Author: admin

  • দেওয়ানগঞ্জে ৭ বছরের শিশুর লাশ উদ্ধার ।

    দেওয়ানগঞ্জে ৭ বছরের শিশুর লাশ উদ্ধার ।

    জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া মন্ডলপাড়া গ্রামে নিখোঁজের একদিন পর পুকুরে কাঠের গুড়ি দিয়ে চাপা দেওয়া অবস্থায় রমজান আলী (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
    ৩১ মে বুধবার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া মন্ডলপাড়া গ্রামের মালেক মিয়ার পুকুর পাড়ের পুর্ব পার্শ্বে আলম ডাক্তারের জমির সীমানার গর্ত থেকে শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়।
    জানা যায়, আগেরদিন মঙ্গলবার সকাল ৭টার দিকে ঘুরতে বেরিয়ে নিখোঁজ হয় শিশু রমজান। সে পার রামরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকার বাবা মাসুম মন্ডল এবং মা রেনুকা আক্তারের ছেলে ও  স্থানীয় প্রতিষ্ঠান মন্ডলপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে আম কুড়াতে গিয়ে নিখোঁজ হয়। এরপর তার আর খোঁজে মেলেনি। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুজির পরও সন্ধান না পাওয়ায় স্থানীয় ভাবে মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির সন্ধান চেয়ে পোস্ট করা হয়।
    বুধবার সকাল১০টার দিকে মালেক মিয়ার পুকুরের পূর্ব পার্শ্বে আলম মিয়া(ডাক্তার)এর জমির সীমানায় গর্তে মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় ও পরিবারে জানাজানি হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
    এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। দেহে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর পাঠানো হয়েছে। এই সংক্রান্ত আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে৷
    ৩ নং পাররামরামপুর ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া বলেন, আমি এই নৃশংস হত্যাকাণ্ডের  তীব্র নিন্দা জ্ঞাপন এবং তদন্ত অনুযায়ী বিচারের জোরালো দাবী জানাচ্ছি।
    এদিকে নিহত শিশু রমজানের বাবা মা দাবি করেন যে, একি গ্রামের স্থানীয় মালেক মন্ডলের সাথে তার দীর্ঘ দিনের বিরোধ,  আদালতে তাদের বিরুদ্ধে মামলাও চলমান রয়েছে, সেই বিরোধের জেরেই তারাই শিশু রমজানকে কে হত্যা করেছে।
  • সরকারি নীতিমালা উপেক্ষা করে স্কুলের গাছ কর্তনে স্থানীয়দের অভিযোগ।

    সরকারি নীতিমালা উপেক্ষা করে স্কুলের গাছ কর্তনে স্থানীয়দের অভিযোগ।

    সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে সিরাজগঞ্জের উল্লাপাড়ার গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের ১২টি ইউক্যালিপট্যাস গাছ কেটে ফেলা হয়েছে। মঙ্গলবার বিকেলে স্কুলের পুকুর পাড়ে থাকা এসব গাছ কেটে ফেলা হয়। গাছের মূল শিকড় স্কুলের পার্শ্ববর্তী লোকজনের জমিতে ঢুকে পড়ায় প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে এ সকল গাছ বিক্রি করা হয়েছে। সরকারি নিয়ম নীতি উপেক্ষা, প্রকৃতি ও পরিবেশ বিনষ্ট হওয়ায় এ ব্যাপারে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিরা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

    স্থানীয় লোকজন মঙ্গলবার বিকেলেই উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন, উক্ত স্কুলের ব্যবস্থাপনা কমিটি ও প্রধান শিক্ষক কোনরকম সরকারি নীতিমালা না মেনে অবৈধভাবে স্কুলের মূল্যবান গাছ বিক্রি করে দিয়েছেন।ক্রেতারা গাছগুলো কেটে ফেলেছে। যার আনুমানিক মুল্য ১ লাখ টাকা। গাছগুলো অন্ততঃ ১৫ বছর আগে লাগানো হয়েছিল। তারা আরো জানান, প্রকৃতি ও পরিবেশ বিনষ্টকারী প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া অনুরোধ জানান ভুক্তভোগী শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী।

    নামপ্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, গাছ আমাদের বেঁচে থাকার পরম বন্ধু। বিনা বিচারে এভাবে গাছ কাটলে অচিরেই পরিবেশ ধ্বংস হয়ে পড়বে।

    এ ব্যাপারে এই স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এসব গাছ স্কুল থেকে লাগানো হয়েছিল। কিন্তু গাছগুলো বড় হবার পর এর শিকড় পার্শ্ববর্তী লোকজনের জমির সীমানায় ঢুকে যাওয়ায় ওই জমির মালিকেরা এসব গাছ কেটে ফেলার জন্য বার বার প্রধান শিক্ষককে তাগিদ দেন। পরে বিষয়টি স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরকে জানালে তারা গাছগুলো বিক্রি করে স্কুলের উন্নয়ন কাজে ব্যয় করার জন্য রেজুলেশন করে দেন। সেই প্রেক্ষিতে ৪৫ হাজার টাকায় গাছগুলো বিক্রি করে দেওয়া হয়েছে।

    এ বিষয়ে সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আল আমিন সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি গাছ কাটার কথা স্বীকার করেন। প্রধান শিক্ষকের বক্তব্যের অনুরুপ কথা বলে তিনি জানান, এসব গাছের অর্থ স্কুলের উন্নয়নে ব্যয় করা হবে। তবে সরকারি নিয়ম মেনে গাছ কাটা হয়েছে কিনা জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে চাননি।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সঙ্গে কথা বললে তিনি গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের অবৈধভাবে গাছ কাটার ব্যাপারে অভিযোগ পেয়েছেন। তিনি আরোও জানান এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামছুল হক জানান,স্কুলের গাছ কাটার ব্যাপারে তদন্তের জন্য ইউএনও’র নির্দেশনা পেয়েছেন। দ্রুত তদন্ত করে রিপোর্ট দাখিল করা হবে।

  • দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা।

    দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা।

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদের হল রুমে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
    মঙ্গলবার ৩০ মে বেলা ১২ টার সময় এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
    ডাংধরা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আনোয়ারুল হক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান। ২০২৩-২০২৪ অর্থ বছরে বাজেট সমূহ রাজস্ব আয়- ৩৮০৯৪৭৪,
    উন্নয়ন আয়- ৩৬৫৯০০০০, মোট আয়- ৪০৩৯৯৪৭৪ টাকা। রাজস্ব ব্যয়- ৩৫৩৪১০৮, উন্নয়ন ব্যয়- ৩৬৫৯০০০০, মোট ব্যয় – ৪০১২৪১০৮ টাকা, উদ্বৃত্ত- ২৭৫৩৬৬ টাকা।
    উক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ গোলাম মাহমুদ, মুক্তিযোদ্ধা আমির হোসেন, সাবেক ইউপি সদস্য শাহাজাদা, ইউপি সদস্য আনিছুর রহমান বাপ্পি, ইউপি সদস্য আঃ সালাম, আবুল কালাম আজাদ, মহিলা মেম্বার নাজমা বেগম, সাইফুল ইসলাম, রাশেল, জালাল, শহিদুর প্রমুখ। বক্তারা উন্মুক্ত বাজেট সভায় অংশ গ্রহণ করতে পারায়, চেয়ারম্যান আজিজুর রহমানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে অবহেলিত এলাকা সমুহের অবকাঠামো উন্নয়নের জন্য প্রস্তাব রাখেন।
    চেয়ারম্যান আজিজুর রহমান বলেন- ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট অনুযায়ী ডাংধরা ইউনিয়নের অবহেলিত এলাকা সমুহের অবকাঠামো কাজ গুলো করবো ইনশাল্লাহ। ইতিমধ্যে বেশ কিছু এলাকার রাস্তা, ঘাট, কালভার্ট সহ বেশ কিছু কাজ হাতে নিয়েছি, যা অতিশীঘ্রই সম্পন্ন হবে। আগামীতে করবো ইনশাল্লাহ।
  • রামপালে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

    রামপালে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

    বাগেরহাটের রামপালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির সমাবেশ থেকে প্রকাশ্যে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁন কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ৩০ মে মঙ্গলবার সকাল ১১.০০ টায় রামপাল সদরের কৃষি ব্যাংক চত্ত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন হাওলাদার’র উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শুরু হয়।

    শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল হয়। এতে অংশ নেয়া দলীয় নেতাকর্মীরা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে স্লোগান দেন। মিছিল শেষে রামপাল থানা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, হাওলাদার হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হামীম নূরী, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল(ভিপি সোহেল)।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. চয়ন মন্ডল, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে অনেকের সহ্য হচ্ছে না। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চান, তারাই বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালান। শেখ হাসিনার কিছু হলে দেশের ১৭ কোটি মানুষ বসে থাকবে না বলেও বিএনপিকে হুঁশিয়ার করেন।

  • প্রবীণ সাংবাদিক অসুস্থ প্রয়োজন একটা ক্রেচার: দেখার কেউ নেই।

    প্রবীণ সাংবাদিক অসুস্থ প্রয়োজন একটা ক্রেচার: দেখার কেউ নেই।

    কখনো রাত আবার কখনো দিন, নেই কোন নির্দিষ্ট সময়। যখন যেখানে যা ঘটে তখই মানুষের মাঝে তথ্য প্রচার করার জন্য সাংবাদিক নামের পেশার মানুষ গুলো জীবনের ঝুঁকি নিয়ে তুলে আনেন সত্যটা। প্রকৃত তথ্য দিতে, আরও বেশি খবরে সমৃদ্ধ করতে নিরলস শ্রম দিয়ে যান প্রতিটি সংবাদকর্মীরা। তাদের কলমের মাধ্যম দিয়ে তৈরি হয় নানা খবর। কিন্তু সেই খবরের মানুষটি যদি নিজেই খবর হয়ে যায় তাহলে লিখবে কে ?
    কথা বলছিলাম, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীর বাঘা অঞ্চলের প্রবীণ সাংবাদিক, বাঘা প্রেসক্লাবরে সাবেক সভাপতি, উত্তরাঞ্চলের একমাত্র জাতীয় দৈনিক বার্তার  প্রতিনিধি, দৈনিক ভোরের ডাকের নিজস্ব বার্তা প্রেরক  আব্দুল গফুর দীর্ঘ ৩ বছর যাবৎ ব্রেন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে তার জ্বরা-জীর্ণ নিজ বাড়িতে অসহায় মানবেতর জীবন যাপন করছেন। পারে না নিজে হাঁটা-চলা করতে। নেই সহযোগীতা করার মত কেউ। তাঁর হাঁটা-চলার মতন একটা ক্রেচার ও একটা ফ্রি- হুইল ট্রলি কিংবা ঠেলাগাড়ির অতিব জরুরী।

    তার কথাতে বোঝা যায় যদি তাকে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেই, তাহলে বড়ই উপকৃত হতো। এমনতর অবস্থায় এলাকার বিভিন্ন সাধারণ মানুষ সহযোগিতার জন্য বর্তমান প্রেসক্লাবের সকল সদস্য, জনপ্রতিনিধি, সমাজ সচেতন সর্বজনের এগিয়ে আসার মানবিক সাহায্যের আহবান জানাই।

  • বাঘায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা।

    বাঘায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা।

    রাজশাহীর বাঘায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  রোববার (২৮ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে পাঁচ শতাধিক পাটচাষীদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ  উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তর, রাজশাহী এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার।

    উপজেলা সহকারি কমিশনার(ভ’মি) জুয়েল আহমেদ এর স ালনায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শ্রী  অজিত কুমার রায়,উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলার ৭টি ইউনিয়ন ও ২ টি পৌর সভার কৃষি উপকার ভোগী শতাধিক কৃষকসহ উপজেলা কৃষি  অফিসারের কার্যালয়ের কর্মকর্তাগণ।

  • রামপালে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন।

    রামপালে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন।

    বাগেরহাটের রামপালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করেছে রামপাল উপজেলা প্রশাসন।
    ২৮ মে রবিবার সকাল ১১.০০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক  বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।  র‌্যালীত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা,  চিত্রাঙ্কন ও  কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
    রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন’র সভাপতিত্বে ও প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা অলিউল ইসলাম,  উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক,  উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান,  প্রভাষক শেখ শাহ নেওয়াজ প্রমুখ।
    বঙ্গবন্ধুর শান্তি পদক  ‘জুলিও কুরি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে  বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  মানুষের ন্যায্য অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি  বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেছেন। তার এই কর্মের স্বীকৃতি হিসেবে ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদক  প্রদান  করে। এটি ছিল বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি।
    অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে এ অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
  • পীরগঞ্জে সংবাদকর্মী মেরে ফেলার হুমকি,থানায় অভিযোগ।

    পীরগঞ্জে সংবাদকর্মী মেরে ফেলার হুমকি,থানায় অভিযোগ।

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিয়েছে এক ভুমিদস্যুর সাঙ্গ পাঙ্গরা। এ ঘটনায় বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

    অভিযোগে জানা গেছে, উপজেলার সেনগাঁও ও জাবরহাট ইউনিয়নের অন্তর্গত আগ্রা গরিনাবাড়ি ও দস্তমপুর মৌজার ধরধরিয়া বিলের সরকারী জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করা হচ্ছে- এমন খবর পেয়ে বুধবার বেলা ৩ টা দিকে সেখানে যান দৈনিক খবর পত্রের প্রতিনিধি মুনছুর আহম্মেদ, আবু তারেক বাঁধন ( দৈনিক আজকালের খবর) ও ফাইদুল ইসলাম (প্রতিদিনের সংবাদ)।

    এরপর সেখানে অবৈধ ভাবে পুকুর খননের কাজে ব্যাবহৃত ভ্যাকু মেশিনের ছবি ও ভিডিও ধারণ করেন। এ সময় এক ভুমি দস্যুর ভাড়াটে ইয়াকুক আলী ও  আব্দুর রশিদ সহ অজ্ঞাত নামা আরো ৫ থেকে ৭ জন ব্যাক্তি হাতে রাম দা, লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিল। ছবি তোলার এক পর্যায়ে ইয়াকুব আলী ঐ তিন সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে রাম দা দিয়ে কেটে ফেলার হুমকি প্রদান করে।

    এ সময় অন্যান্যরাও তার সাথে তাল মিলাচ্ছিলেন। এমতাবস্থায় ঐ তিন সাংবাদিক সেখান থেকে ফিরে আসার সময় ইয়াকুব ও আব্দুর রশিদ তাদের পিছন থেকে ধাওয়া করে পথরোধ করে তাদের মুঠো ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় ভবেশ চন্দ্র, খগেন্দ্র, নীল কুমার সহ আশে পাশের লোকজন এ গিয়ে আসলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা প্রকাশ করে যে, এর পর কোথাও সুযোগ মত সাংবাদিকদের পাইলে রাম দা দিয়ে কেটে টুকরা টুকরা করবে। এ ঘটনায় ঐ সংবাদকর্মীরা শংকিত।

    এ ঘটনায় সাংবাদিক মুনছুর আহম্মেদ বাদি হয়ে বুধবার সন্ধায় ইয়াকুর আলী ও আব্দুর রশিদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরো ৫ থেকে ৭ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • রামপালে গাঁজাসহ দুই ব্যক্তি আটক।

    রামপালে গাঁজাসহ দুই ব্যক্তি আটক।

    বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ শিমুল শেখ (৩৫) ও মোহাইমিনুল ইসলাম শোভন ওরফে  ময়না (২০) নামের দুইজনকে আটক করেছে। ২৭ মে শনিবার সন্ধ্যা ৭টায় ও রাত ১১ টায় রামপাল থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত শিমুল শেখ উপজেলার উজলকুড় ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কওসর শেখ’র পুত্র ও অপরজন মোহাইমিনুল ইসলাম শোভন রামপাল সদর ইউনিয়নের চিত্রা গ্রামের আমিনুল ইসলাম’র পুত্র। এসময় তাদের কাছ থেকে ৯২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
    রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে জানান, এসআই শ্রীবাস কুন্ডু ও এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে আসামীদের গাঁজাসহ  আটক করে।  তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে এবং বাগেরহাট  জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে  জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।  মাদক নিয়ন্ত্রণে  অভিযান অব্যাহত থাকবে।
  • রামপালের হুড়কা ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা।

    রামপালের হুড়কা ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা।

    বাগেরহাটের রামপালের ৬নং হুড়কা ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে শুক্রবার বিকাল ৪.০০ টায় হুড়কা ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার’র সভাপতিত্বে ও এসআই শ্রীবাস কুন্ডু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আশরাফুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য পঙ্কজ চন্দ্র হালদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, বীর মুক্তিযোদ্ধা দিজেন্দ্রলাল মন্ডল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পবিত্র পাড়ে প্রমুখ। সভায় ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি ও পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
    সভায় প্রধান অতিথির বক্তব্যে রামপাল থানার (ওসি) এস.এম আশরাফুল আলম বলেন যে, পুলিশ জনগনের সেবক।  দেশের যেকোন দূর্যোগে বাংলাদেশ পুলিশ বাহিনী জনগনের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। যুব সমাজকে মাদক সেবন ও জুয়া থেকে রক্ষা করতে হবে। দেশের ভাবমূর্তি ঠিক রাখতে পুলিশ সর্বদা মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। ইউনিয়নের কিশোর গ্যাং,মাদক ব্যবসায়ী, ক্রিকেট জুয়া, চুরি-ছিনতাই ও বাল্য বিবাহ রোধ করতে সঠিক তথ্য দিয়ে রামপাল থানা পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের কাছে অনুরোধ জানান।
    এ সময় তিনি আরো বলেন যে, যেকোন ধরনের আইনি সহায়তা পেতে কোন দালালের সহযোগিতা না নিয়ে সরাসরি সরসরি ওসি’র সাথে যোগাযোগ করবেন। থানার সর্ব সাধারণের জন্য ওসি’র দরজা সব সময় খোলা থাকবে। আপনাদের সহযোগীতায়  ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিনত হবে।