Author: admin

  • উল্লাপাড়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

    উল্লাপাড়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ধান বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ১০ জুন শনিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রনোদনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম।

    উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সূবর্ণা ইয়াসমিন(সুমি) জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আওতায় কৃষি প্রণোদনা ৫ কেজি ব্রি-৭৫ ও উফশী রোপা আমন ধানের বীজের সাথে ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি রাসায়নিক সার ১ হাজার ৪’শ ৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

    এ সময় অন্যান্যের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসওয়াদ বিন খলিল রাহাত ও শাহাবুদ্দিন আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

  • রাণীশংকৈল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত।

    রাণীশংকৈল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জিন্নাত আলী (৫২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
    আজ শনিবার (১০ জুন) দুপুর ২ টার সময় রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ৩৭৪ নম্বার মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে।
    নিহত জিন্নাত আলী উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট কলোনির মৃত মহিউদ্দীনের ছেলে।
    স্থানীয়রা জানান, জিন্নাত আলীসহ আরও কয়েকজন দুপুরে বাড়ির অদূরে ভারতের  সীমান্তে ঢুকেছিলেন ঘাস কাটার জন্য।
    পরে নাগর নদীতে ঘাস পরিস্কার করতে যান। একপর্যায়ে তারা নদী থেকে উঠে বাংলাদেশ সীমান্ত এলাকায় গেলে ভারতের উত্তর দিনাজপুর জেলার বিএসএফ ব্যাটালিয়নের কুকরাদহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।এ সময় গুলিবিদ্ধ জিন্নাত আলীকে উদ্ধার করে ঠাকুরগাঁও নেয়ার পথে তিনি মারা যান।
    রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান,পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
    বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জগদল ক্যাম্পের কমান্ডার আ: মোমিন জানান,গুলি করে বাংলাদেশিকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
    বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ  জানান, আজ দুপুরে জিন্নাত আলী নামে এক বাংলাদেশি ভারতীয় সীমান্তের শুন্যরেখা অতিক্রম করলে বিএসএফ তাকে গুলি করেন। আহত অবস্থায় তিনি বাংলাদেশ সীমান্তে চলে আসেন। চিকিৎসার  জন্য ঠাকুরগাঁও নেওয়ার পথে তিনি মারা যান।
  • ডিমলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ ইউনিয়নে নৌকার প্রার্থী চুড়ান্ত।

    ডিমলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ ইউনিয়নে নৌকার প্রার্থী চুড়ান্ত।

    নীলফামারীর ডিমলা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী-লীগ মনোনীত নৌকার প্রার্থী চুড়ান্ত করেছে সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড।

    গত ০৯ জুন (শুক্রবার) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সরকারী বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামীলীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

    সভার সিদ্ধান্ত মোতাবেক ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ী ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম,গয়াবাড়ী ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন সরকার ও খগা খড়িবাড়ী ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমকে সরকার দলীয় প্রার্থী হিসেবে নৌকার মাঝি চুড়ান্ত করা হয়েছে।

    এ সময় প্রার্থীরা জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে চুড়ান্ত হয়েছি। আগামী ১৭ জুলাই (সোমবার) জনগনের ভোটে নৌকা প্রতীকে বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন।

  • রামপালে গাঁজাসহ এক যুবক গ্রেফতার।

    রামপালে গাঁজাসহ এক যুবক গ্রেফতার।

    বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে ফয়লা বাজার এলাকা থেকে ফাহাদ গাজী (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে।  সে উপজেলার উজলকুড় ইউনিয়নের পার গোবিন্দপুর গ্রামের মোস্তফা গাজী’র পুত্র।  ৯ জুন শুক্রবার রাত সাড়ে ৮ টায় পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে ফয়লা বাজারের জাহাঙ্গীরের ভাতের হোটেলের  সামনে  এক ব্যক্তি গাঁজা নিয়ে  অবস্থান করছে।  এর ভিত্তিতে  এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফাহাদকে চ্যালেঞ্জ করে এবং তার  দেহ তল্লাশী করে।  দেহ তল্লাশী করলে  তার কাছে ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজা পাওয়া যায়।
    রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ৫০ গ্রাম গাঁজাসহ উজলকুড় ইউনিয়নের ফয়লা বাজার থেকে ফাহাদকে গ্রেফতার করা হয়েছে।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
  • মণিপুর রাজ্যে শান্তি কামনায় মণিপুরী সম্প্রদায়ের সমাবেশ।

    মণিপুর রাজ্যে শান্তি কামনায় মণিপুরী সম্প্রদায়ের সমাবেশ।

    ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে গত ৩ মে থেকে শুরু হওয়া  সহিংসতায় শান্তি প্রতিষ্ঠিত  দাবিতে শান্তি সমাবেশ করেছেন বাংলাদেশে’র  মণিপুরী সম্প্রদায়েরা । মণিপুরে দাঙ্গা-হাঙ্গামা ও অশান্তির অবসান ঘটিয়ে পূর্ণ শান্তি ও দ্রুত আগের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ প্রতিষ্ঠার জন্য জোর দাবি জানানো হয় এ সমাবেশে।

    প্রেস বিজ্ঞপ্তি জানানো হয় যে,শুক্রবার (৯ জুন)  মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরি কালচারাল কমপ্লেক্সের হলরুমে এ সমাবেশে’টি অনুষ্ঠিত হয়। শুরুতেই মণিপুর রাজ্যে বর্তমানে সহিংসতায় কারণে  নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
    মণিপুরি কমিউনিটি নেতা এল ইবুংহাল শ্যামল এর সভাপতিত্বে ও অয়েকমপ অঞ্জুর সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি এ.কে শেরাম, কমলগঞ্জ শাখার সভাপতি মাইবাম বীরেন্দ্র, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল জয়ন্ত, শিক্ষিকা বৃন্দারানী সিনহা, থোঙাম প্রহল্লাদ, এল প্রসেনজিৎ, সোরাইজাম উৎপল, অশোক অঙোম, হাওবম সুধীর, থাংজম সুখ প্রমুখ।
    সমাবেশে বক্তারা বলেন, ভারতের মণিপুর রাজ্যে কুকি জনগোষ্ঠীর লোকেরা অতর্কিতে সেখানের মণিপুরি জনগোষ্ঠীর ওপর আক্রমণ করে তাদের ঘরবাড়ি জ্বালানোসহ জানমালের ক্ষতি করে। মণিপুরিরাও একইভাবে প্রতি-আক্রমণ করে। ফলে এই দুই জনগোষ্ঠীর মধ্যে জাতিগত দাঙ্গা শুরু হয়।
    মণিপুরে শান্তি প্রতিষ্ঠার জন্য ভারত সরকার প্যারা-মিলিটারি বাহিনী আসাম রাইফেলসসহ কেন্দ্রীয় মিলিটারি বাহিনীও নিয়োগ করে। তারপরও পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে আসেনি। এখনও বিভিন্ন স্থানে দাঙ্গা পরিস্থিতি বিরাজ করছে এবং জানমালের ক্ষতি হচ্ছে। মণিপুরে সহিংসতার এ পরিস্থিতিতে যাতে সেখানে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠিত হয় সেজন্যে আমরা বাংলাদেশের মণিপুরিদের উদ্যোগে সর্বজনীন শান্তি সমাবেশ করছি।
  • বরগুনায় পিক-আপ ভ্যান থেকে ছিটকে পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু।

    বরগুনায় পিক-আপ ভ্যান থেকে ছিটকে পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু।

    বরগুনায় গরু বোঝাই পিক-আপ ভ্যান থেকে ছিটকে রাস্তায় উপর পড়ে গিয়ে মোঃ আব্দুল মান্নান(৩২) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

    শুক্রবার(৯ জুন) বিকেলে বরগুনা-পুরাকাটা সড়কের সোনাখালী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

    জানা যায় দীর্ঘদীর্ঘদিন যাবত পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের গরু ব্যবসায়ী নিহত আবদুল মান্নান বিভিন্ন এলাকার গরু কিনে বরগুনাসহ বিভিন্ন গরুর হাটে বিক্রি করে আসছিলো। শুক্রবার বিকেলে হাট থেকে পিক-ভ্যানে গরু নিয়ে বাড়ি যাওয়ার পথে বরগুনা-পুরাকাটা সড়কের সোনাখালী এলাকায় আব্দুল মান্নান গাড়ী থেকে পাঁকা রাস্তার উপর পড়ে যায়।স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে মৃতবস্থায় উদ্ধার করে পুলিশকে সংবাদ দেয়।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠান।

     

  • শেরপুর ৩ আসনে নৌকার মাঝি হতে আ’লীগ নেতার গণসংযোগ।

    শেরপুর ৩ আসনে নৌকার মাঝি হতে আ’লীগ নেতার গণসংযোগ।

    শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান আওয়ামী লীগ নেতা এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। তিনি চতুর্থবারের মতো ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে নাইম দলীয় মনোনয়ন পেতে জনসংযোগে মাঠে নামেন। দলীয় মনোনয়ন পেতে দীর্ঘ ২২ বছর ধরে তিনি মাঠ চষে বেড়াচ্ছেন।

    অপরদিকে দীর্ঘ ৫২ বছরে বড়ো কোন রাজনৈতিক দল ঝিনাইগাতীর মাটি থেকে এমপি প্রার্থী মনোনয়ন দেয়নি।

    ফলে উন্নয়ন বঞ্চিত হওয়ার পাশাপাশি এমপির স্বাদ পাইনি ঝিনাইগাতী উপজেলা বাসি। এ ইসুকে কাজে লাগিয়ে উপজেলা বাসীকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলার চেষ্টা করে আসছেন তিনি। উপজেলা বাঁসীও তার ডাকে সাড়া দিয়ে ঐক্যমত পোষণ করে আসছেন। এছাড়৷ এমপি এবং ক্ষমতার সাধ বঞ্চিত দলের তৃনমূলের নেতা- কর্মিরাও নাইমকেই এমপি হিসেবে পেতে চাইছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হতে ও মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন তিনি।

    অধিকার বঞ্চিত ঝিনাইগাতী উপজেলার উন্নয়নের স্বার্থে এ উপজেলার মাটি থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিল্পপতী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা। তৃণমূল নেতাকর্মী আমজনতার দাবি ৫২ বছর শ্রীবরদী উপজেলার প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দাবি মানতে হবে। ঝিনাইগাতীর মাটি থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী হিসেবে নাইমকে দেখতে চায় তৃনমূল নেতাকর্মী ও আমজনতা ।

    নাইম দলীয় মনোনয়ন পেতে গত ২২ বছর ধরে এ আসনের ২ উপজেলার ১৭টি ইউনিয়নে জনসংযোগ চালিয়ে আসছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। দলীয় নেতা কর্মিদের সাথে নিয়ে দুই উপজেলার ১৭ টি ইউনিয়নের বিভিন্ন হাট- বাজার, গ্রামেগঞ্জে ও পাড়া মহল্লায়, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। শ্রীবরদী উপজেলার খরিয়াকাজিরচর ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে তিনি জনসংযোগ করেন। নাইম বলেন ৫২ বছর ঝিনাইগাতীর মাটি থেকে এমপি প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। তাই তিনি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবহেলিত অধিকার বঞ্চিত ঝিনাইগাতী উপজেলার দিকে চোখ তুলে তাকাবেন। আর নেত্রীকে এ আসনটি উপহার দিবেন তিনি।

  • খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রচারনায়- রামপালের আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রচারনায়- রামপালের আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী আলহাজ্ব তালুকদার আঃ খালেক মহোদয়ের নির্বাচনী প্রচারণায় দিনরাত কাজ করছেন রামপাল ও মোংলা  উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দ। প্রতি বছরের ন্যায় এ বছর ও নির্বাচনের শুরুতেই প্রিয় নেতার পক্ষে কাজ করার জন্য কর্মসূচী প্রণয়ন করা হয় । সে পরিকল্পনা অনুযায়ী  নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে
    পরিচালনার জন্য খুলনার রামপাল ও মোংলায় বসবাসকারীদের নিয়ে উপজেলা আ.লীগের সহ-সভাপতি শেখ নিজাম উদ্দিন আহমেদকে আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামুকে সদস্য সচিব করে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। শুধু এ কমিটি নয়, নির্বাচনী প্রচারণা  শুরু হওয়ার সাথে সাথে রামপালের সকল ইউনিয়ন থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ধারাবাহিক ভাবে প্রতিদিন নির্বাচনী কাজ করে চলছেন। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে অনেক নেতা কর্মী খুলনায় অবস্থান করছে। যাদের খুলনায় বাসা নেই,তারা  শুধুমাত্র নির্বাচনী প্রচারণার জন্য সুদুর রামপাল থেকে সকালে খুলনায় এসে নির্বাচন পরিচালনা  কমিটির নির্দেশনা অনুযায়ী  কাজ শেষে আবার  রাতে রামপাল ফিরে যাচ্ছে।
    নির্বাচন পরিচালনা কমিটির নির্দেশনায় ইতোমধ্যে খুলনা সিটি কর্পোরেশনের অধিকাংশ ওয়ার্ডে  টিম সহকারে সকাল-সন্ধ্যা নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে ।
    নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য রামপাল ও মোংলা উপজেলার আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ,  যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ,  তাঁতী লীগ ও ছাত্রলীগের শত শত নেতা কর্মী নির্বাচনী প্রচারণায় অবিরত কাজ করে চলছেন।
  • বাঘায় বাঁশ কাটতে নিষেধ করায় মা ও মেয়েকে নির্যাতনের অভিযোগ।

    বাঘায় বাঁশ কাটতে নিষেধ করায় মা ও মেয়েকে নির্যাতনের অভিযোগ।

    রাজশাহীর বাঘায় বাঁশ কাটতে নিষেধ করায় মা ও কলেজ পড়ুয়া মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার (৮ জুন) রাতে থানায় অভিযোগ করা হয়।

    বুধবার বিকালে উপজেলার মনিগ্রাম মাদ্রাসা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে মা-মেয়ে নিরাপত্তাহীনতায় আতংকের মধ্যে রয়েছে।

    জানা যায়, উপজেলার মনিগ্রাম মাদ্রাসা মোড় এলাকায় আব্দুল জলিলের বাড়ি পাশে হেলে একটি বাঁশ প্রতিবেশি কাদেরের জমির সিমানায় গেছে । এই বাঁশ বুধবার (৭ জুন) বিকালে ওই একই স্থানের আব্দুল খালেকের ছেলে সিয়াম হোসেন কাটতে যায়। এ সময় বাঁশ কাটতে নিষেধ করেন আব্দুল জলিলের স্ত্রী কবিতা সরকার ও তার মেয়ে রাজশাহী কলেজে অনার্স পড়ুয়া জুঁই সরকার। তাদের নিষেধ অমান্য করে বাঁশ কাটেন। বিষয়টি নিয়ে জুঁই সরকার তার দাদার কাছে নালিশ করে। এতে সিয়াম হোসেন ক্ষিপ্ত হয়ে অনার্স পড়–য়া মেয়ে জুঁই সরকারকে ও তার মা পারভীন বেগমকে হাসুয়ার উল্টা পিঠ দিয়ে ও বাঁশের লাঠিদিয়ে মারপিট করা হয়েছে। এতে তারা আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

    এ বিষয়ে আবদুল জলিলের স্ত্রী কবিতা সরকার বলেন, আমার জমির বাঁশ কাটতে নিষেধ করায় নির্যাতন করা হয়েছে। এছাড়াও কারনে অকারনে তারা অত্যাচার করে। এতে প্রতিবাদ করলে নির্যাতন করে।

    এ বিষয়ে সিয়াম হোসেন বলেন, একটি হেলে পড়া বাঁশ আমার জমির উপর আসায় কাটা হয়েছে। এরপর থেকে মা মেয়ে অকথ্য ভাষায় কথাবার্তা বলতে শুরু করে। এতে রাগ সহ্য করতে না পেরে একটি ধাক্কা দিয়েছি। তাদের কোন মারপিট বা নির্যাতন করা হয়নি।

    বাঘা থানার সহকারি পুলিশ পরিদর্শক কামরুজ্জামান জানান,নির্যাতনের বিষয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি ঘটনার সত্যতা পাই। সামাজিকভাবে বিষয়টি মিমাংসা করে নেওয়ার জন্য সমাজ প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে। মিমাংসা না হলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • পুলিশের অভিযানে রামপালে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    পুলিশের অভিযানে রামপালে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    বাগেরহাটের রামপালে থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে তিন জনকে গ্রেফতার করেছে।
    ৭ জুন বুধবার  রাত সাড়ে ৮ টায় রামপাল থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী বাজারের পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে এক ব্যক্তি গাঁজা নিয়ে অবস্থান করছে।  এ খবর পাওয়ার পর এসআই মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে  সন্দেহজনকভাবে পেড়িখালী গ্রামের ইব্রাহিম শেখ’র পুত্র  আলফাজ শেখ (২৫) এর দেহ তল্লাশী করে। দেহ তল্লাশী করে তার কাছ থেকে ২৩০ (দুইশত ত্রিশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।
    অন্যদিকে রাত ১১টায় উপজেলার উজলকুড় ইউনিয়নের ফয়লা বাজারে গাঁজা কেনা-বেচা হচ্ছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পায়।  এ খবর পেয়ে এসআই দীনেশ ঘোষ সঙ্গীয় ফোর্সসহ ফয়লা বাজারের তরিকুলের ফার্নিচারের দোকানের সামনে  একই ইউনিয়নের মানিকনগর গ্রামের  শেখ মোস্তাফিজুর রহমান মোস্তাক’র পুত্র শেখ নাজমুল ইসলাম(২৭) ও একই গ্রামের জাহাঙ্গীর মোড়ল’র পুত্র আরিফ মোড়ল(২১) এর দেহ তল্লাশী করে।  দেহ তল্লাশী করে তাদের দু’জনের কাছ থেকে ৪০(চল্লিশ) গ্রাম গাঁজা উদ্ধার করা করে।
    রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, গাঁজাসহ উপজেলার উজলকুড় ইউনিয়ন থেকে দুই জনকে এবং পেড়িখালী ইউনিয়ন থেকে এক জনকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার  জিরো  টলারেন্স নীতি গ্রহণ করেছে। দেশের যুবসমাজকে বাঁচাতে হলে যে কোন মূল্যে মাদক নির্মুল করতে হবে।  মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।