Author: admin

  • সাংবাদিক শিমুল হত্যার ৬ বছর : শুরু হয়নি বিচারকার্য।

    সাংবাদিক শিমুল হত্যার ৬ বছর : শুরু হয়নি বিচারকার্য।

     শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রকাশ্যে দিবালোকে গুলি করে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে হত্যার ৬ বছর পেরিয়ে গেলেও বিশ্বব্যাপী আলোচিত এ হত্যাকান্ডের বিচার পায়নি তার পরিবার। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করে সাংবাদিকরা জানান, শিমুল হত্যাকান্ডের ছয় বছর পেরিয়ে গেলেও নানা জটিলতা এবং কূটকৌশলে বিচার প্রক্রিয়া শেষ হওয়া তো দূরের কথা বিচারকার্যই শুরুই হয়নি।

    ২০১৭ সালের ২ ফেব্রæয়ারি শাহজাদপুরের মণিরামপুরে মেয়র হালিমুল হক মিরুর বাড়ির সামনে সংঘষের্র ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন সাংবাদিক শিমুল। পরদিন ৩ ফেব্রæয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় সেসময় শাহজাদপুরসহ দেশ ও দেশের বাইরে বিভিন্ন দেশে সাংবাদিক এবং মানবাধিকার সংগঠন প্রতিবাদ জানায় ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে। সেইসাথে দেশব্যাপী তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে সাংবাদিক সমাজ। বিশ্যব্যাপী আলোচিত হয়ে ওঠে এ ঘটনা। তখন থেকেই শাহজাদপুরের সাংবাদিকরা ধারাবাহিক ভাবে খুনিদের বিচার দাবীতে আন্দোলন করে আসছে। তারই ধারাবাহিকতায় দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শাহজাদপুরের কর্মরত সাংবাদিকবৃন্দ ও শিমুলের পরিবারের সদস্যরা।

    এদিন সকালে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০টায় আব্দুল হাকিম শিমুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, নিহত সাংবাদিক শিমুলের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শাহজাদপুর প্রেসক্লাব থেকে শাহজাদপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ, সংস্কৃতিকর্মী এবং নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের স্বজনদের নিয়ে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেস ক্লাব চত্বরে ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

    শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিতে এবং সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক সবুজ ইউনুস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, শাহজাদপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি এমএ জাফর লিটন, বিআরডিবি চেয়ারম্যান ভিপি লুৎফর রহমান, সাংবাদিক শফিউল হাসান চৌধুরী লাইফ, আতিকুল ইসলাম, কল্যাণ ভৌমিক প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, সাংবাদিক শিমুল হত্যাকান্ডের ছয় বছর পেরিয়ে গেলেও নানা জটিলতা এবং কূটকৌশলে বিচার প্রক্রিয়া শেষ হওয়া তো দূরের কথা বিচারকার্যই শুরু হয়নি। এ হত্যা মামলার সব প্রতিবন্ধকতা দূর করে অবিলম্বে রাজশাহী দ্রæত বিচার ট্রাইব্যুনাল আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জোর দাবি জানান গণমাধ্যমকর্মীরা।

    এসময় আরও উপস্থিত ছিলেন- নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন নাহার, ছেলে আল নোমান নাজ্জাশি সাদিক, মেয়ে তামান্না-ই-ফাতেমা, শাহজাদপুর সমকাল প্রতিনিধি কোরবান আলী লাবলু, সাংবাদিক মুমীদুজ্জামান জাহান, এম এ জাফর লিটন, ওমর ফারুক, শামছুর রহমান শিশির, জহুরুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, জেলহক হোসাইন, আব্দুল কদ্দুস, শাফিকুল ইসলাম পলাশ, নয়ন আলী, আরিফুল ইসলাম, মিলন মাহফুজ, জাহিদ হাসান, মীর্জা হুমায়ন প্রমুখ।

  • উল্লাপাড়ায় শতাধিক কবরস্থানকে আলোকিত করে নন্দিত হলেন পৌর মেয়র।

    উল্লাপাড়ায় শতাধিক কবরস্থানকে আলোকিত করে নন্দিত হলেন পৌর মেয়র।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

    ‘জন্মিলে মরিতে হয়’। মৃত্যুর পর মুসলিম সম্প্রদায়ের শেষ ঠিকানা হয় কবরস্থান। সেই শতাধিক কবরস্থানকে এনার্জি বাল্বের মাধ্যমে আলোকিত করে নন্দিত হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম। গত এক বছর ধরে পৌরসভা সহ উপজেলার বিভিন্ন গ্রামের কবরস্থানকে আলোকিত করে আসছেন তিনি। বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের কবরস্থানকে আলোকিত করার মাধ্যমে একশো টি কবরস্থান আলোকিত করলেন মেয়র নজরুল।

    মেয়র নজরুল বলেন, সাধারণত শহর বা গ্রামাঞ্চলের কবরস্থানগুলো গড়ে তোলা হয় নির্জন স্থানে। প্রত্যক কবরস্থান ঘিরে থাকে গাছ-পালা ও ঝোপ-ঝাড়। রাতের আঁধারে মরদেহ দাফন করতে স্বজন ও গ্রামবাসীর দুর্ভোগের অন্ত থাকে না। রাতের বেলায় কবরস্থান আলোকিত রাখতে আমি এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করি।

    তিনি আরও বলেন, মানসিক প্রশান্তি পেতে ব্যক্তিগত অর্থায়নে অন্ধকারাচ্ছন্ন কবরস্থানগুলো বিদ্যুতের আলোয় আলোকিত করে চলেছি।

    সম্প্রতি উল্লাপাড়া পৌর এলাকা ছাড়াও উপজেলার সলপ, পূর্ণিমাগাঁতী, হাটিকুমরুল, দূর্গানগর, পঞ্চক্রোশী, কয়ড়া, লাহিড়ী মোহনপুর, উধুনিয়া, বড়পাঙ্গাসী সহ ১৪ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কবরস্থানকে আলোকিত করা হয়েছে। সর্বশেষ সদর ইউনিয়নের নাগরৌহা কবরস্থানকে আলোকিত করে একশো টি পূর্ণ করেন।

    সরেজমিনে দেখা গেছে, প্রায় এক বছর ধরে অন্তত ১০০টি কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও এনার্জি বাল্ব লাগানোর কাজ করেছেন মেয়র নজরুল। আয়তনভেদে প্রতিটি কবরস্থানে ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয়ে লাগানো হচ্ছে ৮ থেকে ১৫টি এলইডি বাল্ব। এছাড়াও পৌর এলাকার কবরস্থানগুলোর খাদেমদের পৌরসভার পক্ষ থেকে বেতন নির্ধারণ করার পাশাপাশি কবরস্থানের সৌন্দর্য্য বর্ধন কাজেরও পৃষ্ঠপোশকতা করছেন মেয়র নজরুল। তার এমন ব্যতিক্রমী উদ্যোগ দলমত নির্বিশেষে সব শ্রেণীর মানুষের প্রশংসা কুড়াচ্ছে।

    উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের আব্দুল খালেক নামের এক ব্যবসায়ী বলেন, রাতের আঁধারে কবরস্থানে যেতে মানুষ ভয় পেতো। মানুষ মারা গেলে কবর দেওয়া কষ্টকর হতো। অনেকেই বাধ্য হয়ে সকাল পর্যন্ত লাশ নিয়ে বাড়ীতে বসে থাকতেন। অনেক গ্রামের কবরস্থানে মেয়র নজরুল বিদ্যুতের বাল্ব দিয়ে আলোকিত করায় এ সমস্যা থেকে সেসব এলাকাবাসী পরিত্রাণ পেয়েছে।

    বড়পাঙ্গাসী গ্রামের আব্দুল গফুর ও উধুনিয়ার আব্দুল কুদ্দুসের সঙ্গে কথা বল্লে তারা জানান, রাতে কেউ মারা গেলে হারিকেন আর টর্চলাইট নিয়ে কবরস্থানে আসতে হতো। মোবাইলের আলো জ্বালিয়ে কষ্ট করে দাফন করতে হতো। মেয়র নজরুল বিদ্যুৎ সংযোগসহ বাল্ব দেওয়ায় যাতায়াতে ও মৃত ব্যক্তিকে কবর দিতে আর কোন সমস্যা হয় না।

    উল্লাপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ারুল ইসলাম বিপু জানান, উল্লাপাড়া সহ বেশ কয়েকটি কবরস্থানের খাদেম ও মসজিদের ইমামের মাসিক বেতনের ব্যবস্থা করেছেন মেয়র নজরুল।

    জানতে চাইলে মেয়র নজরুল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী হয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। জীবনের বাকি সময়টুকো মানুষের জন্য কাজ করতে চাই। এরই অংশ হিসেবে আত্মার প্রশান্তি থেকেই কবরস্থানগুলা আমি আলোকিত করছি। কোনো কিছু চাওয়া বা পাওয়ার আশা থেকে নয়, মানুষের কল্যাণে কবরস্থানগুলোকে আলোকিত করছি। ধারাবাহিকভাবে উপজেলার সব কবরস্থানকেই আলোকিত করবেন বলে তিনি জানান।

  • গোদাগাড়ীতে শেখ কামাল আন্ত:অ্যাথলেটিকস প্রতিযোগিতার শুভ উদ্বোধন।

    গোদাগাড়ীতে শেখ কামাল আন্ত:অ্যাথলেটিকস প্রতিযোগিতার শুভ উদ্বোধন।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ীতে শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ / ১ ফেব্রুয়ারি বুধবার এর শুভ উদ্ধোধন অনুষ্ঠান।

    এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ধোধন করেন, জননেতা জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী,এমপি মাননীয় সংসদ সদস্য রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব
    মোঃ জাহাঙ্গীর আলম,চেয়ারম্যান গোদাগাড়ী উপজেলা পরিষদ।সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ গোদাগাড়ী উপজেলা শাখা।

    উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাস,মেয়র গোদাগাড়ী পৌরসভা ও সভাপতি গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ।মো:আব্দুর রশিদ সাধারণ সম্পাদক গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ জানে আলম,নির্বাহী অফিসার গোদাগাড়ী উপজেলা পরিষদ।উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক।মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি।উপস্থিত ছিলেন কামরুল ইসলাম অফিসার ইনচার্জ গোদাগাড়ী মডেল থানা।

    এ সময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রভাষক আকবর আলী,গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম।গোলাম কাউসার মাসুম, আব্দুল্লাহ আল মামুন,কাউন্সিলর আব্দুল জব্বার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশারাক প্রমূখসহ আরো অনেকে।

  • ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন।

    ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুর উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা অভিযোগ ছড়ানো সহ এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা।

    সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় রিপোর্টার্স ইউনিটি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের যৌথ আয়োজনে শহরের চৌড়াস্তা মোড়ে এই মানববন্ধন করা হয়।

    ঘন্টাব্যাপী মানববন্ধন ঠাকুরগাঁও প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ঠাকুরগাঁও টেলিভিশন র্জানালিষ্ট এ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন সহ জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

    মানববন্ধনে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, রিপোর্টার্স ইউনিটির সাভাপতি আব্দুল লতিফ লিটু, সাধারণ সম্পাদক আসাদ্দুজামান আসাদ, সিনিয়র সাংবাদিক ফজলে এমাম বুলবুল, ভূল্লী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মামুনর রশিদ, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আউয়াল, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, বাংলার আলো পত্রিকার সম্পাদক প্রশান্ত কুমার দাশ প্রমূখ।

    সাংবাদিকের উপর হামলাকারী সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা সহ কঠোর শাস্তির দাবি জানান বক্তরা।

  • ডিমলায় অবাধে ফসলি জমির মাটি কর্তন ও বিক্রির মহোৎসব।

    ডিমলায় অবাধে ফসলি জমির মাটি কর্তন ও বিক্রির মহোৎসব।

    ডিমলা(নীলফামারী)প্রতিনিধি-

    নীলফামারীর ডিমলা অবাধে চলছে ফসলি জমির মাটি কর্তন, বিক্রির মহোৎসব। ভূমি সুরক্ষা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফসলি জমির মাটি বিক্রির মহোৎসবে মেতেছে মাটি-বালু ব্যবসায়ীরা । কৃষি জমি কেটে বানানো হচ্ছে গভীর পুকুর। এদিকে একের পর এক কৃষি জমি থেকে এভাবে মাটি কেটে নেওয়ায় কমে যাচ্ছে কৃষি জমি । জমির মালিকেরা মোটা অঙ্কের টাকার লোভে আবাদি জমির মাটি কেটে জমি নষ্টে সহায়তা করছেন।

    সোমবার (৩০ শে জানুয়ারি) দুপুরে সরেজমিনে উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া গ্রামে ভাঙ্গারপুল এলাকায় দেখা যায় আবাদি জমির মাটি এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে জমির মাটি-বালু টাকার বিনিময়ে একাধিক ব্যক্তির নিকট বিক্রির দৃশ্য। ওই গ্রামের আইনুদ্দিনের বাড়ির নিকটে ফসলি জমিতে কয়েদিন যাবত চলছে মাটিকাটা ও বিক্রির এই কাজ।

    ঘটনাস্থলে গিয়ে সাধারণ মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন, জমির মালিক একই গ্রামের ফজলার রহমানের ছেলে রাকিবুল ইসলাম (২৫) সহ উপজেলার বিভিন্ন জায়গায় একাধিক ব্যক্তি অর্থের বিনিময় মাটি-বালু বিক্রি করে আসছে। যার কারণে প্রতিবছর নষ্ট হচ্ছে ফসলি জমি। নাম প্রকাশে অনিচ্ছুক প্রান্তিক পর্যায়ের চাষীরা জানান, অপরিকল্পিতভাবে ফসলি জমিতে পুকুর খনন করায় নষ্ট হচ্ছে আবাদি জমি ।

    পুকুর খননের নামে মাটি কেটে বিভিন্ন জায়গায় মাটি বহনের কাজে ব্যবহারিত গাড়িগুলোর ফলে চলাচলে নষ্ট হচ্ছে অন্যন্য আবাদি জমি রাস্তা। বিক্রেতা ও ক্রেতারা প্রভাবশালী হওয়ায় আমরা কোনোভাবেই মাটিকাটা বন্ধ করতে পারছি না। তাই আমরা সরকারি কর্মকর্তাদের কাছে মাটি কতর্ন, বিক্রি ও আবাদি জমিতে পুকুর খননের কাজ বন্ধের জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে আবাদি জমিতে পুকুর খননকারী রাকিবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে মাটি কর্তনের বিষয়ে সরকারি অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, জমির মালিক নিজের জমিতে পুকুর কাটবে, এখানে সরকারি কোনো অনুমোদনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি নিজের জমিতে মেশিন দিয়ে মাটি কাটছি, এখন অতিরিক্ত মাটি বিক্রি করবো।

    স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, এভাবে মাটি কাটার বিষয়গুলো একের পর এক স্থানীয় প্রশাসনকে জানানো হলেও রহস্যজনক কারণে এসব মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। যার কারণে বন্ধ হচ্ছে না কৃষি জমি। অন্যদিকে ট্রাক্টরের টলিতে দিয়ে মাটি আনা-নেওয়ার ফলে গ্রামীণ কাঁচাপাকা সড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। অত্র ইউনিয়নের গাছবাড়ি গ্রামের অটোরিকশা (সিএনজি) চালক মুসলিম উদ্দিন ও ভ্যানচালক ইব্রাহিম মিয়া গাছবাড়ি বাজারের একটি চা স্টলে আলাপকালে বলেন, রাস্তাঘাট যতই ঠিক করা হোক না কেন লাভ নেই, কারণ মাটি বিক্রি বন্ধ না হলে ট্রাক্টর চলাচল বন্ধ হবে না। ট্রাক্টরের কারণে পাকা সড়কের পিচ উঠে যায় ও গর্ত সৃষ্টি হয়। কাঁচা সড়ক ভেঙে বড় বড় গর্ত হয়, যা দেখার ও বলার কেউ নেই।

  • চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত।

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত।

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।
    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এখনই কাজ শুরু করি কুষ্ঠ রোগ নির্মুল করি এই প্রতিপাদ্য্যকে সামনে রেখে ২৯ জানুয়ারি রবিবার সকালে হাসপাতাল চত্বরে র‍্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    কর্মসূচীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলতানা পাপিয়া, এমওডিসি ডা. আসাদুর রহমান বিপ্লব, নার্সিং সুপারভাইজার সুফিয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

    সভায় বক্তারা বলেন, গত পাঁচ বছরে দেশে ১৬ হাজারেরও বেশি কুষ্ঠ রোগী শনাক্ত হয়েছে এবং আক্রান্তদের ৮ শতাংশের অঙ্গহানি ঘটেছে। অথচ সময়মতো ও সঠিক চিকিৎসা নিলে এটি পুরোপুরি দূর হতে পারে।

    এই লক্ষ্যে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সবধরনের সেবাপ্রাপ্তি সহজতর করা ও কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রোববার কুষ্ঠরোগের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এই দিবস পালন করা হয়ে থাকে।
  • উষ্ণতার অভাব পূরণে “ আমাদের বাঘা” ফেসবুক গ্রুপ।

    উষ্ণতার অভাব পূরণে “ আমাদের বাঘা” ফেসবুক গ্রুপ।

    উষ্ণতার অভাব পূরণে “ আমাদের বাঘা” ফেসবুক গ্রুপ

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

    উত্তরের হিমালয় ছুয়ে আসা বাতাস জন জীবনে উষ্ণতার অভাব যখন চোখে পড়ার মত তখনই একদল মানবিক সৈনিক এর গড়ে তোলা রাজশাহী জেলাধীন বাঘা উপজেলার সবচেয়ে বড় ফেসবুক কমিউনিটি গ্রুপ “আমাদের বাঘা” প্রতিষ্ঠা যাদের মানবিকতার চর্চায় ৷

    মানবিক ঐতিহ্য বজায় রেখে বিগত সময়ের মত শীতকালীন কম্বল বিতরণের কার্যক্রম পরিচালনা করেছে। মুষ্টি বদ্ধ হাত উঁচিয়ে একদল মানবিক মানুষের আত্মবিশ্বাসী স্লোগান যখন, “উৎসবে-দুর্যোগে নিঃশ্বাসে বিশ্বাসে,আমাদের বাঘা আপনার পাশে” দীপ্ত স্লোগানের উপর ভর করে চলা “আমাদের বাঘা” ফেসবুক গ্রুপ যখন হয়ে উঠে মানবিকতার বিশুদ্ধ কোমলপ্রাণ তখন প্রতিবছরের মত এবারো উপজেলার ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার প্রতিটিতেই কিছু প্রকৃত সুবিধা বঞ্চিত মানুষের মন শরীরে উষ্ণতা ছড়িয়ে দিতে হাতে ১ টি করে কম্বল তুলে দিয়েছেন।

    “আমাদের বাঘা” ফেসবুক কমিউনিটি শুধু ফেসবুকে সীমাবদ্ধ না থেকে হয়ে উঠেছে সকল শ্রেণির মানুষের ভালোবাসার মিলন মেলা ৷ মানবিক পরিবারের সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, গ্রুপের শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ ও গ্রুপের পরিচালনা পর্ষদ সহ সকলের সহযোগিতা ও মনস্তাত্ত্বিক চিন্তাধারার ক্রমগতিতে পরিচালিত হয়৷

    কম্বল বিতরণ-২০২৩ কার্যক্রমে গ্রুপের সিনিয়র এ্যাডমিন সুমন কুমার কর্মকার (সিনিয়র সহকারী জজ, চাঁপাইনবাবগঞ্জ), উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য ও পরিচালনা পর্ষদ এর সদস্যদের সাথে সার্বক্ষণিক আলোচনা করে সমন্বয় সাধন করেছেন।

    অসীম মনের সাধনায় সীমিত সাধ্যের মধ্যেই ফেসবুক ভিত্তিক “আমাদের বাঘা” গ্রুপটি সারা বছর বিভিন্ন বিপদে-আপদে মানুষের পাশে থেকে সুনাম ও খ্যাতি অর্জন করে হয়ে উঠেছে ভালোবাসার উর্বর ভূমি।

    উবছে পড়া ভালোবাসা থেকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন এর কিশোরপুর গ্রামের এনামুল হক বলেন “বিগত বছরের চেয়ে এ বছর শীত অনেক বেশি পড়ছে এ শীতে কম্বল টি পেয়ে আমার খুব উপকার হলো, আমাদের মতো অসহায় মানুষদের জন্য যারা ভাবে তাদের আল্লাহ ভাল রাখুক”

    গ্রুপের সিনিয়র এ্যাডমিন এস আর সাকিব রহমান জানায়, আমাদের বাঘা ফেসবুক গ্রুপ বিভিন্ন উৎসবে ফুড প্যাক বিতরণ, সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প, বিভিন্ন দূর্যোগের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়া, শীতে শীত বস্ত্র বিতরণ সহ নানা সামাজিক কাজকর্মের মাধ্যমে বাঘার অসহায় দুঃস্থ মানুষদের পাশে থাকার জন্য কাজ করে যাচ্ছে।

    গ্রুপের অন্যতম সিনিয়র এ্যাডমিন মুঞ্জু হাসপাতাল এর পরিচালক মিঠুন কুমার কম্বল বিতরণ-২০২৩ কার্যক্রমে বিভিন্ন ভাবে শরীক হওয়া সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ও আমাদের বাঘা ফেসবুক কমিউনিটি পরিবারের পরিচালনা পর্ষদ এর সদস্যদের ধন্যবাদ জানান।

    আমাদের বাঘা ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা এ্যাডমিন মীর রাসেল গ্রুপের উপদেষ্টা পরিষদের সদস্য, শুভানুধ্যায়ী ও পরিচালনা পর্ষদ এর সদস্যদের সাথে নিয়ে ভবিষ্যতেও এই কার্যক্রম চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

  • অন্যের জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে ভিজিডি কার্ডের চাল উত্তোললন।

    অন্যের জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে ভিজিডি কার্ডের চাল উত্তোললন।

    ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলায় গোলাপজানের ব্যবহৃত জাতীয় পরিচয় পত্রের নম্বর ব্যবহার করে ভিজিডি কার্ডের চাল উত্তোলন করেছে কে বা কাহারা ।

    এ বিষয়ে গোলাপ জানের স্বামী আমিনুর রহমান জানান, আমি দীর্ঘদিন যাবত অসুস্থ্য । সংসারে আমি ছাড়া উপার্জন করার কোন মানুষ নেই এখন তো পঙ্গু। কোন রকমে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছি। ডিমলা সদর ইউনিয়ন পরিষদে আমার স্ত্রী গোলাপজান অনলাইনে ভিজিডি কার্ডের আবেদন করতে গেলে দেখি ইতিপূর্বে কে বা কাহারা আমার স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের নম্বর ৭৩১১২১৯৬৮৫৪২৩, জন্ম তারিখ-১৯/০৩/১৯৮৯ ইং, সাং- উত্তর তিতপাড়া, থানা- ডিমলা, জেলা-নীলফামারী ব্যবহার করে ভিজিডি কার্ডের সুবিধা ভোগ করে। দুই বছর মেয়াদী ২৩ দফায় কার্ডের চাল উত্তোলন করে।

    ভিজিডি কার্ডের চালের ব্যপারে আমি জ্ঞাত নই। এরই মধ্যে আমার স্ত্রী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করলে ডিমলা সদর ইউনিয়ন পরিষদ হতে এক বস্তা চাল দেয়। আমার স্ত্রী গোলাপজানের জাতীয় পরিচয় পত্রের নম্বর ব্যবহার করে কে বা কাহারা ভিজিডি কার্ড এর সুবিধা ভোগ করছে আমি এর ন্যায় বিচার চাই ।

  • সুইডেন দূতাবাসে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে রামপালে সমাবেশ।

    সুইডেন দূতাবাসে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে রামপালে সমাবেশ।

    রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ
    বাগেরহাটের রামপালে সুইডেনের দূতাবাসে মহাগ্রন্থ আল কুরআন পোড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
    ২৭ জানুয়ারী ২০২৩ শুক্রবার বাদ জুম্মা  ইসলামি শরীয়াহ মোতাবেক পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন  তারূন্যের আলো’র উদ্যেগে উপজেলার চাকশ্রী বাজারে এ প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়।
    তারূন্যের আলোর সভাপতি মোঃ হাদিউজ্জামান সোহাগ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম’র সঞ্চালনায়  প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ আব্দুল্লাহ।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তারূন্যের আলোর সহ-সভাপতি সৈয়দ জাহিদুর রহমান,তারূন্যের আলোর যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাহাদি বিল্লাহ, সৈয়দ রাজু আহমেদ,হাফেজ তালিমুল ইসলাম,হাফেজ জিল্লুর রহমান,হাফেজ হাসান,মল্লিক আঃ হাই,মল্লিক জামান সহ এলাকার সর্বস্তরের  ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
    প্রতিবাদ সমাবেশে বক্তারা অতিদ্রুত সুইডেনের দূতাবাসকে তলব পূর্বক রাসমুস পালুদানের  দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আহবান জানান।
  • লক্ষ্মীপুরে নৌকার জয় হবেই-সৈকত।

    লক্ষ্মীপুরে নৌকার জয় হবেই-সৈকত।

    সোহেল হোসেন,লক্ষীপুর প্রতিনিধিঃ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান জাতিসংঘ রিয়েল লাইফ হিরো তানভীর হাসান সৈকত বলছেন, লক্ষ্মীপুর একটি দুর্নাম রয়েছে,বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ঘাঁটি লক্ষ্মীপুর মাটি। এখন আর সেই কথা বললে হবে না। এখন থেকে বলতে হবে লক্ষ্মীপুর মাটি শেখ হাসিনার ঘাঁটি। আগামী নির্বাচনে আমরা লক্ষ্মীপুরে ৪টি আসন নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

    শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সৈকত এ মন্তব্য করেন। লক্ষ্মীপুর নাগরিক কমিটি উদ্যোগে সৈকতকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

    সৈকত আরও বলেন, শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি কৃতজ্ঞ। আর এ কৃতজ্ঞ ধরে রাখতে হলে লক্ষ্মীপুরের মাটিকে আওয়ামী লীগের ঘাঁটি করতে হবে।

    সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি), জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহউদ্দিন টিপু।

    লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত নাগরিক সংবর্ধনায় অনুষ্ঠানে প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, বিশেষ বক্তা সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও সন্মানিত বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির সভাপতি মাজহারুল কবির শয়ন।