Author: admin

  • হাবিবের হলুদ ক্ষেতে শত্রুর বসবাস।

    হাবিবের হলুদ ক্ষেতে শত্রুর বসবাস।

    হাবিবের হলুদ ক্ষেতে শত্রুর বসবাস

    আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ও আড়ানী বাজারের আবদুস সাত্তারের কাছের মানুষ বলতে পারেন আপন আত্মীয় হাবিব। তাই হাবিবকে ২ বিঘা জমি দেখা শুনাকরতে দেন। সেও সেই জমিতে স্বপ্ন বুনতে শুরু করে। ফলে দেড় মাস আগে এই জমিতে হলুদ রোপন করেন। হলুদ ভাল ফলন হবে বলে আশাবাদীও ছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম সেই হলুদ ক্ষেতে শত্রুতা করে ঘাস মারা বিষ প্রয়োগ করে।

    রাজশাহীর বাঘায় বৃহস্পতিবার (৩০ জুন) রাতে উপজেলার আড়ানী উপ-স্বাস্থ্য কেন্দ্রের পেছনে হাবিব হোসেনের রোপন করা হলুদের জমিতে এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
    জানা যায়, আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আড়ানী বাজারের আবদুস সাত্তার মিঞার দুই বিঘা জমিতে হলুদ রোপন করেন হাবিব নামের এক ব্যক্তি। হাবিব বাগাতিপাড়া উপজেলার মালিগাছা গ্রামের মৃত সাদেক আলী মন্ডলের ছেলে। আত্মীয়তা হিসেবে আবদুস সাত্তার মিঞার জমি দেখাশুনা করেন হাবিব। এই জমিতে শত্রুতা করে রাতের আধারে কে বা কারা ঘাস মারা বিষ প্রয়োগ করে। এতে দুই বিঘা জমির প্রায় হলুদ ক্ষেত নষ্ট হয়ে গেছে।
    এ বিষয়ে আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবগত করা হয়েছে।আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, শত্রুতা করে ঘাস মারা বিষ প্রয়োগ করে হলুদ ক্ষেত নষ্ট করার বিষয়ে ক্ষেতের মালিক অবগত করেছেন। বিষয়টি আমি অবগত হয়েছি। তবে যারা এমন কাজ করেছে, তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত বলে মনে করেন করি।
    এ বিষয়ে হলুদ ক্ষেতের মালিক হাবিব হোসেন বলেন, আত্মীতা হিসেবে আবদুস সাত্তার মিঞার জমি দেখাশুনা করি। তার জমিতে রোপন করা হলুদ ক্ষেতে ঘাস মারা বিষ প্রযোগ করে নষ্ট করে দেওয়া হয়েছে। বিষয়টি থানাকে অবগত করবো।
    এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ করলে ব্যবস্থা নিব।
  • হরিপুরে গাড়িসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

    হরিপুরে গাড়িসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

    হরিপুরে গাড়িসহ দুই মাদক কারবারি আটক


    ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় ৯০ বোতল ফেনসিডিল ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়িসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুন) ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুকুর মোড় থেকে গাড়িসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।

    আটকরা হলেন—উপজেলার বনগাঁও কালিতলা গ্রামের মো. নঈমুদ্দিনের ছেলে আটক হওয়া গাড়ির ড্রাইভার মো. জাহেরুল ইসলাম (২৮) ও একই উপজেলার বনগাঁও হাবুপাড়া গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে আটক হওয়া গাড়ির হেলপার মো. রবিউল ইসলাম (২৭)।

    হরিপুর থানা পরিদর্শক (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার ভোররাতে উপজেলার আমগাঁও ইউনিয়নের অন্তর্গত কামারপুকুর মোড় হইতে মিলনবাজার গামী পাঁকা রাস্তায় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

    এসময় ৯০ বোতল ফেনসিডিল ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, নগদ ৫ হাজার ১০০ টাকা ও দুইটি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয় ।

    তিনি আরও জানান, মাদক আইনে হরিপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করে আসামিদেরকে আদালতে সোর্পদ করে জেলা কারাগার পাঠানো হয়েছে।

  • শামসুদ্দিন এখন ২০০ সন্তানের বাবা।

    শামসুদ্দিন এখন ২০০ সন্তানের বাবা।

    শামসুদ্দিন এখন ২০০ জন সন্তানের বাবা

    শামসুদ্দিন সরকার শমেস ডাক্তারের ২০০ জন সন্তান। তার আশ্রয়ে ২০০ জন এতিম ও বৃদ্ধ রয়েছে। সবাই তাকে বাবা বলে ডাকেন। এরমধ্যে অনেকেই বয়সে তার চেয়ে অনেকে বড় রয়েছেন।

    জানা যায়, ২০০ জনের মধ্যে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া মকবুল হোসেনের বয়স ৭৫ বছর। চার বছর থেকে বৃদ্ধাশ্রমে রয়েছেন। তার অবস্থা দেখে স্ত্রী অন্যাত্রে চলে গেছে। তার সাত সন্তার রয়েছে। সন্তাররা তার আট বিঘা জমি রেজিষ্ট্রি করে নেওয়ার পর বাড়ি থেকে বের করে দেন। তাকে বাড়ি থেকে বের করে দেয়ার পর তিনি বিভিন্ন হোটেলে কাজ করেন। বয়সের ভারে হোটেলে কাজ করতে না পেরে এখানে সেখানে থাকতে শুরু করে। তারপর খোঁজ পেয়ে নিজেই চলে আসেন এই বৃদ্ধাশ্রমে।
    মকবুল হোসেনের বাড়ি নাটোরের দুড়দুড়ি এলাকায়। তার ৪ মেয়ে, ৩ ছেলে রয়েছে। এখানে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি শামসুদ্দিন সরকার শমেস ডাক্তারকে বাবা বলে ডাকেন। মকবুল হোসেনের মতো আরো আরো ৬০ জন বৃদ্ধ রয়েছে। এরমধ্যে ৫০ জন নারী বৃদ্ধ ও ১০ জন পুরুষ বৃদ্ধ রয়েছে। এছাড়া রয়েছে ১৪০ জন এতিম। এরমধ্যে ১০৩ জন ছেলে ও ৩৭ জন মেয়ে রয়েছে।
    তাদের কারো বা ছেলে-মেয়ে খোঁজ রাখেনা, আবার কারো বা ছেলে মেয়ে উভয়ই না থাকায় তাদের আশ্রয় এখন বৃদ্ধাশ্রমে। এদের মধ্যে কারো বাবা নেই, কারো বা নেই মা, আবার অকালে অনেকেই হারিয়েছে বাবা-মা দুইজনকেই। একেক জনের জীবনের গল্প একেক রকম। এদের পরিবারের কোন খোঁজ নেই, এদের মধ্যে কেউ পরিত্যাক্তা আবার কেউ দূর্ভাগ্যক্রমে পরিবার বিছিন্ন। এদের পরিবারও নেই, আনন্দও নেই। বাড়ি যেতে চাইলেও বাড়িই তাদের শামসুদ্দিন সরকার শমেস ডাক্তারের এতিমখানা ও বৃদ্ধাশ্রম।
    রাজশাহী শহর থেকে ৫০ কিলোমিটার পূর্বে পদ্মা নদীর তীর ঘেঁষে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রাম। এ গ্রামে গড়ে উঠেছে ১৯৮৪ সালে সরেরহাট কল্যাণী শিশু সদন নামে ছোট্ট এতিম খানা। পাশাপাশি ২০১৭ সাল থেকে বৃদ্ধাশ্রম। নাম দেয়া হয়েছে সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ আজিজ বৃদ্ধা নিকেতনে। বর্তমানে বৃদ্ধ ও এতিমের সংখ্যা ২০০ জন। এসব এতিম সন্তানরা কেউই তার নিজের নয়। ৩৪ বছরে পৈতৃক ১৭ বিঘা জমি বিক্রয় করে এতিমদের রক্ষা করে চলেছেন।
    শামসুদ্দিন সরকার শমেস ডাক্তার প্রথমে স্ত্রী মেহেরুন্নেসার মোহরানা বাবদ অর্থে ১২ শতাংশ জমি ক্রয় করে চালু করেন এতিম খানা। আয় বলতে মেহেরুন্নেসার সেলায় ফোঁড়া ও শমেস ডাক্তারের চিকিৎসা থেকে আসা কিছু অর্থ। তাদের রক্ষার্থে আশ্রয়হীনদের ব্যবস্থা করতে গিয়ে শেষ পর্যন্ত তিনি বাড়ির ভিটা বিক্রি করে নিজেই পরিবার নিয়ে হয়ে পড়েন গৃহহীন। তিনি পল্লী চিকিৎসক পরিবার নিয়ে পড়েন বিপাকে। শেষ পর্যন্ত স্ত্রী সন্তানদের নিয়ে উঠে আসেন এতিমখানায়। স্ত্রী মেহেরুন্নেসা শিশুদের দেখা শুনা ও তাদের জন্য রান্না করেন তিন সন্ধ্যা। এখন মেহেরুন্নেসা সেখানকার একজন সেবিকা। বিনিময়ে দুটো খেতে পান মাত্র। এদিকে বৃদ্ধাশ্রমে সার্বিক আর্থিক সহযোগিতা করে আসছেন বিশিষ্ট শিল্পপ্রতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। তিনি যতোটুক সহযোগিতা করেন, তা দিয়ে সারা বছর ২০০ জনকে পরিচালনা করা কষ্টকর হয়ে পড়ে। তার পাশাপাশি আরো কেউ সহযোগিতার করলে বৃদ্ধ ও এতিমদের আর একটু ভালভাবে রাখতে পারতেন বলে তিনি জানান।
    এ বিষয়ে মকবুল হোসেন বলেন, আমার আট বিঘা জমি সন্তাররা রেজিষ্ট্রি করে নেওয়ার পর বাড়ি থেকে বের করে দেয়। তারপর আমি বিভন্ন হোটেলে কাজও করেছি। বয়সের ভারে কাজ করতে না পেরে কাজে আর না  রাখায় নিরুপায় হয়ে এই বৃদ্ধা নিকেতনে আশ্রয় নিয়েছি। আমি বর্তমানে ভাল আছি। শামসুদ্দিন সরকার শমেস ডাক্তারকে আমি বাবা বলে ডাকি।
    গড়গড়ি ইউনিয়নের সরেরহাট সরেরহাট কল্যাণী শিশু সদনের পরিচালক মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সরকার শমেস ডাক্তার বলেন, নিজের স্ত্রীর, ছেলে-মেয়ের, সরকাররি, বেসরকারি ও ব্যাক্তিগতভাবে যে, সহযোগিতা পায়, তা দিয়ে ছয় মাস চলে। আর ছয় মাস বিভিন্ন দোকানে বাঁকি রাখতে হয়। বছর শেষে ১০ থেকে ১২ লক্ষ টাকা ঋনের মধ্যে থাকতে হয়।
    সরকার ও হৃদয়বান ব্যক্তিদের কাছে সহযোগিতা পেলে অন্তত এই ঋণ থেকে মুক্তি পেতাম। বর্তমানে ৫২ শতাংশ জমির উপর এতিম খানাটি উপজেলা সদর থেকে সাড়ে তিন কিলোমিটার পূর্বে সরেরহাট গ্রামে অবস্থিত।
  • দেওয়ানগঞ্জে টিসিবি পণ্য বিতরণে অনিয়ম, তেল চিনি উধাও।

    দেওয়ানগঞ্জে টিসিবি পণ্য বিতরণে অনিয়ম, তেল চিনি উধাও।

    দেওয়ানগঞ্জে টিসিবি পণ্য বিতরণে অনিয়ম, তেল চিনি উধাও।


    ৩০ জুন ২০২২ বৃহস্পতিবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) টিসিবির পণ্য বিতরণ নিয়ে ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার ৪৫২৫ টি কার্ডের পণ্য বিতরণ করার কথা থাকলেও কিছু কার্ডের পণ্য বিতরণ করে বিতরণ কার্যক্রম স্থগিত রাখেন।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ বৃহস্পতিবার সকালে কিছু পণ্য বিতরণের পরেই ডাল বাদে সকল তেল চিনি উধাও হয়েছে বলে জনসাধারণ অভিযোগ তোলেন। পণ্য না পাওয়া ব্যক্তিগণ পণ্য নিতে এলে পণ্যের সংকট বলে জানানো হয় ডিলার পক্ষ হতে। এতে উপস্থিত জনতা উত্তেজিত হয়।

    দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। ডিলার পক্ষের লোকদের হেফাজত করেন ও উপস্থিত জনতাকে শান্ত করেন। ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ডিলারকে মাল বিতরণের চাপ প্রয়োগ করলে ডিলার পক্ষ হতে পণ্য এনে পুনরায় দুপুর হতে পণ্য বিতরণ কার্যক্রম শুরু করেন।

    টিসিবি ডিলার রেজাউল করিম রেজা এর পক্ষ হতে ভুল স্বিকার করে বলা হয়,পণ্য গুলো ভুলক্রমে পাররামরামপুর চলে গেছে। প্রতি জনের কাছে নেওয়া অতিরিক্ত টাকা ফেরৎ দিবেন বলেও জানান ডিলার পক্ষ। সরকারি বিধি মোতাবেক ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি ৪৬০ টাকায় দেওয়ার কথা থাকলেও ৪১০টাকায় গ্রাহকদের দেওয়া হচ্ছে ১ কেজি চিনি, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল। চিনি এক কেজি কম দেওয়ায় সরকারী বিধি মতে মুল্য হয় ৪০৫ টাকা।

    ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান বলেন- আমার অনুমতি নিয়ে মাল পরিষদ গোডাউনে প্রবেশ করালেও ডিলার পক্ষ আমার বিনা অনুমতিতে মাল সরিয়ে জনগণকে দুর্ভোগ ও বিভ্রান্তিতে ফেলেছে। তবে আমি এসে জনতাকে শান্ত করে মাল ফেরত আনাতে সক্ষম হয়েছি এবং পুনরায় পণ্য বিতরণ কার্যক্রম শুরু করি। তিনি আরও বলেন এখন ৪০৫ টাকা প্যাকেজ মুল্য নেবে, ৫ টাকা করে বাড়তি নেওয়া টাকা গুলো ফেরত দিতে স্বীকারোক্তি দিছে ডিলার পক্ষ।

    জনমনে প্রশ্ন ৪৫২৫ টি কার্ডে এক কেজি করে মোট ৪৫২৫ কেজি চিনি কোথায় কিভাবে কার পেটে চলে গেছে সেটাই জানার বিষয়।

  • নুন্দহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার এডহক কমিটির  নতুন সভাপতি নির্বাচিত।

    নুন্দহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার এডহক কমিটির  নতুন সভাপতি নির্বাচিত।

    নুন্দহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার এডহক কমিটির  নতুন সভাপতি নির্বাচিত।


    বগুড়ার নন্দীগ্রামে নুন্দহ ফাজিল ডিগ্রি (স্নাতক) মাদ্রাসার এডহক কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মাওলানা মোঃফজলে রাব্বি তোহা। তিনি উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতার সন্তান এবং অত্র মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ।

    মাওলানা ফজলে রাব্বি তোহা সভাপতি নির্বাচিত হওয়ায় অত্র মাদ্রাসার শিক্ষক, ছাত্র ছাত্রী, সদস্য ও এলাকা বাসীর মধ্যে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। এই উপলক্ষে বৃহস্পতিবার (৩০শে জুন) দুপুরে মাদ্রাসা চত্বরে উন্মুক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

    দোয়া শেষে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মাওলানা মো, ফজলে রাব্বি তোহা, বুড়ইল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া,পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক ডাইরেক্টর নজিবুল্লাহ মজনু,গোহাইল ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মো. মোতাহার হোসেন,নুন্দহ মাদ্রাসার সহকারি অধ্যাপক আলহাজ্ব ইদ্রিস আলী,প্রভাষক বাকী বিল্লাহ, প্রভাষক শাহিনুর ইসলাম, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী,আলহাজ্ব আব্দুল খালেক,মাওলানা নুরুল ইসলাম,আলহাজ্ব আব্দুল বারী,আলহাজ্ব খলিলুর রহমান, আব্দুল মতিন, দাতা সদস্য ইয়াছিন আলী, মিন্টু প্রমুখ।

  • নন্দীগ্রাম পৌরসভায় ১৪ কোটি টাকা বাজেট ঘোষনা।

    নন্দীগ্রাম পৌরসভায় ১৪ কোটি টাকা বাজেট ঘোষনা।

    নন্দীগ্রাম পৌরসভায় ১৪ কোটি টাকা বাজেট ঘোষনা।


    বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ঘোষনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০শে জুন) সকাল ১১টায় পৌরসভার হল রুলে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন নন্দীগ্রাম পৌরসভা। পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য নতুন কোনও করারোপ ছাড়াই ১৪ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৫০০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান এ বাজেট ঘোষণা করেন।

    ঘোষিত এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ১৪ হাজার টাকা এবং বাজেটে রাজস্ব উদ্বৃত্তের পরিমাণ রয়েছে ১৪ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। এছাড়া উন্নয়ন বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ রয়েছে ১০ কোটি ২০ লাখ টাকা।

    পরে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে বাজেট অধিবেশন সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। বিশেষ অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক একেএম ফজলুল হক কাশেম প্রমূখ ।

    অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন, কাউন্সিলর সাইফুল ইসলাম, আবু সাঈদ মিলন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ ফারুক কামাল, নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ হিসাব রক্ষক আবু হাসান সবুজ প্রমুখ।

  • বেলকুচি পৌরসভার প্রস্তাবিত সাধারণ বাজেট সভা অনুষ্ঠিত।

    বেলকুচি পৌরসভার প্রস্তাবিত সাধারণ বাজেট সভা অনুষ্ঠিত।

    বেলকুচি পৌরসভার প্রস্তাবিত সাধারণ বাজেট সভা অনুষ্ঠিত।


    সিরাজগঞ্জ বেলকুচি পৌরসভার আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত সাধারণ বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৩০জুন) বিকালে বেলকুচি পৌরসভার সভা কক্ষে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার সভাপতিত্বে আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত সাধারণ বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

    আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত সাধারণ বাজেট ধরা হয় ৮৮,৮৪,৭০,৮৬৫.০০ টাকা।
    উক্ত ধার্যকৃত বাজেটের উপর উন্মুক্ত আলোচনা করা হয়।

    আগামী ২০২২-২০২৩ ইং অর্থবছরের প্রস্তাবিত সাধারণ বাজেট রাজস্ব খাতে আয় ৮,৯৯,৪৪,১৬০.০০ টাকা।
    ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭,৮৪,৪০,০০০.০০ এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ১,১৫,৫৪,১৬০.০০ টাকা।
    অপরদিকে উন্নয়ন খাতে বার্ষিক সরকারি মঞ্জুরী ও বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প খাতে প্রাপ্ত আয় ৭৮,৭৫,৩০,৯৫৫.০০ টাকা ও ব্যয় ৭৮,৪৫,০০,০০০.০০ টাকা এবং উদ্বৃত্ত ৩০,৩০,৯৫৫.০০ টাকা।

    ২০২২-২০২৩ ইং অর্থ বছরে মুলধন হিসাবে আয় ধরা হয়েছে ১,০৯,৯৫,৭৫০.০০ টাকা ব্যয় ৫৫,৭৫,০০০.০০ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে ৫৪,২০,৭৫০.০০ টাকা মাত্র।

    এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র ইকবাল রানা, পৌরসভার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সচিব ওয়ারেছ কবির, পৌর সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান, পৌর হিসাব রক্ষক রফিকুল ইসলাম,সহ পৌর কাউন্সিলরগণ প্রমুখ।

  • রাণীশংকৈলে ৩ ইউপি নির্বাচনে ২০১ মনোনয়ন দাখিল : আচরণ বিধি লঙ্গন!

    রাণীশংকৈলে ৩ ইউপি নির্বাচনে ২০১ মনোনয়ন দাখিল : আচরণ বিধি লঙ্গন!

    রাণীশংকৈলে ৩ ইউপি নির্বাচনে ২০১ মনোনয়ন দাখিল : আচরণ বিধি লঙ্গন!


    এখনো হয়নি প্রতিক বরাদ্দ তবুও নেতাকর্মী সমর্থকদের সাথে করে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে উপজেলা নির্বাচন অফিসে এসেছেনে ইউনিয়ন চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করতে।

    একইভাবে ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যরা বিশাল মিছিল নিয়ে মনোনয়ন দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসারের সামনে মনোনয়ন দাখিলে এমন আচরণ-বিধি লঙ্গনের হিড়িক হলেও তিনি অজ্ঞাত কারণেই নিশ্চুপ রয়েছেন প্রশাসন।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অসমাপ্ত ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে
    চেয়ারম্যান পদে ১৯ জন, সাধারণ সদস্য পদে ১৩৮ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৪ জনের মোট ২০১ মনোনয়ন পত্র দাখিল করেছেন। মঙ্গলবার ২৮ জুন ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।

    মনোনয়ন যাচাই-বাছাই হবে ৩০ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৭ জুলাই প্রতিক বরাদ্দ ৮ জুলাই এবং ভোট গ্রহণ ২৭ জুলাই। এ উপজেলায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানান নির্বাচন অফিসার।

    রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩নং হোসেনগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আ.লীগ মনোনীত নৌকা প্রতিক প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ইউনিয়ন আ.লীগ সভাপতি এমজি গোলাম রব্বানী,  ইউনিয়ন বিএনপি’র সভাপতি মমতাজ আলী মাস্টার ও আদিবাসী নেতা সুজন মুর্মু।

    অন্যদিকে ৫ নং বাঁচোর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আ.লীগ মনোনীত নৌকা প্রতিক প্রার্থী ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক জীতেন্দ্রনাথ বর্মন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহিদুল ইসলাম, জাতীয় পার্টির উপজেলা সভাপতি আজিজুল ইসলাম, সতন্ত্র প্রার্থী আকতারুল ইসলাম শালমান শাহ, জ্যোতিষ চন্দ্র রায় মাস্টার ও আরজুনা বেগম।

    ৮নং নন্দুয়ার ইউনিয়নে আ.লীগ মনোনিত নৌকা প্রতিক প্রার্থী ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বারী, ইউনিয়ন আ.লীগ সভাপতি আবু সুলতান, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল, ইউনিয়ন আ.লীগ সহ-সভাপতি দিগেন্দ্রনাথ রায়, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাকী, ইউনিয়ন বিএনপি’র সভাপতি জমিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বাদশা আলম এবং জামায়াত সমর্থিত নেতা শহিদুল্লাহ হাফেজ।

    এদিকে আ.লীগ এই ৩টি ইউনিয়নে দলীয় প্রতিকে মনোনয়ন দিলেও দুটি ইউনিয়নে আ.লীগের একাধিক প্রার্থী  মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এতে বিপাকে পড়েছে আ.লীগের নেতাকর্মিরা। অপরদিকে বিএনপি দলীয় প্রতিকে নির্বাচনে না গেলেও তাদেরও তিনটি ইউনিয়নে রয়েছে ৪ জন প্রার্থী।

    উপজেলা নির্বাচন অফিসার নুর-ই আলম  মুঠোফোনে বলেন,একজন প্রার্থী সর্ব্বোচ  ৫ জন ব্যক্তিকে সাথে নিয়ে মনোনয়ন দাখিল করতে পারবেন। কখনোই বিশাল মিছিল বা শোভাযাত্রা ও প্রতিক নিয়ে মনোনয়ন পত্র দাখিল করা যাবে না। কেউ যদি লিখিত অভিযোগ দেয় আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তবে আচরণ-বিধি লঙ্গনের বিষয়টি দেখার জন্য আইনশৃঙ্গলা বাহিনীকে দায়িত্ব দেওয়া রয়েছে।

  • ডিমলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা।

    ডিমলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা।

    ডিমলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা


    নীলফামারীর ডিমলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সম্মন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে ও উপজেলা প্রশাসনের আয়েজেন এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে মাদকদ্রব্য অপব্যবহার রোধ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, নীলফামারী জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী পরিচালক মোঃ শরীফ উদ্দিন, সহকারী কমিশনার ভূমি ইবনুল আবেদীন, মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম, ডিমলা থানার পুলিশ পরিদর্শক বিশ্বদেব রায়। এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান সহ উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

  • রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু।

    রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু।

    রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরের পানিতে পড়ে সলিমউদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
    উপজেলার ভাংবাড়ি উত্তরপাড়া গ্রামে বুধবার (২৯ জুন) সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটে। সলিমউদ্দিন ওই গ্রামের মৃত মহবুল হোসেনের ছেলে।
    স্থানীয় ইউপি চেয়ারম্যান জীতেন্দ্রনাথ বর্মন বৃদ্ধের পুকুরের পানিত ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
    রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ সেখ মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন, ঘটনার দিন সলিমউদ্দিন (প্যারালাইজড রোগী) অসুস্থবস্থায় বাড়ির পাশের পুকুর পাড় দিয়ে মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন।
    এ সময় তিনি পা পিছলে পুকুড়ে পড়ে মারা যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোক পুকুরে ওই বৃদ্ধের মাথার টুপি দেখতে পায়। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
    পুকুরের পানিতে পড়ে সলিমউদ্দিন নামে বৃদ্ধের মৃত্যর বিষয়টি রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এম এস জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
    ওসি আরও জানান পারিবারিক ভাবে কোন অভিযোগ না থাকা মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।