Author: admin

  • রামপালে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

    রামপালে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের রামপালে সারাদেশে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ কর্তৃক নেতাকর্মীদের ‘ষড়যন্ত্র, নৈরাজ্য ও প্রপাগান্ডার’ বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি’র নেতা-কর্মীরা।
    শনিবার (২৩ নভেম্বর) বিকেলে হুড়কা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার বাবুরবাড়ি এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
    সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন।
    এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুহুল আমিন শেখ, মাজহারুল ইসলাম ইয়ামিন, শহিদুর রহমান, আলী আকবর সম্রাট, নাজমুল কবীর বাদশা, অলিউর রহমান, বখতিয়ার হোসেন, রুহুল গোলদার, ফারুক শেখ, শাহিনুর রহমান, মল্লিক বাকী বিল্লাহ, শেখ হুমায়ুন কবির, হাবিবুর রহমান, হীরক মনি, আকাশী মন্ডল, ছাত্রদল নেতা শামীম শেখ, হেলাল মোড়ল, মোঃ আবিদ মল্লিক প্রমুখ।
    বিক্ষোভ সমাবেশে নেতা-কর্মীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,’ ‘হৈ হৈ রই রই, শেখ হাসিনা গেলি কই,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,’ ‘খুনি এখন দিল্লিতে, তোমার আমার জান নিতে,’ ‘স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন,’ ‘হিন্দু, মুসলিম ভাই ভাই, স্বৈরাচারের ঠাঁয় নাই’ ‘বিএনপির আ্যাকশন, ডাইরেক্ট আ্যাকশন’ প্রভৃতি স্লোগান দেন।
    প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,বাংলাদেশের আপামর ছাত্র-জনতা যখন রক্ত দিয়ে বিজয় অর্জন করতে শিখেছে, তারা এই বিজয়কে রক্ষা করতেও জানে। খুনি হাসিনা গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। কোনো অবস্থাতে এই বিজয়ের ওপর আঘাত হানলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
  • সাফ চ্যাম্পিয়ান রাণীশংকৈলের তিন নারী খেলোয়াড়কে সংবর্ধনা।

    সাফ চ্যাম্পিয়ান রাণীশংকৈলের তিন নারী খেলোয়াড়কে সংবর্ধনা।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন-২৪ বিজয়ী বাংলাদেশ দলের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। নিজ জেলায় সংবর্ধনা পেলেন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির তিন খেলোয়াড় স্বপ্না রানী, কোহাতি কিসকু ও সাগরিকা। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা নিজ কার্যালয়ে ওই তিনজন নারী ফুটবলারকে সংবর্ধনা দেন।
    এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন,
    রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান,  ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম,  অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, ঠাকুরগাঁও জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের উপদেষ্টা মো: ফারুক হোসেন, মাজেদ জাহাঙ্গীর অপু, মাসুদ রানা প্রমুখ।
    শুভেচ্ছা বিনিময়ের আগে নারী ফুটবলারদের সফলতা ও তাদের পরিশ্রম বিষয়ে জানতে চান জেলা প্রশাসক। এ সময় ইশরাত ফারজানা বলেন, ঠাকুরগাঁওয়ের ক্রীড়া জগতকে এগিয়ে নিতে জেলার সকল মাঠ সংরক্ষণ করা হবে। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জিমনেসিয়াম তৈরির প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।
    রাণীশংকৈল মহিলা ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও কোচ তাজুল ইসলাম বলেন, দ্বিতীয় বারের মত সাফ চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য গর্বের। যা আগামী দিনে দেশ গঠনে ভূমিকা রাখবে। মেয়েরা প্রমাণ করেছে তাদের মধ্যে অদম্য শক্তি ও প্রতিভা রয়েছে যা সঠিক ভাবে ব্যবহার করতে পারলে তারা দেশকে অনেক কিছু দিতে পারবে।
    উল্লেখ্য, টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। সেই দলেই খেলেছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির স্বপ্না রানী, সাগরিকা ও কোহাতি কিসকু।
  • লক্ষ্মীপুরে সাব রেজিস্ট্রার অফিসের ঝাড়ুদার কাম-নৈশ প্রহরী সাময়িক বরখাস্ত।

    লক্ষ্মীপুরে সাব রেজিস্ট্রার অফিসের ঝাড়ুদার কাম-নৈশ প্রহরী সাময়িক বরখাস্ত।

    লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের ঝাড়ুদার কাম-নৈশ প্রহরী সোহেলকে কমলনগরে বদলি করার পর এবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে, যা চাকরিবিধি অনুযায়ী পরিচালিত হবে।

    ২৯ অক্টোবর) লক্ষ্মীপুর জেলা রেজিস্ট্রার মো: লোকমান হোসেনের একটি আদেশপত্র লক্ষ্মীপুর জেলা রেজিস্ট্রারে ওয়েবসাইটে প্রকাশ করেন।

    এর আগে, (২০অক্টোবর২৪ইং) জেলা রেজিস্ট্রার কার্যালয়ের ৩৭৩(৮) নং স্বারকাদেশে কমলনগর সাব- রেজিস্ট্রি অফিসে ঝাড়ুদার কাম- নৈশ প্রহরী পদে প্রেষনের বদলী করা হয়।

    রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন যাবত ব্যাপক অনিয়ম দুনীতি অভিযোগ ওঠে সোহেলের বিরুদ্ধে যা ইতির মধ্যে বিভিন্ন জাতীয় ও লোকাল পত্র-পত্রিকা প্রকাশিত সংবাদ, ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক এর কার্যলয়ের সূত্র ও একাধিক আলোক চিত্র ও লিখিত পত্রে অভিযোগে তদন্ত সার্থে সোহেলকে বদলি করা হয়। জেলা রেজিস্ট্রার মো: লোকমান হোসেনের সই করা এক আদশে তাকে বদলি করা হয়েছিল।

    আদেশ কপিতে উল্লেখ করা হয় গত ২৯ অক্টোবর পযর্ন্ত বদলীকৃত কমলনগর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযুক্ত সোহেল যোগদান করেনি এবং নৈশ প্রহরীর দায়িত্ব পালন করেনি,

    এর আগে সোহেলের বিরুদ্ধে ঘুষ গ্রহন করার অপরাধে মানবজমিন প্রত্রিকায় সংবাদ প্রকাশ করায় দুদকের একটি টিম তদন্ত চলমান রেখেছেন।

    এখানে শেষ নয় ঝাড়ুদার সোহেলকে বদলি, সাময়িক বরখাস্ত করার পরও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রায়পুর সাব রেজিস্ট্রি অফিসে সন্ধ্যার পর অফিসের কেচি গেট বন্ধ করে নিয়মিত অফিস করার অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলিল লেখক। এবং তাকে রাখার জন্য রায়পুর সাব রেজিস্ট্রার ইউনুস সোহেল দলিল লেখকদের থেক গণ স্বাক্ষর নেয়ার একটি ভিডিও স্থিরচিত্র এসেছে গণমাধ্যম প্রতিনিধিদের কাছে।

    এ বিষয়ে মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা রেজিস্ট্রার মো: লোকমান হোসেন বলেন, ঝাড়ুদার কাম- নৈশ প্রহরী সোহেলকে কমলনগর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে প্রথমে বদলি করা হয়। এর পর তাকে সামরিক বরখাস্ত করা হয়। এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে

  • মাছ সংকটে শুঁটকি পল্লী ফাঁকা-ব্যবসায়ীরা হতাশ।।

    মাছ সংকটে শুঁটকি পল্লী ফাঁকা-ব্যবসায়ীরা হতাশ।।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জ উল্লাপাড়ার চলনবিলে প্রতি বছর বিপুল পরিমাণে দেশী মাছের শুটঁকি উৎপাদন করেন শুঁটকি মাছ ব্যবসায়ীরা। উন্নত প্রক্রিয়ায় ভালো মানের উৎপাদিত শুঁটকি মাছের চাহিদা কমবেশি সারাদেশেই রয়েছে। যে কোন অঞ্চলের তৈরি করা শুঁটকি মাছের তুলনায় চলনবিলাঞ্চলের তৈরি করা দেশী মাছের শুঁটকি খেতে সুস্বাদু ও মজাদার।

    উপজেলার বড়পাঙ্গাসী,উধুঁনিয়া ও মোহনপুর ইউনিয়নসমূহ চলনবিল অধ্যুসিত এলাকা। এখানে বছরে ৬ মাস শুষ্ক ও ৬ মাস বর্ষার পানিতে নিমজ্জিত থাকে। এই অঞ্চলের দরিদ্র কৃষক শুষ্ক মৌসুমে কৃষিকাজ ও বর্ষা মৌসুমে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে। ফসলের মাঠ বন্যার পানিতে নিমজ্জিত থাকায় মাটির উর্বর শক্তি বেশি। ফলে কৃষক তাদের জমিতে উন্নত জাতের ধান,রবি শস্য ও শাকসবজির চাষ করে অধিক অর্থ উপার্জন করে।বর্ষা মৌসুমে মাছ শিকারীরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে মাছ শিকার করে অর্থ উপার্জন করে।গত বর্ষা মৌসুমে চলনবিলে ৬৫০ মেট্রিকটন ছোট বড় বিভিন্ন জাতের দেশী মাছ শিকার করে ৯০ মেট্রিকটন শুঁটকি মাছ উৎপাদন করেছিল শুঁটকি মাছ ব্যবসায়ীরা।
    চলতি বছরে শুঁটকি মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯৫ মেট্রিকটন ধরা হলেও শুঁটকি উৎপাদন কম হওয়ার সম্ভবনা রয়েছে। বিভিন্ন পদ্ধতিতে মাছ নিধন করায় দেশী মাছের আমদানি কমে গেছে। এ কারণে শুঁটকি পল্লী এলাকাগুলো অনেকটাই ফাঁকা।এতে শুঁটকি মাছ ব্যবসায়ীরা ক্ষতির মুঁখে পরেছে।

    মৌসুমকালের শুঁটকি মাছ উৎপাদনের ফলে অনেক নতুন ব্যবসায়ী গড়ে উঠেছে। ব্যবসায়ীরা তাদের উৎপাদিত শুঁটকি মাছ যশোর,রংপুর,জামালপুর ও ঢাকায় বিক্রি করেন।প্রতি বছর শুঁটকি পল্লীতে বেশি পরিমাণ মাছ আমদানি করা হয়।শুঁটকি উৎপাদন কর্মীদের কর্মব্যস্ততা থাকে কিন্তু এ বছরের চিত্র অনেকটাই ভিন্ন। এ বছর মাছ আমদানি কম হওয়াতে শুটঁকি উৎপাদন কর্মীদের কাজের পরিধি কমে যায়। এর প্রভাব তাদের জীবন ও জীবিকার ওপর পরেছে।

    বড়পাঙ্গাসী ইউনিয়নের খাদুলি গ্রামের জয়ন্তী দাস, খুশী খাতুন, শাহিনুর খাতুন জানান প্রতি বছর বর্ষার মৌসুমে শুরু থেকে অন্তত ৮ মাস পর্যন্ত শুটঁকি পল্লীতে কাজ করে সংসার চালান তারা। কিন্তু এ বছর দেশীয় প্রজাতির মাছের আমদানি কমে যাওয়ায় তাদের কাজের পরিধি অনেকটাই কমে গিয়াছে ফলে সংসার চালাতে হিমসিম খাচ্ছেন তারা। চলনবিল এলাকায় রিংজাল,চায়না জাল,কারেন্ট জাল দ্বারা প্রচুর মা মাছ নিধনের কারণে শুঁটকি পল্লীতে মাছ পাওয়া যাচ্ছে না। প্রশাসন নজরদারি বৃদ্ধি না করলে লক্ষ্য মাত্রায় শুঁটকি মাছ উৎপাদন করা সম্ভব নয়।

    বড়পাঙ্গাসীর শুঁটকি মাছ ব্যবসায়ী বায়জিদ হোসেন জানান প্রতি বছর আমাদের শুঁটকি পল্লীতে প্রায় সাড়ে ৩ হাজার মণ শুঁটকি উৎপাদন করা হয় কিন্তু চলতি বছরে মাছের আমদানি কমে যাওয়ায় কাংখিত পরিমান শুঁটকি মাছ উৎপাদন করা সম্ভব হবে না। তিনি আরোও বলেন চলনবিলে প্রতি বছর পানি কমে গেলে প্রচুর পরিমান দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায় কিন্তু এ বছর কিছু অসাধু মাছ শিকারীর কারণে মাছ আমদানি করা যাচ্ছে না। তারা রিংজাল,কারেন্ট জাল, চায়না জাল সহ বিভিন্ন পদ্ধতিতে মা মাছ নিধন করার কারণে মাছ আমদানিতে শঙ্কট সৃষ্টি হয়েছে। এ জন্যেই শুঁটকি মাছ উৎপাদন কমে গেছে।তিনি চলনবিলের শুঁকটি মাছ যশোর, রংপুর, ঢাকায় বিক্রি করেন।

    উল্লাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আতাউর রহমান জানান ২০২৩-২৪ বছরে চলনবিল উল্লাপাড়া অংশে ৬৬০ মেট্রিকটন শুঁটকি মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা এখন পর্যন্ত সঠিক বলা যাচ্ছে না। তবে চলনবিলে মা মাছ নিধনের বিষয়ে তাদের অভিযান অব্যহত ছিল।

  • উপ-স্বাস্থ্য কেন্দ্রকে হাসপাতালে উন্নীতকরণের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন।

    উপ-স্বাস্থ্য কেন্দ্রকে হাসপাতালে উন্নীতকরণের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও সহজীকরণে নেকমরদ উপস্বাস্থ্য কেন্দ্রকে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরেে দিকে একই ব্যানারে নেকমরদ উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে নেকমরদ উপস্বাস্থ্য কেন্দ্রকে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণের দাবিতে গঠিত কমিটি, শুভ শক্তি ইউনিটি ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
    উপজেলার সীমান্তবর্তী এলাকা ধর্মগড়, কাশিপুর, নেকমরদ, রাতোর সহ পাশ্ববর্তী দুই উপজেলার ভানোর,  বড় পলাশবাড়ী ও গেদুরা ইউনিয়নে প্রায় দেড় লক্ষের বেশি মানুষ বসবাস করে। এসব ইউনিয়ন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুরত্ব ২০ থেকে ২৫ কিলোমিটার। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা ও দুরত্ব বেশি হওয়ায় কারণে ওই সব ইউনিয়নের গ্রাম অঞ্চলের গরিব, অসহায়, দুস্থ এবং গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবা নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। এ ৬টি ইউনিয়নের মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে একটি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল জরুরি হয়ে পড়েছে।
    নেকমরদ ইউনিয়নে উপস্বাস্থ্য কেন্দ্রকে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণের দাবিতে গঠিত কমিটি আইন উপদেষ্টা এডভোকেট মেহেদী হাসান শুভর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জামায়াত নেতা শাহজালাল জুয়েল, জামায়াত নেতা আশরাফুল আলম, বিএনপি নেতা ইয়াসিন আলী, বিএনপি নেতা আব্দুস সালাম, ছাত্রদল নেতা কাউসার হাবীব নাখরাজ , ব্যবসায়ী খালিদ হাসান দিনার, শিক্ষক রাজিউর রহমান, শিক্ষক মাসুদ রানা, সাংবাদিক ইসমাম আহমেদ অনন্ত, এইচ মাইনুল ইসলাম প্রমুখ।
  • সাফ চ্যাম্পিয়ান রাণীশংকৈলের নারী ফুটবলারদের ফুলের শুভেচ্ছা।

    সাফ চ্যাম্পিয়ান রাণীশংকৈলের নারী ফুটবলারদের ফুলের শুভেচ্ছা।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    এবারে নিজ জেলায় ফুলেল শুভেচ্ছা পেলেন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের খেলোয়াড় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমিরস্বপ্না রানী, কোহাতি কিসকু ও সাগরিকা।
    বুধবার সকালে জেলা প্রশাসক ইশরাত ফারজানা নিজ কার্যালয়ে ওই তিনজন নারী ফুটবলারকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে সকালে ঢাকা থেকে নিজ এলাকায় এসেছেন নারী ফুটবলার।
    এসময় সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার,তারেক হাসান তাহসিন,রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমি প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
    শুভেচ্ছা বিনিময়ের আগে নারী ফুটবলারদের সফলতা ও তাদের পরিশ্রম বিষয়ে শুনেন জেলা প্রশাসক। সেই সাথে তাদের পাশে থাকার আশ্বাসও দেন। এছাড়াও আগামীকাল তিনজন নারী ফুটলারকে সংবর্ধনা দেয়া হবে ।
    উল্লেখ্য: টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। সেই দলেই খেলেছেন ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির স্বপ্না রানী,সাগরিকা ও কোহাতি কিসকু।
  • রাণীশংকৈল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন।

    রাণীশংকৈল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

    সোমবারে রাতে প্রেসক্লাব মিলনায়তনে সাবেক সভাপতি মোবারক আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়।এর আগে সভায় আগের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয়।

    গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক ছবি কান্ত দেব (দৈনিক খবর একদিন) যুগ্ম আহ্বায়ক একে আজাদ (দৈনিক আজকের প্রতিভা) সদস্য সচিব নাজমুল হোসেন (দৈনিক আজকের দর্পণ)

    আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে এবং যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্য পদ দেওয়ার উদ্যোগ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

    এদিকে তলবি সভা শেষে প্রেসক্লাব মিলনায়তনে রাণীশংকৈলে কর্মরত গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক আইয়ুব আলী (দৈনিক সংগ্রাম) নুরুল হক (দৈনিক উত্তরা) আনিসুর রহমান বাকি (উত্তর বাংলা) ফারুক আহম্মেদ সরকার (মোহনা টিভি) আশরাফুল আলম (এশিয়ান টেলিভিশন) বিজয় রায় (ভোরের ডাক) জিয়াউর রহমান (যায়যায় দিন) আনোয়ার হোসেন আকাশ (আমাদের সময়) আনোয়ার হোসেন জীবন (নয়া দিগন্ত) খুরশিদ আলম (আজকের পত্রিকা) আহম্মেদ ইসমাম (ঢাকা টাইসম) আবদুল্লাহ আল নোমান (জনকণ্ঠ) সবুজ ইসলাম (বাংলাদেশ বুলেটিন)।

  • সীমান্তে দিয়ে অনুপ্রবেশ সময় বিজিবি’র হাতে ৮ বাংলাদেশী নাগরিককে আটক।

    সীমান্তে দিয়ে অনুপ্রবেশ সময় বিজিবি’র হাতে ৮ বাংলাদেশী নাগরিককে আটক।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে অনুপ্রবেশ করায় আট জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    আজ মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪ইং, সকাল প্রায় ৭টার সময় তাদের আটক করা হয়।
    বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রে জানা যায়- বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ লাঠিটিলা বিওপির নায়েব সুবেদার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে সীমান্ত পিলার ১৮০৫/এম এর নিকট দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় শূন্য রেখা হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে কচুরগুল নামক স্থান হতে দুই জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যমতে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় কচুরগুল এলাকায় অবস্থিত চা বাগানে দীর্ঘ সময় তল্লাশী চালিয়ে আরও ৬ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়।
    আটককৃতরা হলো- বাগেরহাট জেলার শরণকুলা থানার চালিতাবুনিয়া গ্রামের মৃত মোহাম্মাদ হাওলাদার এর পুত্র মোহাব্বত আলী হাওলাদার (৬৫) ও মোহাব্বত আলী হাওলাদার এর পুত্র রবিউল হাওলাদার (১৯), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ গ্রামের মৃত মুরাদ আলী এর পুত্র সেলিম মিয়া (৪০), একই থানার বুলাইল শান্তিনগর গ্রামের আনোয়ার হোসেন এর পুত্র আবু নাঈম (২৪), বরগুনা জেলার আমতলী থানার কুলাইর চর গ্রামের মৃত নান্নু আকন এর পুত্র মোঃ মহিম (২৬), বগুড়া জেলার সরিয়াকান্দি থানার আমতলি গ্রামের মৃত বুলু প্রামাণিক এর পুত্র রাশেদ ইসলাম (৩৪), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দিঘর কল্লা গ্রামের নুর উদ্দিন এর পুত্র মামুন (২৮) এবং চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হরিনগর তাতিপাড়া গ্রামের ফুটু ঘোস এর পুত্র আশরাফুল ইসলাম (৩৫)। আটককৃত ব্যক্তিদের পরিবার এবং স্থানীয় জনপ্রতিনিধির সাথে মোবাইল ফোনে কথা বলে তাদের পরিচয় নিশ্চিত হয় বিজিবি।
    বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, পিপিএম বলেন, আটককৃতদের ৬ জন এক বছর পূর্বে দালালের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতে অবৈধভাবে বসবাস করছিল এবং অন্য দুই জন ১৬ নভেম্বর অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারা ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় বিজিবি’র টহলদলের হাতে আটক হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মামলাসহ জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
  • বালিয়াডাঙ্গীতে লাইসেন্স বিহীন করাতকল মালিককে ২০ হাজার টাকা জরিমানা।

    বালিয়াডাঙ্গীতে লাইসেন্স বিহীন করাতকল মালিককে ২০ হাজার টাকা জরিমানা।

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে লাইসেন্স বিহীন করাতকল পরিচালনা করার দায়ে করাতকল মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও এ্যাসিল্যান্ড মোহাম্মদ আরাফাত হোসাইন এ দণ্ড প্রদান করেন।
    দণ্ডপ্রাপ্ত করাতকল মারিক মোখলেস (৩০) উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী এলাকার আব্দুল খালেকের ছেলে। বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কের কাচকালী বাজারের উত্তরপার্শ্বে র্দীঘদিন ধরে লাইসেন্স বিহীন করাতকল চালিয়ে আসছিলেন।
    ভ্রাম্যমান আদালতের বিচারক এ্যাসিল্যান্ড মোহাম্মদ আরাফাত হোসাইন জানান, লাইসেন্স বিহীন করাতকল পরিচালনা করার দায়ে করাতকল মালিককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের রায় দেওয়া হয়েছে। জরিমানার টাকা দিয়ে করাতকল মালিক লাইলেন্সের জন্য এক মাসের সময় চেয়েছেন ভ্রাম্যমান আদালতের নিকট। সময়ের মধ্যে লাইসেন্স না করলে কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
  • উল্লাপাড়ায় মহানামযজ্ঞানুষ্ঠান।

    উল্লাপাড়ায় মহানামযজ্ঞানুষ্ঠান।

    উল্লাপাড়ায় মহানামযজ্ঞানুষ্ঠান

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা উপজেলার উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী পালপাড়ায় সোমবার ১৮ নভেম্বর শুরু হয়েছে ৪০ প্রহর (৩ দিন) ঐতিহ্যবাহী মহানামযজ্ঞানুষ্ঠান। ভোর ৬ টার সময় সনাতনধর্মালম্বী ভক্তদের সম্মিলিত কীর্তণের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রচলিত রীতি অনুযায়ী দুদিন নাম সংগীত ও একদিন লীলা কীর্তণ পরিবেশন করা হবে এই অনুষ্ঠানে।

    মহানামযজ্ঞানুষ্ঠান বাস্তাবায়ন কমিটির সভাপতি শ্রী শ্রী সুনিল কুমার পাল জানান, ৭০ বছর ধরে অগ্রাহায়ন মাসের প্রথম সপ্তাহে এখানে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়ে আসছে। উল্লাপাড়া পৌর সভা ছাড়াও পার্শবর্তী এলাকার অন্ততঃ ১০ হাজার নারী-পুরুষ মহানামযজ্ঞা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিদিন বাইরে থেকে আসা লোকজনকে আপ্যায়ন করা হবে বলে উল্লেখ করেন সুনিল পাল।