Author: admin

  • কলাপাড়ায় শাহাজালাল ইসলামী ব্যাংকের ১৮ পরিচালককে সংবর্ধনা।

    কলাপাড়ায় শাহাজালাল ইসলামী ব্যাংকের ১৮ পরিচালককে সংবর্ধনা।

    কলাপাড়ায় শাহাজালাল ইসলামী ব্যাংকের ১৮ পরিচালককে সংবর্ধনা।


    পটুয়াখালীর কলাপাড়ায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড’র চেয়ারম্যান ডিরেক্টরসহ পরিচালনা পর্ষদের ১৮ জনকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলার ধূলাসার আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের উদ্যোগে তাদের সংবার্ধনা দেয়া হয়। এ সময় ১০৯ জন অসহায় ও দুস্থ নারী পুরুষদের মাঝে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন।

    শনিবার বেলা ১১ টায় কলেজ মিলনায়তেন আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজ, ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান টেকনিক্যাল ইনস্টিটিউট, ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং জালালিয়া দাখিল মাদ্রাসার এ অনুষ্ঠানের আয়োজন করে।

    অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও সাবেক চেয়ারম্যান শাহ জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সিআইপি ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান।
    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইউনুচ চেয়ারম্যান শাহ জালাল ইসলামী ব্যাংক মোঃ ছানাউল্লাহ শহীদ, ডিরেক্টর শাহ জালাল ইসলামী ব্যাংক এছাড়াও শাহ জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পরিষদের সকল সদস্য,কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মহসিন পারভেজ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, টেলিভিশন সাংবাদিক ফোমের সভাপতি সাইফুল ইসলাম রয়েলসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • নাগরপুরে চাচাতো ভাইকে খুন।

    নাগরপুরে চাচাতো ভাইকে খুন।

    নাগরপুরে চাচাতো ভাইকে খুন


    টাঙ্গাইলের নাগরপুরে কলেজ ছাত্র আরিফ মিয়া (২১) নিখোঁজ হওয়ার ১১ দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার তিল্লী ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন। আরিফ নাগরপুর সদর ইউনিয়নের নঙ্গিনাবাড়ী গ্রামের সৌদি প্রবাসী মোঃ হোসেন মিয়ার ছেলে। আরিফ টাংগাইলের কাগমারী সরকারি এমএম আলী কলেজের বিএ (অনার্স) প্রথম বর্ষের ছাত্র। দুই দিন পেরিয়ে গেলেও আরিফের কোনো সন্ধান না পেয়ে ১০ আগস্ট নাগরপুর থানায় নিহতের চাচা মো. হাসান মিয়া একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

    এ প্রসঙ্গে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন জানান, গত ৮ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে আরিফ নিজের মোটরসাইকেল নিয়ে চাচাতো ভাই জাহাঙ্গীরের সঙ্গে বাড়ি থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে বের হয়ে যান। ওই দিন বিকেলে জাহাঙ্গীর একা বাড়ি ফিরে আসেন। এসময় বাড়ির লোকজন জাহাঙ্গীরের কাছে আরিফের কথা জানতে চাইলে বিভিন্ন টালবাহানা করে একেক সময় একেক তথ্য দিয়ে পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এসময় ওসি সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, আজ সকালে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। বিকেলে মানিকগঞ্জ থানা পুলিশ আরিফের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জাহাঙ্গীর হত্যাকান্ডের দায় স্বীকার করেছে। আগামীকাল তাকে আদালতে উপস্থাপন করা হবে।

  • সুদখোরের ফাঁদে নিঃস্ব পরিবার চেক জালিয়াতির মামলায় হাতিয়ে নিয়েছে লাখ টাকা।

    সুদখোরের ফাঁদে নিঃস্ব পরিবার চেক জালিয়াতির মামলায় হাতিয়ে নিয়েছে লাখ টাকা।

    সুদখোরের ফাঁদে নিঃস্ব পরিবার চেক জালিয়াতির মামলায় হাতিয়ে নিয়েছে লাখ টাকা।


    ব্যবসা ও চিকিৎসার জন্য দাদন ব্যবসায়ী আবু তাহেরের কাছ থেকে ফাঁকা চেক ও স্ট্যাম্প দিয়ে দুই লাখ টাকা সুদে নেন দবিরুল ইসলাম। শর্ত ছিল প্রতি মাসে সুদ হিসেবে দশ হাজার টাকা দিতে হবে। সেই অনুযায়ী সুদের দশ হাজার টাকা করে আঠারো মাসে দেড় লাখ টাকা পরিশোধ করেন দবিরুল। এরপর হঠাৎ অসুস্থ্য হওয়ায় বাকি টাকা আর তিনি দিতে পারেননি। টাকা না পেয়ে ক্ষিপ্ত হন আবু তাহের। তিনি ফাঁকা চেক স্ট্যাম্প পূরণ করে ইউনুস আলী নামে একব্যক্তিকে দিয়ে  ঠাকুরগাঁও আদালতে দবিরুল ইসলামের বিরুদ্ধে পাঁচ লাখ  টাকা আত্মসাতের মামলা করেন। টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার হন দবিরুল। কারাগার বাসও করেন। পরে গুরুতর অসুস্থ্য হয়ে গেলে আদালত থেকে জামিন পান।

    দবিরুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্ণুপুর গ্রামের সমির উদ্দীনের ছেলে। অন্যদিকে আবু তাহের ও ইউনুস আলী একই এলাকার বাসিন্দা।

    ভুক্তভোগী দবিরুল ইসলাম জানায়, ২০২০সালে করোনার সময় আমি আবু তাহেরের কাছে সুদে দুই লাখ টাকা নেয়। ছয় মাস পর আমার বাবা এক লাখ টাকা দেয় আর তার এক মাস পর এক হুজুরের মাধ্যমে ৫০ হাজার টাকা দেয় আবু তাহেরকে। পরে বাকি ৫০ হাজার টাকা আমি দিতে গেলে আবু তাহের আরো দেড় লাখ টাকা চেয়ে বসেন। না হলে সে আদালতে মামলা করবে। দেড় লাখ টাকা ছয় মাস আগে দিয়েছি একথা বললে তাহের বলেন ওই টা সুদ। আসল আরো দুই লাখ টাকা দুইদিনের মধ্যে না দিলে আদালতে পাঁচ লাখ টাকার মামলা করবো। পরে আমি স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে বসতে চাইলে তাহের না বসে ইউনুস নামে একব্যক্তিকে  দিয়ে আদালতে আমার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা আত্নসাতের মামলা করেন।

    দবিরুল আরো বলেন, আমি  টাকা নিয়েছি আবু তাহেরের কাছে আবার দেড় লাখ টাকাও দিয়েছি। কিন্তু ইউনুস আমার নামে পাঁচ লাখ টাকার মামলা করলো কেন? আমি তো ইউনুসকে চিনিনা। ইউনুসকে?  আমি প্রায় নিঃস্ব। আমি যেন সুষ্টু বিচার পাই আদালতের কাছে এটাই অনুরোধ।

    ভুক্তভোগীর বাবা হাজী সমির উদ্দীন বলেন, আমার ছেলে দবিরুল ব্যবসা ও অন্যান্য কাজের জন্য আবু তাহের কাছে ফাঁকা চেক ও স্ট্যাম্প জমা দিয়ে দুই লাখ টাকা নেয়। সেই টাকার সুদ ও আসল টাকা প্রায় সব দেওয়া হয়েছে, অল্প কিছু টাকা বাকি আছে। সেটাও আমরা দিতে চাইছি। কিন্তু টাকাটা দিতে দেরি করায় আবু তাহের ইউনুসকে দিয়ে আদালতে মামলা করায়। আর সেই মামলায় আমার ছেলে কয়েক দিন জেলে ছিলো। সে সুদ ব্যবসায়ীর সঙ্গে জড়িত। তার কারণে এলাকার অনেক মানুষ অতিষ্ট। ইউনুসের কাছে তো কোন টাকা নেয়নি। তাকে আমরা চিনিনা। ইউনুস কেন মামলা করলো? আমি চাই তদন্তের মাধ্যমে আসল কাহিনী বেরিয়ে আসুক।

    সুদ ব্যবসায়ী আবু তাহের ও ইউনুস আলীর অত্যাচারের অভিযোগে সত্যতা মিলেছে এলাকাবাসীর সঙ্গে কথা বলে। নাম প্রকাশের অনিচ্ছুক অনেকেই বলেন, ‘ আবু তাহের ও ইউনুস আলী দুজনেই সুদের ব্যবসা করে। সময় মতো টাকা দিতে একটু দেরি হলে গবির মানুষের উপর অত্যাচার করে। আবু তাহের নিজে বাদি না হয়ে অন্য মানুষকে দিয়ে মোটা অঙ্কের টাকা বসিয়ে আদালতে মামলা করে। আমরা চাই তার বিচার হোক।

    অপর দিকে ইউনুস আলী মামলার এজাহারে নিজেকে ধান চাল ব্যবসায়ী দাবি করলে সরেজমিনে গিয়ে দেখা যায় তিনি কোন ব্যবসার সাথে জড়িত নন। তিনি একজন শ্রমিক। টাকার লোভে মানুষকে মামলা দিয়ে হয়রানী করাই তার পেশা বলে জানান স্থানীয়রা।

    এ বিষয়ে আবু তাহের এর সাথে কথা বললে তিনি জানান, অনেকের কাছে আমি টাকা পায়। তবে দবিরুল ইসলামের সাথে আমার কোন লেনদেন হয়নি। অন্যদিকে মামলার বাদি ইউনুস আলী সাথে কথা বললে তিনি কথা বলতে রাজী হননি।

    রুহিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সোহাগ বলেন, কয়েকদিন আগে ইউনুস আলী নামে এক ব্যক্তি দবিরুল ইসলামের বিরুদ্ধে টাকা আত্নসাতের অভিযোগে আদালতে একটি মামলা করেন। আমার জানামতে দবিরুল টাকা নিয়েছে আবু তাহেরের কাছে ইউনুসের কাছ থেকে নয়। সুদের টাকা সময় মত পরিশোধ না করায় তিনি মামলা করেছে। কিন্তু টাকা হলো আবু তাহেরের ইউনুস আলী কেন মামলা করলো বুঝলাম না। স্থানীয় পর্যায়ে  বসে এটা সমাধান করা হবে।

    এ বিষয়ে রুহিয়া থানার ওসি মো: সোহেল  রানা বলেন, সুদের টাকা দিতে না পারায় আদালতে মামলা হয়েছে এটা আমার অজানা। তবে ভুক্তভোগীর সাথে কথা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • উল্লাপাড়ায় তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নলসোন্দা মাঠে ‘রক্ত শপথ যুব সংসদ’ এই ফাইনাল ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। পাশ্ববর্তী শাহজাদপুর উপজেলার শাহ মকদুম ফুটবল একাদশ বনাম বেলকুচি উপজেলার কল্যাণপুর ফুটবল একাদশ অংশ নেয়। খেলাটি উদ্বোধন করেন জননেতা তানভীর ইমাম এম.পি।

    আয়োজক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপন জানান, তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্টে সেমি ফাইনালে উর্ত্তীণ হয়ে শাহজাদপুর উপজেলার শাহ মকদুম ফুটবল একাদশ বনাম বেলকুচি উপজেলার কল্যাণপুর ফুটবল একাদশ ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় তুমুল প্রতিদ্বন্দ্বিতা মুলক ফাইনাল ম্যাচটি উপভোগ করে এলাকার ফুটবল প্রেমিরা। খেলায় ২-০ গোলে বেলকুচি কল্যাণপুর ফুটবল একাদশকে হারিয়ে শাহজাদপুর শাহ মকদুম ফুটবল একাদশ বিজয়ী হয়। পুরো ফুটবল খেলার ম্যাচটি পরিচালনা করেন চৌকস পরিচালক এস. এম. জাহিদুজ্জামান কাকন।

    ফাইনাল খেলায় বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক সরকার আশিকুর রহমান ও প্রবীণ আ’লীগ নেতা বাবু খাঁ, আলহাজ্ব মোঃ আবু সাঈদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • উল্লাপাড়ায় গঠনতন্ত্র বিরোধী পূজা উদযাপন কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন।

    উল্লাপাড়ায় গঠনতন্ত্র বিরোধী পূজা উদযাপন কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন।

    উল্লাপাড়ায় গঠনতন্ত্র বিরোধী পূজা উদযাপন কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন।


    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি- বার্ষিক সম্মেলনে গঠনতন্ত্র বিরোধী, নির্বাচনী প্রস্তুতি কমিটি, নিয়ম বর্হিভুত ভোটার তালিকা প্রণয়ন করে অবৈধ কমিটি গঠনের অভিযোগ করে সংবাদ সম্মেলন করা হয়েছে।

    বৃহস্পতিবার ১৮ আগস্ট  দুপুরে পৌর শহরের ফুডপার্ক রেষ্টুরেন্টের হলরুমে নির্বাচনে অংশ গ্রহনকারী সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পদপ্রার্থী বাবু রামকৃষ্ণ অধিকারী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মৃণাল কান্তি দাস, নির্বাচন প্রস্তুতি কমিটির সদস্য অশোক কুমার রায়, তপন কুমার সাহা, সৌরেন্দনাথ সরকার, বিশ্বজিৎ রায়, সুধারাম সাহা প্রমুখ।

    সম্মেলনে বক্তরা অভিযোগ করেন, ২৩ জুলাই -২০২২ উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অনাকাঙ্ক্ষিত ও গঠনতন্ত্র বর্হিভুত নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে নির্বাচন পরিচালনা করা হয়। গঠনতন্ত্র বর্হিভুত মুল কমিটির সদস্য ব্যতীতও বহিরাগতরা স্থান পায় এই কমিটিতে। এটা গঠনতন্ত্র পরিপন্থী।

    তারা আরো অভিযোগ করে জানান, গঠনতন্ত্র মোতাবেক সম্মলনে উপজেলা পূজা উদযাপন পরিষদের ৫১ সদস্য ও প্রতিটি ইউনিয়ন কমিটি থেকে ৭ জন করে ভোটার ভোট প্রয়োগের কথা থাকলেও গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের ইচ্ছামতে ভোটার তালিকা প্রণয়ন করে সম্মেলনে নির্বাচন অনুষ্ঠিত করে।

    সম্মেলনের আহবায়ক গৌতম দত্ত জানান, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উল্লাপাড়ায় একটি মহলকে বিজয়ী করার জন্য ষড়যন্ত্রমুলক এই নির্বাচন উপহার দেন।

  • বেলকুচিতে চুরি হওয়া ৩টি গরু উদ্ধার-মালিকের নিকট হস্তান্তর।

    বেলকুচিতে চুরি হওয়া ৩টি গরু উদ্ধার-মালিকের নিকট হস্তান্তর।

    বেলকুচিতে চুরি হওয়া ৩টি গরু উদ্ধার-মালিকের নিকট হস্তান্তর। 


    সিরাজগঞ্জের বেলকুচিতে উদ্ধার হওয়া চোরাই ৩ টি গরু প্রকৃত মালিককে হস্তান্তর করা হয়েছে । বুধবার সকালে বেলকুচি থানা চত্বরে গরুর মালিক শাজাদপুর উপজেলার মাশিউর গ্রামের মৃত ইফার আলী মন্ডলের ছেলে আব্দুর রউফের হাতে উদ্ধার হওয়া ৩ টি গরু তুলে দেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান।

    উদ্ধার হওয়া গরুর মালিক আব্দুর রউফ জানান, ৬ আগস্ট রাতে গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে যায়। সকালে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই। পরে বিভিন্ন যায়গায় গরু গুলি খুজতে থাকি। এবং শাহাজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। বেলকুচি থানা পুলিশ ৩ টি চোরাই গরু উদ্ধার করছে এমন নিউজ পত্রিকায় দেখতে পাই। পরে বেলকুচি থানায় এসে গরু গুলো সনাক্ত করি।

    বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান আজকের পত্রিকাকে জানান, ১১ আগস্ট সকালে উদ্ধার হওয়া গরু নিয়ে বেলকুচি থানায় প্রেস বিফিং করা হয়। বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ হওয়ার পর আব্দুর রউফ জানতে পারে ৩ টি চোরাই গরু বেলকুচি থানা পুলিশ উদ্ধার করেছেন। পরে আব্দুর রউফ যোগাযোগ করলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে গরু গুলো হস্তান্তর করা হয়।

    উল্লেখ্য, ১০ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের জামতৈল গ্রামের জালাল উদ্দিনের বাড়িতে পুলিশের অভিযানে গরু চোর চক্রের ১ সদস্য ও ৩ টি চোরাই গরু উদ্ধার করেন। পরে এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়।

  • ইউএনও’র হস্তক্ষেপে চেয়ারম্যানের উদ্যােগে রক্ষা পেল ফসলি জমির জলাবদ্ধতা।

    ইউএনও’র হস্তক্ষেপে চেয়ারম্যানের উদ্যােগে রক্ষা পেল ফসলি জমির জলাবদ্ধতা।

    ইউএনও’র হস্তক্ষেপে চেয়ারম্যানের উদ্যােগে রক্ষা পেল ফসলি জমির জলাবদ্ধতা।


    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পুর্ণিমাগাঁতী ইউনিয়নের বেতুয়া, সয়বাড়ীয়া ও পুকুরপাড় গ্রামের প্রায় দুই হাজার মানুষের কৃষি জমির জলাবদ্ধতা দুর করলেন উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ উজ্জল হোসেনের নির্দেশে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম তপন। স্থানীয় সরকারের একটি নিচু হালটে মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এলাকাবাসীর ফসলি জমির পানি নিষ্কাশনের দাবির প্রেক্ষিতে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেন।

    ইউএনও উজ্জ্বল হোসেনের নির্দেশে গত বুধবার ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম তপন নির্মিত রাস্তার নিচ দিয়ে পাইপ স্থাপনের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় নিরসন হলো জলাবদ্ধতা। এই পাইপ স্থাপনের ফলে ফসলি জমির জলাবদ্ধতা দুরভূত হলো।

    সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বেতুয়া, সয়বাড়ীয়া ও পুকুরপাড় গ্রামের লোকজনের যাতায়াতের সুবিধার জন্য স্থানীয় সরকারের একটি নিচু হালটে মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করা হয়। মাঠের পানি নদীতে নিষ্কাশনের জন্য কোন জোলা বা নালা না থাকায় ঐ নিচু হালট দিয়ে পানি গড়তো। রাস্তা নির্মাণের ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে রাস্তার নিচ দিয়ে পাইপ স্থাপন করে পানির গতিপথ স্বাভাবিক করা হয়েছে। এর ফলে পানিতে ডুবে থাকা কয়েকশ একর ফসলি জমি রক্ষা পেল।

    স্থানীয় কৃষক আব্দুর রাজ্জাক, আবুল কালাম, আমীর হোসেন, ফুলজোড় হোসেন ও কৃষাণী হাছিনা খাতুন জানান, নিচু হালটে মাটি ভরাট করে রাস্তা নির্মাণের ফলে পানির স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হয়ে পড়ে। এই অবস্থা থাকলে প্রতি বর্ষা মৌসুমে দুর্ভোগ পোহাতে হতো সাধারণ কৃষককে। পাইপ স্থাপনের ফলে জলাবদ্ধতা থাকবেনা আর ফসলি মাঠে। কৃষকের ফসল উৎপাদনে দূরভিত হলো জলাবদ্ধতা।

    স্থানীয় ইউপি সদস্য মোঃ আবু মুছা সরকার জানান, এলাকাবাসীর অসুবিধার কারনে রাস্তা খনন করে পাইপ স্থাপনের মাধ্যমে জলাবদ্ধতা দুর করা হয়েছে।

    পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম তপন বলেন, কৃষকের দাবির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের নির্দেশে ফসলি মাঠের জলাবদ্ধতা দূরীকরণে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে

  • অবৈধভাবে জমি দখলের চেস্টা, নারীর হাত ভাঙ্গাসহ আহত পাঁচ, মেরে ফেলার হুমকি।

    অবৈধভাবে জমি দখলের চেস্টা, নারীর হাত ভাঙ্গাসহ আহত পাঁচ, মেরে ফেলার হুমকি।

    অবৈধভাবে জমি দখলের চেস্টা, নারীর হাত ভাঙ্গাসহ আহত পাঁচ, মেরে ফেলার হুমকি। 

    ঠাকুরগাঁওয়ের হরিপুরে অবৈধভাবে জমি দখলের চেস্টার অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় লাঠি ও লোহার রড় ও ধারালো অস্ত্র দিয়ে এক নারীর দুই হাত ভেঙ্গে ফেলাসহ পাঁচজনকে আহত করা হয়েছে। আহত করেও থেমে নেই তারা হুমকি দিচ্ছে মেরে ফেলার। গত ১৪ জুলাই সকালে ওই উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামে এ ঘটনার শিকার হন ভুক্তভোগী পরিবার।
    হুমকির ভয়ে উপায় না পেয়ে আহত অবস্থায় গেল ( ২৮ জুলাই) হরিপুর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী পরিবার।
    মামলার আসামীরা হলেন- ওই উপজেলার একই গ্রামের শাজাহান আলী, মাইনুল হক, জুয়েল, রাসেল, রেহেনা ও আলিয়া।
    মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন আসামীরা ঐক্যবদ্ধ হয়ে রেস্ট্রিকৃত জমি জোর পূর্বক দখল করতে গেলে বাধাঁ দেয় জমির মালিক সফিকুল ইসলাম। এসময় ক্ষিপ্ত হয়ে শাজাহানের নেতৃত্বে সবাই মিলে লাঠি ও লোহার রড় ও ধারালো অস্ত্র দিয়ে যখম করে সফিকুলকে। এসময় তার স্ত্রী স্বামীকে বাচাতে মালেকা এগিয়ে আসলে সবাই মিলে তার দুই হাতে আঘাত করলে দুটি হাতই ভেঙ্গে যায়। পরে পরিবারের অন্যান্য সদস্যরাও এগিয়ে আসলে তাদেরকেউ মারপিট করে দখলবাজরা।
    পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পৌছালে পালিয়ে যায় তারা। সেখান থেকে আহতদের তাদের উদ্ধার হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ১৪ জুলাই উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে স্থানান্তর করেন চিকিৎসক। পরে আহতরা দিনাজপুর মেডিকেলে চিকিৎসা নেয়। পরে তারা দ্রুত উন্নতির জন্য দিনাপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেয়। বর্তমানে আহতরা সবাই অসুস্থ্য অবস্থায় দিন কাটাচ্ছে। ভুক্তভোগী পরিবারের দাবি তাদের শাস্তি না হলে প্রাণে মেরে ফেলবে। তাই সুষ্ঠ বিচারের দাবি করেছেন তারা।
    আহতদের মধ্যে গুরুত্তর হলেন, সফিকুল ইসলাম, মালেকা আক্তার, আখি আক্তার। আর মারপিটের ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। যা ঘটনার সত্যতা রয়েছে।
    এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম  জানান, এ বিষয়ে মামলা হয়েছে। এরইমধ্যে মামলার আসামী দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
  • কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন।

    কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন।

    কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায়
    জাতীয় শোক দিবস পালন।


    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা
    সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন
    করা হয়। ক্লাবের সহ সভাপতি আব্দুন নুরের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মুমিন রশিদের পরিচালনায় শোক
    সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক মাহবুবুর রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য জয়নাল আজাদ, মাহফুজ সিদ্দিকী, মাও. আসআদ আহমদ, হাফিজ আহমদ সুজন প্রমুখ।

    শোকসভায় ক্লাব নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বিশ্বের মুক্তিকামী ও নিপীড়িত নির্যাতিত মানুষের অসংবাদিত নেতা ছিলেন। তিনি বেঁচে থাকলে বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াত। তারমতো মহান নেতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেয়া হয়েছিল।

    ক্লাবের নেতৃবৃন্দ আরো বলেন, রাজনৈতিক মত-আদর্শের উর্ধ্বে উঠে বঙ্গবন্ধুকে সবার উপরে মর্যাদা দিতে হবে, পাশাপাশি দেশের জন্য যাদের অকৃতিম অবদান রয়েছে তাদের সম্মান আমাদের সবাইকে করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে তার আদর্শকে ধারন করে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান ক্লাব নেতৃবৃন্দ।

    সভা শেষে ১৫ আগস্টের কালো রাত্রিতে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ক্লাবের সদস্য কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. আসআদ আহমদ।

    এছাড়া ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ক্লাব নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন সহ উপজেলা প্রশাসনের সকল কর্মসূচীতে যোগদান করেন। ক্লাব কার্যালয়ে যথারীতি জাতীয় ও ক্লাব পতাকা অর্ধনমিত রাখা হয়।

  • তাড়াশে বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্ম দিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

    তাড়াশে বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্ম দিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

    তাড়াশে বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্ম দিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।


    সিরাজগঞ্জের তাড়াশে সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্ম দিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াশ উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহুরী অফিস সংলগ্ন অস্থায়ী বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি স.ম আফসার আলীর সভাপত্বিতে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র উপদেষ্টা শারিফুল ইসলাম আলম, সহ-সভাপতি দুলাল হোসেন, সাধারন সম্পাদক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাংবাদিক এম সানোয়ার হোসেন সাজুসহ, যুবদলের আহবায়ক শাহআলম ফকির, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল খা,জাহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।