Author: admin

  • বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে পটিয়া থানায় মানববন্ধন।

    বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে পটিয়া থানায় মানববন্ধন।

    এইচ এম আহমদ শোয়াইব,কক্সবাজার 

    দেশে বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে পটিয়া থানায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে করেছেন ইসলাী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

    শিক্ষাক্রম’২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার পটিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পটিয়া শাখার সভাপতি মুহাম্মাদ মঞ্জুরুল ইসলাম এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সাধারণ সম্পাদক আবুল কালাম।

    তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়নি বরং আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য অস্ত্র তুলে দেয়া হয়েছে। আগামী প্রজন্মকে রক্ষার জন্য এ পাঠ্যক্রম বাংলাদেশে পড়তে দেয়া উচিত হবে না।

    তিনি আরো বলেন, শিক্ষকরা হচ্ছে জাতির বিবেক। কিন্তু শিক্ষাক্রম প্রণয়নে জাতির বিবেকরা যখন চৌর্যবৃত্তির আশ্রয় নেয় তখন তা জাতির জন্য লজ্জার। ভবিষ্যৎ প্রজন্মের স্বকীয়তা নষ্ট করতে এবং আগামী প্রজন্মকে নৈতিকতা বিবর্জিত জাতিতে পরিনত করার গভীর ষড়যন্ত্র নিয়ে শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে।
    দেশীয় বোধ-বিশ্বাস বিরোধী সেক্যুলার শিক্ষাক্রম দেশের সর্বস্তরের শিক্ষার্থী, অভিভাবক, বুদ্ধিজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।
    বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তি দিতে হবে।

    অন্যথায় দেশব্যাপী সর্বস্তরের শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

    এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সহ-সভাপতি আরিফুল ইসলাম।

    তিনি বলেন , শিক্ষা সিলেবাসকে পরিকল্পিতভাবে ধ্বংসের নীলনকশা হিসেবে অংকন করা হচ্ছে।
    পাঠ্যপুস্তকে ইসলামের অন্যতম বিধান পর্দার বিরুদ্ধে নানা কাল্পনিক গল্প সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, ডারউইনের মতবাদের মাধ্যমে আমাদের পুর্বপুরুষদেরকে বানর হিসেবে সাব্যস্ত করার চক্রান্ত হচ্ছে। বিতর্কিত শিক্ষাক্রম বাস্তবায়নের চেষ্টা করলে সচেতন শিক্ষার্থীরা রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

    মানববন্ধনে বিশেষ বক্তার বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটিয়া সাংগঠনিক জেলার সভাপতি মুহাম্মাদ আরাফাত হোসাইন, চট্টগ্রাম জেলা পূর্ব এর সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন আইমন, দা’ওয়া সম্পাদক মুরশিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আরামানুল্লাহ আরাফাত প্রমূখ। ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটিয়া থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দ ।

  • প্রয়াত আ’লীগ নেতা এ্যাড. মারুফ বিন হাবিব এর ৩য় মৃত্যু বার্ষিকী পালিত।

    প্রয়াত আ’লীগ নেতা এ্যাড. মারুফ বিন হাবিব এর ৩য় মৃত্যু বার্ষিকী পালিত।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক, সাবেক পৌর মেয়র, সরকারি আকবর আলী কলেজের ভিপি ও জিএস, সিরাজগঞ্জ জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাড. মারুফ বিন হাবিব এর তৃতীয় মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে মরহুমের ৩য় মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান পৌর শহরের তেতুলতলা মোড় সংলগ্ন কাওয়াকে তৃণমুল আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের একাংশ এ অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মরহুমের কবর জিয়ারত, কালো ব্যাচ ধারণ, শোক শোভাযাত্রা, স্মৃতিচারণ অনুষ্ঠান, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ।

    স্মৃতি চারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মোখলেছুর রহমান ডাবলু, সহ সভাপতি আলহাজ্ব জাহেদুল হক, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, আ’লীগ নেতা নবী নেওয়াজ খাঁন বিনু, মোঃ শফিউল আলম হ্যাভেন, আব্দুল হাই, মোঃ আবু বক্কার সিদ্দিক, মোঃ আবু হানিফ, মোঃ তারিকুল ইসলাম তারেক, আবু সাঈদ স্বপন ও আমিনুজ্জামান অলক প্রমুখ।

    এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন সমুহ প্রয়াত এই নেতার ৩য় মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান পালন করে। উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে মিলাদ মাহফিল ও প্রার্থনার আয়োজন করে মরহুমের ভক্ত ও অনুরাগীরা।
    উল্লাপাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগি সংগঠনের প্রায় ২ (দুই) হাজার নেতা-কর্মী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • তাড়াশে চলনবিল রক্ষায় ওয়ার্কসপ অনুষ্ঠিত।

    তাড়াশে চলনবিল রক্ষায় ওয়ার্কসপ অনুষ্ঠিত।

    তাড়াশ প্রতিনিধি:
    সিরাজগঞ্জের তাড়াশে চলনবিল পুনরম্নজ্জীবন ও পুনরম্নদ্ধার বিষয়ে ওর্য়াকসপ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারী বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমরে সভাপতিতে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। জেনারেল ইকোমিক ডিভিশন বাংলাদেশ পস্নানিং কমিশনের সহযোগীতায় এ অনুষ্ঠানে ঐতিহাসিক চলনবিলের এলাকা নির্ধারন, পুর্ন রম্নপ,পাকৃতিক পরিবেশ, ঐতিহ্য, নদী, নালা, খাল,বিল পুনরম্নজ্জীবন ও পুনরম্নদ্ধার করার জন্য জনগনের সম্পৃক্ততা নিশ্চিতকরনের জন্য সরকারী কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি,এনজিও কর্মী,সাংবাদিকদের সমম্বয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

    এছাড়াও চলনবিলের প্রভাব কোন কোন উপজেলাতে পড়তে পারে সে গুলো নির্ধারন করা হয়েছে। চলনবিল পুনরম্নজ্জীবন ও পুনরম্নদ্ধার বিষয়ে ওর্য়াকসপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যÿ মনিরম্নজ্জামান মনি,ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, ব্রিজিং কনসালটেন্ট টিম লিডার মি. বেন উইটজেস, ইন্সটিটুশনাল এক্সপার্ট মি.মফিদুল ইসলাম, এসআইবিডিপি’র ইন্সটিটুশনাল এক্সপার্ট মি. মির্জা মোঃ মহিউদ্দিন,জিইডি সিনিয়র এ্যাসিসট্যান্ট চিফ মি. নাজমুল হক ভুইয়া,জিইজিআইএস সিনিয়র স্পেশালিষ্ট ড. ফারহানা আহমেদ,এসোসিয়েট স্পেশালিষ্ট মি. আতিকুর রহমান, মি.আনিনডায়া বানিক,সিভিল ইঞ্জিনিয়ার মি সাব্বির আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের আউটপুট দলীয় উপস্থাপনার মাধ্যমে আলোচনা করা হয়।

  • র‍্যাবের অভিযানে ভূয়া এনজিও বিসিফ-এর প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার।

    র‍্যাবের অভিযানে ভূয়া এনজিও বিসিফ-এর প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার।

    হাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।
    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল ২৪ জানুয়ারি মঙ্গলবার রাত ৯টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের মাষ্টার পাড়াস্থ সুফিয়ান বিদ্যা নিকেতন এন্ড প্রাইভেট হোম জনৈক মাইনুল ইসলাম এর ১তলা বিশিষ্ট বিল্ডিং ঘরে অভিযান পরিচালনা করে। অভিযানে ভূয়া এনজিও বিসিফ এর অফিস থেকে সংস্থায় মানুষের জমাকৃত কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা সহ ৬ জনকে গ্রেফতার করে র‍্যাব।র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে গ্রামের সাধারণ মানুষের টাকা গ্রহণ করে অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে বিসিফ নামে একটি ভূয়া এনজিও প্রতিষ্ঠা করে। উক্ত এনজিওতে বিভিন্ন গ্রাহককে অধিক মুনাফার লোভ দেখিয়ে গরীব অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং ঋণ নেয়ার জন্য উৎসাহ দিতো। অসহায় লোকজন তাদের ফাঁদে পড়ে টাকা বিনিয়োগ করতো এবং ফাঁকা চেক জমার মাধ্যমে ঋণ উত্তোলন করলে এনজিও কর্মীরা ব্যাংক চেক ব্ল্যাক মেইল এর মাধ্যমে অতিরিক্ত টাকা এবং গ্রাহকের জমাকৃত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
    অসংখ্য ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র‌্যাব চাঁপাইনবাগঞ্জের চৌকস গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে উক্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের এক পর্যায়ে অভিযান পরিচালনা করে বিসিফ এর মূলহোতা ও ম্যানেজারসহ প্রতারক চক্রের ০৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন নাচোল থানার খোলশি গ্রামের হাজী মোঃ জাকারিয়া ছেলে প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ ইব্রাহিম (৩৭), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে শাখা ব্যবস্থাপক মোঃ রায়হান উদ্দিন (৩০) ও নাচোল উপজেলার গাছপুকুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ক্যাশিয়ার আতিকুর রহমান।
    এছাড়া মাঠকর্মী হিসেবে ফরহাদ হোসেন(৩১), শাহ আলম(২৪), রেজাউল করিম(২৪)।

    তাদের কাছ থেকে ৫০০পিস ভূয়া পাশ বই, ১০টি ভূয়া সীল, ১৪টি চেক/লোন রেজিষ্ট্রার, ২০০টি ব্যাংক চেক, ০৪টি আইডি কার্ড, ০৭টি মোবাইল ফোন এবং ১০টি সীমকার্ড উদ্ধার করা হয়।

    সর্বশেষ তথ্য অনুযায়ী উক্ত ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা রুজু করা হয়েছে।

  • উল্লাপাড়ায় সরকারি গাছ কাটার অভিযোগে গ্রেফতার-১।

    উল্লাপাড়ায় সরকারি গাছ কাটার অভিযোগে গ্রেফতার-১।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের (সলপ-বলরামপুর রাস্তার) পঞ্চক্রোশী গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত আক্তার হোসেনের বাড়ীর সামনের রাস্তার ধার থেকে গাছ কাটার অভিযোগে মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন। উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি)’র পক্ষে পঞ্চক্রোশী ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মঞ্জুরুল আলম ২ জনকে এজাহারভুক্ত ও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে এই মামলা দায়ের করে। বুধবার সকালে পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি শাহজাদা শাহ পারভেজ (৪০) কে উল্লাপাড়া বাজার থেকে গ্রেফতার করে। পারভেজ উপজেলার পঞ্চক্রোশী গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আক্তার হোসেনের ছেলে। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা পাল্টা অভিযোগ করে বলেন তাদের নিজস্ব জমির জায়গা থেকে গাছ কাটা হয়েছে।

    উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোঃ অপু হোসেন জানান, উল্লাপাড়া সহকারী কমিশনারের দপ্তরে এলাকাবাসী উপজেলার পঞ্চক্রোশী গ্রামের রাস্তা থেকে ৫টি মেহগনি ও ৩ টি ইউক্লেভটার গাছ কাটার অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভুমি) ইশরাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করে কর্তনকৃত গাছ জব্দ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ১৯ জানুয়ারি-২৩ ইং তারিখে প্রশাসনের পক্ষে মামলা দায়ের পঞ্চক্রোশী ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম। মামলার প্রেক্ষিতে উল্লাপাড়া পৌর বাজার থেকে পারভেজ (৪০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

    মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মাঈনুল কবির জানান, পারভেজ আমাদের নিজস্ব জমির জায়গা থেকে গাছ কাটে। উল্লাপাড়া সহকারী কমিশনা (ভুমি) ইশরাত জাহান জোরপূর্বক গাছগুলো তুলে নিয়ে যায় এবং মুক্তিযোদ্ধার সন্তান সহ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। এই মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।

    উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) ইশরাত জাহান বলেন, এনজিও কতৃক সরকারি রাস্তায় লাগানো গাছ কাটার অপরাধে ও সরকারি কাজে বাধা দেওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, সরকারি রাস্তার গাছ কাটা মামলায় একজনকে আটক করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • রামপালে নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার।

    রামপালে নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার।

    রামপাল(বাগেরহাট) প্রতিনিধি :

    বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের রোমজাইপুর গ্রাম সংলগ্ন মোংলা ঘষিয়াখালী চ্যানেলের পশ্চিম পাড় থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে রামপাল থানা পুলিশ।

    ২৪ জানুয়ারী মঙ্গলবার সকাল ৮.০০ টায় এলাকার লোকজন নদীর পাড়ে তীরে একটি লাশ পড়ে থাকতে দেখে, এলাকার লোকজন লাশ দেখার পর রামপাল থানা পুলিশকে অবহিত করে। খবর পাওয়ার পর রামপাল থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স সহ নিজে ঘটনাস্থল পরিদর্শন করে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

    রামপাল থানার ওসি জানান, লাশের পরনে লাল রঙের পেটিকোট আর গায়ে লাল রঙের ইউলের সোয়েটার ছিল। হাতে পলাচুরি ও গলায় জড়ানো একটি মালা ছিল মাথার চুল অর্ধপাকা। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নারীর মৃতদেহটি হিন্দু সম্প্রদায়ের হতে পারে। মৃত দেহের গায়ে দৃর্শমান কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

    আমি বাগেরহাটের জেলা পুলিশ সুপার মহোদয়, পিবিআই ও সিআইডির ক্রাইম জোনের সদস্যদের খবর দিয়েছি তারা ইতোমধ্যে সনাক্ত করণের কাজ শুরম্ন করেছে।

    রামপাল ও মোংলা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুরো ঘটনাটি মনিটরিং করছেন। লাশটি ময়না তদন্ত্মের জন্য বাগেরহাট মর্গে প্রেরণের প্রক্রিয়া শেষ হয়েছে। পেড়িখালী ইউনিয়নের দফাদার মলিস্নক নুর মোহাম্মাদ বাদী হয়ে একটি অপমৃতু্য মামলা দায়ের করেছন।

  • ৬ দফা দাবীতে বাংলাদেশ ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের মানববন্ধন। 

    ৬ দফা দাবীতে বাংলাদেশ ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের মানববন্ধন। 

    দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
    সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় মানববন্ধন করেছেন মৎস্য প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত ভলান্টিয়ার ভ্যাক্সিনেটররা।
    রোববার (২২ জানুয়ারি) বেলা ১১টায় ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ভলান্টিয়ার ভ্যাক্সিনেটর এসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধনে ভ্যাক্সিনেটরা প্রকল্পের ৬ দফা দাবি  উপস্থাপন করেন।
    দাবিগুলোর মধ্যে রয়েছে প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প থেকে রাজস্ব খাতে ও সরকারি সকল সুবিধা, নিজস্ব একাউন্ট থেকে বেতন উত্তোলন, প্রকল্প বাস্তবায়ন করে আমাদের দেশ থেকে পিপিআর ও ক্ষুরা রোগ নির্মুল করা, ইউনিয়ন পরিষদ ভবনে ভ্যাক্সিন ক্যাম্পের অফিস এবং ভলান্টিয়ার বাদ দিয়ে ইউনিয়ন ভ্যাক্সিনেটরের পদবি ও দেশের দুর্যোগ অবস্থায় আমরাও খামারিদের পাশে থেকে সেবা দিয়ে দেশের উন্নয়নে ভুমিকা রাখা।
    উল্লেখ্য, এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উপজেলা ভলান্টিয়ার ভ্যাক্সিনেটর এসোসিশনের সভাপতি আফজাল হোসেন, সহ-সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক ফরিদা আক্তার প্রমুখ।
    এ সময় বক্তারা সারা বাংলাদেশের ৪২১২ জন ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরের পরিবারের দুঃখ দুর্দশা তুলে ধরেন। যাদের নামে মাত্র নিয়োগ দিয়ে কাজ ও বেতন দেওয়া হয়নি বিগত পাঁচ বছরে। তাদের কাজ দিয়ে পেটের ক্ষুধা নিবারনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোরদাবী করেন।
  • চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার। 

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার। 

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পুরাতন বারইপাড়া গ্রাম থেকে সোমবার সকাল ১১টার দিকে ড্রেন খননের সময় দুটি কষ্টি পাথরের মূর্তি দেখতে পান শ্রমিকেরা।
    জানা যায়, সোমবার উক্ত গ্রামের শুকুরের জমিতে ড্রেনের মাটি খনন করার সময় মূর্তিটি দেখতে পায় স্থানীয় শ্রমিকেরা।
    এ সময় স্থানীয় ইউপি সদস্য মোঃ বাবুকে বিষয়টি অবহিত করলে তিনি ঘটনাস্থলে গিয়ে ইউপি চেয়ারম্যানকে খবর দেন। খবর পেয়ে চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক দ্রুত গ্রাম পুলিশ দিয়ে উদ্ধার করেন।
    পরবর্তীতে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তি দুটি দলদলী ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে এসে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমকে খবর দিলে তিনি উপজেলা পরিষদ চত্ত্বরে মূর্তি দু’টি নিয়ে আসেন। এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে মূর্তিটি দেখতে ছুটে আসেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
    ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, স্থানীয় শ্রমিকরা পুলিশকে খবর দিলে আমি দ্রুত পুলিশ পাঠিয়ে উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করি।
    বিজিবির সূত্রে জানা যায়, মূর্তিটির ২টির মধ্যে বড়টির ওজন প্রায় ৮২ কেজি। ছোটটির ওজন ৬৭ কেজি ৫’শ ২০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় পৌণে ২ কোটি টাকা।
    উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম জানান, মূর্তি দুটি চাঁপাইনবাবগঞ্জ ট্রেজারিতে পাঠিয়ে দেয়া হয়েছে। সেখান থেকে মূর্তি দুটি পরে প্রত্মতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে
  • সেবার মাধ্যমে জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র‍্যাব স্বরাষ্ট্রমন্ত্রী।

    সেবার মাধ্যমে জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র‍্যাব স্বরাষ্ট্রমন্ত্রী।

    হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

    র‌্যাপিড এ্যাকশন বাটালিয়ন (র‌্যাব)-১৩,রংপুর আয়োজিত অনুষ্ঠানে গরিব,দুস্থ ও অসহায় শীতার্থ মানুষের মাঝে ২৪ জানুয়ারী মঙ্গলবার দুপুরে তিস্তা ব্যারেজ এলাকায় শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

    প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন র‌্যাব আইনশৃংখলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। তারই একটি উদাহারন তিস্তা ব্যারেজ এলাকায় গরিব,দুস্থ ও অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন ।

    আমি আশা করব ভবিষ্যতে তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। র‌্যাব শুধু জঙ্গি দমন করে না যখন যা প্রয়োজন র‌্যাব স্বশরীরে মানুষের দৌড়গোড়ায় সেবা দেওয়ার জন্য চলে আসে। র‌্যাব শুধু এলিট ফোর্স নং তারা জনগনের সেবায় কাজ করে যাচ্ছে। সেবার মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছে। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা, দূরদর্শিতা, নেতৃত্ব এবং তার তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহন সক্ষমতার কারণে আমরা ভালো আছি। এ দেশের জনগণ জঙ্গিবাদ, সন্ত্রাসের মদদদাতাদের আশ্রয় প্রশ্রয় দেবে না এবং তাদের সমর্থন দেবে না। তিনি তিস্তা নদী নিয়ে বলেন, তিস্তায় অনেক সমস্যা, পানির প্রবাহ নেই। কিন্তু তিস্তায় পানির প্রবাহ না থাকলেও ফসল যাতে হয়, সেদিকে প্রধানমন্ত্রীর খেয়াল রয়েছে। তিস্তা নির্ভর এই অঞ্চলে ফসল উৎপাদনে যা যা করনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা করে যাচ্ছেন। জনগণ বিশ্বাস করে শেখ হাসিনার বিকল্প নেই। যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকবে ততদিন বাংলাদেশ ভালো থাকবে।

    এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোতাহার হোসেন (এমপি) লালমনিরহাট-১, আরো উপস্থিত ছিলেন এম. খুরশিদ হোসেন (বিপিএম) বার, পিপিএম, অতিরিক্ত আইজিপি,(ডিজি র‌্যাব), এড. মতিয়ার রহমান সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ লালমনিরহাট ও জেলা পরিষদ চেয়ারম্যান, কর্নেল মো. কামরুল ইসলাম পিপিএম, পিএসসি (এডিজি এপস) র‌্যাব ফোর্সেস সদর দপ্তর, কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার, পিএসসি, সিগস, পরিচালক অপারেশনর্স উইং, র‌্যাব ফোর্সেস সদর দপ্তর ঢাকা, র‌্যাব-১৩ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের কর্মকর্তাসহ বিভিন্ন জেলা-উপজেলার রাজনৈতিক নেতাকর্মী, চেয়ারম্যান, ও সাংবাদিকসহ প্রমুখ।

  • উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি পালিত।

    উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি পালিত।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    দশ পেরিয়ে এগারোতে পদার্পন সবার সাথে এশিয়ান টেলিভিশন এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ১০ বর্ষপূর্তি পালিত হয়েছে।

    মঙ্গলবার বেলা ১২ টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে উল্লাপাড়া প্রতিনিধি আল-আমিন এর আয়োজনে উল্লাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল বাতেন হিরুর সভাপতিত্বে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির সিরাজগঞ্জ স্টাফ রিপোর্টার জিন্নাহ ফারুক। এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মী কল্যাণ ভৌমিক, এ আর জাহাঙ্গীর, সাহারুল হক সাচ্চু, রিয়াজুল ইসলাম সবুজ, সাহেব আলী, রাজু আহমেদ সাহান, আনিছুর রহমান লিটন, আল মাহমুদ, আমিনুল ইসলাম, আলমগীর হোসেন, ময়নুল হোসাইন, আব্দুল হাকিম মানিক, হিরা সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।