Author: admin
-
রাণীশংকৈল কেন্দ্রীয় কলেজ হাট ঈদগাহ মাঠের সাধারণ সভা অনুষ্ঠিত।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কেন্দ্রীয় কলেজ হাট ঈদগাহ মাঠ নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ মে) সকালে উপজেলার কলেজ হাট ঈদগাহ মাঠে সাধারণ সভার আয়োজন করা হয়।ঈদগাহ মাঠের সাধারণ সভায় তোয়া’হার সভাপতিত্বে বক্তব্য দেন অত্র কমিটির সহ-সভাপতি মোকলেসুর রহমান, সম্পাদক আব্দুর রফিক,পৌর কাউন্সিলর রুহুল আমিন ও ইসাহাক আলী,মাওলানা জিয়াউর রহমান,মাওলানা মাসউদ আলম সদস্য রফিকুল ইসলাম,সামশুল হক,মোস্তফা কামাল,মিঠু, তামিম,প্রমুখ।সভায় সকল সদস্যর সর্বসন্মতিক্রমে ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমানকে উপদেষ্টা ও আতাউর রহমানকে সাধারন সম্পাদক করা হয়। এ সময় গেট ও প্রাচীর নির্মান,বৃক্ষ রোপণ নিয়ে আলোচনা করা হয়।এ সময় আলোচনা সভা সঞ্চালনা করেন মোকাররম হোসাইন। -
উল্লাপাড়ায় সাব-রেজিষ্ট্রার ও টিসি’র বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ।
সিরাজগঞ্জের উল্লাপাড়া সাব-রেজিষ্ট্রি অফিসে বন্টননামা দলিল, কমিশন দলিল, দানপত্র ঘোষণা দলিল, অকৃষি ও বাণিজ্যিক মিল, চাতাল শ্রেণির ভূমির দলিলে ৬% উৎস করের চাপে ফেলে দলিল গ্রহীতার কাছ থেকে করের নামে কোটি কোটি টাকা লোপাট করে নিচ্ছে সাব-রেজিষ্ট্রার অনিমেষ পাল ও টিসি মহরার সালমা খাতুন। এ বিষয়ে প্রতিবাদ করলে দলিল লেখকদের উল্টো লাইসেন্স বাতিলের হুমকি দিচ্ছেন টিসি মহরার সালমা ও সাবরেজিস্টার। ভুক্তভোগী দলিল লেখক ও দলিল গ্রহিতারা ভুমি রেজিষ্ট্রির নামে অবৈধ অর্থ আদায় বন্ধসহ সাব-রেজিষ্ট্রার অনিমষ ও টিসি মহরার সালমার অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি তদন্তপূর্বক উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট পরিচালক দুদক, আইন মন্ত্রণালয় ও সরকারি গোয়েন্দা সংস্থাগুলোকে।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, সরকার ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেশের প্রতিটি সাব-রেজিস্ট্রি অফিসকে দুর্নীতি মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন। কিন্তু উল্লাপাড়া সাব-রেজিষ্ট্রার ও টিসি মহরার সালমার অবস্থান এর বিপরীত। তারা প্রকাশ্যেই গ্রহন করে চলেছেন কোটি কোটি টাকার ঘুষ! যেন দেখার কেউ নেই।
অভিযোগের সূত্রধরে দলিল লেখক ও দলিল গ্রহীতারা জানান, সাব-রেজিস্টার অনিমেষ ২০২১ সালে এই অফিসে যোগদানের পরপরই তার পছন্দের টিসি মহরার সালমা খাতুনকে সলঙ্গা থেকে বদলি করে উল্লাপাড়া অফিসে নিয়ে আসেন। তারপর থেকেই সাব রেজিস্ট্রার অনিমেষ ও মহরার সালমা যোগসাজস করে উল্লাপাড়ার সাব-রেজিষ্ট্রি অফিসকে ঘুষের স্বর্গরাজ্যে পরিণত করে তুলেছে। ঘুষের সমঝোতা ছাড়া কোন রকম দলিল রেজিষ্ট্রি হয় না এই অফিসে। দলিল রেজিষ্ট্রির নামে এই দুই কর্মকর্তা দিনের পর দিন মোটা অঙ্কের টাকা ঘুষ আদায় করায় অতিষ্ঠ হয়ে পড়েছে সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিবর্গ।
সাব-রেজিস্ট্রারের এজলাসে দেখা গেছে, সাব-রেজিস্ট্রার অনিমেষ কুমার পালের আর্শিবাদপুষ্ট টিসি মহরার সালমা খাতুন দলিল নিয়ন্ত্রণ করে থাকেন। দলিল রেজিস্ট্রির জন্য নির্ধারিত আয়কর ও ভ্যাটের টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দেওয়ার পরও দলিল প্রতি অতিরিক্ত ঘুষের টাকা আদায়ে মহাব্যস্ত থাকেন টিসি মহরার সালমা। দলিল লেখকের ফি, স্ট্যাম্প ফি, এন ফিসের টাকা বাদ দিয়ে বাকি টাকা সাব-রেজিষ্ট্রার অনিমেশ ও টিসি মহরার সালমার ঘুষ সিন্ডিকেটে জমা পড়ে। সেরেস্তায় সিন্ডিকেটের টাকা ব্যতীত কোন দলিলে সই করেন না সাব-রেজিস্ট্রার। এছাড়াও দলিলে বিভিন্ন ত্রুটি দেখিয়ে কোটি কোটি টাকা লোপাট করে নিচ্ছে এই সিন্ডিকেট। এদিকে দলিলের নকল তুলতেও গ্রাহককে গুণতে হয় সরকারি ফি’র দ্বিগুণ টাকা। প্রতিনিয়ত সাব-রেজিস্ট্রি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে জিম্মি করে ঘুষ আদায় করছে লাখ লাখ টাকা। এতে উল্লাপাড়ার সাধারণ মানুষ সাব-রেজিস্ট্রার অনিমেষ ও টিসি মহরার সালমার ঘুষ কেলেংকারীতে অতিষ্ঠ হয়ে উঠেছে।
অভিযোগ পাওয়া গেছে, উল্লাপাড়া সাব-রেজিষ্টি অফিসে বিগত ২৯ ডিসেম্বর- ২০২১ ইং তারিখের রেজিষ্ট্রিকৃত ৮১৯৯, ৮২০১ ও ৮২০০ নং তিনখানা ৯ লাখ, ৯ লাখ ও ১২ লাখ টাকার দলিলে শ্রেণি হিসেবে মিল উল্লেখ থাকায় দলিল গ্রহীতার কাছ থেকে ৬% টাকা সরকারি ভ্যাট (অতিরিক্ত) আদায় করেন সাবরেজিস্টার অনিমেষ পাল। এ বিষয়ে দলিল লেখক মো: নজরুল ইসলাম (সনদ নং- ৫০) টিসি মহরার সালমার সঙ্গে ৮০ হাজার টাকা ঘুষের মাধ্যমে বিষয়টি রফাদফা করে শেষ করেন। এভাবে সরকারি উৎস কর আদায় করে ব্যক্তিগত ঘুষ হিসেবে গ্রহন করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে কোটি কোটি টাকা।
টিসি মহরার সালমা সামান্য বেতনে চাকরী করেও উল্লাপাড়া পৌরশহরের শ্রীকোলা দক্ষিণপাড়া মহল্লায় গড়ে তুলেছে বিশাল আধুনিক বহুতল ভবন। স্থানীয়দের ধারণা, নির্মাণাধীন এই বহুতল ভবনে ব্যয় হবে প্রায় ৩ কোটি টাকা। তার এই অগাধ টাকার উৎস কোথায় ? সাব-রেজিষ্টার অনিমেষ পালেরও রয়েছে বগুড়া ও ঢাকা শহরে বিদেশী স্টাইলের দুইটি আধুনিক বাড়ী ও নামে- বেনামে ব্যাংক ব্যালেন্স।
সর্ব সাধারণ ও সংশ্লিষ্ট দপ্তরের লোকজন এই দুর্নীতিবাজ সাবরেজিস্টার অনিমেষ পাল ও টিসি মহরার সালমার দৌরাত্ম থেকে বাঁচার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
টিসি মহরার সালমা তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার অফিসের বসের নির্দেশ পালন করে শুধু কাজ করি। তার নির্দেশের বাইরে যেতে পারবো না।
উল্লাপাড়ার সাব-রেজিস্ট্রার অনিমেষ কুমার পাল বলেন, উল্লেখিত যে সমস্ত অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে তা মনগড়া ও মিথ্যা। রাজস্ব ফাঁকি দিয়ে বাড়ী গাড়ী ও ব্যাংক ব্যালান্সের প্রশ্নই ওঠে না।
সিরাজগঞ্জ জেলা সাব-রেজিস্ট্রার মো: জাহাঙ্গীর আলম জানান, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ও বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
-
রাণীশংকৈলে বৃষ্টির জন্য নামাজ আদায় ও মোনাজাত।
টানা কয়েকদিনের অসহনীয় গরমে পুড়ছে সারাদেশ সেই সঙ্গে মানুষের কষ্টেরও কমতি নেই। সূর্যের গনগনে আঁচে স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ভুট্টা, ধান, গমসহ মাঠের অন্যান্য ফসল। নষ্ট হয়ে ঝরে পড়ছে আম ও লিচুর গুটি। ব্যাহত হচ্ছে কৃষিকাজ।
এ অবস্থায় আল্লাহর কাছে গুনাহ মাফ ও বৃষ্টি চেয়ে আবারও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
মঙ্গলবার (১৬ মে) সকালে উপজেলার কাউন্সিল হাট ঈদগাহ দাখিল মাদ্রাসা মাঠে শুভ শক্তি সোসাইটি সংগঠন এ নামাজ ও মোনাজাতের আয়োজন করে।
ওই নামাজে উপজেলার সর্বস্তরের মুসল্লিরা উপস্থিত হন। এসময় ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে দুই রাকাত নামাজ আদায় করেন। পরে বৃষ্টি চেয়ে ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতও করেন।
আজ নামাজে ইমামতি করেন মাওলানা আবুল কালাম আজাদ। খুতবা প্রদান করেন মাওলানা রাজেকুল ইসলাম।
এর আগে গত শনিবার (১৩ মে) উপজেলার মধ্য ভান্ডারা দারুল কুরআন সলিমিয়া মাদ্রাসার মাঠে দুপুরের দিকে এই নামাজ আদায় করেন আলেম উলেমা ও সাধারণ মুসল্লিরা।
নামাজে অংশ নেওয়া আব্দুল খালেক বলেন, খাঁ খাঁ রোদে দাঁড়িয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করতে এসেছি। নামাজের কাছে রোদ ও ভ্যাপসা গরম কিছুই মনে হয়নি। আল্লাহর রহমতে বৃষ্টি নামবে। জমিনে মানুষ প্রশান্তি পাবে।
ভরনিয়া গ্রামের সবজি চাষি আশরাফ বলেন, ‘আমরা কৃষিকাজ করে সংসার চালাই। আমাদের মাঠে সবজি নষ্ট হয়ে যাচ্ছে। সেচ দিয়েও রক্ষা করা যাচ্ছে না। এই গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। তাই বৃষ্টির জন্য আমরা নামাজ আদায় ও দোয়া করলাম।’
নামাজ ও মোনাজাত পরিচালনাকারী ইমাম মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ‘রাসুল (সা.) তার সময়েও বৃষ্টির জন্য এই সালাত আদায় করতেন। আমরাও আদায় করলাম। আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং বৃষ্টি চাইলাম।’
-
কানাইঘাটে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক।
সিলেটের কানাইঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী করিম উদ্দিন(২৩)কে একটি অটোরিক্সা সিএনজি গাড়ী সহ ১৯২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ সহ গ্রেফতার করতেসক্ষম হয়েছে পুলিশ।
কানাইঘাট থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল শুক্রবার বিকাল অনুমান সাড়ে ৩টার দিকে উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের দর্পনগর পূর্ব গ্রামের মনাই মিয়া শাহ মাজারের পাশ থেকে ভারত থেকে অবৈধ ভাবে নিয়ে আসা ১৯২ বোতল অফিসার্স চয়েস মদ সহ স্থানীয় নারায়নপুর গ্রামের মৃত শামীম আহমদের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী করিম উদ্দিনকে গ্রেফতার করে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানিয়েছেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী করিম উদ্দিন সিএনজি গাড়ী নিয়ে জব্দকৃত মাদক বিক্রির উদ্দেশ্যে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় নিয়ে যাওয়ার সময় তাহাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত করিম উদ্দিনের বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সিলেট জেলার বিজ্ঞ পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্যারের দিক নির্দেশনায় নিয়মিত ভাবে থানা পুলিশ অপরাধ দমন, ওয়ারেন্ট, পলাতক আসামীদের গ্রেফতার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কাজ করে যাচ্ছে বলে থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানিয়েছেন।
-
ঠাকুরগাঁওয়ে প্রচন্ড গড়মে মানুষের হাতে ঠান্ডা পানি ও স্যালাইন দিলেন ছাত্রলীগ।
ঠাকুরগাঁওয়ে খেটে খাওয়া অটোরিকশা চালক ও ট্রাফিক পুলিশের ক্লান্তি দূর করতে ঠান্ডা পানি ও স্যালাইন পৌঁছে দিয়েছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বি।শনিবার(১৩ মে) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় প্রখর রোদে কষ্টে থাকা অটোরিকশা চালক ও ট্রাফিক পুলিশদের মাঝে এসব তুলে দেন ছাত্রলীগ নেতা রাব্বি। এসময় ছাত্রনেতা নূরুজ্জামান,রাসেদ,আল আমিন, বাপ্পি, তুহিন,সুমন,সবুজ উপস্থিত ছিলেন।রিকশা চালক আবুল হাসান বলেন, সড়কের পাশে দাঁড়িয়ে ছিলাম, প্রচন্ড গরম। এসময় ছাত্রলীগের নেতারা আসে আমাকে ঠান্ডা পানি আর একটা স্যালাইন দিলো। এই গরমে ঠান্ডা পানি দেয়াটাই আমাদের জন্য অনেক উপকার হলো।জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বি বলেন, নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে সব সময় মানুষের পাশে দাঁড়াবার জন্য। যেখানে আমরা পাঁচ মিনিট রোদে দাঁড়িয়ে থাকলে হাপিয়ে যাই, সেখানে সকাল থেকে শুরু করে এই প্রখর রোদের মধ্যেও রিকশা চালকেরা রিকশা চালায়, ট্রাফিক পুলিশের এই রোদে দাঁড়িয়ে থাকে।আমরা তাদের খানিকটা ক্লান্তি কিছুটা দূর করার জন্য এই উদ্যোগ নিয়েছি। এটা চলমান থাকবে। -
রামপালে প্রতি পক্ষের হামলায় উভয় গ্রুপের ২ নারী আহত।
বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের বড় নবাবপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে বিথীকা বালা এক সংখ্যালঘু নারী।১৫ মে সোমবার সকাল ৯ টার সময় উপজেলার উজলকুড় ইউনিয়নের বড় নবাবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।জানা গেছে যে, বিথীকা বালা’র স্বামী রমেশ বালা’র সাথে একই গ্রামের ফরিদ শেখ’র পুত্র ইব্রাহিম শেখ’র দীর্ঘ দিনের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে।বিরোধের জের ধরে ইব্রাহিম শেখ আহতের স্বামী রমেশ বালাকে জোর করে তাদের বাড়ির ভিতরে নিয়ে যায়। তার স্ত্রী বিথিকা বালা বিষয়টি টের পেয়ে ইব্রাহিমের বাড়ীতে গেলে তাকে রুমের মধ্যে আটকে ইব্রাহিম, স্ত্রী আরিফা আক্তার রত্না এবং অজ্ঞাত এক মহিলা বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে তারা বিথীকা বালার কানের দুল ছিড়ে নেওয়ায় তার কান ছিড়ে যায় বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।বিথীকা এ ঘটনা ফয়লাহাট পুলিশ ফাঁড়িতে জানিয়েছেন বলে জানান। স্থানীয় লোকজন বিথীকা-কে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। জানা গেছে যে, বিথীকার আঘাতে ইব্রাহিমের স্ত্রী রত্না’র নাক ফেটে গেছে। এ বিষয়ে বিথীকার কাছে জানতে চাইলে বলেন যে, তারা তিন জন মিলে আমাদের মারপিট করেছে। তাদেরকে আমরা কিভাবে মারপিট করব। ওরা মিথ্যা কথা বলছে।উজলকুড় ইউনিয়নের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড সা়ংবাদিকদের জানান যে, বিথিকা বালা অত্যন্ত নিরীহ মানুষ। তাদের প্রতি অন্যায় করা হয়েছে। তারা যাতে ন্যায় বিচার পেতে পারে, সে বিষয়ে তিনি প্রশাসনের সহযোগীতা কামনা করেন।এ বিষয়ে রামপাল থানার ওসি এস. এম আশরাফুল আলম জানান যে, তিনি ঘটনাটি জেনে পুলিশ পাঠিয়েছেন। মারামারির ঘটনায় বিথিকার কান ছিড়ে গেছে ও রত্নার নাক ফেটে গেছে। কেউ এখন ও থানায় অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। -
অতিরিক্ত টোল আদায়ের অপরাধে ইজারাদারের জরিমানা।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুরহাটে অতিরিক্ত টোল আদায়ের আপরাধে ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৩ মে) দুপুরে কাতিহার হাটের ইজারাদার লিয়ন গরু প্রতি ২৩০ টার স্থলে ৪০০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকার স্থলে ১৫০ টাকা টোল আদায় করছিলেন। ভ্রাম্যমাণ আদালত হাটে গিয়ে ইজারাদারকে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা।
তিনি বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকার অতিরিক্ত টোল আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কাতিতার হাটের ইজারাদার লিয়নকে জরিমানা করা হয়েছে এবং পরবর্তী হাটে অতিরিক্ত টোল আদায় না করার বিষয়ে হাট ইজারদারকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।
হাট ইজারাদার লিয়নের কাছে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান।
-
সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতির বাবার কবর জিয়ারত করলেন এমপি কালাম।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম আকন্দ এর বাবা মরহুম আলহাজ্ব আফতাব উদ্দিন আকন্দ এর কবর জিয়ারত করা হয়। শুক্রবার ১২ মে বিকালে জামালপুর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ দলীয় নেতা কর্মীকে সাথে নিয়ে এ কবর জিয়ারত করেন।এসময় এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্জাহান আকন্দ, দেওয়ানগঞ্জ পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জেকে সেলিম সহ চরআমখাওয়া ইউনিয়ন, পাররামরামপুর ও ডাংধরা ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রশীদুল আলম শিকদার সহ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। -
পদ্মা নদীতে গোসলে নেমে আর বাড়ী ফিরেনি শিশু লাবনী।
রাজশাহীর বাঘায় পদ্মায় গোসল করতে গিয়ে লাবনী খাতুন (৮) নামের এক শিশু কন্যা নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুর দেড়টায় পদ্মা নদীর আতারপাড়া ঘাটে এই ঘটনা ঘটে। লাবনী খাতুন পদ্মার মধ্যে আতারপাড়া চরের লালু হাওলাদারের মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া চরের লালু হাওলাদারের মেয়ে ও আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী লাবনী খাতুন চাচাত ভাই-বোনদের সাথে চকরাজাপুর ইউনিয়নের পদ্মা নদীর আতারপাড়া ঘাটে গোসল করতে নামে। কিছুক্ষণ পর লাবনী ডুবে যায়। বিষয়টি বাড়িতে জানানোর পর স্থানীয়রা নৌকা ও জাল দিয়ে খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি।
রোববার দুপুর ২ পর্যন্ত তাকে খুজে পাওয়া যায়নি বলে বিষয়টি নিশ্চিত করেন চকরাজাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন।
চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ডিএম বাবলু মনোয়ার জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়েছিলাম। নৌকা নিয়ে স্থানীয় জেলেরা উদ্ধারের চেষ্টা করেও নদীতে স্রোতের কারণে তার সন্ধান মেলাতে পারেনি। -
লক্ষ্মীপুরের আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা।
লক্ষ্মীপুর জেলার সহ দেশব্যাপী হাসপাতাল আন্তর্জাতিক নার্স দিবস পালিত হচ্ছে শুক্রবার ১২ মে সাড়ে ১০ টার সময় নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে লক্ষ্মীপুর জেলার সদর হাসপাতাল র্যালি ও আলোচনা সভা হয় প্রধান অতিথিঃ আহাম্মদ কবীর সিভিল সার্জন তত্ত্বাব ধায়ক,সদর হাসপাতাল লক্ষ্মীপুর।বিশেষ অতিথিঃ ডাঃ আনোয়ার হোসেন আর, এম, ও, সদর হাসপাতাল লক্ষ্মীপুর।
সভাপতিঃ মোসাঃ রেহানা বেগম নার্সিং সুপারভাইজার সদর হাসপাতাল লক্ষ্মীপুর। জয়নাল আবদ্বীন ইমারজেন্সি মেডিকেল অফিসার সদর হাসপাতাল লক্ষ্মীপুর।
আব্দুল নূর, সিনিয়ার স্টাফ, হারুন রশিদ সিনিয়ার স্টাফ
সঞ্চালায়ঃ লাইলা ইয়াসমিন ও শাহাদাত হোসেন,নুরুজ্জামান চৌধুর, আব্দুস শহীদ, আপা হালদার, ফাতেমা, লিলু দাস, জাহানারা, শাহাদাত, পপি খাতুন, জানারা সুলতানা, রুমা আক্তার কুসুম, মিঠু রানী শীল শারমিন, অনুষ্ঠান চলাকালীনে সময় রবীন্দ্র সংগীত ও গীতা পাঠ করা হয়ডাঃ জয়নাল আবদ্বীন ইমারজেন্সি মেডিকেল অফিসার তিনি বলেন, হাসপাতলে রোগীদের প্রেসক্রিপশন পড়বো ও ইনডাকশন পোস্ট করব ডাঃ আনোয়ার হোসেন আর, এম, ও, বলেন,আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে লক্ষ্মীপুর সদর হাসপাতালের নার্সের সংখ্যা ৭০ জন্য করুণা মহামারীতে দিনরাত রোগীদের সেবা দিয়ে আসছে এই নার্সেরা প্রতিদিন ভর্তি হয় রোগীদের কথা মনোযোগ দিয়ে শুনব ও নিয়মিত সেবা সময় নার্সেরা ফোনে আলাপ বন্ধ রাখবো রোগীরা হল মা-বাবা ভাই বোনদের মত প্রতিটি রোগীরা বিপদে পড়ে আসে এদের সাথে ভালো ব্যবহার করব।
সদর হাসপাতালে সকল নার্সেরা আগামী ২০২৪ইং সালের মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল নার্স হিসেবে দেখতে চাই