Author: admin

  • ভারতে মহানবী (সা.)কে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ।

    ভারতে মহানবী (সা.)কে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ।

    ভারতে মহানবী (সা.)কে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ

    ভারতের ক্ষমতাসীন দল বিজেপীর মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতা মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও নবীর সহধর্মিণী মা আয়শা (রাঃ)কে নিয়ে অবমাননাকর মন্তব্যের
    প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে  রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়।
    মুসলিম সমাজের বিভিন্ন সংগঠনের ব্যানারে
    হাজার হাজার স্থানীয় মুসল্লি এ কর্মসূচি পালন করে। এতে প্রায় ঘন্টাব্যাপী শহরের সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ থাকে।
    সোমবার (১৩ জুন) বিকাল ৩ টার সময় প্রথমে শেখ রাসেল মিনি স্টোডিয়াম হ্যালিপ্যাড মাঠ থেকে মিছিল সহকারে চতুর্দিক থেকে পৌর শহরের অভিমুখে জমায়েত হতে শুরু করে। সকলে একত্রিত হয়ে রাণীশংকৈল,বালিয়াডাঙ্গী, হরিপুর  সম্মিলিত উলামা পরিষদের আহবানে শহরের একটি বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা।
    প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর চৌরাস্তা মোড়ে মানববন্ধনে অংশ নিয়ে এক প্রতিবাদ সমাবেশ করেন।
    পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় মুসুল্লিরা বক্তব্য রাখেন। এতে মসজিদের ইমাম ও সম্মিলিত উলামা পরিষদের ওলামাসহ হাজার হাজার মুসুল্লিগণ অংশগ্রহন করেন। এসময় তারা ভারতে মহানবী হযরত মোহাম্মাদ (সা:) কে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ধিক্কার জানান। নুপুর শর্মা’র বিচারের দাবী জানান তারা।
    মানববন্ধনে বক্তারা বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই আমাদের প্রিয় নবীকে অপমান এর জন্য, তিনি যেন রাষ্ট্রীয়ভাবে এর তীব্র নিন্দা জানান। যখন গোটা বিশ্ব নবীর অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে । তখন আমাদের উচিত প্রতিবাদ জানানো। সেই সাথে নুপুর শর্মা ও নাভিন কুমার জিন্দালালের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।
    এ সময় মানববন্ধনে বক্তারা আরো বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপী সরকারের মুখপাত্র নুপুর শর্মা ও নাভিন কুমার জিন্দালাল মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তি করেছে । তাদের এমন কর্মকাণ্ডে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
    ভারতের মত একটি সভ্য রাষ্ট্রে দায়িত্বশীল ব্যক্তিরা মহানবী হযরত মোহাম্মাদ (সা:) কে নিয়ে কুরুচিকর মন্তব্য করে গোটা বিশ্বের মুসলিমকে আঘাত করেছে। যা কোনভাবেই মেনে নেয়া সম্ভব নয়। আজ শুধু বাংলাদেশ নয় গোটাবিশ্বে তাদের প্রতি ঘৃণার জন্ম নিয়েছে। এখন পর্যন্ত ভারত সরকার তাদের বিরুদ্ধে কার্যত প্রদক্ষেপ গ্রহন করেনি।
    অবিলম্বে তাদের শাস্তি নিশ্চিত করা না হওয়া পর্যন্ত ভারতের সকল পণ্য বয়কট করার আহবান জানান তারা।
    এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন প্রতিবাদ না করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় । মহানবীকে নিয়ে অবমাননাকারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে আরও কঠোরতম কর্মসূচি দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন মুসলিম সংগঠনের নেতারা।
    এসভায় তিন দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয় ।
    দাবীগুলো হলে, রাসুলে করিম (সঃ) ও মা আয়শা (রাঃ)কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে রাস্ট্রীয়ভাবে তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা, ভারতীয় রাস্ট্রদুতকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো, রাস্টীয়ভাবে ভারতীয় পন্য বর্জন করার ঘোষনা দেয়া হয় ও এ দুই কুলাঙ্গার অপরাধীদের গ্রেফতার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবাদসরুপ ভারত সরকারকে চাপ প্রয়োগ করর আহবান জানানো হয়।
    পরে  মুসল্লিরা মোনাজাতের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ করেন।
    প্রসঙ্গত; সম্প্রতি ভারতের একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে এই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দালাল। যা মুসলিম সমাজে ক্ষোভের সৃষ্টি করেছে। ইতিমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছে।
  • মাধবপুরে জাতীয় শ্রমিক লীগের নতুন  আহবায়ক কমিটি গঠন।

    মাধবপুরে জাতীয় শ্রমিক লীগের নতুন  আহবায়ক কমিটি গঠন।

    মাধবপুরে জাতীয় শ্রমিক লীগের নতুন  আহবায়ক কমিটি গঠন।

    হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগের ১২ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় শ্রমিক লীগ মাধবপুর উপজেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
    গত (১২ জুন) রবিবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আরব আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নওশের আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিবুর রহমান চৌধুরী স্বাক্ষরিত জেলা জাতীয় শ্রমিক লীগের দাপ্তরিক প্যাডের মাধ্যমে সৈয়দ হাবিবুর রহমানকে আহবায়ক ও ফকির মোঃ জাবেদকে যুগ্ম আহবায়ক করে ১২ সদস্য বিশিষ্ট ৩ মাসের জন্য একটি আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,কানন ভূইয়া, সুজন মিয়া,সেলিম মিয়া,আশিক পাঠান,হেলাল মিয়া,ফারুক মিয়া,আজিজুল মিয়া,মুস্তাক মিয়া,সুহেল মিয়া, রুবেল মিয়া।
    পরে সোমবার নব গঠিত আহবায়ক কমিটি উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীগসহ সকল অঙ্গ সংগঠনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
  • মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রামপালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

    মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রামপালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

    মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রামপালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ 

    বাগেরহাটের রামপালে   মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা আয়েশা  (রাঃ) কে নিয়ে সম্প্রতি পাশ্ববর্তী দেশ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও গণমাধ্যম এজেন্ট নবীন কুমার জিন্দাল কটুক্তি মূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ১৩ জুন সোমবার বিকাল ৫.০০ টায় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলোর উদ্যোগে  উপজেলার চাকশ্রী বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    এসময় বাইনতলা ইউনিয়নের  বিভিন্ন স্থান থেকে আনুমানিক  দেড় হাজার ধর্মপ্রান মুসলমান  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করে।
    স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলোর সভাপতি মোঃ হাদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম রনি’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ আব্দুল্লাহ,  বিশিষ্ট সমাজ সেবক মল্লিক আঃ হাই, চাকশ্রী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ জিল্লুর রহমান,  তারুণ্যের আলোর  সহ-সভাপতি সৈয়দ জাহিদুর রহমান।
    প্রতিবাদ সমাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) কে নিয়ে কটূক্তি কারী নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে দৃষ্টান্ত মূলক শাস্তি  দেয়ার জন্য ভারত সরকারের কাছে আহবান জানান।
  • তিস্তা ক্যানেলে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ।

    তিস্তা ক্যানেলে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ।

    তিস্তা ক্যানেলে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ।

    নীলফামারী ডিমলায় তিস্তা ক্যানেলে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুন) বিকালে বন্ধুদের সাথে ক্রিকেট খেলা শেষে তিস্তা ক্যানেলের ব্রীজ হতে চার বন্ধু গোসল করার জন্য ব্রীজ থেকে লাফ দেয়। তিন বন্ধু তিস্তা ক্যানেল থেকে উপরে উঠে আসলেও শাহিন ইসলাম (১২) নামে এক কিশোরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনবন্ধু শাহিন ইসলামের নিখোঁজের বিষয় স্থানীয় গ্রামবাসীকে জানাইলে স্থানীয় গ্রামবাসীরা শাহিনকে উদ্ধারে জন্য ক্যানেলে খোঁজাখুজি করে কোন সন্ধান পায় নাই।
    স্থানীয়রা তাৎক্ষনিক উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটকে সংবাদ দেয়। নিখোজ শাহিন ডিমলা উপজেলা নাউতারা ইউনিয়নের কুমারপাড়া গ্রামের নুরুজ্জামান এর ছেলে।
  • তাড়াশে প্রধানমন্ত্রীর উদ্যোগ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত।

    তাড়াশে প্রধানমন্ত্রীর উদ্যোগ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত।

    তাড়াশে প্রধানমন্ত্রীর উদ্যোগ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত।


    সিরাজগঞ্জের তাড়াশে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    কর্মশালায় ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারম্নক আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সহকারী কমিশনার ভূমি লায়লা জান্নাতুল ফেরদৌস,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার প্রমুখ।

    কর্মশালায় মুখ্য ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন জেলা স্থানীয় সরকারের উপ পরিচালক তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মাসুম বিলস্নাহ ও আফিফান নজমু।

    এ কর্মশালায় সরকারি সকল অধিদফতরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জন প্রতিনিধিবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,রাজনৈতিক নেতৃবৃন্দ,ধর্মীয় প্রতিনিধিগন, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে ১০টি গ্রুপের দলীয় কাজ উপস্থাপন করা হয়।

  • নলডাঙ্গায় গ্রামীন সড়ক উন্নয়নের কাজে নিম্নমানের ইট-কাজ বন্ধ করেলেন চেয়ারম্যান।

    নলডাঙ্গায় গ্রামীন সড়ক উন্নয়নের কাজে নিম্নমানের ইট-কাজ বন্ধ করেলেন চেয়ারম্যান।

    নলডাঙ্গায় গ্রামীন সড়ক উন্নয়নের কাজে নিম্নমানের ইট-কাজ বন্ধ করেলেন চেয়ারম্যান।


    নাটোরের নলডাঙ্গায় গ্রামীন সড়ক উন্নয়নে নিম্নমানের ইটের ব্যবহার করায় কাজ বন্ধ করে দিলেন উপজেলা চেয়ারম্যান।রোববার বেলা ১১ টার দিকে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের কাঁশবাড়িয়া ভাদুর বাড়ি হতে আঃ সালামের বাড়ি হয়ে সেন্টুর বাড়ি পযন্ত ১৫ লক্ষ টাকা ব্যায়ে ৪২৩ মিটার এচইবিবি করণ গ্রামীন সড়কে নি¤œমানের ইটের ব্যবহার করার অভিযোগ পেয়ে পরিদর্শনে গিয়ে কাজ বন্ধ করে দিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

    নলডাঙ্গা উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়,২০২১-২০২২ অর্থ বছরের এডিপির অর্থয়ানে এলজিইডি বিভাগ গ্রামীন সড়ক উন্নয়ন প্রকল্পের আওয়াতায় দরপত্র আহবান করেন। উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের কাঁশবাড়িয়া ভাদুর বাড়ি হতে আঃ সালামের বাড়ি হয়ে সেন্টুর বাড়ি পযন্ত ১৫ লক্ষ টাকা ব্যায়ে ৪৫৬ মিটার এইচবিবি করণ গ্রামীন সড়ক উন্নয়নে কাজ পান ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস আশরাফ ট্রেডার্স প্রতিষ্ঠানের মালিক মাহাবুবুর রহমান তালুকদার।এ সড়কে সিডিউল অনুযায়ী কাজ না করে নি¤œমানের ২ ও ৩ নম্বর ইটের ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে রোববার বেলা ১১ টার দিকে সরেজমিন পরিদর্শনে গিয়ে সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

    ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস আশরাফ ট্রেডার্স প্রতিষ্ঠানের মালিক মাহাবুবুর রহমান তালুকদার বলেন,ভালো মানের ইটের সাথে ইট ভাটা থেকে কিছু নি¤œমানের ইট চলে আসে। এই নিম্নমানের ইট সরিয়ে দিয়ে সিডিউল অনুযায়ী ভালো মানের ইট এনে কাজ করা হবে।

    উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, সিডিউল মোতাবেক এক নম্বর ইটের পরিবর্ততে দুই ও তিন নম্বর ইট ও বালুর ব্যবহার হচ্ছে।এমন অভিযোগ পেয়ে পরিদর্শনে গিয়ে এর সত্যতা পাওয়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।সিডিউল মোতাবেক এক নম্বর ইটের ব্যবহার ও বালু এবং সড়কের কাটিং গভীরতা না হলে কাজ করতে দেওয়া হবে না।

    উপজেলা এলজিইডির বিভাগের প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন,এ প্রকল্পে গ্রামীন সড়ক উন্নয়নে নি¤œমানের ইট সামগ্রীর ব্যবহার হলে সেটা মেনে নেওয়া হবে না।সিডিউল মোতাবেক কাজ না করলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।আর উপজেলা কাজ বন্ধ করে দিয়েছে আমার জানা নাই।

  • ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্য।

    ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্য।

    ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্য। 

    ঠাকুরগাঁও সদর উপজেলার বৃষ্টির সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুন) বিকালে সদর উপজেলার নারগুন ইউনিয়নের উত্তর মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
    বজ্রপাতে আল আমিন নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম।
    বজ্রপাতে নিহত যুবকের নাম আল আমিন (২৮) উত্তর মণ্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
    স্থানীয়রা জানান, নিহত আল আমিন  বিকেলবেলা ঘাস কাটার জন্য মাঠে যায়। হঠাৎ করে প্রচন্ড ঝড়ো হাওয়াসহ বজ্রপাত শুরু হলে মাঠে থেকে সে বাড়ির দিকে রওনা হয় । বাড়িডে আসার আগেই বিকট শব্দে বজ্রপাত আল আমিনের উপর পড়লে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
    এ বিষয়ে রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম মুঠোফোনে জানান পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় নারগুন ইউপির চেয়ারম্যান সেরেকুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের লাশ দাফনের অনুমতি দেয়া হয়। এবিষয়ে কোন মামলা হয়নি।
  • বেলকুচিতে সন্ত্রাসী হামলার বিচার ও বহিস্কারের দাবিতে কলম বিরতি।

    বেলকুচিতে সন্ত্রাসী হামলার বিচার ও বহিস্কারের দাবিতে কলম বিরতি।

    বেলকুচিতে সন্ত্রাসী হামলার বিচার ও বহিস্কারের দাবিতে কলম বিরতি


    সিরাজগঞ্জের বেলকুচিতে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া ও ইউপি সদস্য আব্দুল কাদেরের ওপর হামলার প্রতিবাদে সন্ত্রাসী হামলার বিচার ও বহিস্কারের দাবিতে উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি পালন করছেন।

    রবিবার সকাল থেকে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় কলম বিরতি পালন করা হয়। গত বৃহস্পতিবার বিকালে স্থানীয় জনপ্রতিনিধি ফোরামের আয়োজনে হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে সকল জনপ্রতিনিধি সদস্য একত্রিত হয়ে রবিবার থেকে কলম বিরতির ঘোষণা দেন।

    এ বিষয়ে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধি ফোরামের সাধারণ সম্পাদক সোনিয়া সবুর আকন্দ বলেন, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া ও ইউপি সদস্য আব্দুল কাদেরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি বলবৎ থাকবে।

    উল্ল্যেখ, রবিবার (৫ ই জুন) বিকালে উপজেলার রজনীকান্ত সেন রাস্তার মাজেম মিয়ার গড়ানে বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ এর নেতৃত্বে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহরুল ইসলাম ভূঁইয়া ও ইউপি সদস্যকে আব্দুল কাদেরকে হত্যা উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় গত রোববার রাতে পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদসহ তার সহযোগী ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

  • লক্ষ্মীপুরে স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, যুবক গ্রেফতার।

    লক্ষ্মীপুরে স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, যুবক গ্রেফতার।

    লক্ষ্মীপুরে স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, যুবক গ্রেফতার


    লক্ষ্মীপুর রায়পুর উপজেলাতে অপহরণ করে স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। র‍্যাবের অভিযানে অপহরণকারী ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। অপহরণকৃত দশম শ্রেণির ওই স্কুলছাত্রী(১৭)কে ১৯ দিন আটক রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।

    এ ঘটনায় র‍্যাব-১১ অভিযান পরিচালনা করে মোঃআনাছ আলী সুমন (২৬) নামে এক যুবককে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ জুন) সকালে র‍্যাব-৬-এর সহযোগিতায় খুলনার রূপসা থানার আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আনাছ আলী সুমন খুলনার রূপসা থানার আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে।

    র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভুক্তভোগীর মায়ের করা অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার সকাল ১০টায় খুলনা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামি সুমনকে গ্রেফতার করা হয়েছে। আসামি স্ত্রী পরিচয়ে আটক রেখে ভুক্তভোগীকে গত ১৯ দিনে একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে।

    এ ঘটনায় লক্ষ্মীপুরে রায়পুর থানায় মামলা রুজু করে আসামিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। স্কুলছাত্রীর মা জানান, গত ২৩ মে (সোমবার) দুপুরের দিকে তার মেয়ে পার্শ্ববর্তী আব্বাস মেম্বারের বাড়ির সামনে হাঁটাহাটি করতে যায়। এসময় আসামি সুমন ও তার সহযোগীরা বিয়ের প্রলোভনে তাকে অপহরণ করে খুলনায় নিয়ে যায়

  • গোদাগাড়ীতে হেরোইন সহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ীতে হেরোইন সহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ীতে হেরোইন সহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


    রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইন সহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইনামুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম সরকার সহ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় মাদক ব্যবসায়ী মোঃ রায়হান আলী (২৫), পিতা- মোঃ নাজমুল হক, মাতা- মোসাঃ মাসুরা খাতুন পারুল, সাং- মহিষালবাড়ী সাগরপাড়া ও মোঃ সোহেল রানা (৩৬), পিতা- মোঃ আজিজুল হক, মাতা- মোসাঃ সকিনা বেগম, সাং-দিয়ার মানিকচক (পশ্চিম পাড়া) উভয় থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীদ্বয়কে ইং-১১/০৬/২০২২ তারিখ ভোর সাড়ে ৪ টার সময় গোদাগাড়ী পৌরসভাধীন ২নং ওয়ার্ডের মহিষালবাড়ী সাগরপাড়া গ্রামস্থ আসামী মোঃ রায়হান আলী (২৫), পিতা- মোঃ নাজমুল হক এর একতলা বিশিষ্ট বিল্ডিং বাড়ীর উত্তর পার্শ্বের মেইন গেটের সামনে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করাকালে ধৃত ১নং আসামীর হেফাজত হইতে ১০ (দশ) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেন।

    এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।