Author: admin

  • গোদাগাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত ।

    গোদাগাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত ।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ীতে উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৮ নভেম্বর ২০২২) সকাল দশটায় র‍্যালীর মধ্যে দিয়ে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক।

    মঙ্গলবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জানে আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, সহকারী (ভূমি) কর্মকর্তা সবুজ হাসান, গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জামান বুকুল, অগ্রণী যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ ইসহাক,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, সংগঠনটির সদস্য সচিব ও রাব্বী একাডেমীর পরিচালক মোঃ শাহরিয়ার রাব্বী প্রমুখসহ অন্যান্যরা।

  • উল্লাপাড়ায় প্রশিক্ষণ প্রাপ্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণ।

    উল্লাপাড়ায় প্রশিক্ষণ প্রাপ্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণ।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত ৩৩ জন নারী পুরুষের মাঝে ৫ লাখ ৯৪ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

    চেক বিতরণ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মোতালিব হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা প্রমূখ।

     

  • গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ব্যবসায়ীদের পাট ক্ষতির পরিমান ১০ কোটি টাকা।

    গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ব্যবসায়ীদের পাট ক্ষতির পরিমান ১০ কোটি টাকা।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সোমবার গভীর রাতে উল্লাপাড়া পৌরশহরের ঝিকিড়া মহল্লায় পাট বন্দরে আগুন লেগে ৬টি গুদাম পুড়ে গেছে। সেই সাথে এসব গুদামে রাখা প্রায় ১৫ হাজার মন পাট ও ৬০ হাজার পাটের বস্তা পুড়ে ছাই হয়ে গেছে। সবমিলিয়ে ক্ষতির পরিমান প্রায় ১০ কোটি টাকা হবে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও গুদাম মালিকেরা।

    অগ্নিকান্ডের খবর শুনে সিরাজগঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর, তাড়াশ ও পাবনা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। এখনও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অগ্নিকান্ড স্থানে কাজ করছেন। তবে অগ্নিকান্ডের কোন কারন এখন পর্যন্ত জানা যায়নি। পাট ব্যবসায়ী আসাদুল ইসলামের পাট গুদাম থেকে রাত ২ টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

    ক্ষতিগ্রস্থ গুদাম মালিক ও পাট ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন বাসুদেব সাহা, আসাদুল ইসলাম, সোহেল, রজব আলী সরকার, ডাবলু, আইয়ুব আলী, ইউনুস আলী, রিপন সাহা, সঞ্জয় সাহা, রাশেদা খানম পাতা, তারাপদ কুন্ডু ও শহিদুল ইসলাম। ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ীরা জানান, তারা বিভিন্ন হাট থেকে পাট কিনে দেশের বিভিন্ন পাট মিলে বিক্রি করে থাকেন। এখন এখন পর্যন্ত মিলগুলো পাট ক্রয় শুরু না করায় ব্যবসায়ীরা তাদের পাট আগুনে পুড়ে যাওয়া গুদামে মজুদ করেছিলেন। কিন্তু অগ্নিকান্ডের ফলে পাট পুড়ে গিয়ে তারা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। এই ক্ষতি কোনভাবেই পূরণ করা সম্ভব নয় বলে জানান তারা।

    পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সারফুল ইসলাম ভুইয়া জানান, রাতেই তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করেন। ইতোমধ্যেই বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। মঙ্গলবার ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনা গেলেও এখন পর্যন্ত গুদামগুলোতে পুড়ে যাওয়া পাটগুলোর মধ্যে থেকে ধুয়া বের হচ্ছে। তবে অগ্নিকান্ডের কোন কারন এখন পর্যন্ত তারা জানতে পারেননি। সহকারী পরিচালক আরো বলেন, ফায়ার সার্ভিস থেকেও অগ্নিকান্ডের কারণ তদন্ত করে দেখা হবে।

    ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ী বাসুদেব সাহা ও আসাদুল ইসলাম জানান, তাদের নিজস্ব গুদামে নিজেদের প্রায় ৬ হাজার মন পাট ছিলো। কোন ভাবেই এসব পাট তারা বাঁচাতে পারেননি। তিনি আরো জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পাট মিল বা অন্য কোন কাজে ব্যবহার করা যায় না।

    উল্লাপাড়া পাটবন্দর বনিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম আরজু জানান, অগ্নিকান্ডের সঠিক কারণ এখন জানা যায়নি। ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ী ও গুদাম মালিকদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই অগ্নিকান্ডের ফলে তারা একেবারে নিঃস্ব হয়ে গেলেন।

    উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি এ সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের শান্তনা জানান।

    উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অগ্নিকান্ডের কারণ সম্পর্কে নিশ্চিত না হয়ে এই মুহুর্তে তারা কিছুই বলতে পারবেন না। তবে এ ব্যাপারে দ্রুত তদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    স্থানীয় সাংসদ তানভীর ইমাম ঘটনাস্থল পরিদর্শন ইতিমধ্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ী এবং গুদাম মালিকদের সঙ্গে কথা বলেন। উল্লাপাড়া নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এসময় উপস্থিত ছিলেন।

    এছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর শফিকুল ইসলাম শফি,পৌর মেয়র এস এম নজরুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেন।

  • রাজাশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটিতে বালিয়াডাঙ্গীর মাসুদ।

    রাজাশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটিতে বালিয়াডাঙ্গীর মাসুদ।

    . ঠাকুরগাঁও প্রতিনিধি:
    রাজাশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখা ছাত্রলীগের কমিটিতে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি উপ-সম্পাদক পদে মনোনীত হয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সন্তান মাসুদ রানা।
    গত ৬ তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একটি পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেন।
    সেই কমিটিকে তাকে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি উপ-সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। বিষয়টি মাসুদ রানা সোমবার রাতে মুঠোফোনে নিশ্চিত করেছেন।
    সদ্য দায়িত্ব পাওয়া রাবি ছাত্রলীগ নেতা মাসুদ রানার বাড়ী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামে। তিনি ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে।
    রাবিতে মাস্টার্স পড়ুয়া ছাত্রলীগ নেতা মাসুদ রানা ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সাল এসএসসি এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে ২০১৫ সালে এইচএসি পাশ করেন। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ করে মাস্টার্সে পড়াশোনা করছেন।
    বালিয়াডাঙ্গী উপজেলার সন্তান হিসেবে রাবি ছাত্রলীগ জিয়া হল শাখার কমিটিতে স্থান পাওয়ায় মাসুদকে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে দলীয় কাজে সর্বদা পাশে পাবে বলে আশা ব্যক্ত করেছেন।
    অনুভুতি প্রকাশ করে ছাত্রলীগ নেতা মাসুদ বলেন, আল্লাহর অশেষ রহমতে আমার রাজনৈতিক জীবনের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন হয়েছে।ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার রাজনৈতিক অভিভাবকদের,যারা আমাকে এই পদে মনোনীত করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে কাজ করার সুযোগ দিয়েছেন।
    আমাকে দায়িত্ব দেওয়ায় আমার প্রতি যাদের আশা-আকাঙ্ক্ষা রয়েছে,আমাকে যারা ভালোবাসে তাদের পাশে যেন সব সময় থাকতে পারি।
    “বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে  আমার প্রতি অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে পারি।”
    ছাত্রলীগ আমার আবেগের জায়গা।সেই হিসেবে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে আমার রাজনৈতিক জীবনের ধারাবাহিকতায় স্থানীয় ছাত্রলীগের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করতে পারি।
  • বাঘা পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা:২৯ ডিসেম্বর নির্বাচন।

    বাঘা পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা:২৯ ডিসেম্বর নির্বাচন।

    .বাঘা(রাজশাহী) প্রতিনিধি:
    রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনের প্রজ্ঞাপন ও তফসিল ঘোষণা করা হয়েছে। পরিচালক (জনসংযোগ) ও যুগ্ম সচিব এসএম সামসুজ্জামান স্বাক্ষিত একটি পত্র সোমবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাচন অফিস পেয়েছেন বলে জানা গেছে।
    এই নির্বাচন বিষয়ে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কর্মকতা মুজিবুল আলম। পরিচালক (জনসংযোগ) ও যুগ্ন সচিব  এসএম সামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তফসিল ঘোষণা করেন।
    বাঘা পৌরসভা নির্বাচন সর্বশেষ ২০১৭ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৩৬। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০ ও নারী ভোটার ১৫ হাজার ৮৩৬।
    এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা কর্মকতা মুজিবুল আলম বলেন, ইভিএমের মাধ্যমে বাঘা পৌরসভার নির্বাচন ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার  ১০ ডিসেম্বর।
  • ক্রেতা সেজে বিভিন্ন প্রজাতির পাখি উদ্ধার-বিক্রেতাকে জরিমানা।

    ক্রেতা সেজে বিভিন্ন প্রজাতির পাখি উদ্ধার-বিক্রেতাকে জরিমানা।

    .নাটোর প্রতিনিধিঃ

    নাটোরে ক্রেতা সেজে বিভিন্ন প্রজাতির ৩০টি দেশী ও অতিথি পাখি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে শহরের আহম্মেদপুর চর তেবাড়িয়া এলাকা থেকে পাখিগুলো উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী এবং রাবি শাখার ডীপ ইকোলজি এন্ড রেসকিউ ফাউন্ডেশন।

    এসময় পাখি বিক্রেতা আনিছুর রহমানকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নাটোর সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের হাবিব তাকে কুড়ি হাজার টাকা জরিমানা করেন। পাখি বিক্রেতা আহম্মেদপুর চর তেবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর আলম এর ছেলে।

    রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন,গোপন সংবাদের ভিত্তিতে নাটোর শহরের আহম্মেদপুর চর তেবাড়িয়া এলাকায় ক্রেতা সেজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি কালিন, ১৪ টি পাতি সরালি, ১টি বাড়ি ময়না, ১টি টিয়া সহ দেশী ও অতিথি বিভিন্ন প্রজাতির ৩০টি পাখি উদ্ধার করা হয়। পাখি বিক্রেতা আনিছুর রহমানকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়।

    এসময় উপস্থিত ছিলেন ডিবির এস আই আলী আগবর,বন বিভাগের ফরেষ্টার আশরাফুল ইসলাম, রাবি শাখার ডীপ ইকোলজি এন্ড রেসকিউ ফাউন্ডেশন এর সদস্য নাজমুল হোসেন রাসেল, মিজানুর রহমান,বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর দপ্তর সম্পাদক ফজলে রাব্বী,পরিবেশ কর্মী রাকিব হোসেনসহ প্রমূখ।

  • রাণীশংকৈলে শিক্ষক হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন,বিক্ষোভ। 

    রাণীশংকৈলে শিক্ষক হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন,বিক্ষোভ। 

    . ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নুর হোসেন নামে এক কোচিং শিক্ষক হত্যার আসামীদের গ্রেফতার করার দাবীতে। এবং সন্দেহজনক ৭জন আসামীকে গ্রেফতার করে। তিন দিন থানায় রেখে আবার ছেড়ে দেওয়ার প্রতিবাদে, ভরনিয়া সম্পদবাড়ী এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিশেষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’ সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভকে স্মারক লিপি দেওয়া হয়েছে।
    সোমবার (৭ নভেম্বর)  বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের প্রধান সড়ক দিয়ে থানা চত্বর যায় সেখানে প্রায় আধাঘন্টা বিক্ষোভ প্রদর্শন করে। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করে বিক্ষোভ করে। উপজেলা পরিষদ থেকে বের হয়ে তারা উপজেলা পরিষদের সামনে মহাসড়কে দাড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেন।
    এতে বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক মোকসেদ আলী, উপজেলা যুবলীগ যুগ্ন সম্পাদক  মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও নিহত শিক্ষকের মা হোসনা খাতুন ।
    প্রতিবাদ সমাবেশ থেকে উপজেলা যুবলীগের সম্পাদক রমজান আলী,পুলিশ প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমিটাম দিয়ে বলেন, যদি আল্টিমেটামের সময়ের মধ্যে আসামী ধরতে গড়িমসি করেন। তাহলে ধর্মগড়,কাশিপুরবাসীসহ রাণীশংকৈল আ’লীগ যুবলীগ মিলে রাণীশংকৈল উপজেলাকে অচল করে দেওয়া হবে। হরতাল দেওয়া হবে। অতত্রব কোন গড়িমসি না করে দ্রুত আসামীদের গ্রেফতার করুন।
    নিহত শিক্ষকের মা হোসনা বলেন, কারা হত্যা করেছে আমরা বুঝতে পারছি, সন্দেহজনক ব্যক্তিদের নাম পুলিশকে বলেছি। তারপরেও তারা আসামী ধরে ছেড়ে দিচ্ছে কেন? তাহলে কি টাকার বিনিময়ে আসামীদের ছেড়ে দেওয়া হচ্ছে। ছেলে হত্যার বিচার কি তাহলে আমরা পাবো না। তিনি অবিলম্বে ছেলে হত্যার আসামীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।
    এর আগে গত ২৭ অক্টোবর সকালে ভরনিয়া রাস্তা সংলগ্ন ধান খেতে একই ইউনিয়নের ভরনিয়া চেংমারী এলাকার নুরুল হোসেনের ছেলে হোসাইন আলীর ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় নিহতের পরিবার দাবী করেন এটি পরিকল্পিত হত্যা।
    রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল মুঠোফোনে বলেন, ৪৮ ঘন্টার মধ্যে ঘটনার সাথে প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনা হবে।
    স্মারকলিপি পেয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, স্মারক লিপি পেয়েছি। বিষয়টির যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
  • ঠাকুরগাঁওয়ে ১১ বছর বয়সের এক কিশোরী শিক্ষার্থী  নিখোঁজ।

    ঠাকুরগাঁওয়ে ১১ বছর বয়সের এক কিশোরী শিক্ষার্থী  নিখোঁজ।

    .ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

    ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮ নং শুখান পুকুরী ইউনিয়নের মোঃআসিক রহমানের কন্যা মোছাঃআফসানা (১১)নিখোঁজ ঠাকুরগাঁও সদর থানায় জিডি।

    নিখোঁজ আফসানার পিতা মো,আসিক রহমান, সাং- কালিকাগাঁও, ওয়ার্ড নং- ৯, ডাকঃ ডি হাট, থানা ও জেলা  ঠাকুরগাঁও সাংবাদিকদের জানান, গত ২ নভেম্বর বুধবার আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিটে প্রতিদিনের ন্যায় গড়েয়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। স্কুল ছুটি হলে আফসানা বাড়িতে ফিরে আসতে দেরি করলে আমি আমার মেয়ের খোঁজ খবর নেওয়ার জন্য স্কুলের উদ্দেশ্যে রওনা দেই এবং রাস্তার আশেপাশের পরিচিত লোকজন কে জিজ্ঞাসা বাদ করে খবর নেই এবং তার স্কুলে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম আফসানা সে দিন স্কুলে যায়নি শিক্ষকরা জানান সে অনু উপস্থিত। পরবর্তীতে আমার আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ খবর নেই  এবং এলাকা বাসিকে নিয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করি ও মোবাইল ফোনের মাধ্যমে অনেক জায়গায় খোঁজ করি কিন্তু আফসানার কোন সন্ধান মেলেনি।

    আফসানার মা মোছাঃ পারুল আক্তার বলেন, আমি শারীরিক ভাবে অসুস্থ থাকায় কয়েক দিন থেকে বাবা বাড়িতে ছিলাম। আমার মেয়ে গড়েয়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী আমাদের মেয়েকে গত বুধবার স্কুলে যাওয়ার পর থেকে খুজে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ পেয়ে আমি দ্রুত  বাড়িতে ছুটে আসি এবং প্রশাসনের সহযোগিতা  কামনা করে ৫ নভেম্বর শনিবার  ঠাকুরগাঁও সদর থানায় হাজির হয়ে একটি সাধারণ ডাইরী করি।

    নিখোঁজ আফসানার বাবা ও মা সকলের উদ্দেশ্যে বলেন, যদি কেউ আমার মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাহলে ঠাকুরগাঁও সদর থানা অথবা 01759872486 (আসিক) এই নাম্বারে যোগাযোগ করার জন্য  বিশেষ ভাবে অনুরোধ করেন।

  • বিচার শালিসের আগেই মারা গেলেন প্রমিলা রাণী,গ্রেফতার-২।

    বিচার শালিসের আগেই মারা গেলেন প্রমিলা রাণী,গ্রেফতার-২।

    ঠাকুরগাঁওপ্রতিনিধি.
    জমি নিয়ে প্রতিবেশির সাথে ঝগড়া বিবাদের জেরে গত শুক্রবার থানা পুলিশ উপজেলার কেউটান গ্রামে গিয়ে উভয় পক্ষকে বিচার শালিসের কথা বলেন। তারই পরিপেক্ষেতে শনিবার (৫ নভেম্বর) বিকালে হোসেনগাঁও ইউনিয়ন পরিষদে বিচার শালিস হওয়ার কথা ছিল। তার পূর্বেই প্রমিলা রাণীর মৃত্যু হওয়ায় আর শালিস করা হলো না ওই ইউনিয়ন চেয়ারম্যানের।
    জানা যায়, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কেউটান গ্রামে তিলক রায়ের পরিবারের সাথে একই গ্রামের মনসিংহ (কাচালু)’র পরিবারের সাথে ঝগড়া বিবাদের এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।
    রাণীশংকৈল থানার এ এসআই নুর আলম রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তিলকের স্ত্রী প্রমিলা রাণী (৪৮) অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা করেন তার বাড়ির লোকজন।
    রাতভর বাড়িতে প্রাথমিক চিকিৎসা করেও প্রমিলা রাণীর কোন উন্নতি না হওয়ায় ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
    এনিয়ে প্রমিলার স্বামী তিলক রায় বাদী হয়ে মনসিংহ (কাচালু) ও তার ভাই পরেশ রায়সহ ৬ জনকে অভিযুক্ত করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
    থানা পুলিশ অভিযুক্ত দুইজনকে শনিবার গ্রেপ্তার করে পরদিন রবিবার জেলহাজতে প্রেরণ করেন।
    মামলার বাদি তিলক চন্দ্র বলেন, মনসিংহ (কাচালু) সহ তার লোকজন আমার ছেলে ও স্ত্রীকে মাথার চুল ধরে বেধড়ক পিটিয়েছে। থানা পুলিশ ঘটনাস্থলে আসার পরে আমরা সবাই রক্ষা পাই। মারপিটের কারণেই আমার স্ত্রী প্রমিলা রাণী মারা যায়। তাছাড়া এই  মারপিটের ঘটনার হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান  শনিবার বিকালে ইউপি কার্যালয়ে বিচার শালিস ডেকে ছিলেন।
    এবিষয়ে ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মুঠোফোনে জানান, শনিবারে ইউপি কার্যালয়ে উভয় পক্ষকে শালিসে ডাকা হয়েছিল । কিন্তু রাতেই প্রমিলা রাণী মারা যাওয়ার কারণে আর শালিস করা সম্ভব হয়নি।
    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল বলেন, এ ঘটনায় ছয়জনের নামে একটি হত্যা মামলা রুজু হয়। দুইজনকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
  • কাপ্তাই হ্রদে থেকে রিটন ও এলোমিনার মরদেহ উদ্ধার। 

    কাপ্তাই হ্রদে থেকে রিটন ও এলোমিনার মরদেহ উদ্ধার। 

    রাঙ্গামাটি প্রতিনিধি.

    রাঙামাটির লংগদুতে বালুভর্তি বোট ও স্পিডবোট এর মুখোমুখি সংঘর্ষের ৩৬ ঘন্টা পর জেলেদের জালের সাথে উঠে আসে নিখোঁজ দু’জনের মধ্যে একজন কলেজ শিক্ষার্থী রিটনের লাশ। পরে সকাল ৬টার দিকে ভেসে উঠে এলোমিনা চাকমার মৃতদেহ।রবিবার (৬ নভেম্বর) মধ্যরাত ২টার সময় (কাপ্তাই লেক) কাট্টলিবিলে জেলেদের জালে আটকে ভেসে আসে রিটন চাকমার মৃতদেহ।  ঘটনাস্থানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও লংগদু থানা পুলিশ উপস্থিত থেকে লাশ উদ্ধার করে। পরবর্তীতে সকালে যখন এলোমিনার লাশ ভেসে উঠলে তখন পুলিশ ফায়ার সার্ভিসের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুর আড়াইটার সময় দুর্ঘটনার পর থেকে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে রয়েছে। পরে লংগদু থানার এস আই মশিউর রহমান ও এস আই শাহাবুর আলম শিহাবের নেতৃত্বে পুলিশের একটি টিম শনিবার দিবাগত রাত ২টার সময় জালের সাথে আটকে উঠে আসে নিখোঁজ দু’জনের মধ্যে একজন। যার ঠিকানা রিটন চাকমা (২০), পিতা- মুক্ত লাল চাকমা, গ্রাম- ক্যাংড়াছড়ি, বাঘাইছড়ি এবং সকাল ৬টায় এলোমিনা চাকমা (২০), পিতা- সুরুত চাকমা, গ্রাম- হাজাছড়া সুবলং, বরকল, তাদের পৃথকভাবে উদ্ধার করে লংগদু থানায় নিয়ে আসে।

    এ বিষয়ে লংদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন বিষয়ে আমাদের পুলিশ, ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার অভিযানে প্রথম দিন থেকে ঘটনাস্থানে ছিলো এবং আছে। ৪ নভেম্বর শুক্রবার দুপুর আড়াইটার সময় বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা স্পিডবোট ও রাঙামাটি থেকে ছেড়ে আসা বালুভর্তি বোট স্পিড বোটের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থানে ভেঙ্গে মুচড়ে তলিয়ে যায়। বোটে থাকা চালকসহ নয়জনের মধ্যে সাত জন আহত হয় এবং বাকি দু’জন নিখোঁজ হয়।