Author: admin

  • বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত।

    বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত।

    মল্লিক মোঃ জামান(বাগেরহাট) থেকেঃ
     বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় মোঃ জাকারিয়া নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ সময় তার সাথে থাকা মুজাহিদ নামে আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন।
    নিহত পুলিশ সদস্য জাকারিয়া বাগেরহাট পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।৬ এপ্রিল দুপুর ১.৩০ টার দিকে মোংলা উপজেলার দিগরাজের আপাবাড়ি নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য জাকারিয়া খুলনা জেলার তেরখাদা উপজেলার বাসিন্দা।
    জানা গেছে যে,  পুলিশ সদস্য জাকারিয়া ও মুজাহিদ  মোংলা ইপিজেড থেকে ডিউটি শেষ করে তার কর্মস্থল বাগেরহাট পুলিশ লাইন্সে ফেরার পথে আপা বাড়ি নামক স্থানে আসলে তার মটরসাইকেলের সামনে একটি কুকুর এসে পড়ে। তখন সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়।  সে রাস্তায় পড়ে গেলে উল্টো  দিক থেকে আসা তেলবাহী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এ সংবাদ শুনে মোংলা থানা পূলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত জাকারিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
    বাগেরহাট জেলা পুলিশ তার এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
  • মান্দায় আদিবাসীর জমি হিন্দু সাজিয়ে রেজিস্ট্রি তোলপাড়!

    মান্দায় আদিবাসীর জমি হিন্দু সাজিয়ে রেজিস্ট্রি তোলপাড়!

    তানোর প্রতিনিধি: তানোরের সীমান্তবর্তী মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নে এক আদিবাসীর জমি পারমিশন ছাড়াই হিন্দু সাজিয়ে রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ উঠেছে ঠিকাদার আব্দুর রশীদের বিরুদ্ধে।

    ঠিকাদার আব্দুর রশীদের এমন জঘন্য কান্ডে রাজশাহী বিভাগ জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও উঠেছে ঠিকাদার আব্দুর রশীদের শাস্তির দাবি। জানা গেছে, মান্দা উপজেলার দেলুয়াবাড়ি মৌজার অন্তর্গত ১২৪৪ দাগে ১২ শতাংশ জমি ১৯৯৯ সালে কিনেন রাজশাহী শহরের বোয়ালিয়া থানার রানীনগর এলাকার মৃত এরশাদ আলীর পুত্র আব্দুর রশিদ। জায়গাটি কেনার পর সেখানে মার্কেট নির্মান করেন। যার দলিল নম্বর ৪৯৩৬/১৯৯৯ ইং তারিখ ৩০/৫/১৯৯৯ ইং। মার্কেট নির্মানের পর সেখানে মান্দা উপজেলার ভাঁরশো ইউপির কালীসফা গ্রামের মৃত কিশোরী মোহন সাহার পুত্র জীবন সাহার কাছে ভাড়া দিয়ে রাখেন আব্দুর রশীদ।

    স্থানীয়দের বক্তব্য ঠিকাদার আব্দুর রশীদ জীবন কুমার সাহা নামের এক সংখ্যালঘু যুবক কে দিয়ে ভাড়ার নামে জোর করে আদিবাসী সম্প্রদায়ের জমি দখলে নিয়ে রেখেছেন। তবে জায়গাটি ক্রয়সূত্রে প্রকৃত মালিক কালীসভা গ্রামের মৃত বিমল ওরাও’র পুত্র যোনা ওরাও হলেও ঠিকাদার আব্দুর রশীদ জায়গাটি দখলে নিতে সংখ্যালঘু জীবন কুমার সাহাকে ভাড়া দিয়ে রাখেন। এতে করে প্রকৃত মালিক যোনা ওরাও আদবাসী হওয়ায় জায়গাটি দখলে নিতে পারছেনা। যদিও জায়গাটি ছেড়ে দেয়ার জন্য ঠিকাদার আব্দুর রশীদ কে একাধিক বার বললেও সে তার কথার কোন কর্ণপাত করেনি। বরং ভাড়াটে জীবন কুমার সাহাকে দিয়ে বিভিন্ন হুমকি ধামকি দেয়াচ্ছেন। যার ফলে জায়গার মালিক হয়েও যোনা ওরাও তার ক্রয়কৃত জায়গা দখলে নিতে পারছেন না।

    ঠিকাদার আব্দুর রশীদের দাবি, তিনি জমিটি ক্রয় করেছেন। কিন্তু আদিবাসীর জমি ডিসির পারমিশন ছাড়া কি ভাবে ক্রয় করলেন জানতে চাইলে তিনি বলেন,আমি আদিবাসীর কাছে থেকে না হিন্দুর কাছে থেকে জমি কিনেছি। জায়গার ক্রয়সূত্রে প্রকৃত মালিক যোনা ওরাও বলেন,ঠিকাদার আব্দুর রশীদ আদিবাসীকে হিন্দু সাজিয়ে জায়গা ক্রয় করেছেন,আর জায়গা দখল নিতে ব্যবহার করছেন হিন্দু সম্প্রদায়কে। সে কিভাবে আদিবাসী সম্প্রদায়ের জমি ডিসির পারমিশন ছাড়া রেজিস্ট্রি করলেন।

    আবার অর্থের বিনিময়ে জায়গাটি খারিজ খাজনাও করেছেন। আমি জায়গাটি আমাদের আদিবাসীর কাছে থেকে ক্রয় করেছি। আর আব্দুর রশীদ সেই আদিবাসীদের হিন্দু সাজিয়ে জায়গা কিনেছেন বলে জায়গা দখল করে আছেন। আমরা আদিবাসী মানুষ তাকে জায়গাটি আমি ক্রয় করেছি বলতে গেলে সে তেলে বেগুনে জ্বলে উঠে মারমুখী ভঙ্গিতে তেড়ে আসে। এমনকি রাজশাহী কোর্টে আমার নামে বিভিন্ন মামলা দিয়ে আমাকে হাত-পা ভেঙে নদীতে ফেলবে বলে হুমকি দেন। যার জন্য আমি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি, আমরা আদিবাসী মানুষ জায়গা কিনেও দখলে নিতে পারছিনা। থানায় অভিযোগ দিয়েও কোন বিচার পাচ্ছিনা,তাহলে কি আমরা আদিবাসী বলে ঠিকাদার আব্দুর রশীদের টাকার জোরে কোথাও বিচার পাবো না বলে চোখে মুখে চরম হতাশা নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে স্থানীয় সাংসদ ও প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন আদিবাসী যোনো ওরাও। বিষয়টি নিয়ে মান্দা থানায় যোগাযোগ করা হলে ফোনে পাওয়া যায়নি।

  • গোদাগাড়ীতে অটোরিকশা ছিনতায় চক্রের ৪ সদস্য গ্রেপ্তার।

    গোদাগাড়ীতে অটোরিকশা ছিনতায় চক্রের ৪ সদস্য গ্রেপ্তার।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ীতে অটোর ছিনতায় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার দারিয়াপুর হাতাপাড়া গ্রামের কামাল হোসেনের বাড়ী থেকে অটোগাড়ী উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তাকৃতরা হলো, গোদাগাড়ী উপজেলার হরিশংকর পুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে রুবেল হোসেন সুজন (৩২) কালিদিঘি কৃষ্ণবাটি এলাকার মজিবুর রহমানের ছেলে ইমন (২৪) বসন্তপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আপেল (৪১) এবং চৌদুয়ার গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে আনোয়ার হোসেন সুমন (২৯)।

    প্রেসবিজ্ঞপ্তীতে জানানো হয়, গত ১৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পবার দামকুড়া থানার মুরারীপুর গ্রামের মিলন হোসেনের ছেলে রনি ইসলাম (২২) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার আমচত্ত্বর এলাকা থেকে ৪ জন যাত্রীসহ গোদাগাড়ীর সিএ্যান্ডবি মোড়ে আসবে বলে গাড়ীতে উঠে। রাত পৌনে ৮ টার দিকে সিএ্যান্ডবি মোড় পার হয়ে ৫০০ গজ পশ্চিমে গোদাগাড়ীর দিকে ফাঁকা রাস্তায় প্রসাব করবো বলে অটো থামিয়ে অটো চালকের চোখ-মুখ চেপে ধরে জোর পূর্বক গাড়ী থেকে নামিয়ে টানাহেচড়া করে রাস্তার পাশের ধানের জমিতে নিয়ে গিয়ে হাত-পা বেধে ফেলে। এই সময় অটো চালকের ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগে থাকা আট শত টাকা ও অটো গাড়ী ছিনিয়ে নিয়ে ভূট্টার জমিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে অনেক কষ্ঠ করে হাত পায়ের বাঁধন খুলে গোদাগাড়ীর খেতুর ধাম এলাকায় তার শ্বশুড় বাড়ীতে গিয়ে আশ্রয় নেয়।

    এই ঘটনায় গত ১৫ তারিখ গোদাগাড়ী মডেল থানায় অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে অটো চালক রনি ইসলাম থানায় মামলা দায়ের করলে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশ চার ছিনতাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

    এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, অটো ছিনাতায়ে ঘটনায় মামলা দায়ের করা হলে আমরা উদ্ধারের জন্য তৎপরতা শুরু করি। বৃহস্পতিবার রাতে তাদের ধরতে ও অটো উদ্ধার করতে সক্ষম হয়। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উত্তর শাখার সম্মেলন।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উত্তর শাখার সম্মেলন।

    মহেশখালী প্রতিনিধিঃ

    ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উত্তর শাখার সভাপতি ইয়াহয়া সাঈীদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা শফিউল আলমের সঞ্চালনায় দ্বি-বার্ষিক থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দুপুর ২ টায় এই এবি মিলনায়তন উত্তর ঝাপুয়া সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার শাখার সেক্রেটারি এ, আর এম ফরিদুল আলম।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী শাখার প্রধান উপদেষ্টা -মাওলানা ইসমাঈল নজিব সাহেব।

    প্রধান অতিথি বক্তব্যে বলেন, আজ দেশের সাধারণ নাগরিক সরকারের কাছে জিম্মি। সাধারণ মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। এবং যারা নতুন নেতৃত্বে আসবেন তারা আগামীর নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এবং সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন ; স্বাধীনতা অর্জনের মূল প্রতিপাদ্য ছিলো সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা।

    তিনি আরো বলেন মরহুম পীর সাহেব চরমোনাই যখন চট্টগ্রাম আসেন তিনি প্রশ্ন করেছিলেন বলেছিলেন আপনার মৃত্যুর পর কি সংগঠন থাকবে, উত্তরে মরহুম পীর সাহেব (রহ) বলেন এই সংগঠন যদি রবের কাছে কবুল হয় অবশ্যই থাকবে আর যদি কবুল না হয় সংগঠন বিলুপ্ত হয়ে যাবে।
    দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২১-২২ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

    এতে সভাপতি মাওলানা ইয়াহয়া সাঈদ , সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফয়জুল্লাহ সাকি ও সেক্রেটারি মাওলানা সাহাব উদ্দিন সাহেব।

    সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা শফিউল আলম ও মহেশখালী উত্তর শাখার যুব আন্দোলনের সভাপতি হাফেজ ইব্রাহিম , ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি ইমরানুল হক, ওলামা আইম্মা পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম সহ থানার থানার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দু,।

    ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ  মহেশখালী শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম , ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মহেশখালী শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাঈন উদ্দিন , ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটিয়া সাংগঠনিক জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম আহমদ শোয়াইব, মহেশখালী উত্তরের সভাপতি করিম উল্লাহ সহ প্রমুখ।

  • শার্শায় আমের রাজধানী খ্যাত বেলতলায় আম বেচাকেনা শুরু।

    শার্শায় আমের রাজধানী খ্যাত বেলতলায় আম বেচাকেনা শুরু।

    আব্দুর রহিম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ

    যশোর জেলার শার্শা উপজেলাধীন কায়বা ইউনিয়নে আমের রাজধানী খ্যাত বেলতলা বাজারে এখন আম(গুটি) বেচাকেনা শুরু হয়েছে। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে যশোর জেলার শার্শা উপজেলার শেষ সীমানা ও সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা সীমানা শুরুর মাঝামাঝি বেলতলা নামক স্থানে এই আমের বাজারটি অবস্থিত।

    শনিবার (১৯ মার্চ) সকালে বেলতলা বাজার ঘুরে দেখা যায়, প্রতি মণ আম ৩ থেকে ৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
    জানা গেছে, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় টক ডাইল,ও আচার তৈরীর কাজে ব‍্যাবহার হচ্ছে এই আম।

    বেলতলা বাজারে আম বিক্রি করতে আসা আম বেপারী মোঃ রফিকুল ইসলাম জানান, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় এই অঞ্চলে আমের ফলন এবার ভাল হয়েছে, গুটি আম হলেও আমের গঠন বেশ বড় আকারে বৃদ্ধি পেয়েছে। দেশে করোনা ভাইরাস না থাকায় চাহিদা বেশি ও ভালো দামে আম বিক্রি হবে বলে ঐ আম চাষী জানান।

    আম বাজারে মেসার্স বিসমিল্লাহ ফল ভান্ডার এর স্বত্বাধীকারী মোঃ আব্দুস সাত্তার বলেন, এবছর আমের দাম ভালো এবং চাহিদাও বেশি আছে, আশা করছি এবছর ব্যবসা ভালো হবে।

    ঐ বাজারের আম ব‍্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ লুকমান হোসেন জানান, বাজারে প্রতিটি আড়ৎ এ গুটি আম বেচাকেনা শুরু হয়েছে, পবিত্র রোজার পরপরই পাকা আম বেচাকেনা শুরু হবে, এ জন্য এখানে আম বিক্রি করতে আসা বেপারী এবং বাহির থেকে আম কিনতে আসা বেপারীদের সব ধরনের সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা আছে।

    শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ কুমার মন্ডল জানান, সমগ্র উপজেলা ঘিরে এবার ৭শ’ ৯০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আম চাষ হচ্ছে, এখানকার আম দেশের গণ্ডি ছাড়াও বিদেশে রপ্তানি হচ্ছে। এবছর প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি জানান।

  • তানোরে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগ।

    তানোরে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগ।

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর তানোরে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদের বিরুদ্ধে। সেই সাথে কৃষি কর্মকর্তার শাস্তি ও জরুরী ভাবে দ্রুত বদলির দাবি জানিয়েছেন প্রকৃত কৃষকরা। গত ২০মার্চ সোমবার উপজেলার প্রায় ৪হাজার কৃষককে বিনামূল্যে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এসময় উপস্থিত এমপির কাছে একাধিক প্রকৃত কৃষকরা কৃষি প্রণোদনা বিতরণের অনিয়ম নিয়ে অভিযোগ করেন।

    কৃষকদের অভিযোগ কৃষি কর্মকর্তা তার মাঠ পর্যায়ের বিএস কর্মকর্তাদের দিয়ে নামমাত্র কৃষি প্রণোদনার তালিকা তৈরি করে প্রকৃত কৃষকদের সহায়তা প্রদান না করে নিজের ইচ্ছে মতো অকৃষকদের প্রণোদনা দিয়ে প্রতিনিয়ত সরকারি অর্থ আত্মসাৎ করে আসছেন। এমনকি কৃষক না হয়েও যাদের কৃষক বানিয়ে কৃষি প্রণোদনা দেয়া হয়েছে। তারা সকলে সেই কৃষি প্রণোদনার সার বীজ খুচরা সার ডিলারদের কাছে বিক্রি করে দিচ্ছেন। অথচ প্রকৃত কৃষকরা কৃষি প্রণোদনা সহায়তা পাচ্ছেন না। যা শুধু একমাত্র কৃষি কর্মকর্তার সেচ্ছাচারীতায় এসব অনিয়ম দূর্নীতি হচ্ছে।

    জানা যায়, একজন কৃষক এক কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার, ১০০ টাকার বালাইনাশক এবং জমি প্রস্তুতি, সেচ ও বাঁশের বেড়া তৈরিতে বিকাশের মাধ্যমে ২ হাজার ৮০০ টাকা পাবেন। সেই সঙ্গে ২ হাজার ১০০ টাকার পলিথিন ও ১৫০ টাকার নাইলনের সুতা দেওয়ার কথা ছিলো। কিন্তু সেখানেও কৃষক প্রতি বরাদ্দের ২ হাজার ১০০ টাকার পলিথিনের বদলে দিয়েছেন বড়জোর ৫০০ টাকার পলিথিন। ১৫০ টাকার নাইলনের সুতার বদলে দিয়েছেন ৬০ টাকার প্যারাসুট সুতা। আর এসব কৃষি প্রণোদনা গুলো যেসব কৃষকদের দেয়া হয়েছে তারা কেউ প্রণোদনা গুলো ব্যবহার না করে প্রায় কৃষক বিক্রি করে দিয়েছেন। যা সরেজমিনে তদন্ত করলেই বেরিয়ে আসবে এসব অনিয়ম দুর্নীতি।

    তানোর পৌরসভার বেশকিছু কৃষক অভিযোগ করে বলেন, তানোর পৌরসভার দায়িত্বে থাকা উপসহকারী বিএস এমদাদুল হকের মাধ্যমে কৃষি কর্মকর্তা যোগসাজশ করে এসব কৃষি প্রণোদনার সার বীজ গুলো নামমাত্র ভুয়া কৃষকের তালিকা তৈরি করে আত্মসাৎ করে আসছেন বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে।
    এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ তার বিরুদ্ধে করা কৃষকের সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কৃষি কর্মকর্তা কৃষকের কিসে ভালো আর কিসে খারাপ আমি জানি,এমপি সাহেব না বুঝে কৃষকের কথায় আমাকে গালাগালি করেছে। তিনিতো আর মাঠ পর্যায়ে থাকেন না সে কি বুঝবে। আমরা সারাদিন মাঠেঘাটে থাকি কে কৃষক আর কে অকৃষক আমার চাইতে এমপি সাহেব বেসি চিনেন না। তাই আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ নিয়ে আমাকে ক্ষমতার দাম্ভিকতা দিয়ে গালাগালি করেছেন। আমি বিষয়টি আমার উদ্ধর্তন কর্মকর্তাকে অবহিত করেছি,দেখা যাক তারা এমপি সাহেবের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহন করছে।

  • বাঘা উপজেলা  প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের পাশে।

    বাঘা উপজেলা  প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের পাশে।

    বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
    রাজশাহীর বাঘায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে পাট ফসল এবং রোপা আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির  লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ  করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) উপজেলা  প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাঘা, রাজশাহী এর আয়োজন করেন।
    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৭ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার  গ্রাম পর্যায়ে  ৫শ ৫০ জন প্রত্যেকে ৫ কেজি উফসী আউশ বীজ  ১০ কেজি  ড্রাই এমোনিয়াম ফসফেট( ডিএপি) ১০ কেজি মিউরেট অব পটাস (এমওপি) বিতরণ করা হয়। সেই সাথে উপজেলার ২ হাজার ৩২০ জন কৃষকের মাঝে উন্নতমানের ১ কেজি পাটবীজ  সরবরাহ করা হয়েছে।
    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, পল্লী বিদ্যুত অফিসের  ডেপুটি জেনারেল ম্যানেজার  সবীর কুমার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলী প্রমুখ।
  • সরকারের উন্নয়ন তুলে ধরতে আ.লীগ নেতার উঠান বৈঠক।

    সরকারের উন্নয়ন তুলে ধরতে আ.লীগ নেতার উঠান বৈঠক।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন জনগনের মাঝে তুলে ধরতে ঠাকুরগাঁওয়ে উঠান বৈঠক করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।

    বুধবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। এসময় আলোচনার সভার মধ্য দিয়ে তিনি জনগনের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন সম্পর্কে তুলে ধরেন।

    আওয়ামী লীগ নেতা সুজন বলেন,
    শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে,গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন। আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরেই। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্র্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

    বক্তব্য শেষে  ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলামের পক্ষ থেকে চাড়োল ইউনিয়নের দুুটি মসজিদে নগদ ১ লক্ষ টাকা অনুদান তুুলে দেন আওয়ামী লীগ নেতা সুজন।

    এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী সহ ইউনিয়ন আওয়ামী লীগের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সানন্দবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল। 

    সানন্দবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল। 

    দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
    পবিত্র মাহে রমাজান উপলক্ষে সানন্দবাড়ী প্রেসক্লাব এর  উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    ১৫ রমজান ৭ এপ্রিল শুক্রবার সানন্দবাড়ি প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
    সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রশীদুল আলম শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম আকন্দ। আলোচনা সভা  ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক সাহিত্যিক ও গবেষক আলহাজ্ব এম এ বারী আকন্দ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী মোল্লা, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ি  বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ী পিআইসির পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রহিম, সানন্দবাড়ি বহুমুখী উচ্চবিদ্যালয় এর সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব আজিজুর রহমান, ডি এস বি আব্দুর রাকিব খান। বক্তব্য রাখেন সিনিয়র প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম সহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।
    বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও অপ-সাংবাদিকতা প্রতিরোধ করার আহবান জানান।
  • গোদাগাড়ীতে রাজাবাড়ীহাট আঞ্চলিক গবাদিপশু দুগ্ধ খামারের গরু পাচারের অভিযোগ।

    গোদাগাড়ীতে রাজাবাড়ীহাট আঞ্চলিক গবাদিপশু দুগ্ধ খামারের গরু পাচারের অভিযোগ।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অবস্থিত রাজাবাড়ীহাট আঞ্চলিক গবাদিপশু দুগ্ধ খামারের উপ-পরিচালকের বিরুদ্ধে গোপণে চুরি করে গরু পাচারের অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে।

    এ খবর জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য উঠে এসেছে, খামারের উপ-পরিচালক বলেন, একটি বড় গাভীর সামনের দুটি পাঁয়ে পচন ধরে অসুস্থ হয়ে পড়েছিল। যে কোনো সময় মারা যেতে পারতো। সেই জন্য ইমারজেন্সি নিলামে সাড়ে ১৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। রাজাবাড়িহাট গ্রামের বাবলু নিযেছেন।নিলামে ৩ জন অংশ নিয়েছিলেন বাবলু বেশী দাম বলায় তাকে দেয়া হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ এপ্রিল বুধবার গভীর রাতে রাজাবাড়ী হাট খামার থেকে একটি বড় সাইজের গরু নিয়ে যাবার সময় এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় তারা গরুসহ বাবলুকে আটক করে কাগজপত্র দেখতে চাইলে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তবে খবর পেয়ে খামারের উপ-পরিচালক তড়িঘড়ি করে সাড়ে ১৩ হাজার টাকার একটি বিক্রয় রশিদ নিয়ে আসেন। স্থানীয়রা জানান, যেখানে একটি বাছুরের মুল্য ৩০ হাজার টাকা। সেখানে একটি বড় সাইজের গাভী গরুর দাম ১৩ হাজার টাকা হয় কি ভাবে। আবার গরুর যদি সামনে দুই পায়ে পচন ধরে তাহলে গরু নিয়ে হেটে গেলেন কিভাবে। তারা বলেন, আসলে চুরি করে গরু বিক্রির পর তারা এসব নাটক করছে।

    এবিষয়ে জানতে চাইলে উপ-পরিচালক বলেন, নিয়ম মেনে ইমারজেন্সি নিলামে সাড়ে ১৩ হাজার টাকায় একটি অসুস্থ গরু বিক্রি করা হয়েছে। কিন্ত্ত এসব না বুঝেই এলাকার কিছু বখাটে যুবক চাঁদাবাজি করতে গরু আটক করেছিল, পরে বৈধ কাগজপত্র দেখিয়ে তারা গরু নিয়ে গেছেন।