Author: admin

  • শাহজাদপুরে নিখোঁজের ২দিন পর কলেজ ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার।

    শাহজাদপুরে নিখোঁজের ২দিন পর কলেজ ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার।

    শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নিখোঁজের ২দিন পর করতোয়া নদী থেকে কলেজ ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশের সদস্যরা। নিহত কলেজ ছাত্র মনির হোসেন (১৮) শাহজাদপুর পৌর শহরের রূপপুর পুরানপাড়া গ্রামের সাইকেল মেকার মোঃ হারুন অর রশিদের ছেলে। সে শাহজাদপুর মওলানা সাইফ উদ্দিন এহিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

    নিহতের ফুপাতো ভাই মোঃ ইমরান হোসেন জানান, মনির হোসেন গত বৃহস্পতিবার দুপুরে খেয়ে বন্ধুদের সাথে বেড়াতে বের হয়। এরপর সে ওইদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের সাথে নৌকা যোগে করতোয়া নদীতে ঘুরে বেড়ায়। রাতে বন্ধুদের সবাই বাড়ি ফিরে এলেও সে আর বাড়ি ফেরেনি। তাকে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি।

    শনিবার ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা রূপপুর নতুনপাড়া নামকস্থানে করতোয়া নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে । পরে ওদের বাড়িতে খবর দেয়। বিষয়টি পুলিশকে জানালে সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এসময় নিহতের লাশ দেখতে শত শত নারী-পুরুষ ও শিশুরা ভিড় জমায় নদী পাড়ে।

    এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম মৃধা জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের পরিবার মামলা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।

  • রাণীশংকৈলে মোহনা টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। 

    রাণীশংকৈলে মোহনা টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। 

    ঠাকুরগাঁও প্রতিনিধি:

    নানা আয়োজনের মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় মোহনা টেলিভিশনের ১৩ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

    শুক্রবার (১১ নভেম্বর) সকালে রাণীশংকৈল  প্রেস ক্লাবে মোহনা টিভি’র প্রতিনিধি ফারুক আহাম্মদ সরকারের আয়োজনে র‍্যালী,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম সবুজ সভাপতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশন ।

    এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-প্রেসক্লাব সদস্য সাংবাদিক আনিসুর রহমান বাকি, ছবিকান্ত দেব, আশরাফুল আলম, আবুল কালাম আজাদ, বিটিভি’র জেলা প্রতিনিধি  মাসুদ রানা পলক, বিজয় রায়, সাবেক সভাপতি মোবারক আলী,  সহ-সভাপতি  আনোয়ার হোসেন জীবন, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, মো: বিপ্লব,  দপ্তর সম্পাদক জিয়াউর রহমান জিয়া, খুরশিদ আলম শাওন, ইসমাম আহমেদ,  নাজমুল হোসেন, আবদুল্লাহ আল নোমানসহ আরও অনেকে।

    এ সময় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা মোহনা টিভির সফলতা কামনা করেন। এবং মোহনা টেলিভিশনের প্রয়াত এমডি জিয়াউদ্দীন আহাম্মেদ মজুমদারের আত্নার  মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

  • তাড়াশ থেকে ২ জন পলাতক আসামী গ্রেফতার।

    তাড়াশ থেকে ২ জন পলাতক আসামী গ্রেফতার।

    তাড়াশ প্রতিনিধি:

    সিরাজগঞ্জের তাড়াশ থেকে এক বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এজাহার নামীয় ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছের্ যাব-১২। ১০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতের্ যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী শাহজাদপুর থানার নুকালী দক্ষিণপাড়ার মৃত রমজানের ছেলে মোঃ শেরালী হোসেন (৪৮) ও নুকালী পূর্বপাড়ার -মোঃ লতিফ সরকারের ছেলে মোঃ ইয়াসিন সরকার(৩৫) কে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার মামলা নং-১৩/৪১৩ তারিখ ০৯/১১/২০২২, ৯(১)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারা) মোতাবেক তাড়াশ থানাধীন ঈশ্বরপুর গ্রামস্থ মোঃ রওশন ফকির এর বসত বাড়ীর সামনে থেকে গ্রেফতার করা হয়। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্(যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারের্ যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    র‍্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আবুল হাসেম সবুজ বলেন, গ্রেফতারকৃত ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামীদেরকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্ত্মান্ত্মর করা হয়েছে।

  • তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চার ইউপি সদস্যকে পেটালেন চেয়ারম্যান। 

    তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চার ইউপি সদস্যকে পেটালেন চেয়ারম্যান। 

    . ঠাকুরগাঁও প্রতিনিধি:
    রাসায়নিক সার বাইরে বিক্রির প্রতিবাদ করায় ও জেলা পরিষদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট না দেওয়ায় ভাড়াটে লোক দিয়ে চার ইউপি সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও সদর উপজেলা বেগুনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বনি আমিনের বিরুদ্ধে।
    আজ বৃস্প্রতিবার (১০ নভেম্বর) দুপুরের ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। তবে চার ইউপি সদস্যকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান।
    চার ইউপি সদস্যের বরাতে জানা যায়, কয়েকদিন আগে কৃষকরা রাসায়নিক সার নিতে আসলে চেয়ারম্যান তখন তাদের বলেন এই তোরা বাংলাদেশ না পাকিস্তান (আওয়ামী লীগ- বিএনপি) আওয়ামী লীগ হলে সার দিচ্ছে আর বিএনপি হলে চলে সার না দিয়ে চলে যেতে বলেন।
    চেয়ারম্যান তার নেতাকর্মীদের ২০-৩০টা করে সারের বস্তা দিচ্ছে বাইরে বিক্রি করার জন্য। এতে তিনি বস্তা প্রতি ৩০০ টাকা করে পান। আমরা তখন প্রতিবাদ করি। আজ আমাদের ভিজিডি কার্ড বিতরণের মিটিং ছিলো। আমরা সেই মিটিং এ অংশ নিতে গিয়ে দেখি চেয়ারম্যান তার কিছু নেতাকর্মী নিয়ে বসে আছেন। এসময় সাদ্দাম, রশিদুল, তুষার, মিন্টু সহ আরো কয়েকজন আমাদের কে বলে এই তোরা এখানে কেন আসছিস? বের হও পরিষদ থেকে। একথা বলতে বলতে তারা চেয়ারম্যান ও সচীবের সামনেই আমাদের মারধর করে বের করে দেয়।
    অন্যদিকে গেল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বনি আমিন তার পছন্দের প্রার্থী মোশারুল ইসলাম সরকারকে ভোট দিতে বলেন। আমরা আমাদের পছন্দের প্রার্থী দেবাশীষ দত্ত সমীরকে ভোট দিলে তিনি আমাদের খারাপ ভাষায় গালিগালাজ করে বলেন ওই টোকাই’র (দেবাশীষ দত্ত সমীর) বাচ্চাকে তোদের কে ভোট দিতে বলেছে। তখন থেকেই তিনি ইউপি সদস্যদের সাথে খারাপ আচরণ করে আসছেন।
    ইউপি সদস্য হাফিজুল জানায়, জনগণ সার পাইনা,পরিষদে এসে ঘুরে যাচ্ছে আর চেয়ারম্যান তার লোক দিয়ে সকল প্রকাশ রাসায়নিক সার বাইরে বিক্রি করে দিচ্ছে। প্রতিবাদ করলেই তিনি লোক দিয়ে হুমকি-ধামকি দেয়। তিনিও যেমন জনপ্রতিনিধি আমরাও জনপ্রতিনিধি। চেয়ারম্যানের সামনেই আমাদের সন্ত্রাসীরা মারলো তিনি একটা কথাও বললো না। আমরা ইউএনও মহোদয় এর বরাবরে লিখিত অভিযোগ দিবো।
    ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আজহারুল ঢাকাপ্রকাশ-কে বলেন, আমরা মেম্বাররা হুমকির মুখে আছি। বাইরের লোক এসে প্রভাব খাটাচ্ছে। চেয়ারম্যান কিছুই বলে না। প্রতিবাদ করলেই তিনি বাইরে থেকে লোক এনে হুমকি দেয়। তিনিও খারাপ ভাষায় গালিগালাজ করে আমাদের। আমরা কার কাছে বিচার চাইবো? কে আমাদের বিচার করবে?
    আরেক ইউপি সদস্য বাবুল হোসেন জানান, চেয়ারম্যান বনি আমিন কৃষকদের পাওয়া না রাসায়নিক সার তার লোক দিয়ে বাইরে বিক্রি করে দেয়। আমরা এর প্রতিবাদ করায় আজ সন্ত্রাসী দিয়ে আমাদের মারধর করে পরিষদ থেকে বের করে দেন। আমরা এর বিচার চাই।
    তবে ভাড়াটে লোক দিয়ে ইউপি সদস্যদের মারধর ও সার বাইরে বিক্রির অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান বনি আমিন বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। তারা আমার বিরুদ্ধে যড়যন্ত্রে নেমেছে।
    এ ব্যাপাররে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মোঃ শামসুজ্জামান বলেন, চার ইউপি সদস্যকে মারধরের ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
  • রাণীশংকৈলে আবাসিক এলাকায় করাতমিল, উচ্ছেদে ইউএনও বরাবরে অভিযোগ।

    রাণীশংকৈলে আবাসিক এলাকায় করাতমিল, উচ্ছেদে ইউএনও বরাবরে অভিযোগ।

      ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরশহরের আবাসিক এলাকার সন্ধারই গ্রামে সম্প্রতি একটি করাতমিল স্থাপন হয়েছে। মিলটি ৩২ হর্সের শ্যালো মেশিন দিয়ে চালানো হয়। এর বিকট শব্দে আশাপাশের বাসিন্দারা কঠিন শব্দ দুষনের মধ্যে রয়েছে দাবী করে ওই এলাকার বাসিন্দা খুরশিদ আলম শাওন মিলটি স্থায়ী বন্ধ ও উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা বরাবরে গতকাল বুধবার একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
    অভিযোগ সুত্রে জানা যায়, রাণীশংকৈল পৌরসভা ৮নং ওয়ার্ড সন্ধারই গ্রামের অর্ন্তগত প্রধান সড়ক ঘেঁষা আবাসিক এলাকায় সন্ধারই সাতঘরিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে বাবুল ইসলাম জমি ভাড়া নিয়ে অবৈধভাবে করাত মিল স্থাপন করেছেন।
    মিল স্থাপনের পর হতেই পরিবেশ ও শব্দ দুষনসহ বিভিন্ন সমস্যায় ভুগছে আবাসিক এলাকার বাসিন্দারা। বিশেষ করে অভিযোগকারীর বাড়ীর সন্নিকটে করাতমিলটি হওয়ায় সবচেয়ে বেশি শব্দ ও পরিবেশ দুষনের মধ্যে রয়েছেন বলে তিনি অভিযোগে উল্লেখ্য করেন।
    অভিযোগে আরো উল্লেখ্য করা হয়, মিল মালিক বাবুল ইসলামকে বারবার তাগাদা দেওয়া সত্বেও সে অবৈধ ক্ষমতার জোরে করাতমিলটি চালিয়ে যাচ্ছেন। এতে আবাসিক এলাকার শিক্ষার্থীরাসহ বাসিন্দারা অসহনীয় শব্দদূষণে পড়েছেন। করাতমিলটি স্থায়ী বন্ধসহ সেখান থেকে অপসারণের জন্য তিনি অভিযোগে জোর দাবী জানান।
    এ বিষয়ে করাতমিল মালিক বাবুল ইসলাম কোন কথা বলতে রাজি হননি।
    উপজেলা বন কর্মকর্তা শাহাজাহান আলী মুঠোফোনে বলেন, বাবুল ইসলামকে অবৈধভাবে মিল স্থাপনের জন্য ইতিমধ্যে একবার ভাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। এক প্রশ্নের জবাবে বলেন, ওই করাতমিলটির কোন অনুমোদন নেই।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
  • উল্লাপাড়ায় রেল লাইনের পাশ থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার।

    উল্লাপাড়ায় রেল লাইনের পাশ থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেল লাইনের পাশ থেকে তানজিদ হাসান অনিক ওরফে নাঈম (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার সকাল ১১ টায় ঢাকা- ঈশ্বরদী রেল লাইনের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বামনগ্রাম হাটখোলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নাঈম সিরাজগঞ্জ পৌর এলাকার কালিবাড়ি মহল্লার আব্দুল মোমিনের ছেলে ও সদর উপজেলার বাগবাটি আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিল।

    নিহত নাঈমের বাবা আব্দুল মোমিন জানান, গত সপ্তাহে তানজিদ হাসান অনিক লালমনিরহাট জেলার পাটগ্রামে তার চাচার বাসায় বেড়াতে যায়। নাইম চাচার বাড়ী থেকে মঙ্গলবার সকালে লালমনি একপ্রেস ট্রেনে সিরাজগঞ্জে নিজ বাসায় আসছিলো। তার বাবা আরও জানান, ট্রেনে ওঠার পরেও তার সাথে মোবাইল ফোনে নাঈমের কথা হয়। এরপর থেকেই নাঈম নিখোঁজ হন বলে তার পিতা মোমিন জানান।

    সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপ পরিদর্শক মোঃ সানোয়ার হোসেন জানান, বুধবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেল লাইনের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে বামনগ্রাম হাটখোলা এলাকার রেল লাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। লাশের মাথা, মুখ ও শরীরের বিভিন্ন অংশে ক্ষত চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

  • প্রক্সি নিয়ে লিখিত পরিক্ষায় উত্তির্নঃ মৌখিক পরীক্ষায় কারাদণ্ড

    প্রক্সি নিয়ে লিখিত পরিক্ষায় উত্তির্নঃ মৌখিক পরীক্ষায় কারাদণ্ড

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
    গত শুক্রবার (৪/১১/২০২২) রাজশাহীতে পরিকল্পনা বিভাগের পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে চাকরির জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই চাকরি পাবার জন্য আবেদন করেন রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হেদাতিপাড়া গ্রামের যুবক আবদুল রাশেদ (২৫)।
    তবে তিনি নিজে আবেদন করলেও লিখিত পরিক্ষা দেন অন্য জন। ফলে লিখিত পরীক্ষায় ভালো নম্বরো পেয়েছেন। আর এ জন্য ডাক পেয়েছেন মৌখিক পরীক্ষার ।
    লিখিত পরীক্ষায় খাতায় লিখতে হয়েছে ‘ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল’ বাক্যের ইংরেজি ট্রান্সলেট । উত্তর সঠিক লিখেছেন।
    লীষ্টে তার রোল এসেছে মৌখিক পরীক্ষার জন্য। গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের এ দিন জেলা প্রশাসকের দপ্তরে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছিল। জেলা প্রশাসক আবদুল জলিলসহ তিনজন কর্মকর্তা ছিলেন ভাইভা বোর্ডে।
    মৌখিক পরীক্ষায় চাকরি প্রার্থীকে অথ্যাৎ রাশেদকে আবার একই কথা লিখতে বলা হলো ইংরেজিতে। কিন্তু হাতের লেখা মেলেনি, বাক্যেও ইংরেজি শব্দের সবই ভুল।
     ভাইভা বোর্ডেই ধরা পড়েগেলেন রাশেদ। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
    রাশেদের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা কোটায় তিনি চাকরির আবেদন করেছিলেন। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাস।
    জেলা প্রশাসক জানান, পরীক্ষার খাতার সঙ্গে হাতের লেখা না মেলা এবং খাতায় দেওয়া সঠিক উত্তর মৌখিক পরীক্ষার সময় লিখতে না পারার কারণে রাশেদকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি স্বীকার করেন, তাঁর হয়ে অন্য একজন পরীক্ষা দিয়েছিলেন। তবে রাশেদ তাঁর নাম জানাননি। কত টাকার বিনিময়ে প্রক্সি নেওয়া হয়েছে সেটিও জানাননি। প্রক্সি নেওয়ার কথা স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে রাশেদকে সাজা দেওয়া হয়েছে।
  • দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক জমি দখল মারপিটের অভিযোগ। 

    দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক জমি দখল মারপিটের অভিযোগ। 

    . ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

    ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের সেনিহারি এলাকায় দিন-দুপুরে দেশীয় অস্ত্র ও দলবল নিয়ে জোরপূর্বক জমি দখল ও মুজাহারুল ইসলামের পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ উঠেছে বেলাল গং ও তার লোকজনের বিরুদ্ধে। আহতদের  উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।

    সোমবার (০৭ নভেম্বর) ভুক্তভোগী মুজাহারুল ইসলাম এ ঘটনায় রুহিয়া থানায় অভিযোগ করেন। থানায় অভিযোগের পর থেকে জমি দখলকারীদের হামলার আতঙ্কে সময় পার করছেন ভুক্তভোগী পরিবারটি।

    মুজাহারুল ইসলাম জানান, বেলালের পরিবারের লোকজন দীর্ঘদিন যাবত আমাদের সাথে কারণে-অকারনে ঝগড়া করে আসছিলেন। বেলাল, রুস্তম প্রতিনিয়তই আমার পরিবারকে মারধর করে বসতভিটা সহ আবাদি জমি জবর-দখলের হুমকি দেয়। গত শনিবার (৫ নভেম্বর) সকালে বেলাল গং পূর্ব পরিকল্পনা অনুযায়ী লাঠিশোঠা, দেশীয় অস্ত্র নিয়ে আমার তফশীলকৃত আবাদি জমিতে আইল দিতে গেলে আমি বাঁধা প্রধান করলে তারা ৫/৭ মিলে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে আমাকে আটক করলে আমি চিৎকার করলে আমাকে বাঁচাতে হালিমা বেগম এগিয়ে আসলে বেলাল লোহার রড দিয়ে তার মাথায় জোরে আঘাত করে।

    এর পর সাহেলা বেগম ও লুৎফা বেগম আসলে তাদের এলোপাথালী মারধর করতে থাকে তারা। এসময় বেলাল লোহার রড দিয়ে সাহেলার পায়ে আঘাত করলে তার দুই পা ভেঙ্গে যায় আর লুৎফার বাম পায়ের হাড় ভেঙ্গে যায়। সেই সময় সাক্ষী সাম্মি আক্তার আমাদের রক্ষা করতে আসলে বেলালের লোকজন তার বুকের উপর উঠে এলোপাথালী মারধর ও তার পরনের কাপড়চোপড় চিড়ে শ্লীলতাহানী করেন এবং সাম্মির গলা ও হাতে স্বর্ণস্কার লুট করে নিয়ে যায় তারা। আমরা গুরুতর অবস্থায় ঘটস্থলে পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা উদ্ধার করে আমাদের জেনারেল হাসপাতালে ভর্তি করান। আমরা বাড়িতে কেউ না থাকায় বেলালের লোকজন বাড়িতে গিয়ে আমার ভাসতী বউমাকে একা পেয়ে চুলের মুঠি ধরে কিল-ঘুষি ও লাথি মেরে বাড়িতে থাকা টাকা-পয়সা ও জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আমি বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা করেছি। মামলা করার পর থেকেই আসামীরা বিভিন্ন ভাবে আমাকে ও আমার পরিবারকে হুমকি  দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এই সুষ্টু বিচার চাই।

    এদিকে অভিযুক্ত বেলাল গং এর সাথে যোগাযোগ করলে তাদের কাউকে পাওয়া যায়নি।

    রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা  বলেন, এ বিষয়ে মুজাহারুল ইসলামের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • নলডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন ও কৃষি উপকরণ বিতরণ।

    নলডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন ও কৃষি উপকরণ বিতরণ।

    . নাটোর(নলডাঙ্গা)প্রতিনিধিঃ

    নাটোরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষি উপকরণ বিতরণ প্রযুক্তি নির্ভর জীবন যাত্রায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের নলডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

    মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

    উদ্ভাবন,ডিজিটাল সেবা,হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা ও কর্মসংস্থান এই চারটি বিষয়ভিত্তিক প্যাভিলিয়নের ২৫টি স্টলের মাধ্যমে মেলা প্রদর্শিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা।

    এ সময় শফিকুল ইসলাম শিমুল সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ২,৬১০ জন কৃষকদের মাঝে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর খেসারী ও রাসায়নিক সার এবং ৫০% ভূর্তুকিতে ২টি কম্বাইন হার্ভেষ্টার মেশিন বিতরণ করেন।

    কৃষি উপকরণ বিতরণকালে সাংসদ শফিকুল ইসলাম শিমুল বলেন,ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাস্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তি দক্ষতা বৃদ্ধির সাথে সাথে কৃষি ও কৃষকদের জীবনমান উন্নয়নের সর্বদা নিরলসভাবে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • ডিমলায় তেল জাতীয় ফসল সরিষার বীজ ও সার বিতরণ।

    ডিমলায় তেল জাতীয় ফসল সরিষার বীজ ও সার বিতরণ।

    . ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

    “তামাক চাষ বর্জন করি, ধুমপান মুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ২০২২-২৩ অর্থ বছরের তামাক চাষে নিরুৎসাহিতকরণ প্রকল্পের আওতায় নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে তেল জাতীয় সরিষার বীজ সার ও উপকরন বিতরন করা হয়েছে।

    মঙ্গলবার (৮নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদের অর্থায়নে ও বাস্তবায়নে এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে, উপজেলার তিনটি ইউনিয়নের ৩০০ কৃষকের মাঝে এসব সরিষা ফসলের উপকরণ বিতরণ করা হয়।
    নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এঁর সভাপতিত্বে ও সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী৷

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথির বক্তব্যে দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী’র অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আবু বক্কর সিদ্দিক, উদ্ভিদ সংরক্ষণ কৃষিবিদ আনোয়ার হোসেন।

    বক্তারা তাদের বক্তব্যে বলেন, তামাক হচ্ছে মানবদেহের সবচেয়ে ক্ষতিকর একটি ফসল, এই তামাক সেবনের ফলে মানবদেহে ফুসফুসে ক্যান্সারসহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। তামাকসহ বিভিন্ন ধরনের মাদক জাত দ্রব্য ব্যবহার করার ফলে উঠতি বয়সের কিশোর ও যুবকদের অকালে মৃত্যুও হচ্ছে। তাই আসুন আমরা তামাক চাষ আবাদ ছেড়ে দিয়ে অন্যন লাভজনক ফসল বেশি চাষ করি।
    এসময় আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, খোগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন৷

    উল্লেখ্যঃ প্রতিজন কৃষককে সরিষা বীজ ১.৫ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি সার ১০ কেজি, জিবসাম ১০ কেজি, বোরন ১ কেজি, ছত্রাকনাশক ইম্প্রোডিয়ন ১০০ গ্রাম, ও প্রদর্শনী সাইনবোর্ড ১টি করে দেওয়া হয়েছে।