Author: admin
-
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাপোলো।
ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।সোমবার বিকেলে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে বাইতুল জান্নাত মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি শিশুদের সাথে এই ইফতারের আয়োজন করা হয়। এসময় পৌর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি আবু হাসনাত রুম্মন সহ মাদ্রার শিক্ষকরা উপস্থিত ছিলেন।শিশুদের ইফতারের জন্য ছিল খেজুর, বেগুনি, ছোলা, মুড়ি, পেঁয়াজু, ডিম, কাচ্চী বিরানী, জুস। ইফতারের আগে স্বেচ্ছাসেকলীগের এই নেতা এতিমখানার কর্তৃপক্ষের হাতে এসব খাবার তুলে দেন। পরে এক সাথে তাদের সাথে বসে ইফতার করেন।স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন,আজকের এই পবিত্র দিনে মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে একসাথে বসে ইফতার করতে পেয়ে খুব আনন্দ লাগছে। আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন সকলকে সাথে নিয়ে চলার জন্য। তারই নির্দেশে আজ আমি আমার পক্ষ থেকেই এই এতিম শিশুদের ইফতার করিয়েছি।তিনি আরো বলেন,সিয়াম সাধনার মাধ্যমে রমজানে আমরা সকলে ক্ষুধার্ত ও অসহায় মানুষের কষ্ট বুঝতে চেষ্টা করি। প্রত্যেকের উচিত রমজানে সিয়াম সাধনার পাশাপাশি দুস্থ ও এতিম শিশু,অসহায়,দরিদ্র ও ক্ষুধার্তদেরকে সহায়তার মাধ্যমে তাদের দুঃখ-কষ্ট লাঘবের চেষ্টা করার। -
গোদাগাড়ীতে রান্নার আগুনে পুড়ে কিশোরী নিহত।
গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে রান্নার আগুনে ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে এ ঘটনায় জান্নাতুন ফেরদৌস (১৭) নামের এক কিশোরী নিহত হয়েছে।
এ বিষয়ে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬ টার সময় উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর বয়ারবাড়ী গ্রামে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এই আগুনে ৫টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরের লোকজন বের হতে পারলেও ঘরে অবস্থান করায় ১৭ বছর বয়োসের জান্নাতুন ফেরদৌস নামের এক কিশোরী আগুনে পুড়ে মারা যায়। গ্রামটি পদ্মা নদীর ওপারে চরে অবস্থান হওয়ায় ফায়ার সার্ভিসের লোকজন যেতে পারেনি। আর আশে পাশে পানির ব্যবস্থা না থাকায় স্থানীয় লোকজন আগুন নেভাতে পারেনি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ রানা উজ্জ্বল জানান, প্রথমে স্থানীয় শফিকুলের বাড়িতে আগুন লাগে। এরপর পাশে নাজমুল, আব্দুল জলিল, ইমাম হোসেন ও সাইদুর রহমানের বাড়িতে তা ছড়িয়ে পড়ে। এতে করে ৫টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বাড়ি-ঘর থেকে পরিবারের সদস্যরা বের হয়ে পড়ে। কিন্তু শফিকুলের মেয়ে জান্নতুন ফেরদৌস ঘরেই অবস্থান করছিল। ফলে আগুনে পুড়ে জান্নাতুল ফেরদৌস মারা যায়।
এদিকে খবর পেয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ হাসান ঘটনাস্থলে গিয়ে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেন। নিহত জান্নাতুল ফেরদৌসের পরিবারকে ২৫ হাজার টাকা ও ক্ষতিগ্রস্তদের ২ হাজার করে টাকা এবং ২০ কেজি করে চাল, শাড়ি, লুঙ্গি দেওয়া হয়। সোমবার পুড়ে যাওয়া পরিবারগুলোকে অস্থানীয়ভাবে ঢেউটিন দিয়ে ঘর করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক শামীম আহমেদ।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় ,২০২১ সালে নদী ভাঙনে বাড়ি-ঘর বিলীন হয়ে গেলে নতুন করে সরকারী জায়গায় কোন রকমে ঘর তুলে বসবাস করে আসছিলেন তারা এমন অবস্থায় কি করবে তারা বুঝে পাচ্ছে না।
-
বেলকুচি উপজেলা ছাত্রলীগ সভাপতি বহিষ্কার।
সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি কে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
সোমবার (১০ এপ্রিল) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।জানা গেছে, বিভিন্ন সময় দলীয় নেতৃবৃন্দকে মারধর ও রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোটের সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, ও রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দের উপর হামলা চালায় রকি। তাছাড়াও পদ দেওয়ার কথা বলে কলেজ ছাত্রীর সাথে অশ্লীল চ্যাট ফেসবুকে ছেড়ে দেওয়া সহ দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
২০২১ সালে ১৫ই জুন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোমিন মন্ডল এর সুপারিশে গণতান্ত্রিক পন্থা সম্মেলন ছাড়াই বেলকুচি উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্যাডের মাধ্যমে কমিটি ঘোষণা করা।
কমিটি ঘোষণার পর থেকেই বেলকুচি উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। বেলকুচি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎসর বিরুদ্ধে এক অসহায় গরীব ব্যক্তির ভ্যান চুরির অভিযোগ ওঠে।
পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদের নেতৃত্বে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের উপর মাদক ব্যবসা কে কেন্দ্র করে হামলা অভিযোগ ওঠে।
বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুই নেতার আপত্তিকর মেসেজ ফেসবুকে ভাইরাল হলে বিভিন্ন পত্রিকায় লেখালেখি হয়।গত ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের ব্যানারে এমপির নাম ও ছবি না থাকায় ছাত্রলীগের নেতারা বেলকুচি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ এর উপরে হামলা করে গুরুতর আহত করে।
রাজাপুর হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রবীণ আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী মাস্টার, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দসহ দশজনকে হামলা করে গুরুতর আহত করে।
বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রতিনিধি ও সাধারণ মানুষদের কাছে বেলকুচি উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের চাঁদাবাজির অভিযোগ রয়েছে।বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি কে বহিষ্কারের ঘোষণা শুনে বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারণ নেতা কর্মীদের মধ্যে স্বস্তি ফিরে পেয়েছে এবং সাধারণ সম্পাদকেরও বহিষ্কারের দাবি জানিয়েছে।
বেলকুচি উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি রবিন হাসান রকি বেলকুচি উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তার আপন চাচা আতাউর রহমান বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
রাজাপুর ইউনিয়ন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বারবার চেয়ারম্যান নির্বাচন করেছেন।বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিব মিল্লাত রাজাকার পরিবারের সন্তান বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বলেন, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতির বহিষ্কারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি, সাধারণ সম্পাদকের বিষয়টি এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন্দ্রের সাথে আলোচনা করে জানাবো।
এ বিষয়ে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস বলেন সভাপতিকে বহিষ্কার করা হয়েছে, সাধারণ সম্পাদককেও বহিষ্কার করা হোক।
বেলকুচির উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন অসামাজিক কার্যকলাপের তারা জড়িত ছিলো। উপজেলা আওয়ামী লীগের কোন নেতাকেই তারা মানতো না, হর হামেশাই তাদেরকে লাঞ্ছিত করত।কেন্দ্রীয় ছাত্রলীগের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। -
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মৌন প্রতিবাদ ও মানববন্ধন।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক রহিম শুভ’র নিঃশর্ত মুক্তি, যমুনা টেলিভিশনের রংপুরের স্টাফ রিপোর্টার মাজহারুল মান্নান,দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি অসীম সহ বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য মৌন প্রতিবাদ এবং মানববন্ধন করেছে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা।রোববার (০৯ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে শহরের চৌরাস্তায় ঘন্টা ব্যাপী মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেন তারা।এসময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি পার্থ সারথি দাস, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়াল ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।তারা বাংলাদেশের সকল সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধ ও যেসব সাংবাদিকদের কারাবন্দি করে রাখা হয়েছে তাদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান। তাদের দ্রুত মুক্তি না দিলে সারাদেশে ব্যাপক কর্মসূচি দেওয়া হুঁশিয়ারি দেন সাংবাদিকরা। -
তরমুজের ফলন বৃদ্ধির আসায় ক্ষেতে মৌমাছির বক্স স্থাপন।
গোদাগাড়ী (রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে তরমুজের ফলন বৃদ্ধিতে তরমুজ ক্ষেতে মৌবক্স স্থাপন করে সফল হয়েছেন কৃষক মনিরুল ইসলাম। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ধামিলা এলাকার কৃষক মনিরুল ইসলাম মালচিং পদ্ধতিতে ১বিঘা ২ কাঠা জমিতে চাষ করেছে ব্লাকবেরী জাতের ১২ মাসি তরমুজ। তার তরমুজ ক্ষেতে পরাগায়নের জন্য স্থাপন করেছে ৬ টি মৌবক্স। এতে তার ক্ষেতে তরমুজের গাছে ভালো তরমুজ ধরেছে।
কথা হয় এ প্রতিবেদকের সাথে তরমুজ চাষি মনিরুলের। মনিরুল বলেন, ২ মাস আগে ১ বিঘা ২ কাঠা জমিতে মালচিং পদ্ধতিতে তরমুজের চাষ করেছি। বীজ থেকে চারা তৈরী, চারা জমিতে লাগানো থেকে শুরু করে এখন পর্যন্ত তরমুজ চাষে খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। প্রথম দিকে জমিতে তরমুজ ধরার পর গুটি নষ্ট হয়ে যাচ্ছিল। তরমুজ টিকছিলনা।গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকারের কাছে পরার্মশ করিলে তিনি বলেন, পরাগায়নের সমস্যা হচ্ছে। তাই ফল নষ্ট হয়ে যাচ্ছে। ভালো পরাগায়নের জন্য তরমুজের জমিতে মৌবক্স স্থাপনের পরার্মশ দেন। ২১ হাজার টাকাই ভাগাইল থেকে ৬টি মৌবক্স কিনে এনে তরমুজের জমিতে ৬ টি মৌবক্স স্থাপন করি। মৌবক্স স্থাপনের পর ফুলে পরাগায়ন ভালো হচ্ছে। এতে করে তরমুজের গুটি নষ্ট হচ্ছে না। গাছে ভালো তরমুজ ধরেছে। এখন গাছে ৫শ’ গ্রাম থেকে ১ কেজী ওজনের তরমুজ রয়েছে। ঈদের পর তরমুজ বিক্রি শুরু করবো।
এক প্রশ্নের জবাবে তরমুজ চাষি মনিরুল বলেন, তরমুজ ক্ষেতে মৌবক্স স্থাপন করে লাভবান হয়েছি। ১ বিঘা ২ কাঠা জমিতে ১ হাজার তরমুজের গাছ রয়েছে। কম করে হলেও প্রতিটি গাছে যদি ২ থেকে ৩ টি করে ৩ কেজী ওজনের তরমুজ পাই তাহলে ১শ’ ৮০ মণ তরমুজ পাবো। যা বিক্রি হবে প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকায়। খরচ বাদে আয় হবে ১লক্ষ ২০ হাজার টাকা। তবে আশা করছি এর চাইতে আরো বেশী আয় হবে।
গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকার বলেন, তরমুজ ক্ষেতে ফুলে পরাগায়নের সমস্যা হলে তরমুজ নষ্ট হয়ে যায়। তরমুজ ক্ষেতে মৌবক্স স্থাপন করলে মৌমাছি দ্বারা পরাগায়ন ভালো হয়। এতে করে প্রায় ৩০ ভাগ ফলন বৃদ্ধি পায়। -
ঠাকুরগাঁওয়ে পৌর স্বেচ্ছাসেবকলীগের ইফতার বিতরণ।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঠাকুরগাঁওয়ে দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছেন ঠাকুরগাঁও পৌর স্বেচ্ছাসেবকলীগ।
শনিবার বিকেলে পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।
এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন বাবলু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নূর ইসলাম তালাশ,সিনিয়র সহ সভাপতি আবু হাসনাত রুম্মন, সাধারণ মেহেদি হাসান রনি, দপ্তর অভিজিত রায়(অভি) প্রমূখ।
জেলা আওয়ামী লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ আমরা অসহায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছি। আমাদের নেত্রী আগেই বলেছেন আমরা ইফতারের আয়োজন না করে পার্টির পক্ষ থেকে যারা কষ্টে আছেন যারা গরীর মানুষ তাদের হাতে খাবার তুলে দেবো। এরই ধারাবাহিকতায় আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। এই ধারা অব্যাহত থাকবে।
-
রাণীশংকৈলে জিনের পুতুলে প্রতারণা’ চক্রের ৮ সদস্য গ্রেপ্তার।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:জিনের স্বর্ণের পুতুল দেওয়ার কথা বলে মানুষকে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নেওয়া ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল এলাকার আলোচিত প্রতারক চক্রটির তিন পুরুষ ও ৫ নারী সহ মোট ৮জন সদস্যকে অবশেষে গত শুক্রবার মধ্যেরাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।প্রতারণার চক্রটির মধ্যে গ্রেফতার কৃতরা হলেন, রুমা আক্তার,ঝর্ণা আক্তার,আমেনা বেওয়া,রুপালী আকতার,পারুল আকতার ও বিপ্লব,সুমন, মারুফসহ মোট ৮জন।আলোচতি এ প্রতারক চক্রটির আটকের বিষয় নিয়ে রাণীশংকৈল থানা পুলিশ থানা চত্বরে এক সংবাদ সম্মেলনের আয়োজনে করে। সংবাদ সম্মেলনে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, উপজেলার কোচল এলাকার নাজমা ওরফে ছুটুনি বুড়ি, তার ছেলে রুবেল, মেয়ে জামাই আকাশ আলী মিলে জিনের স্বর্ণের পুতুল প্রতারণার এ চক্রটি পরিচালনা করে আসছে। তারা মানুষকে প্রতারিত করাসহ বিভিন্ন হয়রানী করে থাকেন। এই প্রতারক চক্রটি গত বৃহস্পতিবার দিনাজুপর জেলার সেতাবগঞ্জ থানা এলাকার মাইনুল হোসেনকে স্বর্ণের পুতুল দেওয়ার কথা বলে, ছুটুনি বুড়ি তার বাড়ীতে মাইনুল হোসেনকে ডেকে নগদ সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়।একইভাবে দিনাজপুর জেলার বিরল থানা এলাকার উম্মে কুলসুম নামে এক নারীর নিকট সাড়ে ৩লাখ টাকা একই কায়দায় হাতিয়ে নিয়ে পুতুল না দিয়ে তাদের উল্টো হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয়। পরে ভুক্তভুগীরা থানায় আশ্রয় নিলে। রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাটি আমলে নিয়ে। তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করে শুক্রবার রাতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৮জন সদস্যকে গ্রেফতার করে।তবে প্রতারক চক্রের মুল হোতা নাজমা ওরফে ছুটনি বুড়ি ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়েছেন জানিয়ে ওসি বলেন, তাকেও গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। ওসি গুলফামুল ইসলাম মন্ডল আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের হবে। এবং ছুটুনি বুড়ির অন্যতম সহযোগি ছেলে রুবেল ও মেয়ে জামাই আকাশকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে -
পবিত্র কুরআন শরীফ অবমাননা করায় গ্রেফতার-১।
ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় পবিত্র কুরআন শরীফ অবমাননা করায় গ্রেফতার করা হয়েছে জীবন রায় নামের এক হিন্দু যুবককে। ৮ মার্চ ( রবিবার) সন্ধ্যায় যুবকের নিজ বাড়ি থেকে ডিমলা থানা পুলিশ গ্রেফতার করে।
জানা যায়, রিদয় আহম্মেদ শান্ত নামের এক যুবক তার ফেসবুকে বিকট আওয়াজ টা হচ্ছে না কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে জীবন রায় নামের সেই যুবক কমেন্ট বক্সে পোস্ট করে ভুল কুরআন। যুবক ভুল কুরআন কমেন্ট করায় তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ নিয়ে পবিত্র রমজান মাসে মুসলমানদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ডিমলা থানা পুলিশের নজরে আসলে তাৎক্ষণিক যুবককে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান বলেন, ফেসবুকে মুসলমাদের পবিত্র ধর্ম গ্রন্থ্য কুরআন শরীফ নিয়ে কমেন্ট করায় জীবন রায় নামের সেই যুবককে আটক করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত যুবক ডিমলা ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের মৃত বিশ্বদেব রায়ের পুত্র।
ডিমলা থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) বিশ্বদেব রায় জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
-
বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত।
মল্লিক মোঃ জামান(বাগেরহাট) থেকেঃ
বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় মোঃ জাকারিয়া নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ সময় তার সাথে থাকা মুজাহিদ নামে আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন।নিহত পুলিশ সদস্য জাকারিয়া বাগেরহাট পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।৬ এপ্রিল দুপুর ১.৩০ টার দিকে মোংলা উপজেলার দিগরাজের আপাবাড়ি নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য জাকারিয়া খুলনা জেলার তেরখাদা উপজেলার বাসিন্দা।জানা গেছে যে, পুলিশ সদস্য জাকারিয়া ও মুজাহিদ মোংলা ইপিজেড থেকে ডিউটি শেষ করে তার কর্মস্থল বাগেরহাট পুলিশ লাইন্সে ফেরার পথে আপা বাড়ি নামক স্থানে আসলে তার মটরসাইকেলের সামনে একটি কুকুর এসে পড়ে। তখন সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। সে রাস্তায় পড়ে গেলে উল্টো দিক থেকে আসা তেলবাহী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এ সংবাদ শুনে মোংলা থানা পূলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত জাকারিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।বাগেরহাট জেলা পুলিশ তার এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।