Author: admin

  • রাণীশংকৈলে দুই ভুয়া ডিবি পুলিশ আটক।

    রাণীশংকৈলে দুই ভুয়া ডিবি পুলিশ আটক।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে  থানা পুলিশ। বুধবার (২৪ মে) দুপুরে তাদের  আটক করা হয়।
    রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই প্রতারক মুন্না হাসান ও ও নুর মোহাম্মদ নিজেদের গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে  উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর এলাকায় আদিবাসী আমিন মার্ডিকে মাদকবিক্রেতা বলে তাদের ভয় দেখায়। পরে ওই ব্যক্তির কাছ থেকে টাকা নেন তারা। এই সময় তাদের আচরণে এলাকাবাসীর সন্দেহ হলে তারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দানকারী দুই যুবককে গ্রেপ্তার করে।
    গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ী এলাকার ইউসুফ খলিফার ছেলে মুন্না হাসান (৩৬) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে নুর মোহাম্মদ (৩৭)।
    আদিবাসী আমিন মার্ডি জানান, ডিবি পরিচয়ে তারা দুজন আমার বাড়িতে তল্লাশি  চালায়। এসময়ে তারা পরিবারের লোকজনকে অবৈধ বাংলা মদের মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন এবং মামলা না দিলে টাকা দিতে হবে বলে তারা ১৮ হাজার টাকা নেন ।পরে তাদের কথাবার্তা সন্দেহ হলে থানা পুলিশকে অবগত করে স্থানীয়রা।
    রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
  • উল্লাপাড়ায় এম্বুলেন্স খাদে পড়ে কলেজ ছাত্র’র মৃত্যু।

    উল্লাপাড়ায় এম্বুলেন্স খাদে পড়ে কলেজ ছাত্র’র মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এম্বুলেন্স খাদে পড়ে গিয়ে সুমন(১৮) নামের এক কলেজ ছাত্র’র মৃত্যু হয়েছে। নিহত সুমন উপজেলার সদর ইউনিয়নের মাগুরাডাঙ্গা গ্রামের মোঃ আব্দুল আলীমের ছেলে।এম্বুলেন্স চালক কাকন ওই গ্রামের মোঃ আব্দুল আজিজের ছেলে।

    জানা যায় মঙ্গলবার বিকেলে পূর্ণিমাগাঁতী, ধরাইল, কুচিয়ামারা বাজারে ভ্রমণের উদ্দেশ্যে এ্যাম্বুলেন্স চালক কাকন প্রতিবেশি বন্ধু সুমনকে গাড়ীতে তুলে নিয়ে বেড়াতে বেড় হয়। ভ্রমণের এক পর্যায় ঝড়বৃষ্টির কবলে পড়ার কারনে বাড়ি ফিরতে অনেক রাত হয় তাদের। পুকুরপাড় কবরস্থান সংলগ্ন ভেটুয়াকান্দি গ্রাম মোড় অতিক্রম করার সময় ব্রেক ফেল করে এম্বুলেন্সটি খাদে পড়ে যায়।এ সময় চালক কাকন গাড়ীর ভিতর থেকে বেড় হয়ে আসতে পারলেও সুমন আটকা পড়ে। যতক্ষণে সুমনকে উদ্ধারের চেষ্টা করে ততক্ষণে গাড়ীটি পানির নিচে ডুবে যায় এবং সুমনের মৃত্যু হয়।

    এ ঘটনা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক অপু জানান লোক মারফত মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর বুধবার বিকেলে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • রাণীশংকৈলে ধানক্ষেতে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার।

    রাণীশংকৈলে ধানক্ষেতে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মে) উপজেলার নেকমরদ  ইউনিয়নের ভকরগাঁও গ্রামের পশ্চিম কান্দরের বোরোক্ষেত থেকে দুপুরে তার হাত পা মাথাসহ সমস্ত শরীর এসিডে পোড়ানো অবস্থায় দুর্গন্ধযুক্ত অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।

    স্থানীয়রা জানান, নারী শ্রমিকরা ধান কাটতে গেলে বকুল, জাহিরুল ও সফিকুলের জমির কোনে এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পাই। ধারণা করা হচ্ছে ৮-১০ দিন আগে ওই নারীটিকে হত‌্যা করা হয়েছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২২ বছর। হয়তো কয়েকদিন আগেই পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

    রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, ভকরগাঁও গ্রামের ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ধানক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। তবে ওই নারীর পরনে সালোয়ার কামিজের নমুনা পাওয়া গেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি আরও বলেন, স্থানীয় ও ছবিতে দেখে মনে হয় লাশটি অনেক আগের। তাই দেহের মাংস গলে হাড়-হাড্ডি বের হয়ে গেছে।

    লাশ বিকৃত হওয়ায় স্থানীয়রা সনাক্ত করতে পারেনি। লাশের শরীরের বুক হাত পা ও মাথাসহ বিভিন্নস্থানে ক্ষত পাওয়া গেছ ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল রহস্য জানা যাবে। এ বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।’ এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

  • প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি-প্রতিবাদে রামপালে মিছিল ও সমাবেশ।

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি-প্রতিবাদে রামপালে মিছিল ও সমাবেশ।

    বাগেরহাটের রামপালে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁন কর্তৃক প্রকাশ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার বিকাল ৪.০০ টায় উপজেলার রামপাল সদরে রামপাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    রামপাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন’র সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোতাহার রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন,উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ মান্নান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি,হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান তপন কুমার গোলদার,সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নূরুল আমিন,বজলুর রহমান,আলহাজ্ব গাজী গিয়াস উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক শেখ সাদীসহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    সভায় বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁন’র এহেন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রতিবাদ সমাবে‌শ থেকে তার ফাঁসি দাবী জানানো হয়।
  • মাদক সেবন বা ব্যবসায়ী কাউকে ছাড় নয়,মতবিনিময় অনুষ্ঠানে-ওসি আশরাফুল।

    মাদক সেবন বা ব্যবসায়ী কাউকে ছাড় নয়,মতবিনিময় অনুষ্ঠানে-ওসি আশরাফুল।

    বাগেরহাটের রামপাল উপজেলার ৩ নং বাইনতলা ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    ২২ মে সোমবার বিকাল ৪.০০ টায় বাইনতলা ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    বাইনতলা ইউনিয়ন বিট পুলিশের ইনচার্জ এস.আই লিটন কুমার বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম,আশরাফুল আলম।
    অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ ফকির,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ হারুন অর-রশিদ,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ বেলাল উদ্দিন,শরাফপুর কারামতিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ শেখ ওলিয়ার রহমান প্রমুখ।
    মতবিনিময় সভায়  ইউনিয়নের জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ,ধর্মীয় নেতৃবৃন্দ,ব্যবসায়ী নেতৃবৃন্দ,শিক্ষকবৃন্দ,গ্রাম পুলিশসহ নানা শ্রেনি ও পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথির বক্তব্যে রামপাল থানার নবাগত (ওসি) এস, এম,আশরাফুল আলম বলেন যে,মাদক একটি সামাজিক ব্যধি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে সে যতই প্রভাবশালী হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সাইবার ক্রাইম থেকে সতর্ক থাকতে হবে। তিনি ইউনিয়নের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সাল কে ধরিয়ে দিতে পারলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।  যে কোন আইনি সহয়তা পেতে ইউনিয়নের সাধারণ মানুষকে নিঃসঙ্কোচ এ থানায় আসার জন্য আহবান জানান।
  • রাণীশংকৈলে ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন।

    রাণীশংকৈলে ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন।

    ‘ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল’এই প্রতিবাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

    সোমবার (২২ মে ) সকাল ১১টায়  উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

    উপজেলা ভূমি অফিসের তত্বাবধায়নে ২২ থেকে ২৮ মে পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে।

    এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

    বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক, পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, শরৎ চন্দ্র প্রমুখ।

    স্বাগত বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা অনলাইনে জমির খাজনা প্রদান, ই নামজারি, অনলাইনে বাড়িতে বসেই খাজনা প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

    পরে উপজেলার আট ইউনিয়নের পাঁচ ভূমি অফিসের  আওতায় ৫ জনকে সর্বোচ্চ করদাতা হিসাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    অনুষ্ঠান সমুহে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পদস্থ কর্মকর্তা সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী, ও গণমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

  • প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে উল্লাপাড়ায় মিছিল সমাবেশ।

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে উল্লাপাড়ায় মিছিল সমাবেশ।

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে উল্লাপাড়ায় মিছিল সমাবেশ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রাজশাহীতে বিএনপি’র জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপি আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসাবে ২২ মে সোমবার উল্লাপাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে।

    মিছিলটি উল্লাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়। এখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহ-সভাপতি আব্দুল বাতেন হিরু, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল ও মনিরুজ্জামান পান্না, মোবারক হোসেন, আশিকুর রহমান, আল মাহমুদ সরকার প্রমুখ।

  • বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা।

    বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা।

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

    গত ১৬ মে- ২০২৩ ইং রোজ শনিবার বেলা সাড়ে এগারোটায় ইউনিয়ন পরিষদ চত্বরে শিক্ষক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, কৃষক ও এলাকার মান্যগণ্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়।

    বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে এ সময় উম্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ আব্দুস সালাম।

    বাজেট অধিবেশনে এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মো: জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক মোঃ আনছার আলী, ইউপি সদস্য শারমিন খাতুন, মো: আবু বকর সিদ্দিক, কৃষক আব্দুল গফুর মন্ডল সহ ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিসহ এলাকার সুধীজন।

    সুশাসন প্রতিষ্ঠা, কার্যকর ও শক্তিশালী স্থানীয় সরকার বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে সর্বস্তরের জনসাধারণের অংশ গ্রহনে বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের বার্ষিক ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতের সম্ভাব্য আয় ৩ কোটি ৮৪ লক্ষ ৪৮ হাজার ৪শত ৮৪টাকা ও ব্যয় ৩ কোটি ৮৩ লক্ষ ৬৮ হাজার ৪শত ৮৪ টাকা এবং উদ্বৃত্ত ৮০ হাজার টাকা ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।

  • রামপালে সুদের টাকার  চাপ সইতে না পেরে আত্মহত্যা- আটক-১।

    রামপালে সুদের টাকার  চাপ সইতে না পেরে আত্মহত্যা- আটক-১।

    বাগেরহাটের রামপালে সুদের টাকার চাপ সইতে না পেরে রাজকুমার বিশ্বাস (৬০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। ১৯ মে শুক্রবার  ভোর ৫.২০ মিনিটে আত্মহত্যা করে। সে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের জিতেন কুমার বিশ্বাসের পুত্র।
    এ ঘটনায় ১৯ মে রামপাল থানায় একই গ্রামের
    মৃত হারান চন্দ্র রায়’র পুত্র তুহিন রায় এবং মৃত অজিত অধিকারী’র পুত্র মিলন অধিকারী(৪৫) কে আসামী করে রামপাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
    রামপাল থানার ওসি(তদন্ত) রাধেশ্যাম সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল  অভিযান চালিয়ে খুলনার লবণচরা এলাকা থেকে তুহিন রায়কে আটক করেছে।
    রামপাল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে যে, রাজকুমার বিশ্বাস বিভিন্ন সময়ে তুহিন রায়ের নিকট থেকে প্রতি লাখে ৬ হাজার টাকা সুদে ৭ লক্ষ টাকা ধার করেন। এ বাবদ সে তুহিন রায়কে সুদ বাবদ ৩ লক্ষ ৬৩ হাজার টাকা পরিশোধ করে।
    অন্য দিকে ২নং আসামী মিলনের নিকট থেকে প্রতি লাখে ৬ হাজার টাকা সুদে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ধার নেন এবং সুদ বাবদ ২ লক্ষ ৮০ হাজার টাকা পরিশোধ করেন।
    সুদ বাবদ ৬ লক্ষ ৪৩ হাজার টাকা  দেওয়ার পরেও ১ ও ২ নং আসামী  মূল টাকা প্রদানের জন্য রাজ কুমারকে চাপ প্রয়োগ করে।
    এ নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মূল টাকা হতে প্রদানকৃত সুদ বাবদ পরিশোধকৃত টাকা বাদ দিয়ে বাকী টাকা পরিশোধের জন্য বললেও আসামীগণ মোবাইল ফোনে ও প্রকাশ্যে চাপ দিতে থাকে।
    এক পর্যায়ে রাজকুমারকে ১৮ মে গৌরম্ভা বাজারের কাছে মাছের চান্দির সামনে আসামীগন টাকার জন্য গালিগালাজ করে ও টাকা পরিশোধের জন্য চাপ দেয়।
    এতে রাজকুমার মানসিকভাবে ভেঙে পড়ে কাঠাল গাছের সাথে সাদা লায়লনের ফিতা গলায়  দিয়ে আত্মহত্যা করে।
    আত্মহত্যার  পূর্বে  রাজকুমার তার পরিহিত জামার পকেটে একটি চিরকুট লিখে রাখেন।যাতে লেখা ছিল, তুহিন+মিলন আমাকে বাঁচতে দিলনা। তুহিন আমাকে অনেক গালিগালাজ করে তাই আমি এ পথ বেঁছে নিয়েছি।
    এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,  এম, আশরাফুল আলম  এক প্রেস ব্রিফিংয়ে জানান যে, এ ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।
  • রাণীশংকৈলে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা।

    রাণীশংকৈলে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা।

    কৃষক আতাউর ও তোফাজ্জল তার পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। এ খবর পেয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃষক লীগের দলীয় লোকজন শনিবার সকালে কাঁচি নিয়ে হাজির হলেন জমিতে।
    শনিবার (২০ মে) দুপুরে উপজেলার রাউত নগর রাজশাইয়া পাড়ার বয়ডার ব্রীজের পাশে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।
    এসময় কৃষক আতাউর রহমান ও তোফাজ্জুল ইসলামের প্রায় এক একর জমির ধান কেটে   বাসায় পৌছে দিলেন কৃষক লীগের নেতাকর্মীরা।
    ধান কাটা কার্যক্রমে অংশ গ্রহণ করেন জেলা কৃষক লীগ নেতা শেখ রফিকুল ইসলাম সিজার, কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ চৌধুরী রিংকু ওয়ালিউর রহমান বাবু ও মাসুদ রানা পলক। এছাড়াও রাণীশংকৈল উপজেলা কৃষক লীগ সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায় আ.লীগ নেতা আনিসুর রহমান বাকী, রফিউল ইসলাম ভিপিসহ জেলা ও উপজেলা কৃষক লীগের বিভিন্ন নেতাকর্মী ধান কাটায় অংশ গ্রহণ করেন।
    এসময় নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আমরা দলীয় লোকজন কাঁচি হাতে নিয়ে কৃষকদের ধান কেটে দিচ্ছি। দরিদ্র কৃষকের যে কোনো সংকটে আমরা কাজ করে যাব। এ প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছি। এ দুঃসময়ে কৃষকদের পাশে আমাদের সবার দাঁড়ানো প্রয়োজন।
    কৃষক আতাউর বলেন, জমিতে ধানের চাষ করেছি। ফলনও এবার ভালো হয়েছে। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকট থাকায় কাটতে পারছিলাম না। সকালে ক্ষেতে গিয়ে দেখি কাঁচি হাতে একদল লোক ধান কাটছেন। কাছে গিয়ে দেখতে পাই উপজেলার কৃষক লীগের নেতাকর্মীরা ধান কাটছেন। তাদের দেখে আমি অবাক হই।
    উপজেলা কৃষকলীগের সভাপতি বাবর আলী বলেন, ‘আমাদের কৃষক বান্ধব সরকারের কৃষি ও কৃষকের প্রতি যে তার আন্তরিকতা রয়েছে তারই ধারাবাহিকতায় আমরা এ উপজেলায় কৃষকের ধান কেটে দিচ্ছি। এবং কৃষকের পাশে আছি।
    পৌরসভাসহ ৮টি ইউনিয়নে পর্যায়ক্রমে আমাদের এ ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে।