Author: admin
-
বাঘার যুবক পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত।
রাজশাহীর বাঘার যুবক জামরুল ইসলাম জামু (৪০) পাবনা জেলার ঈশ্বরদী রুপপুরে মোটর সাইকেলের ধাক্কায় নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১০টার সময় ঈশ্বরদীর রুপপুর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।জানা যায়, রাজশাহীর বাঘা পৌরসভার উত্তর মিলিকবাঘা গ্রামের খোরশেদ আলী প্রামানিকের ছেলে জামরুল ইসলাম জামু পরিবার নিয়ে ঈশ্বরদী রুপপুরে থাকেন। সে রুপপুরে ফুটপাতে বসে ঝালমুড়ি বিক্রি করতেন। দোকানের মালপত্র ক্রয়ের জন্য বৃহস্পতিবার রুপপুরে বাজার করতে যাচ্ছিলেন। রুপপুর বাজার এলাকার হাইওয়ে সড়কে পৌঁছালে পেছন দিক থেকে তাকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে ধাক্কায় দেয়। মোটর সাইকেলের ধাক্কায় রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ঈশ্বরদী হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা বেগতিক দেখে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পথে রাজশাহীর চারঘাট উপজেলা এলাকায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন জামরুল ইসলাম জামুর চাচাত ভাই বাদশা আলম।এ বিষয়ে জামরুল ইসলাম জামুর ছেলে আসিফ আহমেদ বলেন, বাবার দোকানের মালামাল কেনার জন্য বাজারে যাওয়া পথে মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হয়েছে। বাবার মরদেহ বাড়িতে এনে বাঘা কেন্দ্রীয় কবরস্থানে আছর নামাজ পর দাফন করা হয়।ঈশ্বরদী থানার পরিদর্শক(ওসি) অরবিন্দ সরকার ও ঈশ্বরদী হাওয়ের থানার পরিদর্শক( ওসি) আশিষ কুমার স্যানলাল এ বিষয়টি জানা নেই বলে জানান। -
উল্লাপাড়ায় ইয়াবাসহ শীর্ষ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইয়াবাসহ শীর্ষ নারী মাদক ব্যবসায়ী রোজিনা আক্তার(২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামী-স্ত্রী পরিচয়ের আড়ালে নিরবে চালাচ্ছিলো মাদক ব্যবসা।
বুধবার রাতে পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে রোজিনা (২৫) নামের স্ত্রী রুপী নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। ব্যবসার সাথে জড়িত কথিত স্বামী মোন্নাফকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছে। গ্রেপ্তার রোজিনা উল্লাপাড়া সদর ইউনিয়নের বাঁখুয়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে ও একই ইউনিয়নের খালিয়াপাড়া গ্রামের বরাত আলীর ছেলে রাজমিস্ত্রী আব্দুল মোন্নাফের সাবেক স্ত্রী।
উল্লাপাড়া মডেল থানার সেকেন্ড অফিসার রুহুল আমিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে চলমান সিএনজিতে অভিযান পরিচালনা করে ৩৫ পিচ ইয়াবাসহ রোজিনা (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘ দিন যাবৎ এই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। ব্যবসার সাথে আরও কয়েকজন জড়িত আছে।অল্প সময়ের তাদেরও আটক করা হবে।
এলাকাবাসী অভিযোগ করে জানান, ব্যবসার সূত্রধরে এক বছর আগে গ্রেপ্তার রোজিনার সঙ্গে মোন্নাফের বিয়ে হয়। স্বামী-স্ত্রী সম্পর্কের আড়ালে চালায় তারা রমরমা মাদক ব্যবসা। অল্পদিনের মধ্যেই মোন্নাফ আঙ্গুল ফুঁলে কলাগাছ হয়ে যায়। তার চলাফেরার গতিতে আসে ব্যাপক পরিবর্তন। তারা আরো বলেন, গ্রেপ্তার রোজিনার রয়েছে একাধিক স্বামী। তেমনি মোন্নাফের আছে ৪-৫ স্ত্রী। অবৈধ ভাবে উপার্জিত অর্থ দিয়ে যখন যা ইচ্ছে তাই করে বেড়ায় তারা। এরা সমাজকে ধ্বংস করে দিতে চায়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মাদকসহ গ্রেপ্তার রোজিনার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এই ব্যবসার সাথে জড়িত অন্যদের পুলিশ খুঁজছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
-
বেকারি ব্যবসায়ীকে হত্যার চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার।
বাগেরহাটের রামপালে পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী বাজারে বেকারি ব্যবসায়ী বিধান সাহাকে হত্যার চেষ্টাকারী যুবক মোঃ ইসমাইল ইজারাদার(১৯)কে পুলিশ গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত ওই যুবক উপজেলার পেড়িখালী ইউনিয়নের পেড়িখালী গ্রামের জাফর ইজারাদারের ছেলে।জানা যায়,গত ২৩ জুন রাত ১১ টার সময় বিধান সাহা তার বেকারি ফ্যাক্টরিতে বসে ব্যবসার হিসাব নিকাশ করছিলেন। সে মূহুর্তে হঠাৎ করে তার কর্মচারী ইসমাইল ইজারাদার কাঠের চলা দিয়ে বিধান সাহার মাথায় সজোরে আঘাত করে। বিধান সাহা আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন হয়ে পড়ে। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে ভর্তি করে।৩ জুলাই সোমবার বিধান সাহা বাদী হয়ে রামপাল থানায় তাকে হত্যার উদ্দেশ্য মাথায় আঘাত করা হয়েছিল এমন অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ রাতে অভিযান পরিচালনা করে ইসমাইলকে গ্রেফতার করেন।এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম’র কাছে জানতে চাইলে তিনি বলেন, পেড়িখালী ইউনিয়নের বেকারি ব্যবসায়ী বিধান সাহাকে হত্যার চেষ্টাকারী যুবক ইসমাইল ইজারাদারকে গ্রেফতার করা হয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছে। ইসমাইলের নামে বিধান সাহা বাদী হয়ে একটি মামলা রুজু করেছেন।আসামীকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। -
এনটিভি ২১বছর পদার্পণে শ্রীমঙ্গল-কমলগঞ্জে বৃক্ষরোপণ ও অসহায় শিশুদের মধ্যে উপহার বিতরণ।
সময়ের সাথে আগামীর পথে এই শ্লোগানে এনটিভি ২১ বছরে পদার্পণে মৌলভীবাজারেরর কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় এক অন্যতম ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকৃতির সৌন্দর্য বর্ধনে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এবং অসহায় শিশুদের মধ্যে উপহার সামগ্রী (টি শার্ট বস্ত্র) বিতরণ করা হয়েছে।
-
স্বামীকে ডিভোর্স দিয়ে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন।
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রেমিক উদয় পোদ্দারের বাড়িতে বিয়ের দাবীতে অনশন করছে বিবাহিত এক নারী। বিয়ে না করলে প্রেমিকের বাড়িতেই আত্মহত্যা করবে এমন হুমকি দিচ্ছে ওই নারী।
উপজেলার বেলকুচি পৌরসভার সুবর্ণসাড়া হিন্দুপাড়া গ্রামে উত্তম পোদ্দারের বাড়িতে আগের স্বামীকে ডিভোর্স দিয়ে প্রেমিক উদয়কে বিয়ে করার আশায় রোববার থেকে অনশন করছে ওই নারী।
অনশন করা ওই নারী গণমাধ্যমকে জানান উদয়ের সাথে আমার গত ৩ বছর যাবৎ প্রেমের সম্পর্ক চলছে। প্রেমের সম্পর্ক গভীর হওয়ার পর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে উদয় আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবং আগের স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করে।আমার সংসার ভেঙ্গে দিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে আমার নিকট থেকে নগদ ৬ লাখ টাকা ও সোনার গহনা নিয়েছে। অর্থ সম্পদ ও যৌবন উৎসর্গ করার পর থেকে উদয় আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এ জন্য রোববার দুপুরে উদয়ের বাড়িতে চলে এসেছি।নগদ ১০ লাখ টাকা ১০ ভরি স্বর্ণের গহনা যৌতুক দিলে ছেলের সাথে বিয়ে দিবে বলে চাপ দিচ্ছে উদয়ের বাবা উত্তম পোদ্দার। আমি তাদের দাবী পূরণ করতে না পারলে আমার সঙ্গে উদয়ের বিয়ে দিবে না। বিয়ে না হলে এ বাড়িতেই আমি আত্মহত্যা করবো।
যৌতুকের অভিযোগ অস্বীকার করে উদয়ের বাবা বলেন গতকাল রোববার দুপুরে মেয়েটি বাড়িতে এসে আমার ছেলে উদয়কে বিয়ে করার প্রস্তাব দেয়। বিষয়টি জানাজানি হলে রাতে থানা থেকে পুলিশ এসে সামাজিকভাবে মিমাংসার কথা বলে চলে যান।আমি সে ব্যবস্থায়ই করছিলাম।মেয়েটি কথাবার্তায় এখন সেটা করা সম্ভব হচ্ছে না।এতে আমাদের যা হবার তাই হবে।
এ বিষয়ে বেলকুচি থানার তদন্ত ওসি মোঃ আহসানুজ্জামান জানায় সূবর্ণসাড়ায় এমন ঘটনার সংবাদ পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়েছিলাম।ছেলে ও মেয়ের পরিবারের মৌখিক জবানবন্দি রেকর্ড করা হয়েছে ।উদয়ের বাবা উত্তম পোদ্দার মেয়ের অভিভাবকের সাথে কথা বলে সামাজিকভাবে সমস্যার সমাধান করবেন। তা না করলে অভিযোগের ভিত্তিতে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।
-
রামপালে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১।
বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ মোঃআব্দুল শুকুর শেখ(২৫) কে গ্রেফতার করেছে।সে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের মোঃমাহবুবুর শেখের ছেলে।২ জুলাই রবিবার রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের খাদ্য গুদামের সামনে গাঁজা নিয়ে এক ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল খাদ্য গুদামে সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এ তথ্য নিশ্চিত করে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আশরাফুল আলম জানান ফকিরহাটের গৌরম্ভা ইউনিয়নের খাদ্য গুদামে সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ শুকুর শেখ নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।