Author: admin

  • জৈন্তাপুরে সরকারি ব্যবস্থাপনায় বালু মিশ্রিত পাথর উত্তোলনের দাবী।

    জৈন্তাপুরে সরকারি ব্যবস্থাপনায় বালু মিশ্রিত পাথর উত্তোলনের দাবী।

    সিলেট প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরের রাংপানি নদীর বাংলা বাজার এলাকা এবং শ্রীপুর পাথর কোয়ারীতে সরকারি ব্যবস্থাপনায় রাজস্ব আদায় করে বালু মিশ্রিত পাথর উত্তোলন সহ সংশ্লিষ্ট এলাকা ইজারাভুক্ত করণ, বারকি (নৌকা) শ্রমিকদের কর্মসংস্থান তৈরী করা সহ অত্র অঞ্চলে উন্নয়ন মুলক কাজ বাস্তবায়নের দাবী জানিয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া’র কাছে একটি প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে।

    মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম এই প্রস্তাবনা হস্তান্তর করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া উন্নয়য়ন মুলক প্রস্তাবনা নিয়ে সরকারের উচ্চ মহলের সাথে আলোচনা করার আশ্বাস দেন।
    প্রস্তাবনায় এত উল্লেখ করা হয়, জৈন্তাপুর ইউনিয়ন এলাকার বিভিন্ন মৌজার মধ্যে দিয়ে কয়েক’টি নদী ও খাল বয়ে গেছে। নদী ও খালগুলোতে প্রাকৃতিক ভাবে অসংখ্য বালু-পাথর মজুদ হয়ে রয়েছে।
    যার ফলে নদীর নাব্যতা হারানোর পাশাপাশি খালগুলো ভরাট হবার উপক্রম হয়েছে।
    এসব স্হানগুলো হতে নাব্যতা সংকট নিরসন ও খালের স্বাভাবিক পানির গতিপথ ঠিক রাখতে সরকারি রাজস্ব আদায় করে বালু উত্তোলনের ব্যবস্থা করা প্রয়োজন। এতে করে সংশ্লিষ্ট এলাকায় শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত হওয়ার পাশাপাশি ঘনঘন পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা হতে অত্র এলাকার জনসাধারণ ও ইউনিয়নের কয়েক হাজার হেক্টর ফসলি জমি রক্ষা পাবে।
    এব্যাপারে জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, শ্রীপুর, আসামপাড়া, লক্ষিপুর ১ম খন্ড, লক্ষিপুর ২য় খন্ড, ডুলটিরপাড়, চাতলার পাড়, বাওনহাওর, শেওলারটুক ও নলজুরী অংশের কথ বলা হয়েছে। তিনি বলেন, উক্ত এলাকায় বালু উত্তোলনের ব্যবস্থা করা হলে সাধারণ শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিতের পাশাপাশি নদী ভাঙন খাল ভরাটের হাত থেকে ইউনিয়ন বাসী অনেকটা রক্ষা পাবেন এবং এটি এখন ইউনিয়ন বাসীর প্রাণের দাবী।
    এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল,ইউপি সদস্য জালাল উদ্দিন, নজির আহমেদ,সদস্য আব্দুল কাদির,সংবাদকর্মী বিলালুর রহমান।

  • মাধবপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়।

    মাধবপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
    হবিগঞ্জের মাধবপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম এর সাথে মাধবপুর উপজেলা প্রেসক্লাব এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হামিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ জাহান রনি, দপ্তর সম্পাদক এম এম গউছ,  সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিন তন্ময়, জালাল উদ্দিন লস্কর, মো: জাকির হোসেন,  মশিউর রহমান মোর্শেদ, মোক্তার রহমান, সালমান কয়েস, আলহাজ্ব শাহীন মিয়া প্রমূখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং মাধবপুর উপজেলার সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন।
  • মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ আরোহী নিহত।

    মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ আরোহী নিহত।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের রাজনগরে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
    সোমবার ০২ ডিসেম্বর ২০২৪ ইং, রাত সাড়ে আটটার সময় রাজনগরের ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের মশুরিয়া মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।
    নিহত দুজন হলেন, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপরাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে রাফি আহমদ (২১) ও হলদিগুল গ্রামের লেবু মিয়ার ছেলে সাকিন আহমদ (১৯)। দুজনই ঘটনাস্থলে মারা গেছেন। অপর মোটরসাইকেল আরোহী রাজু ধর (১৮) গুরুতর আহত হয়েছেন। রাজু ধর উপজেলার খলাগাঁও গ্রামের মনজু ধরের ছেলে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে সমবয়সী তিনজন নিজ এলাকা থেকে মৌলভীবাজার শহরের উদ্দেশে রওনা হয়েছিলেন। ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের মশুরিয়া নামক স্থানে মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে স্থানীয় লোকজন মোটরসাইকেল আরোহী তিনজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত রাজু ধরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির সড়ক দুর্ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আমরা ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় এনেছি। ঘটনার পর থেকেই পিকআপচালক পলাতক রয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছে।
  • গেদাগাড়ীতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা।

    গেদাগাড়ীতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা।

    গোদাগাড়ী(রাজশাহী) প্রতিনিধিঃ

    গোদাগাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে প্রতি বছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমুলক সভার আয়োজন করা হয়।

    ৩ ডিসেম্বর ( মঙ্গলবার) গোদাগাড়ী উপজেলার সভাকক্ষে সকল শ্রেনি পেশার গন্যমান্যদের উপস্থিতিতে সভাটি সম্পুর্ন হয়।
    গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার, মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, গোদাগাড়ী উপজেলা বিএনপির নেতা আনোয়ারুল ইসলাম,বিএনপি নেতা গোলাম কিবরিয়া রুলু, উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ২য় কর্মকর্তা সালাউদ্দিন কবির, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মঞ্জেল হোসেন, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক জীবন কুমার সরকার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন, উপজেলা নির্বাচন অফিসার জেবুন্নেছা শাম্মী,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমীন সুলতানা, সমবায় কর্মকর্তা জিগার হাসরত,উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী থানা শাখা- মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি গোদাগাড়ী পৌর শাখা – মোঃ শওকত আলী, বিএমডিএর সহকারী প্রকৌশলী মোঃ আবুল লতিফ সরকার, গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শরীর চর্চা বিভাগের শিক্ষক মোঃ মোশাররফ হোসেন,গোদাগাড়ী সরকারি কলেজের প্রভাষক শিমূল প্রতিম মজুমদার, গোগ্রাম ইউপির পক্ষে আসলাম আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, বনিক সমিতির সভাপতি আসাদুজ্জামান ( মিলন ), সাংবাদিক এবিএম কামরুজ্জামান বকুল, সাংবাদিক সারোয়ার সবুজ, সাংবাদিক আব্দুল খালেক, সাংবাদিক অলিউল্লাহ ও ছাত্রজনতার সমন্বয়কারী মোঃ মাহফুজুর রহমান প্রমূখ।

    সভাপতির বক্তব্যে জনাব আবুল হায়াত দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, এতে সবাইকে বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলন সহ আইন শৃঙ্খলা সমুন্নত রেখে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান তিনি।

  • লক্ষ্মীপুরে প্রবাসী রাকিব সন্ত্রাসী হামলার শিকার।

    লক্ষ্মীপুরে প্রবাসী রাকিব সন্ত্রাসী হামলার শিকার।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

    লক্ষ্মীপুরে প্রবাসী রাকিব বোনের বাড়ি থেকে জামতলী দিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে সন্ত্রাসী নাজিম ও বাহিনীরা রাকিবকে মুখোশ বেঁধে ডেঙ্গার ভিতরে উঠিয়ে নিয়ে পিটিয়ে আহত করে শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। নাজিমকে যদি কোন সহৃদয় বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে বা দেখে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারেন তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে।

    এ ঘটনায় প্রবাসী রাকিব বাদী হয়ে লক্ষ্মীপুর আদালতে পাঁচজনকে অভিযুক্ত করে একটি
    মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলো, নাজিম, ইয়ামিন, মহিম, ইয়াসিন, মুক্তার অজ্ঞতনামা কয়েকজন।

    বুধবার (২৭ নভেম্বর ) রাত ৮ টায় সদর উপজেলার ৩নং দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর মিয়াজান চৌকিদার বাড়ি প্রবাসীর রাকিব উপর নাজিম ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। এটি ডাকাতি বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।

    পুলিশ ও ভূক্তভোগীরা জানায়, ঘটনার সময় ১০-১৫ জনের একদল ‘ডাকাত’ রাকিবকে জামতলী সড়ক থেকে মুখোশ বেদে এলোপাতাড়ি পিটিয়ে গলা টিপে হত্যার চেষ্টা করে। এসময় আসামিরা রাকিবের কাছে থাকা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, iphone ও ৩,২০,০০০ ( তিন লক্ষ বিশ হাজার) টাকা ছিনিয়ে নিয়ে যায়।
    স্থানীয়দের সহযোগিতার সদর হাসপাতাল ভর্তি হয় রাকিব

    অপর দিকে মিথ্যা মামলা দিয়ে প্রবাসী রাকিবের পরিবারের লোকজনকে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছেন সন্ত্রাসী নাজিম তাদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।

    পাখি আক্তার বলেন, আমার ছেলেকে মিথ্যা মামলা দিয়েছে এনিয়ে আমি থানাতে মামলা করেছি। হামলার বিষয়ে আমি কিছু জানি না। যারা হামলা করেছে তাদেরকেও নাজিম চিনি না। তারা নিজেরাই পরিকল্পিতভাবে নাজিম কে ফাঁসানোর জন্য এসব ছড়িয়েছে।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ বলেন, প্রবাসী রাকিবকে মুখোশ বেঁধে উঠিয়ে নিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। এই বিষয়টি মামলা হয়েছে পলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।

  • ওমরাহ হজ্জ শেষে উল্লাপাড়ায় আগমনে এম আকবর আলীকে সংবর্ধনা।

    ওমরাহ হজ্জ শেষে উল্লাপাড়ায় আগমনে এম আকবর আলীকে সংবর্ধনা।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সপরিবারে পবিত্র ওমরাহ হজ্জ শেষ করে সৌজন্য স্বাক্ষাৎ এর জন্য উল্লাপাড়ায় আগমন করেন সাবেক সাংসদ এম আকবর আলী। এ উপলক্ষে উল্লাপাড়া বিজ্ঞান স্কুল ও বিজ্ঞান কলেজের উদ্যোগে সোমবার(২ ডিসেম্বর) বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

    আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত বি.এন.পি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাবেক এমপি এম আকবর আলীকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা জানান এবং তার শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। অল্প সময়ের মধ্যে উজ্জীবিত বি.এন.পি’র নেতাকর্মীদের সাথে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।

    এ সময় সাবেক সাংসদ ও বি.এন.পি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী উপস্থিত নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, বি.এন.পি আস্থা ও ভালোবাসা অর্জন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। অন্যায়ভাবে মানুষের উপর জুলুম, অত্যাচার ও নির্যাতন করার ফলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আ’লীগ ধ্বংস হয়ে গিয়ে পালিয়ে ভারতে বসবাস করছে।

    তিনি আরোও বলেন, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বি.এন.পি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা করে অত্যাচার নির্যাতন করেছিলো। তাদের করা মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে এবং তারেক রহমানসহ সকল আসামীদেরকে আদালত খালাস দিয়েছেন। বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নিদোর্শ প্রমানিত হয়েছেন। আইনী প্রক্রিয়ায় আমরা সঠিক বিচার পেয়েছি। ফ্যাসিস্টদের সময়কালে বিচারকগণ ইচ্ছা থাকা সত্বেও ন্যায় বিচার করতে পারেন নাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দ্বিতীয় বার স্বাধীন বাংলাদেশে বিচারকদের মুক্ত চিন্তায় আমরা ন্যায় বিচার পেয়েছি।

    এ সময় উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.মোক্তার হোসেন, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো.আব্দুল মজিদ, সাবেক পৌর মেয়র মো. বেলাল হোসেন,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, মো.আশরাফুল ইসলাম মিন্টু, উপজেলা বিএনপির সদস্য,মো.মিজানুর রহমান(বাবু),পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,মো. হায়দার আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক,মো.আবু শাহিন রেজা প্রমূখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    এ সময় সৌদি আরব থেকে আনা খেজুর ও জমজমের পানি সকলেই পান করেন

  • গোদাগাড়ীতে হিরোইন সহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ীতে হিরোইন সহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম হেরোইন দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী গোয়েন্দা পুলিশের সদস্যরা।

    গ্রেফতারকৃত শীর্ষ দুই মাদক ব্যবসায়ীরা হলেন মো. কাশিয়া ডাঙ্গা এলাকার বালিয়া সেনপকুর গ্রামের হোসেন আলীর ছেলে নুরুন্নবী(২৬) ও গোদাগাড়ী এলাকার পাথরঘাটা ঘোষপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে নাঈম আহম্মেদ (৩০)।

    পুলিশ সূত্রই জানা যায় গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী মোড়ে ০২/১২/২০২৪ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ৪ টা.৫০ মিনিট এর দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,
    লিটন মিয়া পিতা-মৃত অকিল হোসেন এর বসত বাড়ির সামনে ০২জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে গাড়ীর জন্য অপেক্ষা করছিল।
    এসময় তারা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এসআই (নিঃ)/ মোঃ আঃ রহিম ও তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উক্ত ঘটনাস্থলে আসামীদ্বয়কে হাতে নাতে করে,সাক্ষীদের উপস্থিতিতে ১নং আসামী মোঃ নুরুন্নবী এর দেহ তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের সামনে ডান পকেট হতে আসামীর নিজ হাতে বাহির করে দেওয়া ০৫টি সাদা স্বচ্ছ ইয়ারটাইট পলিথিনের প্যাকেটে রক্ষিত বাদামী বর্ণের হেরোইন (মাদকদ্রব্য) উদ্ধার করে।

  • উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় জাকারিয়া হোসেন জয় (৩৬) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৬ টার সময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ভুতগাছা গ্রামের পাশে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

    নিহত জাকারিয়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের দেলোয়ার হোসেন আকন্দের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামীণ ব্যাংক শাখায় কর্মরত ছিলেন। তার পরিবারে এক স্ত্রী,৭ম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ে ও এক শিশু সন্তান রয়েছে।

    নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জাকারিয়া হোসেন জয় সন্ধ্যার পর তার অফিসের সকল কাজ শেষ করে মোটরসাইকেল যোগে উল্লাপাড়া পৌর শহরে নিজ বাসা ঝিকিড়ায় আসার পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি অটোভ্যানকে অভারটেক করার সময় যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পরে।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

    উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাকারিয়া হোসেনের মরদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

  • শ্রীমঙ্গলে উদযাপিত হলো আদিবাসী গারো সম্প্রদায়ের  ঐতিহ্যবাহী “ওয়ানগালা”।

    শ্রীমঙ্গলে উদযাপিত হলো আদিবাসী গারো সম্প্রদায়ের  ঐতিহ্যবাহী “ওয়ানগালা”।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ
    নানা আয়োজনের মধ্য দিয়ে ওয়ানগালা  উৎসব পালন করেছে সিলেট বিভাগে বসবাসরত  গারো সম্প্রদায়ের আদিবাসীরা। এই উৎসবকে গারো সম্প্রদায়রা বলেন “ওয়ানগালা”বা নবান্ন উৎসব ।জানা যায়, এক সময় গারো পাহাড় এলাকায় জুম চাষ হতো এবং বছরে মাত্র একটি ফসল হতো। তখন ওই জুম বা ধান ঘরে উঠানোর সময় গারোদের শস্য দেবতা ‘মিসি সালজং’কে উৎসর্গ করে।
    কিন্তু গারোরা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পর তাদের ঐতিহ্যবাহী সামাজিক প্রথাটি এখন ধর্মীয় ও সামাজিকভাবে একত্রে করে পালন করা হয়। এক সময় তারা তাদের শস্য দেবতা মিসি সালজংকে উৎসর্গ করে ওয়ানগালা পালন করলেও এখন তারা নতুন ফসল কেটে যিশু খ্রিস্ট বা ঈশ্বরকে উৎসর্গ করে ওয়ানগালা পালন করেন।
    এই উৎসব মুখর ধারাবাহিকতায় রোববার(১লা ডিসেম্বর )   শ্রীমঙ্গল উপজেলা অধীনে ফুলছড়া গারোপাড়ায়  জাঁকজমক ভাবে দিনব্যাপী  পালন করেন এ ওয়ানগালা উৎসব ।এই ওয়ানগালায়  খামাল(পুরোহিত)হিসাবে ফাদার জেমস শ্যামল গমেজকে গারো সম্প্রদায়ে কৃষ্টিগত কুটুব পড়িয়ে তাকে গ্রহণ করে নেন। তারপরে তিনি এই ওয়ানগালার পবিত্র  খ্রিষ্টযাগ  উৎসর্গ করেন। তারই মধ্যদিয়ে এই ওয়ানগালা   প্রথম পর্বটি শুরু হয়। খ্রিষ্টযাগে সহযোগীতা করেন শ্রীমঙ্গল  কাথলিক মিশনের সহকারী  পালপুরোহিত ফাদার রবার্ট নকরেক  সিএসসি, ফাদার বার্ণাড টিউস নকরেক, ফাদার কল্লোল রোজারিও’সহ ব্রতধারী -ব্রতধারিণী গণ।
    খ্রীষ্টযাগের শুরুতেই বেদির পাশে তৈরিকৃত পবিত্র ক্রুশে মালোদান ও কুটুপ পড়ানো হয়। সেইসঙ্গে উৎপাদিত প্রথম ফসলগুলো ক্রুশের নিচে সৃষ্টিকর্তার উদ্দেশে উৎসর্গ করা হয়। গারোদের ১২টি গোষ্ঠীর উদ্দেশে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।।এছাড়াও ওয়ানগালার মূল অনুষ্ঠানের অংশ টক্কা, রুগালা, সাসাতসুআ (ধূপ পুড়ানো) ও উৎপাদিত ফসল আর্শীবাদ প্রদান হয় এই খ্রীষ্টযাগে।
    খ্রিস্টযাগ শেষে দুপুর ২টায় অদ্যকার ওয়ানগালা  খামাল(পুরোহিত) ফাদার জেমস শ্যামল গমেজ সিএসসি সভাপতিত্বে এবং মৌসুমি আরেং মৌ ও সামুয়েল হাজং যৌথভাবে সঞ্চালনায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যগত  সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ওয়ানগালা সাংস্কৃতিক অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো: ইসলাম উদ্দিন।
    বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি সদস্য   প্রীতম দাশ, হুমায়ুন কবির মজুমদার, উপ-মহা ব্যবস্থাপক, ডিনস্টন ডিভিশন, মো:শাহারিয়া পারভেজ, ব্যবস্থাপক, চাতালি ডিভিশন, মাজদিহি, জনাব বিকাশ সিনহা, ব্যবস্থাপক, হরিণছড়া চা বাগান, ফিনলে,মৃণাল কান্তি দাশ, ওয়ানগালা উদযাপন কমিটি উপদেষ্টা মি: ফিলিক্স আাশাক্রা,সাবেক  নকমা ক্ষিতিশ আরেং,ডবলছড়া পুঞ্জি মাতব্বর ভিক্টর সুমের,মাতব্বর এলিসন সুঙ, সেন্ট জোসেফ কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপক ডমিনিক সরকার রনি প্রমুখ,এবং এই অনুষ্ঠানে অতিথিদেরকে নিজস্ব গারো উত্তরীয় ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
    এই সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ানগালা উদযাপন কমিটি আহবায়ক মি:পার্থ হাজং।
    এই ওয়ানগালা  উদযাপন উপলক্ষে গারো সম্প্রদায়ের ছেলেমেয়েরা বিচিত্র পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে নাচগান করেন। এটি গারোদের বছরের প্রধান বিনোদনের দিন। সারা গারো পাহাড় ঢোলের শব্দে মুখরিত হয়ে উঠে গারোপাড়াগুলো।
    আয়োজক কমিটি উপদেষ্টা মি: ফিলিক্স আাশাক্রা  বলেন, গারোরা পাহাড়ি এলাকায় একসময় জুম চাষ করতো  এবং বছরে মাত্র একটি ফসল হতো। তখন ওই জুম বা ধান ঘরে ওঠানোর সময় গারোদের শস্য দেবতা ‘মিসি সালজংকে উৎসর্গ করে এ উৎসবের আয়োজন করা হতো।মূলত গারোরা ছিল প্রকৃতিপূজারী কিন্তু কালের পরিক্রমায় গারোরা ধীরে ধীরে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পর তাদের ঐতিহ্যবাহী সামাজিক প্রথাটি এখন ধর্মীয় ও সামাজিকভাবে একত্রে পালন করা হয়। এক সময় তারা তাদের শস্য দেবতা মিসি সালজংকে উৎসর্গ করে ‘ওয়ানগালা’ পালন করলেও এখন তারা নতুন ফসল কেটে যিশু খ্রিস্ট বা ঈশ্বরকে উৎসর্গ করে ‘ওয়ানগালা’ পালন করে থাকেন।’ওয়ানগালা’ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য খ্রিস্টভক্ত গারাগানজিং, কতচু, রুগা, মমিন, বাবিল, দোয়াল, মাতচি, মিগাম, চিবক, আচদং, সাংমা, মাতাবেং ও আরেং নামে ১২টি গোত্রের গারো সম্প্রদায়ের লোকজনসহ প্রায় এক হাজার জন এ ওয়ানগালায়  উপস্থিত ছিলেন।
  • বাগমারা বি.এস স্কুল এন্ড কলেজে কর্মচারী নিয়োগে অনিয়মের তদন্ত নিয়ে তালবাহানা।

    বাগমারা বি.এস স্কুল এন্ড কলেজে কর্মচারী নিয়োগে অনিয়মের তদন্ত নিয়ে তালবাহানা।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাগমারা বি.এস স্কুল এন্ড কলেজে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. শরমিন ফেরদৌস চৌধুরী। উপ-পরিচালক গত ২৪ অক্টোবরে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়ে সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসারকে একটি পত্র দেন। মাস পেরিয়ে গেলও কর্মচারী নিয়োগে অনিয়ম তদন্তের কার্যক্রম এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। অভিযোগকারী নাঈমা পারভীন এর অভিযোগ আঞ্চলিক অফিসের প্রেরিত পত্রের আদেশ উপেক্ষা করে জেলা শিক্ষা অফিস তদন্ত কার্যক্রম শুরু করছেন না। তিনি আশঙ্কা করছেন তদন্ত না করেই পক্ষপাতিত্ত্ব করে প্রতিবেদন প্রেরণের চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে চলছে নানা তালবাহানা।

    বাগমারা বি.এস স্কুল এন্ড কলেজের চাকুরী প্রার্থী অভিযোগকারী মোছাঃ নাঈমা পারভীন গণমাধ্যম কর্মীদের জানান, কলেজে কর্মচারী নিয়োগে আমি একজন যোগ্য প্রার্থী হিসেবে আবেদন করি। আমার আবেদন পত্রটি কলেজ কতৃপক্ষ যাচাই-বাছাই করে গ্রহন করেন। কলেজে নিয়োগকালীন সময়ে তানভীর ইমাম এমপি’র আজ্ঞাবাহ গর্ভনিং বডির সভাপতি মো.হাফিজুর রহমান নানা তালবাহানা ও কেলেংকারী করে ল্যাব সহকারী ও আয়া পদে তার পছন্দের দুই প্রার্থীকে অবৈধভাবে নিয়োগ দেন। এই অবৈধ নিয়োগের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে একটি মামলা দায়ের করি। মামলার কপি, অবৈধ নিয়োগের নানা তথ্য উপাত্ত ও দালিলিক প্রমাণাদি সহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক বরাবর ওই অবৈধ নিয়োগকৃতদের বিরুদ্ধে বেতন ভাতা বন্ধ ও নিয়োগ বাতিল চেয়ে অভিযোগ দায়ের করি। তার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠিত হলেও এখনো দেখেনি আলোর মুখ। এ নিয়ে চলছে নানা তালবাহানা।

    এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. রেজাউল করিম জানান, এ বিষয়ে আমার কার্যালয়ের একজন শিক্ষা পরিদর্শক রবিউল হাসানকে তদন্তভার দেওয়া হয়েছে। খুব শীঘ্রই তদন্ত কার্যক্রম শেষ করে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন জমা দেওয়া হবে।