Author: admin

  • লক্ষ্মীপুরে জমে উঠেনি পশুর হাটঃদুর্চিন্তায় খামারীরা।

    লক্ষ্মীপুরে জমে উঠেনি পশুর হাটঃদুর্চিন্তায় খামারীরা।

    লক্ষ্মীপুরে জমে উঠেনি পশুর হাটঃদুর্চিন্তায় খামারীরা।


    পবিত্র ঈদ-উল আযাহার আর মাত্র ৫ দিন বাকি। তবে ঈদকে সামনে রেখে লক্ষ্মীপুর এখনো জমে উঠেনি পশুর হাটগুলো। বাজারগুলোতে একদিকে যেমন গরুর সংখ্যা কম; তেমনি নেই ক্রেতাদের আনা-গোনাও। তারপরও যারাই বাজারে আসছেন; দরদাম পরখ করে চলে যাচ্ছেন। সোমবার (৪ জুলাই) লক্ষ্মীপুর জেলার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বেশিরভাগ পশুর হাটই ছিলো ফাঁকা; ছিলো না ক্রেতা সমাগমও।

    যদিও শহরের চেয়ে গ্রামের চিত্র কিছুটা ভিন্ন বলে জানা গেছে। ক্রেতা-বিক্রেতা এবং বিভিন্ন বাজার কমিটির লোকজন মনে করছেন- দুয়েকদিনের মধ্যে লক্ষ্মীপুর জমে উঠবে কোরবানির পশুর হাট, চলবে জমজমাট বিক্রি।

    বেশির ভাগ দেখা গেছে বাজার ইজারাদার দের ইচ্ছে মতো হাসলি আদায়ের কারনে গরু দেখে পছন্দ করে দর দাম করে বিক্রেতার বাড়ি থেকে বা বাজার এরিয়ার বাহিরে থেকে গরু নিচ্ছে ক্রেতারা ।

    আগামী ১০ জুলাই পবিত্র ঈদ উল আযহা অনুষ্ঠিত হবে।

    লক্ষ্মীপুর জেলাতে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ইতোমধ্যে স্থায়ী এবং অস্থায়ী পশুর হাটগুলোতে গরু আসতে শুরু করেছে। যদিও এর সংখ্যাটা তুলনামূলক অনেক কম। এসব বাজারে দরদাম পরখ করতে আসছেন ক্রেতারা। তবে বাজার থেকে পশু ক্রয়ের প্রতি তাদের ঝোঁক অনেক কম। বাজারে দরদাম জেনে কিছুটা ধারণা নিয়ে রাখছেন । ক্রেতাদের পাশাপাশি বিক্রেতারাও যাচাই করে নিচ্ছেন বাজার।

    সোমবার দুপুরে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার ইমামগঞ্জ নাগের হাট বাজারে গিয়ে দেখা যায়, রায়পুর উপজেলার মোল্লা হাট-বাজার বাজারটিতে গরুর সংখ্যা খুবই কম। ফাঁকা মাঠে অল্প কয়েকজন গৃহস্ত ও ব্যবসায়ী তাদের গরু নিয়ে ক্রেতার অপেক্ষায় আছেন। কিন্তু বাজারে ক্রেতা নেই বললেই চলে। তারপরও যারা আসছেন, গরু দেখে দরদাম জিজ্ঞেস চলে যাচ্ছেন। ফলে অনেক বিক্রেতার চোখে-মুখেই ফুটে উঠেছে হতাশা।

    একি দৃশ্য দেখা গেছে রায়পুর উপজেলা মীরগঞ্জ বাজারেও । যদিও ক্রেতাদের অভিযোগ বিক্রেতারা গরুর দাম হাঁকছেন অনেক বেশি । বাজার ইজারাদার রাও নিচ্ছে ইচ্ছে মতো হাসলি। রামগঞ্জ থেকে গরু কিনতে যাওয়া কামাল হোসেন বলেন, ভেবেছিলাম বাজার জমে উঠেছে। কিন্তু এসে দেখি মাঠ ফাঁকা। যে কয়েকটি গরু আছে, বিক্রেতারা দাম হাঁকছেন আকাশচুম্বি। এতো দামের কোনো কারণ খুঁজে পাচ্ছি না।

  • দেশে ইসলামী হুকুমত ও দ্বীন প্রচারে কওমী অঙ্গনে সাংবাদিকতার বিকল্প নাই!

    দেশে ইসলামী হুকুমত ও দ্বীন প্রচারে কওমী অঙ্গনে সাংবাদিকতার বিকল্প নাই!

    দেশে ইসলামী হুকুমত ও দ্বীন প্রচারে কওমী অঙ্গনে সাংবাদিকতার বিকল্প নাই!


    বাংলাদেশ একটি ছোট্ট কান্ট্রি এখানে বসবাস করে ভিবিন্ন জাতি, তারা অধিকার আদায়ে সবাই নিরন্তর ছুটে চলছে এবং গর্তব্যে তারা এখন সফল। পার্বত্য চট্টগ্রাম নিয়ে যেই ষড়যন্ত্র চলছে আজও কি? সরকার তাদেরকে কিছুইতেই শুরাহ করতে পেরেছে।

    একটি মুসলিম রাষ্ট্র হয়েও আজ তাদের তত্ত্ববাধানে চলতে হচ্ছে সরকার কে, তারা কী ভাবে বাংলাদেশে তাদের পরিচলানায়ে রাষ্ট্র কায়েম করতে মরিয়া।

    আর কেনো ইসলামিক লোক বা ব‍্যাক্তি ধর্মীয় ভাবে কথা বললেই সরকারের তরফ থেকে জঙ্গি বা বিভিন্ন উপাধি পেয়ে যায়। আমার কথা হচ্ছে একটি মুসলিম দেশ মুসলিম শাসনব্যবস্থা থাকা দরকার ছিলো, সেই দেশের মিডিয়া গুলি আজ কাজ করছে ইসলামের বিরুদ্ধে। নিজকে বড় ছোট্ট মনে হয় কারণ আমরা বলতে গেলে ব্যর্থ কারণ আমরা ইসলামের সঠিক পথ মানুষ কে বুঝিয়ে দিতে পারছি না বটে মিডিয়া জগতে শূন্যতার হিড়িক পড়েছে । আর মিডিয়া জগতে আসলেই থাকে ভিবিন্ন চোখে দেখে এবং এক পর্যায় তাকে সেই কাজ থেকে সরে আসতে বাধ্য করা হয়।

    আর ইসলাম অত ছোট পর্যায়ের কিছু নয় যে গণমাধ্যমের বিষয়টিকে এড়িয়ে যাবে। মানুষের জীবনদর্শনের সবকিছু নিয়েই আলোচনা করেছে ইসলাম তথা কুরআন। এর ব্যাখ্যা পাওয়া যায় নবীজীর (সা.) হাদিসে।

    পৃথিবীতে যে নবীরা এসেছিলেন সবাই আখেরাতের সংবাদই তারা পরিবেশন করেছেন। আজকের আধুনিক যুগের গণমাধ্যমকর্মীরা জায়গায় জায়গায় গিয়ে যেভাবে আগে আগে খবর জেনে মানুষের জন্য মিডিয়াতে প্রকাশ করেন, তেমনি নবীরাও ফেরেশতাদের মাধ্যমে পাওয়া আখেরাতের নানা খবর জানাতেন আল্লাহভোলা বান্দাদের। সুতরাং মিডিয়া কাল্পনিক কিছু নয়। মিডিয়াটাও মাইকের ব্যবহারের মতোই। ভালো করলে ভালো না করলে নয়। তবে মিডিয়াবিমুখ জীবন বা জাতি গঠনের চিন্তাটা কাউকেই এগিয়ে দেবে না। অনেকে নানা রকম মিডিয়া পরিচালনা করে অথচ বলে আমি মিডিয়ার লোক নই। দেয়ালপত্রিকা থেকে শুরু করে সমাজের নানা অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে মিডিয়ার কাজ।

    বইপ্রকাশ, সাহিত্যকাগজ প্রকাশ, পোস্টার- প্রোগ্রাম ইত্যাদিও তো মিডিয়া রিলেটেডই। এক সময় আরবে বিজ্ঞপ্তিটাও অনেক বড় মিডিয়ার কাজ করতো। মাদরাসায়, মসজিদে, খানকায়ও মিডিয়ার কাজ চলে। আমি মনে করি, কেবল পত্রিকা, টেলিভিশন, অনলাইনই মিডিয়া নয়। দু’টো কবিতার লাইনও ‘স্টিকার হয়ে’ মিডিয়ার কাজ করতে পারে। একে তো অবৈধ বলার কিছু নেই। ইসলামের সঙ্গে মিডিয়ার কোনোভাবেই সাংঘর্ষিক নয়। আসুন ইসলাম প্রচারে মিডিয়া ব‍্যাক্তিদের কে সহযোগিতা করি।

    তারাই ইসলামি বিপ্লব ভয়ে আনবে দেশে।

  • বন্যাদুর্গত মানুষের মধ্যে হোপ ফাউন্ডশেনের ফ্রি মেডিকেল ক্যাম্প।

    বন্যাদুর্গত মানুষের মধ্যে হোপ ফাউন্ডশেনের ফ্রি মেডিকেল ক্যাম্প।

    বন্যাদুর্গত মানুষের মধ্যে হোপ ফাউন্ডশেনের ফ্রি মেডিকেল ক্যাম্প।


    সিলেটের বালাগঞ্জ উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে কক্সবাজারের “আর্ত মানবতার সেবায় নিয়োজিত” হোপ ফাউন্ডশেনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মুল্যে প্রয়োজনীয় ঔষধ এবং রান্না খাবার বিতরন করা হয়েছে। আরডিআরএস বাংলাদেশ এর সূচনা কমূসূচীর আয়োজনে ৩০ জুন উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদে দুইজন বিশেষজ্ঞ ডাক্তার ও দুইজন নার্স,দুইজন মিডওয়াইফ এবং ১৪ জন ভলেন্টিয়ার দ্বারা ফ্রি মেডিকেল স্বাস্থ্য সেবা ও বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়।

    এলাকার নারী, শিশু ও পুরুষ মিলে সহস্রাধিক রোগী এ সেবা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন,দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম।

    এসময় বক্তারা বলেন,বেসরকারি সংস্থা হোপ ফাউন্ডশন সিলেটে বন্যার্ত অসহায় মানুষদের মধ্যে খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে দিনরাত কাজ করে যাচ্ছে।বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে বন্যায় খাবারের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন হাজার হাজার বন্যাদুর্গত মানুষ।

    মানবতার এ কঠিন অবস্থায় বন্যাকবলিত অসহায় মানুষের টানে সুদূর আমেরিকা থেকে সমন্বয় করে যাচ্ছেন বাংলাদেশের কৃতিসন্তান হোপ ফাউন্ডশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডা.ইফতিখার মাহমুদ। হোপ ফাউন্ডশেন বন্যার্তদের খাদ্য চাহিদা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাধ্যের সবটুকু সামর্থ নিয়ে কাজ করে যাচ্ছে। বন্যার্ত মানুষের সেবায় নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

    এ সময় উপস্থিত ছিলেন, ডাঃ তানভিন হোসেন জিসান,ডাঃ মোঃ ফয়সাল, প্রকল্প ব্যবস্থাপক রুহুল আমীন,সমন্বয়কারী মুহিবুল ইসলাম মিশরাহ, সূচনা কর্মসূচীর উপজেলা সমন্বয়কারী মোঃ মিজানুল হক, ইউনিয়ন সম্বনয়কারী মোঃ নজরুল ইসলাম,হুমায়ুন কবির, জিসিডি ফারবাজান ববি, টিওএইচ কে আই রফিকুল ইসলাম, এফএফ কুলছুমা বেগম, সুখি বেগম, হেনা বেগম, আব্দুল আহাদসহ সূচনার কমিউনিটি মোবিলাইজারগণ উপস্থিত ছিলেন।

  • শিবগঞ্জে শিশুকল্যাণ বোর্ডের সভা।

    শিবগঞ্জে শিশুকল্যাণ বোর্ডের সভা।

    শিবগঞ্জে শিশুকল্যাণ বোর্ডের সভা

    চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, প্রধান শিক্ষিকা সেলিনা খাতুন, অ্যাডভোকেট আতাউর রহমান ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক মোজাম্মেল হকসহ অন্যরা। এছাড়া শিশুককল্যাণ বোর্ডের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

  • লক্ষ্মীপুরে অর্থ আত্মসাৎ মামলায় চেয়ারম্যান কারাগারে।

    লক্ষ্মীপুরে অর্থ আত্মসাৎ মামলায় চেয়ারম্যান কারাগারে।

    লক্ষ্মীপুরে অর্থ আত্মসাৎ মামলায় চেয়ারম্যান কারাগারে।


    লক্ষ্মীপুরে ৩২ লাখ টাকা আত্মসাৎ মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু ইউছুফ ছৈয়ালকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (৪ জুলাই) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামছুল আরেফিন এই নির্দেশ দেন।

    বাদীর আইনজীবী রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না জানান, বাদী ইউনুছ হাওলাদার রূপম অভিযুক্ত ইউছুফ ছৈয়ালের কাছে ৩২ লাখ টাকা পান। এনিয়ে কয়েকবার বৈঠকে বসলেও তিনি টাকাগুলো দেননি। সোমবার আদালতে হাজিরা ছিল। বাদীর টাকা না দেওয়ায় আদালত ইউছুফকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দের।

    ইউছুফ ছৈয়াল সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বাদী রূপম হাওলাদার সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক।

    মামলার এজাহার সূত্র থেকে জানা যায়, ২০২০ইং সালে রূপম হাওলাদার মেঘনা নদীর মজুচৌধুরীর হাট লঞ্চঘাট ইজারার জন্য ২৫ লাখ টাকার পে-অর্ডার নেন। ঘাটটি চেয়ারম্যান ইউছুফ ছৈয়ালের চররমনী মোহন ইউনিয়নে। এতে তিনি রূপমের সঙ্গে অংশীদার হয়ে কাজ করবেন ও তার নামেই ঘাট ইজারা নেওয়ার অনুরোধ করেন। রূপম তাতে রাজি হন। তখন চেয়ারম্যানকে ২৫ লাখ টাকার পে-অর্ডার ও আরও ১০ বিশ লাখ টাকা দেন রূপম। এতে তারা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে টেন্ডারের মাধ্যমে ঘাটটি ইজারা পান। কিন্তু কাগজপত্রে ইউছুফ ছৈয়ালের পরিবর্তে তার ভাতিজা বাবুল ছৈয়ালের নাম দেখা যায়। কারণ জানতে চাইলে ইউছুফ তখন রূপমকে জানান, চেয়ারম্যান হওয়ার কারণে নিজ নামে তিনি ইজারা নিতে পারবেন না। এর কিছুদিন পরে রূপমের অংশীদারিত্বের কথা তিনি অস্বীকার করেন। টাকা চাইলেও দেবেন না বলে জানান। এতে বাধ্য হয়ে রূপম লক্ষ্মীপুর আদালতে ইউছুফ ছৈয়ালের বিরুদ্ধে ৩৩ লাখ টাকা পাওনা উল্লেখ করে মামলা দায়ের করেন।

    এই দিকে ঘটনাটি মীমাংসার জন্য একাধিকবার ইউছুফ ও রূপম সদর মডেল থানায় লোকজন নিয়ে বৈঠকে বসেন। বারবারই তিনি টাকা দেবেন বলে জানান। সবশেষ গত ইউপি নির্বাচনের আগ মুহূর্তে আদালতে মামলাটির হাজিরা ছিল। তখন বৈঠকের মাধ্যমে তিনি ঘটনাটি মীমাংসার কথা বললে জামিন পান। কিন্তু এরপরও তিনি টাকা ফেরত দেননি। আদালতে রূপম ৩২ লাখ টাকা পাওনা বলে প্রমাণিত হয়। ওই টাকা না দেওয়ায় আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দেন

  • শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।

    শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।

    শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পুঠিমারী বিলে কাজল আলী (৩৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত যুবক উপজেলার কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝাবুবাজার-মোহনবাগ গ্রামের শুকুর আলীর ছেলে।

    ৪ জুলাই সোমবার সকালে উপজেলার কানসাট পুঠিমারী বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকালে পুঠিমারী বিলে কাজ করতে গেলে একটি গাছের ডালে গলায় ফাঁস দেয়া অবস্থায় যুবকের মরদেহ ঝুঁলতে দেখে থানা পুলিশে খবর দেয় কৃষকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

    শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মাকছুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তদন্ত রির্পোটের পর জানা যাবে।

  • নগদ অর্থ বিতরণ করলেন আনসার ও ভিডিপির মোস্তাফিদুল হক।

    নগদ অর্থ বিতরণ করলেন আনসার ও ভিডিপির মোস্তাফিদুল হক।

    নগদ অর্থ বিতরণ করলেন আনসার ও ভিডিপির মোস্তাফিদুল হক


    সিলেটের কানাইঘাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাফিদুল হক এর সার্বিক তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কানাইঘাট উপজেলার বিভিন্ন স্থানে নগদ অর্থ বিতরন করা হয়।এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাফিদুল হক,কমান্ডার ইসলাম উদ্দীন, ফরিদ আহমদ প্রমুখ।

    এসময় মোস্তাফিদুল হক বলেন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সার্কেল অ্যাডজুট্যান্ট, ও সহকারী অ্যাডজুট্যান্টদের আর্থিক সহায়তায় এ অর্থ বিতরন করা হয়।

  • মাধবপুরে পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি গ্রেফতার।

    মাধবপুরে পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি গ্রেফতার।

    মাধবপুরে পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি গ্রেফতার।


    হবিগঞ্জের  মাধবপুর থানার বিশেষ অভিযানে  ১১টি ওয়ারেন্ট মূলে ০৯ (নয়) জন পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে।
    পুলিশ সূত্রে জানা যায় রবিবার ০৩ জুলাই গোপন সংবাদ ভিত্তিতে মাধবপুর থানার কয়েকটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে এএসআই জিয়াউর রহমান কর্তৃক ১/ জিআর-১১৭/১৬, জিআর-২২৭/২২ এবং জিআর- ৩৭৯/১৬ এর পরোয়ানাভুক্ত আসামী হল হেফজু মিয়া (৩৮) সে উপজেলা খড়কি গ্রামের মাহফুজ মিয়ার ছেলে।
    থানার এসআই রঞ্জন কুমার ভৌমিক ও এএসআই টিপু মিত্র কর্তৃক জিআর-১২/১৯ এর পরোয়ানাভুক্ত আসামী হলঃ ২। সবুজ প্রধান, ৩। সারথী প্রধান, উপজেলা চা বাগান (বিশ টিলা) নোয়াপাড়া গ্রামের উভয় নরেশ প্রধান ছেলে।
    থানার এসআই মোঃ আব্দুল ওয়াহেদ গাজী ও এসআই ছাইদুর রহমান কর্তৃক নারী শিশু ২৮/২২ এর পরোয়ানাভুক্ত আসামী হলঃ ৪।মোঃ রোমান মিয়া, পিতা-মোঃ জিতু মিয়া, ৫। মোঃ সাদ্দাম হোসেন, পিতা-মোঃ কাসেম মিয়া, উভয় সাং-ইটাখোলা মুড়াপাড়া, এবং নারী শিশু ৪৫৩/১৮ পরোয়ানাভুক্ত আসামী হলঃ ৬। জানু মিয়া, পিতা-মৃত ইছব আলী, সাং-মেরাশানী, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, নারী শিশু ৯২/২২ পরোয়ানাভুক্ত আসামী হলঃ ৭।  উজ্জল মিয়া, পিতা-ফজল ‍মিয়া, সাং-বুল্লা, এসআই মঞ্জুরুল ইসলাম কর্তৃক নন জিআর-২৯/২২ পরোয়ানাভুক্ত আসামী হলঃ ৮। মোঃ বশির মিয়া (৫০) পিতা-মৃত সামছু মিয়া, সাং-কমলপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, এসআই শামসুল আরেফিন জিহাদ ভুইয়া কর্তৃক মিস-২৭৯/২১ পরোয়ানাভুক্ত আসামী ৯। জাহার মিয়া (৩৫) পিতা-বাস্বিমুল, সাং-পূর্ব মাধবপুর।
    মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান ওয়ারেন্ট ভূক্ত পলাতক  সর্বমোট ০৯ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
  • বাঁশখালীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত-৩।

    বাঁশখালীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত-৩।

    বাঁশখালীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত-৩


    চট্টগ্রাম(১৬)বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পুর্ব রত্নপুর পেলাগাজির বাড়ী এলাকায় (৩ জুলাই) রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছে।
    গুরুতর আহত হেফাজুল ইসলাম (২৭), আনকুরা বেগম (৬২) ও সায়মা বেগম (২৩)কে প্রথমে বাঁশখালী উপজেলা হাসপাতাল এবং হেফাজুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাবেক ইউপি সদস্য এবাদুল হকের লোকজন এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।
    জানা গেছে, বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পুর্ব রত্নপুর গ্রামের মুহাম্মদ আবুল বশরের সাথে দীর্ঘ দিন ধরে একই এলাকার মৃত আহমদ কবিরের ছেলে তাওহীদুল ইসলাম এবং সাবেক মেম্বার এবাদুল হকের বিরোধ চলে আসছিল। গত রোববার সকালে আবুল বশরের মালিকানাধীন জায়গা জবর দখল করে সেখানে কাজ করতে গেলে আবুল বশর ও পরিবারের সদস্যরা বাঁধা দেয়।
    এতে ক্ষীপ্ত হয়ে সাবেক ইউপি মেম্বার এবাদুল হকের নেতৃত্বে সন্ত্রাসীরা আবুল বশর ও পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসি কায়দায় হামলা চালায়। এসময় আবুল বশরের একটি সিএনজি অটোরিকশাও ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে ও মামলার প্রস্তুতি চলছে।
  • চলন্ত বাসে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবক গ্রেপ্তার।

    চলন্ত বাসে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবক গ্রেপ্তার।

    চলন্ত বাসে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবক গ্রেপ্তার।


    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলাতে চলন্ত বাসে ধর্ষণচেষ্টা মামলায় এমরান হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। রোববার (৩ জুলাই) দুপুর ২ টার দিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে শনিবার (২ জুলাই) রাত ১ টার দিকে তাকে চট্টগ্রামের ডাবলমুরিং থানা এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার এমরান রামগঞ্জ পৌরসভার কাজীরখীল গ্রামের আখন্দ বাড়ির বেলাল হোসেনের ছেলে।

    পুলিশ জানায়, গত ৩ জুন চাটখিল থেকে নোয়াখালী পরিবর্তে এক গৃহবধূ ভুলে রামগঞ্জগামী জননী পরিবহণে উঠেন। রামগঞ্জ বাসটার্মিনালে আসলে তিনি বাসের সুপার ভাইজারকে বিষয়টি বলেন। পরে সুপারভাইজার তাকে চট্টগ্রামগামী নীলাচল বাসে বসতে বলেন। এ সুযোগে বাসের সহকারীর আজাদ হোসেন ও এমরান হোসেনসহ ৩ জন ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এই সময় তার চিৎকারে বাজারের নৈশপ্রহরী মো. শাহজাহান ছুটে আসলে আজাদ ছাড়া অন্য দুইজন পালিয়ে যায়। একপর্যায়ে আশপাশের লোকজনও এগিয়ে আসে। হঠাৎ নৈশপ্রহরী শাহজাহানের বুকে ব্যাথা উঠলে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাস সহকারী আজাদকে আটক করে। পরে গৃহবধূ বাদী হয়ে আজাদ ও এমরানসহ ৩ জনের নামে রামগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা দায়ের করেন। পরদিন আজাদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

    এই দিকে প্রায় ১ এক মাস পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দিবাকর রায়সহ পুলিশ সদস্যারা চট্টগ্রামের ডাবলমুরিং থানা এলাকায় অভিযানে যায়। সেখানে একটি নির্মাণাধীন ভবন থেকে এমরানকে গ্রেপ্তার করা হয়।

    রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আসামি এমরান দীর্ঘদিন পলাতক ছিলেন। দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে