Author: admin

  • লক্ষ্মীপুরে মানসিক প্রতিবন্ধী ফরহাদ নিখোঁজ।

    লক্ষ্মীপুরে মানসিক প্রতিবন্ধী ফরহাদ নিখোঁজ।

    লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

    লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধুর দোকান নতুন বেড়ী ফরহাদ পিতা- বাবুল হোসেন, মাতা – জেসমিন আক্তারের ছেলে ফরহাদ হারিয়ে গেছে। তার বয়স (১২) বছর। ১০/১০/২৪ইং তারিখ বৃহস্পতিবার সকাল অনুমানিক ১০:০০ ঘটিকায় সময় ফরহাদ হারিয়ে গেছে। ফরহাদ তৃতীয় শ্রেণীর ছাত্র স্কুল যাওয়ার পথে ও জনতা বাজার নামক স্থান হইতে নিখোঁজ হয়

    মঙ্গলবার ১৯/১১/২৪ইং তারিখ বিকাল হইতে সদর থানায় নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয়েছে ফেইজবুকে হারান বিজ্ঞপ্তি ও মাইকিং এবং হারানো বিজ্ঞপ্তির লিপলেট বিতরণ করিয়াও কোনো সন্ধান পাই নাই। ফরহাদের এর মা সাংবাদিকদের কে বলেন,ফরহাদ তৃতীয় শ্রেণীর ছাত্র

    গায়ের জামা ছিল নিল সে মানসিক প্রতিবন্ধী সমাজে মানুষ তার দ্বারা কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। যুবদল নেতা আবুল বাশার ও রুবেল জানিয়েছেন, লক্ষ্মীপুর জেলাতে আমরা অনেক খোঁজা খুঁজি করেছেন, এবং প্রতি নিয়ত যোগাযোগ রাখছেন সদর থানাতে

    অনেক খোঁজা খুঁজি করে ও ফরহাদ কে এখনও পাওয়া যায়নি। এলাকায় অনেক জায়গায় মাইকিং করা হয়েছে। যদি কোন সহৃদয় বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে বা দেখে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
    মোবাইল নং 01893040389.01849377306

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বলেন, ফরহাদ নামে এক
    মানসিক প্রতিবন্ধী ছেলে হারিয়ে গিয়েছে এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে

  • আইনজীবী হত্যার ঘটনায় মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ ও গায়েবানা জানাজা।

    আইনজীবী হত্যার ঘটনায় মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ ও গায়েবানা জানাজা।

    নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে সহকারী কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ (৩৫) হত্যার ঘটনায় মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ করেছেন মৌলভীবাজার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও শিক্ষার্থীরা এবং অন্যদিকে গায়বানা জানাজার নামাজ আদায় করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সময়ে শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও বড়লেখা-সহ জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা। বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ইং, দুপুরে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
    মৌলভীবাজার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. মোঃ আব্দুল মতিন চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বকশী জুবায়ের আহমদ ও সহকারী পাবলিক প্রসিকিউটর নজরুল, অতিরিক্ত সহকারী কৌঁসুলি অ্যাডভোকেট মোঃ দেলওয়ার হোসেন, অ্যাডভোকেট নেপুর আলী প্রমুখ।
    এদিকে চট্টগ্রামে আদালত চত্বরে কুপিয়ে হত্যা করা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গায়বানা জানাজার নামাজ আদায় করেছে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।।বুধবার (২৭ নভেম্বর) বাদ জোহর শহরের পশ্চিমবাজার জামে মসজিদে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
    এতে ইমামতি করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর শাখা সাহিত্য সম্পাদক মাওলানা শাহ মুস্তাকীম আলী। এ সময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুমন ভূইয়া, জাকারিয়া ইমন-সহ অন্যান্যরা। জানাজার আগে বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল আলা মওদূদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রমুখ।
  • ইতি টানলেন কিংবদন্তি দুই অভিনেতা ঐশ্বরিয়া-ধনুষের সংসার জীবন।

    ইতি টানলেন কিংবদন্তি দুই অভিনেতা ঐশ্বরিয়া-ধনুষের সংসার জীবন।

    বিনোদন ডেস্কঃ অবশেষে দাম্পত্য জীবনের ইতি টানলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুষ ও কিংবদন্তি তারকা অভিনেত্রী রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া।

    সতের জানুয়ারি ২০২২ সালে মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) ডিভোর্সের ঘোষণা দিয়ে আদালতে বিচ্ছেদের আবেদন করেছিলেন কিংবদন্তির এই দুই সুপারস্টার দম্পত্য জীবনের। বিগত দুই বছরে তিনটি শুনানির পর গতকাল বুধবার ২৭ নভেম্বর তাদের বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন চেন্নাইয়ের পারিবারিক আদালত।

    এ সময় ধুনষ ও ঐশ্বরিয়া আদালত প্রাঙ্গনে উপস্থিত ছিলেন। পারিবারিক আদালতের বিচারক শোভা দেবী শেষবারের মতো তাদের সিদ্ধান্তের কথা জানতে চান। কিন্তু ধানুষ ঐশ্বরিয়া আলাদা হয়ে যাওয়ার ইচ্ছাই প্রকাশ করে তাদের সংসার জীবন আলাদা হোক। এরপর রায় দেন আদালত।
    ২০০৪ সালের ১৮ নভেম্বর ধানুষ ও ঐশ্বরিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওই সময় ঐশ্বরিয়ার পরিচালিত ‘থ্রি’ সিনেমায় অভিনয় করেন ধানুষ। এই সিনেমার ‘কলাভেরি ডি’ গানটি দারুণ জনপ্রিয়তা পায়।

     

  • দক্ষিণ লেবাননে কারফিউ জারি-বাড়ি ঘরে ফিরছে মানুষ।

    দক্ষিণ লেবাননে কারফিউ জারি-বাড়ি ঘরে ফিরছে মানুষ।

    আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ লেবাননে যুদ্ধ বিরতির পর কারফিউ জারি করা হয়েছে। এই সংবাদ ছড়িয়ে পরার সাথে সাথে লেবাননের বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত মানুষ। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর লেবাননের বেসামরিক নাগরিকরা নিজেদের আশ্রয়স্থলে ফিরতে শুরু করেছেন। এই চুক্তিকে নিজেদের বিজয় বলে উল্লেখ করেছে হিজবুল্লাহ। অপরদিকে ইসরায়েলি বাহিনী বলছে, তাদের সেনারা সব সময় প্রস্তুত আছে।

    এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে রাত্রীকালীন কারফিউ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। লিতানি নদীর আশেপাশে লোকজনকে চলাফেরার বিষয়ে সতর্ক করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত সেখানে চলাফেরা নিষিদ্ধ করা হয়।

    এর আগে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি এই চুক্তিকে সমর্থন করেন।

    মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশে ভাষণ দেন নেতানিয়াহু। এ সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, উত্তর লেবাননের বাসিন্দারা এখন তাদের বাড়ি ফিরে যাবেন। একই সঙ্গে তিনি জানান, হিজবুল্লাহ চুক্তি ভঙ্গ করলে ইসরায়েল ফের হামলা চালাবে।

    যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলোর বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে অন্যতম শর্তের মধ্যে একটি হচ্ছে ইসরায়েল এবং হিজবুল্লাহ উভয়ই ৬০ দিনের জন্য দক্ষিণ লেবানন থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে।

    হিজবুল্লাহ সীমান্তের প্রায় ১৯ মাইল উত্তরে লিতানি নদীর উত্তরে থাকবে। দক্ষিণে তাদের কোনো অবস্থান থাকবে না। সেখানে সশস্ত্র গোষ্ঠী বলতে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীরা অবস্থান করতে পারবেন। যুদ্ধবিরতির সময়কালের বিষয়ে নেতানিয়াহু বলেন, লেবাননে কী ঘটে তার ওপর নির্ভর করবে এর সময়।

    এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, লেবানেনে ইসরায়েলের আগ্রাসন বন্ধের খবরকে স্বাগত জানায় তেহরান।

    এ বছর ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গাজায় সংঘাত শুরুর পর থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যেও সংঘাত বাঁধে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ৮২৩ জন নিহত এবং আরও ১৫ হাজার ৮৫৯ জন আহত হয়েছে।

     

  • পাথরাইলে লতিফ সরকার স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের সাথে বি.এন.পি নেতা লাভলু মতবিনিময়।

    পাথরাইলে লতিফ সরকার স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের সাথে বি.এন.পি নেতা লাভলু মতবিনিময়।

    স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের নাগরপুর থেকে দেলদুয়ার উপজেলার পথসভার এক পর্যায়ে পুটিয়াজানি হাজী আব্দুল লতিফ সরকার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও ফাজিলহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন আহাম্মেদের উপস্থিতিতে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বিএনপি নেতা মো. রবিউল আউয়াল লাভলু।

    এসময় তিনি বলেন, ফ্যাসিষ্ট সরকারকে বিতাড়িত করায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা অসামান্য। এই শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব শিক্ষার্থী দেশের এ অর্জনে যে অবদান রেখেছে তার ধারাবাহিকতা বজায় রেখে দেশ পরিচালনায় ভূমিকা রাখতে হবে। জ্ঞান অর্জন ও লেখাপড়ার কোন বিকল্প নেই। সুশিক্ষিত হয়ে সততার সাথে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠন ও দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে হবে। সকল প্রকার অন্যায়, দূর্নীতি রুখে দিতে হবে। তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে জালিমের হাতে রেখে দেশ ছেড়ে যাননি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন সর্বদা দলের নেতাকর্মীদের সুসংগঠিত করতে ও দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপি ও অঙ্গ  সংগঠনের দুর্নীতির স্থান নেই। যদি দলের কেউ কোন প্রকার বেআইনি কাজ বা দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে, চাঁদাবাজি জোর জুলুমের সাথে সম্পৃক্ত থাকে তবে তাদের ধরে আইনের আওতায় দিয়ে দিন। এটা বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কথা। আমি নিজে অন্যায় করিনা অন্যায়কে প্রশ্রয় দেই না। আমিও যদি অন্যায় করি তবে আমার বিরুদ্ধে আপনারা আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।

    এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস ও বি আর ডিবিএর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল কবীর রতন, নাগরপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও নাগরপুর উপজেলা  যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, নাগরপুর সরকারি কলেজে সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা, দেলদুয়ার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান কায়েস চঞ্চল, দেলদুয়ার উপজেলা যুবদলের আহবায়ক শিবলু তালুকদার, যুবদলের যুগ্ন আহ্বায়ক এস এম ওসমান গাজী, দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ তোফায়েল হোসেন, ওলামা দলের সভাপতি মো.আবু বকর সিদ্দিক, নাগরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, নাগরপুর সরকারী কলেজের সাবেক জিএস ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা, নাগরপুর উপজেলা যুবদলের সদস্য মো.শামছুল আলম সহ নাগরপুর দেলদুয়ার উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।

  • রামপালে কৃষকদলের উদ্যোগে সেচ্ছায় কৃষকের আমন ধান কাটা কর্মসূচীর উদ্বোধন।

    রামপালে কৃষকদলের উদ্যোগে সেচ্ছায় কৃষকের আমন ধান কাটা কর্মসূচীর উদ্বোধন।

    রামপালঃ বাগেরহাটের রামপাল উপজেলার সকল ইউনিয়নের গরীব ও অসহায় চাষীদের স্বেচ্ছায় বিনামূল্যে আমন ধান কাটা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

    বুধবার( ২৭ নভেম্বর) বেলা ১২ টায় রামপাল উপজেলা কৃষকদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে রামপাল সদর ইউনিয়নের সুন্দরবন মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়ে।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কাটা কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আলম মুন্সি, বিএনপি নেতা কবীর হোসেন, মোঃ মনিরুজ্জামান, রুহুল আমিন, ইসমাইল মোল্লা খোকন, সৈয়দ কুদরতি ইলাহি প্রমুখ।

    উদ্বোধনী বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা স্বেচ্ছায় বিনামূল্যে রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের গরীব ও অসহায় কৃষকদের আমন ধান কাটা কর্মসূচী হাতে নিয়েছি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের কৃষকদের ভালোবাসেন। কৃষির উন্নয়নে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে বসে আছেন। তিনি অতীতেও কৃষির উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মত কাজ করেছেন। এখনো তিনি এদেশের কৃষি ও কৃষকদের কল্যানে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের ৭৫% মানুষ গ্রামীণ অর্থনীতির ওপর নির্ভরশীল। আগামীতে তারেক রহমান এদেশের কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কৃষি ব্যবস্থাকে আরো উন্নত করবেন বলে আমরা আশাবাদী।

  • সিলেটে গ্যাস সংযোগের দাবীতে জনসমাবেশ অনুষ্ঠিত।

    সিলেটে গ্যাস সংযোগের দাবীতে জনসমাবেশ অনুষ্ঠিত।

    বিলালুর রহমান,সিলেট প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরের হরিপুর বাজারে গ্যাস সংযোগের দাবীতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র জনতা ঐক্য পরিষদের আয়োজনে হরিপুর বাজার বাস স্টেশনে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৩ টার সময়”আমার সম্পদ আমি চাই,ঘরে ঘরে গ্যাস চাই”এই  শ্লোগানকে সামনে রেখে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

    উপজেলার হরিপুরে খনিজ সম্পদ তেল গ্যাস ১৯৫৫ সাল থেকে অদ্যবদী পর্যন্ত দেশের জাতীয় গ্রীডে সংযুক্ত হচ্ছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই খনিজ সম্পদ বাংলাদেশ তথা উন্নত বিশ্বে যোগান দিতে সক্ষম।

    ছাত্র জনতার জনসমাবেশে অন্যতম  সমন্বয়ক সাদিক আহমদ ও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং জামাল আহমদ ও ইশতিয়াক ফাহিমের যৌথ পরিচালনায়

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ফতেহপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মতিন,বর্তমান উপজেলা বিএনপির সভাপতি,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ,বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ,সাবেক জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহিবুল হক মুহিব,জৈন্তাপুর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহাদ উদ্দিন সাদ্দাম,জাতীয় উলামা মাসায়েখ পরিষদের সহ সভাপতি ও সিলেট মহানগর মাওঃ শরিফ উদ্দিন খাঁ,উপজেলা বি এন পির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুক উদ্দিন,ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক,বাংলাদেশ ছাত্র মজলিসের কেন্দ্রীয় সাবেক সভাপতি মাওলানা বিলাল আহমেদ চৌধুরী,ছাএ দলের যুগ্ন আহব্বায়ক শাহিন আলম,ছাএ জনতার সম্নয়ক শোয়েব আহমদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আলী, হরিপুর বাজার কমিটির বর্তমান আহ্বায়ক কুতুবউদ্দিন সিকদার,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি জেনারেল রফিক আহমদ,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ ইলিয়াস, হোসেন আহমেদ জুবের,মাওলানা আবদুল ওয়াদুদ,মাওলানা জাকির আহমেদ,যুবনেতা ফখরুল ইসলাম,মাওলানা আব্দুল ওয়াহিদ,সেচ্ছাসেবকদলের সালেহ আহমদ,যুবদল নেতা শামিম আহমদ, জাহাঙ্গীর আলম,ছাত্র জনতার অন্যতম সমন্বয়ক সুয়েব আহমদ,সাদিক আহমদ,নাদিম আহমদ, জাহাঙ্গীর ২,আলী আকবর,মাহফুজ,সায়েম,আলি আকবর,বুরহান উদ্দিন,আবদুল্লাহ মাসুদ,মেহেদী,সায়েল আহমেদ সহ অন্যান্যরা।

    এ সময় জনসমাবেশে বক্তারা বলেন-গ্যাস বাংলাদেশের জাতীয় সম্পদ,১৯৫৫ সালে সর্বপ্রথম আমাদের জৈন্তাপুরের হরিপুর এলাকায় গ্যাসের সন্ধান পাওয়া যায়,তবে দুঃখজনক বেয়াপার যে আমাদের সম্পদ সারা দেশে ভোগ করলেও আমরা জৈন্তাপুরের মানুষ আমাদের সম্পদ তেল,গ্যাস থেকে বঞ্চিত।তিন দশক থেকে আমাদের জৈন্তাপুর বাসী গ্যাসের আন্দোলন করলেও এখন পর্যন্ত তার কোন ফলাফল পাওয়া যায় নি।

    উল্লেখ্য জৈন্তার সর্বস্তরের জনগণের ন্যায্য দাবী, বৃহত্তর জৈন্তার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন করার জন্য পেট্রোল বাংলাসহ সরকারের সংলিষ্ট সকলের প্রতি বিনীত ভাবে আহ্বান জানান তারা। নতুবা ভবিষ্যতে দাবী আদায় না হওয়া পর্যন্ত  পুরো উপজেলায় তীব্র আন্দোলন গড়ে তুলা হবে।

  • সুন্দরবন মহিলা কলেজের গরীব ও মেধাবীদের বৃত্তি প্রদান-কৃষিবিদ শামীম।

    সুন্দরবন মহিলা কলেজের গরীব ও মেধাবীদের বৃত্তি প্রদান-কৃষিবিদ শামীম।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার ঐতিহ্যবাহী সুন্দরবন মহিলা কলেজে অধ্যায়নরত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র পক্ষ থেকে বৃত্তি সহায়তা প্রদান করা হয়েছে।

    মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১২ টার দিকে কলেজে হলরুমে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ও আনোয়ারা মনোয়ারা ট্রাস্ট বৃত্তি এবং হাসিনা আলী ট্রাস্টের সহযোগিতায় এ বৃত্তি প্রদান করা হয়।

    কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৩ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেন সুন্দরবন মহিলা কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান (শামীম)।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আয়েশা সিদ্দিকা মানি।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিউর রহমান সামি, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মোঃ জিহাদুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপাধ্যক্ষ ইজারাদার নাহিদুল ইসলাম, অধ্যাপক আব্দুল মোক্তাদির, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়ক মিনহাজুল আবেদিন প্রমুখ।

    বৃত্তি প্রদান শেষে কলেজের হল রুমে সুন্দরবন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ প্রয়াত আবু বকর ছিদ্দিক এঁর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এরপর তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

    এসময় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ গোলাম ইয়াছিন।

  • সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলসেতু দিয়ে পরীক্ষামুলক ট্রেন চলাচল।

    সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলসেতু দিয়ে পরীক্ষামুলক ট্রেন চলাচল।

    সিরাজগঞ্জে যমুনা নদীর উপরে নবনির্মিত দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু রেলসেতুর উপর দিয়ে পরিক্ষমুলক ট্রেন চলাচল মঙ্গলবার ২৬ নভেম্বর সকাল থেকে শুরু হয়েছে। আপ ও ডাউন লাইনে দুটি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হওয়া এ টেস্ট রান চলবে বুধবারও (২৭ নভেম্বর)।

    প্রকল্প পরিচালক মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় একই সঙ্গে নদীর সিরাজগঞ্জ প্রান্ত থেকে একটি ও টাঙ্গাইল প্রান্ত থেকে একটি ট্রেন চালিয়ে পরীক্ষা করেন প্রকৌশলীরা। প্রথমে ঘণ্টায় ১০ কিলোমিটার, পরে ২০ কিলোমিটার ও শেষে ৪০ কিলোমিটার গতিতে ট্রেন চলানো হয় সেতু দিয়ে।

    সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচলের সময় কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি। এ সময় প্রকল্পের দেশি ও জাপানি প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। বুধবারও বিভিন্ন গতিতে সেতু দিয়ে ট্রেন চালিয়ে পরীক্ষা করা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের জানুয়ারির মাঝামাঝিতে সেতুটি ট্রেন চলাচলের জন্য খুলে দেয়া হবে বলেও জানান তিনি।

    মোট ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্রাকের ডুয়েল গেজের সেতু। মোট ৫০টি পিলারের ওপর ৪৯টি স্প্যানে নির্মিত হয়েছে এই রেল সেতুটি। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা।

  • স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন।

    স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন।

    ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ
    নীলফামারীর ডিমলায় তৃতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী । গুরুতর আহত অবস্থায় ওই যুবককে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। জানা যায়, সোমবার (২৫ নভেম্বর) গভীর রাতে ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।
    আহত স্বামীর নাম আব্দুল হাকিম (৩০)। তিনি উপজেলার ছোটখাতা গ্রামের সাদেক আলীর পুত্র। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রী আসমা বেগম(২৫) পলাতক রয়েছেন। আসমা বেগম নরসিংদী জেলার বাসিন্দা।
    ভুক্তভোগী যুবকের পরিবার সূত্রে জানা গেছে , আট বছর আগে আব্দুল হাকিমের প্রথম বিয়ে হয়।তাদের সংসারে দুই ছেলে আছে। গত চার বছর আগে পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করে আহত আব্দুল হাকিম। সম্প্রতি তৃতীয় বউ হিসেবে সে এক মেয়েকে বাড়িতে নিয়ে আসে। গত সোমবার দিবাগত রাতে তার দ্বিতীয় স্ত্রী আসমা ওই ঘটনা ঘটায়।
    স্থানীয়রা জানান, তৃতীয় ‌বিয়ের পর স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাদ চল‌ছিল। রাতে ঘুমানো অবস্থায় আব্দুল  হাকিমের পুরুষাঙ্গ কেটে ফেলে তার স্ত্রী আসমা বেগম। আহত অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে । প্রচুর রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা ভালো নয়। তার স্ত্রী বা‌ড়ি থেকে পা‌লিয়েছেন বলে জানান স্থানীয়রা। পরিবারের দাবি, আব্দুল হাকিমকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর তার পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী আসমা বেগম।
    স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার বলেন, স্বামী তৃতীয় বিয়ে করায় ক্ষোভ থেকেই দ্বিতীয় স্ত্রী এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। তবে বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন আছেন।
    এ বিষয়ে জানতে চাইলে ডিমলা থানার তদন্ত ওসি আব্দুর রহিম বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।