়। পরিবারের সদস্যরা জানতে চাইলে তাদের সঙ্গে করা হয় দুর্ব্যবহার।রঞ্জুকে গাড়িতে ওঠানোর পর আড়াই লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেন আকন্দ। টাকা দেওয়ার অপারগতা জানালে তাকে নিয়ে চলে যাওয়া হয় অফিসে। তারপরে আকন্দের সহযোগী কনস্টেবল বাধন, খালেক ও ইউনুসের মাধ্যমে শুরু হয় দর কষাকষি। সেখানে ডেকে নেওয়া হয় রঞ্জুর ছোট ভাই শাকিলকে। টাকা দিলে হালকা মামলার প্রস্তাব দেন তারা। দাবি করা হয় ১ লাখ টাকা। ভাইয়ের মাদকের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানান শাকিল। তাতেও ক্ষান্ত হননি আকন্দ বলয়। নানা ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টি করে শুরু করেন চাপ।পরে নগদ ৩০ হাজার টাকা ও কনস্টেবল বাধন তার মোবাইল ব্যাংকিংয়ে আরও ৫ হাজার টাকা হাতিয়ে নেন। টাকার বিষয়টি প্রকাশ্যে এলে তাদের দেখে নেওয়ারও হুমকি দেন আকন্দ।রঞ্জুর ভাই শাকিল বলেন, আমার ভাইকে তুলে নিয়ে যাওয়ার পরে আমি জানতে পারি। পরে তাদের অফিসে গেলে তারা টাকা দাবি করে আমার কাছে। আমরা অনেক গরিব, টাকা কোথায় পাব। অনেক মিনতি করি কিন্তু আকন্দ কোনো কথা শোনে না। পরে আমি কোনোভাবে টাকা ম্যানেজ করে নগদ ৩০ হাজার টাকা দিই ও কনস্টেবল বাধনের নম্বরে ৫ হাজার টাকা দিই।ভুক্তভোগী রঞ্জু ইসলাম বলেন, আমাকে শুধু টাকার জন্য ফাঁসানো হয়েছে। এলাকা, পরিবারের কাছে আমার সম্মানহানি করা হলো। আমি তো মাদক ব্যবসায়ী না, তারপরও আমার সঙ্গে অন্যায় করা হলো। আমি এটার বিচার চাই।শুধু একটি ঘটনাই না, এমন নানা ঘটনার মূল হোতা ফরহাদ আকন্দ। জেলার বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলার বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিতেও অর্থ নেন তিনি। কিছুদিন আগে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সহকারী পরিচালকের সিল ও সই জালিয়াতি করে মামলার চার্জশিট থেকে পুলিশ কনস্টেবল মোশাররফ হোসেনের নাম বাদ দিয়েছিলেন তিনি। এ ছাড়াও জেলায় অভিযান পরিচালনাকালে মাদক পেলেও টাকা, না পেলেও টাকা ও বাড়িতে থাকা নগদ অর্থ নিয়ে আসেন তিনি।আরেক ভুক্তভোগী লাকি আক্তার বলেন, আকন্দ উনার বাহিনী নিয়ে প্রায় আমার বাসায় রেট দেয়। প্রায়ই তারা আমাদের বাসায় এসে টাকা নিয়ে যায়।সব অভিযোগ অস্বীকার করে আনীত অভিযোগ বানোয়াট ও মিথ্যা আখ্যা দেন ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ফরহাদ আকন্দ। মানুষ ভুলের ঊর্ধ্বে না স্বীকার করে প্রতিবেদন না করার জন্য অনুরোধ করেন তিনি। প্রতিবেদনটি প্রচার না করার জন্য খামে করে প্রতিবেদককে টাকা দেওয়ার চেষ্টা করেন তিনি।ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত) মোহাম্মদ শরীফ উদ্দীন বলেন, অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। -
কাফরুল থানায় তারেক রহমানের বিরুদ্ধে করা ৪ টি চাঁদাবাজি মামলা খারিজ।
ডেস্ক নিউজঃ ওয়াইন ইলেভেনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কাফরুল থানায় দায়ের করা চারটি চাঁদাবাজির মামলা খারিজ করেছেন হাইকোর্ট।
বুধবার (২৩ অক্টোবর) বিচারপতি এ কে আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের গঠিত বেঞ্চ শুনানি শেষে ওই চাঁদাবাজি মামলা বাতিল করেন। আদালত চত্বরে প্রেস ব্রিফিং করে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তারা জানান,আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলার সুরাহা করতে চান তারেক রহমান। তার বিরুদ্ধে প্রায় ৮০টির মতো মামলা রয়েছে। যেগুলো আইনিভাবে মোকাবিলা করে মামলা নিষ্পত্তি করা হবে।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন,নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব রাজনৈতিক মামলা নিষ্পত্তির পরই তারেক রহমান নিজের মামলার নিষ্পত্তির ব্যাপারে আগ্রহ জানিয়েছেন।
উল্লেখ্য, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় চাঁদাবাজির ৪ মামলা দায়ের করাহয়েছিল।
-
সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশী যুবক আটক।
ডিমলা (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় ঠাকুরগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধপথে উত্তরের সীমান্তবর্তী দেশ ভারতে অনুপ্রবেশের সময় সীমান্তরক্ষী বিজিবি সদস্যদের হাতে সনাতন ধর্মাবলম্বী চার বাংলাদেশী যুবক আটক হয়েছে।উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা খালপাড়া নামক স্থান থেকে সোমবার গভীর রাতে রংপুর ব্যাটালিয়ান-৫১ বিজিবি সদস্যরা ০৪ সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবককে আটক করেছেন।আটককৃত হলেন, নীলফামারী সদর উপজেলার দক্ষিন চাওড়া সবুজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে হেমন্ত রায় (২১), কিসামত বসিয়ান পাড়ার ডালিম চন্দ্র রায়ের ছেলে শংকর রায় (১৮), পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামের ললিত চন্দ্র রায়ের ছেলে উত্তম রায় (১৯), ডিমলা সদর ইউনিয়ন বাবুরহাট গ্রামের শম্ভু দত্ত মল্লিকের ছেলে আনন্দ দত্ত মল্লিক (২৬)। আটককৃত যুবকদের রংপুর ব্যাটালিয়ান-৫১ বিজিবি সদস্যরা জিজ্ঞাসাবাদ শেষে ডিমলা থানায় সোর্পদ করে।ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহি (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সীমান্তবর্তী দেশ ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যের একটি টহল দল ৪ সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবককে আটক করে। আটককৃত বাংলাদেশী যুবকদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে। -
বালুবাহী ট্রাকের ধাক্কায় বিদেশী নারী পর্যটক গুরুতর আহত।
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় নেদারল্যান্ডস এর একজন বিদেশী নারী পর্যটক গুরুতর আহত হয়েছেন। আহত নারীর সঙ্গে থাকা পরিচয়পত্র অনুযায়ী তার নাম তোসকা ম্যারিয়্যান (৬০) (Tosca Marianne)। গতকাল সোমবার ২১ অক্টোবর ২০২৪ইং, বিকেলে উপজেলার শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের বিটিআরআই চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নেদারল্যান্ডস এর বিদেশি পর্যটকের সঙ্গে থাকা ট্যুর গাইড ইউসুফ আলী বলেন, বিদেশি ওই নারী পর্যটক ১৮ অক্টোবর শ্রীমঙ্গলে আসেন। সোমবার বেলা আড়াইটার সময় শ্রীমঙ্গলের ভানুগাছ সড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে শ্রীমঙ্গল শহরের দিকে যাচ্ছিলেন তিনি। এসময় একটি বালুবাহী ট্রাক বাইসাইকেলের পেছনে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।এ অবস্থায় প্রথমে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি।শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন আক্তার বলেন, এক বিদেশি নারী পর্যটককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অনেক সেলাই লেগেছে। বুকে ও পিঠে বেশ ইনজুরি হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজারে রেফার করেছি।এ ঘটনাটি খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু তালেব বলেন, অবৈধ বালু উত্তোলনকারী এবং সরবরাহকারীদের প্রতিহত করতে প্রশাসন সব সময়ই কার্যকর। শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের শ্রম কল্যাণ কেন্দ্র সংলগ্ন স্থানটিতে আগে যেখানে বালু স্তূপ করে রাখা হতো সেটা আমরা বন্ধ করে দিয়েছি। পুরো উপজেলা জুড়েই অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং চলবে বলে তিনি জানান।এ বিষয়ে মৌলভীবাজার পুলিশ সুপার (এসপি) এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন বলেন, নেদারল্যান্ডস থেকে আসা ওই পর্যটককে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বালুবাহী ট্রাকটি জব্দ করে শ্রীমঙ্গল থানায় নেওয়া হয়েছে। ট্রাকচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। -
রাণীশংকৈলে কবর থেকে ৬টি কঙ্কাল চুরি।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার একটি কবরস্থানে কবর খুঁড়ে ছয়টি কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের রসুনপুর সরকারি কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনাটি ঘটে।এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে কবরস্থানে কয়েকটি কবর খুঁড়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ছয়টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায় তারা। আজ বুধবার বিকালে স্থানীয় লোকজন ওই কবরস্থানে গরু-ছাগল চড়াতে এলে কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান।চুরি হওয়া কঙ্কালগুলোর মধ্যে রসুনপুর গ্রামের মৃত স্বজনেরা রয়েছেন। তারা হলেন সাদেকুলের মা, ইউসুফের বাবা, বেলালের বাবা, আজাদের ভাই। এই ঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।খবর পেয়ে রাণীশংকৈল থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন চিকিৎসক জানান, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য মানুষের কঙ্কালের প্রয়োজন পড়ে। প্রতিটি কঙ্কাল ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। ওই মেডিকেল কলেজগুলোয় কঙ্কাল সরবরাহ করার এজেন্টরাই মূলত বিভিন্ন স্থান থেকে কবর খুঁড়ে কঙ্কাল সরবরাহ করে থাকে।এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গভীর রাতে কোনো এক সময় সংঘবদ্ধ চক্র কয়েকটি কবরের মাটি খোঁড়ে। সেখানে ছয়টি কবর থেকে কঙ্কাল চুরি নিয়ে গেছে। বাকি কবরগুলো খোঁড়া হলেও সেখান থেকে কঙ্কাল চুরি করতে পারেনি দুর্বৃত্তরা। যেসব কবর থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে, সেগুলোতে ছয় মাস থেকে এক বছরের মধ্যে লাশ দাফন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। -
উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামকে পূর্ণলবহালের দাবীতে বাঘায় মানববন্ধন।
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামকে পূর্ণলবহালের দাবী এবং মাদক ও হ্যাকার বিরোধী পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা বাসীর ব্যানারে উপজেলা চত্বরের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের বদলি স্থগিত করে পূর্ণবহালের দাবিতে এবং সাড়ে ১১টায় বাঘা থানা মোড়ে মাদক ও হ্যাকার বিরোধী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজিত পৃথক মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি মুজিবর রহমান জুয়েল, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম স্বপন, যুবদল নেতা আল আমিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোমিনুল ইসলাম হিটলার, চকরাজাপুর ইউনিয়নের সাবেক সদস্য রেজাউল করিম, বাঘা শাহদৌলা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি পিয়াস আহমেদ, ছাত্রদল নেতা হিমেল আহমেদ, শরিফ উদ্দিন, হাসিবুল ইসলাম, জীবন আহমেদ, অনিক মাহমুদ, শফিকুল ইসলাম প্রমুখ