Author: admin

  • তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় একজন নিখোঁজ।

    তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় একজন নিখোঁজ।

    তিস্তা নদী ব্যারেজ এলাকার উজানে তিস্তা নদীতে নৌকা ডুবিতে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে।নিখোঁজ ব্যক্তির নাম কোরবান আলী (৬৫)। সে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গুড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তিনি নদী ভাঙনের কারণে ডিমলা উপজেলার বাইশপুকুর (শিলট্যাব) এলাকায় বসবাস করেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে কোরবান আলী গুড্ডিমারী চর থেকে ছেলে মেয়ে ও নাতী-নাতনীদের নৌকায় করে নিজের বাড়ির উদ্দেশ্য তিস্তা নদী পাড়ি দেন। ডিঙি নৌকাতে অতিরিক্ত লোকজন উঠায় নৌকাটি পানিতে ডুবে যায়। সকলে উদ্ধার হলেও কোরবান আলীকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় লোকজন নদীতে অনেক খোঁজাখুঁজির পরও এখন পর্যন্ত কোরবান আলীর সন্ধান পাওয়া যায়নি। ডিমলা থানার পুলিশ ও দোয়ানী ফাড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিখোঁজ কোরবান আলীকে উদ্ধারের জন্য রংপুরের ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়েছে।

  • রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু।

    রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু।

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম হোসেন (২৬) নামে এক যুবকের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

    বুধবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার লেহেম্বা ইউপির গাংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন লেহেম্বা ইউনিয়নের আবুল কালাম আজাদ।

    নিহত সেলিম লেহেম্বা ইউপির গাংগুয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

    পরিবারের স্বজনেরা জানান, দুপুরবেলা কৃষিমাঠ থেকে ফিরে নিজ ঘরে ফ্যান  লাগানোর সময় সে বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তখন স্থানীয়রা সেলিমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ সরেজমিনে পরিদর্শন করেন।

    থানা পরিদর্শক (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। কারো কোনো অভিযোগ না থাকায় বিদ্যুৎতায়িত হয়ে মারা যাওয়া লাশ দাফনে অনুমতি দেওয়া হয়। এবিষয়ে কোনো মামলা হয়নি।

  • ভিজিএফের চাল মিল থেকে উদ্ধার ও চেয়ারম্যানের বিরুদ্ধে চাল কম দেয়ার অভিযোগ।

    ভিজিএফের চাল মিল থেকে উদ্ধার ও চেয়ারম্যানের বিরুদ্ধে চাল কম দেয়ার অভিযোগ।

    ঈদের আগে গরিবের ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জনপ্রতি ১০ কেজির পরিবর্তে ৭-৯ কেজি করে চাল দেয়া হয়েছে। তবে চাল কম দেওয়ায় চেয়ারম্যানকে বলতে গেলে উল্টো বলেন ফ্রি চাল পাও এতেই বেশি আবার অভিযোগ। এতে ক্ষুদ্ধ দেবীপুর  ইউনিয়নের সুবিধাভোগীরা।

    ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। দরিদ্র ও অস্বচ্ছল ব্যক্তিদের চাল না দিয়ে স্বচ্ছল ব্যাক্তিদের চাল দেওয়ার অভিযোগ ও তুলেন ভুক্তভোগীরা। সোমবার (১৭ এপ্রিল) সদরের বেশকয়েকটি ইউনিয়নে হত-দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়।

    দেবীপুর ইউনিয়নের বাসিন্দা বৃদ্ধ জয়নুল আবেদীনসহ আরো দু’জন টিপ সই দিয়ে ভিজিএফ’র ত্রিশ কেজী একটি খোলা চালের বস্তা নেন। দোকানে ওজন দিয়েন দেখেন চাল ত্রিশ কেজী নয়, ছাব্বিশ কেজী। বাকি চাল উধাও। এ কথা চেয়ারম্যানকে বলতে গেলে চেয়ারম্যান রেগে গিয়ে বলেন ফ্রি চাল পাচ্ছেন এটাই বেশি।

    একই ইউনিয়নের তরিকুল ইসলাম সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত অপেক্ষার পর তিনজন মিলে ত্রিশ কেজি চাল পান। তিনিও বাইরে এক দোকানে চালের বস্তাটি ওজন দিয়ে দেখেন ত্রিশ কেজী চালের বদলে চাল হচ্ছে সাতাশ কেজি। বাকি তিন কেজী নেই। তরিকুল চেয়ারম্যানকে এ কথা বলতে যাবে এমন সময় রাস্তায় থাকা পরিষদের দু’জন সদস্য থামিয়ে দিয়ে বলেন চেয়ারম্যানের অনেক রেগে আছে চাল যা পাইছেন তা নিয়ে চলে যান। পরে সমস্যা হতে পারে।

    তরিকুল ইসলাম সাংবাদিকদের অভিযোগ বলেন, প্রায় ২৫ জন চাল ওজন দিলো কিন্তু কেউ সঠিক ভাবে চাল পাইনি। কেউ পেয়েছে সাত-আট কেজী আবার কেউ নয় কেজী। কিছু বললেই চেয়ারম্যান রাগ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

    অভিযোগ রয়েছে, ওই ইউনিয়নে অস্বচ্ছলদের ভিজিএফ’র কার্ড না দিয়ে স্বচ্ছলদের কার্ড দিয়ে ভিজিএফ’র চাল প্রদান করা হয়। স্বচ্ছল ব্যাক্তিরা সেই চাল পেয়ে গরিবদের কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দেয়।

    চাল কিনতে আসা এক বৃদ্ধের সাথে কথা হয়। নামপ্রকাশ না করার সত্যে তিনি জানান, মুই গরিব মানুষ। মুই কোন চাউনের কার্ড পাওনি। কাহোও মোক কিছু দেনা। আজি শুনিনু বোডড (পরিষদ) নাকি চাউল দিবে। আসেহেনে শুনুনু লোকলা চাউল পাহেনে বিকাছে (বিক্রি)মুইহো মাইছের কাছত ৩০০ টাকা ধার করে দশ কেজী কিনিনু এলা দেখেছু আট কেজী। মোক গরিব লোকটাক ঠকাবা নাগিবে। কি লাভ মোক ঠকাহেনে।

    স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা প্রকৃত গরিব তারা যদি চাল না পাই তাহলে ভিজিএফ’র চাল কারা পাচ্ছে? যারা চাল পাচ্ছে তারা অনেকেই তা বিক্রি করে দিচ্ছে। বস্তা প্রতি আধাকেজী চাল কম মানা যায় কিন্তু চার থেকে পাঁচ কেজী। বাকি চালগুলো কথায় যাচ্ছে? কে খাচ্ছে?। চেয়ারম্যানকে বলতে গেলে তিনি উগ্র ভাষায় বলে যে ফ্রি চাল পাচ্ছে এটাই বেশি আবার অভিযোগ। চেয়ারম্যানের এমন কথায় মনে হচ্ছে তিনি তার নিজের টাকায় কিনে চালগুলো দিচ্ছে।

    তারা আরো বলেন, এতো অভিযোগ তবুও কোন ব্যবস্থা নেয়া না স্থানীয় প্রশাসন। ইউএনওকে  অভিযোগ দিলে তিনি ব্যবস্থা নেওয়ার কথা বললেও বাস্তবে তিনি কোন ব্যবস্থা নেয় চেয়ারম্যান নিজের ইচ্ছেমতো যাচ্ছেতাই ভাবে পরিষদ চালাচ্ছে। শুধু চাল নয়, আরো অসংখ্য অনিয়মের অভিযোগ আছে চেয়ারম্যানের বিরুদ্ধে।যারা সত্যিকারেই অসহায় দু’একজন ছাড়া বাকিরা কেউ কোন সুবিধা পাইনা বলে অভিযোগ তাদের।

    তবে চাল কম দেওয়ার ব্যাপারে চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সাথে কথা বলতে গেলে তিনি সংবাদকর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে বলেন, চাল কম দিচ্ছি কি দিচ্ছি না এটা আমি বুঝবো আর যারা নিচ্ছে তারা বুঝবে। আপনারা কথা বলার কে?। কত সাংবাদিক এলো গেলো কেউ কিচ্ছু করতে পারেনি আমার। নিউজ করে কোন লাভ নেই। কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি সংবাদকর্মীদের উপর তেরে আসেন।

    একই চিত্র সালন্দর ইউনিয়নেও। সেখানে চাল বিতরণের সময় প্রত্যেক কার্ডধারিদের চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজনে কম দেয়ার অভিযোগ রয়েছে। তবে বিষয়টি সদর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ পূর্ণবাসন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানাতে পেরে চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন। পরে তিনি নিজেই পরিষদে গিয়ে চাল বিতরণ করেন। সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী জরুরী কাজে শহরের বাইরে থাকায় প্যানেল চেয়ারম্যান এমনটা করেছে বলেন জানান এ কর্মকর্তা।

    অন্যদিকে, গত সোমবার বিকেলে রুহিয়া থানায় সবুজ সাথী হাসকিং মিলের গোডাউন থেকে ২৮ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেন সদর উপজেলা প্রশাসন।

  • কানাইঘাটে জামিনপ্রাপ্ত আসামীর হামলায় একই পরিবারের ৪ জন গুরুতর আহত।

    কানাইঘাটে জামিনপ্রাপ্ত আসামীর হামলায় একই পরিবারের ৪ জন গুরুতর আহত।

    কানাইঘাট পৌরসভার রায়গড় গ্রামে হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামীর হাতে একই পরিবারের মহিলা সহ ৪ জনকে এলোপাতাড়ি ভাবে মারধর এবং কলেজ পড়ুয়া এক মেয়ে শিক্ষার্থীকে মাথা ফাঁটিয়ে পানিতে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

    এ ঘটনায় কানাইঘাট থানায় হামলাকারী রায়গড় গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র একই বাড়ির আব্দুল মতিনের হত্যাকারী জামিনপ্রাপ্ত আসামী আব্দুল মান্নান (৪৫) এর বিরুদ্ধে মিনারা বেগম রুবি নামে এক মহিলা বাদী হয়ে গত মঙ্গলবার অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে একটি পরিত্যাক্ত কুড়ি থেকে মাছ ধরার সময় আব্দুল মান্নান তার প্রতিবেশি রায়গড় গ্রামের সেলিম আহমদের স্ত্রী মিনারা বেগম রুবি ও তার কলেজ পড়–য়া মেয়ে ফাহমি বেগম (১৫), মাইশা বেগম (১১) ও ছেলে সজিব আহমদ (৬) কে এলোপাতাড়ি ভাবে মারধর শুরু করে। একপর্যায়ে আব্দুল মান্নান ফাহমি বেগমকে রড দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে।

    এ সময় তার মা মিনারা বেগম রুবি এগিয়ে আসলে তাকে সহ তার অপর মেয়ে মাইশা ও ছেলে সজিবকেও মারধর করে আব্দুল মান্নান। তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীর কবল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকগণ কলেজ পড়–য়া ফাহমি বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ঘটনার পর খবর পেয়ে থানার এস.আই দেবাশীষ শম্র্মা ঘটনাস্থল পরিদর্শন করেন।

    স্থানীয়রা জানান, আব্দুল মান্নানের বিরুদ্ধে এলাকায় দাঙ্গা-হাঙ্গামা সহ নানা ঘটনায় পূর্বে কয়েকটি মামলা হয়েছিল। বছর খানেক পূর্বে একই বাড়ির চাচাতো ভাই প্রবাস ফেরত আব্দুল মতিনকে হত্যার দায়ে তার বিরুদ্ধে হত্যা মামলা হয়। ঐ মামলায় কয়েক মাস জেল খেটে জামিনে বেরিয়ে এসে আব্দুল মান্নান এলাকায় নানা ধরনের অপরাধে লিপ্ত রয়েছে সে।

  • রামপালে উপমন্ত্রী হাবিবুন নাহার’র ঈদ উপহার বিতরণ।

    রামপালে উপমন্ত্রী হাবিবুন নাহার’র ঈদ উপহার বিতরণ।

    বাগেরহাটের রামপালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি এবং বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হয়েছে।বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এ উপহার সামগ্রী বিতরণ করেন।

    ১৯ এপ্রিল বুধবার সকাল ৮.০০ টায় তিনি উপজেলার গৌরম্ভা ইউনিয়নে এ ঈদ উপহার বিতরণ শুরু করেন। পরবর্তীতে তিনি পর্যায়ক্রমে রাজনগর, হুড়কা, রামপাল সদর, উজলকুড়, পেড়িখালী, বাঁশতলী ও বাইনতলা ইউনিয়নে স্বল্প আয়ের মানুষের মধ্যে এ ঈদ উপহার বিতরণ করেন।

    এসময় তার সাথে ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দীন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান।

    উপহার সামগ্রী বিতরণ কালে প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

  • মাতৃত্বকালীন ভাতা প্রদানের নামে সাত লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ। 

    মাতৃত্বকালীন ভাতা প্রদানের নামে সাত লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ। 

    সরকারের দেয়া দরিদ্র মাতৃত্বকালীন ভাতা প্রদানের নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার ও ইউসিবি ব্যাংকের এজেন্ট ফজলে এলাহী (বাবু)’র বিরুদ্ধে। মাসের পর মাস ধর্না দেয়ার পর টাকা না পেয়ে হয়রানী আর ভোগান্তির শিকার হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিস্ট চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারীরা।
    স্থানীয়দের অভিযোগ, উদ্যোক্তার পদে বসেই তিনি সেবাপ্রত্যাশীদের জিম্মি করে উপার্জন করছেন অবৈধ অর্থ। সম্প্রতি ওই ইউনিয়নের ছয়শতাধিক নারীর গর্ভকালীন ভাতা আত্মসাতের অভিযোগ এ উদ্যোক্তার বিরুদ্ধে। গত তিন বছর ধরে ওই উদ্যোক্তা প্রতারণার মাধ্যমে এসব দরিদ্র নারীর ভাতার টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। সমাজের অবহেলিত এসব নারীর ভাতার অর্থ আত্মসাৎ করায় ওই উদ্যোক্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
    জানা যায়, দেশের হতদরিদ্র পরিবারের নারীদের সরকার মাতৃত্বকালীন ভাতা প্রদান করে থাকে। প্রতি জন নারীকে মাসে ৮০০ টাকা করে মোট ৩৬ মাস এ ভাতা প্রদান করা হয়। ওই ইউনিয়নের ৬৪৮জন হতদরিদ্র নারীকে মাতৃত্বকালীন ভাতার আওতায় আনা হয়। ইউনিয়ন উদ্যোক্তার মাধ্যমে এ ভাতা বিতরণের ব্যবস্থা করা হয়।
    দুই সন্তানের জননী জয়ন্তী রানী। শ্রমিক স্বামীর আয় আর বাড়িতেই সময় অসময়ে সেলাই কাজের উপার্জিত সামান্য অর্থে চলে অভাবের সংসার। শুধু জয়ন্ত রানী নয়, তার মতো ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের সালমা, সুমী ও জেসমিন আক্তারের পরিবারের দিন কাটে অভাব অনটনে।
    এমন অনেক অসহায় পরিবারকে সংশ্লিস্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাতৃত্বকালীন ভাতা প্রদান করছে সরকার। যার অর্থ আসে ইউসিবি এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যেমে। কিন্তু সহজ সরল এসব পরিবারের সুবিধাভোগীদের ভুল বুঝিয়ে মোবাইলের পাসওর্য়াড ও ফিঙ্গার প্রিন্ট নিয়ে কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে নারগুন ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও ইউসিবি ব্যাংকের এজেন্ট ফজলে এলাহী (বাবু)।
    এরই মধ্যে সুবিধাভোগীদের কয়েকশ নারীর সাত থেকে আট লাখ টাকা মাতৃত্বকালীন ভাতা হাতিয়ে নিয়েছে ওই উদ্যোগতা। আর টাকা উদ্ধারে প্রতিদিনিই ইউনিয়ন পরিষদে ভীড় করছেন ভুক্তভোগী নারীরা। লিখিত অভিযোগ দিলেও এখনো কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তবে টাকা আত্মসাতের পর থেকে পলাতক রয়েছে ওই উদ্যোগতা।
    ভুক্তভোগী নারীরা অভিযোগ করে বলেন, মাসের পর মাস ধর্না দিলেও প্রশাসন সেই উদ্যোগতার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। আমরা গরীব বলেই সরকার আমাদের টাকা দিচ্ছেন। আর সেই টাকা আত্মসাত করে ঘুরে বেড়াচ্ছে উদ্যোগতা ফজলে এলাহী বাবু। আমরা চাই তাকে আইনের আওতায় এনে টাকা আদায় করা হোক।
    মাতৃত্বকালীন অর্থ আত্মসাতের বিষয়ে দ্রুত সিন্ধান্ত নিয়ে নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেরেকুল ইসলাম জানান, উদ্যোগতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেজুলেশন করে উপজেলা প্রশাসনকে জানানো হবে।
    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান, কোন মায়ের টাকা যেন আত্মসাত করতে না পারে বিষয়টি তদন্ত করে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
  • উল্লাপাড়ায় বন্ধু মহলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় বন্ধু মহলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

    উল্লাপাড়ায় বন্ধু মহলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উল্লাপাড়া পৌর উম্মুক্ত মঞ্চে বন্ধু মহল দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সম্বনয়ে ইফতার মাহফিলটি এক মিলন মেলায় পরিণত হয়।

    বন্ধু মহলের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান অলক, উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ স্বপন, আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ ভোলা, আকবর আলী কলেজের সাবেক জিএস আলী হাসান লুলু সহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে উপস্থিত সকলে ৭১’র মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকল সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের নিহত হওয়া সকল সদস্যর জন্য দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যে কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • এসআই রুহুল আমিনকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে  স্মারক ও সম্মাননা প্রদান। 

    এসআই রুহুল আমিনকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে  স্মারক ও সম্মাননা প্রদান। 

    সিরাজগঞ্জের বেলকুচিতে মার্চ মাসের মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ এএসআই  হলেন বেলকুচি থানার রুহুল আমীন। সোমবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ অফিস সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এএসআই  নির্বাচিত করা হয়। মাসিক অপরাধ সভায় সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল তাকে তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।

    এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) সামিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হান্নান মিয়া, সিরাজগঞ্জ সার্কেল হাসিবুল আলম, সহকারি পুলিশ সুপার ( কামারখন্দ) সার্কেল) আদনান মুস্তাফিজ, বেলকুচি থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) আসলাম হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    বেলকুচি থানার এএসআই রুহুল আমিন বলেন, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার আরিফুল মন্ডল স্যার এর অনুপ্রেরণায় ও বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন স্যারের নির্দেশনায় বেলকুচি থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, মাদক কারবারিদের গ্রেফতার করে বেলকুচি থানা এলাকা মাদক মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এসময় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • রাণীশংকৈলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

    রাণীশংকৈলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

    ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে হাফেজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার সকাল ১১টার সময় উপজেলার ছোট নুনতোর গ্রামের মকবুল হোসেনের বড় ছেলে মো. সিয়াম (১০) একই গ্রামের  মুক্তার হোসেনের ছেলে আল আমিন (১২)
    পা‌নিতে ডুবে মারা গেছে। তারা দুজনেই প্রতিবেশী।

    ধর্মগড় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল এসব তথ্য নিশ্চিত করেন।

    নিহত সিয়ামের বাবা মকবুল জানান,পুকুরে পাশে খেলা করার সময় একজনের জুতা পানিতে পড়ে গেলে জুতাটি তুলতে গেলে একজন গভীর পানিতে তলিয়ে যায়। অপরজন গামছার সাহায্যে বন্ধুকে পানি থেকে তুলে আনার চেষ্টা করলে পানিতে সেও তলিয়ে যায়। পরে স্হানীয়রা টের পেয়ে পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করে।  স্থানীয় ও ফায়ারসার্ভিস এর সহযোগিতায় দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

    রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ(ওসি) গুলফামুল ইসলাম মন্ডল পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা খবর পেয়েই ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।

  • শপথ নিলেন ডিমলা সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ফিরোজ সরকার।

    শপথ নিলেন ডিমলা সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ফিরোজ সরকার।

    নীলফামারী ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়নের উপ-নির্বাচনে নির্বাচিত ইউপি চেয়ারম্যান এ,এইচ,এম, ফিরোজ সরকারের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পঞ্চজ ঘোষ।

    এসময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন। নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পঞ্চজ ঘোষ নব-নির্বাচিত চেয়ারম্যান এ,এইচ, এম,ফিরোজ সরকারকে জনগনের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার আহব্বান জানান।

    উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ৩নং ডিমলা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম সরকার গত ১৪ ডিসেম্বর মৃত্যুবরন করায় চেয়ারম্যান পদে পদটি শুন্য হওয়ায় গত ১৬ মার্চ ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

    চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী এ,এইচ,এম ফিরোজ সরকার (নৌকা) প্রতীক বিজয়ী হন। গত ০৬ এপ্রিল [স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৪৩ দ্রষ্টব্য] চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীর নামের তালিকা বাংলাদেশ নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।

    শপথ গ্রহনকৃত চেয়ারম্যান এ,এইচ,এম,ফিরোজ সরকার বলেন,শপথ বাক্যের প্রতিটি কথা আমি মেনে চলব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে ইউনিয়নের সকল জনগনকে সেবার মাধ্যমে এবং সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।