Author: admin

  • মাধবপুরে তাহেরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে সুন্নী জনতার মানববন্ধন।

    মাধবপুরে তাহেরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে সুন্নী জনতার মানববন্ধন।

    মাধবপুর প্রতিনিধিঃ 
    হবিগঞ্জের মাধবপুরে ইসলামী বক্তা পীর  মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  হয়েছে।
    শনিবার (২১ ডিসেম্বর) সাড়ে ১১টায় মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ও সকল সহযোগী সংগঠন এবং পীর মশায়েখগণের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি  পীরে মাওলানা ইউনুস আনসারী,পীরে   সৈয়দ আব্দুল আউয়াল বুলবুল চিশ্বতী,
    মাধবপুর-বিজয়নগর সুন্নি ওলামা ঐক্য পরিষদের সভাপতি  মাওলানা মুফতি জাকিউর রহমান কাদেরী আল হোসাইনি,
    সাধারণ সম্পাদক ক্বারী মিজানুর রহমান আজিজী, যুগ্ম সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লাহ নূরী,  মোঃ শফিক উদ্দিন খাঁন, মোঃ মাসুদুর রহমান মাছুম,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা কারী আতিকুর রহমান আতিক, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা তারেক হাসান মাহদী, মাওলানা খাদিমুল ইসলাম আল হাসানী।,
    বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার না করা হলে আবারও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। দোয়া ও মিলাদের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
  • ক্ষমতায় এসেই খুনের রাজনীতি শুরু করে মৌলভীবাজারে কর্মীসম্মেলনে জামায়াতের আমির।

    ক্ষমতায় এসেই খুনের রাজনীতি শুরু করে মৌলভীবাজারে কর্মীসম্মেলনে জামায়াতের আমির।

    কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
    জামায়াতে ইসলামির আমির ডা. মো. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেই হত্যাকান্ড শুরু করেছিল। তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে তা শুরু করেছিল। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর পেছনের দরজায় বোঝাপড়া করে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় এসেই তারা খুনের রাজনীতি শুরু করে। প্রথমেই তারা পিলখানায় হত্যাযজ্ঞ চালায়। আওয়ামী লীগ কাউকেই ছাড় দেয় নি। তারা জামায়াতের পর, বিএনপিকে ধরেছে, তারপর হেফাজত এবং দেশের আলেম উলামাকে অপদস্থ করেছে। সাংবাদিকদের খুন, গুম করেছে। জেলে পুরেছে।
    শনিবার (২১ ডিসেম্বর) জামায়াতে ইসলামি মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দুপুর সাড়ে বারোটার দিকে তিনি একথাগুলো বলেন।
    আপনারা শান্তিতে থাকুন আমরা চাই। আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন। আপনাদের পাকঘরে কী পাকানো হয় আমরা জিজ্ঞেস করতে চাই না। আমাদের পাকঘরে উঁকি মেরে তাকানোর চেষ্টা করবেন না। আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন কিন্তু নিজের চেহারা একবার আয়নাতে ভালোভাবে দেখুন।জামায়াতের জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলীর পরিচালনায় কর্মীসম্মেলনে জামায়াতের কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জামায়াত আমির ডা. শফিকুর রহমান ভারত প্রসঙ্গে বলেন, ‘তিনি (শেখ হাসিনা) যে দেশে আশ্রয় নিয়েছেন তারা আমাদের প্রতিবেশি। প্রতিবেশির প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন আমরা চাই। আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন। আপনাদের পাকঘরে কী পাকানো হয় আমরা জিজ্ঞেস করতে চাই না। আমাদের পাকঘরে উঁকি মেরে তাকানোর চেষ্টা করবেন না। আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন কিন্তু নিজের চেহারা একবার আয়নাতে ভালোভাবে দেখুন । আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে কেমন আচরণ করেন।ডা. শফিক আরো বলেন, চক্রান্ত করে বিডিআরকে ধ্বংস করা হয়েছে। আমাদের গর্বিত সেনাবাহিনীর নাম বদলে তারা বিজিবি দিল। বাাংলাদেশ রাইফেলস নামের ভেতরে একটি শৌর্য বীর্য আছে। এখন নাম দিয়েছে বর্ডারের চৌকিদার। তারা নাম বদলিয়েছে, ড্রেস বদলিয়েছে। বিদ্যুত বন্ধ করে রাতের অন্ধকারে খুনিদের পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, একটি বিশেষ দেশের প্লেন সেদিন কেন এসেছিল ঢাকায়? এরপর হঠাৎ করে উধাও হয়ে গেল কিভাবে কর্মী সম্মেলনে কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. সেলিম উদ্দিন, ঢাকা পল্টন থানার সভাপতি শাহীন আহমদ খান, সিলেট জেলা আমির মো. হাবিবুর রহমান, সিলেট মহানগরী আমির মো. ফখরুল ইসলাম, সিলেট মহানগরীর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, সিলেট জেলা আমির মো. হাবিবুর রহমান, মহানগরী আমির মো. ফখরুল ইসলাম প্রমুখ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জামায়াতের সাবেক আমির সিরাজুল ইসলাম মতলিব, মো. আব্দুল মান্নান, হবিগঞ্জের জেলা আমির কাজী মখলিছুর রহমান, জামায়াতের মৌলভীবাজার কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, শিবিরের সিলেট মহানগরী সভাপতি শরীফ মাহমুদ,সদরের আমির মো. ফখরুল ইসলাম, কুলাউড়া আমির আব্দুল মুনতাজিম, রাজনগর আমির আবু রাইয়্যান শাহিন, মৌলভীবাজার পৌর আমির তাজুল ইসলাম, মৌলভীবাজার শিবিরের জেলা সভাপতি হাফিজ আলম হোসাইন, মৌলভীবাজার পৌর শিবিরের সভাপতি তারেক আজিজ। এছাড়া সম্মেলনে বক্তব্য বন্ধুপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার খেলাফত মজলিসের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সবুর।
  • মাধবপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু।

    মাধবপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
    হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ইমান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মিরনগর গ্রামের মৃত মলই মিয়ার পুত্র।
    শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আখাউড়া সিলেট রেলওয়ে সেকশন এর নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের কাছে ট্রেনে কাটা পড়ে ইমান আলীর মৃত্যু হয়।
    তিনি দীর্ঘদিন ধরে নোয়াপাড়া রেলষ্টেশনের প্লাটফর্মে বসবাস করতেন।প্রকৃতির ডাকে সারা দিয়ে রেললাইন পার হয়ে  প্লাটফর্মে উঠার সময় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনে নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
    শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রকিবুল ইসলাম এ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
  • মৌলভীবাজারে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু।

    মৌলভীবাজারে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু।

    নিজস্ব প্রতিবেদক:মৌলভীবাজারের কমলগঞ্জের এক মসজিদে নামাজরত অবস্থায় বশির মিয়া (৬০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ পড়ার সময় তিনি মারা যান। পরে দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বশির মিয়া কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দক্ষিণ ধলাইরপার গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে।
    মৃত বশির মিয়ার ফুফাতো ভাই মোঃ ইব্রাহীম মিয়া বলেন, শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে বাড়ির পাশে দক্ষিণ ধলাইরপাড় জামে মসজিদে যান। মসজিদে সুন্নত নামাজ পরা অবস্থায় হঠাৎ তিনি ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে মুসল্লিরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    স্থানীয়রা জানান, বশির মিয়া অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান। তবে তিনি সৎ ও প্রতিবাদী ছিলেন। কখনো নামাজ কাজা করতেন না। দ্বীনের পথে ছিলেন তিনি। বশির মিয়ার নয় সন্তান ও স্ত্রী রয়েছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী লোক ছিলেন।
    বশির মিয়ার বড় ছেলে রকিব মিয়া বলেন, বাবা মসজিদে প্রতিদিনের মতো নামাজ আদায় করতে আসছিলেন। হঠাৎ তিনি ঢলে পড়েন। তবে আমার বাবার ভাগ্যটাই ভালো। এমন মৃত্যু সবার হয় না। আল্লাহ যেন বাবাকে বেহেশত নসিব করেন।
    কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজেদুল কবির বলেন, বশির মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন তিনি।
  • নাগরপুর উপজেলা শ্রমিক দলের কমিটি অনুমোদন।

    নাগরপুর উপজেলা শ্রমিক দলের কমিটি অনুমোদন।

    স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল জেলা শ্রমিক দল কর্তৃক নাগরপুর উপজেলা শ্রমিক দলের নবগঠিত ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে।

    ২০ ডিসেম্বর ২০২৪ টাঙ্গাইল জেলা শ্রমিক দলের
    সভাপতি( ভারপ্রাপ্ত) আবু সাঈদ মিয়া ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভিপি মনির স্বাক্ষরিত দলীয় প্যাডে আরিফুল ইসলাম নবা সভাপতি ও গোলাম মওলা মোস্তফা সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন জাকির হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট নাগরপুর উপজেলা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে।

    আগামীর সাহসী আন্দোলন সংগ্রামে ঐক্য বদ্ধ হ’য়ে রাজপথে নেমে দাবি আদায় করার দৃঢ় বিশ্বাস করে। উপজেলা শ্রমিক দল শ্রমিকদের দাবি আদায়ের লক্ষে, শান্তি বজায় রেখে আগামীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্র ঘোষিত আন্দোলন সংগ্রামে রাজপথে নেমে সফলতা আদায় করতে যা করা দরকার আমরা সকলেই ঐক্য বদ্ধ হ’য়ে সফলতা আনবো, ইনশাআল্লাহ।

    নাগরপুর উপজেলা শ্রমিক দলের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নেতাদের পক্ষ থেকে সভাপতি আরিফুল ইসলাম নবা ও সম্পাদক গোলাম মওলা মোস্তফা, টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সভাপতি ও সম্পাদক,নাগরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

  • রাজাগঞ্জ বাজারে নৈশ্যপ্রহরী মুজিবুর রহমানের উপর হামলা থানায় অভিযোগ।

    রাজাগঞ্জ বাজারে নৈশ্যপ্রহরী মুজিবুর রহমানের উপর হামলা থানায় অভিযোগ।

    কানাইঘাট প্রতিনিধিঃ

    কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ বাজারে নৈশ্যপ্রহরী মুজিবুর রহমান (৫৪) কে গত ১৯ ডিসেম্বর দিবাগত রাত আড়াই টার দিকে বাজারে পাহারা দেওয়ার সময় অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুত্বর আহতের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে নৈশ্যপ্রহরী মুজিবুর রহমান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় রয়েছেন বলে তার স্বজনরা জানিয়েছেন। এঘটনায় আহত মুজিবুর রহমান এর ছেলে রাজাগঞ্জ ইউ/পির মইনা গ্রামের সেবুল আহমদ বাদী হয়ে কানাইঘাট থানায় গতকাল শনিবার পার্শ্ববতী মইনার পাহাড় গ্রামের মৃত নুর উদ্দীনের ছেলে কামাল আহমদ (৪০) এর নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা জ্জ জনের বিরোদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেথ করা হয় প্রতিদিনের ন্যায় গত ১৯ ডিসেম্বর রাত ১০ টা থেকে নৈশ্যপ্রহরী মুজিবুর রহমান বাজারে পাহারাদারের দায়িত্বে ছিলেন। রাত অনুমান আড়াই টার দিকে কামাল আহমদ সহ আরো ৩/৪ জন বাজারের রুপালী ব্যাংক ও আশপাশ মার্কেটের সামনে উদ্দ্যেশ্য মূলক ভাবে ঘুরাফেরা করিতে থাকিলে নৈশ্যপ্রহরী মুজিবুর রহমান তাদের কে বাজার থেকে চলে যাওয়ার অনুরুধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কামাল আহমদ সহ তার সাথে থাকা লোকজন লাঠি নিয়ে হত্যার উদ্দ্যেশ্যে মুজিবুর রহমানকে এলাপাতাড়ি ভাবে পিঠিয়ে কোমরে গুরুত্বর ভাঙ্গা যখম করে এবং শরিলের বিভিন্ন স্থানে আঘাত করে আহত অবস্তায় রাস্তার উপর ফেলে রেখে চলে যায় হামলাকারীরা। পরে তাকে আহত অবস্তায় বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও পরিবারের লোকজন উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বাজাররে ব্যবসায়ী স্থানীয় লোকজন রাজাগঞ্জ বাজারের নৈশ্যপ্রহরী মুজিবুর রহমানের উপর হামলাকারীদের বিরোদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য থানা পুলিশের প্রতি দাবি জানিয়েছেন ।

  • কালিয়াকৈরে আইডিয়াল বই মেলায় বাবার চশমা বইয়ের মোড়ক উন্মোচন।

    কালিয়াকৈরে আইডিয়াল বই মেলায় বাবার চশমা বইয়ের মোড়ক উন্মোচন।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজন করা হয় বই মেলার।

    দ্বিতীয় দিনে শনিবার বিকেলে প্রতিষ্ঠানের অডিটরিয়াম হলে বাবার চশমা কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। কালিয়াকৈর উপজেলা যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলীমের লেখা প্রথম কাব্য গ্রন্থ প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কবি সাংবাদিক সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহেদী, যুগ্ম সাধারন সম্পাদক এ এইচ এম শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, দপ্তর সম্পাদক মাইনুল সিকদার, তথ্য ও গবেষনা সম্পাদক শাহআলম সিকদার, সাহিত্য সম্পাদক ¯^পন সরকার, সিনিয়র শিক্ষক জি তারেক, সমাজ সেবক সবুজ মৃধাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
    বই মেলার আয়োজক কমিটি জানায়, ৬টি ষ্টলে বই মেলায় প্রচুর বই শোভা পাচ্ছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও দুরদুরান্ত থেকে বই প্রেমিক লোকজন মেলায় আসছেন। অনেকেই নানা ধরনের বই কিনে নিচ্ছে। অনেক বইয়ের মাঝে স্থানীয় সাংবাদিক সরকার আব্দুল আলীমের বাবার চশমা বইটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অন্যের বইয়ের পাশাপাশি বাবার চশমা বই বিক্রি হচ্ছে। সমসাময়ি ৩৪টি কবিতা বইটিকে সমৃদ্ধ করেছে।
    প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থী ও সাধারন মানুষের মাঝে বই পড়ার আগ্রহ তৈরী ও গড়ে তোলার জন্যই এই বই মেলার আয়োজন করা। বই মেলার কারনে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ছে। তিন দিন ব্যাপী বই মেলায় লটারীর মাধ্যমে পুরস্কার প্রদান করা

  • মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা।

    মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা।

    মৌলভীবাজার প্রতিনিধি :

    মৌলভীবাজারে কর্মী সম্মেলন ও কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান’র আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী।
    সংগঠনের জেলা সেক্রেটারি ইয়ামীর আলীর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার- ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আলাউদ্দিন শাহ, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম ও সদর উপজেলা জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম প্রমুখ।

    এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমীর বলেন, আসন্ন কর্মীসভা ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তিনি আমাদের জেলার সন্তান ও জাতীয় ব্যক্তিত্ব। কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বৈষম্যহীন সমাজ বিনির্মানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।আগামীকাল শনিবার  ২১ তারিখ মৌলভীবাজার সরকারি স্কুলের মাঠ মৌলভীবাজারবাসীর মিলনমেলায় পরিনত হবে।
    সাংবাদিকদের মধ্যে  মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ ও সাবেক সভাপতি এম এ সালাম’সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কর্মীসম্মেলনকে ঘিরে শ্রীমঙ্গলে জামায়াতের একযোগে প্রচার ও পথসভা।

    কর্মীসম্মেলনকে ঘিরে শ্রীমঙ্গলে জামায়াতের একযোগে প্রচার ও পথসভা।

    নিজস্ব প্রতিবেদকঃ আগামীকাল শনিবার ২১ ডিসেম্বর কর্মীসম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মজলুম জননেতা ডাঃ শফিকুর রহমান মৌলভীবাজার আগমন উপলক্ষে শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা শাখা-সহ পৌর ও ০৯টি ইউনিয়নের জামায়াত শিবির ও যুব বিভাগ-সহ জামায়াতে অঙ্গ সংগঠনের একযোগে প্রায় দুই হাজারের কর্মী সমার্থক নিয়ে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ ইং, মাগরিবের নামাজের পর শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসমাইল হোসেন এর নেতৃত্বে শ্রীমঙ্গল শহরে হবিগঞ্জ রোড কাছারী জামে মসজিদ এর সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন সড়ক হয়ে রেলওয়ে স্টেশন মোড়ে এসে শেষ হয়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
    এ সময় শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ তারেক মাহফুজ এর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল। বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ সাদিকুল ইসলাম প্রমুখ।
    এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শাখা-সহ পৌর ও ০৯টি ইউনিয়ন ওয়ার্ড এর জামায়াত-শিবির ও যুব বিভাগ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-সহ জামায়াতে অঙ্গ সংগঠনের সভাপতি-সেক্রেটারি ও নেতা কর্মীরা প্রমুখ।
    প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইসমাইল হোসেন বলেন, বাংলাদেশ একটি দেউলিয়া দেশ হয়ে গেছে, বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সাংস্কৃতিক সব কিছু ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশ এই অভ্রতী অবস্থায় এ দেশ গড়ার জন্য প্রয়োজন, সৎ ও আদর্শবান লোকের প্রয়োজন, আপনাদের কাছে আমরা চ্যালেঞ্জ করি, বাংলাদেশ জামায়তে ইসলামী সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কর্মী এবং দায়িত্বশীল আপনাদের সামনে আমরা পেশ করেছি তারা কোন লুটপাটে নেই, চাঁদাবাজিতে নেই, সরকারি জনসাধারণের সম্পদ আত্মসাতে নেই।
    তিনি বলেন, সম্মানিত জনতা আপনাদের কাছে চ্যালেঞ্জ দেওয়ার পর, আমি বলতে চাই এই দেশ ৭১ সালে স্বাধীন হওয়ার পর, সব সরকার এসে লুটে পেটে খেয়েছে আদর্শ লোকের কারণে, এই জন্য জামায়াতে ইসলামী একটি আদর্শ কারিগর সংগঠন, তাই আমি সবাইকে আহবান করব, জামায়াতে সাথে একত্র হয়, এই আল্লাহর জমিনে, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করি।
    তিনি আরও বলেন, সম্মানিত দেশবাসী আমি অমুসলিম ভাইদেরকে বলতে চাই আমরা সবাই আদম (আঃ) এর সন্তান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোন পার্থক্য নয়, আমরা হচ্ছি আদমের সন্তান, সবাই আদম (আঃ) এর সন্তান হিসাবে আমরা সবাই ভাই ভাই, এ দেশে আমাদের, এই দেশে আল্লাহ আমাদের জন্ম দিয়েছেন, এই দেশকে ঘরেই আমাদের পরবর্তী সন্তানদের জন্য আদর্শ রাষ্ট্র করে যেতে হবে, তাই দলমত নির্বিশেষে সকল মানুষকে আমি আহবান করব, আসুন আমরা ইসলামী আন্দোলনে একত্রিত হয়ে, সৎ লোকের শাসন এবং আদর্শ রাষ্ট্র একটা কায়েম করি, সকল ইসলামী আন্দোলনের মাধ্যমে সফল ইসলামী রাষ্ট্র দিয়েই মানুষের অভাব অনটন দুঃখ দুর্দশা সবকিছু দূর হবে।
    আরো মাওলানা ইসমাইল হোসেন বলেন, দেউলিয়া হয়ে গেছে, আপনারা সবাই দেশের পরিস্থিতি জানেন, এ থেকে মুক্তি পেতে হলে, এই দেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হতে হবে, কারো কালো হাত ভয় না করে একমাত্র আল্লাহর উপরে ভয় করে, তাদের কালো হাত, তাদের অগ্রাসী সন্ত্রাসী অনুভব ধ্বংস করে দিতে হবে, তাদের চেলা চাওরিদেরকে আমাদের দেশ থেকে বয়কট করতে হবে, তাদের প্রতিহত করতে হবে।
    তিনি বলেন, আপনারা দেখেছেন তাদের নেতা বলেছে লক্ষ লক্ষ লোক মারা যাবে এ দেশ পরিবর্তন হলে, কিন্তু জামায়াতে ইসলামী-ইসলামী ছাত্র শিবির আদর্শের অনুসারী হওয়ার কারণে, একটি লোককেও হত্যা করে নাই, আমরা সততার পরিচয় দিয়েছি, যাঁরা সততার পরিচয়কে অবহেলা করবে, তাদেরকে কিভাবে প্রতিহত করতে হয়, তা আমাদের জানা আছে, তাই আসুন দলমত ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে গরি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা সুখী দেশ করে ঘরে যাই।
    তিনি আরও বলেন, আর আমি সবাইকে আহবান করব, আমাদের ২১শে ডিসেম্বর সম্মানিত আমিরে জামায়াত আসবেন আপনার সবাই দোয়া করবেন যাতে আমাদের প্রোগ্রাম সফল হয়, এবং আপনাদের সবার যাওয়ার জন্য দাওয়াত রইলো, আজকের এই প্রোগ্রামে আপনারা যারা আসছেন অনেক কষ্ট করে, সবাইকে মোবারক বাদ জানিয়ে এদেশের কল্যাণ কামনা করি।
    বিশেষ অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে আশরাফুল ইসলাম কামরুল বলেন, আগামিকাল ২১ ডিসেম্বর শনিবার মৌলভীবাজার কর্মী সম্মেলন আয়োজন করা হয়েছে উক্তি কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলার সবাই দলমত নির্বিশেষে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।
    এ ছাড়া আগামীকাল ২১ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর জেলা কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে ১০-১২ দিন ধরে শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামী পক্ষ থেকে গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন দলের নেতাকর্মীরা। এবং শ্রীমঙ্গলের শহর গ্রামগঞ্জের বিভিন্ন জায়গা ব্যপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন দলের নেতাকর্মীরা।
  • মাধবপুরে নকল ব্যাটারির পানি ও খাবার পানি বাজারজাতকরনের অভিযোগ।

    মাধবপুরে নকল ব্যাটারির পানি ও খাবার পানি বাজারজাতকরনের অভিযোগ।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
    হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামে অ-স্বাস্বহ্যকর পরিবেশে( মিনারেল ড্রিংকিং ওয়াটার) পানীয়জলের প্যাকেজিং ও বিশ্বের স্বনামধন্য ব্রান্ড VoLVO কোম্পানির মোড়ক ব্যবহার করে প্রতারণার আশ্রয়ে ব্যাটারিতে ব্যবহৃত পানি উৎপাদন প্যাকেজিং ও বাজারজাত করণের অভিযোগ পাওয়া গেছে।
    এলাকাবাসী অভিযোগে সরেজমিনে ঘুরে দেখা যায়, দূর্গাপুর গ্রামের, হরেন্দ্র সরকারের ছেলে তপন সরকারের মালিকানাধীন রুহী ড্রিংকিং ওয়াটার নামক কারখানায় শিশু শ্রমিক দিয়ে দেদারসে পানি বোতলজাত করা হচ্ছে। এখানে নকল ব্যাটারির পানির কন্টিনের ও বোতলের গায়ে লাগানো হচ্ছে বিশ্ববিখ্যাত ব্রান্ড VOLVO কোম্পানির মোড়ক।
    অস্বাস্থ্যকর পরিবেশে পানি বোতলজাত করনের কাজে ব্যাস্ত শ্রমিক,প্রতিবেদককে জানান একই কারখানায় রুহী ড্রিংকিং ওয়াটার ও ব্যাটারিতে ব্যবহৃত VOLVO লগো সম্বলিত লেবেল ছাপিয়ে এনে বোতলের গায়ে লাগিয়ে বাজারজাত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক
    এলাকাবাসী জানান উপজেলার মাধবপুর সদর সহ আশেপাশের বাজার গুলো তে ড্রিংকিং ওয়াটার এবং স্হানীয় গাড়ির ওয়ার্কশপ গুলোতেই VOLVO  ব্র‍্যান্ডের ব্যাটারির পানি সহজে বাজারজাত করা হচ্ছে। এতে স্হানীয় অসাধু ব্যবসায়ীরা সাময়িক লাভবান হলেও প্রকৃতপক্ষে গাড়ির মালিকগন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে বিশ্বের অন্যতম ব্র‍্যান্ড volvo কোম্পানি সুনাম ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
    তাছাড়া নিম্নমানের পানি পান করার ফলে এলাকায় রোগজীবাণু ছড়িয়ে পড়ে স্বাস্থ্য হানীর আশংকা রয়েছে।
    জানতে চাইলে রুহী ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরির মালিক তপন সরকার জানান তিনি ম্যানেজ করেই এ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
    এ বিষয়ে হবিগঞ্জ জেলা পরিবেশ আন্দোলনের নেতা, সোহেল রানা জানান দেশে প্রচলিত আইনানুযায়ী শিশু শ্রম নিষিদ্ধ, তাছাড়া অস্বাস্থ্যকর  পরিবেশে পানীয় জল বাজারজাত করনের ফলে স্বাস্থ্য খাত ঝুকিপূর্ণ হয়ে পড়ে।
    অস্বাস্থ্যকর পরিবেশে ও বিএসটি আই এর অনুমোদনহীন এ ড্রিংকিং ওয়াটার ব্যবহার কতটুকু স্বাস্থ্য সম্মত এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা:মো: ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন,অস্বাস্থ্যকর পরিবেশে পানীয়জল মোড়কজাত করনের ফলে বিভিন্ন ধরনের রোগজীবাণু ছড়াবে,তাছাড়া পানিতে আর্সেনিকের উপস্থিতি থাকলে বড় ধরনের যে কোন রোগ ছড়াতে পারে।
    এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম বলেন,এ ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।