গোদাগাড়ীতেহেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক।
রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহীর গোয়েন্দা পুলিশের সদস্যরা।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় ৬ জুলাই বুধবার রাত সোয়া ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাটিকাটা ইউনিয়নের গোপালপুর বাজার মোড়ে আক্তারুজ্জামানের বাসার সামনে পাঁকা সড়কের উপর ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১’শ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী থানার আমতলা সরমংলা গ্রামের সাইদুর রহমানের ছেলে জিয়া রুল রহমান(৪১) ও চাপাইনবয়াবগঞ্জের চরকোদাল কাটি রুবেল পাড়া গ্রামের রুবেল ইসলামের ছেলে মোতালেব হোসেন(২৪)।
আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।