Author: admin

  • গোদাগাড়ীতে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক।

    গোদাগাড়ীতে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক।

    গোদাগাড়ীতেহেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক।


    রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইনসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহীর গোয়েন্দা পুলিশের সদস্যরা।

    গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় ৬ জুলাই বুধবার রাত সোয়া ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাটিকাটা ইউনিয়নের গোপালপুর বাজার মোড়ে আক্তারুজ্জামানের বাসার সামনে পাঁকা সড়কের উপর ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১’শ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

    আটককৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী থানার আমতলা সরমংলা গ্রামের সাইদুর রহমানের ছেলে জিয়া রুল রহমান(৪১) ও চাপাইনবয়াবগঞ্জের চরকোদাল কাটি রুবেল পাড়া গ্রামের রুবেল ইসলামের ছেলে মোতালেব হোসেন(২৪)।

    আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

     

  • মহাদেবপুর মাতাজি ধমুরহাট সড়কের পাশে অগ্নিসংযোগ।

    মহাদেবপুর মাতাজি ধমুরহাট সড়কের পাশে অগ্নিসংযোগ।

    মহাদেবপুর মাতাজি ধমুরহাট সড়কের পাশে অগ্নিসংযোগ।


    মহাদেবপুর মাতাজি হাটের মাতাজি ধামুরহাট সড়কের পাশে মেসার্স এম কে ট্রেডার্স এ রাত আনুমানিক দুইটা থেকে তিনটার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়।ভোর ছয়টার দিকে টের পেলে তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয় এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

    মেসার্স এম কে ট্রেডার্স এর প্রো:মো: আব্দুল মান্নান বলেন এটি একটি পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।আমার গুডাউনে কোনো বৈদ্যুতিক লাইন নেই। তাই বৈদ্যুতিক লাইন থেকে কোন আগুন লাগার সম্ভাবনা নাই । আমি আগুন লাগিয়ে দেওয়ার উপকরণ পেয়েছি। পেট্রোল ও ধানের খড় এর মাধ্যমে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমার গুডাউনে ২৫ লাখ টাকার মোটা চাল ও মাছের খাদ্য ছিলো আনুমানিক ১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    ঘটনাস্থল পরিদর্শন করেন, সহকারী পুলিশ সুপার জনাব মাইনুল হোসেন সঙ্গে ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আজম আরো উপস্থিত ছিলেন মাতাজি রায়গা ফাঁড়ির ইনচার্জ জনাব মোঃ মতিন।

    সহকারী পুলিশ সুপার ও ওসি বলেন,থানা তদন্ত করে গেছে তদন্ত সাপেক্ষে থানার ব্যবস্থা নিবে।

  • নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল বিতরণ।

    নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল বিতরণ।

    নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল বিতরণ।


    বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নে আসন্ন ইদুল আযহা উপলক্ষে গরীব অসহায় উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সরকারি ভিজিএফ এর ১০কেজি করে চাল বিতরন করা হয়েছে।

    থালতা মাঝগ্রাম ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার সহকারী শিক্ষা অফিসার আশরাফ আলীর উপস্থিতিতে ২ হাজার ১’শ ৭৭ জন উপকারভোগীদের মাঝে ভিজিএফ’র চাল বিতরন করা হয়।

    বৃহস্পতিবার (৭ই জুলাই) সকাল ১০ টার সময় প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর কবির সহ ইউনিয়ন পরিষদের  সদস্যবৃন্দ।

  • বাঘায় ভিজিএফের চাল বিতরণ নিয়ে মারপিট:আটক ৩।

    বাঘায় ভিজিএফের চাল বিতরণ নিয়ে মারপিট:আটক ৩।

    বাঘায় ভিজিএফের চাল বিতরণ নিয়ে মারপিট:আটক ৩।

    বৃহস্পতিবার সকাল ৯টা থেকে  রাজশাহীর বাঘায় পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ চলছিল। এ সময় চকরাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার জহুরুল ইসলাম উপকারভোগীদের লাইন সোজা করে দাঁড়িয়ে চাল সংগ্রহ করতে বলেন। এতে কিছু উপকারভোগী ক্ষিপ্ত হয়ে যান।
    এ নিয়ে উপকারভোগী ও মেম্বারের সাথে তর্কবিতর্ক হয়। পরে লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করে কালিদাসখালী চরের উপকারভোগী বাবলু শিকদারের ছেলে রাকিবুল ইসলাম ও নান্নুর হোসেনের ছেলে একরামুল হক বাড়ি ফিরছিলেন। এ সময় তারা চাল নিয়ে কালিদাসখালী চরের নুরজামানের মোড়ে পৌছলে ৮ নম্বর ওয়ার্ড মেম্বার জহুরুল ইসলাম ও তার লোকজন তাদের পথরোধ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে।
    পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে।
    আটকৃতরা হলো-৮ নম্বর ওয়ার্ড মেম্বার জহুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম, নুরুল ইসলামের ছেলে সোনাম হোসেন, আবদুস সামাদের ছেলে ইউনুস আলী।
    এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ড মেম্বার জহুরুল ইসলাম বলেন, চাল বিতরণের সময় লাইন আকাবাকা দেখে উপকারভোগীদের লাইন সোজা করতে বলা হয়। কিন্তু তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠেনে। পরে ইউনিয়ন পরিষদের বাইরে একটি অনাকাংক্ষিত ঘটনা ঘটেছে। এতে আমার ছেলেসহ তিনজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে।
    এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডিএম বাবলু দেওয়ান বলেন, চাল বিতরণের সময় সকালে লাইনে দাড়ানো নিয়ে উপকারভোগী ও পরিষদের মেম্বারের সাথে তর্কবিতর্ক হয়। এ নিয়ে একটি অনাকাংক্ষিত ঘটনা ঘটেছে।
    এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এই ঘটনায় তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে।
  • লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারীর পিটুনিতে এক বৃদ্ধ হাসপাতালে।

    লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারীর পিটুনিতে এক বৃদ্ধ হাসপাতালে।

    লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারীর পিটুনিতে এক বৃদ্ধ হাসপাতালে।


    লক্ষ্মীপুর জেলাতে ডেউয়া ফল গাছের একটি ডাল ভাঙার অভিযোগে আবদুল হক (৭০) নামে এক বৃদ্ধকে মারধর করা হয়েছে। বুধবার (৬ জুলাই) সকালে তার ছেলে জাকির হোসেন এই ঘটনায় সদর মডেল থানায় আবু সাঈদ নামে এক স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। বেলা সাড়ে ১১ টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

    আহত বৃদ্ধ সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের আকবর মিঝি বাড়ীর মৃত আনোয়ারুল হকের ছেলে।

    অভিযুক্ত আবু সাঈদ একই এলাকার আব্দুল ওয়াদুদ মাস্টারে ছেলে। তিইন হামছাদি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী।

    অভিযোগ সূত্র জানা যায়, ৩ জুলাই রাতের অন্ধকারে কে বা কারা আবু সাঈদের বাড়ির ডেউয়া গাছের একটি ডাল ভেঙে ফেলে। পরদিন দুপুরে তিনি সন্দেহজনকভাবে আবদুল হককে জিজ্ঞাসা করেন। এতে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তিনি বৃদ্ধ আবদুল হককে এলোপাতাড়ি লাথি-ঘুষি মেরে আহত করেন। পরে স্বজনরা আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    স্বাস্থ্য সহকারী আবু সাঈদ বলেন, আবদুল হক গাছের ডাল ভেঙেছেন কিনা আমি তা জানতে চেয়েছি। এই নিয়ে আমাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। মারধরের অভিযোগ সঠিক নয়।

    সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে। দু’পক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, অভিযোগটি তদন্তের জন্য এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে

  • হজ্ব পালনে সৌদিতে গিয়েও বানভাসীদের খোঁজ খবর রাখছেন মোস্তাক আহমদ।

    হজ্ব পালনে সৌদিতে গিয়েও বানভাসীদের খোঁজ খবর রাখছেন মোস্তাক আহমদ।

    হজ্ব পালনে সৌদিতে গিয়েও বানভাসীদের খোঁজ খবর রাখছেন মোস্তাক আহমদ।


    হজ্ব পালন করতে সৌদি আরবে মোস্তাক আহমদ পলাশ
    পবিত্র হজব্রত পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কানাইঘাট- জকিগঞ্জ এর কৃতি সন্তান মস্তাক আহমদ পলাশ।

    গত ২৯তারিখ রোজ বুধবার মদিনায় পৌঁছে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। মদিনায় পৌঁছার পর থেকে প্রতিদিন খোঁজ খবর রাখছেন কানাইঘাট – জকিগঞ্জের বানবাসী মানুষের। বন্যাদূর্গত অসহায় দুস্ত ২৪৩ পরিবারের মধ্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক নগদ ৪৫০০ টাকার স্লিপ বিতরণের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকরি পরিষদের অন্যতম সদস্য সাতবাঁক ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনন্দীত জননেতা আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ কে কানাইঘাট জকিগঞ্জ বাসি ধন্যবাদ জানিয়েছেন মস্তাক আহমদ পলাশ কে।

    পবিত্র হজ্ব পালনের জন্য দুই বছর আগে থেকেই চেষ্টা করছিলেন তিনি। কিন্তু করোনাভাইরাসের কারণে যেতে পারেননি হজের জন্য দেশ ছাড়ার আগে অবশ্য ব্যস্ত সময় পার করেছেন মস্তাক আহমদ পলাশ কানাইঘাট-জকিগঞ্জের বানবাসী মানুষের জন্য।

  • বাঘায় আব্দুর রহমান বিএম কলেজ এমপিও হওয়ায় মিষ্টি বিতরণ।

    বাঘায় আব্দুর রহমান বিএম কলেজ এমপিও হওয়ায় মিষ্টি বিতরণ।

    বাঘায় আব্দুর রহমান বিএম কলেজ এমপিও হওয়ায় মিষ্টি বিতরণ।

    রাজশাহীর বাঘায় আব্দুর রহমান বিএম কলেজ এমপিওভুক্ত হওয়ায় মিষ্টি বিতরণ করা হয়েছে। বৃহস্প্রতিবার(৭ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে এই মিষ্টি খাওয়ানো হয়। আব্দুর রহমান বিএম কলেজ অধ্যক্ষ মো. সামরুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে  উপস্থিত সকলের মুখে মিষ্টি তুলে খাওয়ান তিনি।
    উপস্থিত সকলে আব্দুর রহমান বিএম কলেজ এমপিওভুক্ত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. শাহরিয়ার আলমকে ধন্যবাদ জানান।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, মোজাহার আলী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপাধ্যক্ষ ওয়াহেদ সাদিক কবির ,সিরাজুল ইসলাম মুন্টু, প্রভাষক মুজিবুর রহমান প্রমুখ।
  • নাগরপুরে ভিজিএফ এর চাল বিতরণ করলেন চেয়ারম্যান কুদরত।

    নাগরপুরে ভিজিএফ এর চাল বিতরণ করলেন চেয়ারম্যান কুদরত।

    নাগরপুরে ভিজিএফ এর চাল বিতরণ করলেন চেয়ারম্যান কুদরত।


    টাঙ্গাইলের নাগরপুরে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কুদরত আলী নিজে উপস্থিত থেকে ঈদকে সামনে রেখে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।

    মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন এই প্রকল্পে ২০২২-২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সারাদেশে ন্যায় নাগরপুরেও ১০ কেজি হারে চাল বিতরণ হয়েছে। এতে সদর ইউনিয়নে অন্তত ৫ হাজার উপকারভোগী জনসাধারণ চাল পেয়েছে।

    নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কুদরত আলী বলেন, সারা দেশের ন্যায় নাগরপুর ইউনিয়নে চাল বিতরণ করেছি আমরা।

    আমি নিজে উপস্থিত থেকে সুষ্ঠ তদারকির মাধ্যমে চাল বিতরণ করেছি। সেই সাথে সকল গরীব অসহায়দের সাথে অগ্রীম ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

  • শাহজাদপুরে অবৈধ গরু-ছাগলের হাট থেকে রাজস্ব হারাচ্ছে সরকার।

    শাহজাদপুরে অবৈধ গরু-ছাগলের হাট থেকে রাজস্ব হারাচ্ছে সরকার।

    শাহজাদপুরে অবৈধ গরু-ছাগলের হাট থেকে রাজস্ব হারাচ্ছে সরকার।


    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরডালা সিএনজি গ্যারেজ সংলগ্ন করতোয়া নদী খননের স্তুপ করে রাখা বালুর চরে সরকারি অনুমোদন ছাড়াই বসানো হয়েছে বিরাট গরু ছাগলের হাট! সরকারি অনুমোদন ছাড়াই এ হাটে শতশত গরু ছাগল বিক্রি থেকে আদায়কৃত হাসিলের অর্থ সরকারি কোষাগারে জমা না দেয়ায় এতদিকে সরকার হারাচ্ছে রাজস্ব; অন্যদিকে, অনুমোদন ছাড়াই এ হাটে শতশত গরু ছাগল বিক্রি হওয়ায় বিপুল অর্থ সরকারি কোষাগারে জমাদানকারী উপজেলার বৈধ গরু ছাগলের হাট ইজারাদার আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

    বুধবার (৬ জুলাই) বিকেলে সরেজমিন সরকারি অনুমোদনবিহীন উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরডালা বালুর চরের গরু-ছাগলের হাট পরিদর্শনকালে এলাকাবাসী জানায়, কুমিরগোয়ালিয়া (নগরডালা) জামে মসজিদের উন্নতিকল্পে এ হাট বসানো হয়েছে । গত ৩ সপ্তাহ ধরে অনুমোদনবিহীন এ স্থানে গরু ছাগলের হাট চালু করা হয়েছে। এদিন হাটে প্রায় ৬-৭’শ গরু ছাগল বিক্রি হয় যার হাসিল গরুপ্রতি ক্রেতার ‘৬শ ও বিক্রেতার ‘১শসহ মোট ‘৭শ টাকা ও ছাগল প্রতি ক্রেতার নিকট থেকে ‘২শ ও বিক্রেতার নিকট থেকে ‘৫০ টাকা হাসিল আদায় করা হচ্ছে।
    এ বিষয়ে কুমিরগোয়ালিয়া (নগরডালা) জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল খালেকের বক্তব্য জানতে চাওয়া হলে তাকে পাওয়া যায়নি।

    এ বিষয়ে হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (বাচ্চু) জানান, ‘এলাকাবাসী এ হাট বসিয়েছে।’ সরকারি অনুমোদন ছাড়া এভাবে হাট বসানোর কোন বিধান আছে কি না?- তা জানতে চাওয়া হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

    অন্যদিকে, এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন,’তারা একটি হাট বসানোর জন্য অবেদন করলে তা ডিসি অফিসে পাঠানো হয়েছে। এখনো হাটের অনুমোদন হয়নি। এ হাট তো বসানোর কথা নয়; আমি খোঁজ নিচ্ছি।’

  • নলডাঙ্গায় বিষপানে গৃহবধুর আত্মহত্যা।

    নলডাঙ্গায় বিষপানে গৃহবধুর আত্মহত্যা।

    নলডাঙ্গায় বিষপানে গৃহবধুর আত্মহত্যা।


    নাটোরের নলডাঙ্গায় স্বামী ও শাশুরীর নির্যাতনে এক গৃহবধুর বিষপানে আত্মহত্যা করেছে।এ অভিযোগে স্বামী ও শাশুড়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাসুদেবপুরের দোলবাড়ির গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত গৃহবধুর নাম শিরিনা আক্তার (৩৩),তিনি উপজেলার বাসুদেবপুর দোলবাড়ির গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।আটককৃতরা হলেন,স্বামী রুবেল হোসেন (৩৫) ও শাশুড়ী রাশেদা বেগম (৫০)।

    নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার ব্রহ্মপুর এলাকার সিদ্দিক আলীর মেয়ের সাথে একই উপজেলার বাসুদেবপুর দোলবাড়ি গ্রামের মৃত কাসেম আলীর ছেলের সাথে ৮ বছর আগে বিয়ে হয়।বিয়ের পর থেকে বিভিন্নভাবে মানসিকভাবে নির্যাতন করতো।মানসিক এ নির্যাতন সহ্য করতে না পেরে গত মঙ্গলবার সন্ধ্যায় গৃহবধু শিরিনা আক্তার কীটনাশক পান করে অসুস্থ্য হয়।অসুস্থ্য গৃহবধুকে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে পরে রাজশাহী নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।এ ঘটনায় গৃহবধুর ভাই বেলাল হোসেন বাদী হয়ে স্বামী রুবেল হোসেন ও শাশুড়ী রাশেদা বেগমকে আসামী করে মামলা দায়ের করেন।

    নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করে।এ মামলায় স্বামী রুবেল হোসেন ও শাশুড়ী রাশেদা বেগমকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।