শ্রীমঙ্গলে চা শ্রমিকদের একাংশ বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তারা গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন করারও দাবি জানান।
Author: admin
-
ডিমলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণার আজ শেষ দিন।
নীলফামারীর ডিমলায় তিন ইউপি নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই। ১৫ই জুলাই শনিবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে নীলফামারীর ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ি, গয়াবাড়ি এবং খগা খড়িবাড়ি ইউনিয়নের ইউপি নির্বাচনের প্রচার-প্রচারণা। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণ শুরু হওয়ার ৩২ ঘণ্টা আগে থেকে কোন প্রার্থীই প্রচার প্রচারণা চালাতে পারবে না।
শেষ মুহুর্তের প্রচার প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থী ও কর্মী সমর্থকগণ। ভোট কেন্দ্রে সুষ্ঠ পরিবেশ নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে রয়েছে নানান শস্কা ও উৎকণ্ঠা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী মাঠে প্রার্থীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।
কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায়, ভোটের দিন পরিস্থিতি শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে সন্দেহ রয়েছে প্রার্থী ও ভোটারদের মাঝে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমালোচনায় ভোটের উত্তাপও ছড়ানো হচ্ছে কোথাও কোথাও। এমন পরিস্থিতিতে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে সুষ্ঠু ভোট প্রদানের নিশ্চয়তা চান ভোটাররা।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার তিন ইউনিয়ন পরিষদে বিভিন্ন প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন ১৩৯ জনপ্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন এবং সাধারণ সদস্য পদে ৯১ জনপ্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এই তিন ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৫০ হাজার ৪৯৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৩৮০ এবং মহিলা ভোটার ২৫ হাজার ১১৭ জন। আগামী ১৭ জুলাই সোমবার ২৭টি ভোটকেন্দ্রের ১৬০টি ভোট কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮:০০ থেকে বিকাল ৪:০০ পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার ও তিন ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, ১৫ জুলাই (শনিবার) মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে নামছেন। ভোট প্রদানের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সকল ধরনের নির্দেশনা দেয়া হয়েছে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান বলেন, নির্বাচনী এলাকায় সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে বিরাজ করছে। কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে। পুলিশ তৎপর রয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানালেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষে নির্বাচন কমিশন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবে। আচরণবিধি ভঙ্গের কোন সুযোগ নেই। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনী মাঠে মোতায়েন থাকবে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স থাকবে। প্রতিটি কেন্দ্রেও মোতায়েন থাকবে নির্দিষ্ট সংখ্যক পুলিশ।
-
লক্ষ্মীপুর সংবাদ প্রকাশের পর সাংবাদিকের উপর হামলার অভিযোগ।
লক্ষ্মীপুরে সংবাদ প্রকাশের জেরধরে সাংবাদিক মোঃ সোহেল হোসেন,দৈনিক আমারজমিন পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধির উপর হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৯ জুন ) হাজী মোহু মাঝি জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে গিয়ে হামলার শিকার হন।ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের জনতা বাজার এলাকায়।
সংঘবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্য অতর্কিত ভাবে হামলা করা করা হয়েছিলো। এ ঘটনায় সাংবাদিক সোহেল হোসেন বাদী হয়ে ৫ জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আসামিরা হলেন-সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের জনতা বাজারের আব্দুল লতিফ ডাক্তার বাড়ি আব্দুস শহীদ. বাহার হোসেন।
সাংবাদিক সোহেল হোসেন বলে আমি পবিত্র ঈদুল আযহার নামাজ পড়তে ঈদ গায়ে যাই সেখানে দুষ্কৃতীরা আমার উপর অতর্কিতভাবে হামলা করে।তাদের উপর্য্যপরি হামলায় চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করেন।পরে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
এই বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেস্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।