Author: admin

  • উল্লাপাড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

    উল্লাপাড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার সন্ধ্যা ৬ টায় হ্যাচারি কমপ্লেক্স সংলগ্ন একটি পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে উল্লাপাড়ার মডেল থানা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, এদিন বিকেলে স্থানীয়রা পুকুরে এক ব্যক্তির ভাসমান লাশ ভাসতে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌছে পুলিশ পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। তবে মৃত ওই ব্যক্তির কোন পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।

    উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর জানান, লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন এখনো মৃত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি। তবে পোস্টমর্টেমের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

  • মাধবপুরে সড়ক দূর্ঘটনায়”একই পরিবারের ৪ জন সহ নিহত-৫।

    মাধবপুরে সড়ক দূর্ঘটনায়”একই পরিবারের ৪ জন সহ নিহত-৫।

    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুরের ম্যাটাডোরর কোম্পানীর নিকট ঢাকা-সিলেট মহাসড়কের বালু বোঝাই ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে কুলাউড়ার প্রবাসী পরিবারের শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

    শনিবার (৭ জানুয়ারি) ভোরে মাধবপুরের শাহপুরের ম্যাটাডোরর কোম্পানীর নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর গ্রামের বাসিন্দা।

    নিহতরা হলেন- প্রবাসী রাজুর ভগ্নীপতি আব্দুস সালাম (৩২), তার বোন সাদিয়া (২১), ভাগ্নি হাবিবা (২) ছোটভাই সিহাব (১৩) ও গাড়িচালক পৃথিমপাশার সাদির।

    গুরুতর আহতরা হলেন- প্রবাসী রাজু (২৯), তার পিতা নুরুল ইসলাম (৫০) ও চাচাতো ভাই নিশাত (১৮)।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী ছেলেকে ঢাকা বিমানন্দর থেকে মাইক্রোবাসযোগে মৌলভীবাজারের কুলাউড়ায় বাড়িতে নিয়ে যাওয়ার সময় প্রবাসী রাজু ও তার পরিবারের সদস্যরা মাধবপুরে শাহপুরের ম্যাটাডোরর কোম্পানীর নিকট পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সাথে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মাইক্রোবাসের পেছন দিকে ধাক্কা দেয়।

    ত্রিমুখী সংঘর্ষের এ দুর্ঘটনায় রাজুর পরিবারের চার সদস্য ও মাইক্রোবাস চালক নিহত হন। এ সময় রাজু, তার পিতাসহ ৩ জন গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন।

    দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম চৌধুরী বলেন, আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো থানায় আনা হয়েছে।

  • ডিমলা সাব-রেজিস্ট্রি অফিসের তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি।

    ডিমলা সাব-রেজিস্ট্রি অফিসের তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি।

    ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ

    তথ্য চাওয়ায় বাংলাদেশ সমাচারের নীলফামারী জেলা বিশেষ প্রতিনিধির উপর চড়াও হন নীলফামারীর ডিমলা সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীরা। এ সময় তারা ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। বৃহস্পতিবার (৫ই জানুয়ারি) বিকেলে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের ভিতরে সাব রেজিস্ট্রারের সামনেই এঘটনা ঘটে। এ ঘটনায় ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক জামান মৃধা।

    এ বিষয়ে বাংলাদেশ সমাচারের জেলা বিশেষ প্রতিনিধি জামান মৃধা বলেন, ডিমলা সাব-রেজিস্ট্রার মনিষা সাহা অফিসের নির্ধারিত সময়ের পরেও তার খাস কামরার মুল দরজা বন্ধ করে দলিল রেজিস্ট্রি করছেন। এমন তথ্য আমার কাছে এলে বৃহস্পতিবার বিকাল পাঁচটায় জাল দলিল চক্র ও ঘুষের তথ্য সংগ্রহ করতে আমি এবং সাংবাদিক হাবিবুল হাসান হাবিব, সাংবাদিক জাহিদুল ইসলাম সাব-রেজিস্ট্রি অফিসে যাই। অফিসে গিয়ে দেখি সাব-রেজিস্ট্রার তার খাস কামরায় বসে মূল দরজা বন্ধ করে দলিল রেজিস্ট্রি করছেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি সটকে পড়েন। নকলনবীস মহিকুল ইসলাম, দলিল লেখক হবিবর রহমান,সাব রেজিস্ট্রি অফিসের কেরানী ধনন্ঞ্জয় আমার দিকে তেরে আসেন। মহিকুল ও তার অনুগত কর্মচারীসহ আমাদের ধমকাতে থাকে। তারা বলেন, তাড়াতাড়ি এই জায়গা থেকে না গেলে বড় ধরনের বিপদ হবে। এ সময় অজ্ঞাতনামা একজন মারার উদ্দেশ্যে আমার হাত ধরে টান দেয়। আমি হাত ছুটিয়ে দ্রুত অফিসের বাইরে চলে আসি।

    দৈনিক জনবাণীর ডিমলা প্রতিনিধি রুহুল আমিন বলেন, জাল দলিল মামলায় সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকসহ কয়েকজন ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। তাঁদের কাছে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ আমলের শতাধিক সরকারি স্ট্যাম্প ও দলিল জাল করার উপকরণসহ বিভিন্ন জেলার কর্মকর্তা, সাব-রেজিস্ট্রার ও ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জাল সই-সংবলিত ১৬৫ টি সিল জব্দ করা হয়ে ইতিপূর্বে। এ ঘটনার তথ্য সংগ্রহের জন্য গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করি সাব রেজিস্ট্রারের সাথে কথা বলার জন্য। পরে আমি নিচে নেমে আসি। এ সময় জামান মৃধা সাব রেজিস্ট্রার অফিস হতে বের হওয়ার সময় তারা অফিসের বাইরেও তার ওপরে চড়াও হয়। পরে আমি দৌড়ে গিয়ে কিছু ভিডিও ধারণ করি। এ সময় তারা সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেন।

    এ বিষয়ে জানতে চাইলে সাব রেজিস্টার মনিষা সাহা বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে থাকলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

    ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান, সাংবাদিকদের লান্ঞ্চিতের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ডিমলায় সীমান্ত এলাকা থেকে ৩ টি ভারতীয় গরু উদ্ধার।

    ডিমলায় সীমান্ত এলাকা থেকে ৩ টি ভারতীয় গরু উদ্ধার।

    ডিমলা( নীলফামারী) প্রতিনিধিঃ

    নীলফামারী ডিমলায় গভীর রাতে ডিমলা থানা পুলিশ ০৩ টি ভারতীয় গরু উদ্ধার করেছে। ডিমলা থানার এসআই (নিরস্ত্র) মোঃ রোস্তম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি কয়েকজন চোরা-কারবারী সীমান্তবর্তী ভারত হইতে তিস্তা নদী হইয়া চোরাই পথে ভারতীয় গরু কালীগঞ্জ বাজারের দিকে নিয়ে আসে।

    বিষয়টি আমি মোবাইল ফোনে অফিসার ইনচার্জ সাহেবকে অবগত করিয়া তাহার নির্দেশে সঙ্গীয় অফিসার, ফোর্স লইয়া পশ্চিম ছাতনাই শিরিজ তলা কাঁচা রাস্তা হইয়া পানি উন্নয়ন বোর্ডের কাঁচা রাস্তার উপর ০৩ জানুয়ারী ভোর আনুমানিক ৫.১০ ঘটিকার সময় পৌঁছামাত্রই চোরাকারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারতীয় তিনটি আড়িয়া গরু রেখে পালিয়ে যায় । পালানোর সময় সঙ্গীয় অফিসার, ফোর্স চোরা-কারবারীদের আটক করার চেষ্টা করে।

    চোরা-কারবারীদের আটক করা সম্ভব হয় নাই। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোঃ রোস্তম আলী, এসআই (নিরস্ত্র) প্রদীপ কুমার রায়, এসআই (নিরস্ত্র) জাহিদ হাসান, এর নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু উদ্ধার করেছে।

    পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু রেখে চোরা-কারবারীরা পালিয়ে যায়। বর্তমানে উদ্ধার করা ৩টি গরু ডিমলা থানা হেফাজতে আছে। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান সংবাদকর্মীদের বলেন, ৩টি ভারতীয় গরু আটক করা হয়েছে।

    নিয়মানুযায়ী উদ্ধারকৃত গরু জব্দ তালিকা করে আদালতের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সীমান্তে চোরা-চালান রোধে বর্ডারগার্ডের (বিজিবি) সদস্যদের সর্বদা সর্তক থাকার আহবান জানান।

  • কানাইঘাটে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ।

    কানাইঘাটে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ।

    কানাইঘাট প্রতিনিধিঃ

    কানাইঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের টি.আর কর্মসূচীর আওতায় একটি প্রকল্পের রাস্তার মাটি ভরাটের কাজ না করে পুরো টাকা আত্মসাতের দায়ে সিলেটের জেলা প্রশাসক ও জেলা দুর্নীতি দমন কর্মকর্তার বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে।গত সোমবার ৭নং ওয়ার্ডবাসীর পক্ষে মহেশপুর গ্রামের বশির উদ্দিনের ছেলে শামীম আহমদ বাদী হয়ে আরো অনেকের স্বাক্ষর সম্বলিত এ অভিযোগ দায়ের করেন।

    এছাড়াও অভিযোগের অনুলিপির কপি সংশ্লিষ্ট আরো বিভিন্ন কর্মকর্তার বরাবরে দেয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, ২০২১-২০২২ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন (টি.আর)কর্মসূচীর আওতায় পৌরসভার ৭নং ওয়ার্ডের মহেশপুর খলার হাজী মরতুজ আলীর বাড়ির উত্তরের রাস্তা
    হইতে দক্ষিণ দিকে গ্রামীন পাঞ্জেগানা মসজিদ পর্যন্ত রাস্তার মাটি ভরাট প্রকল্পের বরাদ্দকৃত ৫৮ হাজার টাকা ওয়ার্ড কাউন্সিলর জমির উদ্দিন কোন কাজ না করে আত্মসাত করেছেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের টি.আর কর্মসূচীর আওতায় নতুন রাস্তার মাটি ভরাটের জন্য ৫৮ হাজার ১৪৬ টাকা বরাদ্দ হয়। কিন্তু কাউন্সিলর জমির উদ্দিন প্রকল্পের কোন কাজ না করে বরাদ্দকৃত ৫৮ হাজার টাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে বিল উত্তোলন করে আত্মসাত করেন। ওয়ার্ডের লোকজন কাজের ব্যাপারে জানতে চাইলে কাউন্সিলর জমির উদ্দিন কোন সঠিক জবাব দেননি।

    অভিযোগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রকল্পের কাজেরস্থলে সরেজমিনে গেলে সেখানে উপস্থিত ওয়ার্ডের বাসিন্দা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক কাউন্সিলর মাসুক আহমদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন আলাই, ব্যবসায়ী আলমাছ উদ্দিন সহ আরো অনেকে বলেন, হাজী মরতুজ আলীর বাড়ির উত্তরের রাস্তা হতে দক্ষিণ দিকে গ্রামীন পাঞ্জেগানা মসজিদ পর্যন্ত নতুন এই রাস্তায় মাটি ভরাট প্রকল্পের কোন কাজ হয়নি। কাউন্সিলর জমির উদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে রাস্তার মাটি ভরাটের কাজের বিল উত্তোলন করে আত্মসাত করেছেন। তারা তদন্ত পূর্বক এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

    এ ব্যাপারে পৌর মেয়র লুৎফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রকল্পের মূল জায়গায় কাজ না হয়ে পশ্চিম পাশে রাস্তায় মাটি ভরাটের কাজ হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর জমির উদ্দিন জানান, যে প্রকল্পের মাটির কাজ নিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে সেটি সঠিক নয়। মূলত মরতুজ আলীর বাড়ির পশ্চিম পাশের্ব রাস্তায় মাটি ভরাটের কাজ প্রকল্প ছিল, প্রকল্পের পুরো টাকার কাজ করার পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরেজমিনে কাজ দেখে বিল পাস করেছেন।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি অফিসের বাইরে আছি। আমরা প্রকল্পের কাজের ছবি দেখে বিল পাস করি। এলাকাবাসীর অভিযোগ থাকলে তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।

  • সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০০০ ব্যাচের আমির উদ্দিনের ক্যাপ উপহার।

    সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০০০ ব্যাচের আমির উদ্দিনের ক্যাপ উপহার।

    ছাতক প্রতিনিধিঃ

    ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ২০০০ ব্যাচের আমেরিকান প্রবাশী সবার পরিচিত প্রিয় দুর দিনের কান্ডরী মোঃ আমির উদ্দিন এর নেতৃত্বে ২২০০ ক্যাপ গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ মোঃ সুজাত আলী রফিক এর কাছে গত ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে হস্তান্তর করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র,আবু হানিফ সায়মন ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ২০০০ ব্যাচের এডমিন এওয়ার হোসেন হৃদয়, মোঃ আনহার,মোঃ কামাল আহমদ, মোঃ গিয়াস মিয়া,মোঃ লিটন মিয়া,মোঃ ঈমান আলী, মোঃ ইশরাক হোসেন,মোঃ জি এম কিবরিয়া, মোঃ আতাউর রহমান,সাংবাদিক জাকারিয়া, মোঃ ওয়ারিছ আলী মোছঃ রুসনা বেগম প্রমুখ।

    দুর প্রবাশে থাকা নারীর টানে বাড়ী ফেরা,বিভিন্ন দুর্যোগ কালীন সময়ে যার অবদান ছিলো চোখে পড়ার মত তিনি আর কেউ নয়, তিনি হলেন আমেরিকান প্রবাশী মোঃ আমির উদ্দিন।
    তিনি ক্যাপ হস্তান্তর করার পর সবার উদ্দেশ্য বলেন, এবারের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের সুবর্নজয়ন্তীর ২০০০ ব্যাচের সবাই যাহাতে আগামী ৩১ শে ডিসেম্বর অংশ গ্রহণ করে প্রানবন্ত করে তুলেন এই আশা টুকু ব্যাক্ত করেন।।

  • ডিমলায় বুড়িতিস্তা নদী জরিপ কাজের সংঘর্ষের ঘটনায় মামলা।

    ডিমলায় বুড়িতিস্তা নদী জরিপ কাজের সংঘর্ষের ঘটনায় মামলা।

    ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলায় গত শনিবার (১৭ই ডিসেম্বর) বুড়িতিস্তা নদী জরিপ কাজের সংঘর্ষের ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

    পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জলঢাকা শাখার উপ-সহকারী প্রকৌশলী একরামুল হক বাদী হয়ে ডিমলা থানায় মামলা দায়ের করেন। এতে ৭৯ জনের নামসহ অজ্ঞাতনামা আরো পাঁচ থেকে ছয়শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। অজ্ঞাত মামলায় গ্রেফতার আতঙ্কে রয়েছে পুরো এলাকা ।

    সরেজমিনে দেখা যায়, মামলার কথা শুনে বাড়ি ছেড়েছে অনেকে। গ্রেফতার আতঙ্কের মধ্যেই সময় পার করছেন তারা । আর এই অজ্ঞাতনামা মামলার কথা শুনে থমথমে অবস্থা বিরাজ করছে কুঠিরডাঙ্গা সহ আশপাশের গ্রামগুলোতে। কুঠির ডাঙ্গা গ্রামের বাসিন্দা মনসুরা বেগম বলেন, আমরা শুনেছি যে মামলা হয়ছে। তাও আবার পাঁচশো, ছয়শো মানুষের নামে। যেহেতু নাম উল্লেখ্য করে মামলা হয় নাই, সেই কারণে ভয়ে ভয়ে সময় পার করছি আমদের গ্রামের সবাই। আরেক বাসিন্দা সুরাইয়া আক্তার বলেন, আমরা বিক্ষিপ্ত ঘটনার দিন ছিলাম না। পারিবারিক কাজে সবাই রংপুরে ছিলাম। এখন মামলা হয়েছে অনেক জনের নামে।

    এ নিয়ে আমরা অনেকে ভয়ের মধ্যে আছি। কাকে কখন তুলে নিয়ে যায় বলা যায় না। আমরা এর একটা সুষ্ঠু সমাধান চাই। উল্লেখ্য, ৬৪ টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল, জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় (ক্যাট প্রকল্পের অন্তর্ভুক্ত) ডিমলা উপজেলার বুড়িতিস্তা (পচারহাট) এলাকায় পাউবো নীলফামারী ও স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে ঠিকাদারী প্রতিষ্ঠান যৌথভাবে সীমানা নির্ধারণ এবং প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেন।

    মাঠ জরিপ কাজ শুরুর এক পর্যায়ে স্থানীয় জনগণ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আর সেই আকস্মিক সংঘর্ষে ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি এস্কেভেটর (ভেকু), তিনটি সিক্স সিলিন্ডার মেশিন, দুইটি থ্রি সিলিন্ডার মেশিন ও একটি মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনগণ আগুন ধরিয়ে দেন।

    এছাড়া তিনটি মোটরসাইকেল ও ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি দুই চালা টিনের সেট ঘর ভাংচুর করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতির নিয়ন্ত্রণ গ্রহণ করে প্রশাসন। ফায়ার সার্ভিসের ডিমলা ডিফেন্সের ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। সেদিনের সেই ঘটনায় জলঢাকা পওর উপ-বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো একরামুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করে। দায়েরকৃত মামলায় ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো পাঁচ থেকে ছয়শত জনের নাম মামলা করা হয়েছে।

    মামলার বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লাইছুর রহমান বলেন, উপ-সহকারী প্রকৌশলী একরামুল হক বাদী হয়ে গত বুধবার (২০শে ডিসেম্বর) একটি মামলা দায়ের করেছে। মামলায় ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো পাঁচ থেকে ছয়শতাধিক ব্যক্তি রয়েছে। আর আমি বলে দিয়েছি কোন সাধারণ মানুষ এতে হয়রানি হবে না। অতএব কেউ ভয় পাবেন না। শুধুমাত্র দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

  • তাড়াশে দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ।

    তাড়াশে দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ।

    তাড়াশে দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ।

    তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে দুঃস্থ পরিবারের মাঝে ২শ কম্বল বিতরণ করা হয়েছে। ২৪ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার পৌর সদরে হতদরিদ্র,অসহায়, দুঃস্থ, পিছিয়ে পরা পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন ও ভিলেজ ভিশন বাংলাদেশের আয়োজনে এবং হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট’র অর্থায়নে হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করে।

    এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহবাজ খান সানি, ভিলেজ ভিশন বাংলাদেশের নির্বাহী পরিচালক শরীফ খন্দকার ও ভলান্টিয়ার ডা. রাজু,আজিম উদ্দিন,শাহাদত হোসেন সহ অনেকে।

  • গোদাগাড়ীতে বিষ মুক্ত সবজি উৎপাদনে ব্যাপক সাড়া পরেছে।

    গোদাগাড়ীতে বিষ মুক্ত সবজি উৎপাদনে ব্যাপক সাড়া পরেছে।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    উঁচু বরেন্দ্র অঞ্চলে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা অবস্থিত। জলবায়ু পরিবর্তনের ফলে পুরো কৃষি ব্যবস্থাই পাল্টে যাচ্ছে । জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলায় এ অঞ্চলে চাষাবাদ পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। বিভিন্ন ধরনের চাষাবাদ কৌশল শিখে চাষাবাদ শুরু করেছে এখানকার কৃষকেরা। আই পিএম মডেল ইউনিয়নের কৃষক স্মার্ট স্কুলের মাধ্যমে এ উপজেলার মাটিকাটা ইউনিয়নের পাঁচ শতাধিক কৃষক কৃষানি প্রশিক্ষণ নিয়ে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে ফুলকপি, বাঁধাকপি, সিম, বেগুন, টমেটো চষে ঝুকছেন। এতে চাষিরা ব্যাপক সাড়া জাগিয়েছেন।
    মাটিকাটা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের চাষিদের সাথে কথা বলে জানা যায়, পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে সবজি চাষ করে বিষ মুক্ত সবজি উৎপাদন ও আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা।
    উজানপাড়া গ্রামের কৃষক আমিরুল ইসলাম জানান, তিনি এ বছর মালচিং পদ্ধতিতে ফুলকপি ও বাঁধাকপি চাষ করেছেন। আগে তিনি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতেন এতে তার অনেক খরচ হতো আর্থিকভাবে লাভ হতো না। বর্তমানে পরিবেশ বান্ধব কৌশল ব্যবহার করে জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার ও জৈব বালাইনাশক সেক্স ফরমান ফাঁদ হলুদ ফাদ ব্যবহার করছে । এতে কীটনাশক ব্যবহার করতে হচ্ছে না, নিরাপদ ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে।
    হরিশংকর পুর গ্রামের কৃষক আনারুল ইসলাম বলেন, সে সাত বিঘা জমিতে মাচায় টমেটো চাষ করেছেন। পূর্বে সে মাটিতে টমেটো চাষ করতেন এবং অপুষ্ট কাচা টমেটো গাছ থেকে উঠিয়ে হরমোন দিয়ে পাকিয়ে বাজারে বিক্রি করতেন বেশি দামের আশায়। এখন আই পি এম কৌশল শিখার ফলে মাচায় টমেটো চাষ করে ফলন বেশী ও গাছ পাকা টাটকা টমেটো উঠিয়ে বাজারে বিক্রি করছেন। এতে টাটকা টমেটো পাওয়ায় দাম পাওয়া যাচ্ছে এবং ফলন ও বেশি হচ্ছে।
    দিয়ার মোহাম্মদ পুর গ্রামের কৃষক নুর আমিন বলেন যে আমি বেগুনের জমিতে হলুদ ফাঁদ ব্যবহার করেছি এতে এসিড ও জেসিড এবং সাদামাছি আটকে পড়ে। ফলে ওই পোকার আক্রমণ কমে গেছে। সে আরো বলেন বেগুনের জমিতে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের ফলে ফল ও ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ অনেক কমে গেছে। এ পদ্ধতিতে একটি প্লাস্টিকের বোয়ামের ভিতর তাবিজ ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং নিচে পানি দেয়া হয়। এই তাবিজের গন্ধে পুরুষ পোকা বয়োমে ঢুকে পানিতে পড়ে মারা যাচ্ছে। এতে তার কীটনাশক বাবদ অনেক টাকা বেচে যাচ্ছে ।
    গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার রবিউল ইসলাম জানান, আই পি এম স্কুলের মাধ্যমে ফসল উৎপাদন প্রযুক্তি টি খুবই ফলপ্রসু। ফলে কৃষক যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছে তেমনি ভোক্তারা পাচ্ছেন নিরাপদ ফসল।
    গোদাগাড়ী উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মরিয়ম আহমেদ জানান, পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনের জন্য মাটিকাটা ইউনিয়নের কয়েকটি গ্রামের পাঁচ শতাধিক কৃষক ও কৃষাণীদের বিশটি আই পিএম মাঠ স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ সহ উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগ হতে উপকরণ ও প্রশিক্ষণ পেয়ে কৃষক কৃষাণীরা নিরাপদ ফসল উৎপাদনের দিকে ঝুঁকছে।
    পরিবেশবান্ধব কৌশলের মাধমে বিষ মুক্ত সবজি উৎপাদনের একটি টমেটো ক্ষেত পরিদর্শন করছেন গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ।

  • তাড়াশে সিএমপিসি এবং জিবিভি কমিটির সদস্যদের নিয়ে ১দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

    তাড়াশে সিএমপিসি এবং জিবিভি কমিটির সদস্যদের নিয়ে ১দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

    তাড়াশ প্রতিনিধি:
    সিরাজগঞ্জের তাড়াশে সিএমপিসি এবং জিবিভি কমিটির সদস্যদের নিয়ে ১দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর মঙ্গলবার সকালে দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ হলরম্নমে ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন গণ উন্নয়ন কেন্দ্র’র প্রকল্প কর্মকর্তা অরবিন্দু বর্মন। তাড়াশ উপজেলাধীন দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়নের সিএমপিসি এবং জিবিভি কমিটির সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও মানব পাচার সম্পর্কে, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, সংশিস্নষ্ট আইন ও আইনের প্রয়োগ বিষয়ে সচেতনতা, দক্ষতা ও সংবেদনশীলতা বৃদ্ধির জন্য ওরিয়েন্টেশনটি করা হয়। এ অনুষ্ঠানের শুরম্নতে স্বাগত বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্র এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ আতাউর রহমান সরকার। এছাড়া উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক। এছাড়াও শিক্ষক, নিকাহ রেজিষ্টার, ইউপি সদস্য, সচিব, পিয়ার লিডার, শিক্ষার্থী, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আগামীতে তার ইউনিয়ন পরিষদ বাল্যবিবাহ মুক্ত করবেন এবং পাশাপাশি অত্র ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে গণ উন্নয়ন কেন্দ্র কর্তৃক বাস্ত্মবায়িত ইউএসএআইডির ফাইট স্স্নেভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন-পার্সন (এফএসটিআইপি) এ্যাকটিভিটি প্রকল্পের সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত প্রকল্পটি উইনরোক ইন্টারন্যাশনাল’র সহযোগিতায় এবং ইউএসএআইডি’র অর্থায়নে তাড়াশ উপজেলার ৪টি ইউনিয়নে কার্যক্রম বাস্ত্মবায়ন করে আসছে।