Author: admin
-
রামপালে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।
বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান বাবু (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।সে উপজেলার রামপাল সদর ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের সালাম মোড়ল’র পুত্র।২৪ জুন শনিবার রাত সাড়ে ৯ টার দিকে সাব-ইন্সফেক্টর শ্রীবাস কুন্ডু সঙ্গীয় ফোর্সসহ ঝনঝনিয়া এলাকার কল্লোল এর বাড়ির সামনে মোস্তাফিজের দেহ তল্লাশী করে। দেহ তল্লাশী করলে তার কাছে ০৫ (পাঁচ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট ও ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম’র কাছে জানতে চাইলে তিনি বলেন, মোস্তাফিজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গত রাতে তাকে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে -
বালিয়াডাঙ্গীতে তৃণমূল আ.লীগ নেতাকর্মীদের মতবিনিময়।
ঠাকুরগাঁওয়ে তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালী ও বেগমান করার লক্ষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করা হয়। এ সময় অত্র ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি। এ সময় দলের নেতা কর্মী উজ্জীবিত হয়ে করতালি দেয়।
আলোচনা সভায়,চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়নের সভাপতি দিলীপ কুমার চ্যাটার্জী,সাধারণ সম্পাদক রুকনুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন।
-
সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
সারাদেশে সাংবাদিক হত্যা, নিপীড়ন বন্ধ ও সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়নের দাবি ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছ।
শুক্রবার (২৩ জুন) দুপুরে শ্রীমঙ্গলের দীঘিপাড় উপজেলা প্রেসক্লাবের সংলগ্নে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ’টি অনুষ্ঠিত।শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক যায়যায়দিন পত্রিকা’র শ্রীমঙ্গল প্রতিনিধি রুম্মন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী’র সঞ্চালনায় প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ। এইমানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সঞ্জয় দে, সিনিয়র সাংবাদিক সুমন বৈদ্য, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, প্রতিদিনের কাগজ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সাখাওয়াত লিমন, সাংবাদিক অর্জুন দাশ প্রমুখ। -
রামপালে গাঁজাসহ যুবক আটক।
বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে মোঃ তালিম শেখ (২৯) নামের এক যুবককে গাঁজাসহ আটক করেছে।সে উপজেলার পেড়িখালী ইউনিয়নের বড় কাঠালী গ্রামের বাবুল শেখের পুত্র।২১ জুন বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বড় কাঠালী গ্রামের ফকিরপাড়া জামে মসজিদের সামনে থেকে সাব-ইন্সফেক্টর লিটন কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তালিমকে আটক করে।এসময় তার কাছ থেকে পুলিশ ৪০ (চল্লিশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আশরাফুল আলম নিশ্চিত করে বলেন, গাঁজাসহ বড় কাঠালী গ্রামের তালিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য রামপাল থানার (ওসি) হিসেবে এস. এম. আশরাফুল আলম যোগদানের পর একের পর এক মাদক নির্মূল অভিযান পরিচালনা হচ্ছে, একের পর এক মাদক কারবারী আটক হচ্ছে। অনেক মাদক কারবারী এলাকা ছেড়ে পালিয়েছে, অনেক মাদক সেবনকারী ভালো পথে ফিরে আসছে। এ কারনে সর্ব মহলের প্রশংসায় ভাসছেন তিনি। -
সাংবাদিক নাদিমের খুনীদের ফাঁসির দাবিতে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবে মানববন্ধন।
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের ফাঁসীর দাবীতে মনববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ১১ ঘটিকায় দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সাংবাদিক মদন মোহন ঘোষ এর সঞ্চালনা সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম এলান।সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে চলমান আন্দোলনের সাথে সংহতি এবং একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, জামালপুর জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ হারুন, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম হোসেন, মেলান্দহ রিপোর্টার ইউনিটির সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি শাহজামাল প্রেসক্লাবের সহ-সভাপতি ,নয়াদিগন্ত প্রতিনিধি সাংবাদিক খাদেমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কালের কন্ঠ, বাংলা টিভির প্রতিনিধি তারেক মাহমুদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি উসমান হারুনী, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও আজকের জামালপুর প্রতিনিধি সাংবাদিক রশীদুল আলম শিকদার সহ মেলান্দহ মাদারগঞ্জ থেকে আগত সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। এসময় বক্তারা নিহত সাংবাদিক নাদিমের আত্বার মাগফেরাত কামনা, তার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান, সেই সাথে খুনী বাবু চেয়ারম্যানকে যারা পৃষ্ঠপোষকতা করেছে সেল্টার দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবী জানানো হয়। সেই সাথে দেশে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবী জানানো হয়।মানববন্ধনে পৌর কাউন্সিলর আব্দুস ছালাম খোকা এবং মহিলা কাউন্সিলর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন। -
ডিমলায় কৃষি মেলার শুভ উদ্বোধন।
নীলফামারীর ডিমলায় তিনদিন ব্যাপী কৃষি মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে ২০২২-২৩ অর্থ বছরে কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় গ উপজেলা চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তিনদিন ব্যাপী এই কৃষি মেলার আয়োজন করে। বৈরী আবহাওয়ার কারণে একদিন বাড়িয়ে আগামী ২৫ জুন মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে কৃষি মেলা আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফায়জুল বারী’র সঞ্চালনায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান প্রমুখ। কৃষি মেলায় ২৫টি স্টল স্থান পেয়েছে। আলোচনা শেষে স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল সদস্য বৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।