Author: admin

  • ডিমলায় বোরো ধানের বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষক।

    ডিমলায় বোরো ধানের বীজতলা তৈরীতে ব্যস্ত কৃষক।

    ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলায় নবান্নের উৎসব কাটতে না কাটতেই উপজেলার স্থানীয় কৃষকেরা ইরি-বোরো ধানের বীজতলা তৈরীতে ব্যস্ত সময় পার করছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকুল থাকায় উপজেলার দশটি ইউনিয়নের কৃষকেরা স্থানীয় হাট-বাজার থেকে বিভিন্ন কোম্পানীর হাইব্রীড ও দেশীয় উদ্ভাবনী বিভিন্ন জাতের ধানবীজ ক্রয় করে বীজ বপনের জন্য বীজতলা তৈরী করছে। আবার অনেকে বীজ জমিতে ফেলে পরিচর্যা শুরু করছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) উপজেলার মধ্যম সুন্দর খাতা গ্রামের কৃষক আব্দুল হামিদ জানান, শ্রমিক, সার ও ডিজেলের দাম বেশী ।

    স্থানীয় কৃষক ওয়াজেদ আলী জানান, আগামী বোরো মৌসুমে জমিতে হালচাষ করে সময়মত ধান রোপন, সার ও কীটনাশক দিতে পারলে এবং সঠিক পরিচর্যা করতে পারলে ইরি-বোরো ধানের আবাদ ভালো হবে। প্রতি বিঘায় এবারে বোরো ধান চাষে হালচাষ, রোপন, নিড়ানী, সার, কীটনাশক, সেচমুল্য সহ ধান কাটার জন্য বাড়তি খরচ গুনতে হবে। বর্তমানে শ্রমিকের দাম বেশি। ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ সেকেন্দার আলী জানান, বর্তমানে আবহাওয়া অনুকুল থাকায় বোরো ধানের বীজতলায় রোগ বালাই কম হবে। তবে কৃষকদের নিজ নিজ বীজতলা সঠিক ভাবে পরির্চযা নিতে পরামর্শ দেন।

  • উল্লাপাড়ায় মছের পিকআপ-লরির সংঘর্ষে নিহত-১ আহত-২।

    উল্লাপাড়ায় মছের পিকআপ-লরির সংঘর্ষে নিহত-১ আহত-২।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাছের পিক-আপ ও লরির মুখোমুখি সংঘর্ষে ইয়াছিন(২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।এ ঘটনায় ২ জন গুরুত্বর আহত হয়েছে।

    মঙ্গলবার ৬ ডিসেম্বর সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের হরিণ চরা বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে।

    নিহত ইয়াছিন ময়মনসিংহ মুক্তাগাছা থানার কাট গড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা-রাজশাহী মহাসড়কের হরিণ চরা বাজার সংলগ্ন এলাকায় মাছ ভর্তি পিক আপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাছ ব্যবসায়ী ইয়াছিন ঘটনা স্থলে মারা যায় এবং ২ জন ব্যবসায়ী গুরুতর আহত হয়।

    হাটিকুমরুল হাইওয়ে থানার টি আই মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান ঢাকা-রাজশাহী মহাসড়কের হরিণ চরা বাজার সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান হয়েছে।আহত দুই জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

     

  • নলডাঙ্গায় আখ ক্ষেতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার। 

    নলডাঙ্গায় আখ ক্ষেতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার। 

    নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ

    নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিঘায় আখ ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার মির্জাপুর দিঘা ঘোষ পাড়া গ্রামের একটি আখ ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার হয়।তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।তবে নলডাঙ্গা থানায় ১৪ দিন আগের একটি নিখোঁজ একটি সাধারন ডাইরি আছে।

    নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান,নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিঘা ঘোষ পাড়ায় একটি আখ ক্ষেতে অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে এসে অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করা হয়।তবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে ১৪ দিন আগে কৃঞ্চপুর গ্রামের রেজাউল নামের একজন সাইকেল মেকার নিখোঁজের সাধারন ডাইরি করা আছে।সেটা কিনা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে।তবে লাশের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।তবে কারা কিভাবে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

    তবে এলাকাবাসী দাবী করছে,বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের নিজামের ছেলে সাইকেল মেকার রেজাউল ইসলামের লাশ হতে পারে।সে ১৪ দিন ধরে নিখোজ রয়েছে।পরিবার এসে লাশ দেখে চিনতে পেয়েছে।

  • ওসমানীনগরে নির্মাণাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মোকাব্বির খান।

    ওসমানীনগরে নির্মাণাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মোকাব্বির খান।

    ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:

    সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সিলেট -২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে নির্মাণ কাজের তদারকির পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার তাগিদ দেন তিনি।
    পরিদর্শন শেষে মোকাব্বির খান এমপি বলেন, বর্তমান সরকারের উদ্যোগে ওসমানীনগর উপজেলার জনসাধারণের স্বাস্থ্য সেবার ভোগান্তির অবসান হতে যাচ্ছে। এতে উপজেলাবাসীর দীর্ঘ দিনের কাংখিত দাবি পূরণ হতে চলেছে। হাসপাতালটি চালু হলে এই উপজেলায় স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।
    জানা গেছে, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ও তৃণমূল জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে প্রায় ১৭ কোটি টাকা ব্যায়ে ভূমি অধিগ্রহণের পর ৩০ কোটি টাকা ব্যায়ে ৫০ শয্যা বিশিষ্ট ওসমানীনগর উপজেলা হাসপাতাল নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। তবে, ৩ বছরেও নির্মাণ কাজ শেষ না হওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
    দ্রুত সময়ের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ করে স্থানীয়দের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোজাহারুল ইসলাম।
    তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ না হওয়ায় সঠিক ভাবে সেবা প্রদান করা যাচ্ছে না। কর্মরত ডাক্তাররা সাধ্য মতো স্বাস্থ্য সেবা প্রদানে কাজ করছেন। হাসপাতালটি নির্মাণ হলে এবং জনবল নিয়োগ দেয়া হলে ওসমানীনগরের জনসাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেয়া সম্ভব।
    আগামী বছরের জুন মাসের মধ্যে উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন নির্মাণ কাজের দ্বায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী ইউসুফ আলী।
    নির্মাণাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: শাকির আহমদ শাহিন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোজাহারুল ইসলাম, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হারুন মিয়া, আবাসিক মেডিকেল অফিসার আইরিন আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত ডা. অনন্যা জামান মুন, ডা. নুসরাত জাহান মৌটুসী, ডা. সাবিকুন নাহার, প্রবাসী কমিউনিটি নেতা গোলাম কিবরিয়া, গনফোরাম নেতা নির্মল ধর রুনু, শিক্ষানুরাগী আব্দুল কদ্দুস শেখ, থানার উপ পরিদর্শন কমলাকান্ত, সমাজসেবী সজল দেব, বুরহান আহমদ প্রমুখ।

  • নলডাঙ্গায় প্রশাসনের অভিযানে পাখি শিকারীর জাল উদ্ধারের পর ধবংস।।

    নলডাঙ্গায় প্রশাসনের অভিযানে পাখি শিকারীর জাল উদ্ধারের পর ধবংস।।

    নাটোরের নলডাঙ্গার বিপ্রবেল ঘরিয়া ইউনিয়নের হরিদাখলসী গ্রামে অভিযান পরিচালনা করে পাখি শিকারের প্রায় ৫০০ মিটার জাল সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে নলডাঙ্গার উপজেলা প্রশাসন।

    বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধার সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোজিনা আক্তারের নেতৃত্বে অভিযানে অংশ নেয়,বিবিসিএফ অন্তর্ভুক্ত সংগঠন,সবুজ বাংলার সদস্যরা।

    হরিদাখলসী কুমিল্লা পাড়া কুড়িল বিল থেকে জাল উদ্ধার করে হরিদাখলসী বাজারে জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধবংস করা হয়।

    অভিযান শেষে উপস্থিত জনসাধারণকে উপজেলা নির্বাহী অফিসার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক দল পাখি শিকারী বন্যপ্রাণী শিকার করছে এমন সময় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। বন্যপ্রাণী রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলে অত্র ওয়ার্ডে ইউপি সদস্য মোজাম্মেল হক সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

  • তাড়াশে পুলিশের অভিযানে বিএনপি’র ৫ নেতাকর্মী আটক।

    তাড়াশে পুলিশের অভিযানে বিএনপি’র ৫ নেতাকর্মী আটক।

    তাড়াশ প্রতিনিধি:

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি’র ৫ নেতাকর্মীকে আটক করেছেন থানা পুলিশের সদস্যরা। ২৯ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের লাউতা চার মাথা আকবর আলী বাজারে ককটেল বিস্ফোরণ হলে তাদেরকে আটক করে। জানা গেছে এ ঘটনায় তালম ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজ্জামেল হক মজনু বাদী হয়ে অজ্ঞাত ১শ ২০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ বিএনপির নেতাকর্মীকে আটক করে।

    আটককৃত আসামীরা হলেন, উপজেলার তালম ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন (৫৫), ইউনিয়ন যুব দলের আহ্‌বায়ক দিদার খাঁন (৪২), তাড়াশ উপজেলা যুব দলের যুগ্ম আহ্‌বায়ক রাজিব আহম্মেদ মাসুম (৩৮), বারম্নহাস ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ডা. মুক্তার হোসেন সরকার (৪৫) ও মাধাইনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম।

    তাড়াশ থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিএনপির নেতা কর্মীরা উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের লাউতা চার মাথা আকবর আলী বাজার এলাকায় ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যান।

    এ ঘটনায় তালম ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজ্জামেল হক মজনু বাদী হয়ে অজ্ঞাত ১শ২০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে তাড়াশ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৫ নেতা কর্মীকে আটক করেন।

    তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল বলেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশকে সামনে রেখে ভয়ভীতি দেখাতে এ ধরনের গায়াবী মামলা করেছেন। বিএনপির নেতা কর্মীরা রাজশাহী বিভাগীয় সমাবেশে যেতে না পারে এটি সরকারের দমন-পিড়নের একটি কৌশলমাত্র।

    এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আটককৃত আসামীদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

  • বাঘায় বৃদ্ধ নাজিম-আম্বিয়া দম্পতির লাশ উদ্ধার।

    বাঘায় বৃদ্ধ নাজিম-আম্বিয়া দম্পতির লাশ উদ্ধার।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
    রাজশাহীর বৃদ্ধ নাজিম-আম্বিয়া দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ৩০ নভেম্বর সকালে উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়া গ্রাম থেকে এই জোড়া লাশ উদ্ধার করে পুলিশ।
    জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়া গ্রামের নাজিম উদ্দিন ৭৫ ও তার স্ত্রী আম্বিয়া বেগম ৬৫ মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুড়িয়ে পড়ে। বুধবার সকাল প্রায় ৮টার দিকে পাশের বাড়ির নেপাল শেখ নামের এক বৃদ্ধ তার বাড়িতে খোঁজ নিতে গিয়ে দেখনে আব্বিয়া বেগম বারান্দায় চকির উপর চটের বস্তা গায়ে দিয়ে এবং নাজিম উদ্দিন বারান্দায় চকির নিচে শুয়ে আছে কোন সারা শব্দ নেই, কাছে গিয়ে দেখন তারা মৃত অবস্থায় পড়ে আছে। পরে স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেওয়া হয়।
    পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
    এদিকে নাজিম-আম্বিয়া দম্পতির নাতি ইমন হোসেনের স্ত্রী খদেজা খাতুন সাগরী গত ১৫ নভেম্বর আত্মহত্যার কয়েক দিন পর থেকে ঠিকমত ইমন বাড়িতে থাকেনা। এনিয়ে নাজিম-আম্বিয়া দম্পতি মানষিক চাপে ছিল বলে স্থানীয়রা জানান।
    এ বিষয়ে বাঘা থানার এসআই দুরুল হুদা বলেন, নাজিম-আম্বিয়া দম্পতির নাতি বৌ  গত ১৫ নভেম্বর আত্মহত্যা করে। এছাড়া প্রায় ৭ বছর আগে নাজিম-আম্বিয়া দম্পতির ছেলে কামরুজ্জামান আত্মহত্যা করে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মানষিক চাপে তারা আত্মহত্যা করতে পারে।
    এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোট পেলে তাদের মৃত্যুর  সঠিক কারন জানা যাবে।
  • ডিমলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত।

    ডিমলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত।

    ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলায় খগাখড়িবাড়ী হেলিপ্যাড মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯ শে নভেম্বর বিকালে চেয়ারম্যান, খগাখড়িবাড়ি ইউনিয়নের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

    এসময় আরো উপস্থিত ছিলেন সার্কেল আলী আহম্মেদ মর্তুজ, উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, খগাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম লিথনপরিষদ সহ স্থানীয় জনপ্রতিনিধি, সুধীসমাজ, সাংবাদিকবৃন্দ প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুলের তোরা দিয়ে মাননীয় প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

  • গোদাগাড়ীতে কমে যাচ্ছে চারণ ভূমি, গো-খাদ্য সংকটে গৃহস্থ ও খামারিরা।

    গোদাগাড়ীতে কমে যাচ্ছে চারণ ভূমি, গো-খাদ্য সংকটে গৃহস্থ ও খামারিরা।

    রাজশাহী(গোদাগাড়ী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ীতে কমে যাচ্ছে চারণ ভূমি, গো-খাদ্য সংকটে গৃহস্থ ও খামারিরা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে জমি পতিত না থাকায় গো-চারণ ভূমি তীব্র অভাব দেখা দিয়েছে। ফলে সংকট দেখা দিয়েছে গো-খাদ্যের। বিভিন্ন অঞ্চল থেকে উচ্চ মূল্যে খড়, বিচালি কিনে গো-খাদ্যের চাহিদা পূরণ করতে হচ্ছে খামারি ও গৃহস্থদের। এতে করে কৃষক ও গো-খামারিরা হিমশিম খাচ্ছেন। গবাদিপশু পালনে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। অনেকে গো-খাদ্য সংকটের কারণে গরু ছাগল বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায়, মানুষেরা জীবন-জীবীকার তাগিদে গরু, মহিষ, ছাগল, ভেড়া পালন করেন। এসব গবাদিপশু খাদ্যের প্রধান উৎস চারণ ভুমির প্রাকৃতিক খাবার। জমিতে বাণিজ্যিকভাবে বিভিন্ন ফসল আবাদ বেড়ে যাওয়ায় কমে আসছে গো-চারণ ভূমি, কমে যাচ্ছে প্রাকৃতিক খাদ্যের উৎস। গো-চারণ ভূমির সংকটের ফলে দেখা দিচ্ছে গো-খাদ্যের সংকট।
    উপজেলার বোগদামারী গ্রামের লালু। নিজের^ সম্পদ বলতে তার রয়েছে ৫টি গরু। প্রতিবছর গরু বিক্রি করে সংসারের পুরো ব্যয় বহন করে থাকেন তিনি। এভাবে প্রায় দুই যুগ ধরে গবাদিপশু লালন-পালনের উপর নির্ভর করেই চলছে তার সংসারের প্রয়োজনীয় চাহিদাসহ সন্তানদের পড়ালেখার খরচ। তবে, চারণ ভুমির অভাবে প্রাকৃতিকভাবে গজিয়ে ওঠা বিভিন্ন ধরণের গো-খাদ্য হ্রাঁস পাওয়ায় চরম দুঃশ্চিন্তায় পড়েছেন তিনি।

    পতিত জমির অভাবে কেনা গো-খাদ্যের উপর নির্ভর করে গো-খাদ্যের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়েছে লাল মোহাম্মদের মতো এনামুল, করিমসহ অনেকের। এতে করে উপজেলার গবাদিপশু লালন-পালনের উপর নির্ভরশীল পরিবার গুলো চরম বেকায়দায় পড়েছেন। এমন পরিস্থিতিতে বাজার থেকে গবাদিপশুর খাদ্য কিনে গরু মোটাতাজাকরণ ও দুধ উৎপাদন করছেন তারা। তবে সবচেয়ে বেকায়দায় পড়েছেন গো-খামারিরা। খামারি রেজাউল জানান, কয়েকদিন পর পরই গো-খাদ্যের মূল্য বেড়ে যাচ্ছে। এ কারণে গবাদিপশু লালন-পালনে গুণতে হচ্ছে বাড়তি টাকা। দানাদার খাবারের মূল্য উর্ধমূখী এবং দুধের বাজার মূল্য কম হওয়ায় খামার টিকিয়ে রাখা কষ্টকর হয়ে পড়েছে।
    আরিফ জানায়, বরেন্দ্র অঞ্চলে পতিত জমি না থাকায় পদ্মা নদীর বুকে জেগে উঠা চরে প্রাকৃতিকভাবে গজিয়ে ওঠা বিভিন্ন ধরণের গো-খাদ্যের উপর নির্ভর করে গরু-মহিষ, ছাগল ও ভেড়া লালন পালন করতাম। গত কয়েক বছর থেকে পদ্মা নদীর বুকে জেগে উঠা চরে আবাদ হওয়ায় প্রাকৃতিকভাবে গজিয়ে ওঠা বিভিন্ন ধরণের গো-খাদ্যের অভাব দেখা দিয়েছে। নিজেরাই গরু লালন-পালন করি। আমাদের সারা বছর গরুর দুধ, গোবর বিক্রি করে কোনরকম সংসার চলে। কিন্তু খাদ্য সংকটের কারণে গরু, ছাগল নিয়ে বিপাকে আছি। খড় দাম আগের চাইতে অনেক বেড়ে যাওয়ায় গরু ছাগল প্রতিপালন আমাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে।
    একটি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে চরাঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মানো গাছপালা কমে যাচ্ছে। আর এর প্রভাব পড়ছে প্রানীকুলে। বিশেষ করে গবাদিপশু লালন-পালনের উপর নির্ভরশীল পরিবারগুলোর জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে।
    উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সরকার জানান, মানুষজনের অন্যতম সম্পদ গবাদিপশু। প্রকৃতির উপর নির্ভর করে গাছপালা ও ঘাস খেয়ে এখানকার গরু, মহিষ, ভেড়া, ছাগল বেড়ে ওঠে। চারণ ভুমি কমতে থাকায় বিকল্প হিসেবে উন্নত পদ্ধতিতে ঘাস চাষের প্রশিক্ষণ ও সহায়তা দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, দানাদার খাবারের মূল্য উর্ধমূখী হওয়ায় গো-খাদ্যর সংকট মোকাবেলায় প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে বিনা মুল্যে উন্নতজাতের ঘাসের কাটিং দেওয়া হচ্ছে। যে সকল গৃহস্থ ও খামারিদের জমি আছে তারা ঘাষ চাষ করে দানাদার খাবার কমিয়ে গবাদিপশুকে ঘাষ খাওয়ালে আর্থিকভাবেও লাভবান হবেন।

  • বেলকুচিতে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদকে বিদায়ী সংবর্ধনা।

    বেলকুচিতে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদকে বিদায়ী সংবর্ধনা।

    বেলকুচি(সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    সিরাজগঞ্জের বেলকুচিতে পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ফুল দিয়ে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ কে সংবর্ধনা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান, বেলকুচি প্রেসক্লবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, রাজাপুর ইউপি চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।