Author: admin

  • রাজশাহীতে রাজসিপিএসসিতে উদযাপিত হলো দেশীয় খাবার ও ফল উৎসব।

    রাজশাহীতে রাজসিপিএসসিতে উদযাপিত হলো দেশীয় খাবার ও ফল উৎসব।

    রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বাংলাদেশের বিভিন্ন দেশীয় খাবার ও ফলমূল নিয়ে আড়ম্বড়পূর্ণভাবে উদযাপন করেছে ‘দেশীয় খাবার ও ফল উৎসব-২০২৩’। বাংলাদেশের হরেক রকম দেশীয় ফলমূল ও বিলুপ্তপ্রায় দেশীয় খাবারের পসরা নিয়ে আয়োজিত হয়েছে এই উৎসব।

    শনিবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে আরম্ভ হয়ে দিনব্যাপী চলে এই আয়োজন। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবক মিলিয়ে প্রায় ৫০টি স্টলে দেশীয় ফলমূল ও দেশীয় খাবারের প্রদর্শনী হয়।

    এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক।

    মেলার প্রবেশমুখে ডানদিক থেকে সারি সারি দেশীয় ফল ও দেশীয় খাবারের স্টল। দেশীয় ফলমূলের মধ্যে ছিল
    কাঁঠাল, প্রায় ২৩ প্রজাতির আম যেমন ফজলি, আর্শ্বিনা, বারি-৪, আম্রপালি, ল্যাংড়া, লক্ষণভোগ, কাটিমন,
    হিমসাগর, খিরসাপাতি, গোপালভোগ, রাণীপছন্দ, কলাবতী, দুধসর, কাচামিঠা, বারি-১১, কুমড়োজালি,হাড়িভাঙ্গা, মোহনভোগ, মল্লিকা, সুবর্ণরেখা, কালীভোগ, মিশ্রিদানা, গোলাপখাস প্রভৃতি, জাম, খুদিজাম, করমচা, কদবেল, বেল, আমড়া, চালতা, কলা, পেয়ারা, কুল বা বোরই, ডালিম, জলপাই, বন কাঁঠাল, বাতাবী লেবু,জামরুল, তরমুজ, আনারস, আঁশফল, অরবরই, ডুমুর, ডেউয়া, কামরাঙ্গা, কাউফল, তাল, গাব, বেতের ফল,লটকন, খেজুর, লিচু, প্ৰেজাম (পাহাড়ী ফল), ডাব, নারিকেল, বাঙ্গি, আমলকী, লুকলুকি, পানিফল, তেঁতুল, পেঁপে, আতা, শরিফা, চাপালিশ, আলুবোখারা, চীনাবাদাম, কাঠবাদাম, কাজুবাদাম,আখরোট, কফি বিন, স্ট্রবেরি,ড্রাগন সহ বিচিত্র রকমের ফল। এসকল দেশীয় ফলগুলো দেশব্যাপী অত্যন্ত সহজলভ্য পুষ্টিগুণে ভরপুর।

    অপরদিকে ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় দেশীয় খাবারের মধ্যে রয়েছে খই, মোয়া, মুড়কি, বাতাসা, সন্দেশ, ঘোল,তিলের খাজা, কটকটি, খাগড়াই, হাড়ির রসগোল্লা, নারিকেলের লাড্ডু, চিড়াদই, তালের পিঠা, ছাতু, দুধের ছানা,চানাচুর, গজা, খাজা বা খাস্তা,মালাই,পাপড়, নিমকি, গুড়ের জিলাপি, গুড়ের ঝুরি, ছানার জিলাপি প্রভৃতি।

    এ সকল আকর্ষণীয় ও মজাদার খাবার যেমন বাংলাদেশের ঐতিহ্যের স্বাক্ষর বহন করে তেমনি দেশীয় উপকরণে
    প্রস্তুতকৃত এই খাবারগুলোতে ক্ষতিকর রাসায়নিক উপাদানের পরিমাণ নেই বললেই চলে। তবে আজকাল এ সকল খাবারের স্থান দখল করে নিচ্ছে ফাস্টফুড ও রেস্টুরেন্টের বিভিন্ন খাবার যা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত
    ঝুকিপূর্ণ।

    আজ এই ব্যতিক্রমধর্মী উৎসবে অংশ নিতে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গনে শিক্ষক,
    শিক্ষার্থী ও অভিভাবকদের ঢল নামে। আগত শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ চেনা-অচেনা এত ফল ও
    খাবারের সমাহার দেখে ছিল অত্যন্ত উচ্ছ্বসিত।

    উৎসবের প্রধান অতিথি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক বলেন, ‘এখানে এমন অনেক ফল ও খাবার দেখেছি যা জীবনে প্রথমবার দেখলাম। তাছাড়া বিভিন্ন দেশীয় ফল ও হারাতে বসা গ্রামীণ খাবার দেখে মন আনন্দে ভরে গেল। মনে হলো, ফিরে পেলাম সেই শৈশব, হারানো সেই রঙিন দিনগুলো।

    এই উৎসব আয়োজনের উদ্যোক্তা রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রেজাউল
    করিম বলেন, ‘এই উৎসব আয়োজনের বিশেষ তাৎপর্য রয়েছে। দেশীয় খাবার ও ফল খাওয়ার উপকারিতা ছড়িয়ে
    দিতে এবং এগুলোর উপকারিতা জানাতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক নিয়ে আমাদের এই ব্যতিক্রমী
    আয়োজন। এই উৎসবে আগত দর্শনার্থীরা ভেজালমুক্ত ফল ও বিভিন্ন ঐতিহ্যবাহী দেশীয় খাবারের স্বাদ আস্বাদনের সুযোগ পাবে। এছাড়া যেসব ফল ও দেশীয় খাবার অপ্রচলিত বা বিলুপ্তির পথে তাও দেখার সুযোগ হচ্ছে এই উৎসবে। বিদেশি ফলের তুলনায় আমাদের দেশীয় ফলগুলো সহজলভ্য, ফরমালিনমুক্ত ও পুষ্টিগুণের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। পাশাপাশি গ্রামগঞ্জের বিলুপ্তপ্রায় দেশীয় খাবারগুলো দেখে ও খেয়ে আমাদের শিক্ষার্থীরা ফাস্টফুডের চাইতেও মজাদার দেশি খাবারের স্বাদ আস্বাদনে আগ্রহী হবে।’ সকলকে বিদেশি ফল ও ফাস্টফুড খাবারের পরিবর্তে দেশীয় ফল ও খাবারে আগ্রহী হতে উৎসাহিত করেন।

    তিনি আরও বলেন, ‘আমরা যদি স্বনির্ভর, আধুনিক ও উন্নত জাতি গড়তে চাই তাহলে প্রয়োজন দেশপ্রেম। এই দেশপ্রেম শিক্ষার্থীদের মাঝে জাগরিত করতে দেশীয় মজাদার খাবার ও বৈচিত্রময় দেশীয় ফলের স্বাদ আস্বাদন প্রয়োজন। ছাত্র-ছাত্রীদের আংশগ্রহনে দেশীয় খাবার ও ফল বিষয়ক বিতর্ক, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনায় উৎসাহ সৃষ্টি করবে। এই আয়োজন শিক্ষার্থীদের দেশীয় খাবার ও ফল সম্পর্কে জানতে উৎসাহী ও আগ্রহী করে তুলবে এবং বিদেশি খাবার ও ফাস্টফুড বর্জনে অগ্রণী ভূমিকা রাখবে।

  • কমলগঞ্জে ১১ গুনিজনকে সম্মাননা প্রদান।

    কমলগঞ্জে ১১ গুনিজনকে সম্মাননা প্রদান।

    দেশের বিভিন্ন কাজে ইতিমধ্যে অবদান রাখা ব্যক্তিদের মৌলভীবাজারের কমলগঞ্জে ১১ গুণিজনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
     শুক্রবার (২১ জুলাই) বিকাল ৫টায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাও গ্রামের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে ১১ গুণি ব্যক্তিকে সম্মাননা প্রদান করেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ (বামসাস)।
    বামসাস সাধারণ সম্পদক নামব্রম শংকর ও প্রচার ও প্রকাশনা সম্পাদক অয়েকপম অঞ্জুর যৌথ সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন লেখক ও কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, বামসাস কেন্দ্রীয় কমিটি সভাপতি এ, কে, শেরাম, বামসাস কমলগঞ্জ শাখা সভাপতি মাইবম বীরেন্দ্র।
    গুণিজন সম্মাননা অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, কমলগঞ্জের কবি ও লেখক আব্দুস ছামাদ, শিক্ষক ও কবি সাজ্জাদুল হক স্বপন, কমলগঞ্জ বামসাস এর উপদেষ্টা ইবুংহাল সিংহ শ্যামল, বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ ছোট ধামাই শাখার সভাপতি অহৈবম রনজিৎ প্রমুখ।
    গুণিজনদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জুড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, শ্রীমতী পদ্মা দেবী ও হেলাল উদ্দিন।
    গুণিজন সম্মাননাপ্রাপ্তরা হলেন-কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জুড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সদস্য শ্রীমতি পদ্মা দেবী, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের সদস্য মো. জুমের আলী, ইসলামপুর ইউনিয়নের মো. ফজলুর রহমান, আদমপুর ইউনিয়নের মো. হেলাল উদ্দিন, আদমপুর ইউনিয়নের মো. কামরুজ্জামান, আদমপুর ইউনিয়নের গুলনাহার বেগম, ইসলামপুর ইউনিয়নের হাজেরা পারভীন, আদমপুর ইউনিয়নের জরিনা বেগম এবং আলীনগর ইউনিয়নের সত্যজিৎ সিংহ।
    অনুষ্ঠানে ১১জন গুণিজনের মাঝে ক্রেস্ট, পোষাক ও উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
  • রামপালে মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতনের ঘটনায় গ্রাম পুলিশসহ গ্রেফতার-৩।

    রামপালে মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতনের ঘটনায় গ্রাম পুলিশসহ গ্রেফতার-৩।

    বাগেরহাটের রামপালে মধ্যযুগীয় কায়দায় ইয়াছিন আরাফাত নামের এক কিশোরকে নির্মমভাবে শারিরীক নির্যাতনের অভিযোগে রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে। শিশুর পিতা মল্লিকেরবেড় ইউনিয়নের মল্লিকেরবেড় গ্রামের অলিয়ার রহমান(৪৭) বাদী হয়ে (২২ জুলাই) শনিবার  ৩ জনকে আসামি করে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন।
    আসামিরা হলেন, মল্লিকেরবেড় গ্রামের শহিদুল মাঝি’র পুত্র মাহমুদ ইসলাম(২৫), মৃত মোজাম্মেল হাওলাদার’র পুত্র মো. কেরামত হাওলাদার(৫০) ও একই গ্রামের মৃত আ. রহমান খাঁন’র পুত্র মো. নাসিম খাঁন (গ্রাম পুলিশ)।
    রামপাল থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে যে,(২১ জুলাই) শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে আসামি মাহমুদ ইসলাম’র বাড়ির সামনে দিয়ে হেঁটে আসছিল কিশোর বালক ইয়াছিন আরাফাত।  সে সময়ে আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে কিশোর ইয়াছিন আরাফাতকে একটি ঘরের মধ্যে আটকে রেখে অমানবিক  ও  নিষ্ঠুর ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে।  এ খবর জানতে পেরে বাদী তার ছেলেকে আসামিদের হাত থেকে বাঁচানোর জন্য রামপাল থানা পুলিশকে জানায়।
    এ খবর পাওয়া মাত্রই রামপাল থানার (ওসি) এস. এম. আশরাফুল আলম নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিশোর শিশুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন এবং অভিযুক্তদের গ্রেফতার করেন।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানান,গতকাল সকালে আমরা খবর পাই মল্লিকেরবেড় গ্রামে এক কিশোরকে ঘরের মধ্যে আটকে রেখে শারিরীক নির্যাতন করছে কয়েকজন ব্যক্তি। আমরা সেখানে উপস্থিত হয়ে শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি এবং আসামি তিনজনকে আটক করে আজ (২২ জুলাই) শনিবার  বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।
  • চিকিৎসকের সহয়তায় গরীব ও মেধাবী ৪০ জন শিক্ষার্থী পেল  স্কুল ব্যাগ।

    চিকিৎসকের সহয়তায় গরীব ও মেধাবী ৪০ জন শিক্ষার্থী পেল  স্কুল ব্যাগ।

    দুর্গম জনপদের পাঁচ শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণরে পর এবার খাগড়াছড়ির গোমতি বীরেন্দ্র কিশোর রোয়াজা উচ্চ বিদ্যালয়ের ৪০জন গরীব ও মেধাবী শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামছুল আহসান মাকসুদ‘র সহযোগীতায় সাউথ এশিয়ান সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিন এর উদ্যোগে এসব স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
    শনিবার (২২জুলাই) সকাল ১১টার দিকে গোমতি বীরেন্দ্র কিশোর রোয়াজা উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ বিতরণ করেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক। অনুষ্ঠানে মাটিরাঙ্গার গোমতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মনির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    এসময় গোমতি বীরেন্দ্র কিশোর রোয়াজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হুদা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
    এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বলেন, একজন চিকিৎসকের এ মানবিক উদ্যোগের ফলে শিক্ষার্থীরা উপকৃত হবে। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান তিনি। গোমতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মনির হোসেন বলেন, দুর্গম জনপদের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
    স্কুল ব্যাগ পেয়ে উচ্ছসিত ৮ম শ্রেনির শিক্ষার্থী বাবলু ত্রিপুরা বলেন, আমার আগে ব্যাগ ছিল না। স্কুলে আসার পথে বৃষ্টিতে বই-খাতা সব ভিজে যেত। এ ব্যাগ পেয়ে আমি খুব আনন্দিত। এখন আর আমার বই-খাতা ভিজে যাওয়ার সুযোগ নেই। অপর শিক্ষার্থী উম্মে হাবিবা নিশিথা বলেন, আমার বাবার পক্ষে একটি ব্যাগ কিনে দেয়া যখন অসম্ভব তখন এ ব্যাগ পেয়ে আমি খুব খুশি। ৫/৬ কিলোমিটার দুর থেকে ১৪টি বই নিয়ে স্কুলে আসা খুব কষ্ট জানিয়ে গালামনি পাড়া থেকে আসা শিক্ষার্থী মুকুন্তি ত্রিপুরা বলেন, এ ব্যাগে আমার দীর্ঘদিনের কষ্ট দুর হবে।
    দুর্গম জনপদের বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ প্রদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামছুল আহসান মাকসুদকে ধন্যবাদ জানান গোমতি বীরেন্দ্র কিশোর রোয়াজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হুদা।
  • রামপালে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেককে সংবর্ধনা।

    রামপালে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেককে সংবর্ধনা।

    বাগেরহাটের রামপালে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ জাতীয় পর্যায়ে  ইসলামাবাদ ছিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা শ্রেষ্ঠ হওয়ায় ও অত্র মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি খুলনা মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক টানা তৃতীয় বারের মতো খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    (২২ জুলাই) শনিবার দুপুর ১২.০০ টায় ইসলামাবাদ ছিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আয়োজন মাদ্রাসা চত্বরে এ সংবর্ধনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
    ইসলামাদ ছিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মকবুল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক  প্রফেসর শেখ হারুনর রশীদ ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নিজাম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন,  ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরহাদ হোসেন,  সাধারণ সম্পাদক শেখ বেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির, বাঁশতলী ইউনিয়ন আ’লীগের সভাপতি হাওলাদার আবু তালেব, সাধারণ সম্পাদক কুদরতী ইনামুল বাশার বাচ্চু,  জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক,  শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেসিসি মেয়র বলেন, আওয়ামী লীগ সরকার ছাড়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন কেউ করেনি। আজ এত সুন্দর রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর ভবন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে হয়েছে। তিনি আরও বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম মোংলা বন্দরকে বিএনপি সরকার ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছিল। সেটা আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে চালু করে। আজ মোংলা বন্দরে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সর্বপোরি, দক্ষিণাঞ্চলের উন্নয়ন আওয়ামী লীগ সরকারই করেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তিনি আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনার আহবান জানান। তিনি আরো বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ ডিজিটাল বাংলাদেশ থেকে দেশকে স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং শেখ হাসিনার সরকার অচিরেই দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করবেন।
  • ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হরিপুরে যুবক গ্রেপ্তার।

    ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হরিপুরে যুবক গ্রেপ্তার।

    ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও সরকার বিরোধী মন্তব্য করায় মো. আমানুল্লাহ আমান (২৯ )নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (২২ জুলাই) ভোররাতে উপজেলার খামার হঠাৎপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার আমানুল্লাহ আমান হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের খামার হটাৎপাড়া গ্রামের পল্লী চিকিৎসক আবু তালেবের ছেলে।

    জানা যায়, আমানুল্লাহ আমান দীর্ঘ দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকার বিরোধী নানা মন্তব্য করে আসছিলেন। এতে হরিপুর উপজেলা আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান হরিপুর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক দেখিয়ে হরিপুর থানায় নিয়ে আসে।

    মামলার বাদী মিজানুর রহমান জানান, আমি আ.লীগের একজন আদর্শিক কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে দেয়া কুরুচিপূর্ণ পোস্টে আমি সংক্ষুব্ধ হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানহানি আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। সেজন্যই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

    হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত )সহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে আমরা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও সরকার বিরোধী মন্তব্যের প্রমাণ পেয়েছি। তাই ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে ঠাকুরগাঁও বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

  • মাটিরাঙ্গায় বিএনপি নেতা নাছির আহাম্মদ গ্রেফতার।

    মাটিরাঙ্গায় বিএনপি নেতা নাছির আহাম্মদ গ্রেফতার।

    পার্বত্য খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি  ও সাবেক মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নাছির আহাম্মদ চৌধুরী (৬০)কে গ্রেফতার করেছে পুলিশ ।
    শনিবার (২২ জুলাই) রাত সাড়ে বারোটার সময় মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডে তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। তার অবস্থান বুঝতে পেরে অভিযান পরিচালনা করে তাকে আটক করেছেন বলে জানিয়েছে পুলিশ ।
    পুলিশ জানায়, গত ১৮ জুলাই ২০২৩ইং তারিখে খাগড়াছড়িতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পথযাত্রায় সংঘর্ষের ঘটনায় খাগড়াছড়ি সদর থানার দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামি মো: নাসির আহাম্মদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
    গ্রেফতারের বিষয়টি মাটিরাঙ্গা থানর অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, খাগড়াছড়ি সদর থানা মামলার এজাহারভুক্ত আসামী নাসির আহাম্মদ চৌধুরীকে আটকে সহযোগিতার অনুরোধে মাটিরাঙ্গা থানা সহযোগিতা করেছে।
  • নাগরপুরে তারুণ্যের সমাবেশ সফলতা আনতে জনসংযোগে- লাভলু।

    নাগরপুরে তারুণ্যের সমাবেশ সফলতা আনতে জনসংযোগে- লাভলু।

    টাঙ্গাইলের নাগরপুরে ২২ জুলাই তারুণ্যের সমাবেশ সফল করতে ব্যস্ত সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিবিদ রবিউল আওয়াল লাভলু।
    ১৯/২০/২১ জুলাই ২০২৩  নিজ বাসভবন থেকে শুরু করে নাগরপুর উপজেলার সহবতপুর, ভারড়া,বেকরা,সলিমাবাদ সহ বিভিন্ন ইউনিয়ন এ জনসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন,সেইসাথে সরকার কে হুশিয়ার করে বিভিন্ন পথসভায় বক্তব্য রাখছেন।
    এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে একধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে, সবাই কে ঐক্য বদ্ধ হয়ে আগামী ২২জুলাই তারুণ্যের সমাবেশ সফল করবার আহবান জানান বর্ষীয়ান রাজনীতিবিদ।
    কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি,টাঙ্গাইল জেলা বিএনপি সাবেক সহসভাপতি, কেন্দ্রীয় কমিটির ছাত্রদলের সাবেক  আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু।
    এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির   সম্মানিত সদস্য মোঃসেলিম মিয়া, সহ সভাপতি নিয়ামত আলী সুইট,যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, সাবেক জিএস ইকবাল কবির রতন,সাবেক ভিপি নাজমুল হক স্বাধীন, বিএনপির সহ প্রচার সম্পাদক আরিফুল ইসলাম নবা,যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম দ্বীপন,সাবেক জিএস ইকবাল কবির ইকবাল, হাবিবুর রহমান হাবিব, সাবেক জিএস নুরুজ্জামান রানা,সহবতপুর বিএনপি সভাপতি আলা উদ্দীন আলাল,সাধারণ সম্পাদক জিকরুল হাসান পিয়াস, ওলামা দলের সভাপতি আবুবকর ছিদ্দিক, তাঁতি দলের সভাপতি ডাঃদেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক লালন,যুবদলের সদস্য শামসুল হক, ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
  • মাধবপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু।

    মাধবপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু।

    হবিগঞ্জের মাধবপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তানভীর(৭) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
    শুক্রবার বেলা ১১টার দিকে মাধবপুর উপজেলার খড়কি কাশেমুল উলুম হাফেজিয়া মাদ্রাসার পুকুরে এ ঘটনা ঘটেছে।
    মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানিয়েছে, প্রতিদিনের ন্যয় আজও মাদ্রাসার সকল শিক্ষার্থীদের বেলা সাড়ে ১০টার সময় গোসলের ছুটি দেওয়া হয়। সবার সঙ্গে তানভীরও গোসল করতে পুকুরে যায়। গোসলরত সকলের অগোচরে তানভীর পানিতে ডুবে মারা যায়। নিহত তানভীর এক মাস আগে শিশু শ্রেণীতে ভর্তি হয়েছে।সে রহিম মিয়ার ছেলে।
    গোসল শেষে অধিকাংশ ছাত্র নিজের কিংবা লজিং বাড়ীতে খাবারের জন্য চলে যায়। কিন্ত তানভীর যে পানিতে ডুবে আছে কেউই জানতো না। পরে ওই মাদ্রাসার পরে শিক্ষকগন গোসলে নামলে ডুবন্ত তানভীরের দেহ এক শিক্ষকের পায়ে লাগে। পানির নিচ থেকে ওঠিয়ে আনা হয়। নিহত তানভীর এর মা শারমীন জানান, তার ছেলে সাতার জানতো না। এক মাস আগে চুয়াডাঙ্গা থেকে এনে ওই মাদ্রাসায় ভর্তি করিয়েছে।
    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক মৃত্যুের খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।
  • রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ চোর চক্রের দুই সদস্য আটক।

    রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ চোর চক্রের দুই সদস্য আটক।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
    বাগেরহাট জেলার রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ মো. জনি শেখ (৩২) ও মো.মনিরুল শেখ (৪২) নামের  চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে রামপাল থানা পুলিশ।
    আটককৃত চোর জনি উপজেলার রাজনগর ইউনিয়নের বড় দূর্গাপুর এলাকার আ. আজিজ শেখ’র পুত্র ও মনিরুল একই এলাকার মৃত মোহর আলী শেখ’র পুত্র।
    (২০ জুলাই) বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে পুলিশ গোপন সূত্রে খবর পায় তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি করে নিয়ে বিক্রির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে একদল চোর। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর মো. জাহিদুল ইসলাম’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল বড় দূর্গাপুর চরের আবুল কালাম সরদারের টিনের ঘরের সামনে অভিযান চালিয়ে জনি ও মনিরুলকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ২০৫ (দুইশত পাঁচ) কেজি লোহার রড এবং কিছু পুরাতন টিনের ভাঙাচোরা অংশসহ হাতেনাতে আটক করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম’র কাছে জানতে চাইলে তিনি বলেন, গতকাল ভোর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ দুই চোরকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাগেরহাট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।