Author: admin

  • ট্রাক চাপায় পোশাক শ্রমিক নিহত-ট্রাকে আগুন।

    ট্রাক চাপায় পোশাক শ্রমিক নিহত-ট্রাকে আগুন।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার আকুলিচালা নামক এলাকায় অবৈধ মাটি বহনকারী ড্রাম ট্রাক চাপায় কাকুলি আক্তার (২৬) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয় । এ ঘটনায় বিক্ষুব্ধ সকল জনতা ওই ড্রাম ট্রাকে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।

    বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের আকুলিচালা এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত কাকুলি আক্তার ওই এলাকার এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড নামক একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মৌচাক ইউনিয়নের মধ্যপাড়া, আকুলিচালা এলাকায় ওই কারখানা ছুটি দিলে শ্রমিকরা যার যার বাড়ি যাচ্ছিলেন। এসময় অবৈধ মাটি পরিবহনকারী ড্রাম ট্রাকটি বেপরোয়া গতিতে কাকুলি আক্তারকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ও ওই কারখানার শ্রমিকরা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেন। ততক্ষণে গাড়ির চালক ও সহকারী পালিয়ে যায়।

    স্থানীয় বাসিন্দা বারেক মিয়া জানান, অবৈধ ভাবে মাটি কেটে রাস্তা ধ্বংস করে ফেলেছে। আজকে একজন মানুষ মারলো। এদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

    এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, মাটির ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে এ খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।

  • আমতলীতে খাবারের লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ।

    আমতলীতে খাবারের লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ।

    আমতলী(বরগুনা)প্রতিনিধি।

    খাবারের লোভ দেখিয়ে ৯ বছরের প্রতিবন্ধী এক শিশুকে মো সিদ্দিক মৃধা (৪০) ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন তার পরিবার।

    বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে বরগুনার আমতলী উপজেলার খাকদান গ্রামে এই ঘটনা ঘটেছে।

    জানা গেছে, উপজেলার খাকদান গ্রামের ৯ বছরের প্রতিবন্ধী শিশু দোকানে যাচ্ছিল। পথিমধ্যে মো মুজা মৃধার ছেলে। মো সিদ্দিক মৃধা। খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে তার বাড়ির পাশে জঙ্গলে নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণ করেছে বলে পরিবারের অভিযোগ। শিশু বাড়িতে এসে তার পরিবারকে এই ঘটনা জানায়।

    তাৎক্ষণিক পরিবারের লোকজন শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুজ্জামান প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেন।

    শিশুটির মা অভিযোগ করেন, আমার প্রতিবন্ধী মেয়ে খাবার কিনতে দোকানে যাচ্ছিল। পথিমধ্যে মো সিদ্দিক মৃধা আমার মেয়েকে খাবারের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেছে। আমি এই ঘটনার বিচার চাই।

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান খাঁন বলেন, প্রতিবন্ধী শিশুটির রানে রক্ত লেগে আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, পুলিশের সহযোগিতায় শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • প্রধান অতিথি না করায়  ফুটবল খেলায় বিএনপি নেতার হামলা, গ্রামবাসীর প্রতিবাদ।

    প্রধান অতিথি না করায়  ফুটবল খেলায় বিএনপি নেতার হামলা, গ্রামবাসীর প্রতিবাদ।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈরে ফুটবল খেলায় প্রধান অতিথি না করায় বহিরাগতদের দিয়ে খেলোয়ার ও আয়োজকদের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এক ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়ে  প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

    বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী দেওয়ানপাড়া এলাকায় গ্রামবাসীরা এ প্রতিবাদ সমাবেশ করেন।
    অভিযুক্ত ওই নেতার নাম ডিজি রাব্বানী, তিনি কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে রয়েছেন বলে দাবী করেন।

    অনুষ্ঠানের আয়োজক ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় একটি ফুটবল খেলার আয়োজন করেন। ওই খেলা প্রচারে লিফলেট বিএনপির সভাপতি দাবী করা নেতা ডিজি রাব্বানীকে প্রধান অতিথি না করায় আগের দিন গত বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বহিরাগত লোকজন ভাড়া করে এনে স্টেজ ভাঙচুর করে। এক পর্যায়ে খেলার আয়োজক নাজমুল (৩৫) ও জাহিদ (২৮) কে এলোপাথাড়ি মারধর করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

    এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি হেলাল উদ্দিন বলেন, ওই এলাকা থেকে আমাকে বিষয়টি জানানো হয়েছে। যারা কাজটা করেছে তারা ভালো করেনি। এটা আমদের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে।

    অভিযোগের বিষয় নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, অভিযোগের তদন্ত করতে দেয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।

  • মাধবপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার।

    মাধবপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ইরা বানু (৫৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করছে পুলিশ।
    বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে মাধবপুর থানা পুলিশ।
    ইরা বানু উপজেলার ধর্মঘর ইউনিয়নের আয়লাবই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী। নিহতের ছেলে আবু বক্কর জানান, বুধবার সন্ধ্যায় আমার মা পাশের গ্রাম বৈষ্ণবপুরে আমাদের নানা বাড়িতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়।
    পরদিন সকালে খবর পেয়ে এসে দেখি নানার বাড়ির পাশের আদিল শাহ মাজারের কাছে একটি জমিতে মায়ের মৃতদেহ পড়ে আছে।
    মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করি। প্রাথমিকভাবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
  • সিরাজগঞ্জে ৩৩ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জে ৩৩ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে মোরছালিম(২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা।

    মঙ্গলবার(১৭ ডিসেম্বর)দুপুরে র‍্যাব-১২’র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন সোমবার(১৬ ডিসেম্বর) রাতে জেলার যমুনা সেতুর পশ্চিম রেলস্টেশন এলাকায় জুতার ভিতর অভিনব কায়দায় ৩৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের হিরোইন পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৩ শত ৩৪ গ্রাম হেরোইন এবং মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো।

    তিনি আরো বলেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোরছালিন চাঁপাইনবাবগঞ্জের বাজিতপুর নতুনপাড়া গ্রামের ফরজেন আলীর ছেলে।

    এ ঘটনায় আসামিকে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ হস্তান্তর করা হয়েছে।

     

  • মাধবপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত।

    মাধবপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত।

    মাধবপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
    হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টার সময় মাধবপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে ফিরে এসে শেষ হয়।
    পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান , সহকারী শিক্ষা অফিসার মো: কবির হোসেন প্রমূখ।
  • মাধবপুরে তিন ছাত্রলীগকর্মী গ্রেফতার।

    মাধবপুরে তিন ছাত্রলীগকর্মী গ্রেফতার।

    মাধবপুর প্রতিনিধিঃ 
    হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
    মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৮ টায় মাধবপুর থানাধীন ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুক্তার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ছাতিয়াইন বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করেন। ধৃত ছাত্রলীগের কর্মীরা হলো,  মাধবপুর উপজেলার ছাতিয়াইন উত্তর গ্রামের নিখিল সরকার এর পুত্র দিপংকর সরকার (২৮), মৃত ফেরু মিয়ার পুত্র মো: খলিল মিয়া (৩২) ও ছাতিয়াইন দক্ষিণ গ্রামের আব্দুল হাসিম এর পুত্র সাদ্দাম হোসেন (৩০)।
    জানা যায়, ধৃত ব্যাক্তিরা সোমবার গভীর রাতে ছাত্রলীগের ছাতিয়াইন ইউনিয়ন শাখার ব্যানারে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার সৃষ্টি হলে পুলিশ দ্রুত তাদের আটক করেন। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
  • কালিয়াকৈর শিহান হত্যাকারীর ৬ সদস্য গ্রেফতার।

    কালিয়াকৈর শিহান হত্যাকারীর ৬ সদস্য গ্রেফতার।

    গাজীপুর(কালিয়াকৈর)প্রতিনিধিঃ

    প্রতিদিনের মতো ঘটনার দিনও ভোরবেলা হাতে দামী মোবাইল ফোন হাতে নিয়ে শিহানের নিজ কর্মস্থলে যাতায়াত করতেন।ছিনতাইকারীরা ওই দামী মোবাইল ফোনকে টার্গেট করে দেশীয় অস্ত্র নিয়ে পথ রোধ করে। তাদের কেউ চায়ের দোকানদার, কেউ পরিবহন চালক, কেউ কেউ পেশাদার ছিনতাইকারী।গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫ টা ২০ মিনিট।

    শিহান অফিসে যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক হানিফ স্পিনিং মিলের সামনে গেলে সড়কের অপরপাশ থেকে আচমকা এসে শিহানকে পথরোধ করে আটকে দেয় ছিনতাইকারীরা। এসময় হাতের মোবাইলটি ছিনিয়ে নিতে গেলে বাধা দেয় শিহান। পরে ছিনতাইকারীদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোবাইল, মানিব্যাগ, ঘড়ি, এটিএম কার্ড নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী চক্রের সদস্যরা। দাঁড়ালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত শিহান মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

    এ ঘটনার পর নিহতের পিতা তানভির হোসেন নান্নু মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।
    মামলার পর ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। প্রথমে একটি চোরাই মোবাইলের কারবারি আনোয়ার হোসেনের কাছ থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের শনাক্ত করা হয়।

    সর্বশেষ সোমবার (১৬ ডিসেম্বর) রাতে জেলার সালনা, কোনাবাড়ি, বাসন ও টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন—তাকওয়া পরিবহনের চালক ময়মনসিংহ ধোবাউরা উপজেলার আমগাছীহান্দা গ্রামের হালিমউদ্দিন সরওয়ার হোসেন (২৮), সিএনজি চালক কুড়িগ্রাম রৌমারি উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আলী আজগরের ছেলে নাজিম উদ্দিন (৩৫), সিএনজি চালক কুড়িগ্রাম উলিপুর থানার মধুপুর গ্রামের আজগর আলীর ছেলে ফুল ইসলাম (৪২), আজমেরী বাসের হেলপার লক্ষ্মীপুর সদরের জামেরতলী গ্রামের মালেকের ছেলে জুয়েল (২৪), তাকওয়া বাসের স্টাফ জয়পুরহাটের মোহনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. মিলন (২৭) এবং চায়ের দোকানদার ভোলার চরফ্যাশনের সুলতান বয়াতির ছেলে আনোয়ার হোসেন (৩৫)।

    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ছয়জন গ্রেফতারের ঘটনা নিশ্চিত করেছেন।

  • উল্লাপাড়ায় মহান বিজয় দিবস পালন।

    উল্লাপাড়ায় মহান বিজয় দিবস পালন।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
    উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
    সোমবার (১৬ ডিসেম্বর)সকাল সাড়ে ১০ টার সময় বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিজয়ের পতাকা উড়িয়ে মাথায় ফিতা বেঁধে বিজয় র‍্যালি বের করে সলপ রেলস্টেশন চত্বর ও বন্যাকান্দি বাজার চত্বর প্রদক্ষিণ শেষ করে এবং অত্র ইউনিয়নের পঞ্চক্রোশী আলী আহমেদ উচ্চ বিদ্যালয় ও বন্যাকান্দি এন এম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান  দুটির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মিস্টার, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আব্দুল মালেক,সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক মো.শাহরিয়ার মঈন(শাহিন),উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. আজমল হোসেন তালুকদার, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো.তাজিমুল হাসান (দুলাল),সদস্য সচিব রাউফুল ইসলাম, সেচ্চাসেবক দলের আহবায়ক মো. আব্দুল মালেক,সদস্য সচিব মো. রুবেল হোসেন(ফকির) প্রমূখ।

  • বাংলাদেশ সাংবাদিক সংস্থার বাঘা শাখার কমিটি গঠন।

    বাংলাদেশ সাংবাদিক সংস্থার বাঘা শাখার কমিটি গঠন।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধি :

    বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহীর বাঘা উপজেলা শাখার দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর-২৪) বেলা ১২ টায় বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যেদের সন্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছে আমানুল হক আমান (যুগান্তর/সোনার দেশ), সাধারণ সম্পাদক লালন উদ্দিন (কালের কন্ঠ/সোনালী সংবাদ), সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান মুক্তা (ইনকিলাব)।
    বাঘা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা কমিটির আহবায়ক শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহবায়ক কমিটির সদস্য রফিক আলম, ফজলুর রহমান, আমিনুল ইসলাম বনি, মঞ্জুয়ারা বেগম।
    কমিটিতে রয়েছেন-সহ-সভাপতি আশরাফুল আলম (বাংলাদেশের খবর/রাজশাহী প্রতিদিন), সহ-সভাপতি সাইদুল ইসলাম (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সম্পাদক গোলাম তোফাজ্জল কবীর মিলন (আজকের পত্রিকা/রাজশাহী সংবাদ), সহ-যুগ্ম সম্পাদক আবদুস সালাম (স্বদেশ প্রতিদিন) অর্থ সম্পাদক আবদুল হামিদ মিঞা (ভোরের কাগজ/নতুন প্রভাত), জনকল্যান সম্পাদক জহুরুল ইসলাম (পদ্মা প্রবাহ), ক্রীড়া সম্পাদক দোয়েল মোল্লা (ফটো সাংবাদিক), দপ্তর পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (রেডিও পদ্মা), সাহিত্য সম্পাদক সুব্রত কুমার (দৈনিক জনবাণী)। নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে আবদুল লতিফ মিঞা (সমকাল/দৈনিক বার্তা), নুরুজ্জামান (ইত্তেফাক/সানশাইন), আসলাম আলী (নয়াদিগন্ত/গণধ্বনি প্রতিদিন)। সাধারণ সদস্য পদে-আবদুল কাদের নাহিদ (সাপ্তাহিক ঈশ্বরদী), নাহিদা ইয়াসমিন লাকী (দৈনিক রাজবার্ত), সোনিয়া বেগম (পদ্মা টাইমস)।