Author: admin

  • নাগরপুরে ব্যারিস্টার আব্বাসউদ্দীন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চাঁন চেয়ারম্যান দল।

    নাগরপুরে ব্যারিস্টার আব্বাসউদ্দীন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চাঁন চেয়ারম্যান দল।

    টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে ঐতিহাসিক কোহিনুর স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যারিষ্টার আব্বাসউদ্দীন ফুটবল টুর্নামেন্টে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় টাইব্রেকারে ১ গোল ব্যবধানে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে বিষমপুর-চকগদাধর তথা পুরো ধুবড়িয়া ইউনিয়নের সর্বাধিক জনপ্রিয় দল চাঁন মিয়া চেয়ারম্যান ফুটবল একাডেমি।
    শনিবার (১ জুলাই) বিকালে ধুবড়িয়া ছেফাতুল্লাহ বিদ্যালয় মাঠে (পুরাতন বাজার সংলগ্ন বড় মাঠ) বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু না হলেও পরবর্তীতে বিকাল সাড়ে ৫ টায় খেলা শুরু হয়। বৃষ্টি চলমান পরিবেশে অনুষ্ঠিত ৪০ মিনিট এই খেলা শেষ হয় ১-১ গোল ড্র অবস্থায়।
    পরিশেষে, টাইব্রেকারে ৬-৫ গোল ফলাফল নিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করে সাবেক ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মরহুম চাঁন মিয়া’র নামের জনপ্রিয় দল।
    এদিকে, স্বনামধন্য চাঁন মিয়া চেয়ারম্যান দলের শত শত শুভাকাঙ্খীরা বৃষ্টিতেও এই খেলা উপভোগ করতে আসে এবং ব্যাপক দর্শকের উপস্থিতিতে মাঠ পরিপূর্ণ হয়ে যায়।
    স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আবু বক্কর সিদ্দিক জানায়, ধুবড়িয়া ইউনিয়নে চাঁন মিয়া চেয়ারম্যানের ব্যাপক সুনাম রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়ায় আমরা খুশি। আমরা পুরো চকগদাধর-বিষমপুর গ্রামবাসী এই চূড়ান্ত বিজয়ে অনেক আনন্দিত।
    মরহুম চাঁন মিয়া চেয়ারম্যান এর সুযোগ্য নাতি মো: ইউসুফ হোসেন লেনিন বলেন, আমার দাদার নামে এই প্রথম কোনো ফুটবল টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করেছি এবং চ্যাম্পিয়ন হয়েছি। এই বিজয় শুধু বিষমপুর এলাকার নয়। এটি পুরো ধুবড়িয়া ইউনিয়ন বাসীর বিজয়। আমি সহ আমরা সবাই ব্যাপক আনন্দিত।
    এছাড়াও চাঁন মিয়া চেয়ারম্যান এর পুত্র মো: সায়েদুর রহমান খোকন জানায়, আমার ভাতিজা লেনিন তার দাদার নামে এই ফুটবল খেলায় অংশ নেওয়ায় আমরা অনেক আনন্দিত। আমরা আজকে বিজয়ী হয়েছি। পুরো ধুবড়িয়া ইউনিয়নবাসীর কাছে আমার ভাতিজা লেনিনের জন্য দোয়া প্রার্থনা করছি।
    উল্লেখ্য, ১৮৯০ সালে প্রতিষ্ঠিত তৎকালীন টাঙ্গাইল নাগরপুর ধুবড়িয়া অঞ্চলের স্বনামধন্য ঐতিহাসিক কোহিনূর স্পোর্টিং ক্লাব এর পরিচালনায় “প্রয়াত ব্যারিস্টার আব্বাস খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” নক আউট পর্বে অংশগ্রহণ করেছিলো মোট ৮ টি দল। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে দুটি দল ; চাঁন চেয়ারম্যান ফুটবল একাডেমি এবং সিঙ্গাপুর একাদশ। প্রায় ৩৫ বছর পর তৎকালীন ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মো: চাঁন মিয়া’র সংশ্লিষ্ট নামের (চাঁন মিয়া চেয়ারম্যান ফুটবল একাডেমি) দল উক্ত ফাইনালে অংশগ্রহণ করে বিজয় অর্জন করেছে।
  • শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ ও জাতি উন্নয়নের অগ্রগতি অব্যাহত থাকে-পরিবেশ মন্ত্রী।

    শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ ও জাতি উন্নয়নের অগ্রগতি অব্যাহত থাকে-পরিবেশ মন্ত্রী।

    বাংলাদেশ এখন ভিক্ষা করে না, বরং বিশ্বের অন্যান্য দেশকে সাহায্য করে। তাই, দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় আনতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে দেশ ও জাতির ভাগ্যের উন্নয়নের অগ্রগতি অব্যাহত থাকবে।  ১ জুলাই শনিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃশাহাবুদ্দিন উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
    পরিবেশ মন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে জনগণের সকল দাবি দাওয়া পূরণ হবে। কারণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকেন, তখন দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত থাকে।
    এ সময় মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গঠনের প্রয়োজন হতো না। বঙ্গবন্ধুকে হত্যা করার পর দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদের বিষয়ে কথা বলা নিষিদ্ধ ছিলো। দেশের উন্নয়ন বন্ধ হয়েছিল, সন্ত্রাসের উত্থান হয়েছিল। তাই দেশের শান্তি শৃঙ্খলা, উন্নয়ন অগ্রগতির জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
    এ সময় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি হরিপদ করের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মনবীর রায় মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিত শর্মা-সহ প্রমুখ।
  • বালিয়াডাঙ্গীতে ১২’শ পরিবারের মাঝে মাংস বিতরণ।

    বালিয়াডাঙ্গীতে ১২’শ পরিবারের মাঝে মাংস বিতরণ।

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে অসহায় ও দুস্থ এক হাজার দুই শত মানুষের মাঝে গরু ও খাসির মাংস বিতরণ করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট।
    শনিবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার জমিরিয়া মাদরাসা মাঠে ৪ শতাধিক এবং শুক্রবার বিকালে ৮ শতাধিক মানুষের মাঝে গরু ও খাসির মাংস তুলে দেওয়া হয়।
    মাংস বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, জমিরিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতী শরিফুল ইসলাম, সেক্রেটারী বেলাল উদ্দীন, সহকারী শিক্ষক রবিউল ইসলাম সহ আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
     উত্তরবঙ্গের মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করছেন দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট। এর আগেও বিভিন্ন সময়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে সংস্থাটি।
  • দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে গৃহবধূকে ধর্ষণ-ধর্ষক গ্রেফতার। 

    দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে গৃহবধূকে ধর্ষণ-ধর্ষক গ্রেফতার। 

    রাঙামাটির লংগদুতে ঈদের নিমন্ত্রণের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে পাহাড়ী গৃহবধূ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে ।এ ঘটনায় ধর্ষক দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।  ঈদের দিন (২৯ জুন) উপজেলার আটারকছড়া ইউনিয়নের ডানে আটারকছড়া গ্রামে এমন ঘটনা ঘটেছে।
    এই ঘটনায় ডানে আটারকছড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন মঞ্জু (২৫) এবং তিনব্রিজ বটতলা গ্রামের আব্বাস আলীর ছেলে রুবেল মিয়াকে(২৩) আসামী করে লংগদু থানায় ধর্ষণের অভিযোগ করা হয়েছে।
    লংগদু থানা সূত্রে জানা যায়, ঈদের দিন পূর্ব পরিচয়ের সূত্রধরে উপজেলার ডানে আটারকছড়া গ্রামে ছিদ্দিক মিয়ার বাড়ীতে বেড়াতে আসেন ধর্ষণের শিকার ওই গৃহবধূ এবং তার আরো দুই স্বজন। নিমন্ত্রণ খাওয়া শেষে বাড়ী ফেরার পথে ওই দিন সন্ধ্যায় ধর্ষণের শিকার হয় পাহাড়ী  ওই নারী। পরে শুক্রবার (৩০ জুন) সকালে ধর্ষিতা নারীর স্বামী বাদী হয়ে লংদু থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
    এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিন জানান, ধর্ষণের অভিযোগে দুইজনকে আসামী করে থানায় একটি মামলা হয়েছে। ধর্ষনের শিকার ওই নারীর ডাক্তারী পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযান পরিচালনা করে আসামীদের কে আটক করেছে লংগদু থানা পুলিশ।
  • বগুড়ায় গাঁজাসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    বগুড়ায় গাঁজাসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    বগুড়ার শাজাহানপুরে আড়াই মণ (১’শ কেজি) গাঁজাসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার সদস্যরা।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন পিকআপ ভ্যান চালক জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানার কাশিয়াবাড়ী গ্রামের মৃত-আব্দুল মোতালেব হোসেনের ছেলে মোঃ আরিফ হোসেন(৩৪), কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার টেকেরঘাট গ্রামের মৃত আবুল খাইয়েরের ছেলে মোঃ শ্রাবণ আহমেদ(২১) ও গাজীপুর জেলার শ্রীপুর থানার বর্মীবাজার এলাকার পালটালবাড়ী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৬)।

    এ তথ্য নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিদর্শক মোঃ আবির হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে ঈদের পরের দিন শুক্রবার (৩০ জুন)গভীর রাতে বগুড়ার শাজাহানপুর ঢাক-বগুড়া মহাসড়কের বেতগাড়ী পুরাতন জামে মসজিদের সামনে কোরবানির গরুর চামড়া বোঝাই পিক-আপে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। এ সময় প্লাস্টিক বস্তায় মোড়ানো (১’শ কেজি) আড়াই মণ গাঁজা,৭০ পিচ কোরবানি গরুর চামড়া ও পিক-আপটি জব্দ করা হয়।

    তিনি আরো জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে গরুর চামড়া বোঝাই নীল রং এর একটি পিক-আপে গাঁজার বড় চালান বগুড়ায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিচালক রাজিউর রহমানের নির্দেশনায় অধিদপ্তরের কয়েক জন সদস্য নিয়ে বেতগাড়ী জামে মসজিদের সামনে অবস্থান নেই। রাত সোয়া ১ টার সময় গরুর চামড়া বোঝাই নীল রং এর পিক-আপটি আমাদের নাজরে আসা মাত্র বেরিকেট দিয়ে মালামাল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শনিবার সকালে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে।

  • লক্ষ্মীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু।

    লক্ষ্মীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু।

    লক্ষ্মীপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শাফায়েত হোসেন (১৭) ও রাজন হোসেন (১৯) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। এই সময় তুষার (৩০), রিয়াজ (১৯) ও শোয়েব ইসলাম (১৮) নামে তিনজন আহত হয়েছেন।শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা ৬টার দিকে জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সাফায়েত সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলি এলাকার মো. মনজুর ছেলে ও রাজন লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আক্তার হোসেনের ছেলে।

    আহত শোয়েব লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার সোহেল রানার ছেলে ও রিয়াজ চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার রফিক মিয়ার ছেলে। অপর আহত তুষারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত মোটরসাইকেলে সেলফি তোলার সময় দ্রুত গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
    লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, আমরা দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। তুষার নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

  • এমপি টিটুর জন্মস্থান নাগরপুরে ঈদ উদযাপন।

    এমপি টিটুর জন্মস্থান নাগরপুরে ঈদ উদযাপন।

    টাঙ্গাইলের  নাগরপুরে নিজ জন্মস্থান গয়হাটায় পরিবারসহ  ঈদুল আযহা ২০২৩ উদযাপন করেছেন টাংগাইল-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। তার নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করার পর তিনি স্থানীয় নেতাকর্মী,গ্রামবাসী,সুশীল সমাজ,গণমাধ্যম কর্মী,অসহায় ও দুস্থদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকাবাসী জানান, আমাদের এমপি মহোদয়  বরাবরের মত এবারও নিজ জন্মস্থানে পরিবার নিয়ে ঈদ উৎসব পালন করেছেন।
    ঈদকে ঘিরে এমপি মহোদয়ের বাড়ি  নেতাকর্মী ও এলাকাবাসীর আগমনে এক মিলনমেলায় পরিনত হয়।
    এ সময় টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য গণমাধ্যমকর্মীদের বলেন,আমি সবসময় আমার জন্মস্থান গয়হাটায় ঈদ উদযাপন করতে পছন্দ করি। এবারও আমি পরিবারসহ এলাকায় ঈদ উৎসব পালন করেছি।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাগরপুর ও দেলদুয়ারবাসীকে  শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন টাংগাইল -৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
    এমপি টিটু আরও বলেন, এই আনন্দঘন মুহুর্ত উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি।ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
    টাঙ্গাইল-৬,(নাগরপুর-দেলদুয়ার)উপজেলায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী অনেক নেতা থাকলে ঈদের আগে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেননি সে-ই সাথে ২ টি  উপজেলায় একমাত্র স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয় ব্যতীত কেউই ঈদের নামাজ আদায় করেন নি।
    উল্লেখ, আহসানুল ইসলাম টিটু ১১ ডিসেম্বর ১৯৬৯ সালে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নয়াপারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মকবুল হোসেন ও মাতার নাম গোলাম ফাতেমা তাহেরা খানম। তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ব্যাংককের অ্যাজাম্পসন বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও যুক্তরাষ্ট্রের পিটসবার্গ স্টেট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
  • জমি সংক্রান্ত বিরোধের জেড়ে ভাই হয়ে ভাইকে পিঠিয়ে হত্যা।

    জমি সংক্রান্ত বিরোধের জেড়ে ভাই হয়ে ভাইকে পিঠিয়ে হত্যা।

    মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় জমিসংক্রান্ত বিষয় নিয়ে ভাইদের হাতে অপর ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
    জানা যায়, জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত হাজী আব্দুল লতিফের ছেলে আব্দুল হামিদ কালা মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সেখানে থাকা বস্থায় নিজের নামে বাড়ীর অদূরে জায়গা ক্রয় করেন। দেশে এসে এসব জায়গা নিয়ে ভাইদের সাথে ভাগ-ভাটোয়ারা নিয়ে মত বিরোধ দেখা দেয়। এ নিয়ে কয়েকবার এলাকায় সালিশ বৈঠকে মিমাংসা না হলে কোর্টে মামলা হয়।
    মঙ্গলবার ২৭ জুন সকালে আব্দুল হামিদ কালা মিয়া তার জমিতে চাষ করার উদ্দেশ্যে কাজ শুরু করলে তার ভাই আব্দুল জলিল, আরেক ভাই ফারুক মিয়া ও চাচাতো ভাই আব্দুল খালিক বাধাঁ দেয়। বাধাঁ না মানায় এ সময় তাকে জমিতেই পিঠিয়ে হত্যা করা হয়। অভিযুক্ত আব্দুল জলিল বড়লেখা উপজেলার সুজানগর সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপর দুইজন সৌদি প্রবাসী।
    নিহতের ছেলে আপ্তাব মিয়া বলেন, আমার বাবা অসুস্থ মানুষ। আমার চাচাদের আপত্তিতে আব্বা অনেকদিন থেকে কাজ স্থগিত রেখেছেন। কিন্তু কোন সুরাহা হয়নি।সকাল আব্বা জমিতে গেলে চাচারা সেখানেই আব্বাকে হত্যা করে। আমার বাবা হত্যার উপযুক্ত বিচার চাই।
    জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের এজাহার অনুযায়ী মামলা গ্রহণ করা হবে। লাশ পোস্ট মর্ডেমের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর  হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।
  • ডিমলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান।

    ডিমলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান।

    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ডিমলার উপজেলার সকল জনগন ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান।

    মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আযহা। আগামী ২৯ জুন ঈদুল আযহা উপলক্ষে বিশ্বের সব প্রান্তে অবস্থানরত মুসলমানদের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, মহান ত্যাগের মহিমায় ঈদুল আযহা উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করছি। ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি ভালোবাসার দীক্ষা দিতে।

    ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহবান জানান। সেই সাথে কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখাতে ঈদুল আযহা আমাদের অনুপ্রেরণা হয়ে আছে। তাই সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় তিনি ব্যক্ত করেন।

  • রায়গঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার।

    রায়গঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার।

    সিরাজগঞ্জের রায়গঞ্জে নূরমহল বেগম(৪৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার পানায়গাঁতী গ্রামের ফজল আলীর স্ত্রী।

    জানা যায় নূরমহল স্বামী সন্তান নিয়ে রায়গঞ্জ সদরে ভাড়া বাসায় দীর্ঘদিন হলো বসবাস করছিলেন। ২৬ জুন সোমবার সন্ধার দিকে নিজ বাড়িতে রওনা হওয়ার আগমুহূর্তে স্বামীস্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়।ঘটনার এক পর্যায় মঙ্গলবার ২৭ জুন দুপুরে পূর্ব লক্ষ্মীকোলা গ্রামের খালের পাড়ে গাছে সাথে নূরমহলের লাশ ঝুলে থাকতে দেখা যায়।পরে গৃহবধূর মরদেহ উদ্ধার করেন রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা।

    রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান লক্ষ্মীকোলা গ্রামের খালের পাড়ে গাছের সাথে গৃহবধূর লাশ ঝুলতে দেখে স্থানীয়রা রায়গঞ্জ থানা পুলিশকে খবর দেন।পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর রিপোর্ট মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।