Author: admin

  • সিরাজগঞ্জে শুভ’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন।

    সিরাজগঞ্জে শুভ’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন।

    সিরাজগঞ্জে ব্যবসায়ী আলহাজ্ব দেওয়ান শহিদুজ্জামান শুভ’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনসাধারন।

    বেলা ১১টার দিকে শহরের পৌর এলাকার মাসুমপুর উকিলপাড়া মহল্লায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে এলাকার বহু নারী-পুরুষ অংশ নিয়েছিলেন।

    মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে শহিদুজ্জামান শুভ’র মাসহ এলাকার অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এসময় শহিদুজ্জামান শুভ’র বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন স্থানীয়রা। একইসঙ্গে উদ্দেশ্যমূলক ভাবে যারা নিরাপরাধ মানুষকে হয়রানি করছে তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।

    এ সময় বক্তারা বলেন,দেওয়ান শহিদুজ্জামান শুভ একজন শহরের বিশিষ্ট ব্যবসায়ী। তিনি এলাকার সৎ,ভদ্র,ও একজন সমাজসেবক। অথচ আজ ৫ দিন ধরে তিনি কারাগারে রয়েছেন। এতে শুধু শুভ’র পরিবারের লোকজনের চোখেই অশ্রু ঝরছে না, পুরো মাসুমপুর এলাকাবাসী কাঁদছে।

    বক্তারা আরও বলেন, শুভ ভদ্র ফ্যামিলির ছেলে। আমরা ছোটবেলা থেকে কোনোদিন কারো সঙ্গে ঝগড়া, বিবাদ করতে দেখিনি তাকে। তার মতো এত ভদ্র ছেলে এলাকায় দ্বিতীয় আরেকজন পাওয়া কঠিন।

    একই এলাকার বাসিন্দা আখতার হোসেন বলেন, শহিদুজ্জামান শুভ ভাই শুধু সিরাজগঞ্জ শহরে মানবিক কাজ করেন না, তিনি জেলার আনাচ-কানাচে যেখানে অসহায় দুস্থ মানুষ আছে সেখানেই দুইহাত ভরে সহযোগিতা করতেন। তার মতো একজন মানুষ কখনোই এই ঘটনায় সম্পৃক্ততা থাকতে পারেন না। এজন্য অভিযোগের সত্যতা যাচাই করে তার নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য প্রশাসনের ভাইয়ের কাছে উদাত্ত আহ্বান জানাই।

    এসময় তাঁর পরিবারের সদস্যরা বলেন, নিহত আশফাকুল আওয়ালও একজন ভালো মানুষ ছিলেন। যেকোনো কারণেই তার মৃত্যু হয়ে থাকুক না কেন, তার সঠিক তদন্ত হওয়ার দরকার। আর নিহতের ঘটনায় কোনো নিরপরাধ মানুষ শাস্তি পাক, এটিও কারোরই কাম্য নয়।

    তারা আরও বলেন, একটি চক্র এই মামলায় শুভকে ফাঁসিয়ে আমাদের কাছ থেকে বিভিন্ন সুবিধা আদায়ের চেষ্টা চালাচ্ছে। এই ধরনের মিথ্যা মামলা ও হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

    শুভ’র স্ত্রী আকলিমা খাতুন পপি বলেন, যেই ব্যক্তি বাঁচানোর চেষ্টা করলেন তিনিই হয়ে গেলেন হত্যা মামলার আসামি। এই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।

    প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর সন্ধ্যার পর সদর উপজেলার নলিছাপাড়া এলাকায় হাজী আব্দুর রহিম ফ্লাওয়ার মিলের মালিক আশফাকুল আওয়াল খান একই এলাকার এঞ্জেল ফুড কারখানায় পাওনা টাকা চাইতে যান। এসময় মালিক বাবু মন্ডলের তর্ক বিতর্কের একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। বিষয়টি বুঝতে পেরে এগিয়ে গিয়ে শুভ দেখতে পান, আশফাক হঠাৎ করে মাটিয়ে লুটিয়ে পড়ছে। যা দেখে ভয়ে তাৎক্ষণিক সেখান থেকে পালিয়ে যান বাবু মন্ডল। পরে অসুস্থ আশফাক দ্রুত উদ্ধার করে শুভ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ জিজ্ঞাবাদের জন্য শুভকে থানায় নিয়ে যায়।

    নিহত আশফাকুল পৌর এলাকার নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুর রহিমের ছেলে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় এজাহারনামীয় পাঁচজনসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন তার বড় ভাই রাকিবুল। এতে এঞ্জেল ফুডস্ কারখানায় মালিক শহিদুজ্জামান শুভকে দ্বিতীয় আসামি করা হয়।

  • শ্রীমঙ্গলের হরিণছড়ায় জপমালারাণীর মা মারিয়ার ৩৫তম তীর্থোৎসব উদযাপন।

    শ্রীমঙ্গলের হরিণছড়ায় জপমালারাণীর মা মারিয়ার ৩৫তম তীর্থোৎসব উদযাপন।

    গভীর উৎসাহ ও  উদ্দীপনা নিয়ে,ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো  খ্রিষ্টান ধর্মাম্বলীদের অন্যতম ধর্মীয় উৎসব জপমালা রাণী মা মারীয়া তীর্থোৎসব।

    এবছর   জপমালা রানী মা মারীয়া  তীর্থের   মূলভাব  হলো “বিশ্বাসের তীর্থযাত্রায় শান্তি রানী  মা মারীয়া  “এই মুলসুরকে সামনে রেখে  মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা অধীনে হরিণছড়া চা বাগান তীর্থ স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শনিবার ও রবিবার দু’দিন ব্যাপী  উদযাপন হলো জপমালারানী মা মারীয়া  তীর্থোৎসব।

    রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় ছিলো এই তীর্থের মূলপর্ব। ফাদার রবার্ট নকরেক  সিএসসি’র পরিচালনায় একঝাক নৃত্যশিল্পী পরিবেশন করেন ধর্মীয় গান ও নৃত্য, এরই মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় তীর্থের মহা খ্রিস্টযাগ।এই মহা খ্রিষ্টযাগ উৎসর্গ করেন সিলেট খ্রিষ্টান  কাথলিক ধর্মপ্রদেশর  বিশপ শরৎ ফ্রান্সিস  গমেজ  এবং  খ্রিষ্টযাগে উপস্থিত থেকে সহযোগীতা করেন শ্রীমঙ্গল কাথলিক  মিশনের পালপুরোহিত ড.ফাদার জেমস শ্যামল গমেজ সিএসসি,হলিক্রশ সম্প্রদায়ের প্রভিন্সিয়াল ফাদার জজ কমল রোজারিওসিএসট,সিলেট ধর্মপ্রদেশের সচিব ফাদার সরোজ ওএমআই, ফাদার মৃণাল ম্রং সিএসসি  ,বড়লেখা ডিমাই  মিশনের  ফাদার পাউলুস মুর্মু ওএমআই,
    কুলাউড়া লক্ষিপুর মিশনের ফাদার পিয়ুস প:ডুয়েং ওএমআই, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সাব-মিশনের পরিচালক ফাদার কল্লোল,গিয়াসনগর মাইনর সেমিনারী পরিচালক ফাদার ফ্রান্সিসকো,গোয়াইঘাট  জাফলং মিশনের ফাদার বিপ্লব কুজুর’সহ আরও উপস্থিত ছিলেন দেশের  বিভিন্ন এলাকা থেকে মিশনের ফাদার,ব্রাদার,সিস্টারসহ ৫’হাজার অধিক ধর্মীয় বিশ্বাসী খ্রিস্টভক্ত। এই তীর্থোৎসবে তীর্থযাত্রী  খ্রিষ্টভক্তরা  জপমালা রানী মা-মারীয়া  কাছে  দেশ ও বিশ্বের শান্তি কামনা করে বিশেষ  প্রার্থনা করেন।

    খ্রিস্টযাগে বিশপ বলেন, মারীয়া শুধু প্রভু যীশুর মা নয়,সে  হলো আমাদেরও মা।ক্রুশের চিহ্ন মাধ্যমে আমরা খ্রিষ্টের নামে দীক্ষা নিয়েছি। এই বিশ্বাস শুধু মুখে নয় অন্তরেও ধারণ করতে হবে।মারীয়া হলো শান্তি রানী, তার মধ্যদিয়ে প্রার্থনা করলে পরিবারে, সমাজে শান্তি আসে। ঈশ্বর  কুমারী মারীয়াকে বেছে  নিয়েছে তার পুত্রের জননী হওয়া জন্যে, মা মারীয়া হলো উদ্বারকর্তা যিশু খ্রিষ্টের মা।জপমালা প্রার্থনা আমাদেরকে আধ্যাত্মিক ভাবে অনেক শক্তি ও সাহস দিয়ে থাকেন।  মা মারীয়াকে প্রেরিতগনের রানী বলা হয় কারণ মহান ঈশ্বর তাকে প্রভু যীশু খ্রিষ্টের মা হওয়ার জন্য বেছে নিয়েছেন এবং ঈশ্বর আদেশে কুমারী অবস্থায় গর্ভধারণ করে জন্মদান করেন মুক্তিদাতা যীশু খ্রিষ্টকে।মা মারীয়া প্রতি ভক্তি প্রদর্শন করার জন্যে  প্রতি বছর অক্টোবর মাস জপমালা রানী মা মারীয়া মাস হিসাবে ঘোষণা করেছেন। এই মাসে ক্যাথলিক  খ্রিস্টভক্তারা সারা মাসব্যাপী জপমালা প্রার্থনা  মাধ্যমে পারিবারিক প্রার্থনা করে থাকেন।

    তীর্থ উদযাপন কমিটির আহবায়ক ড.ফাদার জেমস শ্যামল গমেজ  সিএসসি বলেন এবছর আমরা ৩৫তম জপমালা মা মারীয়া তীর্থ পালন করছি। পাহাড়ি টিলা’য় অবস্থিত জপমালারানী মা মারীয়া  তীর্থ স্থানে, খ্রিষ্টভক্তরা ব্যক্তিগত মানত, উদ্দেশ্য প্রার্থনা,পর্বের পর্বকর্তা,অনুতাপ প্রার্থনা,আরাধনা সংস্কার,কালভারীতে ক্রুশের পথসহ এক মাস ব্যাপী  জপমালা প্রার্থনা ও নভেনা প্রার্থনা করেছে বিশ্বাসী ভক্তরা এবং  নানান প্রতিকূলতা মাঝেও মা মারীয়া কাছে ভক্তি প্রদর্শন ও আশীর্বাদ পাবার জন্য এ তীর্থ স্থানে অনেক ভক্ত উপস্থিত হয়েছেন।সকলের  উদ্বার সহযোগীতায় কারণে  জপমালা মা মারীয়া তীর্থ করতে পেরেছি,তাই সকলকে ধন্যবাদ।

  • হরিপুরে ৫০ জন চোরাকারবারির আত্মসমর্পণ।

    হরিপুরে ৫০ জন চোরাকারবারির আত্মসমর্পণ।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    একসময় বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধভাবে মালামাল পারাপার ছিল যাদের একমাত্র পেশা। এখন তাঁরাই  ফির‌েছেন স্বাভা‌বিক জীব‌নে। ৫০ জন চোরাকারবারি বিজিবির কাছে আত্মসমর্পণ ক‌রে স্বাভাবিক জীবনে ফেরার কথা জানিয়েছেন।
    রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায়  ঠাকুরগাঁও‌য়ের হ‌রিপুর উপ‌জেলার আটঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির কা‌ছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ ক‌রেন ৫০ জন চোরাকারবারি।
    সভায় প্রধান অতিথি হিসেবে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ৫০-বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহম্মদ। এছাড়াও সভায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
    বিজিবির সূত্রে যানা যায়, হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের ৫টি গ্রামের অর্ধশতাধিক চোরাকারবারিরা আত্মসমর্পণ করেছেন। এসময় তারা চারাকারবারি পেশা পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে বিজিবির নিকট লিখিত অঙ্গীকারনামা করেন।
    ঠাকুরগাঁও ৫০ ‌বি‌জি‌বির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ জানান, আমাদের দেশের লোক আরেক দেশে গিয়ে গ্রেপ্তার হচ্ছে, বুলেটবিদ্ধ হয়ে লাশ হয়ে দেশে ফিরে আসছে, আমাদের মন খারাপ হয়ে যায়। সীমান্তরক্ষী বাহিনী কখনো চায় না, সীমান্ত এলাকার মানুষ কষ্টে থাকুক। আপনাদের নিরাপত্তার জন্য বিজিবি কাজ করে যাচ্ছে। আজ ৫০ চোরাকারবারি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার জন্য তাদের কাছে অঙ্গীকার করেছেন। তাদের পুনর্বাসনে সহায়তা করা হবে।
    স্থানীয়রা জানান, সীমান্তবর্তী গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র। রোজগারের আশায় তারা অবৈধভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে গরু থেকে শুরু করে নানা মালপত্র আনা-নেওয়া করেন। বিজিবির নানামুখী তৎপরতায় এসব মানুষ স্বাভা‌বিক জীব‌নে ফিরছেন।
    গেদুরা এলাকার স্কুলশিক্ষক নজরুল ইসলাম ব‌লেন, ‘চোরা কারবারি ছেড়ে বিজিবির সহায়তায় সঠিক পথে আসায় স্ব‌স্তি ফি‌রে‌ছে। ত‌বে একেবারে চোরাচালান বন্ধে সরকারকে প্রান্তিক নারী-পুরুষের আর্থসামাজিক উন্নয়ন করতে হবে।’
  • উল্লাপাড়ায় কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম তোতাকে সংবর্ধনা।

    উল্লাপাড়ায় কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম তোতাকে সংবর্ধনা।

    বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটিতে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ আনোয়ারুল ইসলাম তোতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

    শনিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তার নিজ এলাকায় এ সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় শিক্ষক মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কর্মকর্তারা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি ও সংবর্ধিত শিক্ষক নেতা মোঃ আনোয়ারুল ইসলাম তোতা। এ সময় তাকে পুষ্পমাল্য, ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

    সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষক মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় শিক্ষক সংগঠন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আফম জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক নেতা মোশাররফ হোসেন, শহিদুল্লাহ লিটন, সামছুল হুদা, ময়নুল হোসেন ও আব্দুস সালাম প্রমুখ।

    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠনের লক্ষে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে বড়হর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রীয় নেতা মোঃ আনোয়ারুল ইসলাম তোতাকে সভাপতি ও বন্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

  • মাইকিং করা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত-১০।

    মাইকিং করা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত-১০।

    ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে বিএনপির মাইকিং করাকে কেন্দ্র করে রেদো সাহা এবং আলম শাহা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং দুইজনকে আটক করা হয়েছে।

    এ ঘটনায় শুক্রবার (২৫ অক্টোবর) ঠাকুরগাঁও সদর থানায় ১০ জনের নামে ও অজ্ঞাত ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়। পরে এদিন রাতে মো. নুর আলম সাহার ছেলে মো. সোহেল এবং তমিজ উদ উদ্দিনের ছেলে বুলবুলকে গ্রেপ্তার করে পুলিশ।

    এর আগে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে ৯টায় গড়েয়া ইউনিয়নের গড়েয়া বাজারে রেদো সাহা ও আলম শাহা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

    এতে রেদো সাহা গ্রুপের লেলিনের ছেলে উৎপল গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া অন্যান্য আহতরা ঠাকুরগাঁও সদর হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গড়েয়া ইউনিয়নের গড়েয়া বাজারে তারেক রহমান নামে একটি ক্লাব আছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তারেক রহমানের ক্লাবের পক্ষ থেকে একটি মাইকিং বের করা হয় যার নেতৃত্ব দেন আখতারুল। তিনি গড়েয়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম গ্রুপের সদস্য। আখতারুল নিজেকে তারেক রহমান ক্লাবের সভাপতি দাবি করেন।

    পরবর্তীতে গড়েয়া ইউনিয়নের বিএনপির সভাপতি রেদো সাহা বিষয়টি জানতে পেরে তার লোকজন পাঠিয়ে সেই মাইকিংয়ের মেমোরি কার্ড নিয়ে যান। কিছুক্ষণ পর আবারও আক্তারুলের লোকজন মাইকিং বের করে। পরে রেদো সাহার লোকজন আবার এলে তাদের মধ্যে প্রথমে হাতাহাতি এবং এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আখতারুল গ্রুপের শ্রাবণ, রেদো সাহা গ্রুপের উৎপলের বুকে খুর মারেন। এতে উৎপল গুরুতর আহত হলে তাকে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে আনা হয় পরবর্তীতে সেখান থেকে তাকে রংপুর নিয়ে যাওয়া হয়। বর্তমানে উৎপল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও সংঘর্ষে আহত হন রেদো শাহা গ্রুপের, হাসান, নুর মোহাম্মদ, বাপ্পি ও মিলটন এবং আলম শাহ গ্রুপের রাশেদ অন্তর।

    এ ঘটনায় উৎপলের মা করুনা রানী বাদী হয়ে শুক্রবার সদর থানায় ১০ জনের নামে ও অজ্ঞাত ৩৫ জনকে আসামি করে একটি মামলা করেন। পরে এদিন রাতে সোহেল ও বুলবুলকে আটক করে পুলিশ।

    গড়েয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলম সাহকে রাতে ফোন করা হলে তিনি বলেন, এমন ঘটনা ঘটেছে তবে এ বিষয়ে আপনার সঙ্গে এখনই আমি কিছু বলতে চাচ্ছি না। আগামীকাল (শনিবার) আপনার সঙ্গে দেখা করে বলবো।

    এ বিষয়ে গড়েয়া ইউনিয়নের বিএনপি সভাপতি রেদো সাহা বলেন, আমি এখন ব্যস্ত আছি। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।

    ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, গতকাল রাত্রে গড়েয়া ইউনিয়নে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উৎপলের মা বাদী হয়ে শুক্রবার সদর থানায় একটি মামলা করেন। তার পরিপ্রেক্ষিতে আমরা এদিন রাতে দুইজনকে গ্রেপ্তার করি।

  • স্বৈরাচারী হাসিনার আমলে বাড়িতে থাকতে পাড়ি নাই মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা।

    স্বৈরাচারী হাসিনার আমলে বাড়িতে থাকতে পাড়ি নাই মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা।

    নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচারী হাসিনার ষোল বছর শ্বাসনালী আমলে চার-পাঁচ দিন বাড়িতে থাকতে পারিনি মতবিনিময় সভায় বলে কাঁদে ফেললেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি বলেন, হুমকি ধমকির কারণে দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারিনি। পারিনি স্থানীয় সাংবাদিকদের খোঁজ খবর নিতে। এখন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিদায়ে পরিবর্তিত পরিস্থিতির কারণে সাংবাদিকসহ সকলের সাথে যোগাযোগে চেষ্টা হচ্ছে। দলীয় কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ইং, বিকেলে পৌর এলাকার খুশালপুরস্থ হাজী মুজিবের নিজ বাসভবনে প্রিন্ট ও ইলেষ্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ও এর আগে শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে প্রিন্ট ও ইলেষ্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্যে এসব কথা বলেন।
    মতবিনিময় সভায় আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) আরও বলেন, গত ১৬ বছর স্থানীয় আওয়ামী লীগের দলীয় এমপি আব্দুস শহীদে দ্বারা নির্যাতিত, নিপীড়িত হয়েছি। মামলা হামলার শিকার হয়েছি। আমাদের ইফতার পার্টির মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। বাড়িতে এসে ঈদ করতে পারিনি। আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার পরিচালিত স্কুল, কলেজ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান আওয়ামী লীগ নেতা শহীদ বাহিনী দ্বারা বিভিন্ন হয়রানি ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
    তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশ তথা জনকল্যাণমুখী কাজে বিএনপি সোচ্চার রয়েছে। যে কোন অন্যায়-অবিচার দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে বিএনপি ও ছাত্র-জনতা।
    শ্রীমঙ্গলে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ তাজু উদ্দিন তাজু, কমলগঞ্জ বিএনপি’র সাবেক সভাপতি মোঃ দুরুদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সভাপতি মোঃ মহিউদ্দিন জারু, সাবেক পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ মোচ্ছাবির আলী মুন্না-সহ প্রমুখ।
    সাংবাদিকদের উদ্দেশ্যে হাজী মুজিব আরও বলেন, বিদায়ী স্বৈরাচারী শাসক ডিজিটাল অ্যাক্ট আইনের মাধ্যমে সাংবাদিকদের স্বাধীন মত প্রকাশে কণ্ঠরোধ করেছিল। নতুন বাংলাদেশে সাংবাদিকরা দেশ ও জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এই প্রত্যাশা করছি। তিনি আগামীতে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলাকে দুর্নীতিমুক্ত ও আধুনিক উপজেলায় রূপান্তরের জন্য সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
    কমলগঞ্জে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা দুরুদ আহমদ, মোঃ আবুল হোসেন, সাবেক মেয়র আবু ইব্রাহীম জমশেদ, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা যুবদল আহবায়ক মাহবুবুর রহমান, বিএনপি’র নেতা সোয়েব আহমদ, প্রত্যুষ ধর-সহ প্রমুখ।
  • রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সরবরাহের দরপত্র নিয়ে ‘গড়িমসি’।

    রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সরবরাহের দরপত্র নিয়ে ‘গড়িমসি’।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মধ্যে খাদ্য ও স্টেশনারি মালপত্র সরবরাহ এবং লিলেন ধোলাই কাজের দরপত্র আহ্বান নিয়ে গড়িমসির অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁও সিভিল সার্জন নুর নেওয়াজ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
    এ নিয়ে ২০ অক্টোবর স্বাস্থ্য পরিচালক রংপুরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ৬ জন ঠিকাদার।
    অভিযোগে উল্লেখ্য করা হয়েছে, আওয়ামী লীগ নেতা হেদায়তুল্লাহ মেম্বার ও তাঁর জামাই আব্দুল মান্নান গত ১৫ বছর একাধারে বিভিন্ন নামে স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সরবরাহের ঠিকাদারি ধরে রেখেছেন। তাঁদের মোটা অঙ্কের টাকা বিনিময়ে আবার ঠিকাদারি দেওয়ার চেষ্টায় এ দরপত্রের ঝামেলার সমাধান দিচ্ছেন না ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন নুর নেওয়াজ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ।
    এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক বলেন, নিয়মানুযায়ী দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হবে। কোনো অনিয়মের সুযোগ নেই। ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন জানান, এখানে তাঁর কোনো সম্পৃক্ততা নেয়। নিয়মের মধ্যে যে পাবেন, তাঁকেই যেন ঠিকাদারি দেওয়া হয়, সেদিকে তিনি নজর রাখবেন।
    রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, জানামতে দরপত্র মূল্যায়ন করে অনুমোদনের জন্য রংপুরে পাঠানো হয়েছিল। সামান্য জটিলতা সৃষ্টি হয়েছে। সে জটিলতা নিরসন করে দ্রুতই ঠিকাদার নিয়োগ করা হবে।
  • স্বৈরাচারী শেখ হাসিনার সময়ে গুম নেতাকর্মীর সন্ধান চাই- যুক্তরাজ্য বি.এন.পি।

    স্বৈরাচারী শেখ হাসিনার সময়ে গুম নেতাকর্মীর সন্ধান চাই- যুক্তরাজ্য বি.এন.পি।

    নিজস্ব প্রতিবেদক: একযুগ পর জন্মভূমিতে এসে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা কয়ছর এম আহমদ।
    তিনি বলেছেন, অচিরেই দেশনায়ক তারেক রহমান এই নতুন স্বাধীন বাংলাদেশে ফিরে আসবেন। যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে তখন বৃহত্তর সিলেট জেলার আওয়ামী লীগের নামধারী নেতারা লন্ডন পালিয়ে যায়। লন্ডনে গিয়েও তারা সাহস করে রাস্তায় বের হতে পারেনি। বের হলে মানুষ তাদের ধাওয়া দেয়। বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ইং, রাতে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে জাতীয়তাবাদী পরিবার মৌলভীবাজার জেলা কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
    তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে আরও বলেন ছাত্র-জনতার আন্দোলনে যে বিজয় হয়েছে এটি সাময়িক বিজয়। তিনি অন্তর্বতীকালীন সরকারকে স্বল্প সময়ের মধ্যে ভোটের ব্যবস্থা করে গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের কথা বলেন। নির্বাচন হয়ার আগ পর্যন্ত সর্তকতার সহিত বিএনপি নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
    সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সরকারের গুম হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক সিলেটের কৃতিসন্তান এম ইলিয়াস আলীসহ স্বৈরাচারী শেখ হাসিনার সময়ে গুম হওয়া সকল নেতাকর্মী সন্ধানের দাবী জানান সাবেক ছাত্রনেতা কয়ছর এম আহমদ।
    মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও জেলা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর চৌধুরী ও জেলা ছাত্র দলের সভাপতি রুবেল আহমেদের যৌথ সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি সিনিয়র সদস্য মোশারফ হোসেন বাদশা, সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, ইংল্যান্ড বিএনপির যুগ্ম সম্পাদক সুজাত রেজা চৌধুরী, রাজশাহী বিএনপির নেতা নুরুজ্জামান খান, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম বাদল, সুনামগঞ্জ বিএনপির উপদেষ্টা এডভোকেট তাহের চৌধুরী পাবেল, ইংল্যন্ড বিএনপির যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বকস, ইষ্ট লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক এসএম লিটন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বকশি জুবায়ের আহমেদ, মৌলভীবাজার জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলে সাধারণ সম্পাদক আবুল হোসেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলে সভাপতি ইকবাল হোসেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, কাউন্সিলর আনিছুজ্জামান বায়েস, যুবদল নেতা এ এম নিশাদ সহ অন্যন্যরা প্রমুখ। যুক্তরাজ্য বিএনপির সংবর্ধিত অতিথিসহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠান স্থলে পৌঁছলে ফুল দিয়ে বরণ করা হয়।
    জেলা বিএনপি’র অর্থ সম্পাদক ও পৌর-বিএনপি’র সংগ্রামী সদস্য সচিব মোঃ মনোয়ার আহমেদ রহমান এবং বিএনপির দলীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক, যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ রাজনৈতিক মামলাসহ নিরাপত্তাহীনতার কারণে গত ১ যুগ ধরে যুক্তরাজ্য থেকে মাতৃভূমিতে আসতে পারেননি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তিনি দেশে এসেছেন।
    মনোয়ার আহমেদ রহমান তিনি আরও বলেন, কয়ছর এম আহমেদ গত ১৬ অক্টোবর ৭৭ নেতাকর্মীকে সফরসঙ্গী করে যুক্তরাজ্য থেকে সৌদিআরবে গিয়ে পবিত্র ওমরা পালন করেন এবং ২০ অক্টোবর (রবিবার) পবিত্র ওমরা পালন শেষে রবিবার ভোরে এসে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। একই সময়ে যুক্তরাজ্য থেকে আসা আরও ৩৮ নেতাকর্মী তাদের সঙ্গে এসে যোগ দেন। ২১ অক্টোবর সোমবার দুপুরে কয়ছর আহমদের নেতৃত্বে সফরসঙ্গী নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে বিএনপির দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
    মৌলভীবাজার সদরসহ ৭টি উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দল-সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল সহকারে সংবর্ধনা অনুষ্ঠানে এসে যোগ দেন।
  • নারিকেল পাড়ার কারন জানতে চাওয়ায় ভূমিদস্যুদের হামলা-নারীসহ আহত-৩।

    নারিকেল পাড়ার কারন জানতে চাওয়ায় ভূমিদস্যুদের হামলা-নারীসহ আহত-৩।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নিজ বাড়ি থেকে নারিকেল পেড়ে নিয়ে যাওয়ার কারন জানতে গেলে ভূমিদস্যুদের হামলায় তানিয়া,স্বপ্না ও তাঁর ছোট ভাই প্রবাসী তোহা গুরুত্বর আহত হয়েছেন।

    শুক্রবার ২৫ শে অক্টেম্বর লাহারকান্দি ইউনিয়ন আঠিয়াতলীর কসাইবাড়িতে এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় তানিয়া আক্তার বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় ৭ জনকে অভিযুক্ত করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযুক্তরা হলো, বিপ্লব, বাবুল, আরিফ, মানিক,রিনা, শিখা, রিমু সহ অজ্ঞতনামা আরও অনেকে।

    সরজমিনে গিয়ে ও মামলা সূত্রে জানাযায়,দীর্ঘদিন থেকে অভিযুক্তরা তানিয়া আক্তারে ক্রয়কৃত জমি থেকে নারিকেল, সুপারি পেড়ে নিয়ে যায়। ঘটনার দিন তারা লোকজন নিয়ে প্রকাশ্যে নারিকেল পেড়ে লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ভোক্তভোগি বাড়িতে গিয়ে নারিকেল পাড়ার বিষয়টি জিজ্ঞাস করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে লাঠি সোটা নিয়ে তানিয়ার উপর অতর্কিত হামলা চালায়।

    এ সময় তাঁর ছোট তোহা বাবী স্বপ্না এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে গলা টিপে হত্যার চেষ্টা করে আসামিরা। এসময় আসামিরা তাদের কাছে থাকা ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) টাকা ছিনিয়ে নিয়ে যায়।

    পরে স্থানীয় এলাকাবাসী তাদের শোরচিৎকার শুনে দৌড়ে আসলে ভূমিদস্যুরা পালিয়ে যার। পরে স্থানীয় এলাকাবাসী আহত তানিয়া ও তাঁর ভাইকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অপর দিকে মিথ্যা মামলা দিয়ে প্রবাসী পরিবারের লোকজনকে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভূমিখেকোরা।

    এছাড়া দীর্ঘদিন যাবত জোর জবরদস্তি করে অবৈধ দখলবাজ নুরু আলম গংরা একই বাড়ির অন্য লোকদের সম্পক্তিও জোর পূর্বক সন্ত্রাসী কায়দায় জবর দখল করে রেখেছে। তাদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।

    লক্ষ্মীপুর মডেল থানার (ওসি) আব্দুল মুন্নাফ জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষই থানায় এজাহার দিয়েছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • পীরগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা।

    পীরগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক যুবকের  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের পরিবার বলছে, নেশার টাকা না পেয়ে তিনি আত্মহত্যা করেছেন।
    আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাঁশগাড়া বুড়াধাম মধ্যপাড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম সেমন্ত রায় (২০)। তিনি মধ্যপাড়া এলাকার মুকুন্দ রায়ের ছেলে।
    উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় বলেন, হেমন্ত রায় দীর্ঘদিন ধরে মাদক আসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য প্রায় মা-বাবার সঙ্গে ঝগড়া করতেন। তাঁর পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও স্বাভাবিক পথে ফেরাতে পারেননি। এর মধ্যে পরিবারের সদস্যদের কাছে নেশা করার টাকা চান তিনি। টাকা না পেয়ে গতকাল বুধবার রাতে নিজ শয়ন কক্ষের বাঁশের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।
    পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।