Author: admin

  • টাংগাইল-৬ আসনে বি.এন.পি’র মনোনয়ন প্রত্যাশী লাভলুর গণসংযোগ।

    টাংগাইল-৬ আসনে বি.এন.পি’র মনোনয়ন প্রত্যাশী লাভলুর গণসংযোগ।

    স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল-৬ (নাগরপুর ও দেলদুয়ার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল ( বিএনপি) থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী রবিউল আওয়াল লাভলু দুই উপজেলায় মোটরসাইকেল শোভাযাত্রা ও বিএনপির নেতাদের সাথে নিয়ে সাধারণ জনগনের সাথে গনসংযোগ করেছেন।

    সোমবার ২৫ নভেম্বর সারাদিন ব্যাপি নাগরপুর সদর, মোকনা,পাকুটিয়া, মামুদনগর ইউনিয়ন এবং দেলদুয়ার উপজেলায় এলাসিন,আটিয়া, লাউহাটি ও ফাজিল হাটি সহ বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে গণসংযোগ করেন।দুই শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।

    টাঙ্গাইল-৬( নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু সাহেবের বিকল্প নেই বলে নেতাকর্মীরা স্লোগান দেন।

    গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু।

    প্রধান অতিথির বক্তব্যে লাভলু বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশ”” বিএনপিতে কোন চাঁদাবাজ, শৃংখলা ভঙ্গকারির,অবৈধ দখলদার, মাদক সেবির স্থান নেই ।

    সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য অনুরোধ করেন। সভায় প্রধান অতিথি দ্রুত সময়ের মধ্যে এই সরকার কে নির্বাচন দেওয়ার জন্য আহবান করেন।দেলদুয়ার ও নাগরপুর উপজেলার নেতৃবৃন্দের উদ্দেশ্য করে বলেন নেতাকর্মী প্রতি ভোটারের সাথে সাক্ষাৎ করে দেশনায়ক তারেক রহমান এর সালাম পৌছে দিতে অনুরোধ করেন।

    এসময় উপস্থিত ছিলেন সাবেক জিএস ও উপজেলা ছাত্রদলের আহবায়ক ইকবাল কবির রতন, নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীন, সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা,সাবেক জি,এস,নুরুজ্জামান রানা নাগরপুর উপজেলা ওলামা দলের সভাপতি আবু বকর ছিদ্দিক,নাগরপুর উপজেলা তাঁতি দলের সভাপতি ও সম্পাদক উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ও সম্পাদক, গয়হাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নাসির উদ্দিন হেলাল, গয়হাটা ইউনিয়ন যুবদলের আহবায়ক সোহেল খান সহ দেলদুয়ার উপজেলা বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • উল্লাপাড়ায় পাঁকারাস্তা সংস্কার কাজের উদ্বোধন।

    উল্লাপাড়ায় পাঁকারাস্তা সংস্কার কাজের উদ্বোধন।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার দুটি পাঁকা রাস্তা সংস্কার করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত মেয়র আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

    দীর্ঘদিন জনভোগান্তির পর উল্লাপাড়া পৌরসভার দুটি জনগুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এ সড়কদুটি সংস্কারের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে জানান পৌরবাসী। রাস্তা দুটি অনেক দিন ধরে অবহেলিত অবস্থায় ছিল। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কমকর্তা ও দায়িত্বপ্রাপ্ত পৌর মেয়র আবু সালেহ মোহাম্মদ হাসনাত এই জনগুরুত্বপূর্ণ রাস্তা দুটির সংস্কার কাজের উদ্বোধন করেন।

    রাস্তা দুটি হলো পৌরসভার ঝিকিড়া মহল্লা থেকে বিজ্ঞান মোড় ৪৫০ মিটার এবং উল্লাপাড়া কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ থেকে কবরস্থানের হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত ৬০৫ মিটার রাস্তা। এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় রাস্তা দুটির সংস্কার কাজ বাস্তবায়ন করবে মেসার্স মিম এন্টারপ্রাইজ।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর সচিব রফিকুল ইসলাম, পৌর প্রকৌশলী সামিউল কবির, উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিল মোঃ রেজাউল করিম, মীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম জাহিদ,পৌর বি.এন.পি’র সদস্য সচিব মো.আব্দুর রাজ্জাক,উপজেলা যুবদলের আহবায়ক মো.গোলাম মোস্তফাসহ স্থানীয় জনসাধারন।

  • মাধবপুরে সাংবাদিক ও নারী উদ্যোক্তা দুষ্কৃতকারীদের হামলার শিকার।

    মাধবপুরে সাংবাদিক ও নারী উদ্যোক্তা দুষ্কৃতকারীদের হামলার শিকার।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুষ্কৃতকারীদের হাতে হামলার শিকার হয়েছেন সাংবাদিক ও নারী উদ্যোক্তা চাঁদ সুলতানা চৌধুরী ও সাংবাদিক মাসুদ লস্কর। রবিবার (২৪ নভেম্বর) উপজেলার চৌমুহনী ইউপির কমলপুর গ্রামে রাত্রিবেলায় ওই ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাক এনজিওর কর্মকর্তা জমিলা খাতুনের লাঠিয়াল বাহিনীর নেতা মরম আলির নেতৃত্বে স্হানীয় কমলপুর এলাকায় ১০/১৫ জনের একটি দল এদের উপর অতর্কিত হামলা করে। খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাড়ির এএসআই গোলাম কিবরিয়া এসে সাংবাদিকদের উদ্ধার করে।
    জানা যায়, সাংবাদিক চাঁদ সুলতানা চৌধুরী বিগত বেশ কিছুদিন আগে মরম আলীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। মামলার তদন্ত কারী কর্মকর্তা রবিবার রাতে ফাড়িতে মরম আলী কে হাজির হতে নির্দেশ দিলে উত্তেজিত হয়ে জমিলা বেগমের ভাইজি জামাই মরম আলী ফাড়িতে না গিয়ে মামলা আপোষ মিমাংসা করতে চাপ দেয়। পরিকল্পনামতো বাড়ি ফেরার পথে তাদের উপর আক্রমণ করে।
    এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সদস্য ও মাধবপুর জিসাসের সভাপতি কায়েস সালমান জানান,আমাদের সাংবাদিক সহকর্মীদের উপর এ ধরনের হামলা তীব্র নিন্দনীয়। প্রাশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা মানববন্ধনের আয়োজন করব।
    যোগাযোগ করা হলে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, হামলার বিষয়টি আমরা অবগত আছি । এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
  • রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের ৩১ দফার লিফলেট বিতরণ।

    রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের ৩১ দফার লিফলেট বিতরণ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরন করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
    সোমবার(২৫ নভেম্বর) বেলা ১২ টার দিকে লিফলেট বিতরণ শেষে রামপাল সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তারা।
    এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান ও সহ-সম্পাদক শারমিন সুলতানা রুমাসহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরাও প্রাণ খুলে তাদের অতীত ও বর্তমান অভিজ্ঞতা নিয়ে সংগঠনের নেতাদের কাছে তুলে ধরেন।
    মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশিকুর রহমান বলেন, শিক্ষাঙ্গনে কি ধরনের রাজনীতি হতে পারে তা নিয়ে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা যা বলেছে এগুলোর ওপর ভিত্তি করে আমরা ছাত্র রাজনীতি চালাতে চাই। ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি করবে না ছাত্রদল। প্রকাশ্যে দিনে দুপুরে যে খুনী সংগঠন মানুষকে হত্যা করেছে সেরকম রাজনীতি তারা আর বাংলাদেশে দেখতে চায়না। ছাত্রলীগের সন্ত্রাসীরা জোর করে মিছিলে নেওয়াসহ যাবতীয় যে নীতিবাচক রাজনীতি গত সাড়ে ১৫ বছর কায়েম করেছে তার বিপরীতে একটি অত্যবহ এবং ইতিবাচক ছাত্র রাজনীতি বিনির্মান করা যায় সে বিষয়ে শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আগামীতে ছাত্রদলের রাজনীতিটা শিক্ষার্থীদের ওই সিদ্ধান্তের অংশিদারিত্বের ভিত্তিত্বে আমরা করতে চাই।
    আশিকুর রহমান আরো বলেন, গত ১৩ জুলাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি। দফাগুলোর বিষয়ে তাদের পরামর্শ আমাদেরকে ই-মেইলের মাধ্যমে পাঠানোর কথা বলা হয়েছে। ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা কী; সেগুলোও শিক্ষার্থীদের জানানো হয়েছে।
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সাবেক ছাত্রদল নেতা মল্লিক জিয়াউল হক জিয়া, শাহাজালাল গাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খাঁন সবুজ,  সদর থানা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল কবির রাহুল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম শোভন,  ছাত্রদল নেতা মোঃ ইব্রাহিম, মঈনুল ইসলাম মঈন, খাঁন জিল্লুর রহমান,  শেখ হাফিজ, আরিফ হাসান গজনবী, শফিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, কাজী আবু তালেব,  মেহেদী হাসান সাব্বির, মোঃ মিলন, শামীম প্রিন্স,  মারুফ, মহিদুল ইসলাম, মোঃ ইকরামুল সরদার, বাদল, আশিকুজ্জামান, জুবায়ের, আব্দুল কুদ্দুস প্রমুখ।
  • শ্রীমঙ্গলে গত তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

    শ্রীমঙ্গলে গত তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

    নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার ২৫ নভেম্বর ২০২৪ইং, সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবারে ও রবিবার শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
    শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী মোঃ আনিসুর রহমান বলেন, চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এখন শ্রীমঙ্গলে। আকাশের মেঘ কেটে গেলে এখানে শীতের তীব্রতা আরও বাড়বে। তখন ঝেঁকে বসবে শীত।
    আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে রাত ও দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
    এদিকে হঠাৎ শীত অনুভূত হওয়ায় ঠাণ্ডাজনিত রোগ বেড়েছে। বিশেষ করে সর্দি, কাশি, অ্যাজমা-সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। একই সাথে জ্বরের প্রকোপ বেড়েছে বলে জানা গেছে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায়।
  • সাবেক মন্ত্রী আব্দুস শহীদকে কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর।

    সাবেক মন্ত্রী আব্দুস শহীদকে কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর।

    নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদকে মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। রবিবার ২৪ নভেম্বর ২০২৪ইং, সন্ধ্যায় মৌলভীবাজার কারাগারে হস্তান্তর করা হয়।
    মৌলভীবাজার জেলার জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রীমঙ্গলের একটি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর মৌলভীবাজার আদালতে তাঁকে হাজির করা হবে বলে জানান তিনি।
    উল্লেখ্য, আব্দুস শহীদ ১৯৪৮ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুরের সিদ্বেশ্বরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন। পরে ১৯৯১ সাল থেকে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসন থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য। গত ৩ অক্টোবর দিনগত রাতে আব্দুস শহীদের ঢাকাস্থ উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। গ্রেফতারের সময় তাঁর বাসা থেকে প্রায় চার কোটি টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয়।
    জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহত হন। এ ঘটনায় তার মা আলেয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ৬ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করা হয়।
  • উল্লাপাড়ায় বাস চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী’র মৃত্যু।

    উল্লাপাড়ায় বাস চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী’র মৃত্যু।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

    রোববার(২৪ নভেম্বর)সকাল ৯ টার সময় উপজেলার পাবনা-বগুড়া মহাসড়কের বোয়ালিয়া বাজার ফুড ওভার ব্রীজ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

    নিহতরা হলেন উপজেলার বড়পাঙ্গাসী এলাকার মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে মো.শফিকুল ইসলাম(২৬) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের বন্ধু নাইমুর রহমান(২৪)।

    জানা যায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু সকালে সলঙ্গার আরোত থেকে মাছ কিনে মোটরসাইকেল যোগে দুই বন্ধু বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে বোয়ালিয়া বাজার ফুড ওভার ব্রীজ সংলগ্ন এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা শাহজাদপুর ট্রাভেলস নামের কোচের সাথে সংঘর্ষ হয়।এ ঘটনায় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলে মারা যায় এবং আরোহী পাঁকা রাস্তার উপর ছিটকে পরে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়।

    এ তথ্য নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান ট্রাক ওভারটেক করার সময় কোচটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। হাইওয়ে থানার উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • খাসিয়ারা উদযাপন করল বর্ষ বিদায় ও বর্ষ বরণ উৎসব।

    খাসিয়ারা উদযাপন করল বর্ষ বিদায় ও বর্ষ বরণ উৎসব।

    এলিসন সুঙ,

    প্রতি বছর মতো নাচে-গানে সাজ সাজরবে আদিবাসী খাসিয়া সম্প্রদায়েরা উদযাপন করলো ঐতিহ্যবাহী ১২৫তম “খাসি সেংকুট স্নেম ” অর্থাৎ  বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান।

    “খাসি সোশ্যাল কাউন্সিল “আয়োজনে শনিবার (২৩নভেম্বর)  দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা অধীনে  মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে এ বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খাসিয়া ভাষায় বর্ষ বিদায়কে বলেন  ‘খাসি সেং কুটস্নেম’ (Khasi Seng Kutsnem)।

    খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি এই বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ দেশী-বিদেশী পর্যটকরা অংশগ্রহণ করেন। বর্ষপুঞ্জি অনুযায়ী ১২৫তম বর্ষকে বিদায় ও ১২৬তম বর্ষকে বরণ করে নিলেন খাসিয়া জনগোষ্ঠীরা।

    ব্রিটিশ শাসন আমল থেকে ভারতের মেঘালয় রাজ্যে ২৩ নভেম্বর খাসি বর্ষ বিদায় ‘খাসি সেঙ কুটস্যাম’ পালন করা হয়। ২৪ নভেম্বর শুক্রবার থেকে শুরু হবে খাসি বর্ষ বরণ।

    খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এ উৎসবে সিলেট অঞ্চলের বসবাসরত  খাসিয়া পুঞ্জির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল পুঞ্জি প্রধানকে পাগরী পড়িয়ে সম্মাননা জানানো হয় এবং আমন্ত্রিত  অতিথিদের উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
    জানা যায়, সেং কুটস্নেম বা বর্ষ বিদায় খাসিয়াদের একটি সার্বজনীন উৎসব। প্রাচীনকালে খাসিয়া সমাজে দেবতার প্রতি সন্তুষ্টি প্রকাশের মধ্য দিয়েই এ উৎসব পালিত হতো। প্রতি বছরের ন্যায় এবারও কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জির খেলার মাঠে নানা সমাহারে এ উৎসবের আয়োজন করা হয়।

    মাগুরছড়া ফুটবল মাঠের একপ্রান্তে বাঁশের খুঁটির ওপর প্রাকৃতিক পরিবেশে নারিকেল গাছের পাতার দিয়ে ছাউনী দিয়ে আলোচনা সভার মঞ্চ তৈরি করা হয়। এ মঞ্চে “খাসি সোশ্যাল কাউন্সিল”এর প্রেসিডেন্ট  ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন প্রধান সুচিয়াং’র সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি   ফিলা পঃহত্মী সঞ্চালনায় এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের এডিসি আব্দুল সালাম চৌধুরী, জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা,কমলগঞ্জ এসিল্যান্ড ডিএম সাদিক আলম শাকিন,শ্রীমঙ্গল থানা ওসি আমিনুল হক’সহ বিভিন্ন পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সদস্যবৃন্দ ।

    এই বর্ষবরণ ও বিদায় অনুষ্ঠানে খাসিয়ারা তাদের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে আদি পাহাড়ি নৃত্য ও গান করেন। পাশাপাশি তাদের জীবিকার প্রধান উৎসব জুম চাষ এবং জীবন-জীবিকার বিভিন্ন পদ্ধতি নৃত্যের মাধ্যমে তুলে ধরেন।

    সেং কুটস্নেম উৎসবের ঐতিহ্যগত খেলাধুলা, ঐতিহ্যগত পোষাক পরিধান, সাংস্কৃতিক পরিবেশনাসহ ঐতিহ্যবাহী খাবার খেয়ে আনন্দ করে নিজেদের সামাজিক সম্পর্কে সুদৃঢ় করতে অঙ্গীকারবদ্ধ হন।
    সেং কুটস্নেম উপলক্ষে শনিবার  সকাল থেকে মাগুরছড়া পুঞ্জির মাঠে বসে ঐতিহ্যগত মেলা। মেলায় খাসিয়া জনগোষ্ঠীর লোকেরা বসেন বাহারি পণ্যের পসরা নিয়ে। বিভিন্ন স্টলে খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাক, পান, তীর, ধনুকসহ বাঁশ-বেতের জিনিসপত্র সাজিয়ে রাখা হয়। খাসিয়া তরুণ প্রজন্মের পাশাপাশি, বাংলাদেশে খাসিয়াদের প্রাচীন ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা ও পরিচয় করিয়ে দেওয়ার জন্য বর্ষ বরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    পাত্রখোলা হাজারীবাগ খাসিয়া পুঞ্জি প্রধান প্রিচিংলী সুংঙ সুচিয়াং বলেন এ ঐতিহ্যগত খাসি অনুষ্ঠান ও ঐতিহ্যগত  সরঞ্জামগুলো  সংরক্ষণ জন্য একটি রিসোর্ট সেন্টার প্রয়োজন বলে সংশ্লিষ্ট রাষ্ট্র পরিচালকের কাছে আহবান করেন।

  • গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ২৩ নভেম্বর শনিবার প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

    “সামাজিক কল্যান সাধনে, এসো মোরা এক হই প্লাজমার বাঁধনে ” এই মূলমন্ত্রের মধ্যে দিয়ে প্লাজমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মোঃ জায়িদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাউসার আহমেদ সাগর, মোঃ হযরত আলী ও মোহাম্মদ মান্নাফ শাহ মিলে ১৫ নভেম্বর, ২০১৬ সালে স্বনামধন্য এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠার শুরু থেকেই এলাকার সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে প্লাজমা ফাউন্ডেশন।

    মো.মিজানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানের সঞ্চালনা করেন জনাব মোঃ সামাউন কবির মানিক, সাবেক সভাপতি ও বর্তমান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্লাজমা ফাউন্ডেশন।

    পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন,মাওলানা মো. ইউসুফ আলী।

    বিগত বছরগুলোর ন্যায় এবারও প্লাজমা ফাউন্ডেশনের র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে।

    আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান কাউসার আহমেদ সাগর। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ১৫ নভেম্বর, ২০১৬ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্লাজমা ফাউন্ডেশন নানাবিধ কার্যক্রম পরিচালনা করেছে। তিনি উল্লেখ করেন, রেগুলার রক্তদান তাদের নিয়মিত কাজ।প্লাজমার বিভিন্ন সময়ে সম্পাদিত কার্যক্রম এর মধ্যে উল্যেখযোগ্য হলো, কোভিড-১৯ এর প্রথম লকডাউনে গোদাগাড়ী উপজেলার ৪৫০ এর অধিক পরিবারের মাঝে খাদ্য বিতরণ, উপজেলা ব্যাপী জীবাণুনাশক স্প্রে ও সচেতনতা কর্মসূচী, দ্বিতীয় লকডাউনে বিনামূল্যে গোদাগাড়ী, রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ জেলায় কোভিড আক্রান্ত ও শ্বাসকষ্টের ২৫০ এর অধিক রোগীর মাঝে অক্সিজেন সহায়াতা প্রদান। শিক্ষার্থীদের মাঝে শিক্ষাক্ষেত্রে সহায়তা প্রদান, ১৫ এর অধিক ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও মেডিক্যাল ক্যাম্প কর্মসূচি, নদীভাঙ্গন ও বন্যার্তদের মাঝে সহায়তা প্রদানসহ দেশব্যাপী অনলাইন রচনা ও কুইজ প্রতিযোগিতা আয়োজন ও পরিচালনা করে। গত আগস্ট, ২০২৪ এর আন্দোলনের ধ্বংসাবশেষ পরিষ্কার, গোদাগাড়ী থানা ও উপজেলা পরিষদ পরিষ্কার, অসুস্থ ব্যাক্তিদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান, আন্দোলনে আহত শিক্ষার্থীদের মাঝে সহায়তা প্রদান, দুঃস্থ মহিলাদের মাঝে ২০ টি ছাগল, ১০ টি সেলাই মেশিন, হুইল চেয়ার, ২০ বান্ডিল টিন ও ২ টি রিক্সা ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও লক্ষীপুর জেলার বন্যাপ্লাবিত অঞ্চলের ১২ টি গ্রামে ৮৫০ এর অধিক পরিবারের মাঝে খাদ্য বিতরণ এবং ৫০০০ এর অধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ এবং পোশাক প্রদান করে প্লাজমা ফাউন্ডেশন। তিনি আরও বলেন খুব শীঘ্রই প্লাজমা ফাউন্ডেশন তার স্থানীয় গন্ডি পেরিয়ে দেশের বেশ কয়েকটি বিশ্বব্বিদ্যালয়ে ও কলেজ সহ দেশের বেশ কয়েকটি জেলায় প্রতিষ্ঠানের ব্যাপ্তি প্রসারিত হচ্ছে।

    প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত, একটি বিশেষ কাজে ব্যাস্ত থাকায় তিনি অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। তবে তিনি এক অডিও বার্তায় উপস্থিত উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি প্লাজমা ফাউন্ডেশন এর বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সর্বাবস্থায় প্লাজমা ফাউন্ডেশন এর সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

    প্রতিষ্ঠানটির ডিজিটাল কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন, প্লাজমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, ডিজিটাল উদ্ভাবন নিয়ে আলোচনা করেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হযরত আলী।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক অনিন্দ্য কুমার ভকত, প্রেমতুলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মেসবাহুল হক, গোদাগাড়ী সরকারি কলেজের প্রভাষক শিমুল প্রতিম মজুমদার, গোদাগাড়ী সরকারি কলেজের প্রভাষক গোলাম রাব্বানী, গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ আশফুজ্জামান, শাহ সুলতান (রহঃ) কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা দুরুল হোদা প্রমুখ।

    এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্তিত ছিলেন।সেরা স্বেচ্ছাসেবী-২০২৪ হিসেবে ১০ জনকে সম্মাননা স্মারক এবং বিশেষ কৃতিত্বের জন্য গোদাগাড়ী জেনারেল হাসপাতাল ও গোদাগাড়ী মডেল হাসপাতালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    সকলের উপস্থিতিতে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির “সংবিধানের” মোড়ক উন্মোচন করেন।সমাপনী বক্তব্যে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন এবং প্লাজমা ফাউন্ডেশন এর দীর্ঘায়ু কামনা করেন।

  • মৌলভীবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশনের নবগঠিত কমিটি ঘোষণা।

    মৌলভীবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশনের নবগঠিত কমিটি ঘোষণা।

    নিজস্ব প্রতিবেদক:মৌলভীবাজারে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির নাম ঘোষণা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ইং, সকালে মৌলভীবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে জেলা শহরে অবস্থিত এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
    এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়।
    পরে নবগঠিত কমিটির জেলা সভাপতি আলাউদ্দিন শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুমিত’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর’র প্রধান উপদেষ্টা মোঃ ফখরুল ইসলাম।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত পরিচালক মাওঃ ফারুক আহমদ, জেলা শ্রমিক কল্যাণের সাবেক প্রধান উপদেষ্টা দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলার প্রধান উপদেষ্টা প্রকৌশলী এম শাহেদ আলী, মোঃ ইয়ামীর আলী প্রমুখ।
    সম্মেলনে নির্বাচন কমিশন ২০২৫-২৬ সেশনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটির নাম ঘোষনা করেন মৌলভীবাজার জেলায়, সভাপতি আলাউদ্দিন শাহ, সহ-সভাপতি মাও: আহমদ ফারুক, সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মাহফুজ সুমন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন সুরমান, সাধারণ সম্পাদক আব্দুল মুমিত, সহ-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শাহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলকাছ উর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাও: আব্দুস সালাম, সহ- সাধারণ সম্পাদক (মহিলা) খাদিজা আক্তার, কোষাধ্যক্ষ সৈয়দ সঈদ উদ্দিন হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, ট্রেড-ইউনিয়ন সম্পাদক আবুল কাশেম আজাদ, সহ-ট্রেড ইউনিয়ন সম্পাদক রাজুল আহমদ তালুকদার, আইন-আদালত সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক নওশাদ মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ আক্কাস আলী, দপ্তর সম্পাদক মোঃ রইছ উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক মাও: সাইদুল ইসলাম, সাহায্য ও পূণর্বাসন সম্পাদক আজিজ আহমদ সাবু, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কাজী সামসুজ্জামান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুজাম্মেল হক সিকদার, কর্মসংস্থান সম্পাদক রোমান আহমদ, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতান আহমদ চৌধুরী, সদস্য মোঃ রাজন আহমদ, মোঃ দেলওয়ার হোসেন সাইদ, মোঃ জালাল আহমদ, মোঃ ফয়সল আহমদ, মোঃ এমরান কবির, মোঃ কামাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সজল আহমদ, সদস্য (মহিলা) হাজেরা খানম, লিভা জান্নাত।