Author: admin

  • শয়োন ঘর থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার।

    শয়োন ঘর থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    উল্লাপাড়া মডেল থানা পুলিশ সোমবার দুপুরে পৌর শহরের নবগ্রাম মহল্লা থেকে গলায় গামছা পেচানো এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে। নিহত পুলিশ সদস্যের নাম মোয়াজ্জেম হোসেন (৫৯)। তিনি মৃত জেকাত সরকারের ছেলে। মোয়াজ্জেম হোসেন উল্লাপাড়া মডেল থানায় কর্মরর্ত ছিলেন। তার চাকরির মেয়াদ ছিল মাত্র দু মাস। সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারি পুলিশ সুপার অমৃত সূত্রধর, উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক ও জেলা সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোয়াজ্জেমের তিন ছেলে ও এক মেয়ে এদের মধ্যে বড় ছেলে মোশারফ তার স্ত্রীসহ কানাডায় থাকেন। অপর দুই ছেলে মাহবুব চলচিত্র সংস্থায় কাজ করেন এবং ছোট ছেলে প্রকৌশলী মসিউর রহমান ঢাকার বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সবার ছোট মেয়ে মাহিমা আক্তার ঢাকার মিরপুর শহিদ স্মৃতি পুলিশ স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

    নিহত পুলিশ সদস্যের স্ত্রী হেনা পারভীন জানান, তিনি রোববার বাড়িতে ছিলেন না। শাহজাদপুরে তার এক স্বজনের বাড়িতে গিয়েছিলেন। তার বড় ছেলে মোশারফ কানাডা থেকে সকালে বার বার তার বাবাকে ফোন দিয়ে পাননি। পরে তার মাকে বিষয়টি জানান। হেনা পারভীন ছেলের ফোনের সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থেকে দুপুরে বাড়িতে ফিরে দেখতে পান ঘরের দরজা খোলা। তার স্বামী গলায় গামছা পেচানো রয়েছে এবং তিনি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন। ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসময় তিনি প্রতিবেশিদের ডাকেন এবং প্রতিবেশিরা উল্লাপাড়া থানা পুলিশকে খবর দেয়। তার ধারণা এই হত্যাকান্ডে একাধিক ব্যক্তি জড়িত। তার স্বামীকে শাসরোধ করে হত্যা করা হয়েছে।

    মৃত্যুর কারণ সম্পর্কে হেনা পারভীনকে জিজ্ঞাসা করলে তিনি সঠিকভাবে কিছু বলতে পারেননি। তবে তিনি জানান তার স্বামীর কাছে অনেক মানুষ প্রতিদিন টাকা ধার চাইতে আসতেন। স্বামী অনেককে দিতেন আবার অনেককে না করে দিতেন। এই ঘটনাকে কেন্দ্র করে কোন শত্রæতা সৃষ্টি হতে পারে। কিন্তু কারা টাকা চাইতে আসতেন বাড়ির ভেতরে থেকে তিনি তা জানতে পারেননি। তবে তিনি তার স্বামীর হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

    সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ মোঃ আরিফুর রহমান মন্ডল নিহত পুলিশ সদস্যের হত্যাকান্ডের ব্যাপরে স্থানীয় গণমাধ্যম কর্মীদেরকে জানান, ঘটনাটি ব্যক্তিগত শত্রæতা বা কোন সামাজিক কোন্দল থেকে সৃষ্টি হয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। সঠিক কারণ না জানা পর্যন্ত তিনি বিষয়টি নিশ্চিত করে বলতে পারছেন না। তবে তদন্ত শুরু হয়েছে।

    উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, লাশ ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

  • বাগেরহাটের রামপালে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত।

    বাগেরহাটের রামপালে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত।

    রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ

    বাগেরহাট জেলার রামপালে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

    ২৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০.০০ টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    রামপাল উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণি সম্পদ দপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

    রামপাল উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক জয়দেব কুমার সিংহ, রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল।

    প্রদর্শনী অনুষ্ঠান শেষে বছরের শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভূমিকা পালনের জন্য উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা সকল খামারিদের সার্বিক সহায়তার আশ্বাস দেন।

  • নলডাঙ্গায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন।

    নলডাঙ্গায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন।

    . নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ

    “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় “প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩” উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান হয়েছে।

    শনিবার সকালে নলডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন (এলডিপি) প্রাণিসম্পদ ও মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় পুষ্টি, মেধা, দারিদ্র্যবিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর শুকুর,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,ভেটেরিনারি সার্জন রকিবুল হাসান সুজন,বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাজাহান আলীসহ প্রমূখ।

    মেলায় ২০ টি ষ্টলে গরু, ছাগল,গৃহপালিত পশুপাখির প্রদর্শন করা হয়। পরে বিজয়ীদের পুরুস্কার প্রদান করা হয়।

  • ডিমলায় প্রানিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন।

    ডিমলায় প্রানিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন।

    . ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

    নীলফামারীর ডিমলায় প্রানিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ভোধন করা হয়েছে। উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) অর্সথায়ন ও সহযোগিতায় ২৫ ফেব্রুয়ারী (শনিবার) সকালে ডিমলা উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপি প্রানিসম্পদ মেলা উদ্বোধন করা হয়।

    মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দীন সরকার এমপি, গেস্ট অব অনার ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে মেলায় স্বাগত বক্তব্য দেন ডাঃ মদন কুমার রায়, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা,ডিমলা,নীলফামারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইচ চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা, ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ লাইছুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারনের কর্মকর্তা কর্মচারীগনসহ এল,এস,পি বাদশা সেকেন্দার ভুট্টু। মেলায় বিভিন্ন খামারীদের ৪২ টি স্টল অংশগ্রহন করে। সমাপনী অনুষ্ঠানে খামারীদের মাঝে ৬ টি ক্যাটগরিতে ১ম,২য় ও ৩য়দের পুরস্কার বিতরন করা হয়।

  • ডিমলায় ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করলেন-আফতাব উদ্দিন এমপি।

    ডিমলায় ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করলেন-আফতাব উদ্দিন এমপি।

    নীলফামারীর ডিমলায় ডিমলায় ৬ কোটি টাকা ব্যায়ে ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

    প্রোগ্রাম ফর সার্পোটিং রুরাল ব্রীজেস শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে ৬০.০৬ মিটার লম্বা আর সিসি গার্ডার ব্রীজ বাবুরহাট জিসি (সরদারহাট) হইতে জলঢাকা ডালিয়া আর এন্ড এইচ (তালতলা) ভায়া নাউতারা বাজার রাস্তায় ৩৫৭৪ চেইনেজ মিটার ব্রীজের ভিত্তি প্রস্তুর নির্মাণ কাজ বুধবার (২২-ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ডিমলা-নাউতারা সড়কের পাশে ঠুটারডাঙ্গায় এ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

    উদ্ভোধন অনুষ্ঠানে ডিমলা সদর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন , নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার৷

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, নাউতারা ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোরশেদ মনি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু। এসময় ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • রামপালে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

    রামপালে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

    রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ

    বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী একুব্বারিয়া বৃ-চাকশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের ৫৯ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। (১৯ ফেব্রæয়ারী ২০২৩) রবিবার দুপুর ৩.০০ টায় চাকশ্রী একুব্বারিয়া বৃ-চাকশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের সভাপতি ও বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী হাবিবুন নাহার (এম.পি)।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি মোঃ সামছুদ্দীন, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জামিল হাসান জামু, বাগেরহাট জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহম্মেদ প্রিন্স, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান, বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ হারুন অর রশিদ, রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সাধারন সম্পাদক শেখ বেলাল উদ্দিন, শিক্ষক শেখ আঃ মান্নানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। এর পূর্বে মাননীয় উপমন্ত্রী মহোদয় সকাল ৯.০০ টায় উপজেলার আমতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও বাইনতলা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

  • রাতের আঁধারে বাঘায় কৃষকের জমির ফসল নষ্ট। 

    রাতের আঁধারে বাঘায় কৃষকের জমির ফসল নষ্ট। 

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
    রাজশাহীর বাঘায় রাতের আঁধারে বিভিন্ন ফসলের খেত নষ্ট করে দেওয়া হয়েছে। শনিবার (১৮ ফেব্রæয়ারি) রাতে কে বা কারা উপজেলার বাউসা ইউনিয়নের খাগড়বাড়িয়া, দিঘা ও বাউসা ভেড়ালীপাড়া মাঠে রোপন করা পেঁয়াজ, রসুন, মটর ,ভুট্টা ও গমের খেত নষ্ট করে দেওয়া হয়েছে।
    জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিম, খাগড়বাড়িয়া ও বাউসা ভেড়ালীপাড়া গ্রামের ১৬ জন কৃষক নিজ নিজ জমিতে পেঁয়াজ, রসুন, মটর, ভুট্টা ও গমের আবাদ করেন। এসব জমির পেঁয়াজ উপড়ে ফেলা হয়েছে। কিছু জমির রসুন ও পেঁয়াজসহ অন্যান্য ফসল কেটে নষ্ট করা হয়েছে। আবার কিছু কিছু জমির পেঁয়াজ পা দিয়ে পিষে দেওয়া হয়েছে।
    পেঁয়াজ চাষী শাহানারা বেগম বলেন, সিদ্দিকের পেয়ারার জমিতে একটি ফিডের বস্তার ব্যাগ পাওয়া যায়। দেখেন। তার মধ্যে একটি গামছা একটি লুঙ্গি, কয়েলের ভাঙ্গা অংশ ও একটি কলম রয়েছে। ধারণা করা হচ্ছে রাতে তারাই খেতের ফসল নষ্ট করেছে। তবে কে বা কারা কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে, সেটি বুঝতে পারছিনা। তিন বছর যাবৎ একটি চক্র এ ধরণের ঘটনা ঘটিয়ে আসছে। এ চক্রকে চিহিৃত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
    বাউসার ভেড়ালীপাড়া গ্রামের  তোফাজ্জল হোসেন তুফা ৩০ হাজার টাকা খরচ করে ১৫ কাঠা জমিতে পেঁয়াজের চাষ করেছেন। তিনি ঋণ নিয়ে এই আবাদ করেছেন। পেঁয়াজ কেটে ফেলায় অনেক ক্ষতি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। বাউসার ভেড়ালীপাড়ার জয় সরকারের জমিতে রোপন করা মটর, ভুট্টা, রসুন, পেঁয়াজ খেত নষ্ট করে দেওয়া হয়েছে।
    উপজেলার দিঘা পশ্চিমপাড়ার সরুজ আলী বলেন, ১৪ হাজার টাকায় জমি লিজ নিয়ে এক বিঘা জমিতে পেঁয়াজের চাষ করা হয়। তিনি একটি এনজিও থেকে ঋণ নিয়ে পেঁয়াজের আবাদ করেছেন। সারের দোকানে বাঁকি রয়েছে । ক্ষতি তো হয়ে গেল, কিভাবে ঋণ পরিশোধ করবো এ চিন্তায় আছি।
    বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান বলেন, ‘এ বিষয়ে পেঁয়াজ চাষিরা আমাকে জানিয়েছেন। আমি মাঠে গিয়ে ক্ষতিগ্রস্ত খেতগুলো দেখেছি। পুলিশ প্রশাসনকেও বিষয়টি জানিয়েছি।
    বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বাউসা ইউনিয়নে ফসলের ক্ষতির ঘটনাটি জানার পর মাঠ পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে অপরাধীকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  • রামপালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

    রামপালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

    রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ

    বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

    আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী গ্রহণ করেন।

    ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ১২.০১ মিনিটে রামপালের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিবসটির কার্যক্রম শুরু হয়।

    বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো ও শহীদ মিনারে ফুল দিয়ে মহান শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

    সকাল ৮.০০ টায় রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরীর আয়োজন করা হয়। প্রভাতফেরীত্তর শহীদ মিনারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

    রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম’র সভাপতিত্বে ও প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, রামপাল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, রামপাল থানার ওসি মোঃ সামছুদ্দীন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • গোদাগাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত ।

    গোদাগাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত ।

    রাজশাহী(গোদাগারী)প্রতিনিধি।

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
    প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি ভূখণ্ডের দুটি ভিন্ন ভাষার জাতিসত্তাকে মিলিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকেই মাতৃভাষাকে কেন্দ্র করে সূচনা হয়েছিল আন্দোলন।
    ১৯৯৯ সালে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার আগ পর্যন্ত বাংলাদেশে এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হতো। এই ইতিহাস রাজশাহীর গোদাগাড়ীর অনেকেরই জানা।

    কিন্তু এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরির পেছনে রয়েছে আরও অনেক সংগ্রামের ইতিহাস।
    ভাষা থেকে যেভাবে আন্দোলনের সূচনা- ১৯৪৭ সালে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল তার আগেই আসলে শুরু হয়েছিল ভাষা নিয়ে বিতর্ক। ভাষা সৈনিক আবদুল মতিন ও আহমদ রফিক তাদের ভাষা আন্দোলন-ইতিহাস ও তাৎপর্য বইয়ে লিখেছেন, “প্রথম লড়াইটা প্রধানত ছিল সাহিত্য-সংস্কৃতি অঙ্গনেই সীমাবদ্ধ”।
    এই বইটির বর্ণনা অনুযায়ী দেশভাগের আগেই চল্লিশের দশকের শুরুতেই সাহিত্যিকরা বিষয়টি নিয়ে কথা বলেছেন। সেসময় বাঙালী মুসলমান সাহিত্যিক, শিক্ষক, রাজনীতিবিদদের মধ্যে বাংলা, উর্দু, আরবি ও ইংরেজি এই চারটি ভাষার পক্ষ-বিপক্ষে নানান মত ছিল।

    ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে গোদাগাড়ী উপজেলা শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে ভাষা শদীদের ফুল দিয়ে স্মরণ করা হয়।

    সূর্য্যদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনির্মিত করা হয়। সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ নতুন অডিটারিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলে,

    এসময় বক্তব্য প্রদান করেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, সহকার কমিশনার (ভূমি) মোঃ সবুজ হাসান, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম, গোদাগাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুল গনি, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম,সমাজসেবা অফিসার মোঃ রাশেদুজ্জামান, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক,মোঃ হায়দার আলী, গোদাগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ শরিফুল ইসলাম,
    আকবর আলী ,আব্দুল্লাহ আল মামুন, গোলাম কাউসার মাসুম।

    অনুষ্ঠানের শেষে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার হিসেবে বই উপহার প্রদান হয়।

    দিবসটি উপলক্ষে অনুরুপ কর্মসূচি পালন করেন, গোদাগাড়ী সরকারী কলেজ, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সুলতানগজ্ঞ উচ্চ বিদ্যালয়, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়, গোগ্রাম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজ, রাজাবাড়ী ডিগ্রী কলেজ, দিগরাম উচ্চ বিদ্যালয়, কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয়, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়, পিরিজপুর উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চিত্রাংকন, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচ পালন করে বলে জানা গেছে। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

  • ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

    ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

    ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

    নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারী ২০২৩ উপলক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালিত হয়েছে।

    দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে ডিমলা উপজেলা প্রশাসনসহ সকল রাজনৈতিক অঙ্গ সংগঠন, সামাজিক সংগঠন, ডিমলা থানা পুলিশ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপজেলা বিজয় চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে এবং সকল শহীদের প্রতি মোনাজাত করে।

    এছাড়াও ২১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রভাতফেরী র্র্যলী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে ডিমলা বিজয় চত্তরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে।

    পরে শহীদ মিনারের পাদদেশে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য (ডোমার-ডিমলা) নীলফামারী -১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লাইছুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সামছুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, পিআইও অফিসার ফেরদৌস আলম, ৩নং ডিমলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা, বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এএইচএম ফিরোজ সরকার, বাংলাদেশ ছাত্রলীগের ডিমলা উপজেলার আহবায়ক আবু সায়েম সরকার, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আলোচনা শেষে শ্রেনী ভেদে শিশু-কিশোদের চিত্রাংকন এবং ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর আলোকে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।