Author: admin
-
মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা।
হবিগঞ্জের মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ কম্পাউন্ড থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।পরে মাধবপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুস ছাত্তার বেগ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।মাধবপুর পৌর কর কর্মকর্তা রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক,বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়,মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন আহব্বায়ক শংকর পাল চৌধুরী,সাংবাদিক সুজন রায়,সাংবাদিক উজ্জ্বল খান,মৎস্য চাষী দুলাল মিয়া,মৎস্য আড়ৎ সমিতির সভাপতি সুকোমল দাশ প্রমুখ। -
বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন।
‘নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ (২৪-৩০ জুলাই) উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান,আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা শেষে বাজুবাঘা ইউনিয়নের বাজিতপুর গ্রামের মাছ চাষে তরুণ উদ্দ্যেক্তা মো. তুফান আলীর হাতে সম্মাননা স্মারণ তুলেদেন অতিথিরা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শারমিন আখতার।আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী প্রমুখ উপস্থিত ছিলেন। -
ডিমলায় সাংবাদিক আতিক ও তার পরিবার হামলার শিকার।
নীলফামারীর ডিমলায় সাংবাদিক আতিকুল ইসলাম আতিক নামে এক সাংবাদিক ও তার পরিবার হামলার শিকারে গুরুতর আহত হয়েছেন। তাকে ও তার পরিবারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিক জাতীয় দৈনিক ঢাকা পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন এবং সাংগঠনিক সম্পাদক, প্রেসক্লাব, ডিমলা এবং সভাপতি নীলফামারী জেলা শাখা, ই-প্রেসক্লাবের আন্তজার্তিক সাংবাদিক সংগঠন।
অভিযোগ সুত্রে জানা যায়, হামলাকারীরা আপন সহদর ভাই ও তাহাদের পরিবারবর্গ। পারিবারিক জমি জমার বিষয় লইয়া হামলাকারীদের সহিত আহত সাংবাদিক আতিক এবং তার বড় বোনের দীর্ঘদিন ধরে বিরোধসহ বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলিয়া আসিতেছে। ২৪ (জুলাই) সকাল ১১ টায় আহত সাংবাদিক আতিক ও তার বোন সামছুন্নাহারের নালিশীবিত্বে হামলাকারীরা জবর দখলের উদ্দেশ্যে ভাড়াটিয়া ট্রাক্টর দ্বারা হালচাষ করার চেষ্টা করে।
এসময় সাংবাদিক আতিকের বড় বোন নিষেধ করিলে হামলাকারীগন বড় বোন, তাকে ও তার স্ত্রীকে মারপিট করিয়া গুরুতর জখম করে। সাংবাদিক আতিক ও তার স্ত্রী এবং তার বড় বোন হাসপাতালে চিকিৎসাধীন।
হামলাকারীদের বিরুদ্ধে ডিমলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত সাংবাদিক আতিক।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি সরেজমিন তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
-
গোদাগাড়ীতে পাবলিক সার্ভিস দিবস উদযাপিত।
রাজশাহীর গোদাগাড়ীতে শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে গোদাগাড়ীতে পাবলিক সার্ভিস দিবস উদযাপিত হয়েছে। রবিবার (২৩ জুলাই) সকালে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মাহন্তের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা কার্যালয়ের চত্বর প্রদক্ষিণ করে মূল ফটকে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মাহন্তের সভাপতিত্বে উপজেলা অডিটারিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তাগণ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তৃতা রাখেন।
বক্তব্যে তারা বলেন, প্রতিটি দপ্তরে জবাবদিহিতার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। এতে করে সবাই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে। পাবলিক সার্ভিস দিবস পালন করতে গিয়ে যেন জনসেবা ব্যাহত না হয় সে দিকে সবাইকে খেয়াল রাখার পরামর্শ দেয়া হয়।
বছরের বিভিন্ন দিন বিভিন্ন দিবস থাকে, আমরা তা পালনও করে থাকি, তবে যে কোনো দিবস পালন করার দিন আমাদের লক্ষ্য রাখা উচিৎ আমরা যেন ওই দিন সর্বোচ্চ জনসেবা দিতে নিজেদের দায়িত্ব পালনের চেষ্টা করি। কোনো বিশেষ দিন নয়, প্রতিটি দিনই যেন বিশেষ হয় আর বিশেষ সেবা যেন জনগণ পায়।
বর্তমানে দেশের প্রায় ৯০ শতাংশ মানুষই ইন্টারনেট ব্যবহার করছে উল্লেখ করছেন স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ গড়ে তুলতে পারলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এসব করতে হলে অনেক চ্যালেঞ্জ এসব করতে হলে অনেক চ্যালেঞ্জ আসবে, আর এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে। জনসেবা মহান আল্লাহর দেওয়া একটি বিশেষ নেয়ামত। বক্তাগন সকলকে সঠিকভাবে দায়িত্ব পালনের পরামর্শ দেন।
অনুষ্ঠানে বক্তাগণ বিভিন্ন হটলাইন নম্বরের কার্যকারিতা ও ব্যবহারের দিক, বর্তমান সরকারের অধীনে বিভিন্ন দপ্তর/সংস্থার কার্যক্রম অনলাইন করার সুবিধাসহ ভূমি উন্নয়ন কর, মিউটেশন, জন্ম/মৃত্যু নিবন্ধন, এনআইডি ইত্যাদি সম্পর্কে তুলে ধরে সরকারের নানামুখী কার্যকরী উদ্যোগ গ্রহণের মাধ্যমে ঘুষ ও দুর্নীতি হ্রাস হয়েছে বলে জানান। আজ থেকে মানুষ কোন সেবাটি পেতে কোনো ধরনের হয়রানি না পোহায়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।