Author: admin

  • রামপালে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।

    রামপালে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।

    বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান বাবু (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
    সে উপজেলার রামপাল সদর ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের সালাম মোড়ল’র পুত্র।
    ২৪ জুন শনিবার রাত সাড়ে ৯ টার দিকে সাব-ইন্সফেক্টর শ্রীবাস কুন্ডু সঙ্গীয় ফোর্সসহ ঝনঝনিয়া এলাকার কল্লোল এর বাড়ির সামনে  মোস্তাফিজের দেহ তল্লাশী করে।  দেহ তল্লাশী করলে তার কাছে ০৫ (পাঁচ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট ও  ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম’র কাছে জানতে চাইলে তিনি বলেন,  মোস্তাফিজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গত রাতে তাকে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  মাদক নির্মূলের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
  • বালিয়াডাঙ্গীতে তৃণমূল আ.লীগ নেতাকর্মীদের মতবিনিময়।

    বালিয়াডাঙ্গীতে তৃণমূল আ.লীগ নেতাকর্মীদের মতবিনিময়।

    ঠাকুরগাঁওয়ে তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালী ও বেগমান করার লক্ষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করা হয়। এ সময় অত্র ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি। এ সময় দলের নেতা কর্মী উজ্জীবিত হয়ে করতালি দেয়।

    আলোচনা সভায়,চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়নের সভাপতি দিলীপ কুমার চ্যাটার্জী,সাধারণ সম্পাদক রুকনুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • ঈদুল আযহা উপলক্ষে ঠং ঠং শব্দে মুখরিত বাঘার কামাড় পট্টি।

    ঈদুল আযহা উপলক্ষে ঠং ঠং শব্দে মুখরিত বাঘার কামাড় পট্টি।

    কোরবানি দিবেন এমন পরিবারের সদস্যরা বা কোরবানির দায়িত্ব পাওয়া কসাইরা নিজেদের চাহিদামতো দা, ছুরি, চাক্কু, চাপাতি, কুড়াল, বটি বানাতে ছুটছেন কামারদের কাছে। তাই গরম লোহা পেটানোর ‘ঠং ঠং’ শব্দে মুখরিত হয়ে উঠেছে বাঘা উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদের কামারপট্টিগুলো।
    কোরবানির ঈদকে সামনে রেখে কয়লার আগুনে লোহা পুড়িয়ে এসব তৈরি এবং পুরনোগুলো শাণ দিয়ে ধারালো করতে ব্যস্ত সময় পার করছেন বাঘা উপজেলার কামাররা। এসব মালামালের চাহিদা পূরণে কামাররা দিন-রাত কাজ করছেন। জমজমাট হয়ে উঠেছে কামারপাড়া। এ ব্যস্ততা চলবে ঈদের দিন পর্যন্ত। গত কয়েকদিন রাজশাহীর বাঘাতে কামারপাড়া ঘুরে এমনটাই দেখা গেছে।

    বাঘা উপজেলার বাঘা পৌর শহরের নারায়নপুর, বাঘা বাজার, চন্ডিপুর, আড়ানী পৌর এলাকার আড়ানী বাজার, রুস্তপুর বাজার,কটারমোড়, আড়ানী রেল স্টেশন, বাউসা ইউপির দিঘা বাজার, বাউসা বাজার, তেঁথুলিয়া বাজার, আড়ানী ইউপির হরিপুর বাজার, পাচঁপাড়া বাজার, চক-বাউসা বাজার, মনিগ্রাম ইউপির মনিগ্রাম বাজার, বিনোদপুর বাজারর, মিরগঞ্জ বাজার,পাকুড়িয়া ইউপির পানিকামড়া বাজার, আলাইপুর বাজার,কেশবপুর বাজার,গড়গড়ি ইউপির খায়েরহাট বাজার, সরেরহাট বাজার,খানপুর বাজার,বাজুবাঘা ইউপির চন্ডিপুর বাজার,জোতরাঘব বাজার, বারখাদিয়া বাজার, পিরগাছা বাজার,চকরাজাপুর ইউপির চকরাজাপুর বাজার, পলাশী বাজারসহ ছোট-বড় সকল হাটে ঘুরে দেখা যায় সেখানকার কামাররা ছুরি চাপাতি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

    সরেজমিন ঘুরে দেখা গেছে, একের পর এক ক্রেতা এসে বাঘার কামারপট্টির দোকানে ভিড় করছেন। সকাল, দুপুর ও রাতের খাবার কামাররা দোকানে বসেই খেয়ে নিচ্ছেন। পুরোনো দুটি দা, একটি বটি ও একটি ছুরিতে শাণ দেওয়ার জন্য কামররা ২৫০ টাকা রখছেন। অন্য সময়ে এর মজুরি দেড়শ টাকার মতো। আর নতুন একটি ছোরা ২০০ থেকে ২৫০ টাকা, বিভিন্ন সাইজের চাক্কু ৫০ থেকে ১০০ টাকা, বটি দুইশ থেকে ৩৫০ টাকায় বিক্রি করছেন। ক্রেতারা জানান, অন্য সময়ের চেয়ে এখন দ্বিগুণ দাম রাখা হচ্ছে।

    কামারদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোরবানির ঈদের সময় তাদের যে বেচাকেনা হয় তা অন্যকোনও সময়ে হয় না। তাই এ ঈদের আগে পেশাজীবী কামারদের সচ্ছল হওয়ার মোক্ষম সময়। অনেক কামার আগে থেকেই এসব মালামাল প্রস্তত করে ঈদের সময় বিভিন্ন হাট-বাজারে বিক্রি করে থাকেন।

    কামাররা জানান, এ পেশায় পরিশ্রম অনুযায়ী তারা মূল্য পান না। বাজারে লোহার দাম বেশি। জীবিকা নির্বাহে কষ্ট হলেও শুধু পরিবারিক ঐতিহ্য ধরে রাখতে এ পেশাটিকে এখনও আঁকড়ে আছেন অধিকাংশ কামার।
  • সাপের কামড়ে কৃষকের মৃত্যু।

    সাপের কামড়ে কৃষকের মৃত্যু।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    বাঁচোর ইউনিয়নের টেকিয়া মহেশপুর এলাকায় শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।কৃষক ৪৬ বছরের জাহাঙ্গীর আলমের বাড়ি ইউনিয়নের মহেষপুরে। তিনি ওই গ্রামের মৃত জমশেদ মোড়লের ছেলে।

    জাহাঙ্গীর আলমের পরিবারের সদস্যরা জানান,শুক্রবার দিবাগত রাত ১২ টার পরে নিজ ঘরের শয়নকক্ষে সাপে কামড়ালে প্রথমে বুঝতে না পেরে স্থানীয় ওঝার নিকট ঝাড়ফুঁক করান। অবস্থার অবনতি হলে এ সময় তারা দ্রুত জাহাঙ্গীর আলমকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিলে রাত ৩ টার দিকে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বাঁচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বলেন, ‘মহেষপুর এলাকার কৃষক  ও স্হানীয় মসজিদের ইমাম জাহাঙ্গীর আলম সাপে কামড়ে মারা গেছেন বলে তার পরিবার আমাকে জানিয়েছে।’

    রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, কৃষক জাহাঙ্গীর আলম সাপের কামড়ে মারা গেছেন বলে হাসপাতালের চিকিৎসক তাকে নিশ্চিত করেছেন।

  • সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

    সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

    সারাদেশে সাংবাদিক হত্যা, নিপীড়ন বন্ধ ও সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়নের দাবি ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম  জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ  সমাবেশে করেছ।

    শুক্রবার (২৩ জুন) দুপুরে  শ্রীমঙ্গলের দীঘিপাড় উপজেলা প্রেসক্লাবের সংলগ্নে এ মানববন্ধন ও প্রতিবাদ  সমাবেশ’টি অনুষ্ঠিত।
    শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক যায়যায়দিন পত্রিকা’র শ্রীমঙ্গল প্রতিনিধি রুম্মন আহমদ এর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী’র সঞ্চালনায় প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ। এই
    মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সঞ্জয় দে, সিনিয়র সাংবাদিক সুমন বৈদ্য, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, প্রতিদিনের কাগজ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সাখাওয়াত লিমন, সাংবাদিক অর্জুন দাশ প্রমুখ।
  • রাণীশংকৈলে কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।

    রাণীশংকৈলে কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কোচের ধাক্কায় আল আমিন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

    এসময় আরও দুইজন আহত হয়েছেন ।তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলারপাটগাঁও এলাকায় রাণীশংকৈল -পীরগঞ্জ মহাসড়কে রাজ পরিবহনের একটি কোচ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাণীশংকৈল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজ পরিবহনের একটি কোচ ধাক্কা দেয়। এসময় আল আমিন মহাসড়কের পাশে ছিটকে পড়েন। এতে সে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথে আল আমিন  মারা যান।

    নিহত আল আমিন বাঁচোর ইউনিয়নের আমজুয়ান এলাকার বেলাল হোসেনের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মাজেদ আলী (৪২) ও তোফাজ্জল হোসেনের ছেলে বেলাল (৩৯)।

    রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, ঘাতক রাজ পরিবহনের কোচটিকে পীরগঞ্জ উপজেলায় আটক করে থানায় নেওয়া হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা হবে।

  • মৌলভীবাজারে নদীর ২৭ পয়েন্টে বাঁধ ঝুঁকিপূর্ণ, বন্যার ঝুঁকিতে জেলা বাসি।

    মৌলভীবাজারে নদীর ২৭ পয়েন্টে বাঁধ ঝুঁকিপূর্ণ, বন্যার ঝুঁকিতে জেলা বাসি।

    পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার জেলাকে বন্যামুক্ত রাখতে হাজার কোটি টাকার প্রকল্প নিয়েও পুরো জেলা এখনো বন্যার ঝুঁকিতে রয়ে গেছে।
    মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলার জন্য নেওয়া ওই প্রকল্পের কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে। পানি উন্নয়ন বোর্ডের মতে এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র ৩৭ শতাংশ।এছাড়া প্রতিরক্ষা বাঁধে ঝুঁকিপূর্ণ ৬৭টি পয়েন্টের মধ্যে ২৭টি পয়েন্ট এখন পুরোপুরি ঝুঁকির মধ্যে রয়েছে। পাশাপাশি বিএসএফর বাধায় কুলাউড়ায় ৩টি পয়েন্টে কাজ অনিশ্চিত হয়ে পড়েছে।
    আগামী ২০২৪ সালের জুনে পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও কতটুকু কাজ হবে এলাকাবাসী এ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। ফলে জেলার বাসিন্দারা ভুগছেন বন্যা আতঙ্কে।হাজার কোটি টাকার প্রকল্পে কাজের অগ্রগতি মাত্র ৩৭ শতাংশ। কুলাউড়ায় ৩টি পয়েন্টে বিএসএফর বাধা।
    ২০০ একর জমির মধ্যে অনুমোদন ৭১ একর অধিগ্রহণের টাকা মেলেনি।
    মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট বিভাগ জানায়, মৌলভীবাজার জেলার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলাকে বন্যা ও নদী ভাঙন মুক্ত রাখতে ২০২০ সালে ৯৯৯ কোটি টাকার এই বৃহৎ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদএর নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হয়। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড নদীর দুই পারের ৬৭টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ৭২টি পয়েন্টে কাজের দরপত্র আহ্বান করে।
    শুরু হয় বাঁধ নির্মাণ চরকাটিং। বিশেষ করে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রনচাপ, মন্দিরা দক্ষিণ বাড়ইগাঁও, মাতাবপুর, মনু বাজার, দাউদপুর, মিয়ারপাড়া, সাধনপুর কাউকাপন বাজার, টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপাড়া সন্দ্রাবাজ, চক সালন দুন্দালপুর, পৃথিমপাশা ইউনিয়নের ধলিয়া, আলীনগর, বেলেরতল, শরীফপুর ইউনিয়নের তেলিবিল, চাঁনপুর, ইটারঘট ও মানগাঁও, রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের একামধুসহ বিভিন্ন পয়েন্ট অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়ে কাজ শুরু হয়। কিন্তু প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় এখন কাজের গতি কমে গেছে বলে জানা যায়।
    পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সুত্র আরও জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম, নিশ্চিন্তপুর, তেলিবিল ও বাগজুর এই ৪টি স্থানে ২ কিলোমিটার ২০০ মিটার অংশে স্থায়ী তীর সংরক্ষণ কাজ রয়েছে। এই ৪টি স্থানের বাংলাদেশ অংশে বাঁধে মোট ৫ লাখ ৭৭ হাজার ৪৩২টি সিসি ব্লক নির্মাণ, ১ লাখ ৩৬ হাজার ৯৭৭টি জিও ব্যাগ ডাম্পিং কাজ এবং বাঁধ পুনর্বাসন কাজ রয়েছে। এতে ঠিকাদারি প্রতিষ্ঠান সিসি ব্লক ও জিও ব্যাগ তৈরির কাজ সম্পন্ন করে রাখে। ৪টি স্থানের মধ্যে শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামে বিএসএফের সঙ্গে বিজিবির সহযোগিতায় পতাকা বৈঠকের পর মৌখিক সম্মতিতে কাজ চলমান থাকলেও গত বছরের ১৩ জানুয়ারি থেকে বিএসএফ এর বাধার কারণে নিশ্চিন্তপুর, তেলিবিল ও বাগজুর এলাকায় কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
    পাউবো সুত্র জানায়, ২০২২ সালের জানুয়ারি মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রথমবার নদীতে জিও ব্যাগ ফেলতে চাইলে ভারতীয় বিএসএফ তাদের কাজে বাঁধা দেয়। এরপর আরও একাধিকবার সিসি ব্লক ও জিও ব্যাগ ফেলত গেলে এতেও বাধার সম্মুখীন হয়। এতে করে টানা এক বছর পাঁচ মাস ধরে নদীর ভাঙন রক্ষায় তীর সংরক্ষণ কাজ বন্ধ হয়ে গেছে।
    কুলাউড়া উপজেলার শরীফপুর ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান বলেন, বিএসএফের বাধার মুখে আমার ইউনিয়নের তিনটি স্থানে প্রতিরক্ষা কাজ দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। এই কাজ যথাসময়ে না হলে আগামী বর্ষা মৌসুমে চাতলাব্রিজ ও নিশ্চিন্তপুর এলাকা দিয়ে নদী ভাঙণের আশঙ্কা রয়েছে। এতে শরীফপুর ইউনিয়নসহ হাজীপুর ইউনিয়ন, কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়ন ও রাজনগরের কামারচক ইউনিয়নের কয়েক হাজার মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হবে বলে জানান।
    কাজের এই মন্থর গতির জন্য ৩টি কারণ চিহ্নিত করেছেন মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল। তিনি বলেন, ৩টি পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাঁধায় কাজ বন্ধ রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ার বিষয়টি আছে। এছাড়াও জমি অধিগ্রহণের জটিলতা আছে।
    আরও নির্বাহী প্রকৌশলী বলেন, ঝুঁকিপূর্ণ এসব স্থান মেরামতের জন্য আমাদের লোকজন অনেক ব্লক তৈরি করেছে। কিন্তু জমি অধিগ্রহণ ও অর্থের অভাব এবং বিএসএফের বাধায় কাজ এগুতে পারছি না। বিএসএফ এর বাধায় আটকে থাকা ৪টি স্থানের কাজের অনুমতি চেয়ে আবেদন জানিয়েও কোনো সাড়া মেলেনি। তিনি আরও বলেন, পরবর্তীতে বিজিবির সহযোগিতায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে মৌখিক সম্মতিতে দত্তগ্রাম স্থানের কাজ চলমান রয়েছে। সর্বশেষ গত ৭ মার্চ যৌথ নদী কমিশন বাংলাদেশ হতে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন ভারতের নয়াদিল্লীতে একটি ডিওপত্র প্রদান করা হয়।
    আবেদনের প্রেক্ষিতে এখনও পর্যন্ত কোন অনুমোদন পাওয়া যায়নি। তবে দ্রুততম সময়ের মধ্যে ওই স্থানে স্থায়ী নদী তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের জন্য ভারত হতে কাজটি বাস্তবায়নের অনুমোদন প্রয়োজন।
    মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম বলেন, আমি এ জেলায় নতুন যোগ দিয়েছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
  • রামপালে গাঁজাসহ যুবক আটক।

    রামপালে গাঁজাসহ যুবক আটক।

    বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে মোঃ তালিম শেখ (২৯) নামের এক যুবককে গাঁজাসহ আটক করেছে।সে উপজেলার পেড়িখালী ইউনিয়নের বড় কাঠালী গ্রামের বাবুল শেখের পুত্র।
    ২১ জুন বুধবার রাত সাড়ে ১০  টার দিকে বড় কাঠালী গ্রামের  ফকিরপাড়া জামে মসজিদের সামনে থেকে সাব-ইন্সফেক্টর লিটন কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে  তালিমকে আটক করে।এসময় তার কাছ থেকে পুলিশ  ৪০ (চল্লিশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।
    এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আশরাফুল আলম নিশ্চিত করে বলেন, গাঁজাসহ বড় কাঠালী গ্রামের তালিমকে আটক করা হয়েছে।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
    উল্লেখ্য রামপাল থানার (ওসি) হিসেবে এস. এম. আশরাফুল আলম যোগদানের পর একের পর এক মাদক নির্মূল অভিযান পরিচালনা হচ্ছে, একের পর এক মাদক কারবারী আটক হচ্ছে।  অনেক মাদক কারবারী এলাকা ছেড়ে পালিয়েছে, অনেক মাদক সেবনকারী ভালো পথে ফিরে আসছে। এ কারনে সর্ব মহলের  প্রশংসায় ভাসছেন তিনি।
  • সাংবাদিক নাদিমের খুনীদের ফাঁসির দাবিতে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবে মানববন্ধন।

    সাংবাদিক নাদিমের খুনীদের ফাঁসির দাবিতে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবে মানববন্ধন।

    সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের ফাঁসীর দাবীতে মনববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ১১ ঘটিকায় দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ঘন্টাব্যাপী  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সাংবাদিক মদন মোহন ঘোষ এর সঞ্চালনা সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম এলান।
    সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে চলমান আন্দোলনের সাথে সংহতি এবং একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, জামালপুর জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ হারুন, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম হোসেন, মেলান্দহ রিপোর্টার ইউনিটির সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি শাহজামাল প্রেসক্লাবের সহ-সভাপতি ,নয়াদিগন্ত প্রতিনিধি সাংবাদিক খাদেমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কালের কন্ঠ, বাংলা টিভির প্রতিনিধি তারেক মাহমুদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি উসমান হারুনী, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও আজকের জামালপুর প্রতিনিধি সাংবাদিক  রশীদুল আলম শিকদার সহ মেলান্দহ মাদারগঞ্জ থেকে আগত সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।
    এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। এসময় বক্তারা নিহত সাংবাদিক নাদিমের আত্বার মাগফেরাত কামনা, তার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান, সেই সাথে খুনী বাবু চেয়ারম্যানকে যারা পৃষ্ঠপোষকতা করেছে সেল্টার দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবী জানানো হয়। সেই সাথে দেশে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবী জানানো হয়।
    মানববন্ধনে পৌর কাউন্সিলর আব্দুস ছালাম খোকা এবং মহিলা কাউন্সিলর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন।
  • ডিমলায় কৃষি মেলার শুভ উদ্বোধন।

    ডিমলায় কৃষি মেলার শুভ উদ্বোধন।

    নীলফামারীর ডিমলায় তিনদিন ব্যাপী কৃষি মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার (২২ জুন) সকালে ২০২২-২৩ অর্থ বছরে কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় গ উপজেলা চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তিনদিন ব্যাপী এই কৃষি মেলার আয়োজন করে। বৈরী আবহাওয়ার কারণে একদিন বাড়িয়ে আগামী ২৫ জুন মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা।

    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে কৃষি মেলা আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

    উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফায়জুল বারী’র সঞ্চালনায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান প্রমুখ। কৃষি মেলায় ২৫টি স্টল স্থান পেয়েছে। আলোচনা শেষে স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল সদস্য বৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।