Author: admin

  • বিয়ের দাওয়াত খেতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু।

    বিয়ের দাওয়াত খেতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু।

    শ্রীমঙ্গলে মামার বিয়ের দাওয়াত খেতে এসে ৫ বছর বয়সী রুহান আহমদ নামে এক শিশু পুকুরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
    শুক্রবার (১৪জুলাই) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটে। শ্রীমঙ্গল ইউনিয়নের পূর্ব শ্রীমঙ্গলের বাসিন্দা নিহত শিশুর নানা ইব্রাহিম মিয়া জানান, আমার ছেলে ইমদাদুল হক সাদেক ওমান প্রবাসী আজ তার বিয়ে অনুষ্ঠান। বিয়ের দাওয়াত খেতে আমার মেয়ে তার জামাই ও তাদের একমাত্র পুত্র রুহানকে নিয়ে আমার বাড়িতে আসে। দুপুরে আমরা একসাথে বিয়ে বাড়িতে যাই। বিয়ে বাড়িতে হঠাৎ করে আমার নাতি নিখোঁজ। আমরা তাকে দেখতে না পেয়ে বাড়ির চারপাশ ও পুকুরে খোঁজা-খুঁজি শুরু করি। অনেক খোঁজাখুজির পর হঠাৎ একজন পুকুরে তাকে দেখতে পায়। সাথে সাথে আমরা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।

    তিনি আরও জানান,আমার মেয়ের শশুর বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায়। নিহত শিশুর পিতার নাম জহিরুল হক রাসেল। তিনি ডাচ বাংলা ব্যাংকের বিশ্বনাথ সিলেট ব্যাঞ্চে চাকুরি করেন। শিশু রুহান তার একমাত্র  সন্তান।

    শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে ।
    রুহানের মর্মান্তিক মৃত্যুতে বিয়ে বাড়িতে চলছে শোকর মাতন।

  • ঢুশমারায় বিলের পানি থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।

    ঢুশমারায় বিলের পানি থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।

    জামালপুরের সীমান্ত ঘেসে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার ঢুশমারা থানার আওতাধীন মোহনগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কলকি হারা গ্রামের সামনের বিলের পানি হতে অজ্ঞাত যুবক (২৫) এর মরদেহ উদ্ধার করেন ঢুশমারা থানা পুলিশ।
    ১৪ জুলাই শুক্রবার সকাল ৯টার সময় স্থানীয়রা দেখতে পায় বিলের পানিতে ভাস্যমান  অজ্ঞাত যুবকের মরদেহ।
    এলাকাবাসী ঢুশমারা থানা পুলিশকে অবগত করেন। আশেপাশের লোকজন মরদেহ দেখতে ভিড় জমায়।
    মোহনগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন (কারেন্ট আনোয়ার) ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন।
    ঢুশমারা থানা অফিসার ইনচার্জ (ওসি)  মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে পুলিশ টিম মরদেহ উদ্ধার করেন। মরদেহটির পরিচয় সনাক্ত না হওয়ার ঢুশমারা থানায় নিয়ে যায় পুলিশ।
    জানা যায়, গত ১৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী পশ্চিম পাড়া (কাজির খেয়ার পশ্চিম পাশে) কোলপাড়া হতে নেমে আসা এক অজ্ঞাত যুবক বিলের পানিতে ডুবতে দেখে কয়েকজন। পরে সেখানে খোঁজা-খুঁজি করেও পাওয়া যায়নি অজ্ঞাত যুবককে। সকলের ধারণা এটাই সেই অজ্ঞাত যুবক যার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
    ঢুশমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোস্তাফিজুর রহমান বলেন- স্থানীয়দের সংবাদ পেয়ে আমরা এসে মরদেহ উদ্ধার করি, এখন পর্যন্ত পরিচয় বা মরদেহের ওয়ারিশ পাইনি। মরদেহ থানায় নিয়ে যাচ্ছি ওয়ারিশ খোঁজার সকল প্রকার  আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
  • জাঁকজমকপূর্ণ ফুটবল লীগ টুর্নামেন্ট অংশগ্রহণে নাগরপুর প্রেসক্লাব।

    জাঁকজমকপূর্ণ ফুটবল লীগ টুর্নামেন্ট অংশগ্রহণে নাগরপুর প্রেসক্লাব।

    টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত ঘরোয়া ফুটবল লীগ টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে নাগরপুর প্রেসক্লাব। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে যদুনাথ ময়দানে (হাসপাতাল মাঠ) বাংলাদেশ নজরুল সেনা নাগরপুর শাখা আয়োজিত এই ফুটবল লীগ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে নাগরপুর প্রেসক্লাব ও ফ্রেন্ডস ক্লাব দুটি দল। এতে ২-২ গোল সমতায় উভয় দল ১ পয়েন্ট নিয়ে জাঁকজমকপূর্ণ এই খেলার শেষ হয়।
    নাগরপুর প্রেসক্লাব সিনিয়র সদস্য আব্দুল্লাহ খিজির বলেন, আমাদের নাগরপুর প্রেসক্লাব প্রধান উপদেষ্টা আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয়ের পরামর্শে এই ঘরোয়া লীগ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে আমরা অনেক আনন্দিত। আজকের এই খেলা ব্যাপক প্রতিযোগিতাপূর্ণ হয়েছে। ইনশা’আল্লাহ আমরা নাগরপুর প্রেসক্লাব চ্যাম্পিয়ন হবো।
    এদিকে, নাগরপুর প্রেসক্লাব সদস্য ও ফুটবল দলের চেয়ারম্যান ইউসুফ হোসেন লেনিন জানায়, নাগরপুর প্রেসক্লাব খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতেই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আমরা আজকের খেলাটি ব্যাপক উপভোগ করেছি। সামনে চূড়ান্ত বিজয় আমাদেরই হবে।
    বাংলাদেশ নজরুল সেনা নাগরপুর শাখা সাধারণ সম্পাদক খ.আ.ই.ম কামরুল হুদা রওশন এর উদ্বোধনে উক্ত খেলায় উপস্থিত ছিলেন, নাগরপুর নজরুল সেনা ক্রীড়া সম্পাদক উত্তম কুমার বাকালী, টুর্নামেন্ট পরিচালনা কমিটি’র সদস্য, হামিদুর রহমান খান (মামুন), আবির হোসেন, আরিফ হোসেন, সাদিকুর রহমান খান বিপ্লব, মো. আসলাম, মোবারক হোসেন, আয়নাল হোসেন, মো. সজিব, বিক্রম ঘোষ, মো. মতিন মিয়া, তুষার আহমেদ স্মরণ,নাগরপুর প্রেসক্লাব সদস্য খালেদ মাহমুদ সুজন সহ স্থানীয় এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।
  • রামপালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

    রামপালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

    বাগেরহাটের রামপালে জাতির পিতা বঙ্গবন্ধু ‌শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব ১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে  হয়েছে।  ১২ জুলাই বুধবার বিকাল ৪.০০ টায় রামপাল উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় (বাইনতলা ইউনিয়ন একাদশ বনাম রামপাল সদর ইউনিয়ন একাদশ) অংশগ্রহণ করে।
    রামপাল সদর ইউনিয়ন ১-০ গোলে  বাইনতলা ইউনিয়ন একাদশকে পরাজিত করে বিজয় নিশ্চিত করে। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রামপাল সদর ইউনিয় একাদশের টিম ম্যানেজার সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদারের   হাতে ট্রফি তুলে দেন।
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরাফাত হোসেন কচি, শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আঃ মান্নান, রামপাল কলেজের শরীর চর্চা বিভাগের প্রভাষক মোঃ তাহিদুল ইসলাম প্রমুখ।
  • বেলকুচিতে সভাপতি-ব্যাংক ম্যানেজারের যোগসাজশে অধ্যক্ষসহ ৪ জনের বেতন ভাতা বন্ধ।

    বেলকুচিতে সভাপতি-ব্যাংক ম্যানেজারের যোগসাজশে অধ্যক্ষসহ ৪ জনের বেতন ভাতা বন্ধ।

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও সোনালী ব্যাংকের ক্ষিদ্রমাটিয়া শাখা ব্যাবস্থাপক মাকসুদুল হক রাসেলের যোগসাজশে অধ্যক্ষসহ ৪ জনের বেতন ভাতা উত্তোলন করতে পারছে এমন অভিযোগ উঠেছে।

    গভর্নিং বডির সদস্য ও কলেজ সূত্রে জানা যায়, দৌলতপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষ সাথে দীর্ঘ দিন ধরে দন্দ্ব চলে আসছে। আর এই দন্দ্বে পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ মাসুদ রানাকে বেআইনী ভাবে অব্যহতি দিয়ে উপাধ্যক্ষ কে,এম খালেকুজ্জামানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করেন।

    পরে অধ্যক্ষ মাসুদ রানা অব্যাহতি বেআইনী ঘোষনা চেয়ে বিজ্ঞ বেলকুচি সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীত্বে উক্ত আদেশের ব্যাপারে অধ্যক্ষ মাসুদ রানা মহামান্য হাইকোর্ট সিভিল রিভিশন ৫০৬/২৩ নম্বর মামলা দায়ের করেন। উক্ত মামলায় মহামান্য হাইকোট দৌলতপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ পদের ব্যাপারে স্থিতাবস্থা বজায় রাখার জন্য গভর্নিং বডির সভাপতিকে আদেশ প্রদান করেন।

    এরপর থেকে কলেজের শিক্ষক কর্মচারীরা দু’ভাগে বিভক্ত হয়। গভর্নিং বডির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও সোনালী ব্যাংকের ক্ষিদ্রমাটিয়া শাখা ব্যাবস্থাপক মাকসুদুল হক রাসেলের যোগসাজশে কাটা ও ফ্লুইড রেজুলেশন তৈরি করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের স্বাক্ষরে তাদের অনুসারী শিক্ষকদের বেতন ভাতা উত্তোলন করছেন। আর অধ্যক্ষ মাসুদ রানা, ল্যাব সহকারী শরিফুল ইসলাম, প্রদর্শক তন্ময় কুমার শীল ও প্রভাষক উম্মে রুমানের জুন মাসের বেতন ভাতা বন্ধ করে রেখেছেন।

    এ বিষয়ে অধ্যক্ষ মাসুদ রানা জানান, উচ্চ আদালতের আদেশকে উপেক্ষা করে সভাপতি যে কাজ করছেন সেটা যেমন অমানবিক তেমনি আদালতের রায়ের স্পষ্ট লংঘন পাশাপাশি পেশী শক্তির চরম অপব্যবহার।

    পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, অধ্যক্ষ ও সভাপতির দন্দ্বের কারনে সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম চরমভাবে নষ্ট করেছেন এবং তারা এই প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন।

    এ ব্যাপারে সোনালী ব্যাংক ক্ষিদ্রমাটিয়া শাখার ব্যবস্থাপক মাকসুদুল হক রাসেল জানান, কলেজের গভর্নিং বডির সভাপতি ও ভারপাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত কাগজে যাদের নাম ছিল তাদের বেতন ভাতা দেওয়া হয়েছে। তবে আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পেয়েছি। তবে নির্দেশনাটা অস্পষ্ট। কলেজের রেজুলেশনের ব্যাপারে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

    এবিষয়ে ঐ কলেজের উপাধ্যক্ষের নিকট অন্যান্য শিক্ষকদের বেতনের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, প্রতি বছর জুন মাসে অঙ্গীকারনামায় স্বাক্ষর দিতে হয়, তাই যারা অঙ্গীকারনামায় সাক্ষর করেনি তাদের বেতন হয়নি।

    এব্যাপারেগ ভর্নিং বডির সভাপতির সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

  • লক্ষ্মীপুরে পূর্বের শত্রুতা জের ধরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে আহত।

    লক্ষ্মীপুরে পূর্বের শত্রুতা জের ধরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে আহত।

    জামি দখলে বাধা দেওয়ায় এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়াগেছে। মঙ্গলবার (১১জুলাই) দুপরে লক্ষ্মীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের এ ঘটনা ঘটে। অভিযুক্ত আফজাল হোসেন আক্কাস স্থানীয় মৃত আবুল কালাম সর্দারের মেঝ ছেলে। সৌদী প্রবাসী বাবুলের স্ত্রী আহত সাজেদা আক্তারকে রক্তাক্ত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

    স্থানীয়রা জানান, আক্কাস ও তার ভাই বোনদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বহু শালিস-দরবার ও থানায় অভিযোগ করা হলেও আক্কাস কোন সিদ্ধান্ত মানেন না। কয়েক দিন আগে স্থানীয় কমিশনার ও গণ্যমান্য ব্যক্তিদের উপন্থিতিতে তাদের সম্পত্তি ভাই বোনদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার দুপরে আক্কাস তার শ^শুর বাড়ির লোকজন নিয়ে এসে, বাবুলের জমিতে বেড়া দিয়ে দখল করতে গেলে তার স্ত্রী বাধা দেয়। এতে আক্কাস তার লোকজন নিয়ে সাজেদার উপর হামলা করে। সাজেদার চিৎকারে তার ছেলে মেয়েরা ছুটে আসেন।তারা সাজেদাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করেন।

    স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী জানান, আমরা সম্পত্তি পরিমাপ করে তাদের সবার অংশ বুজিয়ে দিয়েছি। তবে তাদের চার ভাইয়ের জন্য চারটি দোকান ঘরের জায়গা রাখা হয়েছিল, যা কাউকে বুঝিয়ে দেওয়া হয়নি। এখন শুনেছি ঐ দোকান ঘরের জায়গা দখল নিয়ে মারা-মারি করে কয়েকজন হাসপাতালে আছে। আমি মনে করি যে’ই এই দখল করতে ছেয়েছেন সেই অপরাধি। সাজেদা আমাকে ফোনে জানিয়েছেন যে, আক্কাস তাদের দোকানের জায়গা দখল করছেন। তবে আক্কাস তা অস্বীকার করেছেন।
    এই বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেন জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারা-মারি হয়। এ ঘটনায় উভয় পক্ষই মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা পালাতক রযেছেন। আসামী ধরতে অভিযান অব্যহত আছে। তদন্ত সাপেক্ষ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • নীলফামারীর ডোমারে দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম।

    নীলফামারীর ডোমারে দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম।

    নীলফামারীর ডোমারে ডক্টরস্ ক্লিনিকে দুই মাথা বিশিষ্ট একটি ছেলে শিশু জন্ম নিয়েছে। বুধবার (১২ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে শিশুটির জন্ম হয়।

    অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া শিশু ও তার মা সুস্থ আছেন। তবে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
    হাসপাতাল সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমারে আশিকুর-ফারজানা দম্পতির কোলে সিজারের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট এক নবজাতকের জন্ম হয়েছে। ওই দম্পতি ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।
    পরিবারের লোকজন জানান, ডক্টরস ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শিশুটিকে অক্সিজেন দেওয়া হয়েছে।
    শিশুটির পরিবারের লোকজন আরো জানান, ডোমারের একটি ক্লিনিকে পরীক্ষা করে জানতে পারি তার গর্ভে দুই মাথা বিশিষ্ট একটি সন্তান রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুধবার সন্ধ্যায় ডোমার ডক্টরস ক্লিনিকে নিয়ে আসি। সেখানে সিজারের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট নবজাতক শিশুটি জন্ম দেয়। নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন।
    এ বিষয়ে গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. ফারজানা আক্তার বলেন, কনজয়েন টুইন এর কারণে এমন বাচ্চা ভূমিষ্ট হয়। বাচ্চা জমজ থাকার কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এ বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে এগুলো সম্ভব হয় না। তাই বাচ্চাগুলো বেঁচে থাকার আশষ্কা কম থাকে। পারিবারিক সুত্রে জানা যায়, শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

  • পুলিশ দেখে মাদক ফেলে দৌড়ে পালালো যুবলীগ নেতা জমির উদ্দিন,ছেলে জয় আটক।

    পুলিশ দেখে মাদক ফেলে দৌড়ে পালালো যুবলীগ নেতা জমির উদ্দিন,ছেলে জয় আটক।

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৪৯০ পিস ইয়াবা ও ২ কেজি ১৩ গ্রাম গাঁজাসহ যুবলীগ নেতার ছেলে জয় (১৬) কে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। এ সময় দৌড়ে পালিয়েছেন যুবলীগ নেতা জমির উদ্দীন।
    মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুওসুও ইউনিয়নের উত্তর সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। যুবলীগ নেতা জমির উদ্দীন উপজেলার ৫নং দুওসুও ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
    বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আব্দুস সোবহান মুঠোফোনে জানান, লাহিড়ী বাজারে মাছ ব্যবসার আড়ালে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিলেন যুবলীগ নেতা জমির উদ্দীন (৩৯) ও তার ছেলে জয় (১৬)। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে আমাদের সাথে নিয়ে অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাবা-ছেলে দুজনে। পরে দৌড়ে তার ছেলেকে আটক করা হয়।
    বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ডন বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আব্দুস সোবহান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জমির উদ্দীন ও তার ছেলের জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বুধবার সকালে জয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামী জমির উদ্দীনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
    এর আগেও ২০২১ সালে যুবলীগ নেতা জমির উদ্দীন মাত্র ১ হাজার টাকার জন্য বাজারে প্রকাশ্যে আব্দুল গফুর (৪০) নামে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে মারপিটের ভিডিও মোবাইলে ধারণ করেন। পরে সেই অপমান সহ্য করতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন ওই মাছ ব্যবসায়ী। মরার আগে স্বজনদের ধারণ করা ভিডিওতে তিনি জানিয়ে গেছিলেন তার মৃত্যুর কারন।
  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু-এমপি টিটু।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু-এমপি টিটু।

    টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ার সংসদীয় আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।

    মঙ্গলবার (১১ জুলাই) বিকালে মামুদনগর উচ্চ বিদ্যালয় মাঠে মামুদনগর ২নং ও ৩নং ওয়ার্ড আ. লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আয়োজিত মতবিনিময় সভা থেকে এই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়।

    মামুদনগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি শেখ লেবু মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ. লীগ সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আব্দুল আলীম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল হাসান জাহিদ, শাহীদুল ইসলাম খান অপু সহ উপজেলা আ.লীগ সম্পাদক মন্ডলীর সদস্য বৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ ও আ. লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।

    উল্লেখ্য ২০১৮ সনের জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণা,এই বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে শুরু করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু।

  • নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিংয়ের আশ্বাস দিলেন-এমপি আবুল কালাম আজাদ।

    নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিংয়ের আশ্বাস দিলেন-এমপি আবুল কালাম আজাদ।

    জামালপুর ১ আসনের  সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এমপি আবুল কালাম আজাদ সানন্দবাড়ীতে নদী ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং এর নির্দেশ দিয়েছেন।
    বিশ্বস্ত সূত্রে জানা যায় এমপি আবুল কালাম আজাদ এর নির্দেশনা অনুযায়ী দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পাটাধোয়া পাড়া বেড়িবাধ থেকে মৌলভীরচর ভাটি পাড়া পর্যন্ত দুর্গত নদী ভাঙ্গন কবলিত এলাকা রক্ষার্থে জিও ব্যাগ ডাম্পিং করার নির্দেশ দেন।
    জানা যায়, ১১ জুলাই মঙ্গলবার চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিনিধি দল এমপির বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব তথ্য জানান।
    এসময় উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলু, সহ-সভাপতি ইউনুস আলী মোল্লা, সহ-সভাপতি শেখ নাজিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম আকন্দ, সানন্দবাড়ি কলেজের সাবেক প্রভাষক সাখাওয়াত হোসেন প্রমূখ।
    সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলু  বলেন, এমপি মহোদয়ের সঙ্গে আমরা কথা বলেছি এবং তিনি আশ্বস্ত করেন অল্প কয়েক দিনের মধ্যেই নদীর বাম তীর রক্ষার্থে স্থায়ী বাধ নির্মাণ করা হবে।
    ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া জানান, নদী ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।