Author: admin

  • উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত ৫।

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত ৫।

    নিজেস্ব প্রতিবেদকঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কোচ-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আরোও ৫ জন গরু ব্যবসায়ী আহত হয়েছে।রোববার বিকেল সাড়ে ৫ টার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের দবিরগঞ্জ নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন পাবনা জেলার চাটমোহর উপজেলার শাহিকোলা গ্রামের আতাহার হোসেনের ছেলে মোঃ আব্দুস সালাম(৩৮) ও কসেরু খাঁর ছেলে ঠান্ডু মিয়া(৪০)।

    এ তথ্য নিশ্চিত করেন উল্লাপাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ বদিউল আলম। এ সময় তিনি গনমাধ্যমকর্মীদের জানান রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বোয়ালিয়া গরুর হাট থেকে কিছু গরু ব্যবসায়ী পিকআপ ভ্যানযোগে গরু নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে দবিরগঞ্জ নামক স্থানে পৌছা মাত্র রাজশাহী থেকে ন্যাশনাল ট্রাভেলের একটি বিলাস বহুল যাত্রীবাহী কোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে ২ জন গরু ব্যবসায়ী মারা যায় এবং ৫ জন গুরুত্বর আহত হয়।আহতদের দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্য বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করা হয়েছে।

  • উল্লাপাড়ায় জাতীয় সমবায় দিবস পালন।

    উল্লাপাড়ায় জাতীয় সমবায় দিবস পালন।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি.

    “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। উল্লাপাড়ায় ৫১তম জাতীয় সমবায় দিবসের কর্মসূচিতে জাতীয় ও সমবায় পতাকা তুলে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উল্লাপাড়া পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিসিএমপিএস এর সভাপতি মোঃ আব্দুল মান্নান, উল্লাপাড়া শিক্ষক সমবায় সমিতির সভাপতি ও নয়ানগাঁতী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইউসুফ আলী মন্টু, উল্লাপাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মজিব মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোছাঃ লুৎফুন্নেছা পূণম, হাটিকুমরুল (পিউনির) আশ্রয়ন প্রকল্প-২ সভাপতি মায়া খাতুন, একতা সঞ্চয় ও ঋণদাতা সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোহাম্মদ হাফিজ, উল্লাপাড়া স্বাস্থ্য সেবা পেশাজীবি সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আল আমিন হোসেন প্রমুখ।

    আলোচনা সভা শেষে সমবায়ের মাধ্যমে দেশে বিভিন্ন ক্ষেত্র অবদান রাখায় স্থানীয় সংগঠনের সদস্যবৃন্দুকে শুভেচ্ছা জানান স্থানীয় কর্মকর্তা। এ সময় তাদের মধ্যে সম্মাননা স্মারক ও উপকারভোগীদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়।

  • গোদাগাড়ীত মাদক দ্রব্য হেরোইন পাচারকালে পুলিশ সদস্য সহ গ্রেফতার ৩।

    গোদাগাড়ীত মাদক দ্রব্য হেরোইন পাচারকালে পুলিশ সদস্য সহ গ্রেফতার ৩।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধি.

    রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশ কনস্টেবল নুর মোহাম্মদ নুর নবী ইসলাম (২৮) চাকরি করেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানায়। পুলিশে চাকরির পাশাপাশি করছিলেন হেরোইনের ব্যবসাও।

    শনিবার দিনগত রাতে রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার রেলগেট মোড় থেকে ৩৫ লাখ টাকা মুল্যের ৫০০ গ্রাম হেরোইনসহ নুর মোহাম্মদ ওরফে নবীউল ইসলামকে প্রথমে গ্রেফতার করেন রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (জেলা ডিবি) একটি দল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুর পুলিশ পাড়া থেকে আরও ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে নবীউলের দুই সহযোগী মাদক সম্রাট মিঠুন আলি (৩২) ও রবিউল ইসলামকে (৩৩)। গ্রেফতারের পর রাতেই তাদেরকে রাজশাহীতে জেলা ডিবি কার্যালয়ে আনা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ কনস্টেবল রবীউল ইসলাম মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই খবর জানার পর রাজশাহী মহানগর পুলিশ কর্তৃপক্ষ কনস্টেবল নবীউল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন।

    রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ডিবির ওসি আব্দুল হাইয়ের নেতৃত্বে জেলা ডিবির একটি দল শনিবার দিনগত রাত সাড়ে আটটার দিকে গোদাগাড়ী পৌর এলাকার রেলগেটের আলামিন মোবাইল সার্ভিসিং সেন্টারের সামনে থেকে পুলিশ কনস্টেবল নুর মোহাম্মদ নবীউল ইসলামকে আটক করেন। দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হেরোইনের মুল্য প্রায় কোটি টাকা বলে জানা গেছে।

     

    এদিকে কনস্টেবল নবীউলকে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ জানতে পারেন পাচারের জন্য তার পার্টনার গোদাগাড়ীর শীর্ষ মাদক সম্রাট মিঠুন আলীর পুলিশ পাড়ার বাসায় আরও হেরোইন মজুদ আছে। পুলিশ সেখানে অভিযান চালিয়ে মিঠুন আলীর বাড়ি তল্লাশি করে তার শয়ন কক্ষ থেকে আরও ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেন। এ সময় মিঠুন আলী ও তার সহযোগী সারাংপুর গ্রামের রবিউল ইসলামকেও গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই।

    জানা গেছে, মাদকসহ গ্রেফতার হওয়া পুলিশ কনস্টেবল নুর মোহাম্মদ ওরফে নবীউল ইসলাম পৌর এলাকার সারাংপুর পুলিশ পাড়া মহল্লার আবুল কাশেমের ছেলে। অন্যদিকে মিঠুন আলী সারাংপুর জোতগোসাই গ্রামের তোফাজ্জল হোসেন ও রবিউল ইসলাম সারাংপুর পুলিশ পাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তারা একযোগে মাদক পাচারের কাজ করছিলেন।

    জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, পুলিশ কনস্টেবল নবীউল ইসলাম অপর দুই সহযোগীর সঙ্গে অংশীদার ভিত্তিতে ভারত থেকে হেরোইন আনিয়ে দেশের ভেতরে পাচারের কাজ করছিল। অধিকাংশ মাদকই পুলিশ কনস্টেবল নবীউল বহন করতেন। পুলিশ পরিচয়ে সে নিরাপদে মাদক পাচারের কাজ করে আসছিল। রোববার সকালে গোদাগাড়ী থানায় ৩ জনকে সোপর্দ করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে ডিবি পুলিশের একজন কর্মকর্তা।

  • নলডাঙ্গায় প্রাণি সম্পদ দপ্তরের উঠান বৈঠক অনুষ্ঠিত।

    নলডাঙ্গায় প্রাণি সম্পদ দপ্তরের উঠান বৈঠক অনুষ্ঠিত।

    নলডাঙ্গায় প্রাণি সম্পদ দপ্তরের উঠান বৈঠক অনুষ্ঠিত।

    নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ

    প্রাণিসম্পদ সংশ্লিষ্ট সেবা পৌঁছে দিতে নাটোরের নলডাঙ্গায় প্রাণি সম্পদ দপ্তরের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার(৩০ অক্টোবর) সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে উপজেলার মাধনগরে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এবং বিনামূল্যে গবাদিপশুর ফ্রি চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাকিবুল হাসান সুজন।

    অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,ইউ.পি সিল এস,এম জাকারিয়া,ফিন্ড এসিস্ট্যান্ড মজিবর রহমান,ভ্যাক্সিনেটর মনজু হোসেনসহ প্রমূখ।
    অনুষ্ঠানে ইউনিয়নের ৪৫ জন নারী-পুরুষ অংশ নেন।

  • রানীশংকৈলে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু। 

    রানীশংকৈলে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু। 

    বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি ঘটে রবিবার (৩০ অক্টোবর) দুপুরবেলা।
    নিহত শিশু রিপন রায় (৩) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বাড়া তেঘরিয়া গ্রামের তপন রায় ও জোসনা রানী দম্পতির একমাত্র সন্তান।
    স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহতের মা ও দাদা দাদি তারা সকলে গরুর জন্য ঘাস আনতে বাড়ির মাঠে যায়। এসময় বাবার সাথে বাড়িতে ছিল শিশু রিপন রায়।এক সময় খেলার জন্য রিপন বাড়ি থেকে পুকুরের পাশে চলে আসে এবং পানিতে পড়ে যায়। নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না খবর পেয়ে পরিবারের লোকজন খোজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটি কে ভাসতে দেখে মৃত অবস্থায় তুলে তুলে আনে দাদা।
    পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৮নং নন্দুয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল বারী।
    এবিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, নিহতের ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ শেষকৃত্যের কার্যসম্পন্না করার জন্য শিশু রিপন রায়ের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
  • রাণীশংকৈলে কমিউনিটি পুলিশিং ডে পালন।

    রাণীশংকৈলে কমিউনিটি পুলিশিং ডে পালন।

    ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার জনগণকে সঙ্গে নিয়ে এ দিবসটি পালন করে থাকে বাংলাদেশ পুলিশ।
    শনিবার (২৯ অক্টোবর) সকালে রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
    কমিউনিটি পুলিশং ডে উদযাপন কমিটির সভাপতি উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা ও ইয়াসিন আলী এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা আ.লীগ সম্পাদক তাজউদ্দীন আহমদ, জেলা পরিষদের সদস্য আব্দুল বাতেন স্বপন, থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাহিদ ইকবাল, কমিউনিটি পুলিশং ডে উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সহকারি উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের সভাপতি রবিউল ইসলাম সবুজ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,আবুল কাশেম প্রমুখ।
    অনুষ্ঠানে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এবং বিভিন্ন ইউনিয়নের সদস্য ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
    সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নের সর্বাঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিথি উন্নয়ন প্রয়োজন। কমিউনিটি পুলিশিং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিষেশ ভূমিকা রাখছে। কমিউনিটি পুলিশিং একটি দর্শন, যার বাস্তবায়ন হচ্ছে বিট পুলিশের মাধ্যমে।
    অনুষ্ঠান সঞ্চালনা করেন রাণীশংকৈল থানার (ওসি তদন্ত) আব্দুল লতিফ শেখ।
  • ঠাকুরগাঁওয়ে শাকিল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন। 

    ঠাকুরগাঁওয়ে শাকিল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন। 

    ঠাকুরগাঁও প্রতিনিধি.
    ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী ভানোর ইউনিয়নের মৎসজীবি লীগ শাকিলকে হত্যার  অভিযুক্ত চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অন্যান্য আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মৎসজীবি লীগ।
    বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় শহরের চৌরাস্তায় আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    জানা যায়, ৪ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গীতে আ.লীগের দু’পক্ষের সংর্ঘষে চিকিৎসাধীন অবস্থায় ভানোর ইউনিয়ন মৎস্যজীবি লীগের সভাপতি শাকিল আহম্মেদ(২৬) মৃত্যুবরণ করে। এ ঘটনায় রবিবার ভানোর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ ২০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন ভানোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও নিহতের ভাই সাঈদ আলম।
    পরে চেয়ারম্যান রফিকুল ইসলাম উচ্চ আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেন। উচ্চ আদালত তার আবেদন না মঞ্জুর করে এবং নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।
    ১২ সেপ্টেম্বর শাকিল হত্যা মামলার চার আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তবে ধরাছোঁয়ার বাহিরেই আছেন প্রদান আসামি রফিকুল চেয়ারম্যান সহ আরও কিছু আসামি।
    বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল আনাম ডন বলেন, এই মামলায় এখন পর্যন্ত ৬ জন গ্রেফতার হয়েছে। তবে প্রধান আসামি রফিকুল চেয়ারম্যান আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। তাকেও গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে।
  • রাজশাহীর বাঘায় শিক্ষক দিবস পালন।

    রাজশাহীর বাঘায় শিক্ষক দিবস পালন।

    রাজশাহীর বাঘা প্রতিনিধি.
    ”শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর বাঘায় শিক্ষক দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় বাঘা শাহদৌলা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজাহান আলীর সভাপতিত্বে বাঘা শাহদৌলা সরকারী কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানের শুরুতে র‌্যালি, শেষে শাহদৌলা সরকারী  কলেজ চত্বরে ফলজ জাতীয় একটি গাছের চারা রোপন করা হয়।
    শাহদৌলা সরকারী কলেজের প্রভাষক আহমেদ বেলাল ও আড়পাড়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন পারভীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ.ফ.ম হাসান, সহকারি শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী মোল্লা, বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, বাঘা  আব্দুল হামিদ দানেশ মন্দ (রঃ) ফাজিল মাদ্রসার অধ্যক্ষ আবদুর রব, আড়ানী সরকারী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার, প্রভাষক আবু বক্কর সিদ্দিক, বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, রহমতউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম, বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজারুল ইসলাম প্রমুখ।
  • রাণীশংকৈলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

    রাণীশংকৈলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

    রাণীশংকৈলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

    জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়াসহ সকল পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ও ভোলায় বর্বরোচিত পুলিশের গুলিতে দুই নেতা নিহতের প্রতিবাদে
    পূর্বঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২২ আগষ্ট ) বিকাল সাড়ে ৫টায় পৌরশহরের পলাশ মার্কেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
    বিকালে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে তিনরাস্তার মোড়স্থ পলাশ মার্কেটে এসে শেষ হয়।
    পরে সেখানে রাণীশংকৈল উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমান  সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ ও সুলতানুল ফেরদোস নম্র জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সোহেল রানাসহ উপজেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেনকদল, মহিলাদল, কৃষকদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
    বক্তারা ভোলায় পুলিশের গুলিতে নিহত সেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম নিহতের ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার প্রশাসনের বন্দুকের নল ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। সরকারের অপশাষনের বিরুদ্ধে জনগণ যখনই রূখে দাঁড়ায়, তখনই তারা দানবীয় কায়দায় পাখীর মত গুলি করে মানুষ হত্যা করে। এখন জনগণের ধর্য্যরে বাধ ভেঙ্গে গেছে আর এই ভয়ে সরকার পালানোর পথ খুঁজছে।
    বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ নিজেরা দেউলিয়া হয়ে পড়ায় নতুন ষড়যন্ত্র শুরু করেছে। এ সময় ষড়যন্ত্র প্রতিরোধে রাস্তায় নামার ঘোষণা দেন বক্তারা।
    বর্তমান রাতের আঁধারে ভোট করা সরকার মধ্যরাতে জ্বালানি তেলে মূল্য বৃদ্ধি করেছে। তারা জনগণের কথা চিন্তা না করে একাজ করেছে। তাদের হাত থেকে জনগণকে বাঁচাতে সবাই আজ মাঠে নেমেছে। বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবো না।
  • বাঘায় বন্যপাখি সংরক্ষণের অপরাধে গ্রেফতার-২।

    বাঘায় বন্যপাখি সংরক্ষণের অপরাধে গ্রেফতার-২।

    বাঘায় বন্যপাখি সংরক্ষণের অপরাধে গ্রেফতার-২।

    রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়ন হতে বন্যপাখি সংরক্ষণ করায় প্রায় ১১০টি পাখি (ঘুঘু)সহ  দুই জনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। সমবার প্রায় ১২টার দিকে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন সাজুর দিক-নির্দেশনায়  এএসআই আব্দুর রহিম মন্ডল ও সঙ্গীয় ফোর্স এই পাখি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওসি মো:সাজ্জাদ হোসেন সাজু ও ওসি (তদন্ত)  মুহঃ আব্দুল করিম পাখিগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেন।

    গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গড়গড়ী ইউনিয়নের পলাশী ফতেপুর এলাকার মো: চান্দু রহমানের ছেলে মো: সোহেল রানা, অন্যজন একই ইউনিয়নের মো: মহসীন মন্ডলের ছেলে ইউনুস মন্ডল।

    জানা যায়, অনেক দিন ধরে মো: সোহেল রানা পাখি ধরে ধরে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করতেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে হাতে নাতে ধরা হয়। অন্যজন ইউনুস মন্ডল একই সময়ে সোহেল রানার থেকে পাখি কিনতে যান। সেই সময়েই তাদের কে আটক করে থানায় আনা হয়।

    অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন সাজু জানান,  মো: সোহেল রানা ও ইউনুস মন্ডল অবৈধভাবে বন্যপাখি সংরক্ষণ ও বিক্রি করতেন। আমরা গোপন সংবাদে জানতে পেরে পুলিশ পাঠাই এবং সাথে সাথে দুইজনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে এবং তাদেরকে চালান করা হবে। পাখি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে কাজ করে যেতে হবে। এক্ষেত্রে মানুষকে সচেতন হতে হবে। সাথে সাথে আমাদেরকে তথ্য দিলে আমরা কার্যকরী ব্যবস্থা নিবো।