Author: admin

  • উল্লাপাড়ায় ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

    উল্লাপাড়ায় ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

    শুক্রবার(১ নভেম্বর)সকাল ১০ টার সময় সলপ রেলওয়ে স্টেশন চত্বরে ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়। এ সময় সলপ রেলওয়ে ষ্টেশনের জামে মসজিদের পেশ ইমাম ও বন্যাকান্দি আলিম মাদ্রাসার শিক্ষক ক্বারী আব্দুল লতিফ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।পরে মিষ্টি বিতরণ করা হয়।

    এরপর স্টেশনের যাত্রী ছাউনির নিচে পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার মুইন শাহিন এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় বিশেষ অতিথি হিসাবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও পঞ্চক্রোশী ইউনিয়নে দুইবার নির্বাচিত সফল সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিস্টার।তিনি বলেন এই ইউনিয়নের বিএনপি,যুবদল,ছাত্রদল সহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীর দীর্ঘদিনের প্রত্যাশাছিলো স্থায়ীভাবে একটি দলীয় কার্যালয়। আজকে তাদের স্বপ্নের আকাঙ্খা বিএনপির অফিস বাস্তবায়ন হলো।নেতাকর্মীর বহুল প্রত্যাশা বাস্তবায়ন অনুষ্ঠানে অংশ গ্রহন করতে পেড়ে গর্ববোধ করছি।

    সভাপতির বক্তব্যে আব্দুল মালেক বলেন ৯০ দশকের পর থেকে একাধিকবার বিএনপির অফিস নির্মানের উদ্যোগ গ্রহন করে বিভিন্ন সমস্যার কারনে করতে পারিনি।আজ দলীয় নেতাকর্মীদের অধম্য চেষ্টা ও কঠোর পরিশ্রমের জন্যই বিএনপি’র দলীয় কার্যালয়ের কাজ শুরু করতে পেরেছি।স্থানীয় নেতৃবৃন্দর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন নিজেদের অর্থায়ন ও শ্রমের মধ্য দিয়ে অল্প সময়ের মধ্যে অফিস নির্মানের কাজ শেষ করবো।

    এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব রাউফুল ইসলাম,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল হোসেন, যুবদলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম,মোহাম্মদ রাসেদ, সাইদুর রহমান,মেরাজ হোসেন,কাজিপাড়া গ্রামের বিশিষ্ট শিল্পপতি সুইট হোসেন,ঠিকাদার ও বিএনপি নেতা মিলন খন্দকার,গালিব ইবনে জামান,বেতকান্দি গ্রামের রওশন আলী (মাস্টার),ওয়ার্ড বিএনপির সভাপতি আলাল হোসেন, সাধারন সম্পাদক রুহুল আমিন,বিএনপি নেতা মোতালেব হোসেন,মোখলেছুর রহমান,ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ্ আলম,সাধারন সম্পাদক আব্দুল বারিক মণ্ডল,সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা,নূরনবী সরকার, রফিকুল ইসলাম, হাসানুর রহমান(জাহিদ),নূর আলম,মামুন সরকার,লিটন হোসেন,সাবেক ছাত্রদলের সভাপতি ফিরোজ হোসেন ও সাধারন সম্পাদক মাসুদ রানা,শহিদুল ইসলাম (মাস্টার), আব্দুল হান্নান,লিটন তালুকদার,হুমায়ন কবির, আব্দুল মজিদ,আলাউদ্দিন প্রমূখ।

  • কানাইঘাটে পূর্ব শক্রতার জেরে হামলা-নারীসহ আহত-৪।

    কানাইঘাটে পূর্ব শক্রতার জেরে হামলা-নারীসহ আহত-৪।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলার কানাইঘাট পৌরসভা এলাকার ফাটাহিজল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে হামলা করা হয়েছে।এ ঘটনায় একই পরিবারের নারী-পুরুষ সহ ৪ জন আহতের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও আহতের পরিবার কোন প্রতিকার পাচ্ছেন না বলে জানা গেছে। আহতরা হলেন, ফাটাহিজল গ্রামের আব্দুর রবের পুত্র এখলাছ উদ্দিন, তার চাচাতো ভাই আছাব উদ্দিন, ফুফু জয়গুন নেছা, চাচাতো বোন ফাহফুজা বেগম। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারী সকাল ৮টার দিকে ফাটাহিজল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের আব্দুল খালিক মটর ও তার ৩ ছেলে পরিবারের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র, লাঠি-সোটা নিয়ে এখলাছ উদ্দিন ও তার পরিবারের সদস্যদের হামলা চালায়। এতে হামলাকারীদের হাতে ৪ জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা প্রদান করা হয়।
    পরে এখলাছ উদ্দিন বাদী হয়ে আব্দুল খালিক মটর ও তার ৩ ছেলে সহ মোট ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গ্রামের মুরব্বীয়ানরা বিষয়টি আপোষ-নিষ্পত্তি করার জন্য পুলিশের কাছ থেকে সময় নিলেও অভিযোগের বিবাদীরা স্থানীয় বিচার মানেনি।
    অভিযোগের বাদী এখলাছ উদ্দিন জানিয়েছেন, থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত অভিযোগটি রেকর্ড করা হয়নি।

  • রামপালে সুন্দরবনগামী মৎস্যজীবী ও জেলেদের সাথে মতবিনিময় সভা।

    রামপালে সুন্দরবনগামী মৎস্যজীবী ও জেলেদের সাথে মতবিনিময় সভা।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে সুন্দরবনগামী মৎস্যজীবী ও জেলেদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার(৩১ অক্টোবর) বিকেলে সুন্দরবন মৎস্যজীবী সমবায় সমিতির আয়োজনে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়াম এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    সুন্দরবন মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ মোতাসিন ফারাজী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ লিয়াকত আলী।
    এসময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, যুবদল নেতা মোঃ শাহাজালাল গাজী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, ছাত্রনেতা মোফাজ্জল হোসাইন বাদলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলেরা উপস্থিত ছিলেন।
    মতবিনিময় সভায় বিএনপি নেতা ফরিদুল ইসলাম মৎস্য ব্যবসায়ী ও জেলেদের যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকবেন বলেও তিনি জানান।
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবর্জনার স্তুপ অপসরণে ব্যস্ত জাতীয়তাবাদী ছাত্রদল

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবর্জনার স্তুপ অপসরণে ব্যস্ত জাতীয়তাবাদী ছাত্রদল

    ডেস্ক রিপোর্ট 
    জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তত্বাবধানে দ্বিতীয় গেইটের পাশে বহুদিনের জমানো আবর্জনার স্তুপ অপসারণ করে গাছ লাগানো হয়।

    ৩০ অক্টোবর ২০২৪, দুপুর ২ টায় জবি ছাত্রদলের নেতা কাজী জিয়া উদ্দিন বাসেত এর নেতৃত্বে বর্জ্য অপসারণ কাজ শুরু করা হয় এবং পরবর্তীতে বৃক্ষরোপন করা হয়।
    এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যানারে বিভিন্ন সচেতনতা মূলক ফ্যাস্টুন লাগানো হয়।

    কর্মসূচির নেতৃত্বদানকারী কাজী জিয়া উদ্দিন বাসেত বলেন, ” জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটে ময়লার স্তুপ অপসারণের জন্য বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আবদেন করা হলেও তা সম্ভবপর হয় নি। আমরা প্রশাসনের পদক্ষেপের অপেক্ষা করে বেশ কিছুদিন অপেক্ষা করি এবং তারপর নিজেরাই উদ্যোগ নিই। পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের সুস্থ মানসিকতা গড়তে ও পড়াশোনার পরিবেশ গড়তে সাহায্য করবে।

    এসময় উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতা নাহিয়ান বিন অনিক বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে আমাদের প্রথম প্রাধান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখতে এবং বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধে বৃক্ষরোপন করি আমরা। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইটের পাশে আর ময়লার স্তুপ জমবে না এটা আমাদের প্রত্যাশা।

    মিয়া রাসেল বলেন, পরিবেশ বান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আজকের কর্মসূচি বাস্তবায়ন করছি।বিশ্ববিদ্যালয়কে সৌন্দর্যমণ্ডিত করতে বৃক্ষরোপণ সহ যতো উদ্যোগ নেয়া যায় আমরা ছাত্রদলের পক্ষ থেকে তা করব।

  • দেশে ফিরেছেন সাফজয়ী নারী ফুটবল দলের খেলোয়াড়-রাজকীয় সংবর্ধনা।

    দেশে ফিরেছেন সাফজয়ী নারী ফুটবল দলের খেলোয়াড়-রাজকীয় সংবর্ধনা।

    স্পোর্টস ডেস্কঃ নেপাল থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সাফজয়ী নারী ফুটবলাররা তাদের পুরস্কৃত করবেন বিসিবি। আজ বৃহস্পতিবার দুপুরে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিমানটি। গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল বিজ-৩৭২ ফ্লাইটযোগে দেশে ফিরবেন মেয়েরা।

    ২০২২ সালে সাফজয়ী ফুটবলারদের ছাদখোলা বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নেওয়ার ব্যবস্থা করে মানুষের ভালোবাসা গায়ে মাখার ব্যবস্থা করা হয়েছিল। এবারও ছাদখোলা বাসে করে মেয়েদের বাফুফেতে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আনুষ্ঠানিকতা সেরে একটু পরই ছাদখোলা বাসে চড়বেন বিজয়ীরা।

    এদিকে চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিতে ছাদ খোলা বাসের আয়োজন করলেও সেই বাসে অবশ্য চড়বেন না দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়া কোচ পিটার বাটলার। তিন মাসের বেতন বাকি থাকার জানিয়েছিলেন এই কোচ। তবে ছাদখোলা বাসে না ওঠার পেছনের কারণ হিসেবে বলেছেন, ‘মেয়েরা উপভোগ করুক। এটাই সময়। ঢাকায় গিয়ে ইংল্যান্ডের টিকিটের ব্যবস্থা করতে হবে। আমার কাজ আছে অনেক।
    ইংল্যান্ডে যাওয়ার কারণও জানিয়েছেন, ‘কিছুদিন আগে আমার নাতি জন্ম নিয়েছে। তাকে দেখিনি। দেখতেই ইংল্যান্ডে যাচ্ছি কিছুদিনের জন্য। শিগগিরই আবার ফিরে আসব।

  • উপযুক্ত অস্ত্রবিরতি না হলে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষনা হিজবুল্লাহ-নাঈম কাসেম।

    উপযুক্ত অস্ত্রবিরতি না হলে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষনা হিজবুল্লাহ-নাঈম কাসেম।

    আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলিরা আক্রমণ বন্ধ করার ঘোষণা যদি উপযুক্ত হয় তবে বলি যে আমরা তা গ্রহণ করব, কিন্তু সেই শর্তে যা আমরা উপযুক্ত মনে করি। তা না হলে ইসরায়েলের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাসেম। বুধবার (৩০ অক্টোবর) হিজবুল্লাহর নেতা হওয়ার পর প্রথম ভাষণে এই কথা বলেন তিনি।

    বালবেক শহর ও তার আশেপাশে ইসরায়েলি বাহিনী হামলা চালানোর পর নাঈম কাসেম এই মন্তব্য করেন। ইসরায়েলি বাহিনী পূর্ব লেবাননের প্রাচীন শহরটি লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করেছে এবং সেখানকার মানুষকে স্থানান্তরের নির্দেশ দিয়েছে।

    নাঈম কাসেম বলেন, ইসরায়েল আক্রমণ বন্ধের সিদ্ধান্ত নিলে আমরা তা গ্রহণ করতে পারি, তবে তা আমাদের জন্য উপযুক্ত শর্তের ভিত্তিতে হতে হবে। আমরা অস্ত্রবিরতির জন্য কোনও ভিক্ষা চাই না। এসময় তিনি উল্লেখ করেন যে- অস্ত্রবিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা এখনও সফল হয়নি। ভাষণটি এমন এক সময়ে সামনে আসলো, যখন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা লেবানন ও গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন করে চেষ্টা চালাচ্ছে।

    হিজবুল্লাহর সাবেক দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ গত সেপ্টেম্বরে বেইরুটের একটি উপশহরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার পর নাঈম কাসেমকে মঙ্গলবার তার স্থলাভিষিক্ত করা হয়েছে। নাসরুল্লাহর উপ-প্রধান হিসেবে কাসেম তিন দশকের বেশি সময় দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি দলটির আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন, যার মধ্যে নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাসেম সাফিউদ্দিনও রয়েছেন। এই ঘটনার ফলে লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে।
    নেতা কাসেম জানান, সাম্প্রতিক সপ্তাহগুলিতে হিজবুল্লাহর ওপর লাগাতার হামলা- যার মধ্যে রয়েছে পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণ এবং নাসরুল্লাহর হত্যাকাণ্ড দলটিকে ক্ষতিগ্রস্ত করেছে, তবে নাসরুল্লাহর মৃত্যুর আট দিনের মধ্যে হিজবুল্লাহ নতুন করে সংগঠিত হয়েছে।

    হিজবুল্লাহর সক্ষমতা এখনও রয়েছে এবং এটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য উপযুক্ত উল্লেখ করে কাসেম জানান, গত ১ অক্টোবর থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করার পর থেকে সেখানে ইসরায়েলি সৈন্যদের হতাহতের সংখ্যা বাড়ছে এবং চলতি মাসের শুরুতে হিজবুল্লাহ পরিচালিত একটি ড্রোন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে। তবে নেতানিয়াহু অক্ষত রয়েছেন।

    হিজবুল্লাহ নতুন নেতা কাসেম বলেন,যুক্তরাষ্ট্রের সাথে মধ্যস্থতার প্রধান যোগাযোগকারী হিসেবে কাজ করছেন লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি। যদিও যুক্তরাষ্ট্র একাধিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তবে এখনও এমন কোনো প্রস্তাব নেই যা ইসরায়েল মেনে নিয়েছে এবং হিজবুল্লাহর জন্য আলোচনা উপযোগী মনে হয়। এখন পর্যন্ত কোনো প্রকল্প এমনভাবে উপস্থাপন করা হয়নি যাতে ইসরায়েল একমত এবং আমাদের জন্য তা আলোচনা করার উপযোগী হয়।

    সূত্রঃ আল-জাজিরার /ডেইলি বাংলাদেশ

  • রামপাল ও মোংলার সুবিধাবঞ্চিত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান।

    রামপাল ও মোংলার সুবিধাবঞ্চিত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাট জেলার রামপাল ও মোংলা উপজেলার  নির্যাতিত, বঞ্চিত ও অসহায় বীর মুক্তিযোদ্ধাদের বিএনপি’র পক্ষ থেকে আর্থিক সহায়তা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
    বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রামপাল ও মোংলা উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজন দিগরাজ বাজারে এ সহায়তা প্রদান করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এমডি আকবর আজাদ।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোঃ আবু হানিফ ও সঞ্চালনা করেন মোঃ নুর উদ্দিন টুটুল ও ইমরান হোসেন রকি।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম বলেন, বিগত দিনে স্বৈরাচার সরকার এদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত অনেক মুক্তিযোদ্ধাদের সরকারি সহায়তা থেকে বঞ্চিত করেছে। এছাড়া তাদের অনুসারীদের ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে সরকারি সকল সহায়তা ভোগ করিয়েছে।
    মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের সবসময় মূল্যায়ন করেছেন। গত ৫ আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে। ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের ছাত্র-জনতার অর্জিত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ব।
    অনুষ্ঠানে রামপাল ও মোংলা উপজেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধারাসহ দুই উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থীদের বিনা লাভের দোকান ক্রেতাদের ভিড় ও মুখে হাসি।

    ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে শিক্ষার্থীদের বিনা লাভের দোকান ক্রেতাদের ভিড় ও মুখে হাসি।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে, ব্যতিক্রমী উদ্যোগে পাইকারি দামেই খুচরা পণ্য বিক্রি হচ্ছে সাধারণ মানুষের মাঝে মুখে হাসি। মূলত নিম্ন ও মধ্যবিত্ত মানুষের স্বস্তি লাভের জন্য শিক্ষার্থীদের এ আয়োজন। বাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি তখন মৌলভীবাজারে চালু হয়েছে বিনা লাভের এ সবজি বাজার। কম দামে সবজি কিনতে পেরে মুখে হাসি ক্রেতাদের।
    বুধবার ৩০ অক্টোবর ২০২৪ইং, সকাল থেকে পৌর শহরের চৌমূহনা এলাকায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সপ্তাহব্যাপী এই বাজার চালু করা হয়।
    সরেজমিন দেখা যায়, ইচ্ছে মতো শাক-সবজি, ডিম-আলুসহ বিভিন্ন পণ্য ক্রয় করছেন সাধারণ মানুষ। কম মূল্যে বাজার করে চোখে মুখে তাদের স্বস্তির ছাপ। খবর পেয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। অধিকাংশই নিম্ন মধ্যবিত্ত। এছাড়াও আসছেন মধ্যবিত্তরাও, সবাই হাসি মুখে আনন্দে বাজার করছেন তারা।
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও উদ্যোক্তাদের একজন বলেন, হাত বদল হলেই পণ্যের দাম বাড়ে, মাঝখানে সুবিধা নেয় সিন্ডিকেট। কিন্তু আমরা কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করে ভোক্তাদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছি। কোনো লাভ রাখা হচ্ছে না। এটি স্বেচ্ছাসেবী কার্যক্রম হিসেবে চলবে।
    আরও বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যোগে এই বাজার চালু হয়েছে। শিক্ষার্থীদের বিনা লাভের বাজারে স্বস্তি দিচ্ছে ক্রেতাদের। সবাই আনন্দে বাজার করছেন হাসি মুখে।
  • ঠাকুরগাঁওয়ে সাড়ে ৬ কোটি টাকায় নির্মিত ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার।

    ঠাকুরগাঁওয়ে সাড়ে ৬ কোটি টাকায় নির্মিত ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ে নদীতে তলিয়ে গেছে ব্রিজের এক পাশের সংযোগ সড়কের দেয়াল। গত তিন মাস ধরে ব্রিজটি পড়ে আছে অকেজো অবস্থায়। ফলে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি মানুষের কোনো উপকারে আসছে না। উল্টো ব্রিজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে স্থানীয় জনগণ।
    সংযোগ সড়কের বেহাল দশা নিয়ে স্থানীয়রা একাধিকবার এলজিইডিকে অবগত করলেও আমলে নেয়নি কর্তৃপক্ষ। রাজাগাঁও, আসান নগর ও খড়িবাড়ি এলাকার অধিকাংশ মানুষই কৃষক।
    ২০১৯ সালে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের আসান নগরের খড়িবাড়ি এলাকায় লক্ষাধিক মানুষের যাতায়াতের জন্য টাঙ্গন নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২৫০০.০০ মিটার দৈর্ঘ্যের পিএসসি গার্ডার ব্রিজটি নির্মাণ করেন। সাড়ে ৬ কোটি টাকার ব্যয়ে কাজটি পান স্থানীয় মো. জামাল হোসেন নামে এক ঠিকাদার। গত বছরের ২রা মার্চ ব্রিজটি উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলী সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ সেন।
    ব্রিজটি নির্মাণের পর থেকেই কয়েকবার সড়কের দেয়াল ও ব্লকসহ নদীতে ধসে যায়। স্থানীয়রা তৎক্ষণিকভাবে বালুর বস্তা দিয়ে সাময়িক সংস্কার করে ধস ঠেকায়। কিন্তু এবারের বর্ষা শুরু হওয়া মাত্রই আবারো ব্রিজটির পশ্চিম তীরের সড়কের একটি অংশ ব্লক সহ নদীতে তলিয়ে যায়। এতে সড়ক ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এভাবে কয়দিন থাকার পর স্থানীয়রা বালুর বস্তা ও বাঁশ দিয়ে সংস্কার করে চলাচলের ব্যবস্থা করেন। তবে মানুষ ছাড়া বড় ধরণের কোন যানবাহন চলাচল করতে পারছে না এই ব্রিজ দিয়ে।
    এলাকাবাসীরা জানায়, এ ব্রিজ পার হয়ে কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করেন। আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। এলাকার কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আনা-নেওয়া করতে প্রতিদিন শতাধিক মাহিন্দ্রা-পাওয়ার ট্রিলার গাড়ি চলাচল করে। তিন মাস আগে ব্রিজটির এক পাশের সংযোগ সড়ক ভেঙে ধসে যায়। এরপর থেকে ব্রিজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো লাভ হয়নি।
    গাড়ি চালক হেলাল বলেন, গত তিন মাস ধরেই একটু একটু করে সড়কের দেয়াল পানির নিচে ধসে যাচ্ছিল। কয়েক দিন আগে যাত্রী নিয়ে এসে দেখলাম সড়কের অর্ধকে অংশই ভেঙে গেছে। পরে যাত্রী নামিয়ে গাড়ি পার করেছি। দ্রুত বিকল্প ব্যবস্থা না নিলে আমরা যানবাহন চালাতে পারবো না।
    স্থানীয় বাসিন্দা লোকমান আলী বলেন, কয়েকটি ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের জন্য এক বছর আগে খড়িবাড়ি স্কুলের পশ্চিমে টাঙ্গন নদীর ওপর সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করে সরকার। কিন্তু কাজটিতে ভয়ঙ্করভাবে দুর্নীতি করা হয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় নির্মাণের বছর পার হতে না হতেই সংযোগ সড়ক ভেঙ্গে গেছে। গত ৩ মাস ধরে ভাঙা সড়ক দিয়ে মানুষ চলাচল করছে কিন্তু এলজিইডির কেউ এনিয়ে কথা বলে না বা শুনে না।
    স্থানীয় কৃষক মাহিদুল ও আবুল হোসেন বলেন, ব্রিজ হওয়ার পর মাথায় করে নিয়ে বাজারে ফসল বিক্রি করতে হয়নি। ভ্যান, নসিমন ও গাড়িতে করে কৃষিপণ্য বাজারজাত করেছি। কিন্তু গত কয়েক মাস ধরে ব্রিজের এক পাশের সড়ক ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে। তাই বর্তমানে ফসল মাথায় করে বাজারে নিয়ে বিক্রি করতে হচ্ছে আমাদের। কোটি টাকার  ব্রিজটি এখন আমাদের কোনো কাজে লাগছে না। আমরা ব্রিজের এক পাশের সংযোগ সড়ক দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।
    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস বলেন, ব্রিজটির এক পাশের সংযোগ সড়ক সংস্কার জরুরি। আমরা চেষ্টা করছি দ্রুত সংস্কার করার জন্য। ইতোমধ্যে সংস্কারের জন্য ঢাকায় এস্টিমেট পাঠানো হয়েছে।
  • বাঘায় নতুন ইউএনও’র যোগদান আগের ইউএনও’র বদলি হওয়ায় বিদায় ও সংর্বধনা।

    বাঘায় নতুন ইউএনও’র যোগদান আগের ইউএনও’র বদলি হওয়ায় বিদায় ও সংর্বধনা।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ 
    রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের বিদায় ও নতুন ইউএনও শাম্মী আক্তারের যোগদান উপলক্ষ্যে বিদায় ও বরণ সংর্বধনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামকে বিদায় ও নবাগত ইউএনও শাম্মী আক্তারকে বরণ করে নেওয়া হয়েছে। বুধবার (অক্টোবর) দুপুরে বিদায় ও বরণ সংর্বধনা দেওয়া হয়। অনুষ্টানে বাঘা প্রেসক্লাবের সাংবাদিকগণ বিদায়ী ও নবাগত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করেন।
    এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও তরিকুল ইসলাম, নবাগত ইউএনও শাম্মী আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, বাঘা প্রেসক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞা, আহবায়ক কমিটির সদস্য আমানুল হক আমান, আসলাম আলী, লালন উদ্দিন, ফজলুর রহমান মুক্তা, আশরাফুল আলম, গোলাম তোফাজ্জল কবীর মিলন। প্রেসক্লাবের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম, আব্দুল হামিদ মিঞা,জহুরুল ইসলাম, সুব্রত কুমার, আবদুস সালাম, আবদুল কাদের নাহিদ প্রমুখ।
    উল্লেখ্য, ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মাদ ইব্রাহীমের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এ প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামকে পদন্নোতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চাঁপাইনবয়াবগঞ্জে বদলির আদেশ জারি করা হয়। তরিকুল ইসলাম ২০২৩ সালের ১৩ ডিসেম্বর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি এখানে সাড়ে ১০ মাস দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পটুয়াখালী ডিসি অফিস, বরিশাল বিভাগীয় কার্যালয়, রাজশাহী আরডিসি, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাবনার শাজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন বলে জানা গেছে।
    অপর দিকে ২৭ অক্টোবর সিনিয়র সহকারী কমিশনার আজাহার আলীর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এ প্রজ্ঞাপনে শাম্মী আক্তারকে পদন্নোতি দিয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।এর আগে উপজেলার বিভিন্ন দপ্তর ও সংগঠনের নেতাকর্মীরা ইউএনওকে বিদায় ও নবাগত ইউএনওকে বরণ সংর্বধনা দেওয়া হয়।