Author: admin

  • নন্দীগ্রাম পৌর এলাকায় কুরবানীর বর্জ্য অপসারণে ২৭জন কর্মী নিয়োগ।

    নন্দীগ্রাম পৌর এলাকায় কুরবানীর বর্জ্য অপসারণে ২৭জন কর্মী নিয়োগ।

    নন্দীগ্রাম পৌর এলাকায় কুরবানীর বর্জ্য অপসারণে ২৭জন কর্মী নিয়োগ।


    আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার ৯টি ওয়ার্ডে কুরবানীর বর্জ্য অপসারণে ২৭ জন বর্জ্য অপসরণ কর্মী নিয়োগের কথা জানিয়েছেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান। আপনার শহর পরিষ্কার রাখুন-সুস্থ থাকুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ড ভিত্তিক নির্দিষ্ট জায়গায় সরকারি আইন মেনে পশু কুরবানী দিতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

    পৌরবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, কুরবানী শেষে কুরবানীর বর্জ্য অপসারণে আপনারা সবাই বর্জ্য অপসারণ কর্মীদের সহযোগীতা নিন। কোথাও বর্জ্য পরিষ্কার না হলে তাৎক্ষনাত স্থানীয় ওয়ার্ড কমিশনার কে অবহিত করুন। প্রয়োজনে মেয়রের মোবাইলে ফোন করে জানানোর জন্য অনুরোধ করেন। পরিশেষে, নন্দীগ্রাম পৌরবাসী ও উপজেলা বাসীকে পবিত্র ইদুল আযহার শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও সুন্দর আগামীর প্রত্যাশা করেন মেয়র আনিছুর রহমান।

  • দেওয়ানগঞ্জ ডাংধরায় অগ্নিকান্ডে বাড়ি পুড়ে ছাই।

    দেওয়ানগঞ্জ ডাংধরায় অগ্নিকান্ডে বাড়ি পুড়ে ছাই।

    দেওয়ানগঞ্জ ডাংধরায় অগ্নিকান্ডে বাড়ি পুড়ে ছাই। 

    শুক্রবার ৮ জুলাই বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসি’র আওতাধীন ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী পশ্চিমপাড়া গ্রামের আবুল কালাম আজাদ এর বাড়ী পুড়ে গেছে।

    স্থানীয় সুত্রে জানা যায়, ঘরে বিদ্যুৎ লাইনের শর্টসার্কিটে আগুনের সুত্রপাত ঘটে। প্রতিবেশীরা জানায় বিদ্যুতের তারের মাধ্যমে আগুন লেগে মুহূর্তে ঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা গ্যাস স্যালিন্ডারে আগুন লাগা মাত্রই অগ্নিকান্ড আরও তীব্র আকার ধারণ করে। এতে ঐ বাড়ির মালামাল সহ কয়েকটি ঘর পুরে ছাই হয়ে যায়। শুধু মাত্র গরু গুলো ব্যতীত অন্য কোন কিছু বের করতে পারেনি বলে জানান প্রতিবেশীেরা। আত্নীয় স্বজনরা জানান নগদ অর্থ সহ প্রায় ৫০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
    সন্ধ্যায় ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ গফুর আর্মি ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় ৫নং ব্লক আওয়ামীলীগের সভাপতি মোঃ আঃ বারী সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • ছাতকে শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ।

    ছাতকে শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ।

    ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে নগদ অর্থ বিতরণ।


    পাগাড়ি ঢল আর ভারী বৃষ্টির কারণে সুনামগঞ্জ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। যা কখনও কারো পক্ষে পোষিয়ে নেয়া সম্ভব নয়। বন্যা আসার পর কয়েক লাখ মানুষ যখন পানিবন্দি ও নিরাপদ আশ্রয়ে ঠাঁই হয় তখন খাদ্যসহ বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দেয়।

    এসময় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ব্যক্তি ও সামাজিক সংগঠন এগিয়ে আসে। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে বিভিন্ন সময়ে শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পানি কমার সাথে সাথে মানুষের দূর্ভোগ চরম আকার ধারণ করে।

    এবার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি ছাতক উপজেলা শাখা। প্রথম বারের মতো এ শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারকে ৫০০টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

    নগদ অর্থ বিতরণী উপলক্ষে( গত ০৮জুলাই)শুক্রবার বিকেলে উপজেলার বুড়াইরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক নেতা মাস্টার নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাসুম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর ইউআরসি মোস্তফা আহসান হাবীব।

    বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, বুড়াইরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি কাজী মাওলানা আবদুস সামাদ, শিক্ষক কল্যাণ সমিতির সুনামগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক প্রধান শিক্ষক মানিক মিয়া, প্রধান শিক্ষক মাওলানা কামাল উদ্দিন, সহকারী শিক্ষক জাকারিয়া আহমদ, বিপ্লব দাশ, আবদুল বাছিত, আলমগীর হোসেন, মোজাম্মেল আলী, রেজ্জাদ আহমদ, আলকাছ আলী, আবদুস সহিদ, আবদুর রব, আলা উদ্দিন, আবদুল করিম, আসকর আলী, রহিমা বেগম, ফারজানা বেগম, রাজিয়া শিরিন, ফাতেমা বেগম, রুকেয়া বেগম, সাফিয়া বেগম ও আছমা বেগম খাঁন প্রমুখ।

    সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ। এসময় সকল শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

  • বাঘায় নিঁখোজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার।

    বাঘায় নিঁখোজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার।

    বাঘায় নিঁখোজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার।


    রাজশাহীর বাঘা উপজেলার চকছাতারী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজিব হোসেন (১৫) নামের কিশোর বুধবার (৬ জুলাই) দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। তাকে বিভিন্নস্থানে অনেক খোঁজা খুঁজির পরেও পাওয়া যায়নি।

    ওইদিন বোন চায়না খাতুন বাদি হয়ে বাঘা থানায় একটি সাধারণ ডাইরী করেন। এই ডাইরী করার তিনদিন পর শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় কলিগ্রামের পদ্মা নদী থেকে রাজিব নামের স্কুল ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেন পুলিশ।
    রাজিব হোসেনের পিতা আবদুর রাজ্জাক লেবারের কাজ ও মা আফরোজা বেগম ঢাকায় গার্মেন্সে চাকুরি করেন। রাজিব বাড়িতে নানির কাছে থেকে বাঘা ইসালামী একাডেমী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে লেখাপাড়া করে।
    এ বিষয়ে তার বোন চায়না বেগম বলেন, আমার ছোট ভাই কিছুদনি আগে এনডোয়েড রেডমি ১০ মোবাইল ফোন ব্যবহার করতো। এই ফোনের জন্য আমার ভাইকে খুন করে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে।
    এ বিষয়ে তার নানি সুরাজান বেগম বলেন, বাড়িতে কেউ থাকেনা। আমি মেয়ের বাড়ি থাকি আর নাতি রাজিবকে দেখাশুনা করি। নাতি লেখাপড়াতে ভাল। কিন্তু কোন কোন সময়ে ফোন কিনার পর তার বন্ধুদের সাথে এখানে সেখানে বিকেল হলেই ঘুরতে যায়। অন্যদিনের মতো বুধবার দুপুরের খাবার খাওয়ার পর বাড়ি থেকে বের হয়। আর ফিরে আসেনি।
    এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, তার গলায় দঁড়ি ছিল এবং মুখের মধ্যে দঁড়ি ঢোকানো অবস্থায় লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
  • দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক।

    দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক।

    দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক।


    পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলা ও সারা দেশবাসীকে সকলের সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ, শান্তি কামনা করে।পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

    শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনার মধ্যে ধর্মপ্রাণ মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ। পবিত্র ঈদুল আযহায় মহান আল্লাহর উদ্দেশে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা মুসলমানদের প্রাচীন ঐতিহ্য।

    পবিত্র ঈদুল আযহার উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকা। পশু কোরবানি করা হয় প্রতীকী অর্থে। আসলে কোরবানি দিতে হয় মানুষের সব রিপুকে: কাম, ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রীকাতরতা। সৎ পন্থায় উপার্জিত অর্থের বিনিময়ে কেনা পশু কোরবানির মাধ্যমেই তা সম্পন্ন হয়।

    কিন্তু পরজীবীর এক অণুজীব করোনা মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে৷ করোনা আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। সকলকে মহামারি প্রাণঘাতী করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে, নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং এ বিষয়ে সতর্কতা অবলম্বনের প্রতি লক্ষ্য রাখার অনুরোধ জানান তিনি

    কুরবাণীর আদর্শে উজ্জীবিত করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য শোষণ দূর করে একটি শোষণমুক্ত সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা যোগায়। দেশের বিদ্যমান এই ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি আমরা সবাই যেন সহনশীল হই।

    তিনি আরো বলেন, করোনা ভাইরাস আমাদের মাঝে আবারো মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। সকলকে মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

    হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি পঞ্চম বারের মতো মনোনীত হয়েছে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান সতর্কতা অবলম্বনের প্রতি লক্ষ্য রাখার অনুরোধ করেন, তিনি আরো বলেন কোরবানির পশু নির্দিষ্ট স্হানে জবাই করা।জবাই করা শেষ হলে ঐ স্হানে বিসিলিং পাউডার দিয়ে পরিস্কার করা সহ সকল প্রকার সরকারি আইন মেনে চলা।এবং করোনা ভাইরাস এর সকল নিয়ম কানুন মেনে চলা। ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা এবং সকলকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেন তিনি।

  • রামগঞ্জে দেবরের দোকানে তালা দিলো ভাবী।

    রামগঞ্জে দেবরের দোকানে তালা দিলো ভাবী।

    রামগঞ্জে দেবরের দোকানে তালা দিলো ভাবী।


    লক্ষ্মীপুরে রামগঞ্জে দেবরের দোকান ঘরে ভাবীর তালা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত বাভী ১নং কানঞ্চনপুর ইউনিয়নের কাটাখালী ওয়াবদা রাস্তা গ্রামের ব্রাহ্মপাড়া খন্দকার বাড়ির আজাদের স্ত্রী ও মিজানের ভাবী। জানা যায়, ( ৪ভাই ১বোন) আজাদ ও মিজানুর রহমান শিমু দুইজন আপন সহদোর। তাদের বাবার রেখে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি ভাবী আমেনা বেগম দেবর মিজানুর রহমান শিমু দোকানে তালা লাগিয়ে দিয়েছে। এতে বিপাকে পড়েছেন দোকান ঘরের ভাড়াটিয়া ব্যবসায়ী।

    ইউসুফ হুজুর ও বাসুমিয়া, এ বিষয়ে জানান: আমিরুলা, নবীর হোসেন,ইউপি সদস্য, আকবর আলী, ইউপি সদস্য রহমতুলা,ইউনুস ভূঁইয়া, ডা: আব্দুস সালাম ,আব্দুল করিম,জসিম,সিলিম,১৫ থেকে ২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে তালা লাগিয়ে দেয় আমেনা বেগম ভোক্তভোগী দেবর মিজানুর রহমান শিমু বলেন, আমি নিরাপত্তাহীনতার মধ্যে থাকতেছি আমি একজন সৌদি প্রবাসী। বাবার ছোট একটা চায়ের দোকানে ছিলো। বিদেশ যাওয়ার পূর্বে এ দোকান চালিয়ে সংসার চালাতাম। বাবা মারা যাওয়ার পর আমি দোকান টাকে আদা পাকা করি । এবং পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমার নামে লিজ নিয়ে ও আমার নামে পিডিবির মিটার এনেছি দোকান টি ভাড়া দিয়ে বিদেশে চলে যাই।

    কিছুদিন ধরে আমার মেজো ভাই আজাদ এর স্ত্রী আমেনা
    ২০জন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে তালা লাগিয়ে দেয়। এই নিয়ে কয়েক বার আমাদের ভাইদের মধ্যে সমঝোতা হয়। কিন্তু ভাবী তা মানতে রাজি না কথায় কথায় বাড়িতে হাটবাজারে সে নিজেকে ১৫টি বাড়ির আওয়ামী লীগের সভাপতি দাবি করে, শিমু যদি দোকানের তালা খুলে তার বিদেশ যাওয়া বন্ধ করে দেবো ও গলা কেটে হত্যার লাশ গুম করে রাখবো হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে

    এই নিয়ে কয়েক বার গ্রাম্য সালিশ হলেও ভাবী কাউকে মানে না। সে আমার দোকান থেকে ভাড়াটিয়া দের বের করে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে।

    সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক ও বর্তমান ইউপি সদস্য ইমরান বলেন, এই যায়গায় ৪০ বছর ধরে মিজানুর রহমান শিমু তার বাবা দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করে। মিজানের বাবার মৃত্যুর পর থেকে সে দোকান ঘরটির জমি
    লিজ এনে দোকান ঘরটি আদা পাকা করে। কিছুদিন সে নিজে দোকানদারী করে সংসার চালাতেন। পরবর্তীতে দোকানটি ভাড়া দিয়ে বিদেশ চলে যায়।

    ইতিমধ্যে আমেনা বেগম দোকান ঘরটি নিজের দাবি করেন ও ১৫ থেকে ২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে তালা লাগিয়ে দেয় আমেনা অভিযুক্ত ভাবী আমেনা বেগম বলেন, আমি ১৫টি বাড়ির আওয়ামী লীগের সভাপতি তালা দেওয়ার কথা স্বীকার করে বলেন আমি এই জায়গা লিজ এনেছি। এটা নিয়ে আমি মামলাও করেছি। তবে লিজের কোন কাগজ দেখাতে পারেনি তিনি আদালতকে সংবাদকর্মীদের কে

  • ঠাকুরগাঁও ট্রাক থ্রি-হুইলার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৪।

    ঠাকুরগাঁও ট্রাক থ্রি-হুইলার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৪।

    ঠাকুরগাঁও ট্রাক থ্রি-হুইলার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৪।

    ঠাকুরগাঁওয়ে ট্রাক ও থ্রি-হুইলার (পাগলু) মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১২টার সময় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভূল্লী নামক  স্হানে এ দুর্ঘটনা ঘটে।
    দুর্ঘটনায় নিহতরা হলেন—সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খালিশাপুরি পোস্ট অফিস এলাকার মৃত আব্দুল হকের ছেলে খলিলুর রহমান খলিল (৬১) অপরজন  সদর উপজেলার বালিয়া ইউনিয়নের মো. কাদেরুল ইসলামের ছেলে পারভেজ (৩২)।
    আহতরা হলেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার ডাপুরাপাড়ার মৃত শাহ আলমের ছেলে আক্তার হোসেন (৩৬), একই উপজেলার সইমনপাড়া গ্রামের জাহিরুল ইসলামের ছেলে মো. সুপিয়ার রহমান (৪১), মাঝগ্রাম ফয়জুল ইসলামের ছেলে আজিজুর ইসলাম (৪৪) ও আজিজুর ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৩৮)।
    প্রত্যক্ষদর্শীদের বরাতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হালিম বলেন, বৃহস্পতিবার রাতে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ের দিকে একটি পাগলু আসছিল এবং ঠাকুরগাঁও থেকে একটি ট্রাক পঞ্চগড়ের দিকে যাওয়ার সময় ভুল্লীএলাকার হবিবর রহমানের মিল চাতালের সামনে ট্রাক ও পাগলুর বিপরীতমুখী সংঘর্ষ হয়। এতে পাগলুতে থাকা খলিলুর রহমান  ঘটনাস্থলেই মারা যান ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ মারা যান।
    দুর্ঘটনায় পাগলুর চার যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি হাইওয়ে থানা পুলিশ খতিয়ে দেখছেন বলেও জানান তিনি ।
  • হরিপুরে সড়ক নির্মাণে নিন্মমানের পাথর দিয়ে কার্পেটিং,স্থানীয়দের ক্ষোভ।

    হরিপুরে সড়ক নির্মাণে নিন্মমানের পাথর দিয়ে কার্পেটিং,স্থানীয়দের ক্ষোভ।

    হরিপুরে সড়ক নির্মাণে নিন্মমানের পাথর দিয়ে কার্পেটিং, স্থানীয়দের ক্ষোভ।

    ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নিন্মমানের ও পাথরের শ্রেণী পরির্বতন করে সড়কের কার্পেটিং করা হচ্ছে। সড়ক নির্মাণে অনিয়ম নিয়ে স্থানীয়রা উপজেলার বিভিন্ন দপ্তরে মৌখিক অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এদিকে উপজেলা প্রকৌশলী অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী জানান, ওই সড়কের তদারকির দায়িত্বে রয়েছেন উপ-সহকারী প্রকৌশলী নেহারুল ইসলাম। সে উধ্বর্তন কর্তৃপক্ষকে ম্যানেজ করে চলে। তাকে উপজেলা এলজিইডি দপ্তর থেকে ওই সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগের কথা জানিয়ে সঠিকভাবে কাজ করার কথা বলা হলেও সে কথায় তিনি কর্ণপাত করেন না ।
    সরেজমিনে গিয়ে জানা গেছে ,উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের আওতায় ধীরগঞ্জ থেকে যাদুরাণী পুরাতন সড়কের রক্ষণাবেক্ষণ প্রকল্পের পৌনে ৪ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য দুজন ঠিকাদার প্রতিষ্ঠান চলতি বছরের জানুয়ারী মাসের শেষের দিকে চুক্তিবদ্ধ হয়। এতে খাইরুল কবির রানা ট্রের্ডাস রংপুর কাজ পায় ২২শত মিটার এবং তুয্য মাধুয্য ঠাকুরগাঁও ঠিকাদার প্রতিষ্ঠান পায় ১ হাজার ৫’শত মিটার সড়কের কাজ।
    সরেজমিনে গিয়ে গত বৃহস্পতিবার (৭ জুলাই) দেখা যায়, সড়কটির কাজ চলমান রয়েছে। তবে সড়কে ১৬,১২,৬ মিলিমিটার ভাঙ্গা পাথর ও উন্নতমানের ডাস্ট দিয়ে কাজ করার কথা থাকলেও তা করা হচ্ছে না। পাথর ও বিটুমিন তৈরী করা কার্পেটিং এ দেখা যায়, গোল গোল নিন্মমানের পাথর দিয়ে কার্পেটিং করা হচ্ছে। ডাস্টের বদলে পাথরের গুড়া সম্বলিত ডাস্ট দিয়ে কার্পেটিং করা হচ্ছে। তাছাড়া পাথর ও বিটুমিন মেশানো স্থানে গিয়ে দেখা যায়, কোথাও পাথরের সঠিক মাপের পাথর নেই। সব পাথরগুলোই বিভিন্ন শ্রেণী পরিবর্তন করা। এবং প্রচুর পরিমাণে ময়লা আর্বজনায় মেশানো পাথর। ১৬ মিলিমিটার ভাঙ্গা পাথরের বদলে সব ধরনের অতি পুরোনো পাথর মিশিয়ে রাখা হয়েছে। ১২ ও ৬ মিলিমিটার পাথরেও একই অবস্থা বিভিন্ন অচল পাথরগুলো স্তপ করে রেখে সে পাথর দিয়েই বিটুমিন মিশিয়ে কার্পেটিং করা হচ্ছে।
    প্রকৌশলীদের মতে, সড়কে পরিস্কার ডাস্ট না দিলে সড়কের ফিনিসিং খারাপ হয়। এবং ভাঙ্গা পাথর না দিয়ে বিটুমিনের সাথে পাথরের জয়েন্ট থাকে না। এতে সড়ক নির্মানের কিছুদিন পর থেকেই সড়ক থেকে পাথর উঠে যায়। তাই সড়ক অব্যশই সঠিক পরিমাপের ভাঙ্গা পাথর দিয়ে নির্মাণ করতে হবে।
    ওই সড়ক এলাকার বাসিন্দা, তৈয়ব আলী, কেরামত, অনন্তসহ একাধিক  ব্যক্তি জানান, সড়কটির সংস্কার হচ্ছে কিন্তু কাজটি ভালো হচ্ছে না। সড়কটি যেনতেন ভাবে ময়লা পরিস্কার করে গোটা গোটা পাথর দিয়ে কার্পেটিং করছে। গোটা পাথরের কার্পেটিং টিকে না এটা সকলেই জানে। আমরা দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী নেহারুল ইসলামকে বলেছি উপজেলা এলজিইডি অফিসের প্রধান কর্মকর্তাকে অভিযোগ করেছি। কিন্তু কোন কাজ হচ্ছে না ওই পাথর দিয়েই সড়কের অধিকাংশ নির্মাণ কাজ ইতিমধ্যে হয়ে গেছে। এ নিয়ে বিভিন্ন স্থানে মৌখিক অভিযোগ করেও লাভ হয়নি।
    খাইরুল ইসলাম ট্রের্ডাস ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি এস এম মঈনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি পারিবারিক সমস্যায় আছেন জানিয়ে ফোনটি কেটে দেন।
    একইভাবে তুয্য মাধুয্য ঠিকাদার প্রতিষ্ঠানের ঠিকাদার নারায়ন বাবু বলেন, আসলে আমিতো ভালো পাথর দিয়ে কাজ করেছি শেষের দিকের পাথরগুলো একটু গোটা গোটা হয়েছে। পাথরের যে দাম তাতে ঠিকাদারী কাজ করাই তো মুশকিল বলে তিনি মন্তব্য করেন।
    ওই সড়কের উপ-সহকারী প্রকৌশলী নেহারুল ইসলাম বলেন, আসলে কাজতো ভালই হচ্ছে। আপনি কোথায় আছেন, আসেন দেখা সাক্ষাতে কথা বলি।
    এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান পাথরের মান কিছুটা খারাপ আছে জানিয়ে বলেন, বিষয়টি আমি গুরত্বসহকারে দেখছি।
    এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মন্ডল বলেন, পাথরের মান পরির্বতন করে কাজ করার সুযোগ নেই। বিষয়টি আমি দেখছি।
    হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা বলেন, বিষয়টি আমি জানতাম না আমি সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
  • বেলকুচিবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

    বেলকুচিবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

    বেলকুচিবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।


    ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বেলকুচিবাসী ও সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদের শুভেচ্ছা জানিয়েছেন বেলকুচির পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

    শুভেচ্ছাবার্তায় তিনি বলেন- সকল মুসলিম উম্মার জন্য অপেক্ষা করছে বছরের শ্রেষ্ঠতম আনন্দের দিন পবিত্র ঈদুল আযহা। আমি বেলকুচিবাসীর সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদের ঈদুল আযহার শুভেচ্ছা জানাই।

    একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এবং ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

    তিনি বলেন, ঈদুল আযহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।কুরবানির খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল আযহা।ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

    পবিত্র ঈদুল আযহা সবার জীবন বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সফলতা। ঈদের দিনের মতো আগামী দিনগুলো হোক অনাবিল আনন্দময়। দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন ও সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।

  • টাঙ্গাইলের পুলিশ সুপারের গরুর হাট পরিদর্শন।

    টাঙ্গাইলের পুলিশ সুপারের গরুর হাট পরিদর্শন।

    টাঙ্গাইলের পুলিশ সুপারের গরুর হাট পরিদর্শন।


    ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী পশুর হাট পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

    বৃহস্পতিবার ( ৭ জুলাই) সন্ধ্যায় হাট পরিদর্শনকালে পশুর হাট ঘুরে দেখেন এবং পশুর ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় গরুর হাটে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণসহ হাট এলাকার আইন-শৃঙ্খলা, স্বাভাবিক রাখতে হাট ইজারাদার, ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলেন। তাদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

    হাট পরিদর্শনকালে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, টাঙ্গাইলে ছোট বড় ১০৩ টি গরুর হাট রয়েছে। হাট গুলোর মধ্যে এটি একটি ঐতিহ্যবাহী হাট। এই হাটকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি কারণ এই হাট থেকে বেশি সংখ্যক পশু বিক্রি হয়। আমি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। হাটের সার্বিক নিরাপত্তার বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

    তিনি আরো বলেন, আমরা হাটের সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করেছি। হাটে যাতে মলমপার্টি ও অজ্ঞান পার্টি কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা কোন তথ্য পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ শরফুদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মোহাম্মদ শরিফুল হক, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ্ আলম প্রামাণিক সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।