Author: admin

  • একমঞ্চে ২০ জোড়া দম্পতির যৌতুক বিহীন বিবাহ সম্পন্ন।

    একমঞ্চে ২০ জোড়া দম্পতির যৌতুক বিহীন বিবাহ সম্পন্ন।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ

    সিলেটের কানাইঘাটে একমঞ্চে যৌতুকবিহীন ২০ জোড়া দম্পতির সম্পন্ন হয়েছে শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ২টায় উপজেলার বড়চতুল ইউনিয়নের হারাতৈল মা’আরিফ বালিকা মাদ্রাসা সংলগ্ন মাঠে উৎসব মুখর পরিবেশে ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের আয়োজনে ও মুসলিম ওয়েল ফেয়ার ইনস্টিটিউট ইউকে’র অর্থায়নে ইসলামী শরীয়াহ মোতাবেক যৌতুকবিহীন এ গণবিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়।বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন চতুল সরুফৌদ কৌমি মাদ্রাসার মুহতমিম মাও. বদরুল আলম।কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকির ও বড়চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলীর সার্বিক তত্ত্বাবধানে উক্ত গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুসলিম ওয়েল ফেয়ার ইন্সটিটিউট ইউকের প্রতিনিধি মাওলানা হানিফ দুদওলা, মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা ইয়াহিয়া, ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের প্রতিনিধি মাওলানা সদর উদ্দিন মকনুন, ব্যারিস্ট্রার মাওলানা জুনুদ উদ্দীন মাকতুম।
    আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতিদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন, ১টি ছাগল, ১টি করে খাট ও আলনা, লেপ-তোষক এবং সংসার সাজানোর জন্য বিবাহের উপহার সামগ্রী এবং আর্থিক ভাবে সাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে।
    মাওলানা আবুল হোসাইন চতুলীর পরিচালনায় উক্ত গণবিবাহ অনুষ্ঠানে কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, মাওলানা আব্দুল্লাহ বাহার, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা সাইদুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা আলিম উদ্দিন, মাওলানা আব্দুল মালিক, মাওলানা বদরুল আলম, মাওলানা আসাদ উদ্দিন, মাওলানা জুনায়েদ শামসী, মাওলানা আসিনুল হক, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মাহবুবুল আম্বিয় সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-উলামা, স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।মুসলিম ওয়েল ফেয়ার ইনস্টিটিউট ইউকে ও ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের প্রতিনিধিরা গণবিবাহের বর ও কনেদের দাম্পত্য জীবনের শুভ কামনা করে বিবাহের দেয়া উপহার সামগ্রী কাজে লাগিয়ে সুখী পরিবার গঠনে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি পরিবারের সবাইকে নিয়ে বসবাসের আহবান জানান। ভবিষ্যতে এ ধরনের যৌতুকবিহীন গণবিবাহ সহ দারিদ্র বিমোচনে তারা পাশে থাকবেন বলে আশস্থ করেন।
    এ ব্যাপারে বড়চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন বলেন, গ্রামের দরিদ্র পরিবারের বিবাহযোগ্য কন্যাদের আর্থিকভাবে অস্বচ্ছলতার কারণে বিবাহ দিতে পারেন না অভিভাবকরা। এদের পাশে দাঁড়িয়েছে ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ।

  • তাড়াশে প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার মাত্রা নিরম্নপণ ক্যাম্প অনুষ্ঠিত।

    তাড়াশে প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার মাত্রা নিরম্নপণ ক্যাম্প অনুষ্ঠিত।

    তাড়াশ প্রতিনিধি:

    সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার মাত্রা নিরম্নপণ ও স্বাস্থ্য বিষয়ক পরিক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রম্নয়ারী শনিবার সকালে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ হলরম্নমে গ্রাম বিকাশ সংস্থা(জিবিএস) উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্ট্রেনদেনিং সিস্টেম ফর দি ইনরোলমেন্ট,রিলেশন এ্যান্ড সাপোর্ট অফ চিলড্রেন উইথ ডিজএ্যাবিলিটজ এ্যাট প্রাইমারী লেভেল অফ মেইনস্ট্রিম এডুকেশন ইন বাংলাদেশ (ডিআইডি -টু- ৪৫) প্রকল্পের বাস্ত্মবায়নে ও সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)র সহযোগিতায় প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার মাত্রা নিরম্নপণ ও স্বাস্থ্য পরিক্ষা বিষয়ক ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মনিরম্নজ্জামান মনি। এ ক্যাম্পে প্রতিবন্ধিতার মাত্রা নিরম্নপণ ও স্বাস্থ্য বিষয়ক পরিক্ষা করেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ওয়ালিউল হাসনাত সজীব,বগুড়া শিবগঞ্জ উপজেলা হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডাঃ মোঃ আতিক, সিরাজগঞ্জ বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার মোঃ এনামুল হাসান,,যশোর অভি হিয়ারিং সেন্টারের অডিও মেট্রোশিয়ান মোঃ মাসুদুল করিম। এছাড়াও এ ক্যাম্পটির সার্বিক সহযোগিতা করেন গ্রাম বিকাশ সংস্থা(জিবিএস)আর আর সি ম্যানেজার মোঃ জমির আলী, ডিআইডি -টু- ৪৫প্রকল্পের প্রজেক্ট অফিসার দিলদার হোসেন,জিইউকের বাস্ত্মবায়নকৃত ইনক্লুসিভ এডুকেশন প্রকল্পের ম্যানেজার আতাউর রহমান,মিল অফিসার অরবিন্দু বর্মণ সহ কর্মরত স্টাফবৃন্দ।

  • বাঘায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা।

    বাঘায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
    রাজশাহীর বাঘায় স্বামীর শয়ন কক্ষ থেকে প্রিয়া বেগম (২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ওই গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা দাবিয়াতলা গ্রামে। গৃহবধু প্রিয়া বেগম ওই গ্রামের ইসলাম আলীর স্ত্রী।
    পুলিশ জানায়,গলায় ওড়নার ফাঁস দিয়ে শয়ন কক্ষের তীরের (আড়ার) সাথে ঝুলছিল গৃহবধু। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ উদ্ধার করে  থানা হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    গৃহবধুর স্বামী ইসলাম আলী জানান, স্ত্রী প্রিয়া বেগম শনিবার তার বাবার বাড়ি পাবনায় যাওয়ার জন্য বলছিল। আমি দুই একদিন পরে যাওয়ার কথা বলি। এ নিয়ে  শুক্রবার রাতে তার সাথে মতবিরোধ হয়। তার দাবি,স্ত্রীর কথামতে যেতে না দেওয়ার অভিমানে আত্নহত্যা করেছে।
    ইসলামের মা নজেরা বেগম (গৃহবধুর শ্বাশুড়ি) জানান, সকাল সাড়ে ৮ টার দিকে ছেলে বাড়ির বাহিরে যাওয়ার পরে ঘরের দরজা বন্ধ দেখি। ঘরের কাছে গিয়ে তাকে ডাকা হাকা করে সাড়া পাননি। পরে আমার ডাক চিৎকার শুনে প্রতিবেশিরা এসে বাহির থেকে ধাক্কা দিয়ে দরজা খুলে শয়ন কক্ষের তীরে(আড়ার) সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রিয়া বেগমকে। পাবনা সদর এলাকায় ইট ভাটায় কাজে গিয়ে বছর খানেক আগে বিয়ে হয় বলে জানান নজেরা বেগম ।
    স্থানীয় মেম্বর আব্দুর আজিজ জানান,পরে পুলিশকে খবর দেওয়া হলে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
    বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা করা হয়েছে।
  • সানন্দবাড়ী প্রেসক্লাবের কমিটিতে আমিনুল ইসলাম সভাপতি, রশীদুল আলম সম্পাদক।

    সানন্দবাড়ী প্রেসক্লাবের কমিটিতে আমিনুল ইসলাম সভাপতি, রশীদুল আলম সম্পাদক।

    দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
    শনিবার ১১ফেব্রুয়ারী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বকসীগঞ্জের লাউচাপড়া অবকাশ বিনোদন কেন্দ্রে সাংবাদিকদের মিলনমেলা আয়োজনের মধ্য দিয়ে সানন্দবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়। এতে আমিনুল ইসলাম আকন্দকে সভাপতি, রশীদুল আলম শিকদারকে সাধারণ সম্পাদক, মুসফিকুর রহমান বকুল কোষাধ্যক্ষ এবং নজরুল ইসলামকে সহ-সভাপতি, আনোয়ার হোসেন রুবেল সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। এছাড়াও জাকিউল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুব শাহ জিহাদী সাহিত্য বিষয়ক সম্পাদক, হারুন অর রশিদ প্রচার সম্পাদক, মোক্তারুল ইসলাম রানা সাংস্কৃতি বিষয়ক সম্পাদক, ফরিদুল ইসলাম দপ্তর সম্পাদক, মোস্তাইন বিল্লাহ, রিয়াদ হাসান, ফরহাদ আলম এবং নাজমুল হাসানকে কার্যকরী সদস্য করে ১৫ সদস্যদের কমিটি গঠন করা হয়।
    নবনির্বাচিত সাধারণ সম্পাদক রশীদুল আলম শিকদার এর সঞ্চালনায়, আমিনুল ইসলাম আকন্দ এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  শাহীন আলামীন, রাজীবপুর প্রেসক্লাবের সভাপতি তারিফুল ইসলাম তারা, ৭১ টিভির বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম, যুগান্তর বকশিগঞ্জ প্রতিনিধি সরওয়ার জামান রতন। অতিথিদের দিকনির্দেশনা মুলক বক্তব্যে বস্তুনিষ্ঠা সংবাদ পরিবেশন করার পরামর্শ দেন।
    শেষে মধ্যাহ্ন ভোজ ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কার্যক্রম সমাপ্ত করা হয়।
  • রামপালে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

    রামপালে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ

    বাগেরহাটের রামপাল উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    ১১ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১.০০ টায় উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ নিজাম উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

    সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

    অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাগেরহাট জেলা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আঃ মান্নান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি মোঃ সামছুদ্দীন।

    অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জামিল হাসান জামু, সাবেক অধ্যক্ষ মোঃ মনজুর রহমান, সাবেক উপাধ্যক্ষ মোঃ মোতাহার রহমান, সাবেক প্রধান শিক্ষক শেখ সুলতান আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান শেষে উপজেলার খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন কে সভাপতি ও বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ বেলাল হোসেন কে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

  • লক্ষ্মীপুরে বিএনপির নেতাকর্মীরা আ’লীগের হামলার শিকার।

    লক্ষ্মীপুরে বিএনপির নেতাকর্মীরা আ’লীগের হামলার শিকার।

    সোহেল হোসেন,লক্ষীপুর প্রতিনিধিঃ

    কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীর হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। বাধা-বিপত্তি যতই আসুক, ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে আছি। সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন আরও বেগবান করবো।

    আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত নেতাদের দেখতে এসে তিনি এই কথা বলেন। এই সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

    কমলনগর উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়ন যুবদলের সভাপতি আকরাম হোসেন সাহেদ বলেন, পদযাত্রা শেষে বক্তব্যের প্রস্তুতি নিচ্ছিলাম। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়। এতে বিএনপির ১০-১৫ নেতাকর্মী আহত হয়ন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • উল্লাপাড়ায় সুশৃঙ্খল ভাবে বিএনপি’র পদযাত্রা ও আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় সুশৃঙ্খল ভাবে বিএনপি’র পদযাত্রা ও আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

    শনিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয়তাবাদী দল সরকারের পতন’সহ ১০ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কমিটির ঘোষিত যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীরা উপজেলার ১৪টি ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করেন।এ সময় উল্লাপাড়া উপজেলা বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন ইউনিয়নের পদযাত্রায় অংশ গ্রহন করেন।

    এদিকে আওয়ামীলীগ ‘বিএনপি- জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে’ শান্তি সমাবেশের কর্মসূচি পালন করেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে।আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের ‘শান্তি সমাবেশ’ সফল করতে উপজেলা আ’লীগের সিনিয়র নেতারা দায়িত্ব পালন করেন।

    উল্লাপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আব্দুল ওয়াহাব জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। প্রশাসন ও ক্ষমতাশীন দলের হুমকি ধুমকিকে উপেক্ষা করে উপজেলার পঞ্চক্রোশী, লাহিড়ী মোহনপুর, পূণিমাগাঁতী, বাঙ্গালা ও বড়হর সহ ১৪টি ইউনিয়নে এ কর্মসূচি সফল ভাবে পালন করেছে ইউনিয়নের দলীয় নেতা-কর্মীরা।

    উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, কেন্দ্রীয় আ’লীগের ঘোষিত শান্তি সমাবেশ উপজেলার ১৪ টি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীদের দখলেই ছিল। জনগণের সেবক হিসেবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশের জন্য সব সময় কাজ করে যাবে বলে তিনি আরও জানান।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই বিএনপির ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা ও আ’লীগের শান্তি সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

  • বাঘায় নিখোঁজ ঈশার গলিত লা*শ উদ্ধার।

    বাঘায় নিখোঁজ ঈশার গলিত লা*শ উদ্ধার।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ

     রাজশাহীর বাঘায় নিখোঁজের ৮ দিন পর পাঁচ বছর বয়সি শিশু ঈশা খাতুনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫টার দিকে আড়ানী স্টেশন এলাকার ইক্ষুক্রয় কেন্দ্রের পেছনে গম খেত থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে। শিশু ঈশা খাতুন উপজেলার আড়ানী পৌরসভা এলাকার আড়ানী রেলস্টেশন সংলগ্ন নুরনগর গ্রামের ইউসুফ আলীর মেয়ে।

    জানা যায়, বৃহস্পতিবার বিকালে আড়ানী ইক্ষুক্রয় কেন্দ্রের পেছনে পেঁয়াজের খেত দেখতে যান শামিম হোসেন। এ সময় তার খেতের পাশে গম খেতের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানালে পরিবারের লোকজনসহ সেখানে গিয়ে ঈশার লাশ চিহৃত করেন তারা।
    ২ ফেব্রুয়ারী রাত ৮টার দিকে আড়ানী রেলস্টেশন সংলগ্ন বাড়ির পাশে রাস্তার ধারে মা চম্পা বেগমের পিঠা বিক্রি করেন। শিশু ঈশা মায়ের পিঠার দোকানে যায় । পরে সে আর ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে তার বাবা ইউসুফ আলী বাদি হয়ে ৩ ফেব্রুয়ারী সাধারণ ডায়েরী (জিডি)করেন। খোঁজ না পাওয়ায় ৫ ফেব্রুয়ারী থানায় অজ্ঞাত আসামী করে অপহরণ মামলা করেন।

    ঈশার চাচা রুবেল বলেন, আট দিন থেকে ভাতিজাকে খুঁজে পাচ্ছিনাম না। আড়ানী ইক্ষু ক্রয়কেন্দ্রের পাশে গম খেতে লাশ পড়ে আছে, এমন খবর জানতে পারি। পরে সেখানে গিয়ে দেখি তার মুখ মন্ডল কালো। তার গায়ের রং ও পোশাক দেখে তাকে চিহিৃত করা হয়েছে।

    এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। তার মুখ দেখে চিনা যাচ্ছিল না। তবে তার পোশাক দেখে লাশ চিহৃত করা হয়েছে।

  • ভ্যান চালিয়ে পড়াশোনা, জিপিএ-৫ পেল রাণীশংকৈলের রমজান।

    ভ্যান চালিয়ে পড়াশোনা, জিপিএ-৫ পেল রাণীশংকৈলের রমজান।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    মাত্র ৩ বছর বয়সে বাবাকে হারায় রমজান আলী। স্বামীকে হারিয়ে চার সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েন তার মা। সন্তানদের ভরণপোষণ জোগাতে হাড়ভাঙা খাটুনি করতেন তার মা।
    ছোট থেকেই মায়ের সঙ্গে মানুষের বাসায় কাজ করার পাশাপাশি চালিয়ে গেছেন নিজের পড়াশোনা। পরীক্ষার আগে ও পরীক্ষা চলাকালীন বন্ধের দিনগুলোতে চালিয়েছেন ভ্যান। এখন কাজ করেন গার্মেন্টসে। কখনোই দমে যাননি রমজান। পেয়েছেন সফলতা। এ বছর এইচএসসি পরীক্ষায়  পেয়েছেন জিপিএ-৫।
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী গ্রামের মৃত আবু তাহেরের ছেলে রমজান আলী।
    চার ভাই-বোনের মধ্যে সবার ছোট সে। বাড়ির পাশে মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৪.১১ ও রাণীশংকৈল ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে রমজান।
    অতি কষ্টের মাঝেও এমন ফলাফলে নতুন স্বপ্ন দেখছে সে। তার ফলাফলে খুশি পরিবার ও স্থানীয়রা।
    স্থানীয় স্কুলশিক্ষক শরিফুল ইসলাম বলেন, তার জীবনটা একটা সংগ্রাম। অনেক কষ্ট করে সে অন্যের বাড়িতে কাজ করে। ভ্যান চালিয়ে ভালো ফলাফল করেছে। তার ফলাফলে আমরা অনেক খুশি।
    রমজান আলী বলেন, ‘স্বপ্ন ছিল ভালো ফলাফল করে একটি মানসম্মত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। আজকে একটা মনের আশা পূরণ হল। ফলাফলের দিনে গার্মেন্টস থেকে ছুটি নিয়ে বাসায় আসছি। রেজাল্ট শুনে সব কষ্ট ভুলে গেছি। আমার মা অনেক খুশি হয়েছেন। এখন ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনাটা শেষ করে ভালো একটা চাকরি করে পরিবারের পাশে দাঁড়াতে চাই।’ একসময় অন্যের বাড়িতে কাজ করে যা আয় হতো তা থেকে কিছু টাকা দিয়ে পড়াশোনার খরচ চালাতাম। এসএসসির আগের পড়াশোনার খরচ চালাতে খুব বেশি কষ্ট না হলেও পরে হিমশিম খেতে হয়েছে তাকে। লাজলজ্জা ভুলে ভ্যান চালানো শুরু করি। এভাবেই চালিয়ে যায় তার পড়াশোনা।
    ভবিষ্যৎ পরিকল্পনা ও পড়াশোনা নিয়ে জানতে চাইলে সে বলে, আর্থিক সমস্যার কারণে কোচিং করতে পারিনি। সে কারণে ভাবছি এক বছর পর ভর্তি হবো। তারপরও চেষ্টা করব ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। ভবিষ্যতে ভালো একটি চাকরি করে পরিবারের কষ্ট লাঘব ও দেশের সেবা করব।
    রমজানের মা মনোয়ারা বেগম বলেন, ‘রমজানের তিন বছর বয়সে তার বাবা মারা যায়। চার ছেলেমেয়ে নিয়ে বহু কষ্টে জীবন চালিয়েছি। এক পর্যায়ে মানুষের বাসায় কাজ শুরু করি আমি ও আমার ছেলে রমজান। কাজ করেই রমজান পড়াশোনা করতো। প্রতিদিন স্কুলে যাওয়া সম্ভব হতো না। বন্ধুদের বাসায় শুনে এসে রাতে পড়াশোনা করত। সকালে আবার কাজে যেত।’ একপর্যায়ে আর না পেরে ভ্যান চালানো শুরু করে। এত কষ্ট করে আমার ছেলে পড়াশোনা করে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। আমি অনেক খুশি হয়েছি। তবে এখন পড়াশোনা কীভাবে চালাবে সে চিন্তায় আছি’ বলেন মনোয়ারা।
    রাণীশংকৈল ডিগ্রী কলেজের শিক্ষক আহসান হাবিব বলেন, ‘সে মাসে একদিন বা দুদিন কলেজে আসত। তার সংগ্রামের কথা সবাই জানি। অনেক কষ্ট করে সে ভালো ফলাফল করেছে। তার ফলাফলে আমরা অনেক খুশি। আমরা তার পাশে আগেও ছিলাম আগামীতেও থাকব।’
    এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, বিষয়টি যেমনিভাবে কষ্টের তেমনি অনুপ্রেরণার।
    পড়াশোনার ইচ্ছাশক্তি থাকলে যে কোনো উপায়ে তা চালিয়ে যাওয়া সম্ভাব। রমজান তাই প্রমাণ করেছে। রাণীশংকৈল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে।
  • নির্দোষ’ধর্ষণচেষ্টার আসামি ছেড়ে দিলেন রাণীশংকৈলের ওসি।

    নির্দোষ’ধর্ষণচেষ্টার আসামি ছেড়ে দিলেন রাণীশংকৈলের ওসি।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    গড়িমসির পর আদালতের নির্দেশে ধর্ষণচেষ্টার মামলা নিলেও আসামিকে আটক করার কয়েক ঘণ্টার মধ্যে ছেড়ে দিয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
    মামলার আসামি হলেন- উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও গ্রামের সিদ্দিকের ছেলে হারুন অর রশিদ।
    গত ২০ জানুয়ারি রাতের ঘটনায় পুলিশ মামলা নিতে গড়িমসি করায় ভুক্তভোগী গৃহবধূ ২৯ জানুয়ারি ঠাকুরগাঁও জজ আদালতের মামলার আবেদন করেন ভুক্তভোগী গৃহবধূ। আদালতের আদেশে ৫ ফেব্রুয়ারি মামলা নথিভুক্ত করে রাণীশংকৈল থানা। পরদিন রাতে হারুনকে পৌর শহরের বন্দর থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
    মামলার বাদী ওই গৃহবধূ বলেন, ‘থানায় নেওয়ার দু-ঘণ্টার মধ্যে আসামিকে ছেড়ে দেওয়া হয়।’
    ঠাকুরগাঁও জজ আদালতের আইনজীবী আব্দুস সোবহান বলেন, ধর্ষণচেষ্টা মামলার আসামিকে হেফাজতে নিয়ে আদালতের আদেশ ছাড়া মুক্তি দিতে পারে না পুলিশ। পুলিশের কাজ মামলাটি তদন্ত করে সঠিক প্রতিবেদন আদালতে দাখিল করা ও আসামি গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা।
    অভিযোগের বিষয়ে জানতে চাইলে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, হারুনকে হেফাজতে নেওয়া হয়নি, জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়। মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
    ‘মামলাটি আমার কাছে মিথ্যা মনে হয়েছে। নির্দোষ কোনো ব্যক্তিকে হয়রানি করা হবে না, তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
    মামলার এজাহারে বলা হয়, গত ২০ জানুয়ারি রাতে ওই গৃহবধূকে হারুন অর রশিদ ধর্ষণের চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন উপস্থিত হয়ে হারুণকে আটক করে। পরের দিন সকালে হারুনের ভাই বুলবুলের নেতৃত্বে তাদের লোকজন গিয়ে ওই গৃহবধূর বাড়িতে হামলা চালিয়ে হারুনকে নিয়ে যায়।
    এ ঘটনায় রাণীশংকৈল থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। পরে গত ২৯ জানুয়ারি ঠাকুরগাঁও জজ আদালতের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলার আবেদন করে ভুক্তভোগী গৃহবধূ। আদালত মামলাটি রাণীশংকৈল থানাকে রেকর্ডভুক্ত করে ঘটনা তদন্তসহ মামলাটির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী রাণীশংকৈল থানায় মামলাটি গত রোববার (৫ ফেব্রুয়ারি) রেকর্ডভুক্ত হয়।
    এ বিষয়ে হারনুর অর রশিদ বলেন, ‘মামলাটি সম্পূর্ণ রূপে মিথ্যা ও সাজানো। তাই পুলিশ তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে।