Author: admin

  • মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা।

    মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা।

    হবিগঞ্জের মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ‍্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
    এ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ কম্পাউন্ড থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
    পরে মাধবপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুস ছাত্তার বেগ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
     মাধবপুর পৌর কর কর্মকর্তা রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক,বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়,মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন আহব্বায়ক শংকর পাল চৌধুরী,সাংবাদিক সুজন রায়,সাংবাদিক উজ্জ্বল খান,মৎস্য চাষী দুলাল মিয়া,মৎস্য আড়ৎ সমিতির সভাপতি সুকোমল দাশ প্রমুখ।
  • বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন।

    বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন।

    ‘নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ (২৪-৩০ জুলাই) উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান,আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা শেষে বাজুবাঘা ইউনিয়নের বাজিতপুর গ্রামের মাছ চাষে তরুণ উদ্দ্যেক্তা মো. তুফান আলীর হাতে সম্মাননা স্মারণ তুলেদেন অতিথিরা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শারমিন আখতার।
    আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান  মোকাদ্দেস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
  • প্রধানমন্ত্রীর উপহার পেলো লংগদুরের ১৮ মেধাবী শিক্ষার্থী।

    প্রধানমন্ত্রীর উপহার পেলো লংগদুরের ১৮ মেধাবী শিক্ষার্থী।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে জনশুমারি ও গৃহ গননা ২০২১ প্রকল্প হতে মাননীয় প্রধান্ত্রীর উপহার স্বরুপ  ১৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ট্যাবলেট কম্পিউটার বিতরণ অনুষ্ঠানের আয়োজন লংগদু উপজেলা প্রশাসন।
    মঙ্গলবার (২৫ জুলাই)  সকাল ১১ ঘটিকায় উপজেলা পাবলিক লাইব্রেরির হল রুমে উপজেলা নির্বাহী আকিব ওসমান এর সভাপতিত্বে  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
    এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, মৎস্য কর্মকর্তা তানবির আহসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার সালাহউদ্দিন,  উপজেলা প্রকৌশলী শামসুল আলম, প্রেসক্লাবের উপদেষ্টা  এখলাছ মিঞা খান,  বায়তুশ শরফ মাদ্রাসার প্রধান মাও. ফোরকান আহমদ, মাইনী মাদ্রাসার প্রধান মাও. ফেরদৌস আলম সহ প্রমুখ।
    এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির এই যুগে লেখা পড়ার সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার স্বরুপ ট্যাবলেট কম্পিউটার প্রদান করেছে, এটাকে ইউটিউব, ফেসবুক ব্যবহারের জন্য দেওয়া হয়নি,  এটা দিয়ে লেখা পড়ার মান উন্নয়নে নিজেকে গড়ার প্রত্যায় কাজ করে যেতে হবে।
  • ডিমলায় সাংবাদিক আতিক ও তার পরিবার হামলার শিকার।

    ডিমলায় সাংবাদিক আতিক ও তার পরিবার হামলার শিকার।

    নীলফামারীর ডিমলায় সাংবাদিক আতিকুল ইসলাম আতিক নামে এক সাংবাদিক ও তার পরিবার হামলার শিকারে গুরুতর আহত হয়েছেন। তাকে ও তার পরিবারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিক জাতীয় দৈনিক ঢাকা পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন এবং সাংগঠনিক সম্পাদক, প্রেসক্লাব, ডিমলা এবং সভাপতি নীলফামারী জেলা শাখা, ই-প্রেসক্লাবের আন্তজার্তিক সাংবাদিক সংগঠন।

    অভিযোগ সুত্রে জানা যায়, হামলাকারীরা আপন সহদর ভাই ও তাহাদের পরিবারবর্গ। পারিবারিক জমি জমার বিষয় লইয়া হামলাকারীদের সহিত আহত সাংবাদিক আতিক এবং তার বড় বোনের দীর্ঘদিন ধরে বিরোধসহ বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলিয়া আসিতেছে। ২৪ (জুলাই) সকাল ১১ টায় আহত সাংবাদিক আতিক ও তার বোন সামছুন্নাহারের নালিশীবিত্বে হামলাকারীরা জবর দখলের উদ্দেশ্যে ভাড়াটিয়া ট্রাক্টর দ্বারা হালচাষ করার চেষ্টা করে।

    এসময় সাংবাদিক আতিকের বড় বোন নিষেধ করিলে হামলাকারীগন বড় বোন, তাকে ও তার স্ত্রীকে মারপিট করিয়া গুরুতর জখম করে। সাংবাদিক আতিক ও তার স্ত্রী এবং তার বড় বোন হাসপাতালে চিকিৎসাধীন।

    হামলাকারীদের বিরুদ্ধে ডিমলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত সাংবাদিক আতিক।

    এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি সরেজমিন তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • লংগদু মৎস্য অফিস কর্তৃক মতবিনিময় সভা।

    লংগদু মৎস্য অফিস কর্তৃক মতবিনিময় সভা।

    নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে  জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির লংগদু মৎস্য অফিস কর্তৃক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
    সোমবার (২৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিসে মৎস্য কর্মকর্তা তানবির আহসান আলোচনা সভায় প্রেস ব্রিফিং করেন।
    এসময় তিনি লংগদু মৎস্য অফিস কর্তৃক এশিয়ার সবচাইতে বড় কৃত্রিম কাপ্তাই লেকে মৎস্য চাষীদের জন্য ৭দিনের বিভিন্ন  কর্মসূচির তালিকা প্রকাশ করেন। এ ৭দিনে সফল মৎস্য চাষীদের পুরষ্কার বিতরণ, মৎস্য পোণা অবমুক্তকরণ সহ মৎস্য চাষের ট্রেনিং দেওয়া হবে বলে জানান তিনি।
    এসময় উপস্থিত ছিলেন, লংগদু উপজেলার বিএফডিসি কর্মকর্তা আকবর হোসেন, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু দরদা আরমান খান, প্রমুখ।
  • রাণীশংকৈলে গরু’র লাম্পি স্কিন রোগের ছড়াছড়ি।

    রাণীশংকৈলে গরু’র লাম্পি স্কিন রোগের ছড়াছড়ি।

    ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় ব্যাপক হারে বেড়েছে গবাদি পশু গরু’র লাম্পি স্কিন রোগ(এলএসডি)। উপজেলার প্রায় প্রতিটি গ্রামে আক্রান্ত হচ্ছে শত শত গরু। এ রোগের চিকিৎসা করেও কাঙ্খিত ফলাফল হচ্ছে না।প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন প্রান্তে মারা যাচ্ছে গরু।

    এদিকে অভিযোগ রয়েছে, এ রোগের বিস্তার প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা ও পশু পালনকারীদের রোগ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে তেমন কোন প্রচার প্রচারনা নেই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল কর্তৃপক্ষের। অনেক এলাকায় অভিযোগ রয়েছে এ রোগের বিষয়ে খোজ খবর পর্যন্ত নেই না প্রাণী সম্পদ দপ্তর।

    জানা গেছে, বিগত কয়েক মাস ধরেই এ উপজেলায় গরুর লাম্পি স্কিন রোগ দেখা দিয়েছে। বর্তমানে এর ভয়ানক আকার ধারণ করেছে। উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই ছড়িয়ে পড়েছে এ রোগ। আক্রান্ত হচ্ছে শত শত গরু। আক্রান্ত হওয়ার ৮ থেকে ১০ দিনের মধ্যেই মারা যাচ্ছে গরু। বড় গরুর থেকে ছোট ধরনের গরু বেশি আক্রান্ত হচ্ছে। ছোট আকারের গরু গুলোই বেশি মারা যাচ্ছে। বিভিন্ন সুত্রে জানা গেছে, গত ১৫ দিনে প্রায় শতাধিকের বেশি গরু লাম্পি স্কিনে আক্রান্ত হয়ে মারা গেছে।

    উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই খুটিয়াটুলি গ্রামের  আব্দুর রহমান বলেন, এ রোগের আক্রান্তের গরু শরীরে অত্যন্ত দুর্গন্ধ ছড়ায়। তিনি তার খামারের একটি আক্রান্ত গরুর অনেক চিকিৎসা করে কোন প্রতিকার না পেয়ে গরুটিকে জবাই করে মাটিতে পুতেঁ দিয়েছেন।

    একই এলাকার মুনসুর আলী (মন্টু)  বলেন ,তার বাড়ির ছোট একটি বাছুরের লাম্পি রোগ দেখা দিয়েছে । গরুটির বর্তমানে খারাপ অবস্থায় রয়েছে,যে কোন সময় মারা যাবে। তিনি অভিযোগ করে বলেন, আমাদের গ্রামে আরও অনেক গরু লাম্পি স্কিনে আক্রান্ত হলেও পশু হাসপাতালের কাউকে আমাদের গ্রামে আসতে দেখলাম না। কেউ খোঁজ পর্যন্ত  নিলো না গরুগুলোর। একাধিকবার উপজেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে জানালেও তারা গ্রামের গরুগুলোর কোন খোঁজ নেই নি।

    একই এলাকার মফিজুল ও আকতার হোসেন বলেন আমাদের বাড়িতে কয়েকটি গরু এই রোগে আক্রান্ত হয়েছে। অনেক টাকা খরচ করে চিকিৎসা করে বর্তমানে একটু ভালো রয়েছে। তবে সরকারী কোন চিকিৎসক ডেকেও না পেয়ে বে সরকারী চিকিৎসক দিয়ে চিকিৎসা করিয়ে এখন গরুগুলো একটু সুস্থের দিকে।

    বনগাও রানীদিঘী গ্রামের পান দোকানি ইউনুস আলীর বাড়িতেও দুটি বাছুরের এই রোগ চরম ভাবে দেখা দিয়েছে। তিনি বলেন, ঠিক মুখটাকে ঘিরে  ফক্স এর মত উঠেছে গরু মুখ দিয়ে খেতে পারছে না। আক্রান্ত গরুটি না খাওয়ার জন্য খুব খারাপের দিকে চলে যাচ্ছে।

    জানতে চাইলে রানীশংকৈল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চিকিৎসক মৌসুমী আকতার জানান, বিভিন্ন এলাকায় সচেতনতাবোধ লিফলেট বিতরণ করা হয়েছে। এটি সারা দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। আমাদের উপজেলায় রোগটি নিয়ন্ত্রণে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। প্রায় প্রতিদিনই ভেটেরিনারী হাসপাতালে অসংখ্যা গরুর চিকিৎসা দিচ্ছি।

  • শিশু বিকাশে আলোয় আলো’র প্রকল্পে শিশু কান নর  শিক্ষা পদ্ধতি।

    শিশু বিকাশে আলোয় আলো’র প্রকল্পে শিশু কান নর  শিক্ষা পদ্ধতি।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাস বলেছেন, ‘আলোয়-আলো প্রকল্পের আওতাধীন শিশুকাননগুলোতে যেভাবে খেলাধুলা, ছড়া, গান ও গল্পের মাধ্যমে যেভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে সেটি শিশুদের বিকাশের জন্য অত্যন্ত কার্যকরী পদ্ধতি।’
    রোববার(২৩জুলাই)  শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডস্থ গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. উত্তম কুমার দাস।

    মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান, মহিলা বিষয়ক অধিদফতর মৌলভীবাজারের উপ-পরিচালক শাহেদা আকতার, শ্রীমঙ্গল উপজেলার উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জ্যোতিষ রঞ্জন দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, কমলগঞ্জ উপজেলার শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার, আলোয় আলো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ শরীফুল আলম, এমসিডার প্রধান নির্বাহী মো. তহিরুল ইসলাম মিলন, বিটিএস আলোয়-আলো প্রকল্পের সমন্বয়কারী মো. রুবাইয়াৎ ফেরদৌস প্রমূখ।

    প্রধান অতিথির বক্তব্যে ড. উত্তম কুমার দাস বলেন, ‘সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরাই আমাদের আওতাভুক্ত। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সকল শিশুর জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমরা অচিরেই আলোয়-আলো প্রকল্পে কর্মরত ইসিডি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো। আমরা সম্প্রতি কিছু নতুন পলিসি নিয়ে কাজ করছি যাতে এসব শিশুরা উপকৃত হতে পারে। সরকার ও বেসরকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে চা বাগানের প্রান্তিক শিশু সহ সকল শিশুদের উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।’

  • দ্বিতীয়বারের মতো খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোঃ জাকারিয়া।

    দ্বিতীয়বারের মতো খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোঃ জাকারিয়া।

    চাঞ্চল্যকর হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলার রহস্য উদঘাটন, মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ীদের আটক করাসহ চোরাচালান নিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় দ্বিতীয়বারের মতো খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া।
    রবিবার (২৩ জুলাই) সকালের দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেডে  জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় অভিন্ন মানদন্ডের আলোকে খাগড়াছড়ি জেলা পুলিশের ভালো কাজ ও কর্মদক্ষতায় জুন- ২০২৩ইং মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া’র নাম প্রকাশ করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম।
    একই সাথে জুন মাসের কর্ম মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ সার্কেল (মাটিরাঙ্গা সার্কেল) সহকারি পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ ছা‌লেহ, শ্রেষ্ঠ এএসআই মাটিরাঙ্গা থানার (এএসআই) মো: কামরুল আরেফিন চৌধুরী এর নাম ঘোষণা করা হয়।
    এ অর্জনকে মাটিরাঙ্গার জনগণের জন্য উৎসর্গ করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: জাকারিয়া বলেন, এমন অর্জন আমার একার পক্ষে সম্ভব নয় মাটিরাঙ্গার জনগণের সহযোগিতা ও খাগড়াছড়ি জেলার মান্যবর পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম মহোদয়ের আন্তরিকতা  ছিল বলেই আমি এই সম্মাননা পেয়েছি। মাটিরাঙ্গা উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও যেকোনো অপরাধ দমনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
    মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া  খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
  • গোদাগাড়ীতে পাবলিক সার্ভিস দিবস উদযাপিত।

    গোদাগাড়ীতে পাবলিক সার্ভিস দিবস উদযাপিত।

    রাজশাহীর গোদাগাড়ীতে শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে গোদাগাড়ীতে পাবলিক সার্ভিস দিবস উদযাপিত হয়েছে। রবিবার (২৩ জুলাই) সকালে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মাহন্তের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা কার্যালয়ের চত্বর প্রদক্ষিণ করে মূল ফটকে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মাহন্তের সভাপতিত্বে উপজেলা অডিটারিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তাগণ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তৃতা রাখেন।
    বক্তব্যে তারা বলেন, প্রতিটি দপ্তরে জবাবদিহিতার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। এতে করে সবাই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে। পাবলিক সার্ভিস দিবস পালন করতে গিয়ে যেন জনসেবা ব্যাহত না হয় সে দিকে সবাইকে খেয়াল রাখার পরামর্শ দেয়া হয়।


    বছরের বিভিন্ন দিন বিভিন্ন দিবস থাকে, আমরা তা পালনও করে থাকি, তবে যে কোনো দিবস পালন করার দিন আমাদের লক্ষ্য রাখা উচিৎ আমরা যেন ওই দিন সর্বোচ্চ জনসেবা দিতে নিজেদের দায়িত্ব পালনের চেষ্টা করি। কোনো বিশেষ দিন নয়, প্রতিটি দিনই যেন বিশেষ হয় আর বিশেষ সেবা যেন জনগণ পায়।
    বর্তমানে দেশের প্রায় ৯০ শতাংশ মানুষই ইন্টারনেট ব্যবহার করছে উল্লেখ করছেন স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ গড়ে তুলতে পারলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এসব করতে হলে অনেক চ্যালেঞ্জ এসব করতে হলে অনেক চ্যালেঞ্জ আসবে, আর এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে। জনসেবা মহান আল্লাহর দেওয়া একটি বিশেষ নেয়ামত। বক্তাগন সকলকে সঠিকভাবে দায়িত্ব পালনের পরামর্শ দেন।
    অনুষ্ঠানে বক্তাগণ বিভিন্ন হটলাইন নম্বরের কার্যকারিতা ও ব্যবহারের দিক, বর্তমান সরকারের অধীনে বিভিন্ন দপ্তর/সংস্থার কার্যক্রম অনলাইন করার সুবিধাসহ ভূমি উন্নয়ন কর, মিউটেশন, জন্ম/মৃত্যু নিবন্ধন, এনআইডি ইত্যাদি সম্পর্কে তুলে ধরে সরকারের নানামুখী কার্যকরী উদ্যোগ গ্রহণের মাধ্যমে ঘুষ ও দুর্নীতি হ্রাস হয়েছে বলে জানান। আজ থেকে মানুষ কোন সেবাটি পেতে কোনো ধরনের হয়রানি না পোহায়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • রামপালে পাবলিক সার্ভিস দিবস-২০২৩ পালিত।

    রামপালে পাবলিক সার্ভিস দিবস-২০২৩ পালিত।

    বাগেরহাটের রামপালে যথাযথ ভাবে ‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস-২০২৩ পালিত হয়েছে।
    (২৩ জুলাই) রবিবার সকাল ১০.০০ টায় রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ফটক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা  বের করা হয়।  শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শেষ হয়।
    এরপর উপজেলা পরিষদ  অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, রামপাল থানার ওসি (তদন্ত) মো. হানিফ।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. গোলজার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, সমাজসেবা অফিসার মো. শাহিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।