Author: admin

  • মাধবপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে মান্নাফ মিয়া আটক।

    মাধবপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে মান্নাফ মিয়া আটক।

    হবিগঞ্জের মাধবপুরে এক কিশোরী (১৫) কে ধর্ষণের অভিযোগে মো: মান্নাফ মিয়া (৩৫)  নামে এক  ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
    শুক্রবার (২১ শে জুলাই) ভোররাতে উপজেলার আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।সে ওই গ্রামের মো:  দিয়ারিশ মিয়ার পুত্র ও এক সন্তানের জনক।
    পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ভিকটিম কিশোরী রাতের খাবার খেয়ে বাড়ির বারান্দার রুমে ঘুমিয়ে পড়ে। রাতে দুই ঘটিকার সময় মান্নাফ মিয়া  তার বন্ধু মো: সাবিদ মিয়া কে নিয়ে কৌশলে দরজা খোলে কিশোরীর রুমে ডুকে ওড়না দিয়ে তার মুখ বেধে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে।
    এসময় ভিকটিম কৌশলে মুখের ওড়না খুলে জুড়ে চিৎকার করলে পরিবার ও আশপাশের লোকজন এসে ধর্ষক মান্নাফ মিয়া কে আটক করে। এসময় তার সহযোগী সাবিদ মিয়া দৌড়ে পালিয়ে গিয়ে লোকজন নিয়ে ফিরে এসে জুড় পূর্বক তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভিকটিম এর পরিবার ৯৯৯ এ ফোন করে সাহায্য চায়। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে ধর্ষকের সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ ধর্ষক মান্নাফ মিয়া কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
    এব্যাপারে শুক্রবার দুপুরে ভিকটিম এর পিতা বাদী হয়ে ধর্ষক ও তার সহযোগী সাবিদ মিয়ার নামে মাধবপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। মাধবপুর থানার ওসি মো: আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ভিকটিমকে চিকিৎসা ও ডাক্তারি পরিক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
  • উল্লাপাড়ায় দুই মাদক ব্যবসায়ী সহ ৫০ লাখ টাকার হিরোইন আটক।

    উল্লাপাড়ায় দুই মাদক ব্যবসায়ী সহ ৫০ লাখ টাকার হিরোইন আটক।

    উল্লাপাড়ার সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা দুই ব্যবসায়ী সহ ৫০ লাখ টাকার হিরোইন আটক করেছে। শুক্রবার (২১ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র কোম্পানী কমান্ডার লেঃ বিএন মো. আবুল হাসেম। আটককৃতরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ থানার মো. হারুন ফকিরের ছেলে মোঃ হেলাল উদ্দিন (২৩) ও কিশোরগঞ্জের নান্দাইল থানার তারাই গ্রামের বুলবুল হোসেনের ছেলে মোঃ অলি উল্লাহ (২৫)।

    র‌্যাব-১২ আরোও জানান, বুধবার বিকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৭৩ গ্রাম হেরোইন (যার আনুমানিক মুল্য ৫০ লাখ টাকা) উদ্ধার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস ও মাদক ক্রয়- বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল এবং নগদ ২,৭০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে ও আটক আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

    সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, র‌্যাব-১২ এর গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • মৌলভীবাজারে অনলাইন প্রেসক্লাবের অভিযেক ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    মৌলভীবাজারে অনলাইন প্রেসক্লাবের অভিযেক ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৯জুলাই)  দিনব্যাপী জেলার জাতীয় মহিলা সংস্থা  কার্যালয়ের আইভি রহমান অডিটোরিয়ামে প্রেসক্লাব সভাপতি ছালেহ আহমদ সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনগরের মৌলানা মুফজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইকবাল। প্রধান আলোচক ছিলেন রাজনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক রজত কান্তি গোস্বামী, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা শ.ই. সরকার জবলু, সাবেক সভাপতি জিতু তালুকদার।

    অন্যান্যদের বক্তব্য রাখেন সাংবাদিক সাজিদুর রহমান সাজু, পিন্টু দেবনাথ, তাজুদুর রহমান তাজুদ, আবু জাফর বাবলা, মামুনুর রশীদ চৌধুরী মুসু, সফিকুর রহমান, লোকমান হোসেন, রনি আহমদ সহ আরও উপস্থিত ছিলেন  অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন পত্রিকার সংবাদ কর্মীবৃন্দ  ।

    অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পড়ানো মধ্যদিয়ে  বরণ করা হয়।এবং নবনির্বাচিত দু’বছর মেয়াদে অনলাইন প্রেসক্লাবের কার্যকমিটি সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করেন এ অনুষ্ঠানের প্রধান অতিথি। শেষাংশে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দশ বছর পদার্পণ উপলক্ষ্যে কেক কেটে পালন করা হয়।

  • উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই বিএনপি’র পদযাত্রা-আ’লীগের প্রতিবাদ সভা  ও বিক্ষোভ মিছিল ।

    উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই বিএনপি’র পদযাত্রা-আ’লীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল ।

    উন্নয়নকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে পদযাত্রার নামে  সারাদেশব্যাপী বিএনপি কর্তৃক সন্ত্রাসী হামলা ও অরাজকতা সৃষ্টি প্রতিবাদে রাঙ্গামাটি লংগদু উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
     বৃহস্পতিবার ( ২০ জুলাই)  বিকাল ৪টায় লংগদু উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ভারপ্রাপ্ত সভাপতি  সেলিম  এর নেতৃত্বে উন্নয়নকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে পদযাত্রার নামে  সারাদেশব্যাপী বিএনপি কর্তৃক সন্ত্রাসী হামলা ও অরাজকতা সৃষ্টি প্রতিবাদে বাইট্টাপাড়া বাজার আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় থেকে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শুরু হয়।
    বিক্ষোভ মিছিলটি আলতাফ মার্কেট থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইট্রাপাড়া বাজার শান্তি পরিবহন কাউন্টারের সামনে এসে একত্রিত হয়ে প্রতিবাদ সভায় একত্রিত হয়।
    উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হোসেন আলী মেম্বার, সাধারণ সম্পাদক বাবুল দাস বাবু, যুগ্ম সম্পাদক রকি চাকমা ইন্দ্রনাথ, উপজেলা যুবলীগের সভাপতি চাঁন মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ বারেক সরকার, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,জেলা পরিষদের সদস্য আসমা বেগম,সহ বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ  উপস্থিত ছিলেন।
     এসময় বক্তারা বলেন, লংগদুতে কোন অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দেবো,  আমরা রাজপথেই থাকবো, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, ঐক্যবদ্ধ হতে হবে, বিএনপি জামাত সারাদেশে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করছে, আমরা সম্মিলিত ভাবে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবো। তারা খাগিড়াছড়িতে আমাদের নেতা কর্মীদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা সংবিধানের উপর বিশ্বাস করি, আগামী নির্বাচন ও সংবিধান অনুযায়ী হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে।
  • বাঘায় পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্ট্রা।

    বাঘায় পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে মারার চেষ্ট্রা।

    বাঘায় আগুনে পোড়া ক্ষত নিয়ে শহিদুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রানী আফরোজ (২৫) হাসপাতালে ভর্তি হয়েছেন।   বৃহসপতিবার (১৯ জুলাই ) গভীর রাতে তাদের বাড়িতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ক্ষত হন তারা। পরে স্থানীয়রা তাদের   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ বিষয়ে বাঘা থানায়  লিখিত অভিযোগ করেছেন শহিদুল ইসলাম। ঘটনাটি ঘটেছে উপজেলার পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামে।
    অভিযোগে সূত্রে জানা যায়, নিজ বাড়ির শয়ন কক্ষে রাতের খাবার খেয়ে  ঘুমিয়ে পড়েন তারা। আনুমানিক রাত দেড়টার দিকে তাদের ঘরে জ্বলে উঠা আগুনের তাপে ঘুম ভেঙে যায়। চিৎকার দিলে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় স্বামী-স্ত্রীর শরীরের কিছু অংশ পুড়ে  যাওয়ায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

    শহিদুল ইসলামের দাবি,  দুর্বৃত্তরা পুড়িয়ে মারার উদ্দেশ্য তার শয়ন কক্ষের পেছনে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে গেছে। তাদের ফেলে যাওয়া বোতলে পেট্রেলের গন্ধ পেয়ে নিশ্চিত হয়েছেন। পেট্রোল ছিটানোর পর আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

    সাবেক চেয়ারম্যান আজিজুল আযম বলেন, খবর পেয়ে রাতেই শহিদুল ইসলামের বাড়িতে যাই। বাড়ির বাহিরে পড়ে থাকা বোতলে পেট্রোলের গন্ধ পেয়েছেন। তাদের হত্যার উদ্দেশ্য কাজটি করা হতে পারে বলে ধারণা । তবে কারা এমন কাজ করতে পারে বলে নিশ্চিত হতে পারছিনা।

    বাঘা থানার পরিদর্শক (তদন্ত)আব্দুল করিম বলেন, শহিদুল ইসলামের লিখিত অভিযোগ পেয়েছি।  কারা এর সাথে জড়িত,সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

  • রাণীশংকৈলে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু।

    রাণীশংকৈলে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু।

    বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার  (২০ জুলাই) দুপুরবেলা।
    নিহত শিশু স্কুলছাত্র আল আমিন রাণীশংকৈল পৌর এলাকার মহলবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যান। সে ওই গ্রামের হাসান আলীর ছেলে ও কেন্দ্র মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আল—আমিন (১২)
    জানা যায়,বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে গভীর পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, নিহতের ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
  • রামপালে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    রামপালে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    রামপালে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার 
    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর ৮৬/১৩ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সুমন মল্লিক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
    গ্রেফতারকৃত সুমন উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের জিয়লমারী গ্রামের মোশারেফ মল্লিকের পুত্র।
    (১৮ জুলাই) মঙ্গলবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় সাজাপ্রাপ্ত আসামি সুমন জিয়লমারী এলাকায় অবস্থান করছে। এ খবর পেয়ে থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করে।
    এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, সুমন একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। সে অনেকদিন পলাতক ছিল। গত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
  • বালিয়াডাঙ্গীতে চোরাইমাল ভাগাভাগির সময় চোর চক্রের ৬ সদস্য আটক।

    বালিয়াডাঙ্গীতে চোরাইমাল ভাগাভাগির সময় চোর চক্রের ৬ সদস্য আটক।

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় চোরাই মাল নিজেদের মধ্যে ভাগাভাগি করার সময় ৬ জনকে আটক করেছে থানা পুলিশ।
    বুধবার (১৯ জুলাই) সকাল ১১ টায় আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যার টার দিকে উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ফুলতলা গ্রাম থেকে চোরাইকৃত মালামালসহ তাদের আটক করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
    আটকৃতরা হলেন, বড়বাড়ি ইউনিয়নের ফুলতলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে রুবেল ইসলাম (২৫), আব্দুর রহমানের ছেলে মারুফ হাসান (২২), শফিকুল ইসলামের ছেলে আক্তার ইসলাম (২৬), আব্দুর জব্বারের ছেলে রবিউল আউয়াল (২৪), বশির উদ্দিনের ছেলে হাসানুর (২৩), আব্দুল জব্বারের স্ত্রী রুপবান (৪৪) ।
    জানা যায়, ফুলতলা গ্রামের আব্দুল জব্বারের বাড়িতে কয়েকজন ব্যাক্তি চুরি করা মালামাল ভাগ বাটোয়ারা করছে এমন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৬ জনকে আটক করে পুলিশ। জব্দকৃত মালামাল গুলো মানুষের বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চুরি করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেন তারা।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন জানান, আটককৃতদের কাছ থেকে চুরি হওয়া ব্যাটারি, শ্যালো মেশিন, ওয়াটার পাম্প, ফ্যানসহ বাসা বাড়ির বিভিন্ন জিনিস পত্র উদ্ধার করা হয়। এবিষয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয় এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
  • গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সভাপতি সানাউল্লাহ।

    গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সভাপতি সানাউল্লাহ।

    গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন সানাউল্লাহ (সানা) এবং সাধারণ সম্পাদক সাকিল। সাধারণ সম্পাদক সুমন

    আজ মঙ্গলবার (১৮ জুলাই) সংগঠনের সম্মেলনে কাউন্সিল শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের (সাবেক) সভাপতি ও রাজশাহী,১ গোদাগাড়ী, তানোরের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি। আজ বিকেল ৫ টায় গোদাগাড়ী মডেল স্কুল এন্ড কলেজ সম্মেলনের উদ্বোধন ঘোষণা ও অধিবেশনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ , উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি সানাউল্লা বলেন, আমাকে দল থেকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করবো। সারাদেশে স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করে রাখবো।

    বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ৬ দফা আন্দোলন ও আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে উত্তাল রাজপথে এবং মহান মুক্তিযুদ্ধের আগুনঝরা দিনগুলোতে যুদ্ধের রসদ সরবরাহের দুঃসাহসী ভূমিকা পালন করে স্বেচ্ছাসেবক বাহিনী। মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন রাজনৈতিক আন্দোলন সংগ্রামেও স্বেচ্ছাসেবক বাহিনীর নানা অবদান আছে। সেই প্রেক্ষাপটে ১৯৯৪ সালের ২৭ জুলাই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবক বাহিনীকে পুনর্গঠিত করার উদ্দেশে একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যাত্রা শুরু হয়। পরবর্তীতে

    ২০০৩ সালে পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো করার পর সেবা-শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠনটি ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় দেশ ও জাতির সব দুর্যোগ-দুর্বিপাকে নিঃস্বার্থ স্বেচ্ছাসেবার মাধ্যমে মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে। বিশেষজ্ঞ করোনা মহামারিতে গোটা বিশ্ব যখন বিপন্ন হয়ে পড়েছে, সেই চরম দুঃসময়ে স্বেচ্ছাসেবক লীগের সব পর্যায়ের নেতা-কর্মীরা সচেতনতা সৃষ্টি, ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা থেকে টিকা কার্যক্রম।

  • মাধবপুরে বস্তাবন্দী অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার।

    মাধবপুরে বস্তাবন্দী অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার।

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের কাছে পাহাড়ের ভেতর থেকে বাবুল মিয়া নামের এক যুবকের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
    বাবুল মিয়া ইটাখোলা মুড়াপাড়া গ্রামের সাহেব আলী সর্দারের ছেলে। মঙ্গলবার(১৮ জুলাই) বেলা আড়াইটার দিকে বাবুলের লাশ উদ্ধার করে পুলিশ।
    পুলিশ জানিয়েছে, ৪ দিন আগে (১৪ জুলাই) বাবুল মিয়া গরু চড়াতে পাহাড়ে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে বাবুলের কোনো সন্ধান না পাওয়ায় গতকাল (১৭ জুলাই) তার পরিবারের পক্ষ থেকে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
    মঙ্গলবার দুপুরে স্থাণীয় লোকজন চা বাগানের কাছে পাহাড়ে একটি মুখবন্ধ বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে মাধবপুর থানার সাব ইন্সপেক্টর মানিক কুমার সাহা জানান, ‘চা বাগানের অভ্যন্তরে ১০ কিলোমিটার দূরের গভীর অরণ্যে লাশটি পাওয়া গেছে।তবে এই মুহূর্তে আর কিছু বলা যাচ্ছে না।’
    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।