Author: admin

  • তনয়ের আত্মহত্যা প্ররোচনাকারীদের গ্রেপ্তারের দাবীতে আমতলীতে মানববন্ধন।

    তনয়ের আত্মহত্যা প্ররোচনাকারীদের গ্রেপ্তারের দাবীতে আমতলীতে মানববন্ধন।

    আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ

    বরগুনার আমতলীতে ব্যবসায়ী নিয়াজ মোরশেদ তনয়ের আত্মহত্যা প্ররোচনাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আরিফুল ইসলাম আরিফ বলেন, নিয়াজ মোরশেদ তয়নকে আত্মহত্যার প্ররোচনার ঘটনায় একজন কে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

    জানা যায় ছয় বছর আগে উপজেলার হলদিয়া ইউনিয়নের গুরুদল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আলহাজ্ব নান্নু মোল্লার ছেলে নিয়াজ মোশের্বদ তনয়ের সঙ্গে আরেক ব্যবসায়ী চাওড়া চলাভাঙ্গা গ্রামের বাসিন্দা ফারুক গাজীর মেয়ে ফারিয়া জান্নাতি মীমের বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর স্বামী তনয় জানতে পারে তার স্ত্রী মীমের আগে আরো একটি বিয়ে হয়েছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্ধ চলছিলো। এর মধ্যে ওই দম্পতির ঘরে একটি কন্যা সন্তান জন্ম হয়েছে। ইতিমধ্যে তার স্ত্রী ফারিয়া জান্নাতি মীম তারেক হাসান বাহাদুর নামের এক ছেলের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েছে। পরকিয়া প্রেমিক নিয়ে তিনি (মীম) বিভিন্ন স্থানে ঘুড়ে বেড়াচ্ছে এবং টিকটক ভিডিও তৈরি করে সোসাল মিডিয়ায় প্রচার করছে। এতে ক্ষুব্দ হয়ে তনয় স্ত্রী মীমকে গত ২৪ সেপ্টেম্বর তালাক দেয়। তালাক নোটিশ পেয়ে ১৭ অক্টোবর মীম তার স্বামী নিয়াজ মোশের্বদ তনয়ের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে যৌতুক মামলা দায়ের করেন, ওই দিনই পুলিশ তনয়কে গ্রেপ্তার করেন। এ মামলায় তনয় ১১ দিন জেল হাজতে ছিল। স্ত্রী ফারিয়া জান্নাতি মীম ও তার সাঙ্গপাঙ্গরা স্বামী তনয়কে বিভিন্ন ভাবে বুলিং ও হয়রানী করতো। এতে নিয়াম মোশের্বদ তনয় মানষিক ভাবে ভেঙ্গে পড়েৎফলে সে আত্মহত্যার সিধান্ত নেয়। স্ত্রীর পরকিয়া ও তার পরিবারের লোকজনের বুলিং ও হয়রানীর এমন কর্মকান্ড সইতে না পেরে গত ২৯ নভেম্বর ভোররাতে তনয় স্ত্রী, শ্বশুর, শ্বাশুড়ীর ও তার স্বজনদের নির্যাতনের বর্ননা স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষপান করেন। মুহুর্তের মধ্যে তার স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

    গত ৩০ নভেম্বর ঢাকা শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় গত ৫ ডিসেম্বর আমতলী থানায় তনয়ের বড় বোন অ্যাডভোকেট তানিয়া আক্তার বাদী হয়ে তনয়ের স্ত্রী ফারিয়া জান্নাতি মীমকে প্রধান আসামী করে ১২ জনের নামে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। ওই রাতেই পুলিশ মীমের বড়ভাই আসামী খালিদ গাজীকে গ্রেপ্তার করেছে।

    তনয়ের আত্মহত্যার জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবীতে বুধবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটে আদালতের আইনজীবি মোঃ আরিফ উল হাসান আরিফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তনয়ের বাবা আলহাজ্ব মোঃ নান্নু মোল্লা ও বড় বোন মামলার বাদী আইনজীবি তানিয়া আক্তার। মানবন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক মানুষ অংশ গ্রহন করেছেন।

    মামলার বাদী আইনজীবি তানিয়া আক্তারের অভিযোগ আসামীরা মামলা তুলে নিতে আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমি মামলা তুলে না নিলে আমাকে ও আমার মেয়েকে অপহরণের হুমকি দিচ্ছে। দ্রুত আসামীদের গ্রেপ্তারের দাবী জানান তিনি।

  • মাধবপুরে মাদকসম্রাট কুদ্দুস ও তার সহযোগী মাদকসহ গ্রেফতার।

    মাধবপুরে মাদকসম্রাট কুদ্দুস ও তার সহযোগী মাদকসহ গ্রেফতার।

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
    হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ মাদকসম্রাট কুদ্দুস মিয়া (৪৫) ও দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার গুদামপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি কালো রংয়ের প্রাইভেটকারের ভেতর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদকসম্রাট কুদ্দুস মিয়া এবং তার দুই সহযোগী হৃদয় মিয়া (২৪) ও ইমরান মিয়া (২০) কে গ্রেফতার করেন।
    গ্রেফতারকৃতরা হলেন কুদ্দুস মিয়া মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নের গোয়াসনগর গ্রামের মৃত রজব আলীর পুত্র, হৃদয় মিয়া হবিগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের মোহনপুর এলাকার মুছাব্বির মিয়ার পুত্র ও ইমরান মিয়া হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের আব্দুল লতিফ এর পুত্র।
    মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, কুদ্দুস মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় তিনটি, চুনারুঘাট থানায় দুইটি, বাহুবল থানায় একটি, জামালপুর জেলার সরিষাবাড়ি থানায় একটি, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় একটি মামলা আছে। ধৃত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।##
    বার্তা প্রেরক
  • কালিয়াকৈরে বিশ্ব মানবাধিকার দিবস পালন।

    কালিয়াকৈরে বিশ্ব মানবাধিকার দিবস পালন।

    গাজীপুর(কালিয়াকৈর)প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার(১০ ডিসেম্বর) সকালে উপজেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ পরিচালক মোঃ মাসুম রানা।

    এ সময় বিশেষ অতিথি হিসেব আরো উপস্থিত ছিলেন, চন্দ্রা ছিন্নমূল হকার্স কমিটির সভাপতি মো. ইয়াকুব আলী কালিয়াকৈর উপজেলার কমিটি সেক্রেটারি শাহা আলম সহ ছিন্নমূল হকার্স সদস্য ও পথচারী মানবাধিকার সংস্থার কর্মী ও সাংবাদিক বৃন্দ। এই এলাকার সকল দোকান্দার ও ব্যবসায়ীরা।

  • নেতাকর্মীদের হত্যার বিচারের দাবীতে রামপাল কলেজ ছাত্রদলের মানববন্ধন।

    নেতাকর্মীদের হত্যার বিচারের দাবীতে রামপাল কলেজ ছাত্রদলের মানববন্ধন।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সকল নেতা-কর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড, নির্যাতনের শিকার ছাত্রদলের নেতা-কর্মীদের  নিপীড়নের ঘটনার যথাযথ বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রামপাল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
    মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রামপাল সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ গেইটে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
    মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন, ছাত্রদলের সহসম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন, ইমরান হাওলাদার তুহিন, অপু রায়হান।
    এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শেখ রফিকুল ইসলাম, ইকরামুল সরদার, ইমরুল পারভেজ, পিয়াস প্রমুখ।
    মানববন্ধনে বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তা যেন আর ফিরে না আসে। আমরা আগামীতে মানবাধিকার ও সাম্যের বাংলাদেশ দেখতে চাই। মানবাধিকার দিবস আমাদের জনগণের জন্য। কিন্তু বিগত দেড় যুগ ধরে সরকার মানবাধিকার কুক্ষিগত করে রেখেছিল। বিরোধী দলের নেতাদের বিভিন্নভাবে নির্যাতন করেছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে নির্যাতন করেছে এবং চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করেনি। এটা একটা মানবাধিকার লঙ্ঘনের উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা বিগত সরকারের আমলের সকল অনিয়মের বিচার চাই।
  • মাধবপুরে কুখ্যাত ডাকাত রজব আলী গ্রেফতার।

    মাধবপুরে কুখ্যাত ডাকাত রজব আলী গ্রেফতার।

    মাধবপুর(হবিগঞ্জপ্রতিনিধিঃ 
    হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের অভিযানে হত্যা মামলাসহ একাধিক অস্ত্র, চুরি, ডাকাতি ও অন্যান্য মামলার আসামী কুখ্যাত ডাকাত রজব আলী গ্রেফতার করা হয়েছে।
    থানা সূত্রে জানা যায়, মাধবপুর থানাধীন কাশিমনগর ফাঁড়িতে কর্মরত এসআই মোঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার  চৌমুহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামী কুখ্যাত ডাকাত  মোঃ রজব আলীকে গ্রেফতার করে সক্ষম হন। সে চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের
    মৃত মন্নর আলীর ছেলে মোঃ রজব আলী(৫৬)।
    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত রজব আলীর বিরুদ্ধে মাধবপুর থানাসহ অন্যান্য থানায় একটি খুন, তিনটি ডাকাতি, দুটি অস্ত্র, তিনটি চুরি ও পাঁচটি অন্যান্য মামলা রয়েছে। তিনি আরও বলেন,রজব আলীকে আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়েছে।
  • আমতলীতে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা।

    আমতলীতে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা।

    আমতলী(বরগুনা)প্রতিনিধি : বরগুনার আমতলীতে স্বামীর সঙ্গে অভিমান করে সাবিনা ইয়াছমিন (১৯) নামের গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

    মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল‌ সাড়ে ১০ টার সময় অচেতন অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের  শানু হাওলাদারের ছেলে বায়েজিদ (২২) এর সাথে একই গ্রামের জামাল মীরের মেয়ে সাবিনা ইয়াছমিন(১৯) সাথে বিবাহ হয়। স্বামী বেকার বিবাহের পর হতে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া ঝাটি ও মনোমালিন্য হইতো।

    মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় টিনসেড বাসার দোতলায় ডান পাশে ঘরের আড়ার সাথে নিজের পরিহিত সুতী ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

  • কালিয়াকৈরে বেগম রোকেয়া দিবস পালন।

    কালিয়াকৈরে বেগম রোকেয়া দিবস পালন।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর)দুপুরে কালিয়াকৈর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও জয়ীতা’দের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার,কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান রাসেল,জেন্ডার প্রমোটার রাজন খান সহ নির্বাচিত জয়ীতা,’গণ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মচারীবৃন্দ।

    এবছর উপজেলা পর্যায়ে ৪ টি ক্যাটাগরিতে ৪ জনকে জয়ীতা নির্বাচিত করা হয়।এদের মধ্যে সফল জননী হিসেবে মনোয়ারা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী প্রাথমিক শিক্ষিকা লাইলি আক্তার,অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সাঈদা জান্নাত ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ক্যাটাগরিতে জেসমিন বেগম কে নির্বাচিত করা হয়।পরে জয়ীতা দের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

  • মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন।

    মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন।

    মৌলভীবাজার প্রতিনিধি:
     আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে পথসভা করেছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম।
    সোমবার (৯ ডিসেম্বর) সকালে চৌমোহনা চত্বরে আয়োজিত এসভায় সভাপতিত্ব করেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব এড. মাহবুবুল আলম শামীম।
    দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মশাহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার এর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার প্রতিষ্টাকালীন সাধারণ সম্পাদক সাংবাদিক দুরুদ আহমদ, সহ-সভাপতি সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলা শরিফ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক রুবেনা বেগম, অর্থ সম্পাদক সাংবাদিক আব্দুল বাছিত খান, আব্দুল বারিছ, জালাল চৌধুরী, হাওর কাওয়াদিঘি সাধারণ সম্পাদক খসরুজ্জামান চৌধুরী, মঈনুল হক, তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্টাতা ও পরিচালক তাওহীদ ইসলাম,  মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী, মহিলা নেত্রী শ্যামলী সুত্রধর, এস.এম সোশ্যাল  ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী তোফাজ্জল হোসেন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সভাপতি ইকবাল হোসেন পাবেল, সহ-সভাপতি সোহেল হাকিম, সাধারণ সম্পাদক মো: আব্দুল কাইয়ুম সুলতান, ছাত্র ফোরাম এর সাবেক সহ-সভাপতি চৌধুরী মেরাজ, সহ-সভাপতি শেখ দেলোয়ার, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সাকিবুল হাসান, আব্দুস সোপান সামি,  সুব্র দেব, মিনহাজ আহমদ, মো: আলি হোসেন, সৈয়দ ইমরান আলী, নীরব চন্দ্র,জয় দেব শাওন, সাংবাদিক জাহেদুল ইসলাম পাপ্পু, সাংবাদিক রিপন আহমদ, সাংবাদিক সায়েক আহমদ, মনজুরুল আলম, বুলবুল খাঁন, বুলু আহমদ বুলু, নোমান মিয়া, সোহেল হাকিম, জালাল চৌধুরী, বিমলেন্দু মালাকার প্রমুখ।
    এসময় বক্তারা বলেন, শক্তিশালী ন্যায়পরায়ণ  গঠনের পাশাপাশি রাষ্ট্রের শীর্ষ থেকে সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।  সরকারী হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিত করা, বিশেষজ্ঞ ডাক্তারের ফিস কমানো। খাদ্য দ্রব্যসহ বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রন করতে শক্তিশালী কমিশন গঠন, জনবান্ধব পুলিশ করার লক্ষ্যে স্বাধীন পুলিশ গঠন করাসহ একাধিক দাবি তুলে ধরেন। এছাড়াও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়।
  • কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধর মৃত্যু।

    কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধর মৃত্যু।

    কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নাসির মিয়া(৬৫) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।

    সোমবার (৯ ডিসেম্বর) দুপুরের সময় শমসেরনগর-মৌলভীবাজার সড়কের মোকামবাজার  ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।

    এ সময় মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়। স্থানীয় ও পুলিশ সূত্র জানাযায় শমসেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের আব্দুল মানিকের ছেলে রায়েক তানভির (১৭) তার বন্ধু ভাদাইর দেউল গ্রামের সুমন মিয়ার ছেলে জুমান মিয়াকে (১৭) নিয়ে মোটরসাইকেলযোগে মুন্সীবাজারের দিকে যাচ্ছিল। এ সময় সাইকেলে বেপরোয়া গতি থাকায় মোটরসাইকেলের ধাক্কায়

    নাসির মিয়া (৬৫) নামের এক বৃদ্ধির মৃত্যু হয়েছ। মুন্সিবাজার ইউনিয়নের বাসুদেবপুর  গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়। ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের লাশ মৌলভীবাজার   মর্গে রয়েছে।

  • ভোটাধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নাই- কৃষিবিদ শামীমুর রহমান।

    ভোটাধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নাই- কৃষিবিদ শামীমুর রহমান।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, আমরা দীর্ঘদিন ধরেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছি। খুনি হাসিনা নির্বাচনব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে। জনগণের ভোটাধিকার থেকে শুরু করে সব সাংবিধানিক অধিকার হরণ করেছে। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে তারা গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মামলা, নিপীড়ন, নির্যাতনের মাধ্যমে অবৈধ ক্ষমতাসীনরা দেশে অরাজকতার রাজত্ব কায়েম করেছিল। পাশাপাশি লুটপাট-দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। এজন্যই আমরা তারেক রহমানের নির্দেশনায় ভোটের ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার, মানুষের মতপ্রকাশের স্বাধীনতার ব্যাপারে জোর দাবি নিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। অবশেষে খুনি হাসিনা গণহত্যা করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়েছে।  আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

    সোমবার(৯ ডিসেম্বর) বিকেলে রামপালে উপজেলার হুড়কা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণমূলক রাষ্ট্র গঠনের ৩১  দফার প্রস্তাবনা বিতরণ ও সমাজে সর্বস্তরের সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে শান্তিপ্রিয় জনতার প্রতিবাদ সমাবেশে ঝলমূলিয়া দীঘির পাড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)।

    তিনি আরো বলেন, এদেশের গণমানুষের দল বিএনপি, কোটি কোটি জনতার হৃদয়ের স্পন্দন তারেক রহমান। অচিরেই তিনি বাংলাদেশে বীরের বেশে আসবেন। এদেশের সাধারণ মানুষ বৈষম্যের শিকার ছিল-আমরা সমাজে আর কোথাও বৈষম্য দেখতে চাইনা। হাসিনা সরকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে রাষ্ট্রীয় ভাতা ভোগ করিয়েছে। আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন চাই এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানাই। আমাদের কোমলমতি ছাত্রদের রক্তের ঋণ শোধ করতে হবে। সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাতে নিরাপদ। হিন্দু ভাইদের যদি কেউ নির্যাতন করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থ গ্রহণ করা হবে। গত ১৭ বছর আমাদের অসংখ্য নেতা-কর্মীদের বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। গোটা বাগেরহাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ। ২৪শের আন্দোলনে ছাত্রদের ত্যাগ ইতিহাসে স্থান করে নিয়েছে। আগামীতে তারেক রহমান একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও একটি বৈষম্যহীন সমাজ আমাদের উপহার দিবেন। আগামী ৩ মাসের মাধ্যে সম্মেলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি গঠন করা হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান এই বিএনপি নেতা।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন।

    এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক আব্দুল মোক্তাদির, প্রদীপ কুমার মণ্ডল, হাওলাদার রফিকুল ইসলাম, আরাফাত হোসেন, লাভলু ফকির, অধ্যাপক মনিরুল ইসলাম, মোহাম্মদ আলমগীর, ইসমাইল মোল্লা খোকম, সৈয়দ কুদরতি ইলাহি প্রমুখ। সমাবেশ শুরুর আগে বিভিন্ন ইউনিয়ন মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।