Author: admin
-
মাধবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ: বেগম রোকেয়া দিবস পালিত।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি“নারী-কন্যা সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ এর সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম। বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মেরিনা নাসরিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: ফয়সাল চৌধুরী, সাফিয়া খাতুন, ডলি প্রভা রায়, এসআই নাজমুল হক প্রমূখ। সভা শেষে এবছর বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী পাঁচ জন জয়িতা, লাকী রাণী শীল, ডলি প্রভা রায়, বকুল দেবনাথ, হালিমা আক্তার ও সাফিয়া খাতুন এর হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। -
শিক্ষার্থীর চিন্তা না করে আখের ক্রয় কেন্দ্র করেছে কলেজ মাঠে।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা না করে রাজশাহীর হরিয়ান সুগার মিলকে চলতি মৌসুমে আখ ক্রয়ের জন্য গত মাসের ২৮ নভেম্বর থেকে ৪০ দিনের জন্য খেলার মাঠ ভাড়া দিয়েছেন তেথুঁলিয়া-পীরগাছা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও ভোকেশনাল ইন্সটিটিউট এর অধ্যক্ষ। এ বিষয়ে প্রতিষ্ঠানটির সভাপতির সাথে যোগাযোগ করলে তিনি জানান এ বিষয় কিছু জানেন না, জানেন না শিক্ষকসহ স্থানীয়রাও।
অভিযোগ উঠেছে-পরিবেশ বজায় রেখে এখন কোনটা চলবে, আখ ক্রয় নাকি শিক্ষার্থীদের খেলাধূলা ও লেখা পড়া। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থী-অভিভাবক, ক্রীড়ামোদিরা ।
রোববার(৮ ডিসেম্বর) সরেজমিন দেখা যায়,মিল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের মাঠটি দখল নিয়ে আখ ক্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করছেন। এর ফলে খেলাধুলার পাশাপাশি পড়া লেখার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী তানভীর আল ইসলাম বলেন, এই খেলার মাঠে যখন আখ পরিবহনর গাড়ি আখ রাখতে আসচ্ছে তখন রাস্তাতে দাড় করানো হচ্ছে পরিবহন এ করাণে সাধারণ মানুষের চলাচলেও সমস্যা হচ্ছে।
তিনি আরো জানান, স্থানীয়রা সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্কুল কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিক অভিযোগ দিয়েও সমাধান হয়নি।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোজাম্মেল হক সদর খেলার মাঠ ইজারা দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, সুগার মিল কর্তৃপক্ষ আখ ক্রয়ের কোন জায়গা না পেয়ে তার কাছে মাঠটি চেয়েছেন। সাময়িক সমস্যা হলেও আর কয়েকদিন পর ছুটির কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এজন্য এলাকার জনস্বার্থে মাঠটি বরাদ্দ দেয়া দেওয়া হয়েছে। মিল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা দিবেন বলে জানিয়েছেন। তবে অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হবে।
তেথুঁলিয়া আখ ক্রয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( সিআইসি) হাসিনুর রহমান বলেন, আখ ক্রয় সাময়িক বন্ধ রাখা হয়েছে। কেনা আখগুলো তুলে নেওয়া হচ্ছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেন, সে মোতাবেক কাজ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাম্মী আক্তার বলেন, বিষয়টি আমাকে আগে জানানো হয়নি। বিভিন্ন মাধ্যমে জানার পরে প্রতিষ্ঠানের মাঠে আখ ক্রয় কেন্দ্রেটি সরিয়ে নিতে অধ্যক্ষকে নির্দেশ দিয়েছি। প্রতিষ্ঠানের স্বার্থে তিনি ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
-
কালিয়াকৈরে সাবেক কাউন্সিলর আবুল কাশেম গ্রেফতার।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬নং ওয়ার্ডের কালামপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাবেক কাউন্সিলর মো. আবুল কাশেমকে একাধিক মামলায় গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশের সদস্যরা।
রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কামালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আবুল কাশেম (৫২) কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকার মৃত উসমান আলীর ছেলে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (অপারেশন) মো. যোবায়ের আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
তার বিরুদ্ধে সরকারি বন বিভাগের একাধিক মামলা রয়েছে। ওয়ারেন্টভুক্ত এসব মামলার আসামি হিসেবে রবিবার সন্ধ্যায় কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে গাজীপুর জেলা হাজতে প্রেরণ করা হবে।
-
জৈন্তাপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি।
জৈন্তাপুর(সিলেট)প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গাড়ি এই প্রতিপাদ্য স্লোগান-কে সামনে রেখে দিবস’টি পালন করা হয়।
৯ ডিসেম্বর ২০২৪ খ্রি: সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবিদ হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রহিনী রঞ্জন দাস, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারি মো: শাহাদৎ হোসেন।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে জৈন্তাপুরে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” এবছর উপজেলার চারিকাটা ইউনিয়নের পূর্ব সরুখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা পপি রানী দাস অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে তিনি জয়িতা পুরস্কার লাভ করেন।
পপি রানী দাস নকশি কাথাঁ, বেতের তৈরী জিনিসপত্র বিক্রয় এবং হাসঁ-মুরগী পালন করে পরিবার ও এলাকায় সমবায় সমিতি গঠন করে বেকার মহিলাদের সেলাই প্রশিক্ষণ দিয়ে নিজে পরিবার এবং সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছেন।
অর্থনৈতিক ক্যাটাগরীত আর্থিক ভাবে স্বাবলম্বী হিসাবে তাকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে
উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির পৃথক এক আলোচনা সভার আয়োজন করা হয়। -
বাহুবলে অটোরিকশার ভাড়া নিয়ে ৪ গ্রামের সংঘর্ষে-পুলিশসহ শতাধিক আহত।
অনলাইন ডেস্কঃ হবিগঞ্জের বাহুবলে ৫ টাকা টমটম অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ঢাকা সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের বাড়ি-ঘর দোকানপাঠে হামলা ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানা গেছে, উপজেলার সাতপাড়িয়া গ্রামের এক যুবকের সঙ্গে টমটম অটোরিকশার ৫ টাকা ভাড়া দেয়া-নেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয় পার্শ্ববর্তী গ্রাম কবিরপুরের এক ব্যক্তির। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কবিরপুর গ্রামের পক্ষে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায় ভেড়াখাল গ্রাম ও সাতপাড়িয়া গ্রামের পক্ষে অবস্থান নেয় বহরুয়া গ্রাম। ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়।
এদিকে, ঢাকা সিলেট মহাসড়কের উপর সংঘর্ষ চলায় সড়কের দু’পাশে আটক পড়ে শত শত যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষ চলায় দীর্ঘ হতে থাকে যানবাহনের সাড়ি। পরে বাহুবল থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, টমটম অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমাদের কয়েকজন পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
-
চারবারের চ্যাম্পিয়ন ভারতকে ৫৯ রানে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন।
অনলাইন ক্রীড়া ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্টে চারবারের চ্যাম্পিয়ন ভারতে ৫৯ রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দলের টাইগাররা।আজিজুল হাকিমের বলে আউট হলেন চেতন শর্মা। বাউন্ডারি লাইনে ক্যাচ নিতেই আনন্দে ভাসল বাংলাদেশ। মাঠে কৃতজ্ঞতার সিজদাহ। উড়ল বাংলাদেশের পতাকা।
আরও একবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। আরও একবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এশিয়ান ক্রিকেটের সেরা হওয়া। এর আগে যা করেছিলেন মাহফুজুর রহমান রাব্বিরা, সেটাই এবারে করে দেখালেন আজিজুল হক তামিমের দল। তবে এবারে আনন্দের উপলক্ষ্যটাও কিছুটা বেশি। কারণ ফাইনালে যে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন ভারতকেই।
১৯৮ রানের ছোটো এক লক্ষ্য। কিন্তু সেটাকেই ভারতের জন্য পর্বতসমান করে রেখেছিলেন বাংলাদেশের বোলিং ইউনিট। একের পর এক উইকেট নিয়েছেন বাংলাদেশের বোলাররা। থিতু হতে দেননি কাউকেই। কেপি কার্তিকেয়া ছাড়া আর কেউই সেভাবে পরীক্ষা নিতে পারেননি বাংলাদেশের বোলিং ইউনিটের। তবে অনেকটা সময় ধরেই বাংলাদেশকে ভুগিয়েছিলেন ভারত অধিনায়ক মোহাম্মদ আমান। তাকে ফিরিয়ে বাংলাদেশের পথটা সহজ করে দেন টাইগারদের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
অবশ্য জয়ের পথে বাংলাদেশের পথটা সহজ করে ফেলেছিলেন মূলত ইকবাল হোসাইন ইমন। এক স্পেলে তিন উইকেট নিয়ে ম্যাচে ফিরিয়েছিলেন তিনিই। একই ওভারে প্রায় একইরকমের ডেলিভারিতে ফেরান কার্তিকেয়া এবং নিখিলকে। দুজনেই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। এক ওভার পরেই ফের তার আঘাত। এই দফায় আউট হলেন হারভানশ পানগালিয়া। এই দফায়ও উইকেটের পেছনেই গিয়েছে ক্যাচ। বাংলাদেশও তাতে ম্যাচে ফিরেছে দারুণভাবে।
১৯৮ রানের লক্ষ্যে ভারতকে শুরুতেই চাপে ফেলে দেন আল ফাহাদ। দলীয় ৪ রানেই আয়ুশ মহাত্রেকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন এই পেসার। বিপদের আভাস দিচ্ছিলেন আলোচিত কিশোর বৈভব সুর্যবংশী। কিন্তু তাকে বাড়তে দেননি মারুফ মৃধা। খানিক পরেই রিজান ফেরান আন্দ্রে সিদ্ধার্থকে।
এরপরেই মূলত ম্যাচে ফেরার চেষ্টায় ভারত। কেপি কার্তিকেয়া আর মোহাম্মদ আমানের ২৯ রানের জুটি বেশ অনেকটাই এগিয়ে দেয় ভারতকে। আম্পায়ারের পক্ষ থেকে একাধিক সফট সিগন্যাল গিয়েছে বাংলাদেশের বিপক্ষে। যা নিয়ে মাঠে উত্তাপও ছড়িয়েছে বেশ। কিন্তু এরপরেই ইমনের দুর্দান্ত এক স্পেল। ৭৩ রানে ৩ উইকেট থেকে ৮১ রানে ৬ উইকেট।এরপর কিরণ চারমোলেকে নিয়ে আমানের চেষ্টা ছিল জুটি গড়ার। তবে আল ফাহাদ ফেরান কিরণকে। উইকেটের পেছনে ব্যস্ত দিন ছিল ফরিদের। ৪টি ক্যাচ নিয়েছেন একাই। এরপরে আর বাড়েনি ভারতের ইনিংস। শেষ উইকেটে সব প্রচেষ্টা ব্যর্থ করে আউট হলেন চেতন শর্মা।
-
নতুন বছরে হচ্ছে না বই উৎসব
অনলাইন ডেস্কঃ আগামী ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, তবে জানুয়ারি মাসের মধ্যে সব পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। প্রতিটি শ্রেণির বইয়ের কিছু অধ্যায় পরিমার্জন ও পরিবর্তন করার কারণে বই ছাপাতে দেরি হচ্ছে। সে জন্য শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে কিছুটা বিলম্ব হবে।
রোববার (০৮ ডিসেম্বর) খুলনা বিভাগের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক হোসাইন শওকত।
উপদেষ্টা বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে, যা আগামী বছরই প্রকল্প আকারে চালু হচ্ছে। এ সময় তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোসহ বিভিন্ন জায়গায় গুণগত পরিবর্তনেরও কথা জানান।
সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক কিংবা তার প্রতিনিধি এবং বিভাগীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে হলে প্রথমেই মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতির ব্যবস্থা করতে হবে এবং প্রাথমিক বিদ্যালয় বিদ্যমান বিভিন্ন সংকটে সমাধান দ্রুত সময়ের মধ্যে করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের ক্লাস রুমে সার্বক্ষণিক অবস্থান করার মানসিকতা পরিবর্তনে বিভিন্ন পরামর্শ দেন কর্মকর্তারা।
পরে একই স্থানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
-
আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাঁসি ভুলে গেছে বন্যার ক্ষতিগ্রস্তের কষ্ট।
নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার মাঠে মাঠে পাকা আমন ধান কাটার উৎসব চলছে। এখন অগ্রহায়ণের ঘরে ঘরে কৃষকের কোনো অবসর নেই। আগাম রোপণ করা ধান কাটা প্রায় শেষের দিকে। মাঠের প্রায় অর্ধেক পাকা ধান কাটা হয়ে গেছে এরই মধ্যে। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত জমিতে বিলম্বে রোপণ করা ধান কেটে ঘরে তুলতে আরও সপ্তাহ দুয়েক সময় লাগতে পারে কৃষকদের।এ বছর বন্যায় অনেক খেতের আমন ফসল পুরো নষ্ট হয়ে গিয়েছিল মৌলভীবাজারে। ফসল হারিয়ে অনেক কৃষকই দিশেহারা হয়ে পড়েন। কিন্তু শেষ পর্যন্ত যে যেভাবে পেরেছেন, হালিচারা সংগ্রহ করেছেন। বিলম্বে রোপণ করা জমিতে আগাম ফসলের চেয়ে উৎপাদন কম হতে পারে জেনেও রোপণ করেছেন চারা। এদিকে বিলম্বে রোপণ করা জমিতে যে ফসল হয়েছে, তাতে কৃষকেরা অখুশি নন। অনেকেই বন্যার ক্ষতির কথা ভুলে গেছেন। ঘরে পাকা আমন ফসল তুলছেন।সদর উপজেলার শিমুলতলার কৃষক সমীরণ সরকার গত বুধবার বলেন, পয়লা যা রুইছলাম (রোপণ), তা বন্যায় শেষ করি লাইছে। পরে আবার রুইছি, খারাপ নায়। ধান ভালা অইছে। তিনি বলেন, ছয় কিয়ার (এক কিয়ার=৩০ শতাংশ) জমিতে তিনি আগাম আমনের চারা রোপণ করেছিলেন। শ্রমিকসহ তাঁর ২০ হাজার টাকা খরচ হয়েছিল। ধলাই নদের ভাঙনের পানিতে খেত তলিয়ে সব ফসল নষ্ট হয়ে যায়, তিনি পুরোটাই ক্ষতিগ্রস্ত হন। এদিকে বন্যার পানি সরে গেলে আবার নতুন করে সাড়ে পাঁচ কিয়ার জমিতে স্বর্ণ মশুরি জাতের ধানের চারা রোপণ করেন। শ্রমিক ছাড়া নিজেই চারা রোপণ করেছেন তিনি। এতে তাঁর খরচ হয়েছে সাড়ে সাত হাজার টাকা। এখনো ধান কাটেননি। কয়েক দিনের মধ্যে পাকা ধান কাটবেন তিনি।কৃষক সমীরণ সরকার বলেন, লেইটে রুইছি, এতে তেমন কোনো সমস্যা অইছে না। কিছু ধান ইন্দুরে (ইঁদুর) খাইছে। ছাট (ফাঁদ) দিছলাম। পাঁচটা ইন্দুর মারছি। আর কাটছে না। কিয়ারও আশা কররাম ১৫/১৬ মণ ধান পাইমু। বন্যার ক্ষতি পুশাই যাইবো আশা করি।এ দিকে সদর উপজেলার মাতারকাপন, শিমুলতলাসহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, কোথাও কৃষকেরা খেতে পাকা ধান কাটছেন। অনেকে কাঁধভারে সেই ধান নিয়ে যাচ্ছেন বাড়িতে। কোথাও ধান এখনো পুরোপুরি পাকেনি। ধানে কিছুটা সোনালি রং ধরলেও সবুজ রয়ে গেছে। আরও কয়েক দিন সময় লাগবে সম্পূর্ণ ধান পাকতে। মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলার যেসব মাঠে বন্যায় ফসল নষ্ট হয়েছিল, সেসব মাঠে এখনো আধাপাকা ধান রয়ে গেছে বিলম্বে রোপণ করায়।শামীম মিয়া কয়েকজনকে নিয়ে পাকা ধান কাটছিলেন শিমুলতলা মাঠে। তিনি বলেন, এই খেত পানিয়ে (বন্যায়) সাদা অই গেছিল। সব ফসল শেষ। এরপর লাইমলা রুইলেও ধান ভালা অইছে। নদীর (মনু ও ধলাই নদ) পানির সাথে পলি আছিল। এতে ফসলের উপকার অইছে। কিয়ারো ১৬/১৭ মণ পাইরাম।তিনি আরও বলেন, বন্যায় তাঁর আগাম রোপণ করা প্রায় ৩৫ কিয়ার জমির ধান পুরো নষ্ট হয়ে গিয়েছিল। সে সময় শুধু শ্রমিকদেরই দিয়েছিলেন ৬০ হাজার টাকা। বন্যার পরে ২৫ কিয়ারে রঞ্জিত জাতের ধান রোপণ করেছেন। রাজনগরের মোকামবাজার, সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে হালিচারা সংগ্রহ করে এনে রোপণ করেছিলেন তিনি। এতে তাঁর খরচ হয়েছিল ৩০ হাজার টাকা। যে ফসল পাচ্ছেন, তাতে তাঁরা খুশি। বন্যার ক্ষতি নিয়ে আর ভাবছেন না। তাঁদের কথা, যদি বিলম্বে রোপণ না করতেন, তা হলে এখন যে ধান পাচ্ছেন, সেটাও তাঁরা পেতেন না তিনি।কৃষি বিভাগ, কৃষক ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজারে পাহাড়ি ঢল, মনু ও ধলাই নদের ভাঙনে পুরো জেলাতেই কমবেশি বন্যা হয়েছে। পানিতে তলিয়ে পাকা-আধা পাকা আউশ ধান, রোপা আমন ও আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। পানিতে তলিয়েছে, এমন আমন ফসলের বেশির ভাগই সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। বন্যার সময়টি ছিল আমন ধানের চারা রোপণের প্রায় শেষ পর্যায়। অনেকের রোপণ করা শেষ হয়ে গিয়েছিল। চারাও আর ছিল না। পরে বিলম্বিত চাষে কেমন ফসল হবে, তা নিয়ে কৃষি বিভাগ-সহ অনেক কৃষকেরই উদ্বেগ ছিল। তবে বিলম্বে রোপণে আগাম ফসলের চেয়ে উৎপাদন কিছুটা কম হলেও কৃষকেরা হতাশ নন। ফসল ভালো হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় সূত্র জানিয়েছে, বন্যার কারণে প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বিলম্বে আমন চাষ হয়েছে। রাজনগর, কুলাউড়া ও মৌলভীবাজার সদরেই এই জমি বেশি। এ বছর সারা জেলায় আমনের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ এক হাজার হেক্টর। চাষাবাদ হয়েছে প্রায় ৯৮ হাজার হেক্টরে। বিলম্বে রোপণ করা জাতের মধ্যে ব্রি ধান-৪৯ ও ৮৭- এগুলোর ভালো ফলন হয়েছে। এ পর্যন্ত ৪৮ শতাংশ ধান কাটা হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, বন্যায় যে খেতের ফসল ক্ষতিগ্রস্ত হয়নি, সেগুলোর ফলন ভালো হয়েছে। বিলম্বে রোপণ করা ধানের ফলন কিছুটা কম হয়েছে, তারপরও ভালো ফলন পাওয়া যাচ্ছে। কিছু না পাওয়ার চেয়ে যা মিলছে, তা ভালোই। মাঠের সব ধান কাটতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগবে বলে আশা করা যায়। -
জানুয়ারীতে খসড়া ভোটার তালিকা প্রকাশ।
জানুয়ারীতে খসড়া ভোটার তালিকা প্রকাশ
অনলাইন ডেস্কঃ আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথালেছন নির্বাচন কমিশন।
রবিবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মারফত এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল আছে, তাদেরকে জরুরিভিত্তিতে আগামী ২ জানুয়ারির আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
-
ভারতীয় হাইকমিশনে বি.এন.পি’র স্মারকলিপি প্রদান।
অনলাইন ডেস্কঃ বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির ৩ সংগঠন।
রোববার (৮ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে পুলিশের অনুরোধে তিন সংগঠনের ৬ জন প্রতিনিধি এ স্মারণলিপি দেন।
এর আগে স্মারকলিপি দেওয়ার জন্য বিএনপির তিন সংগঠনের ছয় জন প্রতিনিধিকে ভারতীয় হাইকমিশনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেয় পুলিশ। প্রস্তাবে রাজি হয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধিরা ভারতীয় হাইকমিশনে গিয়ে তারা স্মারকলিপি জমা দেন।
ছয় প্রতিনিধি হলেন- যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপি নেতাকর্মীদের পদযাত্রা এরও আগে ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি আটকে দেয় পুলিশ। দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে রামপুরা ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেন তারা। বেলা সাড়ে ১১টার দিকে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়।
পদযাত্রায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নিয়েছেন।