Author: admin

  • কমলগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজি-অটো নিয়ন্ত্রণ হারিয়ে ২ কলেজ ছাত্রের মৃত্যু।

    কমলগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজি-অটো নিয়ন্ত্রণ হারিয়ে ২ কলেজ ছাত্রের মৃত্যু।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়া শিশুকে বাঁচাতে সিএনজি-অটোর নিয়ন্ত্রণ হারিয়ে গাছরে সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ০৬ নভেম্বর ২০২৪ইং, সকাল পৌণে ১০ টায় ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এঘটনা ঘটে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা চারজন শিক্ষার্থী একটি সিএনজি অটোরিকশায় করে যাত্রা করছিলেন। ভানুগাছ বটতলা বাজারে পৌঁছালে, হঠাৎ করে সিএনজি-অটো থেকে এক শিশু সিটকে পড়ে। এসময় শিশুকে রক্ষা করতে সিএনজি-অটো চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুছড়ে দুর্ঘটনার শিকার হয়।
    এতে সিএনজি উল্টে গিয়ে দুই শিক্ষার্থী, আব্দুল্লাহ আল সায়েম (১৭) ও অমিত সূত্রধর (১৮) নিহত হন।
    এ সময় আহত হন, শাহীন মিয়া (১৮), সৈকত দেব (১৮) ও শিশু জান্নাতুল (১১)।
    স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত অমিত ও জান্নাতুলকে মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করা হয়।
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক সায়েম মিয়াকে মৃত ঘোষণা করেন। কিন্তু গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে অমিত সূত্রধর মারা যান।
    নিহত সায়েম মিয়া শ্রীমঙ্গলের পূর্ব মাইজদী এলাকার কাশেম মিয়ার ছেলে এবং কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। অমিত সূত্রধরও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। আহত অপর দু’জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইফতেখার হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সায়েম মিয়াকে মৃত ঘোষনা করা হয়েছে। অন্যদিকে অমিত সূত্রধর মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
    এ ঘটনায় এলাকাবাসী ও কলেজে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
  • জামায়াত ইসলামের মজলিশে শূরা অধিবেশন মৌলভীবাজার জেলার দায়িত্ব প্রাপ্তদের শপথ গ্রহণ।

    জামায়াত ইসলামের মজলিশে শূরা অধিবেশন মৌলভীবাজার জেলার দায়িত্ব প্রাপ্তদের শপথ গ্রহণ।

    নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার ২০২৫-২০২৬ সেশনের মজলিসে শূরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী নতুন সেশনের দায়িত্বশীলদের নাম প্রস্তাব করলে সর্বসম্মতি ক্রমে তা গৃহীত হয়। সংগঠনের গঠনতন্ত্রের আলোকে নির্বাচিত ও মনোনীত দায়িত্বশীলগণের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আমীর। গতকাল মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪ইং, বাদ মাগরিব দেওয়ান মঞ্জিলে অনুষ্ঠিত এ মজলিসে শূরার অধিবেশনে জেলার নায়েবে আমীর মনোনীত হন মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, এসিস্ট্যান্ট সেক্রেটারি তিনজন যথাক্রমে মোঃ আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া। জেলা কর্মপরিষদ সদস্য হলেন মাওলানা আমিনুল ইসলাম, সৈয়দ তারেকুল হামিদ, হাফেজ তাজুল ইসলাম, মোঃ ফখরুল ইসলাম ও আব্দুল কুদ্দুস নোমান। জেলা মজলিসে শূরার আরো সদস্যবৃন্দ হলেন, এমাদুল ইসলাম (বড়লেখা), মোঃ ফয়ছল আহমদ (বড়লেখা), আব্দুল হাই হেলাল (জুড়ী), মোঃ আজিম উদ্দিন (জুড়ী), আব্দুল মুনতাজিম (কুলাউড়া), মোঃ জাকির হোসেন (কুলাউড়া), আবুর রাইয়ান শাহীন (রাজনগর), মাওলানা আবদুস শহীদ (রাজনগর), মাওলানা ইসমাইল হোসেন (শ্রীমঙ্গল), মোঃ মাসুক মিয়া (কমলগঞ্জ), মোরশেদ আহমদ চৌধুরী (মৌলভীবাজার পৌরসভা), আব্দুল মুমিত (শ্রম বিভাগ)।
    দীর্ঘ প্রায় ১৭ বছর পর মুক্ত পরিবেশে জেলার নির্বাচন ও শূরার অধিবেশন নির্বিঘ্নে করার সুযোগ সৃষ্টি হওয়ায়  বৈঠকে মহান আল্লাহর শুকরিয়া আদায় করা হয়।
    নীতি নির্ধারণী এ বৈঠকের সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, বড়লেখা ও জুড়ি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী।
    অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত পেশ করেন, মাও: হারুনুর রশিদ তালুকদার।
    সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, বিগত কঠিন সময়ে যারা অনেক কষ্ট করে আন্দোলনের দায়িত্ব পালন করে ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বিশেষ করে সাবেক জেলা আমীর মরহুম আব্দুস সাত্তার ও থানা আমীর  ডা: এম এ নুর, দেওয়ান মিছবাউল মজিদ কালাম, মুক্তিযোদ্ধা আব্দুল গনি তরফদার, অধ্যাপক আব্দুল মছব্বির ও মাস্টার আব্দুল মান্নানের নাম স্মরণ করে তাদের খেদমতগুলো যাতে আল্লাহ কবুল করেন এই দোয়া করেন।
    উপজেলা আমীর নির্বাচনের তারিখ ঘোষণা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার ২০২৫-২০২৬ সেশনের উপজেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হবে ০৬ নভেম্বর মৌলভীবাজার সদর ও মৌলভীবাজার পৌরসভা, ০৭ নভেম্বর শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা, ০৮ নভেম্বর বড়লেখা, জুড়ী, কুলাউড়া ও রাজনগর উপজেলা।
    পুরুষ ও মহিলার রুকনদের সরাসরি ভোটে নির্বাচিত উপজেলা আমীর ও উপজেলা মজলিসে শূরা সদস্যদের শপথ পরিচালনা করবেন জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী। নির্বাচন পরিচালনা করবেন জেলা নির্বাচন পরিচালক মাওলানা আব্দুর রহমান, সহকারি নির্বাচন পরিচালক মোঃ ইয়ামীর আলী ও মাওলানা হারুন রশিদ তালুকদার।
  • ই-ক্যাব সভাপতি অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার।

    ই-ক্যাব সভাপতি অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার।

    বিনোদন ডেস্কঃ ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

    বুধবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ৪নং সেক্টরের ৬নং রোডের ৫৩ নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

    গত ৯ অক্টোবর শমী কায়সার, তারানা হালিমসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা হয়। তবে তাকে হত্যাচেষ্টা নাকি অন্য কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

    শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। এছাড়া ২০২৪-র নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের সমর্থন চেয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে আসনটি থেকে মনোনয়ন পাননি তিনি।

    অভিনয় থেকে বিরতি নেওয়ার পর আওয়ামী লীগের রাজনীতি করার পাশাপাশি দীর্ঘদিন তিনি ই-ক্যাবের সভাপতি ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলেন ১৪ আগস্ট ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

  • নিঃস্বার্থে মানব সেবা গ্রুপ প্রবাসী সুলতাম আহমেদ চৌধুরীকে সম্মাননা স্মারক।

    নিঃস্বার্থে মানব সেবা গ্রুপ প্রবাসী সুলতাম আহমেদ চৌধুরীকে সম্মাননা স্মারক।

    নিজস্ব প্রতিবেদকঃ চায়ের রাজধানী শ্রীমঙ্গলে “নিঃস্বার্থে মানব সেবা” নামক সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রবাসী মোঃ সুলতাম আহমেদ চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার ০৪ নভেম্বর ২০২৪ইং, রাত সাড়ে ৮টার সময় শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড চৌমুহনার পাশে সাতকরা রেস্টুরেন্টে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
    এ সময় নিঃস্বার্থে মানব সেবার প্রধান অর্গানাইজার মোঃ নিজাম খানের সভাপতিত্বে নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের সন্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য এম এ রহিম নোমানী, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ সালেহ আহমদ চৌধুরী, নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের সদস্য, দৈনিক জানসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক ভোরের ডাক পত্রিকার মৌলভীবাজার জেলা সংবাদদাতা, সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের সদস্য ডা: মোঃ মামুনুর রশীদ, সদস্য মোঃ ফখরুল আহমেদ, সদস্য মোঃ জাফর আহমেদ, সদস্য মোঃ তাজুল ইসলাম, প্রমুখ।
    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয় ও অনুষ্ঠানের শেষে, প্রবাসী মোঃ সুলতাম আহমেদ চৌধুরী-সহ দেশ-বিদেশের সকল দানকারীদের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
    প্রবাস থেকে বাংলাদেশে নিজ জন্মস্থানে আগমন উপলক্ষে প্রবাসী মোঃ সুলতাম আহমেদ চৌধুরীকে সম্মাননা স্মারক তুলে দেন নিঃস্বার্থে মানব সেবার (SELFLESS HUMAN SERVICE) আমরা মানব সেবায় অঙ্গিকারবদ্ধ এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সবাই।
  • ভারতের মারচুলায় যাত্রীবাহি বাস গভীর খাদে পরে নিহত-৩৫,নিখোঁজ-৫।

    ভারতের মারচুলায় যাত্রীবাহি বাস গভীর খাদে পরে নিহত-৩৫,নিখোঁজ-৫।

    আন্তর্জাতিক ডেস্কঃ

    ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে ৩৬ জন নিহত হয়েছেন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে এবং রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছে ৫ জন।

    সোমবার (৪ নভেম্বর) আলমোড়া জেলার মারচুলা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য নির্শ্চিত করেছে।
    দুর্ঘটনায় পড়া বাসটি ৫০ জন যাত্রী নিয়ে পাউরি গাড়োয়াল জেলার নৈনি ধান্দা থেকে নৈতিতাল জেলার রামনগরে উদ্যেশ্যে যাচ্ছিল।আলমোড়া মারচুলা এলাকায় পৌছালে বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় ২’শ মিটার গভীর খাদে পড়ে যায়।

    বাসটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন। খাদে গড়িয়ে পড়ার পর বাসটি নদীর ধারে এসে পড়ে। বাসটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। শেষ পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এখনও চলছে উদ্ধারকাজ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

    আলমোড়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিনীত পাল জানিয়েছে, কমপক্ষে ৩৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরও কয়েকজন আহতকে চিকিৎসার জন্য কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা এখনো ধ্বংসস্তূপে আটকে পড়া যাত্রীদের খুঁজে বের করতে উদ্ধার কর্মীদের সহায়তা করছে।

    উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, সরকারি কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণের কাজে আরও গতি আনতে বলা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে একে অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

    তিনি বলেছেন, আলমোরা জেলার মারচুলার কাছে এই দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে। জেলা প্রশাসনকের পক্ষ থেকে ঘটনা স্থলে দ্রুত ত্রাণ সামগ্রী সহ নিখোঁজ ব্যক্তিরা উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    ধামি জানান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের পাশের স্বাস্থ্যকেন্দ্রে পাঠাচ্ছেন এবং গুরুতর আহতদের প্রয়োজনে হেলিকপ্টারে নিয়ে আসা হবে।

    এ ঘটনায় স্থানীয় আরটিও কর্মকর্তাদের সাসপেন্ড করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে। নিহতদের পরিবারকে চার লাখ টাকা ও আহতদের এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া কথা জানান তিনি।

    এ ঘটনার রহস্য জানতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

  • শ্রীমঙ্গলে বিএনপি’র গণসমাবেশ।

    শ্রীমঙ্গলে বিএনপি’র গণসমাবেশ।

    নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় বিএনপির ক্ষমতায় যাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে তা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। ছাত্র-জনতার অর্জনকে নস্যাৎ করার জন্য পরাজিত আওয়ামী লীগের প্রেতাত্মারা ষড়যন্ত্র করছে। গত শুক্রবার ০১ নভেম্বর ২০২৪ ইং, বিকেলে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজিত নাহার পেট্রোল পাম্পের সামনে প্রতিবাদ গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিবাদ গণসমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা যোগ দেন।
    উক্ত প্রতিবাদ গণসমাবেশ অনুষ্ঠানে ৩নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান ঝারু’র সঞ্চালনায় গণসমাবেশে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন (তাজু), জেলা বিএনপির সদস্য মোঃ দুরুদ আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মহি উদ্দিন ঝারু-সহ বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ-সহ প্রমুখ।
    বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) আরও বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর তার দোসররা আমাদের আশপাশেই রয়েছে। ছাত্রজনতা রক্তে অর্জিত বিজয়কে কোনোভাবেই নস্যাৎ করতে দেয়া যাবে না। সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং পতিত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
    হাজী মুজিব আরও বলেছেন, ভোট চুরি করে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসন থেকে বারবার এমপি-মন্ত্রী হওয়া দুর্নীতিবাজ ও ভুয়া মুক্তিযোদ্ধা দাবিদার আব্দুস শহীদ এমপি ও তার দলের নেতাকর্মীরা গত ১৬টি বছর বিএনপির নেতাকর্মীদের উপর সীমাহিন জুলুম-নির্যাতন, নিপীড়ন করেছেন। মিথ্যা মামলা, হয়রানীর কারণে বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী বিনা অপরাধে গায়েবি মামলার আসামী হয়ে জেল খেটেছেন, অবর্ণনীয় জুলুম-নির্যাতন সহ্য করেছেন। সেই ভোট চোর এমপি শহীদ ও তার ভাইয়েরা অবৈধভাবে সরকারি জায়গা দখল করেছেন, বিভিন্ন প্রকল্পের অর্থ লুট করে সম্পদের পাহাড় বানিয়েছেন। বিদেশে টাকা পাচার করেছে, দেশ-বিদেশে নামে বেনামে বাসাবাড়ি-প্ল্যাট কিনেছেন। কাজেই এসব অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাদের বিচারের কাঠগড়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
    এ সময় সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ছাত্র-জনতার বিজয়কে ম্লান করার জন্য যারা বিভিন্ন অপকর্মে জড়িত হয়েছেন তাদেরকে রুখে দিতে হবে। বিগত দানব সরকারকে সরাতে ছাত্র-জনতা তাদের রক্ত দিয়েছে, যার জন্য দেশ স্বাধীন হয়েছে। বেগম জিয়ার মুক্তি হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়েই অন্তর্বরতীকালীন সরকারের মাধ্যমে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার গঠন হবে। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে নস্যাৎ করতে এখনও ষড়যন্ত্র চলছে। আর সম্মিলিতভাবে সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে বলে জানান তারা।
  • কারো অপকর্মের দায়ভার বি.এন.পি নেবে না-মতবিনিময় সভায়-ড.ফরিদুল ইসলাম।

    কারো অপকর্মের দায়ভার বি.এন.পি নেবে না-মতবিনিময় সভায়-ড.ফরিদুল ইসলাম।

    মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন,  বিএনপি হচ্ছে গণমানুষের দল। কারো অপকর্মের দায় বিএনপি নেবে না। দলমত নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে বসবাস করবো। জনগণ মনে করে গত ৫ আগস্ট ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহের প্রচেষ্টায় দ্বিতীয় বারের মত এই দেশটা স্বাধীন হয়েছে। গনহত্যা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।  আমরা অপকর্ম করার জন্য রাজনীতি করি না, কেউ অপকর্ম করলে তার দায় বিএনপি নিবে না।
    শনিবার (২ নভেম্বর) বিকেলে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নে নারীদের সাথে মতবিনিময় সভায় বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতা ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
    তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে স্পষ্ট বার্তা দিয়েছেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশনেত্রী খালেদা জিয়ার ত্যাগ আর শত সহস্র নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা ও বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে, কতিপয় বিপথগামীর হঠকারিতায় তা বিনষ্ট হতে দেওয়া হবে না। এ বিষয়ে দল আপসহীন। দুষ্কৃতকারী কোনো দলের না।
    তিনি আরো বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদের মধ্যে পদধারী নেতা খুবই কম। বেশিরভাগই হাইব্রিড এবং দলে অনুপ্রবেশকারী। যারা এতদিন দলের দুর্দিনে পাশে ছিল না, পরিবর্তিত পরিস্থিতিতে তারাই রাতারাতি দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়িয়ে বিএনপির ভাবমূর্তি-সুনাম ক্ষুণ্ন করছে। এসব ব্যাপারে সারা দেশে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে কেউ যদি কোথাও দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে, তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের জানাতে অনুরোধ করেন তিনি।
    উপজেলা বিএনপির’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সরদার মাহফুজুর রহমান চিক, শেখ লিয়াকত আলী, যুবদল নেতা মল্লিক জিয়াউল হক জিয়া, এস এম আলমগীর কবির বাচ্চু, মোঃ শাহাজালাল গাজী, খান জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী অজিয়ার রহমান, তরফদার মোতালেব হোসেন, খাঁন মনিরুল ইসলাম মনি, ছাত্রদল নেতা মোল্লা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হোসাইন বাদল, শেখ মেহেদী হাসান, মহিলা দল নেত্রী রোজিনা আক্তার, মুক্তি সরদার, পলি আক্তারসহ বাইনতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    সমাবেশ শুরুর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মহিলা দলের নেতৃবৃন্দরা মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করে।
  • মামলা চলমান অবস্থায় জোড় পূর্বক রাতের অন্ধকারে জমি দখলের অভিযোগ।

    মামলা চলমান অবস্থায় জোড় পূর্বক রাতের অন্ধকারে জমি দখলের অভিযোগ।

    সোহেল হোসেন,লক্ষীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে মোজাম্মেলের ভোগদখলকৃত জমিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে রাতের অন্ধকারে দা,চেনী নিয়ে জমির দখল করে চলাচলের রাস্তার নিমার্ণের অভিযোগ ওঠেছে নুর হোসেন খোকনের বিরুদ্ধে। এর আগে ২০২২ইং সালে মোজাম্মেল হোসেনের বড় ছেলে কামরুল হাসান সজিবকে মারধোর করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেন অভিযুক্ত নুর হোসেন।
    মোজাম্মেলের স্ত্রী সেলিনা আক্তার জানিয়েছেন, রাস্তা জমি নিয়ে নুর হোসেন গংরা আদালতে মিছ মামলা করলে তা খারিজ করে দেয় এডিএম কোট।
    গত রবিবার দিবাগত রাত ২৭ অক্টোবর নুর হোসেন খোকনের নেতৃত্ব ৫-৬ জনের একটি দল মিলে ২৯০ দাগে জোর পূর্বক সোয়া এক শতাংশ জমিতে নতুন রাস্তা নিমাণ করেন খোকন গংরা।
    এঘটনা ঘটে বশিকপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ২৯০ দাগের সোয়া এক শতাংশ জমিন দখল করে রাস্তা নিমাণ করেন নুর হোসেন।
    তপসিলকৃত ভূমি প্রায় ৫৪ বছর যাবত ভোগ দখল করে আসছেন আবুল হোসেন গংরা।  নুর হোসেনের কাছে রাস্তা জন্য কোন জমি বিক্রি করা হয়নি। তারাও ক্রয় করেনি। বেদখল জমি নিয়ে জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে যাহার মামলা নং স্বত্ব ঘোষণা মামলা চলমান রয়েছে যাহার মামলা নং ৪৮৯/২১।
    এদিকে নুর হোসেনের নেতৃত্বে  নন জুডিশিয়াল স্ট্যাম্প নিয়ে মোজাম্মেল হোসেন ও তার বড় ছেলে কামরুল হাসান সজিবকে খোঁজাখুজি করছেন জোরপূর্বক স্ট্যাম্পে  স্বাক্ষর নেওয়ার জন্য। জমির মালিক মোজাম্মেল হোসেনের পরিবার নূর হোসেনের বাহিনীর ও দলবলের ভয়ে আতঙ্ক বিরাজ করছেন এবং তারা চরম নিরাপত্তাহীনতা ভুগতেছেন যে কোন মুহূর্তে রক্ত ক্ষয়ী সংঘর্ষ ঘটনা করতে পারে এমন দাবি এ রাস্তা জমি নিয়ে দুই পক্ষ আদালতে মামলা চলমান রয়েছে।
    নূর হোসেন খোকন জানান বাদী পক্ষের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।মানুষের চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হচ্ছে।অভিযোকারীর সাথে পরামর্শ করে রাস্তার কাজ শুরু করা হয়। হিংসা ও মানঅভিমান করে এখন রাস্তা দিতে অস্বীকার করছেন। জায়গা ব্যক্তিগত ভাবে ভোগ করার জন্য নেয়নি।জনসাধারন চলাচলের জন্য রাস্তা নির্মান করা হচ্ছে।
    চন্দ্রগঞ্জ থানার (ওসি) কায়সার হামেদ চৌধুরী জানিয়েছেন জমি দখলের বিষয়ে খবর পেয়ে ঘটনার স্থানে পুলিশ প্রেরন করেন নিমাণ কাজ বন্ধ রেখেছেন। পুলিশের আদেশ অমান্য করে তারা রাতের অন্ধকারে নির্মাণ কাজ শেষ করে।তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
  • বাড়ীতে চুরি করা গরু রেখেই মালিক উধাও-৭ টি গরু উদ্ধার।

    বাড়ীতে চুরি করা গরু রেখেই মালিক উধাও-৭ টি গরু উদ্ধার।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চুরি হওয়া ৭টি গরু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের পিতাইচড়ি গ্রামের রেজাউল করিমের বাড়ী থেকে গরুগুলো উদ্ধার করে থানায় এনেছে পুলিশ। তবে পুলিশ আসার খবর শুনেই গরু, ঘর-বাড়ী ছেড়ে পালিয়ে রেজাউল করিম ও পরিবারের লোকজন।
    রেজাউল করিম ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে তিনি গরু চুরি ও চুরি হওয়া ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। চুরি করা গরু লালন পালন করতেন তিনি।
    জানা গেছে, গেল এক সপ্তাহের বেশি সময় ধরে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর, বড়বাড়ী, চাড়োল ও ধনতলা ইউনিয়নে ৩০টির বেশি গরু চুরি হয়েছে। এর ফলে গরু চুরির ঘটনা  নিয়ে বেশ আতঙ্কে গ্রামের মানুষ।
    পুলিশ বলছে, সম্প্রতি ঘটে যাওয়া গরু চুরির ঘটনাগুলোর রহস্য উন্মোচনে কাজ শুরু করে পুলিশ। বৃহস্পতিবার সকালে রেজাউল করিমের বাড়ীতে চুরি হওয়া গরু আছে। এমন খবর পাওয়ার পর বাড়ীতে অভিযান চালায় পুলিশ। তবে আগেই খবর পেয়ে যাওয়ার কারণে পালিয়ে যায় রেজাউল ও তার স্ত্রীসহ পরিবারের অন্যান্য লোকজন। পরে স্থানীয়দের সহযোগিতায় ৭টি গরু থানায় নিয়ে আসেন তারা।
    গরু উদ্ধার করে নিয়ে আসার সময় বালিয়াডাঙ্গী থানার ওসি জাকারিয়া মন্ডল, আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী খানসহ বালিয়াডাঙ্গী থানা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
    এ সময় ওসি জাকারিয়া মন্ডল সবার উদ্দেশ্যে জানান, গরুগুলো থানায় থাকবে। গরু মালিক শনাক্ত করণের পর তার নিকট গরু হস্তান্তর করে দেবে। এছাড়াও রেজাউল করিম কার নিকট গরু কিনেছেন, বা কে রেখেছেন তার বাড়ীতে গরু। এসব তথ্য স্বেচ্ছায় থানায় উপস্থিত না দিলে তার বিরুদ্ধেই গরু চুরির অভিযোগের মামলা করবে পুলিশ।
    গেল ২১ অক্টোবর ভানোর ইউনিয়নের বোয়ালধার গ্রামের দিনমজুর পরবেশ আলী ওরফে আলিফের গোয়ালঘরের তালা ভেঙ্গে ০৫টি গরু নিয়ে যায় চোরের দল। পরের দিন প্রতিবেশী আরেকটি পরিবারকে অচেতন করে নিয়ে যায় ৭টি গরু। গত মঙ্গলবার রাতে বড়বাড়ী ইউনিয়নের দিনমজুর আব্দুল গণির দুটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া করে গরু দুটি উদ্ধার করে। তবে চারজন চোর পালিয়ে যায়। এসব ঘটনাগুলোর বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
  • নানা আয়োজনে রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উদযাপন।

    নানা আয়োজনে রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উদযাপন।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
    ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
    দিবসটি উদযাপনে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে বর্ণাঢ্য যুব শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে।
    পরে দিবসটি উপলক্ষ্যে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ।
    আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, রাণীশংকৈল যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ।
    সহকারী কৃষি  কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় অতিথির মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী, জামায়াতে ইসলামীর নায়েবি আমীর মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রজব আলী, এডুকো প্রকল্প অফিসার মোতাহার হোসেন,যুব উদ্যোক্তা সাঈদ হোসেন,
    সমন্বয়ক তারেক, অনামিকা, সাংবাদিক  মোবারক আলী, হুমায়ুন কবির,অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
    এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগন, যুব উদ্যোক্তা ও যুব উন্নয়নের প্রশিক্ষণার্থীরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষ যুব সমাজ গড়তে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
    এ সময় শ্রেষ্ঠ উদ্যোক্তা, শ্রেষ্ঠ আত্মকর্মীসহ্
    প্রশিক্ষণপ্রাপ্ত সফল যুব ও নারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরীতে ক্রেস্ট প্রদান, ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।