Author: admin

  • মৌলভীবাজারে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু।

    মৌলভীবাজারে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু।

    মৌলভীবাজারে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
    নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় হাওয়ারুন নেছা (৭০) নামে এক নারী নিহত হয়েছে। বুধবার ১৩ নভেম্বর ২০২৪ইং, রাতে সদর উপজেলার কদুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
    নিহত হাওয়ারুন নেছা গিয়াসনগর এলাকার মৃত মোঃ ছাদ উল্লাহর স্ত্রী।
    নিহতের ভাতিজা ফয়ছল আহমদ জানান, গিয়াসনগর থেকে তার মেয়ের বাড়ি কদুপুর আসছিলেন তিনি। সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
    মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।
  • রাণীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ‘র পদত্যাগের দাবিতে বিক্ষোভ।

    রাণীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ‘র পদত্যাগের দাবিতে বিক্ষোভ।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলালের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ১৪ নভেম্বর বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা কলেজ চত্বরে এই কর্মসূচি করেন।

    শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কলেজের প্রশাসনিক ভবনের সামনে আসার পর বিভিন্ন স্লোগান দেওয়া হয়। স্লোগানে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। একদফা এক দাবি অধ্যক্ষের পদত্যাগ।’

    বিক্ষোভ মিছিলে এসে কলেজের পক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রভাষক কামাল উদ্দীন, মোস্তাফিজুর রহমান ও সহকারী অধ্যাপক শাহাজাহান আলী। এ সময় শিক্ষার্থীদের উদ্দ্যেশে সহকারী অধ্যাপক শাহাজাহান আলী বলেন, ‘তোমাদের দাবিগুলো লিখিত আকারে দাও। দাবী নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

    বিক্ষোভ কর্মসূচির সময় শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, কলেজে বহিরাগতরা চলাফেরা করে, ছাত্রীদের বিরক্ত করে। বিভিন্নভাবে হয়রানি করে। কলেজ চত্বরে মাদক সেবন হয়। পরীক্ষার ফি বেশি নেওয়া হয়। কলেজের কক্ষগুলো ঠিকমতো পরিস্কার করা হয় না। অধ্যক্ষ নিয়মিত অফিস করে না। তিনি কখনো শ্রেনি কক্ষগুলোতে পরির্দশনে যান না। এমন অনেক অভিযোগ তুলে শিক্ষার্থীরা বলেন, ‘তিনি একজন ব্যর্থ অধ্যক্ষ। তাঁকে দিয়ে এতবড় একটি কলেজ পরিচালনা করা সম্ভব নয়। তাই আমরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করছি।’

    শিক্ষার্থী হামিম রানা বলেন, ‘কলেজটি কে নিয়ন্ত্রন করছে। অধ্যক্ষ না অন্য কেউ, তা বুঝতে পারছি না।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান, বাইরে থেকে একজন ছেলে এসে তাঁকে বিরক্ত করেছেন। তিনি এ বিষয় কলেজ কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

    কলেজের ছাত্রনেতা আতিকুর রহমান আতিক বলেন, কলেজে আজ মিছিল হলো, মিছিল শেষে শিক্ষক প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি নিয়ে একটি পত্র অধ্যক্ষকে দেওয়া হলো। এ দাবিগুলো পূরণে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয়। তাহলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন করা হবে।

  • শীত মৌসুমে রস সংগ্রহে-খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছীরা।

    শীত মৌসুমে রস সংগ্রহে-খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছীরা।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ হালকা কুয়াশা গ্রাম গঞ্জের মানুষের কাছে পৌছে দিচ্ছে শীতের পূর্বাভাস। শীতের পূর্বাভাস দেখেই খেজুরের রস আহরণে গাছ প্রস্তুত করার জন্য ব্যস্ত সময় পার করছে উল্লাপাড়ার গাছিড়া। শীতের সকালে মিষ্টি রোদে বসে খেজুরের রস ঢগ ঢগ করে খাওয়ার স্বাদই আলাদা। এই সুস্বাদু খেজুর রসের বাহার গ্রামাঞ্চলের মানুষ ঐতিহ্য মনে করে বাড়ীর আঙ্গিনায় বা পুকুর পাড় বা রাস্তার ধারে লাগানো খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পাড় করছেন। কেউ করছে সখের বসে,কেউ বা করছে জীবিকার তাগিদে। মিষ্টি রস থেকে অনেকেই তৈরি করছে খেজুরে গুড়। শীত ঘনীভুত হলে সকালে বাড়ির উঠানে রোদে বসে নিজের হাতে তৈরি করা গুড় দিয়ে মুড়ি,ভাপা পিঠা ও দুধের পিঠা তৈরির নবান্ন উৎসবে মেতে উঠে অজোপাড়া গাঁয়ের মানুষ। এই অঞ্চলে বাণিজ্যিক ভাবে কউ খেজুর গাছ চাষ করে না।

    গাছিদের নিপুণ হাতে দা আর কোমরে দড়ি বেঁধে গাছ চাঁচাছেলার কাজে রয়েছে আলাদা নিপুণতা। জীবনের ঝুঁকি নিয়ে কোমরে(দড়ি)বেঁধে গাছে ঝুলে রস সংগ্রহের কাজ করে থাকেন।ক’দিন পর থেকে শুরু করবেন রস সংগ্রহের কাজ। প্রতিদিন বিকেলে ছোট-বড় মাটির হাঁড়ি গাছে বেঁধে রাখবেন।সারা রাত রস ফোঁটায় ফোঁটায় পড়ে হাড়ি পূর্ণ হবে। গাছিরা সকালে রস সংগ্রহ করে বাজারে বিক্রি করে সংসারের চাহিদা মেটায়। কেউবা রস জাল করে খেজুরে বা পাটালি গুড় তৈরি করে থাকেন। আনসিজনে ভালো দামের আশায় গুড় সংরক্ষণ করেন।
    উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের পঞ্চক্রোশী গ্রামের মোক্তার হোসেন নামের গাছি প্রতিবেদককে জানান ক’দিন পর থেকে গ্রামাঞ্চলে শীতের প্রকোপ বাড়বে এ কারনে খেজুর গাছের আবর্জনা পরিষ্কার ও চাচাছেলার কাজ করছি। পর্যাপ্ত খেজুর গাছ ও রস জাল করার উপকরণ না থাকায় আমরা গুড় তৈরি করে বিক্রি করতে পারি না। রাতে হাড়ি লাগিয়ে ১০/১২ কেজির মতো রস পাওয়া যায়। সকালে বাজারে কাঁচা রস বিক্রি করে চাল ডাল কিনে ছেলে মেয়ে নিয়ে দু’বেলা খেয়ে পড়ে বেঁচে আছি।

    কৃষি উপ-সহকারি কর্মকর্তা মো.ওয়াজেদ আলী জানান উপজেলায় কোথাও বাণিজ্যিক ভাবে খেজুর বা তালের চাষ হয় না। বিদ্যুৎ চমক থেকে রক্ষার পাওয়ার ক্ষেত্রে কিছু তালগাছ রোপণ করা হলেও খেজুর গাছ রোপন করা হয়নি। প্রকৃতির আদলে জমি,রাস্তা বা বাড়ির আঙ্গিনায় কিছু খেজুর বা তালগাছ জন্ম নেয়। গাছিরা ওই সকল গাছ থেকে শীত মৌসুমে রস সংগ্রহ করে বাজারে বিক্রি করে। গ্রামাঞ্চল মানুষের পুরাতন ঐতিহ্য প্রকোপ শীতের সকালে সুমিষ্টি খেজুর রস ও খেজুরে গুড়ের দুধের পিঠা,ভাপা পিঠা,মুড়ি খাওয়ার উৎসব করে থাকে।কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ।

  • জিয়াউর রহমান ফাউন্ডেশন’র ডাইরেক্টর হলেন কৃষিবিদ শামীম।

    জিয়াউর রহমান ফাউন্ডেশন’র ডাইরেক্টর হলেন কৃষিবিদ শামীম।

    মল্লিক জামান,রামপাল সংবাদদাতাঃ গঠনতন্ত্র মোতাবেক জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টর’স এর কমিটি গঠন করা হয়েছে।
    বুধবার (১৩ নভেম্বর) বিএনপি’র দলীয় ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
    এর আগে গত শনিবার (৯ নভেম্বর) এ কমিটির অনুমোদন দিয়েছেন (জেডআরএফ) এর প্রেসিডেন্ট বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটির  প্রেসিডেন্ট হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ডাঃ জুবাইদা রহমান। কমিটির নির্বাহী পরিচালক হয়েছেন অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার।
    এ কমিটিতে ডাইরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
    এদিকে কৃষিবিদ শামীমুর রহমান এ কমিটির ডাইরেক্টর মনোনীত হওয়ায় বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং কৃষিবিদ শামীমুর রহমানকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে।
  • দুষ্টু বানর অনেক দিন ধরেই লোকালয়ে কৌশলে উদ্ধার।

    দুষ্টু বানর অনেক দিন ধরেই লোকালয়ে কৌশলে উদ্ধার।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি প্রাপ্তবয়স্ক বানর উদ্ধার করা হয়েছে। বানরটি কয়েক মাস ধরে মানুষের বাসাবাড়িতে ঢুকে ক্ষতিসাধন করত। এ দুষ্টু বানরটি নিয়ে এলাকায় মানুষ আতঙ্কে ছিলেন। গতকাল মঙ্গলবার ১২নভেম্বর ২০২৪ইং, দুপুরে উপজেলার রামনগর মণিপুরিপাড়া এলাকা থেকে বন বিভাগ ও বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন যৌথ অভিযান পরিচালনা করে বানরটিকে উদ্ধার করেন, পরে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যান।
    উপজেলার রামনগর মণিপুরিপাড়া এলাকার বাসিন্দা বর্ণা রানি দেব বলেন, প্রায় দু-তিন মাস দুষ্টু বানরটি এলাকায় ঘোরাফেরা করছে। প্রায়ই মানুষের ঘরবাড়িতে ঢুকে যায়। মানুষের ঘরের জিনিসপত্র ক্ষতি করে। আমাদের এলাকায় অনেক শিশু আছে। আমরা এই বানরটিকে নিয়ে অনেক আতঙ্কে থাকতাম। আজ সকালে আমাদের বাড়িতে বানরটি ঢুকে গেলে আমরা ঘরের সব দরজা বন্ধ করে বন বিভাগকে জানাই। পরে বন বিভাগ ও বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এসে এটি ধরে নিয়ে জান।
    বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, বানর দল বেঁধে থাকে, এটি একটি দলছুট বানর। খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে এটি অনেক দিন ধরেই রয়েছে বলে মনে হচ্ছে।
    বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, এই বানরটির বিষয়ে জানার পর আমাদের লোকজন সেখানে যান। বানরটি প্রাপ্তবয়স্ক হওয়ায় এটিকে কৌশল করে খাঁচায় খাবার দিয়ে অনেক কষ্ট করে ধরতে হয়েছে। বানরটি সুস্থ অবস্থায় রয়েছে। আমরা বানরটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করে দিবেন বলে জানান তিনি।
  • রামপালে আ.লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

    রামপালে আ.লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যে ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটের রামপালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
    মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার উজলকুড় ইউনিয়নের রনসেন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা। মিছিলটি ফয়লা বাজার চৌরাস্তায় মিলিত হয় এবং পথসভা অনুষ্ঠিত হয়।
    এ বিক্ষোভ মিছিল  ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।
    সমাবেশে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে দলটির সন্ত্রাসীরা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য করেছে। বর্তমানেও সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এতোদিন তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিলো। আওয়ামী লীগ সন্ত্রাসীরা আবার কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য করার চেষ্টা করলে বিএনপি তা কঠোর ভাবে প্রতিহত করবে।
    এসময় উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • তারেক রহমানের ৩১দফা’র লিফলেট রামপালে ছাত্রদলের বিতরণ।

    তারেক রহমানের ৩১দফা’র লিফলেট রামপালে ছাত্রদলের বিতরণ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই মূলনীতির ভিত্তিতে সকল ধর্মাবলম্বী অবাধে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবেন। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলের ছোট-বড় (ক্ষুদ্র-বৃহৎ) সকল জাতি গোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক,  সাংস্কৃতিক, অর্থনৈতিক ধর্ম-কর্ম ও নাগরিক অধিকার ভোগ করবেন এবং রাষ্ট্র তাদের জীবন, সম্ভ্রম অধিকারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে।’ এ ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে রামপাল উপজেলা ছাত্রদল।
    মঙ্গলবার(১২ নভেম্বর) সকালে ছাত্রদল নেতা ইমরান হাওলাদার তুহিন ও রওনাকুল ইসলাম তয়নের নেতৃত্বে উপজেলার সোনাতুনিয়া কামিল মাদ্রাসা ও আমেনা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে লিফলেট বিতরণ ও শিক্ষার্থীদের সাথে আলোচনা সভা করেন ছাত্রদলের নেতৃবৃন্দরা।
    এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোঃ আকবর আলী, আব্দুল কাদের ফারাজ, মোহাম্মদ শাকিরুল ইসলাম, মাজারুল ইসলাম তামিম, রতন শেখ প্রমুখ।
    আলোচনা সভায় তারা ছাত্রদের রাজনৈতিক ভাবনা, ভবিষ্যত রাষ্ট্র সম্পর্কে ছাত্রদের চিন্তা ও ছাত্রদলের নীতি-নৈতিকতা, আদর্শ সম্পর্কে ছাত্রদের অবহিত করণ এবং দেশ ও দলের সঠিক ইতিহাস সম্পর্কে আলোচনা করেন নেতৃবৃন্দরা।
  • জাল দলিলে জমি দখল,সাজা দিলেন এসিল্যান্ড।

    জাল দলিলে জমি দখল,সাজা দিলেন এসিল্যান্ড।

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাল দলিল বানিয়ে জমি দখলের সাথে জড়িতে প্রতারক চক্রের দুই সদস্যকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন এ রায় দেন।
    দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ী গ্রামের দিনেশ চন্দ্র সিংহের ছেলে নিরঞ্জন চন্দ্র সিংহ (৪৮) এবং একই গ্রামের হরসুন্দর সিংহের ছেলে যতিশ চন্দ্র সিংহ (৪৫)। তারা দুজনেই জাল দলিল তৈরি করে জমি দখলের অপরাধ স্বীকার করেছেন।
    বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন জানান, জাল দলিল তৈরি করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ধনতলা ইউনিয়নের সাগর চন্দ্র শীলের ৫ শতক জমি দখল নেয় চক্রটি। ভুক্তভোগী ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ জানালে তদন্তভার উপজেলা ভূমি অফিস কে প্রদান করে। তদন্তের সময় দেখা গেছে, জাল দলিলটির  সম্পূর্ণ তথ্য বানোয়াট। দলিলে উল্লেখিত জমির মালিকানা সম্পর্কিত তথ্য এবং রেফারেন্স হিসেবে ব্যবহার করা অন্য দলিল নম্বরের সাথে এই দলিলের কোন মিল পাওয়া যায়নি। এমনকি বাংলা তারিখের সাথে ইংরেজি তারিখের মিল নেই।
    ‌’এসব যাচাই বাছাইয়ের পর অভিযুক্ত ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করলে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভূমি সংক্রান্ত বিষয়ে কেউ অসৎ পথ অবলম্বন করলে কঠোর শাস্তির সম্মুখিন হতে হবে বলে সচেতন করেন তিনি।’
    জমির মালিক সাগর চন্দ্র শীল জানান, জমিটি দখল নেওয়ার সময় আমরা কাগজপত্র যাচাই করার জন্য ১ মাসের সময় চেয়েছিলাম। চক্রটি আমাদের কোন কথা শুনেনি। উল্টো মামলায় ফাসানোর জন্য নারীদের উলঙ্গ করে রেখে জমি দখল করেছে। অল্প সময়ে কোন দুর্ভোগ ছাড়াই এ্যাসিল্যান্ড অফিসে জমি বিরোধের সমাধান পেয়ে বেশ খুশি তিনি।
    বালিয়াডাঙ্গী থানার উপ পরিদর্শক রবিউল ইসলাম বলেন, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বিকালে কারাগারে পাঠানো হয়েছে।
  • সুন্দরবন মহিলা কলেজের সভাপতি হলেন-কৃষিবিদ শামীমুর রহমান।

    সুন্দরবন মহিলা কলেজের সভাপতি হলেন-কৃষিবিদ শামীমুর রহমান।

    মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
    গত (৩ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার সই করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
    চিঠিতে বলা হয়, এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ৬ মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর (ভিসি) এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।
    একই সাথে আয়েশা সিদ্দীকা মানি-কে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এডহক কমিটির অন্য সদস্যরা হবেন জমিদাতা, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আব্দুল মোক্তাদির ও পদাধিকার বলে সদস্য সচিব হবেন কলেজ অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ।
    এদিকে সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি  হিসাবে বিএনপির’র কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান শামীমকে মনোনীত করায় তার কর্মী সমর্থক এবং কলেজের শিক্ষার্থী অভিভাবক মহলকে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। কলেজটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন কৃষিবিদ শামীম।
  • সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএমএফের গুলিতে রোহিঙ্গা নারী ও শিশু আহত

    সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএমএফের গুলিতে রোহিঙ্গা নারী ও শিশু আহত

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটুলী সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলিতে এক রোহিঙ্গা নারী ও শিশু আহত হয়েছে। রবিবার ১০ নভেম্বর ২০২৪ইং, ভোররাতে ভারত থেকে মৌলভীবাজারের বটুলী সীমান্ত দিয়ে ৭ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের সময় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- দিলারা বেগম (২৮) ও সোহানা (৮)।
    জানা যায়, ভারত থেকে অবৈধপথে নাজিম উদ্দিন (৩৫) ও তার স্ত্রী দিলারা বেগম পাঁচ শিশুসন্তান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ। এ সময় দিলারা বেগম ও তার কোলে থাকা শিশু সোহানা গুলিবিদ্ধ হয়।
    গুলিবিদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন নারীর স্বামী নাজিম উদ্দিন বলেন, বিএসএফের এক সৈনিক এক রাউন্ড গুলি করে। ওই গুলি তার স্ত্রী ও সন্তানের গায়ে লাগে। পরে আরও গুলি করতে চাইলে বিএসএফের অস্ত্র থেকে গুলি আটকে যায়। পরে তারা দ্রুত বাংলাদেশের ভেতর ঢুকে পড়েন। প্রায় ২ বছর আগে শাশুড়িকে দেখার জন্য তারা ভারতে যান। দালালের মাধ্যমে ফেরার পথে সীমান্তে গুলিবিদ্ধ হন তার স্ত্রী ও সন্তান। পরে রবিবার সকাল ৭টার দিকে তারা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল পাঠান।
    মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক বলেন, হাসপাতালে চিকিৎসা দিয়ে রবিবার বিকেলে শিশু ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    এ বিষয়ে কথা বলতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
    মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর সকালে তারা জুড়ী থেকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। পরে চিকিৎসক তাদের জেলা সদর হাসপাতালে পাঠান।