Author: admin

  • শ্রীমঙ্গলে লজ্জাবতী বানর-বনবিড়াল উদ্ধার।

    শ্রীমঙ্গলে লজ্জাবতী বানর-বনবিড়াল উদ্ধার।

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণ ছড়া চা বাগান এলাকা থেকে একটি লজ্জাবতী বানর ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকা থেকে একটি বনবিড়াল উদ্ধার করা হয়েছে।
    মঙ্গলবার ২৭ জুন ২০২৩ ইং, সকাল ১১টার সময় হরিণছড়া চা বাগানের জনবসতিপূর্ণ এলাকায় একটি লজ্জাবতী বানর দেখতে পেয়ে স্থানীয়রা বানরটিকে আটক করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও বন বিভাগের সদস্যরা হরিণছড়া চা বাগানে গিয়ে লজ্জাবতী বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
    বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব স্বজল বলেন, আজ সকালে হরিণছড়া চা বাগানে একটি লজ্জাবতী বানর দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে খবর দিলে আমি সেখানে গিয়ে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করি। এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম ও এফ জি সুব্রত সরকার।  বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার ২৭ জুন ২০২৩ ইং, বিকেলে লজ্জাবতী বানরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
    এদিকে সোমবার ২৬ জুন ২০২৩ ইং, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের ব্রয়লার মুরগির খামার থেকে এলাকাবাসি একটি বনবিড়াল আটক করেন।
    এলাকাবাসি সূত্রে জানা যায়, গতকাল সকালে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের নূর মোহাম্মদের মোরগের খামারে বনবিড়ালটি প্রবেশ করে অর্ধশতাধিক মোরগ মেরে ফেলে।
    এ সময় এলাকাবাসির সহযোগিতায় খামারের মালিক ফাঁদ পেতে বনবিড়ালটিকে আটক করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
    এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব স্বজল বলেন, গতকাল সকালে উত্তর ভাড়াউড়া গ্রামের ব্রয়লার মুরগির খামার থেকে একটি বনবিড়াল আটক করেন এলাকাবাসি। পরে খবর পেয়ে আমি সেখানে গিয়ে বনবিড়ালটিকে উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করি।
    তিনি আরও বলেন, মানুষ এখন অনেকটা সচেতন, প্রানী দেখে এখন আর আগের মতো মারার জন্য লাটিসোটা নিয়ে দৌড়ায়না। নিরাপদে ধরে বন বিভাগ অথবা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়, এটা একটা ভালো লক্ষণ। এরপরও কিছু এলাকায় সাপসহ অনন্যান্য প্রাণীদের মেরে ফেলার খবর পাওয়া যায়। লোকালয়ে ছুটে আসা বন্যপ্রাণী না মারতে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি।
    বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বনবিড়ালটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে গতকাল দুপুরেই।
  • রামপালে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রামপালে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে গাঁজাসহ নূর-আলম জমাদ্দার(৪৯) ও মোঃ নাঈম হাওলাদার (১৯) কে গ্রেফতার করেছে।
    গ্রেফতারকৃত নূর আলম উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বড় সন্ন্যাসী গ্রামের মৃত কাদের জমাদ্দারের পুত্র ও নাঈম হাওলাদার মল্লিকেরবেড় গ্রামের মোঃ নুর ইসলাম হাওলাদারের পুত্র।
    ২৬ জুন সোমবার  বার রাত ১১ টার দিকে পুলিশ গোপন সূত্রে খবর পায় সন্ন্যাসী বাজারের অপুর্ব’র সেলুনের সামনে গাঁজা কেনা-বেচা হচ্ছে।  এ খবর পেয়ে এসআই সুবীর কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে নুর আলম ও নাঈমের দেহ তল্লাশী করে। দেহ তল্লাশী করলে তাদের দু’জনের কাছ থেকে ৬৫ (পয়ষট্টি) গ্রাম গাঁজা উদ্ধার করে।
    এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম’র কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান,  গাঁজাসহ মল্লিকেরবেড় ইউনিয়ন থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।  তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
  • সরাইলে শালিকাকে ধর্ষণ-জানাজানির পর দুলাভাই পলাতক।

    সরাইলে শালিকাকে ধর্ষণ-জানাজানির পর দুলাভাই পলাতক।

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহজাদপুরে বোনের বাড়ি বেড়াতে এসে আপন বোন জামাই সাইফুল ইসলামের কাছে ধর্ষণের শিকার হয়েছে নয় বছরের এক শিশু।

    সোমবার সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে ঘটনা জানাজানির পর পালিয়েছেন অভিযুক্ত দুলাভাই সাইফুল ইসলাম।

    জানা যায়, গত রোববার বিকেলে শিশুটি বোনের বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকালে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করেন দুলাভাই।এ সময় শিশুটি কান্না শুরু করে।তার কান্না শুনে বোনসহ বাড়ির লোকজন ছুটে আসলে দুলাভাই সাইফুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। অসুস্থবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

    সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। মামলা রজুর পর তদন্তপূর্বক অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হবে।

  • মণিপুরে ভারতীয় সৈন্যদের কাছ থেকে ১২ বাংলাদেশী উদ্ধার।

    মণিপুরে ভারতীয় সৈন্যদের কাছ থেকে ১২ বাংলাদেশী উদ্ধার।

    ১২ জনকে স্থানীয় নেতার হাতে হস্তান্তর করা হবে। এরপর আমাদের সেনা কলামগুলো তাদের কর্ডন তুলে নেয়। অভিযানে জঙ্গীদের কাছ থেকে যে সব অস্ত্রশস্ত্র ও যুদ্ধ-উপকরণ উদ্ধার করা হয়েছিল সেগুলো নিয়ে এলাকা ত্যাগ করে।

    দিল্লির বৈঠক নিয়েও বিরোধ এদিকে শনিবার দিল্লিতে অনুষ্ঠিত এক সর্বদলীয় বৈঠকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম দিন থেকে মণিপুর পরিস্থিতির ওপর প্রতিনিয়ত নজর রাখছেন এবং পরিপূর্ণ সংবেদনশীলতা নিয়ে পরিস্থিতি মোকাবিলায় আমাদের নির্দেশনা দিচ্ছেন।

    ভারতের প্রধান বার্তা সংস্থা পিটিআই স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে।

    এর আগে মণিপুর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী কেন নীরব, এই প্রশ্নে ভারতে সরকারকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। এমন কী, আমেরিকায় প্রধানমন্ত্রী মোদির সদ্যসমাপ্ত রাষ্ট্রীয় সফরেও তাকে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

    পিটিআইয়ের ভাষ্য অনুযায়ী, সর্বদলীয় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান গত ১৩ জুন থেকে মণিপুরে একটিও প্রাণহানি হয়নি এবং রাজ্যের পরিস্থিতি যে ‘ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে’ এটি তারই একটি উদাহরণ।

    প্রধান বিরোধী দল কংগ্রেস অবশ্য অমিত শাহর ডাকা এই বৈঠককে পুরোপুরি ‘লোকদেখানো’ বলে বর্ণনা করেছে।

    কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ টুইট করে অভিযোগ করেছেন, বৈঠকে তাদের প্রতিনিধি ছিলেন মণিপুরের সবচেয়ে সিনিয়র রাজনীতিবিদ তথা তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং – কিন্তু তাকে তার বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হয়নি।

    সূত্র : বিবিসি

  • ৭৬ টি ট্রেনের টিকেটসহ এক কালোবাজারি গ্রেপ্তার।

    ৭৬ টি ট্রেনের টিকেটসহ এক কালোবাজারি গ্রেপ্তার।

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রানা ভট্টাচার্য্য (৩১) নামের এক ব্যক্তিকে বাংলাদেশ রেলওয়ের ৭৬টি টিকেটসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়াম র‌্যাব-৯’র সদস্যরা।
    সোমবার ২৬ জুন ২০২৩ ইং, সকালে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
    র‌্যাব -৯ এর সিনিয়র মিডিয়া অফিসার এএসপি আল আমিন বলেন, রবিবার রাতে শ্রীমঙ্গল দক্ষিণ ভাড়াউড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম রানা ভট্টাচার্য্য (৩১), তিনি শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া গ্রামের বাসিন্দা বলে জানান।
    এএসপি আল আমিন বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে মৌলভীবাজারে রেলওয়ের টিকেট কালোবাজারিরা সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি দেখা গেছে, দেশের বিভিন্ন স্থানে সংঘবদ্ধ কালোবাজারি চক্র অবৈধভাবে ট্রেনের টিকেট কেটে জনসাধারণের কাছে বেশি দামে বিক্রি করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। তারা অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল টেলিফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে এবং পরে তা চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে।
    তিনি আরও বলেন, এসব কালোবাজারিদের গ্রেপ্তারে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছিল। “দীর্ঘদিন ধরে এরকম একটি চক্রকে নজরদারিতে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ভাড়াউড়া গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন তারিখের ৭৬টি টিকেটসহ রানা ভট্টাচার্য্যকে আটক করা হয়। সেইসঙ্গে একটি মোবাইল ফোন ও কিছু টাকাও জব্দ করা হয়েছে।
    একজন যাত্রী, জাতীয় পরিচয়পত্র-এনআইডি/জন্মনিবন্ধন নম্বর দিয়ে সর্বোচ্চ চারটি টিকেট ক্রয় করতে পারবেন। ট্রেন ভ্রমণের সময় যাত্রীকে জাতীয় পরিচয়পত্র-এনআইডি/জন্মনিবন্ধন প্রদর্শন করার বাধ্যবাধকতা আছে বলে তিনি জানান।
  • শ্রীমঙ্গলে পাগলা কুকুর-শেয়ালের কামড়ে শিশুসহ ২০ জন আহত।

    শ্রীমঙ্গলে পাগলা কুকুর-শেয়ালের কামড়ে শিশুসহ ২০ জন আহত।

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন জায়গায় পাগলা কুকুর ও শেয়ালের কামড়ে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কুকুর ও শেয়ালের কামড়ে আহতরা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রবিবার ২৫ জুন ২০২৩ ইং, সকাল থেকে রাত ১১টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুর ও শেয়ালের কামড়ে আহত হয়ে শিশুসহ ২০ জন নারী পুরুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
    পাগলা কুকুর ও শেয়ালের কামড়ে আহতরা হলেন, শ্রীমঙ্গল পৌর শহরের মিশন রোডের মোঃ আনোয়ার মিয়া (১৭), মোঃ আব্দুর রেজা (৫০), মোঃ আলামিন (৯), শহরতলীর জেটি রোডের পিউ রানী দেবনাথ (২১), মাস্টার পাড়ার অর্পিতা দেব (১৩), অমিত সাহা (৫৫), অঞ্জন দেব (৪৮), আরতী সাহা (৭২), বঙ্গবীর রোডের রাজু দেব পাল (৩৯), শাপলাবাগের আনিক (৯), কালিঘাট রোডের মোঃ রুমেন আহমদ (৫), মোঃ আনিক আহমদ (৯), শাহিবাগ আবাসিক এলাকার রিপু আক্তার (৬), শান্তিবাগ আবাসিক এলাকার মোঃ আব্দুস সালাম (২৭), মীম আক্তার (৪), লালবাগ এলাকার মোঃ মুজিব মিয়া (৪৫), উত্তর ভাড়াউড়ার অঞ্জন সরকার (৩৫), শাহীবাগ এলাকার মোঃ হারুনুর রশিদ (৩৭), সাতগাঁও ইউনিয়নের গোলাপপুর এলাকার জেহিল (১১)।চিকিৎসা নেওয়া আহতরা বলেন, বাড়ি রাস্তা ও পাড়া মহল্লা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে কুকুর কামড় দেয়। ওই কুকুরের মুখ দিয়ে লালা ঝরছিল।
    সোমবার ২৬ জুন ২০২৩ ইং, সকালে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, একজন শেয়ালের কামড়ে আহত বাকি ১৯ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আমরা আহত প্রত্যেককে বিনামূল্যে জলাতঙ্ক রোধে প্রতিষেধক টিকা দিয়েছি বলে তিনি জানান।তিনি আরও বলেন, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে প্রতিষেধক মজুদ আছে।
  • মৌলভীবাজারে সিএনজি শ্রমিকদের উদ্যোগে নগদ অর্থ বিতরণ।

    মৌলভীবাজারে সিএনজি শ্রমিকদের উদ্যোগে নগদ অর্থ বিতরণ।

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং ২৩৫৯ এর অন্তর্ভুক্ত চৌমুহনা টু একাটুনা শ্রমিক পরিচালনা কমিটির উদ্যোগে নগদ অর্থ বিতরণ ও চালকদের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    রবিবার( ২৫ জুন) রাত আট টায় শহরের কুলাউড়া রোডস্থ আমীর ম্যারেজ হল রুমে চৌমুহনা টু একাটুনা ইউনিট কমিটির সভাপতি রুমেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনর রশীদ হারুনের সঞ্চালনায় নগদ অর্থ বিতরণ ও চালকদের সচেতনতামূলক আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বিআরটিএ এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মুঃ হাবিবুর রহমান, সংবর্ধিত অতিথি ৬ নং একাটুনাৌ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান, প্রধান আলোচক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং ২৩৫৯ এর সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, বিশেষ অতিথি মৌলভীবাজার জেলার টি আই (প্রশাসন ও অপারেশন) মাহফুজ আলম, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক দিলু আহমেদ, অর্থ সম্পাদক ইকবাল হুসেন মাহমুদ।
    অনুষ্ঠানে চৌমুহনা টু একাটুনা ইউনিটের গত চৌদ্দ মাসের আয়ব্যয়ের হিসাব তুলে ধরা হয় যার মধ্যে ব্যয় ৮১১৫২০ টাকা, আয় ৭০০২০০ টাকা, ঘাটতি আছে ১১১৩২০ টাকা। দৈনিক কল্যাণ রশিদ ২০ টাকার মধ্যে জেলা অফিস ৫ টাকা, বাৎসরিক ওয়াজ ফান্ড ৩ টাকা, কমিটি ১২ টাকা পায়।
    প্রধান অতিথি মুঃ হাবিবুর রহমান বলেন, ড্রাইভিং লাইসেন্সের জন্য যারা আবেদন করছেন শিগগিরই তা দেয়া হবে এবং যারা আবেদন করেননি তারা আবেদন করে নিবেন। মৌলভীবাজারে আর কোন সংগঠন শ্রমিকদের জন্য কাজ করছে বলে আমার জানা নেই এবং ২৩৫৯ সংগঠনের কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে।
    প্রধান আলোচক আজিজুল হক সেলিম বলেন, অনেকের একটা ভুল ধারণা আছে সাধারণ শ্রমিকদের দৈনিক টাকায় নেতৃবৃন্দরা বাড়ি-গাড়ি বানায় কিন্তু বাস্তবতা একটু ভিন্ন কেননা  সড়ক দুর্ঘটনা, অসুস্থতা, বিয়ে, ঈদ উপহার ও মৃত্যুর পর পরিবারকে এককালীন নগদ অর্থপ্রদানের মাধ্যমে শ্রমিকদের টাকা শ্রমিকদের পুনরায় ফিরিয়ে দেয়া হয়। শ্রমিকদের সুসংগঠিত করার জন্য আমরা সংগঠন করি নিজের চাহিদার জন্য নয়।
  • পাঁচবিবিতে ট্রেনে কাটা পরে মাদক ব্যবসায়ীর মৃত্যু।

    পাঁচবিবিতে ট্রেনে কাটা পরে মাদক ব্যবসায়ীর মৃত্যু।

    জয়পুরহাটের পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পরে রাব্বি(২৪) নামের এ মাদক ব্যবসায়ী মারা গেছে। নিহত মাদক ব্যবসায়ী উপজেলার বাগজানা ইউনিয়নের পূর্ব কয়া গ্রামের তফিজ উদ্দিনের ছেলে।২৬ জুন সোমবার উপজেলার ফেনতারা রেলক্রসিং সংলগ্ন এলাকায় রেলপথে দুর্ঘটনা ঘটেছে।

    জানা যায় সোমবার সকাল ১১ টার সময় ফেন্সিডিল নিয়ে মোটরসাইকেল যোগে তারাহুরা করে ফেনতারা রেলক্রসিং পার হবার সময় চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ধাক্কা খেয়ে ট্রেনের চাকার নিচে চলে যায়।এতে ট্রেনে কাটা পরে মাথা থেকে দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।

    লোক মারফতে দুর্ঘটনার সংবাদ পেয়ে পাঁচবিবি ও সান্তাহার জিআরপি থানার পুলিশ সদস্যরা পৃথক পৃথক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের লাশ মর্গে পাঠিয়েছেন।

  • বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

    বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

    বাগেরহাটের রামপালে ২০২২-২৩ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে সার ও উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন প্রকারের বীজ বিতরণ করা হয়েছে।
    ২৫ জুন রবিবার সকাল ৯ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,  বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন,  মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম,  উপজেলা কৃষি অফিসার অলিউল ইসলামসহ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ ও কৃষকগণ  উপস্থিত ছিলেন।
    এসময় ৫৫০ জন কৃষকের মাঝে ৫ টি করে নারিকেল চারা, ১ হাজার ১০০ জন কৃষককে ৫ কেজি আমন জাতের ধান বীজ, ৭০ জন কৃষককে আমন হাইব্রিড ২ কেজি করে ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
  • সাহিত্য চর্চাকে কারো পকেটে নয়,সবার জন্য উন্মুক্ত এবং সার্বজনীন।

    সাহিত্য চর্চাকে কারো পকেটে নয়,সবার জন্য উন্মুক্ত এবং সার্বজনীন।

    দিনাজপুরের ঐতিহ্যবাহী ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠন উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ দিনাজপুর এর আয়োজিত “মুক্ত মত চর্চার জন্য” এই শ্লোগানকে সামনে রেখে ৩০৪তম কবিতা পাঠের আসর ও সাহিত্য আলোচনা সভা অনুষ্ঠিত হয় ঘাসিপাড়া ডাবগাছ মসজিদ সংলগ্ন চারুকলা একাডেমীর প্রশিক্ষণ কক্ষে।
    উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ দিনাজপুর এর সভাপতি কবি আব্দুল হাই এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এবং সাহিত্য পাঠের অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইতি ইব্রাহিম। কবিতা পাঠের সভায় কবিতা পাঠ করেন কবি আযাদ কালাম, কবি ফরিদুল ইসলাম, কবি মাসুদ মুস্তাফিজ, কবি কাশী কুমার দাস ঝন্টু, কবি আব্দুর রাজ্জাক, কবি মোল্লা শরীফ লজেন্স, কবি ও ছড়াকার মোঃ মমিনুল ইসলাম, কবি ইয়াসমিন আরা রানু, কবি মোঃ ফেরদৌস বাহার ও কবি মোজেল। কবিতা পাঠ শেষে কবিদের সরচিত কবিতার উপর আলোচনা করেন কবি আযাদ কালাম, কবি ফরিদুল ইসলাম, কবি মাসুদ মুস্তাফিজ ও কবি ইতি ইব্রাহিম।
    সভাপতির বক্তব্যে কবি আব্দুল হাই বলেন, সাহিত্য চর্চাকে কারো পকেটে নয়, সবার জন্য উন্মুক্ত এবং সার্বজনীন করতে হবে। উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ একটি ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন। সেহুতু সাহিত্য চর্চার ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের প্রজন্ম সন্তানদের মোবাইলের নেশায় আসক্ত না হয়ে সাহিত্য চর্চায় সম্পৃক্ত করতে হলে আরোও বেশী বেশী করে সাহিত্য অনুষ্ঠান ও উৎসব করতে হবে।