Author: admin

  • ডিমলায় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের শুভ উদ্বোধন।

    ডিমলায় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের শুভ উদ্বোধন।

    ডিমলায় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের শুভ উদ্বোধন


    নীলফামারীর ডিমলায় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০.৩০ টায় অক্সফার্ম ইন বাংলাদেশ এর আর্থিক সহায়তায় পল্লীশ্রী ও রমিছা ডোইরী ফার্ম এর যৌথ উদ্দোগে বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাটে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের শুভ উদ্বোধন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার সংসদ সদস্য, নীলফামারী-০১।

    বিশেষ অতিথি ছিলেন আশিষ অশোক ডামেল, কান্ট্রি ডিরেক্টর, অক্সফার্ম ইন বাংলাদেশ। সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন শামিম আরা বেগম, নির্বাহী পরিচালক, পল্লীশ্রী, দিনাজপুর।

    এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সেকেন্দার আলী, ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান, উপজেলা ভাইচ চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, খগাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী,পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন, ফিল্ড ফ্যাসিলিটেটর শারমিন আক্তার ও গোলাম মোস্তফাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রেনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এতে অংশগ্রহন করেন দুগ্ধ খামারী এবং স্থানীয় সুধীবৃন্দ।

    এসময় প্রধান অতিথি বলেন পল্লীশ্রী রি-কল প্রকল্পের সহযোগীতায় ও অক্সফার্ম ইন বাংলাদেশের অর্থায়নে ডিমলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ পুরন হলো। এখন ডিমলাবাসী ন্যায্য মুল্যে উৎপাদিত দুধ এখান থেকে বাজারজাত করতে পারবে।

  • তাড়াশে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি গ্রহন।

    তাড়াশে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি গ্রহন।

    তাড়াশে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি গ্রহন।


    সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম জন্মদিন পালন করা হয়েছে।

    ২৩ জুন বৃহস্পতিবার সকালে সারা দেশের ন্যায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ খন্দকার’র সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচীর পালন করা হয়।

    কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিলো দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্ত্মবক অর্পণ,আলোচনা সভা,কেক কাটা ও দোয়া মাহফিল।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ-৩ তাড়াশ রায়গঞ্জ ও সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. মোক্তার হোসেন মুক্তা,হোসনেআরা পারভীন লাভলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী আরশেদুল ইসলাম আরশেদ, সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব গাজী সাইদুর রহমান সাজু, সাবেক কমান্ডার গাজী আব্দুর রহমান মিঞা,গাজী আব্দুস সোবাহান,গাজী এস এম আব্দুর রাজ্জাক,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান লাবু, আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা মহিলা আওয়ামীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি,সাধারণ সম্পাদক সবিতা রানী,যুব মহিলালীগের সভাপতি শায়লা পারভীন,সাধারণ সম্পাদক শারমিন খাতুন,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস,সাধারণ সম্পাদক লুৎফুন কবির লিমন,কৃষকলীগের সভাপতি গোলাম মোস্ত্মফা,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রম্নবেল,সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীরীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার।

  • বানভাসি মানুষকে ছাতক থানার খাদ্য ও ত্রাণ বিতরণ অব্যাহত।

    বানভাসি মানুষকে ছাতক থানার খাদ্য ও ত্রাণ বিতরণ অব্যাহত।

    বানভাসি মানুষকে ছাতক থানার খাদ্য ও ত্রাণ বিতরণ অব্যাহত।


    সুনামগঞ্জের ছাতক উপজেলায় ভয়াবহ বন্যা আক্রান্ত জনগণের পাশে দাঁড়িয়েছেন থানা পুলিশের সদস্যরা। পুলিশের আইজি ড.বেনজীর আহমেদের নির্দেশে পুলিশ সুপারের (অতিরিক্ত ডিআইজি) প্রত্যক্ষ তত্ত্বাবধানে বানভাসি মানুষের পাশে থাকছেন ছাতক থানার পুলিশ সদস্যরা।

    এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের ছাতক থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা কয়েক দিন ধরে সাধারণ মানুষকে পানিবন্দি অবস্থা থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছে। সেইসঙ্গে ওসির নিজ অর্থায়নে শুকনা খাবার, চাল, ডাল, মুড়ি, গুড়, চিড়াসহ থানার ম্যাচে রান্না করা ভুনা খিচুড়ি বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ করেন।

    বৃহস্পতিবার ২৩ জুন সকালে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান নেতৃত্বে, রান্না করা খিচুড়ি গনেশপুর,ভেদেপল্লী ও বিভিন্ন নৌকায় বসবাসরত বানবাসী মানুষকে রান্না করা খাবার বিতরণ করছেন ছাতক থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান,এছাড়া তার নেতৃত্বে উপজেলার এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্রসহ বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাদ্য এবং ত্রাণসামগ্রী ও রান্না করা ভুনা খিচুড়ি বিতরণ অব্যাহত রয়েছে।

    ওসি জানান, পুলিশের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে ছাতকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বন্যা দুর্গত মানুষের জন্য জেলা পুলিশের খাদ্য ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • তাড়াশে গ্রামীণ ব্যাংকের চারা গাছ বিতরণ।

    তাড়াশে গ্রামীণ ব্যাংকের চারা গাছ বিতরণ।

    তাড়াশে গ্রামীণ ব্যাংকের চারা গাছ বিতরণ


    সিরাজগঞ্জের তাড়াশে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে চারা গাছ বিতরণ করা হয়েছে। ২৩ জুন দুপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ম্যানেজার আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এ চারা গাছ বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সাইফুল মজিদ ও ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রহিম খান’র নির্দেশনায় এ উপজেলায় ৫ হাজার মেহগনি,কাঁঠাল ও পিয়ারা চারা গাছ বিতরণ করছেন।

    এ বিতরণকালে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মো. মোফাজ্জল হোসেন,তাড়াশ শাখার সেকেন্ড অফিসার এলামুল হক প্রমুখ। জানা গেছে গ্রামীণ ব্যাংক সারা দেশে ১ কোটি চারা গাছ বিতরণ করবেন।

  • রাণীশংকৈলে ৪০ লাখ টাকার সড়ক,নির্মাণের তিন মাসেই উঠে যাচ্ছে কার্পেটিং ! 

    রাণীশংকৈলে ৪০ লাখ টাকার সড়ক,নির্মাণের তিন মাসেই উঠে যাচ্ছে কার্পেটিং ! 

    রাণীশংকৈলে ৪০ লাখ টাকার সড়ক,নির্মাণের তিন মাসেই উঠে যাচ্ছে কার্পেটিং ! 

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নির্মাণের তিন মাসেই উঠে যাচ্ছে নতুন সড়কের কার্পেটিং। উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও এলাকার বনগাঁও-ভোলাপাড়ার কাঁচা সড়কের ৫ শ’ মিটার পাকা করণের কাজ চলতি বছরের ২০ মার্চ সমাপ্ত হয়। সড়ক নির্মাণের পরের দিন থেকেই পাথর উঠা শুরু করে। এছাড়াও সড়কের এজিং এ নিন্মমানের ইট দেওয়া হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

    জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় কাজটি ৪০ লাখ ৬৫ হাজার ১৯৮ টাকা টেন্ডার বরাদ্দে গত বছরের ২৪ জুলাই কাজটি পায় “মা বাবার দোয়া ট্রের্ডাস” নামক দিনাজপুরের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। সে আবার কাজটি রাণীশংকৈলের স্থানীয় ‘সুলতান টেড্রার্স’ নামক ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেন। সে ঠিকাদার প্রতিষ্ঠান টেন্ডারের নির্ধারিত শেষ সময় অনুযায়ী চলতি বছরের ২০ মার্চ কাজ সমাপ্ত করেন।
    সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। কার্পেটিং উঠে অনেক স্থানে গর্ত হয়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং পাথর উঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিন্ম মানের ইটের এজিং দেওয়ায় তা বিভিন্ন স্থানে ভেঙে গেছে।
    স্থানীয় কৃষক হামিদুর রহমান বলেন, সড়কটি যখন থেকে নির্মাণ হয়। সেদিন থেকেই অনিয়মে ভরপুর সড়কের সাব-বেজ ও ডব্লিউ বিএম (খোয়া) এ নিন্মমানের খোয়া ব্যবহার করা হয়েছে। কার্পেটিং করার সময় দায়সারা ভাবে করা হয়েছে।
    স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক উপজেলার শ্রেষ্ঠ কৃষক পয়গাম আলী বলেন, রাস্তাটি নিয়ম মেনে নির্মাণ করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। একইভাবে অজ্ঞাত কারণে নিশ্চুপ ছিল উপজেলা প্রকৌশলী দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গণি। তার সঠিক তদারকির অভাবে সড়কটির এমন দশা বলে মনে করেন তিনি।
    স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি আবু জাফর বলেন, কার্পেটিং তো উঠার কথা না । তারপরেও বিষয়টি আমি দেখছি।
    রাণীশংকৈল প্রকৌশলী দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গণি বলেন, জুন মাস চলছে কাজে খুব ব্যস্ত আছি। পরে কথা হবে। তারপরেও এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই রাস্তাটি কবে নির্মাণ হয়েছে তা সঠিক জানা নেই। জুন মাসের পরে আসেন তখন কথা হবে।
    রাণীশংকৈল উপজেলা প্রকৌশলী কে এম সাব্বিরুল ইসলাম জানান, তিনি বিষয়টি জানেন না।
  • বদলগাছীর মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেযারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।

    বদলগাছীর মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেযারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।

    বদলগাছীর মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেযারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।


    নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেযারম্যান মোঃ মাসুদ রানার বিরুদ্ধে জেলা প্রাশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

    তিনি ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন। বিজয়ী হওয়ার পর থেকেই তিনি সমাজের বিভিন্ন উন্নয়ণমূলক কাজ করেন।

    চেয়ারম্যান মাসুদ রানা বলেন,আমি মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এলাকাবাসী আমার কাছে মৌখিক অভিযোগ করে বলেন ইউনিয়ন পরিষদের ডিজিটাল কেন্দ্রের নারী উদ্দোক্তা জাকিয়া সুলতানা সরকারী নিয়ম-নীতি কে তোয়াক্কা না করে জন্ম নিবন্ধনের ফি ২০০-৩০০ শত টাকা করে নেন।

    আমি বিষয়টি আমলে নিয়ে তাকে সর্তক করি যাতে বেশী টাকা না নেওয়া হয়।এরপর ও আমার কথা না মেনে অতিরিক্ত টাকা নিতে থাকলে আমি ঘোষনা দেই জন্ম নিবন্ধন ফি ৫০ টাকা এবং আবেদন ফি ৩০ টাকা যা ইউনিয়ন পরিষদের ২ নং রুমে আবেদন করতে পারবেন। এরপর থেকে সাধারণ জনগণ নারী উদ্দোক্তা জাকিয়া সুলতানার কাছে জন্ম নিবন্ধন করার জন্য যায় না তখন থেকেই নারী উদ্দোক্তা জাকিয়া সুলতানা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে।নারী উদ্দোক্তা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা বানোয়াট। আমি ভিলেজ পলিটিক্সের শ্বিকার।

    তিনি আরও জানান ঐ মহিলার কাছে আমি ২লাখ টাকা চাঁদা চেয়েছি তা অবাস্তব।

    নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যাক্তি বলেন আমরা জন্ম সনদ নিতে গেলে জাকিয়া সুলতানা অতিরিক্ত টাকা নিতো এবং আমরা হয়রানি শিকার হতে হয়েছে।

    ইউপি সদস্য পরিমল চন্দ্র বলেন,আমি দূর্ঘ্য ২৫ বছর থেকে ইউপি সদস্য আছি গত চেয়ারম্যান আমলে আমার এলাকার জনগণের কাছ থেকে নারী উদ্দোক্তা জাকিয়া সুলতানা অতিরিক্ত টাকা নিলে আমি তাকে নিষেধ করি এবং গত চেয়ারম্যানের কাছে তার কথা বলেছি চেয়ারম্যান কোন ব্যবস্থা গ্রহন করেন নি।কিন্তুু বর্তমান চেয়ারম্যান মাসুদ রানা দায়িত্ব পাবার পর জনগণ নারী উদ্দোক্তা জাকিয়া সুলতানার বিরুদ্ধে অতিরিক্ত টাকা এবং হয়রানির কথা মৌখিক অভিযোগ করলে চেয়ারম্যান প্রথমে নিষেধ করে।কিন্তু সে কোন কথা শোনেনি তাই চেয়ারম্যান জনগণের কথা ভেবে জন্ম নিবন্ধন ফি ৫০ টাকা এবং আবেদন ফি ৩০ টাকা ঘোষণা দেন।এর পর থেকেই ঐ নারী উদ্দোক্তা চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।নারী উদ্দোক্তা চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা বানোয়াট বলে আমি মনে করি।মথুরাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউলের অভিন্ন বক্তব্য দেন৷

    সরেজমিন গিয়ে দেখা যায় প্রায় একই চিত্র এবং ওয়ালে দেখা যায় পোস্টার যেখানে লেখা আছে জন্ম নিবন্ধন ফি ৫০টাকা ও আবেদন ফি ৩০ টাকা যা ২ নং রুমে যোগাযোগ করুন।

    ইউনিয়ন পরিষদের পাশে মুদিদোকান মোঃ বাচ্চু হোসেন বলেন ঐ উদোক্তা টাকা ছাড়া কিছু্ই বোঝেন না ৷আরো কয়েকজন এলাকাবাসী একই অভিযোগ করেন ঐ নারী উদ্যোক্তার বিরুদ্ধে৷

    মথুরাপুর ইউনিয়ের বাসিন্দা শিক্ষক সামসুল একবাক্যেই বলেন ঐ মহিলা বহুরূপী আর মাসুদ চেয়ারম্যান একজন সৎ শিক্ষিত ও বিনয়ী মানুষ ৷তার বিরুদ্ধে এগুলো অপপ্রচার ছাড়া আর কিছুই নয় ৷

    এ বিষয়ে জাকিয়া সুলতানার কাছে জানতে চাইলে তিনি বলেন এখন কিছু বলতে পারবোনা আমি বিভিন্ন দপ্তর বরাবর অভিযোগপত্র দিয়েছি দেখি সে গুলোতে ব্যবস্থা কি হয়।

  • বন্যা কবলিত মানুষের পাশে ছাতক থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান।

    বন্যা কবলিত মানুষের পাশে ছাতক থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান।

    বন্যা কবলিত মানুষের পাশে ছাতক থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান।


    বন্যা কবলিত মানুষের পাশে ছাতক থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান। (২২জুন) বুধবার ছাতক থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান,সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত ছাতকে বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে থেকে সহযোগিতা করেন।

    এসময় তিনি ছাতক থানাধীন কালারুকা ইউনিয়নের যাওয়ারখাড়া(হাসনাবাদ বাজার সংলগ্ন) নামক স্থানে ছাতক টু গোবিন্দগঞ্জ মহাসড়কে বন্যার কারণে ভেঙ্গে যাওয়া রাস্তায় আটকে পড়া ট্রাক উত্তোলনে নিজেই সহযোগিতা করেন এবং মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

    অসহায় দুস্থ মহিলা, শিশু, বয়স্ক নারী-পুরুষ লোকদের ভেঙে যাওয়া রাস্তায় পানি পারাপারের সহযোগিতা করেন, বাহির থেকে ত্রাণ সামগ্রী নিয়ে আগত বিভিন্ন সংস্থাকে ত্রাণ সরবরাহে(পারাপারে) সহযোগিতা করেন।বন্যা দুর্গত ও অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

    এসময় তিনি বিভিন্ন এলাকা থেকে ত্রাণ নিয়ে আসা লোকদের কাছ থেকে,সিএনজি ও নৌকায় অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণসহ, ছাতক বাজারে বেশি দামে দ্রব্য মূল্য বিক্রয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।

    ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান আরও জানান ছাতক থানা পুলিশ সর্বদায় ছাতকের মানুষের সেবায় নিয়োজিত। ছাতক বাসির সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

  • আল্লামা আবদুল হালিম বোখারী (রহ.)-এর জানাযা সম্পন্ন।

    আল্লামা আবদুল হালিম বোখারী (রহ.)-এর জানাযা সম্পন্ন।

    আল্লামা আবদুল হালিম বোখারী (রহ.)-এর জানাযা সম্পন্ন।

    টেকনাফ থেকে দিনাজপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসল্লিদের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র মুহতামিম ও শায়খুল হাদীস, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ (কাওমী মাদরাসা শিক্ষা বোর্ড)-এর মহাসচিব মুফতী আবদুল হালিম বোখারী রাহ.-এর জানাযার নামায। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (২১জুন ২০২২ইং) রাত দশটায় জানাযা অনুষ্ঠিত হয়। বিভিন্ন মাদরাসার পরিচালক, শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন রাজনৈতিক/অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ আলেম, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি বেসরকারি কর্মকর্তাসহ দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ তৌহিদী জনতা জানাযায় অংশ নেন। জানাযার নামাযের ইমামতি করেন মরহুমের সাহেবজাদা মাওলানা রেজাউল করীম বোখারী-এর অনুরোধে জামিয়া পটিয়ার প্রধান মুফতী ও মুহাদ্দিস মুফতী হাফেজ আহমদ উল্লাহ (হাফি.)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি চার ছেলে, তিন মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য ভক্ত-অনুরক্ত ও গুণগ্রাহী রেখে যান।

    জানাযা নামাযের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতী হাফেজ আহমদ উল্লাহ (হাফি.) মুফতী আব্দুল হালিম বোখারী রহ.-এর বর্নাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বলেন, মুফতী বোখারী জামিয়ার ১৪ বছর মুহতামিম থাকাকালীন যেমনি জামিয়ার অবকাঠামোগত উন্নয়ন হয়েছে তেমনি একাডেমিকভাবেও অনেক উন্নতি হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চবোর্ড আল হাইআতুল উলয়ার অধিনে ‘দাওরায়ে হাদিস’(মাস্টার্স) পরীক্ষায় প্রতিবছর জামিয়ার ছাত্ররা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। চলতি বছরেও (বোর্ডের সর্বোচ্চ সংখ্যা ১৪ জন ছাত্র) মেধাতালিকায় উর্ত্তীণ হয়ে জামিয়ার সুনাম অক্ষুন্ন রেখেছে।

    অতঃপর তিনি বলেন, আমাদের এ কওমী মাদরাসাগুলোর সুষ্ঠু পরিচালনার জন্য বিভিন্ন শিক্ষাবোর্ডের মাধ্যমে তদারকি করা হয়। আমাদের শিক্ষাবোর্ড ‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’ প্রাচীনতম একটি শিক্ষাবোর্ড। এ বোর্ডের একটি লিখিত সংবিধান ও নীতিমালা রয়েছে। ইত্তেহাদের সংবিধানের ধারা নং-২০ এর (গ)-এ উল্লেখ রয়েছে, “মুহতামিম বা নির্বাহী মুহতামিমের দীর্ঘকাল অবর্তমানে নায়েবে মুহতামিম আর নায়েবে মুহতামিম পদ না থাকলে মুঈনে মুহতামিম মুহতামিমের বা নির্বাহী মুহতামিমের দায়িত্ব ও ক্ষমতার অধিকারী হবেন”। সে হিসেবে আমাদের জামিয়ার বর্তমান নায়েবে মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ (হাফি.) পরবর্তী শুরার বৈঠক না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব পালন করবেন।

    অতঃপর জামিয়ার ভারপ্রাপ্ত মুহতামিম আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ (হাফি.) সারা দেশ থেকে আগত মুসল্লিদের শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, অসংখ্য মুসল্লির এই সমাগমে অনেক মেহমানকে যথাযথ আপ্যায়ন করা সম্ভব হয়নি। তাই আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বড় কষ্ট করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আজকের এই উপস্থিতি জামিয়ার প্রতি আপনাদের আন্তরিকতার বর্হিপ্রকাশ। আশা করি আগামীতেও আপনাদের এই আন্তরিকতা বহাল থাকবে। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টকে কবুল করুন এবং এর উত্তম প্রতিদান দান করুন, আমীন।

    অতঃপর মুফতী আব্দুল হালিম বোখারীর বড় ছেলে মাওলানা রেজাউল করিম বোখারী (হাফি.) বলেন, আমার আব্বার এই দীর্ঘ কর্মজীবনে আপনাদের কারো সাথে যদি কোন ধরণের মনমালিন্য হয়ে থাকে, বিশেষত ইত্তেহাদের বিভিন্ন শোরায় আব্বাকেই সিদ্ধান্ত দিতে হয়েছে, সে ক্ষেত্রে যদি কারো মনে কোন আঘাত লেগে থাকে, তাহলে আল্লাহর ওয়াস্তে আমার আব্বাকে আপনারা ক্ষমা করে দিবেন।

    নামাযে জানাযা শেষে ‘মাকবারায়ে আযীযী’তে জামিয়ার সাবেক মুহতামিম আল্লামা নূরুল ইসলাম কদীম (রহ.)-এর পার্শ্বে তাঁকে দাফন করা হয়।

    তাঁর মৃত্যুতে সত্যিই জামিয়ায় অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। তাঁকে হারিয়ে আজ জামিয়ার সকল ছাত্র ও শিক্ষক-কর্মচারি গভীর শোকাপ্লুত ও মর্মাহত। জামিয়া পটিয়ার সকল ছাত্র-শিক্ষক হযরতের মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

    হে আল্লাহ! আপনি দয়া করে তাঁর খেদমাত কবুল করুন। তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। তাঁর পরিবার পরিজনকে সবরে জমীল দান করুন। জামিয়ার উন্নয়নে সব ধরনের সহযোগিতা দান করুন, আমীন।

  • লক্ষ্মীপুর পৌরসভার ২২-২৩ ইং অর্থ বছরে বাজেট ঘোষণা।

    লক্ষ্মীপুর পৌরসভার ২২-২৩ ইং অর্থ বছরে বাজেট ঘোষণা।

    লক্ষ্মীপুর পৌরসভার ২২-২৩ ইং অর্থ বছরে বাজেট ঘোষণা। 


    লক্ষ্মীপুর পৌরসভায় ১১৫ কোটি ৮আট লাখ ৮৩ হাজার ৯২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ জুন) দুপুরে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া এ বাজেট ঘোষণা করেন।

    মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

    এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক মোহাম্মদ উল্যা, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন ও
    সময় সংবাদ লক্ষ্মীপুর প্রতিনিধি সোহেল হোসেন
    লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল ও

    বাজেট বিবৃতি থেকে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে লক্ষ্মীপুর পৌরসভায় ১১৫ কোটি ৮ লাখ ৮৩ লাখ ৯২৬ টাকা বাজেট ধরা হয়েছে। এরমধ্যে ৪৩ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা রাজস্ব খাতে ও উন্নয়ন খাতে ৭০ কোটি ২৫ লাখ টাকা আয় ধরা হয়েছে। এছাড়া প্রারম্ভিক স্থিতি ৮৫ লাখ ৩৩ হাজার ৯২৬ টাকা ধরা হয়েছে। বাজেটে ব্যয় ধরা হয়েছে ১১৪ কোটি ৭২ লাখ ৩২ হাজার ৩০০ টাকা। উদ্ধৃত্ত বাজেট ধরা হয়েছে ৩৬ লাখ ৫১ হাজার ৬২৬ টাকা।

    লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বাজেট সভায় বলেন, নিজস্ব জমি না থাকায় পৌর ভবনের উদ্যোগ নেওয়া যাচ্ছে না। একই সমস্যায় ওয়াটার ট্রিটম্যান্ট প্ল্যান্ট স্থাপন ও পরিচ্ছন্ন কর্মীদের জন্য আবাসন করতে পারছি না। এর জন্য প্রায় ৫ একর ভূমির প্রয়োজন। এজন্যই উন্নয়নমূলক কাজ করতে বেগ পেতে হয়।

  • নিজামতকুড়ি উত্তরপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।

    নিজামতকুড়ি উত্তরপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।

    নিজামতকুড়ি উত্তরপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।


    বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিজামতকুড়ি উত্তরপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতির খোরশেদ আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত সোমবার (২০শে জানুয়ারী) সমিতির অধিকাংশ সদস্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সমিতির সভাপতি সদস্যদের কোন কিছু না জানিয়ে পুকুর ডাকা, মিটিং রেজুলেশন নির্বাচন, সকল কার্যক্রম একাই পরিচালনা করছে। সমিতির কোন সদস্যদের সাথে সম্পর্ক রাখার প্রয়োজনীয়তা মনে করছে না। সমিতির সকল আয় ব্যয় একাই ভোগ দখল করছে। এসব ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সভাপতি যদি কোন পুকুর টেন্ডারে অংশগ্রহণ করে থাকে তাহলে তা বাতিলের জন্য দাবীও জানানো হয়।

    অভিযোগের বিষয়ে বাদী সমিতির সাধারন সম্পাদক মোবারক আলী ও সদস্য ইসমাইল হোসেন বলেন, সমিতির সভাপতি খোরশেদ আলী দীর্ঘ ৬ বছর যাবত সমিতির আয় ব্যয় সহ কোন কার্যক্রমে আমাদের সম্পৃক্ত করেনি। সমিতির বিষয়ে সভাপতির সাথে কথা বলতে গেলে সব সময় তাল বাহানা করত। তাই বাধ্য হয়ে সমিতির সাধারন সম্পাদক সহ ২১ সদস্য বিশিষ্ট সমিতির আমরা ১৩ জন সদস্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগের বিষয়ে জানতে সমিতির সভাপতি খোরশেদ আলীর মোবাইলে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

    উক্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সঙ্গে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।