Author: admin

  • স্বামীকে ডিভোর্স দিয়ে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন।

    স্বামীকে ডিভোর্স দিয়ে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন।

    সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমিক উদয় পোদ্দারের বাড়িতে বিয়ের দাবীতে অনশন করছে বিবাহিত এক নারী। বিয়ে না করলে প্রেমিকের বাড়িতেই আত্মহত্যা করবে এমন হুমকি দিচ্ছে ওই নারী।

    উপজেলার বেলকুচি পৌরসভার সুবর্ণসাড়া হিন্দুপাড়া গ্রামে উত্তম পোদ্দারের বাড়িতে আগের স্বামীকে ডিভোর্স দিয়ে প্রেমিক উদয়কে বিয়ে করার আশায় রোববার থেকে অনশন করছে ওই নারী।

    অনশন করা ওই নারী গণমাধ্যমকে জানান উদয়ের সাথে আমার গত ৩ বছর যাবৎ প্রেমের সম্পর্ক চলছে। প্রেমের সম্পর্ক গভীর হওয়ার পর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে উদয় আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবং আগের স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করে।আমার সংসার ভেঙ্গে দিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে আমার নিকট থেকে নগদ ৬ লাখ টাকা ও সোনার গহনা নিয়েছে। অর্থ সম্পদ ও যৌবন উৎসর্গ করার পর থেকে উদয় আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এ জন্য রোববার দুপুরে উদয়ের বাড়িতে চলে এসেছি।নগদ ১০ লাখ টাকা ১০ ভরি স্বর্ণের গহনা যৌতুক দিলে ছেলের সাথে বিয়ে দিবে বলে চাপ দিচ্ছে উদয়ের বাবা উত্তম পোদ্দার। আমি তাদের দাবী পূরণ করতে না পারলে আমার সঙ্গে উদয়ের বিয়ে দিবে না। বিয়ে না হলে এ বাড়িতেই আমি আত্মহত্যা করবো।

                       উদয় ও তার প্রেমিকা

    যৌতুকের অভিযোগ অস্বীকার করে উদয়ের বাবা বলেন গতকাল রোববার দুপুরে মেয়েটি বাড়িতে এসে আমার ছেলে উদয়কে বিয়ে করার প্রস্তাব দেয়। বিষয়টি জানাজানি হলে রাতে থানা থেকে পুলিশ এসে সামাজিকভাবে মিমাংসার কথা বলে চলে যান।আমি সে ব্যবস্থায়ই করছিলাম।মেয়েটি কথাবার্তায় এখন সেটা করা সম্ভব হচ্ছে না।এতে আমাদের যা হবার তাই হবে।

    এ বিষয়ে বেলকুচি থানার তদন্ত ওসি মোঃ আহসানুজ্জামান জানায় সূবর্ণসাড়ায় এমন ঘটনার সংবাদ পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়েছিলাম।ছেলে ও মেয়ের পরিবারের মৌখিক জবানবন্দি রেকর্ড করা হয়েছে ।উদয়ের বাবা উত্তম পোদ্দার মেয়ের অভিভাবকের সাথে কথা বলে সামাজিকভাবে সমস্যার সমাধান করবেন। তা না করলে  অভিযোগের ভিত্তিতে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।

  • রামপালে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১।

    রামপালে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১।

    বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ মোঃআব্দুল শুকুর শেখ(২৫) কে গ্রেফতার করেছে।সে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের  মোঃমাহবুবুর শেখের ছেলে।
    ২ জুলাই রবিবার রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের খাদ্য গুদামের সামনে গাঁজা নিয়ে এক ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল খাদ্য গুদামে সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
    এ তথ্য নিশ্চিত করে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আশরাফুল আলম জানান ফকিরহাটের গৌরম্ভা ইউনিয়নের খাদ্য গুদামে সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ শুকুর শেখ নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
  • হাসান-হাবিবার মৃত্যুর খবরে স্বজনদের আহাজারি।

    হাসান-হাবিবার মৃত্যুর খবরে স্বজনদের আহাজারি।

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের পাশে খেলতে গিয়ে সেপটিক ট্যাংকের ঢাকনা ধসে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
    রবিবার সকালে টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হাজীপুর গ্রামের দিনমজুর জাহাঙ্গীর মিয়া ও সুমি বেগম দম্পতির ছেলে হাসান (৪) ও মেয়ে হাবিবা (২)।
                          পরিত্যাক্ত সেপটি ট্যাংকি
    উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক জানান, জাহাঙ্গীরদের বসতঘরের পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক রয়েছে। বৃষ্টিতে ট্যাংকের আশপাশের মাটি দেবে যায়। ঘটনার দিন সকালে হাসান ও হাবিবা ট্যাংকের ওপরে দেওয়া ঢাকনায় উঠে খেলা করছিল। এক পর্যায়ে ঢাকনা ধসে তারা ট্যাংকের ভেতরে পড়ে যায়। শব্দ পেয়ে স্বজনেরা ছুটে গিয়ে ট্যাংক থেকে উদ্ধারের আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়।
    কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক বলেন, নিহত দুই শিশুর লাশ তাদের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ও স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
  • মৌলভীবাজারে পর্যটন কেন্দ্রগুলোতে নেই দর্শনার্থী।

    মৌলভীবাজারে পর্যটন কেন্দ্রগুলোতে নেই দর্শনার্থী।

    পর্যটন অধ্যুষিত মৌলভীবাজার জেলায় পর্যটন কেন্দ্রগুলোতে নেই দর্শনার্থী। জেলার সব প্রাকৃতিক পর্যটন কেন্দ্রে সারা বছরই ভিড় করেন দেশের বিভিন্ন স্থানের পর্যটকরা। আর কোনো উৎসব বা দীর্ঘ ছুটিতে রীতিমতো ঢল নামে পর্যটকদের। তবে সেইসব পর্যটকদের নেই আশানুরূপ সাড়া। বিচ্ছিন্নভাবে কিছু পর্যটক ঘোরাফেরা করছেন। তবে এ সংখ্যা খুবই নগন্য এবং অধিকাংশই স্থানীয়।
    সংশ্লিষ্টরা বলছেন, বিরূপ আবহাওয়ার ফলে পর্যটক নেই। এ বছরের শুরুতে প্রচন্ড দাবদাহ পরে অতিবৃষ্টির কারণে পর্যটকরা ঘুরতে নিরুৎসাহিত হচ্ছেন। এছাড়া আর্থিক সংকটও একটা কারণ। গত শনিবার বিকেলে মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে পর্যটকশূন্য দেখা যায়। এর আগে ঈদের দিনমাধবকুণ্ডু, লাউয়াছড়া, মাধবপুর লেইক, হাওর এলাকা ও শ্রীমঙ্গলের চা বাগানসহ জেলার পর্যটন স্থানগুলোতে অল্পসংখ্যক স্থানীয় দর্শনার্থীকে দেখা যায়। ঈদুল আজহা উপলক্ষে ছুটি কাটাতে প্রতিবছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসে ভিড় করেন পর্যটন অধ্যুষিত জেলার নয়নাভিরাম সবুজ প্রকৃতিতে। তবে বিপরীত চিত্র এবারের ঈদে।
                       পর্দযাটন কেন্দ্রে দর্শনীয় স্থান
    এদিকে ঈদ উপলক্ষে হোটেল-রিসোর্টে বুকিং কম হওয়ার কথা জানান শ্রীমঙ্গলের বন্ধুর বাড়ি ইকো রিসোর্টের মালিক স্বপন বড়াইক। তিনি বলেন, জেলার রিসোর্টগুলো অধিকাংশ ফাঁকা পড়ে আছে। আমরা ঈদের অপেক্ষায় ছিলাম। অন্যান্য বছর ঈদের এক সপ্তাহ আগে থেকেই রুম বুকিং হয়ে যায়। কিন্তু এবার আশানুরূপ বুকিং আসেনি।
    লাউয়াছড়া টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা শাহীন মাহমুদ বলেন, অন্যান্য বছরের তুলনায় ঈদের এই দিনগুলোতে পর্যটকের সংখ্যা খুবই কম। অন্য সময় যেভাবে ভিড় থাকে এবার সেই ভিড় নেই। যারা এসেছেন তাদের মধ্যে স্থানীয়দের সংখ্যা বেশি। এবার পর্যটক কম এসেছেন বলে তিনি জানান। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক প্রবাল সিনহা বলেন, সাধারণ সময়ে যে ভিড় থাকে ঈদের ছুটিতে এই দুইদিন ভিড় নেই বললেই চলে, রাস্তাও ফাঁকা। হয়তো দু’একদিন মধ্যে পর্যটকের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে।
  • কেন্দুয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু।

    কেন্দুয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু।

    নেত্রকোনার কেন্দুয়ায় তুষার ইমরান(১৯) নামের এক কিশোর বজ্রপাতে মারা গেছে।রোববার বিকেল পৌনে ৬ টার সময় গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে বিলে মাছ ধরতে গেলে সেখানে বজ্রপাতে তার মৃত্যু হয়। মাসকা ইউনিয়নের পিজাহাতি দক্ষিণ পাড়া গ্রামের সামনের বিলে এমন ঘটনা ঘটেছে।নিহত তুষার ইমরান পিজাহাতি দক্ষিণ পাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় রোববার বিকেল পৌনে ৬ টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই বাড়ির সামনে বিলের মধ্যে মাছ ধরতে যায়।এ সময় আকস্মিক বজ্রপাত শুরু হয়। হঠাৎ বিকট শব্দে বিলে বজ্রপাত ঘটে।এতে ঘটনাস্থলে ওই কিশোর মারা যায়।

    কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী হোসেন জানান বজ্রপাতে কিশোরের মৃত্যু হয়েছে।এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

  • কুলাউড়ায় সেফটি ট্যাংকিতে পড়ে ভাই-বোনের মৃত্যু।

    কুলাউড়ায় সেফটি ট্যাংকিতে পড়ে ভাই-বোনের মৃত্যু।

    মৌলভীবাজারের কুলাউড়ায় সেফটি ট্যাংকিতে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

    নিহতরা হলো একই এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ হাসান আলী(৪) তার মেয়ে মোছাঃউম্মে হাবিবা(২)।

    জানা যায় ২ জুলাই রবিবার সকাল ১০ টার সময় হাসান ও হাবিবা সেফটি ট্যাংকির পাশে খেলাধূলা করছিল। খেলাধূলার এক পর্যায়ে হাবিবা সেফটি ট্যাংকির ভিতরে পড়ে যায়। বোনকে বাঁচাতে হাসানও ট্যাংকির ভিতরে ঝাঁপ দেয়। ফলে ট্যাংকির ভিতরে দম বন্ধ হয়ে তারা মারা যায়। ঘটনার অনেক পর মা তার সন্তান হাসান,হাবিবাকে কোথাও খুঁজে না পেয়ে উকি দিয়েই ট্যাংকির ভিতর তাদের মরদেহ দেখে চিৎকার দেয়। পরে স্বজনেরা ঘটনাস্থলে এসে ট্যাংকির ভিতর থেকে হাসান ও হাবিবার মরদেহ উদ্ধার করেন।

    টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দুই সন্তানকে হারিয়ে জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম বইছে।দোয়া করি শোকাহত পরিবার সন্তানের অকাল মৃত্যুর শোক সইবার তৌফিক দান করুন।

    কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুস সালেক বিষয়টি নিশ্চত করে জানান লোক মারফত মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেফটি ট্যাংকিতে পড়ে তাদের মৃত্যু হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পিতামাতার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের,প্রেসিডেন্ট সুব্রত দাস ও সেক্রেটারি মশিউর রহমান।

    রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের,প্রেসিডেন্ট সুব্রত দাস ও সেক্রেটারি মশিউর রহমান।

    রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের প্রেসিডেন্ট কলার হ্যান্ড ওভার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শনিবার(১জুলাই)রাতে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ রোটারি ভবনে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট লিটন পালের সভাপতিত্বে ও সেক্রেটার মো:মশিউর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাগত প্রেসিডেন্ট সুব্রত দাস,প্রেসিডেন্ট ইলেক্ট শাহ আরিফ আলী নাসিম,পিপি সিরাজুল ইসলাম চৌধুরী,পিপি সাজ্জাদুর রহমান চৌধুরী,পিপি,মিঠুন পাল,পিপি অবিনাশ আচার্য,ক্লাব ট্রেজারার বানমালী রায়,ডা:বিনেন্দু ভৌমিক, সুকান্ত দেবনাথ,বাচ্চু মিয়া প্র

    কলার হেন্ড ওভার অনুষ্ঠানের শুরুতেই ক্লাব সেক্রেটারি  মো: মশিউর রহমান রিপন শুভেচ্ছা বক্তব্য দিয়ে  বিগত ২০২২-২৩ রোটারি অর্থবছরের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। যা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
    রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সদ্য বিদায় প্রেসিডেন্ট  লিটন পাল নবনির্বাচিত প্রেসিডেন্ট সুব্রত দাস এবং পুনরায় নির্বাচিত সেক্রেটারি  মো: মশিউর রহমান  রিপন এবং ট্রেজারার বানমালী রায় কে ফুলের শুভেচ্ছা জানান।
    পরে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট নবাগত প্রেসিডেন্ট সুব্রত দাস কে প্রেসিডেন্ট কলার পরিয়ে দেন। নবাগত প্রেসিডেন্ট  বিদায়ী প্রেসিডেন্টের কাছ থেকে তার দায়িত্ব বুঝে নেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে তার দায়িত্বকালীন মেয়াদের সম্ভাব্য ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা শেয়ার করেন।
    এ সময় পরিকল্পিত সকল প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে সকলের পরামর্শ ও সহযোগিতা প্রার্থনা করে রোটারি  ক্লাব অব শ্রীমঙ্গলের পুন: নির্বাচিত  সেক্রেটারি  মশিউর রহমান রিপন বলেন, তৃতীয় মেয়াদে  তাকে সেক্রেটারি হিসাবে  মনোনীত করায় তাঁর দায়িত্ব আরো বেড়েছে। আগামী এক বছর সবাইকে নিয়ে নোটারি ক্লাবের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে তিনি সচেষ্টা থাকবেন।
  • মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার।

    মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার।

    নীলফামারীর সদর উপজেলায় অবস্থিত হযরত ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সহকারী মাওলানা শিক্ষক মোঃ আব্দুল্লাহ আলো মামুন, শাহিনুর ইসলাম(৪০)কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশের সদস্যরা।

    মেয়ের বাবার অভিযোগ সূত্রে জানা যায় তার ১৬ বছর বয়সী মেয়েকে গত তিন বছর যাবৎ হযরত ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আবাসিক হোটেলে রেখে লেখাপড়া করাচ্ছেন। এ সুযোগে লম্পট শিক্ষক আব্দুল্লাহ আল মামুন(শাহিনুর ইসলাম) বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষণ করে। লজ্জায় বাবা মাসহ মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট মেয়ে/ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেনি। সর্বশেষ ২৯ জুন মাদ্রাসায় একা পেয়ে একটি কক্ষে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানতে পেরে মেয়ের বাবা শনিবার ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করেন।

    নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহরিয়ার জানান মেয়ের বাবা শনিবার(১ জুলাই)অভিযুক্ত শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন (শাহিনুর ইসলাম)এর বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা করেন। পুলিশ রাতে অভিযান পরিচালনা করে আসামি আব্দুল্লাহ আল মামুনের বাড়ি গোড় গ্রাম কীর্তনীয়া পাড়া থেকে গ্রেফতার করে।রবিবার(২ জুলাই) সকালে আদালতের মাধ্যেম তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • মসজিদ নির্মাণে কানাইঘাট এসোসিয়েশন ইউকের ৬ লক্ষ টাকা অনুদান।

    মসজিদ নির্মাণে কানাইঘাট এসোসিয়েশন ইউকের ৬ লক্ষ টাকা অনুদান।

    কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রামের বড়দেশ খালপার পূর্ব জামে মসজিদের নির্মাণের জন্য ৫মে রোজ শুক্রবার বেলা ২টার সময় কানাইঘাট এসোসিয়েশন ইউকের নগদ ৬ লক্ষ টাকা অনুদান করা হয়। হাজী মন্তাজ আলীর সভাপতিত্বে ও শাজাহান শিবলুর পরিচালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার লোকমান আহমদ,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ, এবাদ মেম্বার, মোহাম্মদ আব্দুল্লাহ,হাজি আব্দুল মতিন, ফারুক আহমদ, মাওলানা আলিম উদ্দীন প্রমুখ। এসময় মাষ্টার লোকমান আহমদ বলেন,২০২০ সালের বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে কানাইঘাটের ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা, মোট ৯০ টিওয়ার্ডের অসহায় মানুষদের মধ্যে ২৫ লক্ষ টাকা নগদ বিতরণ করা হয় এবং কানাইঘাটের কয়েক জন অসহায় মানুষের চিকিৎসার জন্য প্রায় ১২ লক্ষ টাকা সাহায্য দেওয়া হয় এবং ২০২১ ইংরেজি কানাইঘাট ডিগ্রি কলেজের নব নির্মিত মসজিদ নির্মাণের জন্য কানাইঘাট এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা সহায়তা করা হয়।

    সভায় সকল বক্তারা বলেন, এলাকার শিক্ষার উন্নয়নের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ওসকল দুর্যোগ মুহুর্তে এই সংগঠনের সাথে জড়িত যুক্তরাজ্য প্রবাসীরা কানাইঘাটের মানুষের পাশে থেকে যে নানান ধরনের মহতী কাজ করে যাচ্ছেন যা সত্যিই প্রশংসার দাবি রাখে।

    সকলেই ভবিষ্যতে আরো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কানাইঘাট এসোসিয়েশনের প্রতি আহ্বান জানান। কানাইঘাট এসোসিয়েশন ইউকের প্রতিষ্টার সাথে জড়িত সকল মাইয়েতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং সকল জীবিতদের নেক হায়াত কামনা করেন।এবং মসজিদের টাকা কালেকশনের জন্য কানাইঘাট ইউকের সকল সদস্যেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নেতৃবৃন্দরা আশা ব্যাক্ত করে বলেন, অতীতের ন্যায় আগামীতে ও কানাইঘাট এসোসিয়েশন ইউকে তাদের শিকড় প্রিয়ভূমি কানাইঘাটের মানুষের যে কোনো প্রয়োজনে এগিয়ে আসবে ইনশা আল্লাহ।

  • সাইডলাইন নিয়ে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্টে শিক্ষকের মৃত্যু।

    সাইডলাইন নিয়ে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্টে শিক্ষকের মৃত্যু।

    ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মাওলানা মোঃ জামাল হাওলাদার(৩৭) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

    গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার সময় নাচ মহল ইউনিয়নের দক্ষিণ ডেবরা গ্রামে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতাম বইছে।
    নিহত জামাল ডেবরা গ্রামের মৃত রজব আলী হাওলাদারের ছেলে। সে মসজিদ বাড়ি হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন।

    স্থানীয় সূত্রে জানা যায় শনিবার দুপুর সাড়ে ১২ টার সময় তার চাচা সোহরাব হাওলাদারের বাড়ি থেকে নিজ বাড়িতে কারেন্টের সাইড লাইন নিয়ে কাজ করছিলেন।তারের ছিদ্রস্থানে স্পর্শ করা মাত্র হুজুরের শরীর কারেন্ট হয়ে যায়।পরে মেইন সুইজ বন্ধ করে তাকে উদ্ধার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পাঠিয়ে নিহত জামালের লাশ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় থানায় ইউডি মামলা হয়েছে। শতকারের জন্য লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।