Author: admin

  • সানন্দবাড়ীতে গবাদিপশুর ফ্রী ভ্যাক্সিন ও মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন।

    সানন্দবাড়ীতে গবাদিপশুর ফ্রী ভ্যাক্সিন ও মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন।

    দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ীতে গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ এর প্রতিষেধক হিসেবে গোট পক্স ফ্রী ভ্যাক্সিন ক্যাম্পেইন করা হয়।

    বৃহস্পতিবার ২৭ জুলাই দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে, দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান এর নেতৃত্বে ভেটেরিনারি হাসপাতা টিম ফ্রী ভ্যাক্সিন ক্যাম্পেইন ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করেন এবং সচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন।
    এসময় চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া উপস্থিত ছিলেন।
    ভ্যাক্সিন ক্যাম্পেইনের মাধ্যমে ২০০ গরুকে গোট পক্স ফ্রী ভ্যাক্সিন ও ফ্রী চিকিৎসা দেওয়া হয়। এ ভ্যাক্সিন ক্যাম্পেইনের মাধ্যমে খামারিদের গরুকে ভ্যাক্সিন দেওয়ার প্রতি আগ্রহী করানো হয়।

    চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ীতে গবাদিপশুর ফ্রী ভ্যাক্সিন ক্যাম্পেইন ও ফ্রী মেডিকেল ক্যাম্পেইন করায় দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান সহ ভেটেরিনারি হাসপাতালের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।

    দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বলেন- গবাদিপশুর লাম্পি স্কিন একটি ভাইরাস জনিত রোগ, এ রোগের প্রতিষেধক হিসেবে ভ্যাক্সিনের কোন বিকল্প নাই, সুস্থ গরুকে ভ্যাক্সিন দিতে হবে। আর যে সকল গরু আক্রান্ত হয়েছে সেগুলোর সঠিক চিকিৎসা নিতে হবে। গরুর বাসস্থান ও বাড়ির আশেপাশের ঝোপঝাড় পরিস্কার করুন, মশা মাছি থেকে দুরে থাকুন।

  • মাধবপুরে অর্ধগলিত মরদেহ উদ্ধার।

    মাধবপুরে অর্ধগলিত মরদেহ উদ্ধার।

    মাধবপুর উপজেলার মনতলা-ধর্মঘর সড়কের  দেবপুর নামক স্থানে অমূল্য নাথ (৬১) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে উপজেলার
    ধর্মঘর ইউনিয়নের দেবপুর পাকা সড়কের পূর্ব পাশে মাটি ভরাট চলমান কাজে নির্মানাধীন একটি বিল্ডিং থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অমূল্য নাথ উপজেলার ছাতিয়াইন গ্রামের মৃত হরকুমার দেবনাথের পুত্র।
    মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পথচারীরা রাস্তার পাশে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।
  • রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর বরখাস্ত।

    রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর বরখাস্ত।

    রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক ও সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
    বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ (২৫ জুলাই) মঙ্গলবার অর্থনৈতিক তসরূপ ও শৃঙ্খলা বিধি ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।
    রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় সূত্রে জানা গেছে যে,  অর্থনৈতিক তসরূপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত (১১ জুলাই ও ১৯ জুলাই) দুটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।
    এর জবাবে সহকারী শিক্ষক মিজানুর রহমান (১৩ জুলাই ও ২৩ জুলাই)  নোটিশ দু’টির জবাব দেয়। কিন্তু বিদ্যালয় পরিচালনা পর্ষদ তার এ জবাবে সন্তুষ্ট না হওয়ায় তাকে (২৬ জুলাই) থেকে  সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করে।
    উল্লেখ্য সাময়িক বরখাস্তকৃত শিক্ষক মিজানুর রহমান বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ দাতা সদস্য নারায়ণ চন্দ্র মন্ডলের স্বাক্ষর জাল করে ভুয়া পদত্যাগ দেখানো, অভিভাবকদের সাথে অসৌজন্যমূলক আচরণ, শিক্ষকদের সাথে দূর্ব্যবহারসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে যশোর  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিস বরাবর একাধিক অভিযোগ করা হয়েছে।
  • মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।

    মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।

    হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ‍্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ‍্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
    বুধবার (২৬-জুলাই) সকাল সাড়ে ১০টায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সহকারী উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রনির সঞ্চালনায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান।
    এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব,উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান,মাধবপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম, মোঃ কবির হোসেন, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষক কল্যাণ সমিতির সহ-সভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ।
    উদ্বোধনী ম্যাচে সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মালঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ২-১ গোলে পরাজিত করে।
    খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন নারায়ণ কুর্মি, বানী মাধব দাশ ও অর্জুন কুমার নাগ।
  • রামপালে স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

    রামপালে স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
    (২৬ জুলাই) বুধবার বিকাল ৪.০০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
    ফাইনাল খেলায় সন্ন্যাসী প্রাথমিক বিদ্যালয় ও কুমলাই প্রাথমিক বিদ্যালয়  অংশ গ্রহণ করে। সন্ন্যাসী প্রাথমিক বিদ্যালয় কুমলাই প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে।
    খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন।
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সেখ ইদ্রিস আলী, সহকারি শিক্ষা অফিসার মোঃ এনামুল হক, মো. আসাদুজ্জামান,  শিক্ষক তাপস কুমার পাল, শেখ আহম্মদ আলী, মো. বাইজিদ হোসেন,  মোঃ জাহিদুর রহমান প্রমুখ।
  • রামপালে পলাতক আসামি গ্রেফতার।

    রামপালে পলাতক আসামি গ্রেফতার।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে জি আর ৬৫/০৫ মামলার দীর্ঘ দিনের পলাতক আসামি মো. তাইজুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ।

    গ্রেফতারকৃত তাইজুল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বড় সন্ন্যাসী গ্রামের সৈয়দ আলী হাওলাদারের পুত্র।
    (২৫ জুলাই) মঙ্গলবার থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিজ এলাকায় অবস্থান করছে। এ খবর পেয়ে থানা পুলিশের একটি চৌকস দল বড় সন্ন্যাসী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
    এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, তাইজুল ইসলাম একটি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।  সে দীর্ঘ দিন পলাতক ছিল। তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগের নেতৃবৃন্দকে রত্না সিনহা’র ফুলের শুভেচ্ছা।

    ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগের নেতৃবৃন্দকে রত্না সিনহা’র ফুলের শুভেচ্ছা।

    বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের ফুলের শুভেচ্ছা জানিয়েছেন নব নির্বাচিত সদস্য রত্না সিনহা।
    মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিজ এলাকার দলীয় নেতাদের ফুলের শুভেচ্ছা জানান রত্না সিনহা।
    যানা যায়,রাতে প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে ফুলের শুভেচ্ছা জানান নব নির্বাচিত সদস্য রত্না সিনহা। পরে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা,জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা.সাদেক কুরাইশী,সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরে ফুলেল শুভেচ্ছা জানান রত্না।
    বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আমি শুভেচ্ছা জানাই রত্না সিনহাকে বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায়। আমি আশা করি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রত্না আরো সামনের দিকে এগিয়ে যাবে।
    সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.অরুনাংশু দত্ত টিটো বলেন, রতœ সিনহা পরিশ্রমী একজন রাজনৈতিক ব্যক্তি। তাকে অভিনন্দন জানাই,সেই সাথে আমি মনে করি রত্না আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত আরো বেশি শক্তিশালী করার জন্য নিজ জেলায় কঠোর ভূমিকা পালন করবে।
    উল্লেখ্য- গত রোববার(১৬ জুলাই) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমোদনের পর এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটিতে অনুমোদন দেন।
  • রামপালে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা।

    রামপালে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার ৫ নং রাজনগর ইউনিয়নে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে।
    (২৫ জুলাই) মঙ্গলবার রামপাল থানা পুলিশের আয়োজনে রাজনগর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    রাজনগর ইউপি চেয়ারম্যান মোসা. সুলতানা পারভীন (ময়না’র) সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন ও রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম।
    এসময়  অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য লোকজন  উপস্থিত ছিলেন।
    সভায় (ওসি) আশরাফুল আলম সকলের সাথে প্রতিটি ওয়ার্ডের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কুশল বিনিময় করেন এবং সভা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, কালেখারবেড় দীঘির পাড়ে থানা পুলিশের উদ্যোগে একজন নিরাপত্তা প্রহরী দেওয়া হবে।
  • পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড় ও টিলা কাটা বন্ধের বিকল্প নাই-পরিবেশমন্ত্রী।

    পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড় ও টিলা কাটা বন্ধের বিকল্প নাই-পরিবেশমন্ত্রী।

    মৌলভীবাজারের পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড় ও টিলা কাটা বন্ধের বিকল্প নাই। ছাদ কৃষি ও সামাজিক বনায়নয়ের মাধ্যমে দেশের মোট বনায়নের পরিমাণ বৃদ্ধি করতে সবাইকে এগিয়ে আসতে হবে মৌলভীবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ, সপ্তাহব্যাপী বৃক্ষরোপন সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বন ও পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
    মন্ত্রী আরও বলেন, জলাবায়ু ও উঞ্চতা নিয়ত্রনে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাড়ে ২০ কোটি গাছ লাগানো হবে, এতে করে বৃষ্টি হবে ও উঞ্চতা কমবে। এছাড়াও পলিথিন বন্ধে নানা প্রদক্ষেপের কথা জানিয়ে বলেন, উপক’ল অঞ্চলের ৮টি জেলার ৪০টি উপজেলায় পলিথিন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, পর্যায়ক্রমে সারা দেশে করা হবে। এসময় পৌরসভার পলিথিন ক্রয় এর কথা উল্লেখ করে বলেন, এটা একটা মডেল, এটা সারাদেশে ছড়িয়ে দেয়া হবে, পলিথিন থেকে তেল তৈরীর ব্যবস্থাও নেয়া হবে। এসময় তিনি বলেন, ২০৩০ সাল পর্যন্ত এসডিজি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনও গাছই কাটা যাবেনা, এটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।
    মঙ্গলবার ২৫ জুলাই ২০২৩ইং, সকাল সাড়ে ১০ টার সময় পৌরসভার পুকুরে পোনা মাছ উন্মোক্ত করেন। পরে সরকারী স্কুল মাঠে ফিতাকেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন। আবার পৌরসভা থেকে একটি বন্যাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পরে শিল্পকলা একাডেমিতে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার রাজনগর- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ, সৈয়দা জহুরা আলা উদ্দিন এম পি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, অতিরিক্তি পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন-সহ প্রমুখ।
    এছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বৃক্ষমেলায় সরকারী ও বেসরকারী মিলিয়ে ২২টি স্টল অংশ গ্রহন করেছে। মেলাস্থলে মন্ত্রী, এমপি ও জেলাপ্রশাসক ৩টি গাছের চারা রোপন করেন।
  • গোদাগাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা।

    গোদাগাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা।

    রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাতদিন ব্যাপি নানা কর্মসূচিগ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর উদ্যোগে এই আয়োজন করা হয়।

    মঙ্গলবার ২৩/৭/২০২৩সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বনার্ঢ্য র্যা লি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

    এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব সঞ্জয় কুমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজব ওমর ফারুক চৌধুরী এমপি। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ও ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক প্রমূখ।

    অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ মৎস্য চাষীরা এ সময় উপস্থিত ছিলেন।