Author: admin

  • রামপালে মৎস্য ঘের নিয়ে বিরোধ-প্রতিপক্ষের হামলায় আহত ১৫ : গ্রেফতার ৭।

    রামপালে মৎস্য ঘের নিয়ে বিরোধ-প্রতিপক্ষের হামলায় আহত ১৫ : গ্রেফতার ৭।

    বাগেরহাটের রামপালের মৎস্য ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১৫-২০ জন আহত হয়েছেন।  এ ঘটনায় চম্পা খাতুন নামের এক মহিলা রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন।  ৬ জুন মঙ্গলবার উপজেলার কৈগরদাশকাঠি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের পার্শ্বে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে যে,  ফয়সাল শেখ নামের এক কিশোর ছেলেকে মৎস্য ঘেরে চোর সন্দেহে রাজনগর ইউনিয়নের  ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওলিয়ার রহমান ও তার বাহিনী ফয়সালকে হাতুড়ি দিয়ে মারপিট করে এবং সেই মৎস্য ঘেরের বাসায় বন্দী করে রাখে। এ খবর পেয়ে ফয়সালের পরিবার ও এলাকার লোকজন দস্যু বাহিনীর হাত থেকে কিশোর ফয়সালকে উদ্ধার করতে গেলে ওলিয়ার মেম্বার ও তার সঙ্গীয় লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওলিয়ার মেম্বারের লোকজন ফয়সালের পরিবার ও এলাকাবাসীর উপর অতর্কিত হামলা চালায়।
    এ সময়  আক্তার শেখ (৫০), মোঃ নাসির দায় (৬০), মোঃ কাশেম শেখ(২৫), ফয়সাল শেখ(২২), হাসান শেখ  (৩২), মোঃ মহিদ শেখ(২৫), আফিরুন বেগম (৩০), পারুল বেগম(৪৫), ময়না বেগমসহ ৮/১০ জন গুরুতর আহত হয়। এ খবর সংঘর্ষের খবর এএসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার জন্য প্রেরণ করেন। এসময়   উপজেলার প্রসাদনগর গ্রামের হুমায়ুন মোল্লা’র পুত্র মিসকাত মোল্লা (৩০), বর্ণি (উত্তরপাড়া) গ্রামের আঃ হামিদ শেখ’র পুত্র মোঃ রোকন উদ্দিন শেখ (৪৫), কাষ্টবাড়িয়া গ্রামের মাহাজিব শেখ’র পুত্র সোহেল পারভেজ বাবু(৩১), কালিকাপ্রসাদ গ্রামের মোঃ শওকত ইজারাদার’র পুত্র মোঃ হোসেন ইজারাদার(২৪), প্রসাদনগর গ্রামের রুহুল আমিন ইজারাদার’র পুত্র মোঃ রনি ইজারাদার(২৮), কালিকাপ্রসাদ গ্রামের মোঃ নুরু ইজারাদার’র পুত্র মোঃ ওলি ইজারাদার(৪২), চিত্রা (খামঘাটা) গ্রামের হাসেম আলী শেখ’র পুত্র মোঃ হাফিজুর রহমান(৩৩) কে পুলিশ আটক করে।
    রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম জানান, কৈগরদাসকাঠি গ্রামে কিশোর ফয়সালকে মাছ চুরির অপবাদ দিয়ে ওলিয়ার মেম্বারের লোকজন আটকে নির্যাতন করে।  ফয়সালকে তার পরিবারের লোকজন উদ্ধার করতে গেলে দুই গ্রুপের মধ্যে  সংঘর্ষ হয়। এ ঘটনায় ফয়সালের মাতা চম্পা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এবং আসামি ৭ জনকে গ্রেফতার করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
  • রাণীশংকৈলে যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    রাণীশংকৈলে যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঠক প্রিয় দৈনিক যায়যায় দিনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাণীশংকৈল যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এসময় পৌরমেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক। বিশেষ অতিথি ছিলেন
    রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমির পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আহাম্মেদ হোসেন বিপ্লব, জাতীয় পাটির যুগ্ন সম্পাদক ঠিকাদার আবু তাহের, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক মোঃ বিপ্লব।

    স্বাগত বক্তব্য রাখেন যায়যায়দিন পত্রিকার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সহ-সভাপতি আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক বিজয় রায়, সমাজসেবক মোকাররম হোসাইন, সহকারি শিক্ষক মনির হোসেন টিপু, তারেক রহমান প্রমুখ।

    বস্তনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য পাঠক প্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।

  • প্রেমের টানে ভারতীয় নারী বাংলাদেশে।

    প্রেমের টানে ভারতীয় নারী বাংলাদেশে।

    প্রেমের টানে বাংলাদেশের প্রেমিক মোঃ জুয়েল সরকার(২৪) বাড়িতে চলে এসেছে ভারত(পর্শ্চিমবঙ্গের) হাওড়া জেলার দশনগর থানার ধারসা ছোট মল্লিক পাড়া গ্রামের মোছাঃ নাইসা মল্লিক(২৬) নামের এক তরুণী। সে খাইরুল আলম মল্লিকের তৃতীয় কন্যা।

    এমন ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি এলাকার দাঁদপুর গ্রামের ইরান আলীর বাড়িতে।

    প্রেমিক ও প্রেমিকাকে এক নজর দেখার জন্য ভীর জমাচ্ছেন দূরদূরান্ত থেকে আসা উৎসক জনতা।পর্শ্চিমবঙ্গের নাইসার সাথে কথা বলে জানার চেস্টা করছে তাদের প্রেমের গোপন গল্পের কথা। জিজ্ঞাসা করলে শুনাচ্ছেন জুয়েল-নাইসার প্রেমের গোপন কাহিনী।

    গত ১জুন বৃহস্পতিবার দেশের প্রচলিত আইন মেনে আদালতের মাধ্যমে জুয়েল ও রাইসার বিয়ের কাজ সম্পন্ন হয়।

    নাইসার সাথে ফেসবুক মিডিয়ায় পরিচয় হয়।এর পর মোবাইলের ম্যাসেঞ্জার ও হোয়াটস অ্যাপে কথাবার্তা শুরু হয়। একপর্যায় তার সাথে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। আমার ফ্যামেলি ট্যাটার্স জানানোর পর সে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহন করে।আমি মনেপ্রাণে নাইসাকে চেয়েছিলাম,তাকে বধূ হিসাবে কাছে পেয়ে আত্মতৃপ্তি পেয়েছি। দাম্পত্য জীবনে সুখী হতে চায় এমন প্রত্যাশায় মিডিয়ার মাধ্যমে সকলের দোয়া প্রার্থনা করেন তারা। এভাবেই জুয়েল তার দীর্ঘ দেড় বছরের আংশিক প্রেম ও ভালোবাসার গল্প শুনালেন। কোর্টের মাধ্যমে বিয়ের পর সামাজিক ভাবে অনুষ্ঠান করেছি।

    প্রেমিক জুয়েল বয়সে আমার ছোট হলেও পছন্দের মানুষকে বিয়ে করতে পেরে নিজেকে সুখী মনে করছি।আমাদের প্রেমের সম্পর্ক আমার পরিবার মেনে নেয়নি।ভালোবাসার টানে বিয়ে করবো এমন সিদ্ধান্ত নেওয়ার পর পাসপোর্ট ও ভিসা পেয়ে নিজের দেশ ভারত ত্যাগ করে বাংলাদেশে এসেছি।এ দেশের আইন অনুযায়ী জুয়েলের সাথে আমার বিয়ে হয়েছে। বাংলাদেশ ও স্বামীর বাড়ির পরিবেশ আমার ভালো লেগেছে। স্বামী,শ্বশুর শ্বাশুড়ি ও পরিবারের সাথে নিজেকে মানিয়ে নিয়ে জীবন সংসার শুরু করেছি।জীবন যৌবন উৎসর্গ করে একজন গৃহিণী হওয়ার স্বপ্ন দেখছি।

    আইনজীবী গোলাম মোহাম্মদ জানান গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ আদালতে সকল ফর্মালেটি মেইনটেইন করেই জুয়েল নাইসা দাম্পত্যর বিয়ে সম্পন্ন হয়েছে। নাইসা(২৬) ভারতের পর্শ্চিমবঙ্গ হাওড়া জেলার দশনগড় থানার ধারসা ছোট মল্লিক পাড়া গ্রামের খাইরুল আলম মল্লিকের মেয়ে, জুয়েল সরকার(২৪)বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি(দাঁদপুর) গ্রামের ইরান আলীর ছেলে।

  • ডিমলায় বিশ্ব পরিবেশ দিবস পালন।

    ডিমলায় বিশ্ব পরিবেশ দিবস পালন।

    ডিমলায় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

    “প্লাস্টিকের দূষণের সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি শ্লোগানে সারা দেশের সাথে নীলফামারীর ডিমলায় “বিশ্ব পরিবেশ দিবস”-২০২৩ পালন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, পরিস্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (৫ই জুন) সকালে ডিমলা উপজেলা পল্লীশ্রী’র পরিবেশ প্রকল্পের আয়োজনে, বিএমজেড ও নেট্জ এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‍্যালী বেরিয়ে শহর প্রদক্ষিণ করার পর উপজেলা পরিষদের হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

    পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের খগাখড়িবাড়ী কমিউনিটি সি,এস,ও লিডার দুলালী বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিজ দ্বায়িত্বে কাজ করে যেতে হবে, তানা হলে যেহারে চারিদিকে পরিবেশ ও শব্দ দূষণ হচ্ছে এতে খুব অধিকাংশ মানুষজন বধির হয়ে জটিল ও কঠিন রোগে আক্রান্ত হতে পারে। তাই আসুন জটিল-কঠিন ও বধিরত্বের হাত থেকে বাঁচতে, পরিবেশ দূষণে স্বেচ্চার হই সেই সাথে বেশি বেশি গাছ লাগাই।

    অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য দেন পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের উপজেলা উপজেলা সমন্বয়কারী নূর নাহার বেগম।

    প্রকল্পটির এ্যাসিসটেন্ট সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা সমন্বয়কারী এম,এ মকিম চৌধুরী।নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি সভায় প্রকল্পের প্রোগ্রাম ফেসিলেটেটর শাইনুল ইসলাম পরিবেশ বিষয়ক বক্তব্যে পলিথিন উপাদান, বিক্রয়, প্রদর্শন, আমদানি ও পরিবহন নিষিদ্ধ করনের দাবী জানিয়েছেন।

    আলোচনা সভা শেষে পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের কমিউনিটি সি,এস,ও লিডার এবং সদস্যদের মাঝে ১০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে একটি বকুল ফুলের গাছ রোপণ করা হয়। এছাড়াও পরিস্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্ত্বরের মাঠে পরে থাকা ময়লা-আবর্জনা ও পলিথিন পরিস্কার করে বস্তাবন্দি করে।

  • নীলফামারীতে “চিলাহাটি এক্সপ্রেস” এর শুভ উদ্বোধন।

    নীলফামারীতে “চিলাহাটি এক্সপ্রেস” এর শুভ উদ্বোধন।

    নীলফামারী থেকে যাত্রা শুরু করল চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে নতুন দিবাকালীন আন্তঃনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস। রোববার ( ৪ জুন ) সকাল ১০টায় গণভবন প্রান্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চিলাহাটি প্রান্তে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন উপস্থিত থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য ১ম বারের মত চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি। উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার জন্য চালু করা হয়েছে দিবাকালীন এই ট্রেন সার্ভিস। ইঞ্জিন সহ ১২ টি কোচ আছে ট্রেনটিতে। নতুন এই ট্রেনটি ভোর ৬ টায় চিলাহাটি থেকে ছেড়ে ঢাকা পৌচ্ছাবে বিকেল পৌনে ৩ টায় এবং ঢাকা থেকে বিকেল সোয়া ৪ টায় ছেড়ে পুনরায় চিলাহাটি পৌচ্ছাবে রাত পৌনে ২ টায়। মাঝখানে সান্তাহার,ফুলবাড়ি,পার্বতীসহ থামবে ৮ টি স্টেশনে। এদিকে দীর্ঘ দিনের দাবী পুরন হওয়ায় খুশি স্থানীয়রা৷ ট্রেনটির কাঙ্ক্ষিত নাম নীলফামারী এক্সপ্রেস না পাওয়ায় আনন্দের কিছুটা ভাটা পড়লেও উদ্বোধন ঘিরে সকাল থেকে স্থানীয়রা ভীড় করেছে চিলাহাটি প্রান্তরে। তবে ট্রেনটিতে আসন বাড়ানোর দাবী জানিয়েছেন তারা।

    চিলাহাটির স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পরে হলেও চিলাহাটি থেকে ঢাকা রুটে ট্রেনটি চালু হওয়ার আমরা অত্যন্ত খুশি। তবে সিট বরাদ্দ অনেক কম, আরও বাড়ানো প্রয়োজন। মো. জশিয়ার রহমান নামের উদ্বোধনী ট্রেনটির এক যাত্রী বলেন, ট্রেনটিতে ডেকোরেশন আধুনিক ভাবে করা হয়েছে। মেঘলা তাসনিম নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, দিনের বেলায় ট্রেনটি হয়ে আমরা যারা মেয়ে শিক্ষার্থী আছি,ঢাকায় পড়াশুনা করি তাদের সুবিধা হলো। আমরা দিনের বেলায় প্রচুর নিরাপত্তা নিয়ে এবং সাবলিল ভাবে যাতায়াত করব। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, উত্তরাঞ্চলের মানুষের সুভিধার জন্য নির্বাচনের আগেই মাননীয় প্রধানমন্ত্রীর আপনার নির্দেশনায় এই ট্রেনের উদ্বোধন হতে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণ এর লক্ষে আপনার এমন কাজে উত্তরাঞ্চলের মানুষ অত্যান্ত খুশি হয়েছে। তিনি আরও বলেন, আগামী সেপ্টেম্বরে পদ্মা সেতু দিয়ে ঢাকা-যশোর রেলপথের উদ্বোধন করা সম্ভব হবে। এছাড়াও ঢাকা চট্রগ্রাম ডাবল লাইন ও আখাউড়া – আগারতলা রেললাইন আগামী জুনেই উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রেল দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর উত্তরাঞ্চলের মঙ্গা দূর হয়েছে। আওয়ামীলীগ থাকা অবধি আর মঙ্গা আসবেনা। দেশের মানুষের টাকায় আমরা পদ্মা সেতু নির্মান করেছি। সেখানেও রেললাইন সংযোগ করেছি। যেমন আমরা যমুনা সেতুতে রেললাইন সংযুক্ত করেছিলাম। বিশ্ব ব্যাংকের অর্থয়নে তখন আমরা নির্মান করেছিলাম। প্রধানমন্ত্রী আরও বলেন, উত্তরাঞ্চলের মানুষের জন্য যখন ইপিজেড দেওয়া হয় অনেকে বলেছিল কি হবে এটা দিয়ে। কিন্তু সেই ইপিজেড আজ উত্তরাঞ্চলের মানুষের জীবন বদলে দিয়েছে। এ সময় রেলমন্ত্রনালয়কে রেলের যাবতীয় সমস্যা সমাধানের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • রামপালে চোর চক্রের মূল সদস্য গ্রেফতার।

    রামপালে চোর চক্রের মূল সদস্য গ্রেফতার।

    বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই নছিমনসহ চোর চক্রের মূল হোতা মোঃ আব্বাস শেখ(৩৫)নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
    ৩ জুন শুক্রবার রাত ১২.৩০ টায় ফয়লাহাট পুলিশ ক্যাম্পের আইসি মোঃ ইসমাইল হোসেন ও এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ফয়লা বাজারের মৎস্য আড়ৎ এর সামনে থেকে অভিযান চালিয়ে চোরাই নছিমনসহ
    আব্বাসকে গ্রেফতার করে।
    গ্রেফতারকৃত মোঃ আব্বাস শেখ উপজেলার উজলকুড় ইউনিয়নের  মানিকনগর গ্রামের মৃত মোন্তাজ শেখ’র পুত্র।
    রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম জানান,  ফয়লা বাজারের মৎস্য আড়ৎ এর সামনে থেকে চোর চক্রের মূল হোতা আব্বাসকে চোরাই নছিমনসহ গ্রেফতার করা হয়েছে।  আসামীর নামে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
  • রাণীশংকৈলে দুই পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়।

    রাণীশংকৈলে দুই পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী সাপ্তাহিক নেকমরদ ও কাতিহার পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে অর্থদন্ডের সাজা হলেও, মিলছে না প্রতিকার। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

    হাট দুটি প্রতি সপ্তাহের শনিবার কাতিহার ও রবিবার নেকমরদে বসে। অভিযোগ রয়েছে, অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ইজারাদারদের একাধিকবার শাস্তি হিসাবে অর্থদন্ড প্রদান করলেও। অতিরিক্ত খাজনা আদায় তোলা বন্ধ হচ্ছে না।

    জানা গেছে,১৪৩০ বাংলা সনের জন্য নেকমরদ পশুর হাট প্রায় দেড়কোটি টাকা দিয়ে ইজারা নিয়েছেন নেকমরদ এলাকার ব্যবসায়ী তোজাম্মেল হোসেন অপরদিকে কাতিহার পশুর হাট ১ কোটি ১৩ লাখ টাকায় ইজারা নিয়েছেন বাচোর এলাকার সানোয়ার হোসেন লিয়ন।তারা হাট দুটি পহেলা বৈশাখের ২ ও ৩ তারিখে বছরের প্রথম খাজনা আদায়ের সুচনা করেন। এ দিন থেকে তারা গরু প্রতি ৪০০ টাকা, ছাগল প্রতি ১৫০ টাকা হিসাবে খাজনা আদায় করে চলেছেন।

    ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী গরু প্রতি ২৩০ টাকা, ছাগল প্রতি ৯০ টাকা নেওয়ার বিধান রয়েছে। এসব বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা অতিরিক্ত খাজনা আদায় করে চলছে। তবে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে গত ১৬ ও ২৩ এপ্রিল নেকমরদ পশুর হাট সংলগ্ন মহাসড়কে মানবন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। এসব মানববন্ধন ও প্রতিবাদের কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার ভুমি ইন্দ্রজিত সাহা ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে পর পর তিনটি হাটে মোট ৫১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে জরিমানা আদায় করেছেন। অপরদিকে কাতিহার হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ১৩ মে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা। তবে খাজনা আদায়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থের সাজা প্রদান করলেও অতিরিক্ত খাজনা আদায় তোলা বন্ধ হচ্ছে না।

    স্থানীয় পশু ব্যবসায়ী মমিনুল ইসলাম, আদাবর আলীসহ একাধিক ব্যবসায়ী প্রতিবেদককে বলেন, প্রশাসনের কাছে অভিযোগ করার পর তারা লোক দেখানো ব্যবস্থা নেই। হাটে এসে সামান্য জরিমানা করেই চলে যান। হাটের দিন কমপক্ষে ৫শত গরু ক্রয় বিক্রয় হয়। ছাগল হয় দেড় থেকে ২শতটির মত। সে হিসাবে গরুতে অতিরিক্ত টাকা নেই প্রায় ৮৫ হাজার অপরদিকে ছাগলে অতিরিক্ত টাকা নেই ১২ হাজার টাকা। আর প্রশাসন অভিযোগ পেলে এসে জরিমানা করে সামান্য টাকা।

    ব্যবসায়ীরা বলেন, নেকমরদ পশু হাটে ইতিমধ্যে তিনবারে (১০ হাজার,১৬ হাজার,২৫ হাজার) মোট ৫১ হাজার টাকা জরিমানা করেছে। কাতিহার হাটে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। তবে খাজনা বেশি নেওয়ার অপরাধে জরিমানা করলেও। ভ্রাম্যমাণ আদালত চলাকালীনও অতিরিক্ত খাজনা আদায় হয়ে থাকে বলে ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে।

    ব্যবসায়ীরা বলছেন, লোক দেখানো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কারণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যদি অপরাধটি বন্ধ না হয় তাহলে সাধারণ মানুষের তো কোন উপকারের আসছে না। বন্ধ হচ্ছে না অতিরিক্ত খাজনা তোলা।
    শনিবার কাতিহার ও গত রোববার নেকমরদ হাটে গিয়ে দেখা যায়, তারা যথারীতিতে গরু প্রতি ৪০০ টাকা ছাগল প্রতি ১৫০ টাকা খাজনা আদায় করছে।

    জানতে চাইলে কাতিহার হাট ইজারাদার সানোয়ার হোসেন লিয়ন বলেন, অন্যান্য হাটে বেশি খাজনা আদায় করা হয়। তাই কাতিহার হাটেও খাজনা বেশি নেওয়া হয়। তাছাড়া খাজনা বেশি তোলার বিষয়টি প্রশাসনেও জানে। তারা তো কখনো কিছু বলে নি।

    নেকমরদ হাট ইজারাদার তোজ্জাম্মেল হোসেন বলেন, বিষয়টি নিয়ে আপনার সাথে দেখা করে কথা বলবো। তবে মুঠোফোনে কোন মন্তব্য করতে তিনি রাজি হননি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাই্ন কবির বলেন, হাটে অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। একাধিকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও যেহেতু অতিরিক্ত খাজনা তোলা বন্ধ হচ্ছে না। এটা নিয়ে কি করা যায়, তার সঠিক সুরাহা দেওয়ার জন্য জেলা প্রশাসক মহোদয়কে বলা হয়েছে। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা হবে বলে তিনি মন্তব্য করেন।

  • সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেল আব্দুল গফুর।

    সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেল আব্দুল গফুর।

    বাঘার প্রবীণ সাংবাদিক আব্দুল গফুর অসুস্থ প্রয়োজন একটি ক্রেচার: দেখার কেউ নেই, গত ২৮ তারিখে এই শিরোনামে অনলাইন নিউজ পোর্টালে মানবিক সংবাদ প্রকাশ হওয়ার পরে সুধীজন সহ উচ্চ মহল তথা উপজেলা প্রশাসনের নজরে আসলে গত ৩০ মে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বাঘা শাখার মাধ্যমে আব্দুল গফুরকে একটি হুইল চেয়ার প্রদান করেন।

    যানা যাই, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বাঘা শাখার মাধ্যমে ২০২২-২০২৩ অর্থবছরে বিভিন্ন প্রতিবন্ধীদের ৬০টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

    আব্দুল গফুরের স্ত্রী জানান, বাড়িতে আমি আর সে (স্বামী আব্দুল গফুর) থাকি। তাকে নিয়ে আমি কোথাও যেতে পারি না। একটি হুইল চেয়ারের অনেক দরকার ছিল। উপজেলা থেকে এই চেয়ার দেওয়াতে তাকে নিয়ে প্রয়োজনীয় সব কাজ করতে পারবো, বাইরে নিয়ে জেতে পারবো। আমি ধন্যবাদ জানায় উপজেলা প্রশাসনকে।

    উল্লেখ্য, বাঘা অঞ্চলের প্রবীণ সাংবাদিক, বাঘা প্রেসক্লাবরে সাবেক সভাপতি, উত্তরাঞ্চলের একমাত্র জাতীয় দৈনিক বার্তার প্রতিনিধি, দৈনিক ভোরের ডাকের নিজস্ব বার্তা প্রেরক আব্দুল গফুর দীর্ঘ ৩ বছর যাবৎ ব্রেন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে তার জ্বরা-জীর্ণ নিজ বাড়িতে অসহায় মানবেতর জীবন যাপন করছেন।

  • রামপাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরিচিত সভা।

    রামপাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরিচিত সভা।

    বাগেরহাট জেলার রামপালে  রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও ম্যানেজিং কমিটির সাথে নব-নিযুক্ত (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা শামীম আরা খানম এর পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন বৃহস্পতিবার বেলা ১২ টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের নব-নিযুক্ত (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা শামীম আরা খানম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির অবিভাবক সদস্য  শেখ জাকির হোসেন, এস এম মহিতুর রহমান, আওরঙ্গজেব ছোট, দাতা সদস্য নারায়ণ মন্ডল, বিদ্যালয়ের শিক্ষক মোঃ হাদী উজ্জামান, সন্ধা রানী মন্ডল, শিপ্রা বিশ্বাস, তামিম হাসান, মিঠুন দাস, যুগল বিশ্বাস, রেহানা  বেগম, সাকুর শেখ প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
    সভাপতির বক্তব্যে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার ও নব নিযুক্ত  (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকাকে সহযোগীতা করার জন্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যদের প্রতি উদাত্ত আহবান জানান। উল্লেখ্য গত ৩১ মে ম্যানেজিং কমিটির সভায় শামীম আরা খানমকে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা হিসাবে দায়িত্ব প্রদান করা হয়।
  • রামপালে বিলুপ্ত প্রাণী তক্ষকসহ ৪ জন গ্রেফতার।

    রামপালে বিলুপ্ত প্রাণী তক্ষকসহ ৪ জন গ্রেফতার।

    বাগেরহাটের রামপালে বিলুপ্ত প্রাণী তক্ষকসহ চার জনকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ।
    ৩০ মে মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় রামপাল থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে উপজেলার রাজনগর ইউনিয়নের বুঝবুনিয়া গ্রামের সার্বজনীন দূর্গা মন্দিরের সামনে থেকে তক্ষকসহ চার জনকে গ্রেফতার করে।
    আটকৃতরা হলেন, রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র মোঃ আবু হানিফ (৪৫), একই উপজেলার  নেহালপুর কালিবাড়ী গ্রামের মোঃ হোসেন শেখ’র পুত্র মোঃ সাগর শেখ (২৫), দাকোপ উপজেলার আচাঁভুয়া গ্রামের মৃত বিভাষ চন্দ্র মন্ডল’র পুত্র দেবাশীষ মন্ডল(৪৩), গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার লোহাচরা গ্রামের মোঃ মিরাজুল ইসলাম’র পুত্র মহিদুল ইসলাম(৩৫)।
    রামপাল থানা সূত্রে জানা গেছে যে, পুলিশ গোপন সূত্রে খবর পায় বুঝবুনিয়া মন্দিরের সামনে তক্ষক বেচা-কেনা হচ্ছে।  এ খবরের ভিত্তিতে এসআই খন্দকার আব্দুল মবিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীদের আটক করে।
    রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস. এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে জানান, বিলুপ্ত প্রজাতির ১৫ ইঞ্চি লম্বা একটি তক্ষকসহ চারজনকে রামপাল থানা পুলিশ গ্রেফতার করেছে। আসামী চারজন বিরুদ্ধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।